West Bengal News Live : আজ মহাসপ্তমী, শহর থেকে জেলা, রাস্তায় জনজোয়ার

West Bengal News Update : জেলা থেকে জেলার খবর একনজরে।

ABP Ananda Last Updated: 21 Oct 2023 10:42 PM
Durga Puja News Live : সপ্তমীতে ষোলআনা পুজোর আমেজে বাংলা, জেলা থেকে শহর, ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে

সপ্তমীতে ষোলআনা পুজোর আমেজে বাংলা, জেলা থেকে শহর, ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে। খাওয়া-দাওয়া, ঘোরায় পুজো জমজমাট।

WB Live News : মহুয়া-বিতর্কে জড়াতে চায় না তৃণমূল

মহুয়া-বিতর্কে জড়াতে চায় না তৃণমূল। বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ। বললেন, যা বলার মহুয়া বলবে।

West Bengal News Live : চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে

চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷ আজ ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷ তারপর প্রতিমার চক্ষুদান । ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু৷ করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ।

WB Live News : উৎসবমুখর বাংলা, রাস্তায় চাকরিপ্রার্থীরা

উৎসবমুখর বাংলা, রাস্তায় চাকরিপ্রার্থীরা। সপ্তমীতেও নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা। ৪১৭ দিন ধরে ধর্মতলায় আন্দোলনে প্রাইমারির চাকরিপ্রার্থীরা। 

West Bengal News Live : উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর পুজো এবার ৭৯ বছরে পা

উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর পুজো এবার ৭৯ বছরে পা দিল। মৎস্যজীবী বা জেলেদের বাড়ির জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। ব্যবহার করা হয়েছে প্রচুর পটচিত্রের। এবিপি আনন্দ শারদ সম্মানের জীবনবোধে সেরার শিরোপা পেল এই পুজো।

WB Live News : পুজোর বাংলায় নাড্ডা

পুজোর বাংলার বিজেপির হেভিওয়েটরা। শাহের পর নাড্ডা। বেলিলিয়াস রোড, শোভাবাজার রাজবাড়ি থেকে নিউ মার্কেট সর্বজনীন, সন্তোষ মিত্র স্কোয়ার। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখলেন বিজেপি সভাপতি। 

West Bengal News Live : জমজমাট পুজো বেহালায়

বেহালা সেনহাটি দুর্গোৎসব সমিতি। এখানের পুজোর প্রধান আকর্ষণ ডাকের সাজে দেবী প্রতিমা। বেহালা সাঁতরাপাড়ার সর্বজনীনের পুজো এবার পড়ল ৪০ বছরে। প্রধান আকর্ষণ ১০ ফুটের দেবী প্রতিমা।

WB Live News : পুজোর শহরে বেপরোয়া গতির বলি, মৃত্য়ু হল বাইক আরোহীর

পুজোর শহরে বেপরোয়া গতির বলি। মৃত্য়ু হল বাইক আরোহীর।  শনিবার মধ্য় রাতে সার্ভে পার্ক থানা এলাকার জোড়া ব্রিজে,  একটি গার্ডওয়ালে বেপরোয়াভাবে ধাক্কা মারে বেপরোয়া মোটরবাইক। ছিটকে পড়েন ৩ বাইকআরোহী। কারও মাথায় হেলমেট ছিল না। মদ্যপ অবস্থায় দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। 

West Bengal News Live : বাংলার জামাই নাড্ডা, তাঁর ছবি সরিয়ে দেওয়া হল। এটা কি বাংলার সংস্কৃতি ? আক্রমণ দিলীপ ঘোষের।

পুজোর কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আসার আগেই শুরু বিতর্ক! শোভাবাজার রাজবাড়ির সামনে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নাড্ডার নামে দেওয়া হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। স্বৈরাচারী সরকার তৃণমূলের। বাংলার জামাই নাড্ডা, তাঁর ছবি সরিয়ে দেওয়া হল। এটা কি বাংলার সংস্কৃতি? বলবেন আমাদের সংস্কৃতি, উদার, আর আচরণ করবেন ছোটলোকের মতো? আক্রমণ দিলীপ ঘোষের।

WB Live News : কলকাতায় পা রাখার আগেই শুরু বিতর্ক,শোভাবাজার রাজবাড়ির সামনে নাড্ডার হোর্ডিং সরানোর অভিযোগ

পুজোর কলকাতায় বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (J P Nadda) আসার আগেই শুরু বিতর্ক! শোভাবাজার রাজবাড়ির (Sovabazar Rajbari) সামনে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে নাড্ডার নামে দেওয়া হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি।

West Bengal News Live : এবার অপহরণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

এবার অপহরণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।  ধৃতের নাম ফিরোজ মিদ্দা। অভিযুক্ত বিধাননগর কমিশনারেটে কর্মরত। অভিযোগ, ২-৩ দিন আগে বাসন্তী হাইওয়ের কাছে পরিচিত এক ব্যক্তিকে মারধর করে ।  জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ। তাঁকে প্রথমে একটি দোকানে আটকে রেখে পরে নিয়ে যাওয়া হয় হোটেলে। অন্যদিকে এই সময়ের মধ্যে ফোন করে ১০-১২ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ভাঙড় থানায় দায়ের হয় অভিযোগ।  ভাঙড় থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে নিউটাউন থেকে গ্রেফতার করে। 

WB Live News :  চিরাচরিত রীতি-ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত বেলুড় মঠে

 চিরাচরিত রীতি-ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত বেলুড় মঠে৷১২৮ বছরে পা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কীর্ণাহারের মিরিটির বাড়ির পুজোর।

WB News Live : পুজোর শহরে বেপরোয়া গতির বলি, ঘটনাস্থলেই মৃত ১

পুজোর শহরে বেপরোয়া গতির বলি। মৃত্য়ু হল বাইক আরোহীর।  শনিবার মধ্য় রাতে সার্ভে পার্ক থানা এলাকার জোড়া ব্রিজে,  একটি গার্ডওয়ালে বেপরোয়াভাবে ধাক্কা মারে বেপরোয়া মোটরবাইক। ছিটকে পড়েন ৩ বাইকআরোহী। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ১ জনের।

WB News : অমিত শাহের পর পুজোর কলকাতায় জে পি নাড্ডা

অমিত শাহের পর পুজোর কলকাতায় জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি আসার আগেই বিতর্ক। নাড্ডার নামে দেওয়া হোর্ডিং খুলে নেওয়ার অভিযোগ বিজেপির।

WB News Live : জগৎ প্রকাশ নাড্ডার আসার আগে থেকেই শুরু হয়েছিল বিতর্ক

পুজোর কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার আসার আগেই শুরু বিতর্ক! শোভাবাজার রাজবাড়ির সামনে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নাড্ডার নামে দেওয়া হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে দেওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, রাস্তার সামনে রাখা নাড্ডার ছবি দেওয়া হোর্ডিং গুলো সরিয়ে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় আবার হোর্ডিংয়ের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ না দেখতে পারে

WB Durga Puja News : কাটোয়া সাহা বাড়িতে পালকি করে স্নানে গেল নবপত্রিকা

কাটোয়া সাহা বাড়ি দুর্গা পুজোর ঐতিহ্য রুপোর সাজে সজ্জিত পালকি করে নবপত্রিকাকে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয় ভাগীরথীর ঘাটে। প্রায় ৩৫০ বছর ধরে এই প্রথা চলে আসছে। ৭ কেজি রুপোর গহনা দিয়ে কাঠের পালকি সাজিয়ে নবপত্রিকাকে নিয়ে যাওয়া এই পুজোর অন্যতম ঐতিহ্য। 

WB News : হাওড়ার পুজোয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা

কলকাতায় পা দিয়ে হাওড়ার বেলিলিয়াস রোডের পুজোয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এখান থেকে নাড্ডা যাবেন শোভাবাজার রাজবাড়িতে। প্রথমে সূচিতে না থাকলেও, বিজেপির সর্বভারতীয় সভাপতির পরের গন্তব্য সন্তোষ মিত্র স্কোয়ার। রাজ্যের বিরোধী দলনেতার সুরেই আজ নাড্ডার প্রতিক্রিয়াতেও অসুর বিনাশের কথা।

WB News Live : ভবানীপুরের মল্লিক বাড়িতে কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক

ভবানীপুরের মল্লিক বাড়িতে মহা সমারোহে চলছে সপ্তমী পুজো। হাজির বাড়ির মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক। আছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকও। সারা বছরের শেষে এই ক'টা দিনের জন্যই তো পথ চেয়ে থাকা, বলছেন মল্লিক বাড়ির সদস্যরা।

WB News Live: ৩৪০ তম বছরে শ্রীরামপুর গোস্বামীদের রাজবাড়ি পুজো

শ্রীরামপুর গোস্বামীদের রাজবাড়ির ৩৪০ তম বছরের ঐতিহ্যপূর্ণ দুর্গা পুজো আজও পালিত হয় সম্পূর্ণ নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে । এই পুজোকে ঘিরে রাজ পরিবারের সব সদস্য পুজোর কটা দিন এক জায়গায় সমবেত হন । সম্পূর্ণ বৈদিক মতে এই পুজো অনুষ্ঠিত হয় ।  নেই কোন বলিদানের প্রথা । এই পুজো দেখতে দর্শনার্থীরা আসেন হুগলি ও আশেপাশের জেলা থেকে । রাজবাড়ির এই পুজো ঘিরে সকলেরই উৎসাহ। 

Durga Puja : ১২৮ বছরে পা দিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো

১২৮ বছরে পা দিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো। কীর্ণাহারের মিরিটির বাড়িতে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ই এখন পুজোর দায়িত্ব পালন করেন। পারিবারিক প্রথা মেনে বাড়ির পাশেই কুয়ে নদীতে নবপত্রিকা স্নান ও ঘট ভরা হল এদিন। তবে নেই চেনা ব্যস্ততা, নিরাপত্তার কড়াকড়ি।

West Bengal Weather Update : নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা

পুজোর চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বৃষ্টির পূর্বাভাস।

WB Durga Puja News : বাগবাজার সর্বজনীনে চলছে সপ্তমীর পুজো

বাগবাজার সর্বজনীনে চলছে সপ্তমীর পুজো। দেখতে ক্লিক করুন এই লিঙ্কে। 
https://www.youtube.com/watch?v=ldSp1scK3Ug

WB News Live : ভবানীপুরের মল্লিক বাড়িতে মহা সমারোহে চলছে সপ্তমী পুজো, হাজির কোয়েল মল্লিক

ভবানীপুরের মল্লিক বাড়িতে মহা সমারোহে চলছে সপ্তমী পুজো। হাজির বাড়ির মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক। আছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকও। সারা বছরের শেষে এই ক'টা দিনের জন্যই তো পথ চেয়ে থাকা, বলছেন মল্লিক বাড়ির সদস্যরা।

WB Durga Puja News Live : পুজোয় বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

পুজোয় বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। করলেন মন্ত্রোচ্চারণ। এবার ১১০ বছরে পা দিল এই দুর্গাপুজো। যা এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো নামেই বর্তমানে পরিচিত।

WB News Live : শোভাবাজার রাজবাড়ি থেকে নাড্ডার নামে দেওয়া পোস্টার সরিয়ে দেওয়ার অভিযোগ

নাড্ডার বঙ্গ সফরের আগে নতুন বিতর্ক। শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিজেপি সভাপতির নামে দেওয়া পোস্টার সরিয়ে দেওয়ার অভিযোগ। শোভাবাজার রাজবাড়ি থেকে নাড্ডার পোস্টার সরানোর অভিযোগ বিজেপির।

WB News Live : সকাল সকাল ভিড় মল্লিকবাড়ির পুজোয়, স্বামীকে নিয়ে হাজির কোয়েল মল্লিক

সকাল সকাল ভিড় মল্লিকবাড়ির পুজোয়। ছেলে কবীর, স্বামীকে নিয়ে হাজির কোয়েল মল্লিক। উপোস করেছেন নায়িকা। উপোসে ছোট্ট কবীরও। 

WB News Live : পুজোয় অন্য রূপে পাওয়া গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে

প্রতি বছরের মতো এবারও পুজোয় অন্য রূপে পাওয়া গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শ্রীরামপুরের RMS ময়দানে পাঁচ ও ছয়ের পল্লি সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে সপ্তমীর সকালে নিজেই পুজোয় বসলেন তৃণমূল সাংসদ। করলেন মন্ত্রোচ্চারণ। এবার ১১০ বছরে পা দিল এই দুর্গাপুজো। যা এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো নামেই বর্তমানে পরিচিত।

WB News Live : সপ্তমীর পুজোয় চালকুমড়ো বলি শোভাবাজার রাজবাড়িতে

প্রথা মেনে শোভাবাজার রাজবাড়িতে সপ্তমীর পুজো। এদিন সকালে চালকুমড়ো বলি দিয়ে শুরু রীতিনীতি। সকাল থেকে ভিড় জমতে শুরু করে রাজবাড়ি প্রাঙ্গনে। 

WB News Live : নবপত্রিকা স্নানের পর সিঁদুর সজ্জিতা কলাবউয়ের প্রতিষ্ঠা দেবীর দক্ষিণ ভাগে

 আজ মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের পর সিঁদুর সজ্জিতা কলাবউয়ের প্রতিষ্ঠা দেবীর দক্ষিণ ভাগে। এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃ বন্দনা।

ABP Ananda Sharad Samman কোন কোন পুজোর ঝুলিতে ?

মৈত্রী ভাবে শ্রেষ্ঠ হাতিবাগান সর্বজনীন, নির্মাণে কলেজ স্কোয়ার, সমাগমে আরবানা, দর্শনে সেরা হিন্দুস্তান ক্লাব, আলোর উৎসবে ত্রিধারা।

WB News Live : আজ মহাসপ্তমী, ভবানীপুরের মল্লিকবাড়িতে চলছে মায়ের আরাধনা

আজ মহাসপ্তমী। ভবানীপুরের মল্লিকবাড়িতে চলছে মায়ের আরাধনা। নবপত্রিকা স্নান করিয়ে ফলাহার দিয়ে শুরু হয়ে গিয়েছে সপ্তমীর পুজো।

Belur Math Pujo : ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে

চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷ আজ ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷ তারপর প্রতিমার চক্ষুদান 
ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু৷ করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ।

WB News Live : প্রথা মেনে শোভাবাজার রাজবাড়িতে সপ্তমীর পুজো শুরু

প্রথা মেনে শোভাবাজার রাজবাড়িতে সপ্তমীর পুজো শুরু। এদিন সকালে চালকুমড়ো বলি দিয়ে শুরু আচার অনুষ্ঠান। সকাল থেকে ভিড় জমতে  শুরু করেছে রাজবাড়ি প্রাঙ্গনে। 

WB News Live : সল্টলেকের সুকান্তনগরে ষষ্ঠীর গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা

রেষারেষিকে কেন্দ্র করে ষষ্ঠীর গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। গাড়ি ভাঙচুর থেকে মারধর বাদ গেল না কিছুই! স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত পৌনে তিনটে নাগাদ, সল্টলেকের সুকান্তনগরের কাছে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল। হঠাৎ একটি গাড়ির কয়েকজন চড়াও হয় অপর গাড়ির যাত্রীদের ওপর। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। অভিযোগ বেধড়ক মারধর করা হয় সেই গাড়ির তিনজন আরোহীকে। পরে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভাঙচুর হওয়া গাড়িটিকে আটক করেছে পুলিশ। সিসিটিভির সূত্র ধরে খোঁজ চলছে অপর গাড়িটির।

WB News Live : কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে বাধা রইল না ইডির

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে বাধা রইল না ইডির। যে কোনও জায়গায়  গিয়ে সংগ্রহ করা যাবে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর, নির্দেশ আদালতের।

WB News Live: ষষ্ঠীতে ৯৫০ দিনে পড়ল ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে SLST-র আন্দোলন

২০২১, ২০২২-এর পর এবার ২৩, আরও একটা পুজো রাস্তায় কাটছে ওদের! সবমিলিয়ে ৯৫০ দিনে পড়ল ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে SLST-র আন্দোলন। কিছুটা দূরে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপার প্রাইমারি ও ২০১৪-র টেট পাস নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী। আর এ নিয়ে পুজোর মধ্যেও জারি রাজনৈতিক তরজা।

Durga Puja : প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় প্রথা মেনে ঘট ডুবিয়ে পুজো শুরু

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় প্রথা মেনে সপ্তমীর সকালে মিরিটী গ্রামের  বাড়ি মুখার্জি ভবনে নদী থেকে ঘট ভরে শুরু হল দুর্গাপুজো। স্থানীয় কুয়েকাঁদরে ঘট ভরেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

WB News Live : রুপোর পালকিতে এল কলা বৌ, কাটোয়ার ভাগীরথীর ঘাটে নবপত্রিকা স্নান

রুপোর পালকিতে করে কলা বউকে নিয়ে আসা হয় ভাগীরথীর ঘাটে, কাটোয়ার ভাগীরথীর ঘাটে চলছে নবপত্রিকা স্নানের পর্ব। বিভিন্ন পুজো প্যান্ডেল, ক্লাব ও বাড়ির পুজোর নবপত্রিকার স্নান চলছে ভাগীরথীর ঘাটে।  শাস্ত্রচার মেনে কলা বউকে স্নান করানো হচ্ছে।

West Bengal News : নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা

পুজোর চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বৃষ্টির পূর্বাভাস।

WB News Update : আজ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ

আজ সপ্তমী৷ আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু সপ্তমীর পুজো।

Durga Puja Live : পুজোয় দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে বাংলায় শপথবাক্য পাঠ করলেন রাজ্যপাল

বরানগরের বন্ধুদল স্পোর্টিং ও কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাবের পুজোয় গিয়ে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে বাংলায় শপথবাক্য পাঠ করলেন রাজ্যপাল।

প্রেক্ষাপট

আজ মহাসপ্তমী (  Saptami ) । ষষ্ঠীর ( Santhi ) বোধনের পর   কলা বৌ স্নান করিয়ে, ঘট স্থাপনের দিন। পঞ্জিকামতে এবার ঘোটকে আগমন দেবীর ( Durga Puja 2023 ) । সপ্তমী তিথি  বাংলা ক্যালেন্ডার অনুসারে  ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার। 


ভোর থেকেই গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান শুরু হয়ে গিয়েছে উপাচার। এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা  তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে সপ্তমীর পুজো। 


সপ্তমীতে দেবীকে ন’টি রূপে  নয়টি বৃক্ষের মধ্যে দিয়ে পুজো করা হয় ৷ নবপত্রিকার মধ্যে দিয়েই প্রকৃতির সঙ্গে দেবীর এক চিরন্তন সম্পর্ক স্থাপন হয়৷ নব পত্রিকা স্নানের পরে একে একে চক্ষুদান, প্রাণপ্রতিষ্ঠা৷ বাড়ির পুজো হোক বা বারোয়ারি৷ সপ্তমীর সকালটা শুরু এমন ভাবেই৷ 








  • নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিককে জেলেই কাটাতে হবে পুজো। জামিন মামলা হাইকোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। ১৬ নভেম্বরের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ সর্বোচ্চ আদালতের। 

  • রইল না বাধা। শুধু জেল নয়, যে কোনও জায়গায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। নির্দেশ ইডির বিশেষ আদালতের।

  • সিআইডি তদন্ত নিয়ে ক্ষোভ, ফের পথে কামদুনির আন্দোলনকারীরা।

  • পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের পরেও থামছে না হিংসা। কান্দির হিজল গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর স্বামীকে গুলি করে খুন। কী কারণে খুন, তদন্ত পুলিশ।

  • মুম্বইয়ে দুর্গোৎসবে সামিল বলিউডের তারকারা। নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় কাজল, কুমার শানুর বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো উদ্বোধনে ধর্মেন্দ্র।  





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.