West Bengal News Live Updates: রাজ্যের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
মদন মিত্রের অবস্থান বদল। SSKM-কাণ্ডে বয়কটের মন্তব্য থেকে সরে দাঁড়ালেন মদন মিত্র। তবে ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্য, কণ্ঠে আমার কাঁটার মালা, সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচারের জন্য কেস খাইনি। পরে অবশ্য নিজের পাচার মন্তব্য থেকে ফের ১৮০ ডিগ্রি সরে দাঁড়ান তিনি।
রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর। এবার, প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদল করে বঙ্গ মৎস্য যোজনা করা হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হবে বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
বিধায়কের অফিসের সামনে তুলকালাম! তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি! রক্তপাত! মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে দলের ব্লক সভাপতি নজরুল ইসলামের কোন্দল ফের প্রকাশ্যে! দু-জনের গলাতেই পরস্পরের উদ্দেশে হুঙ্কারের সুর! সঙ্গে পুলিশকেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি! পঞ্চায়েত ভোটের আগে টিকিট ঘিরে দ্বন্দ্ব! কটাক্ষ করেছে কংগ্রেস।
এগরার পর বজবজ, বাড়িতে বেআইনিভাবে বাজি মজুত করার অভিযোগ। বেআইনিভাবে মজুত বাজিতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩। দমকলের দাবি, এটা বাজির কারখানা নয়।
এগরার পর বজবজ, বাড়িতে বেআইনিভাবে বাজি মজুত করার অভিযোগ। বেআইনিভাবে মজুত বাজিতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩।
এগরার পর বজবজ, ফের বেআইনি বাজি কারখানায় আগুন। বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানায় আগুন। বাড়ির মধ্যে বসেই বাজি বানানোর অভিযোগ। ৩ জন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক।
রাত পৌনে ৮ নাগাদ বাজি কারখানার গোডাউনে আগুন। বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বিস্ফোরণের শব্দ।
এগরার পর বজবজ, ফের বেআইনি বাজি কারখানায় আগুন। বেআইনি বাজি কারখানার গোডাউনে বিধ্বংসী আগুন। বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানায় আগুন। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন।
স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে পুলিশকর্মীদের থেকে টাকা তোলার অভিযোগ। পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। গ্রেফতার এএসআই, তাঁর স্ত্রী, এক সিভিক ভলান্টিয়ার।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবার উত্তরবঙ্গে ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের। কলকাতার পর এবার শিলিগুড়িতে ধর্না কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের। কাল থেকে শিলিগুড়িতে ৩২ ঘণ্টার ধর্না কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেস। কাল সকাল ১০টা থেকে ২৩ তারিখ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না কর্মসূচি। কেন্দ্রের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে মহিলা তৃণমূলের ধর্না কর্মসূচি।
তিন ঘণ্টা পার, এখনও ওড়িশার জাজপুরে আটকে বিকল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের ওপর বাজ পড়েছে, প্রাথমিক অনুমান রেলের। ছিঁড়ে যাওয়া ওভারহেড তার সারানোর চেষ্টা চলছে, জানাল রেল।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার ভুয়ো সেনা। ভাড়া বাড়ি থেকে উদ্ধার সেনার পোশাক, এয়ারগান। ছত্তিশগড়ের বাসিন্দা বছর ৪০ এর এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে তিনি কী করছিলেন, তা নিয়েই বাড়ছে রহস্য।
মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সামনেই তাঁর অনুগামীদের মারধর। তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ। পাল্টা বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ব্লক সভাপতি। ঘটনার জেরে প্রাণহানির আশঙ্কা খোদ শাসক দলের বিধায়কের! অভিযুক্তদের ধরতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা হুমায়ুন কবীরের। গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতির ১ অনুগামী।
নাম বদলের অভিযোগে ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দুর।
'প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদলে বঙ্গ মৎস্য যোজনা করেছে পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি লিখব টাকা বন্ধ করে দেওয়ার জন্য, গিরিরাজ সিংহ দেখিয়েছেন চুরি কী ভাবে আটকাতে হয়। আমি চাইব অন্যান্য দফতরগুলিও নাম বদল রুখতে উদ্যোগ নিক।'
জাজপুর স্টেশন পেরনোর পর বিকল বন্দে ভারত এক্সপ্রেস। পুরী থেকে হাওড়া ফিরছিল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের ওপর বাজ পড়েছে, প্রাথমিক অনুমান রেলের। বাজ পড়ায় ক্ষতিগ্রস্ত ট্রেন, অন্য ইঞ্জিন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে হাওড়ায় নিয়ে আসার চেষ্টা, রেল সূত্রে খবর।
এসএসকেএমের বিরুদ্ধে সুর নরম মদন মিত্রর। 'এসএসকেএম বয়কটের ডাক থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মদন মিত্র। এসএসকেএমে পরিষেবা পেলে মানুষ নিশ্চয় যাবেন। যাঁদের মনে হয়েছে তাঁরা এফআইআর করেছেন। হাসপাতালের কোনও কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমার উপস্থিতিতে কেউ আঘাত পেলে আমি দুঃখিত,' মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রর।
এফআইআর এসএসকেএমের, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব মদনের। 'কেস খাওয়াটা আমার জন্মলগ্ন থেকেই। কণ্ঠে আমার কাঁটার মালা, কেসের মালা। এই কেস খেয়ে আমি লজ্জিত নই। সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচারের জন্য কেস খাইনি।' এসএসকেএম সংঘাতের মধ্যেই বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক।
বরানগরে লরির ধাক্কায় মৃত্যু টেলি অভিনেত্রীর। শ্যুটিং সেরে অ্যাপ বাইকে ফেরার পথে দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর।
ঘাতক লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে পুলিশকর্মীদের থেকে টাকা তোলার অভিযোগ। গ্রেফতার বেনিয়াপুকুর থানার এএসআই, এএসআইয়ের স্ত্রী। গ্রেফতার ১ সিভিক ভলান্টিয়ারও।
পার্থ চট্টোপাধ্যায় ও জীবনকৃষ্ণ সাহার পর এবার সিবিআইয়ের স্ক্যানারে ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের মোবাইল ফোন। ৪ মে, বাড়িতে অভিযান চালিয়ে সন্তুর ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সিবিআই। তাদের অনুমান, ফোন থেকে প্রচুর তথ্য মুছে ফেলা হয়েছে। ৩টি মোবাইল ফোন আগামীকালই দিল্লিতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এর আগে ফরেন্সিক পরীক্ষায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন থেকে প্রচুর তথ্য উদ্ধার হয়েছে বলে দাবি করে সিবিআই।
নাম বদলের অভিযোগে ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দুর। 'প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদলে বঙ্গ মৎস্য যোজনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি লিখব টাকা বন্ধ করে দেওয়ার জন্য। গিরিরাজ সিংহ দেখিয়েছেন চুরি কী ভাবে আটকাতে হয়। কী ভাবে নাম বদল রুখতে হয় গিরিরাজ সিংহ দেখিয়েছেন। আমি চাইব অন্যান্য দফতরগুলিও নাম বদল রুখতে উদ্যোগ নিক'।
বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি! নদিয়ার কালিগঞ্জে গুলিবিদ্ধ কিশোর. অভিযোগ, দ্রুত গতিতে বাইক নিয়ে যাচ্ছিলেন এক যুবক।
বিজেপির কার্যকারিণী বৈঠকেও অভিষেকের এগরা বিস্ফোরণকাণ্ড নিয়ে মন্তব্যকে হাতিয়ার সুকান্ত মজুমদারের। 'তাঁরা নিজেরাই স্বীকার করছেন, তাঁদের সরকার অপদার্থ। এই অপদার্থ সরকারের অপদার্থতা মানুষের সামনে তুলে ধরতে হবে', বিজেপির কার্যকারিণী বৈঠকে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রানে বিতর্ক। নিউ আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ দেখালেন বাম প্রভাবিত রেলের মজদুর সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্দেশ অনুযায়ী, এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত গোটা অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনকে। অর্থাৎ বন্দে ভারতের চালক ও গার্ড এই ডিভিশন থেকেই নির্বাচন করার কথা।কিন্তু বাস্তবে তা হয়নি। এদিন নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারতের চালক আলিপুরদুয়ারের হলেও, গার্ড ছিলেন কাটিহার ডিভিশনের কর্মী। বাম প্রভাবিত রেলের মজদুর সংগঠনের হুঁশিয়ারি, ফিরতি পথেও বন্দে ভারতে অন্য ডিভিশনের কর্মী থাকলে, তাঁকে ট্রেন থেকে নেমে যেতে বলা হবে। এই নিয়ে রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় শাসকদলে ভাঙন। আইএসএফে যোগ দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ দলের একাধিক নেতা, কর্মীরা। গতকাল পাথরপ্রতিমার উত্তর আবাদ এলাকায় আইএসএফের কর্মিসভায় উপস্থিত ছিলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর উপস্থিতিতেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন নেতা, কর্মীরা। তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন দলত্যাগীরা। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। আর্থিক দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত ভোটে টিকিট পাবে না বুঝেই দলত্যাগ, দাবি শাসক শিবিরের।
ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা উদ্ধার। কালেরআইট এলাকায় গোয়াল ঘরে মিলল বোমার হদিশ। আজ সকালে তৃণমূল কর্মী আয়ুব মোল্লার বাড়ি লাগোয়া গোয়াল ঘরের মধ্যে একটি ব্যাগের ভিতর বোমাগুলি দেখতে পান ওই পরিবারের পুত্রবধূ। পরে ভাঙড় থানার পুলিশ গিয়ে ৭টি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করছিল তৃণমূল, অভিযোগ আইএসএফের। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এগরা বিস্ফোরণকাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের বোমা উদ্ধার। পঞ্চায়েত ভোটের আগে ২ জায়গায় বোমা উদ্ধার। ভাঙড়ে তৃণমূলকর্মীর বাড়িতে মিলল বোমা। তৃণমূলকর্মীর বা়ড়ি লাগোয়া গোয়াল ঘরে ৭টি তাজা বোমা উদ্ধার পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করছিল তৃণমূল, অভিযোগ আইএসএফের। অভিযোগ অস্বীকার শাসক দলের। মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও বোমা উদ্ধার। আমবাগানে মিলল ব্যাগভর্তি বোমা
তৃণমূল বিধায়কের সামনেই তাঁর অনুগামীদের মারধরের অভিযোগ উঠল দলের ব্লক সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি,অভিযুক্তদের ধরতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। এমন লোককে বিধায়ক করেছি, যাঁর লোকজনের হাতে মার খাচ্ছে দলীয় কর্মীরাই, পাল্টা হুমায়ুন কবীরকে তোপ দেগেছেন ভরতপুরের তৃণমূল ব্লক সভাপতি নজরুল ইসলাম।
রাজ্য পেতে চলেছে তৃতীয় বন্দে ভারত।হাওড়া পুরির পর এবার নিউ জলপাইগুড়ি থেকে গৌহাটি।রবিবার ভোরে তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল রান হল।
গতকাল ইডির ম্যারাথন তল্লাশিতে 'কালীঘাটের কাকু' সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর ২০টি জায়গায় সম্পত্তির হদিশ। ১৬ জায়গায় তল্লাশিতে দেড় হাজার পাতার নথি ও ৩টি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে। ৩টি কোম্পানির সঙ্গেই সুজয়কৃষ্ণর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। ৩টি কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হতো বলে অনুমান ইডির। গতকালের তল্লাশিতে সুজয়কৃষ্ণর ফোন সহ ১১টি মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি। উদ্ধার প্রচুর সংখ্যক হার্ডডিস্ক, পেনড্রাইভ, খবর ইডি সূত্রের
জাতীয় গ্রন্থাগারে আজ বিজেপির রাজ্য কার্যকারিণী বৈঠক। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা ছাড়াও এই বৈঠকে যোগ দেবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। মূলত পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন বুথে সংগঠনের কী হাল, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এছাড়াও, দেশজুড়ে মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রচার অভিযানের আয়োজন করছে বিজেপি। বাংলায় তার রূপরেখা কী হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজকের বৈঠকে।
শ্যুটিং সেরে ফেরার পথে, বরানগরে লরির ধাক্কায় মৃত্যু হল ছোট পর্দার অভিনেত্রীর। টিভি সিরিয়ালের চেনা মুখ সুচন্দ্রা দাশগুপ্ত। গতকাল রাতে অ্যাপ-বাইকে চড়ে সোদপুরের বাড়িতে ফিরছিলেন ওই অভিনেত্রী। বরানগর থানার সামনে ঘোষপাড়া রোডে বেপরোয়া লরি বাইকের পিছনে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যাওয়ায় অভিনেত্রীকে পিষে দিয়ে চলে যায় লরি। হেলমেট গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। আহত অ্যাপ-বাইক চালককে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরির চালককে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ।
মধ্যমগ্রামের কৃষ্ণমাটি এলাকায় মাঝরাতে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর। প্রতিবাদে সকালে মধ্যমগ্রাম-খড়িবাড়ি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন সিপিএম কর্মীরা। গত কয়েকদিন ধরেই তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান চলছে। এর মধ্যেই বামেদের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। গত ২৮ এপ্রিল, ১২ বছর পর, কৃষ্ণমাটি এলাকায় নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করে সিপিএম। সেই পার্টি অফিসে ভাঙচুর নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পার্থ চট্টোপাধ্যায় ও জীবনকৃষ্ণ সাহার পর এবার সিবিআইয়ের স্ক্যানারে ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের মোবাইল ফোন। ৪ মে, বাড়িতে অভিযান চালিয়ে সন্তুর ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সিবিআই। তাদের অনুমান, ফোন থেকে প্রচুর তথ্য মুছে ফেলা হয়েছে। ৩টি মোবাইল ফোন আগামীকালই দিল্লিতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এর আগে ফরেন্সিক পরীক্ষায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন থেকে প্রচুর তথ্য উদ্ধার হয়েছে বলে দাবি করে সিবিআই। গতকাল সন্তুর শিবরামপুরের বাড়িতে অভিযান চালায় ইডি। এর আগে তারা চার্জশিটে দাবি করে, বিভিন্ন এজেন্টদের থেকে টাকা তুলে কুন্তল ঘোষের নির্দেশে সন্তুকে ২৬ কোটি টাকা দিয়েছিলেন অয়ন। সন্তুকে কুন্তলের শাগরেদ বলে দাবি করেন তাপস মণ্ডলও।
বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর। সাতসকালে আগরপাড়ার তেঁতুলতলা মোড়ে দুর্ঘটনা। ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাওয়ার সময়, বিটি রোডের ওপর উল্টোদিক থেকে আসা পিক আপ ভ্যানে ধাক্কা মারে বেপরোয়া বাইক। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃৃৃত্যু হয় ৩ বাইক আরোহীর। পিক আপ ভ্যানের চালকের খোঁজ চালাচ্ছে খড়দা থানার পুলিশ।
সাতসকালে নিউটাউনে দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২ জন চালক। ভোর ৫টা নাগাদ অ্যাক্সিস মলের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গতিতে যাচ্ছিল BMW।উল্টোদিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর, ট্রাফিক সিগনাল বুথেও ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি। দুটি গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নিউটাউন থানার পুলিশ। ট্রাফিক সিগনাল বুথটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগে পুরীগামী ট্রেনটির কাপলিং খুলে যায়। দুটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। যাঁরা ডেকেছে তাঁদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। নিজাম প্যালেস থেকে বেরিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে, সেই কারণ বিচলিত। কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
এসএসকেএমে রোগী ভর্তি নিয়ে সংঘাত চরমে! সুর সপ্তমে তুলে সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বললেন, তৃণমূল কারও ব্যক্তিগত দল নয়! চ্যালেঞ্জ ছুড়লেন, চাইলে বিধায়ক ও দলীয় পদ ছেড়ে দিতেও তিনি প্রস্তুত! মদন মিত্রর এই বিদ্রোহের সুর নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি, ফ্ল্যাট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি। সূত্রের দাবি, নামে-বেনামে তাঁর ১২টি সম্পত্তির হদিশ মিলেছে। কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এল? খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের দাবি, সুজয় কৃষ্ণের বয়ানেও মিলেছে অসঙ্গতি!
প্রেক্ষাপট
কলকাতা: কখনও আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। কখনও আবার অমিত শাহর (Amit Shah) ছেলেকে। প্রায় ১০ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। নিশানা করলেন বিচারব্যবস্থার একাংশকেও। পাল্টা, জবাব দিয়েছে বিরোধীরা।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
প্রায় ১০ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর, একাধিক ইস্যুতে শুভেনদু অধিকারীকে আক্রমণ করেন অভিষেক। পাল্টা, জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও।
দিল্লি হোক বা কলকাতা। ED হোক বা CBI. বারবার কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পরণে কালো শার্ট বা টি-শার্ট। বারবার এই কালো জামা পরার নেপথ্য়ে কোনও রহস্য রয়েছে? রয়েছে কোনও বিশেষ তাৎপর্য?
রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, নারীদের অধিকার নিয়ে সরব হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুম-এ একটি নতুন বিভাগেরও উদ্বোধন করলেন তিনি।
সন্ধেয় কুণাল ঘোষের অফিসে মদন মিত্র। সমস্যা হয়েছিল, এখন মিটে গেছে বললেন কুণাল ঘোষ। যদিও, মদন মিত্র এখনই চ্যাপ্টার ক্লোজ করতে রাজি নন। ভবানীপুর থানায় মদন মিত্রের বিরুদ্ধে FIR করেছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ।
তলবের আগে এক দিনও সময় দেওয়া হয়নি। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে এই অভিযোগ তুলে, CBI-কে কার্যত পত্রাঘাত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের মুখোমুখি হওয়ার পরও একই অভিযোগ তুললেন তিনি। পঞ্জিকা দেখে তলব করবে না CBI. পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি, ফ্ল্যাট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি। সূত্রের দাবি, নামে-বেনামে তাঁর ১২টি সম্পত্তির হদিশ মিলেছে। কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এল? খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের দাবি, সুজয় কৃষ্ণের বয়ানেও মিলেছে অসঙ্গতি!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -