West Bengal News Live: দিনহাটা গুলিকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতাকে নিয়ে কোচবিহারে প্রচার নিশীথ প্রামাণিকের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 22 Feb 2022 10:47 PM
West Bengal News Live Updates: দিনহাটা গুলিকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতাকে নিয়ে কোচবিহারে প্রচার নিশীথ প্রামাণিকের

দিনহাটা গুলিকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায়কে নিয়ে কোচবিহারে পুরভোটের প্রচারে নিশীথ প্রামাণিক। এই ছবি দেখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উদ্দেশে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যা নিয়ে তৃণমূল ও উদয়নকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।

WB News Live Updates: আনিস খানের মৃত্যুর প্রতিবাদে দিনভর আন্দোলনের আঁচ রাতেও

দিনভর আন্দোলনের আঁচ রাতেও। যাদবপুরে মিছিল করলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে থানা পর্যন্ত মিছিল। অন্যদিকে ফের কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিছুক্ষণের জন্য কোনা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে এসএফআই।

West Bengal News Live Updates: বোলপুরে প্রচারে বেফাঁস মন্তব্যের অভিযোগ উঠল চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে

বীরভূমের বোলপুরে প্রচারে গিয়ে বেফাঁস মন্তব্যের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। অভিযোগ, তিনি বিজেপি নেতা-কর্মীদের সাজিয়ে গুছিয়ে মারধরের হুমকি দিয়েছেন। এ নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানান, পুরভোটে বীরভূমে কোনও অশান্তি হলে মন্ত্রী দায়ী থাকবেন। যদিও মন্ত্রীর দাবি, তিনি বলতে চেয়েছেন, বিপুল ভোটে তৃণমূল জয়ী হলে বিজেপি সাফ হয়ে যাবে।

WB News Live Updates: বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল ও নির্দল প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতি

বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল ও বিদ্রোহী নির্দল প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল রাতে সোনামুখি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। ওই ওয়ার্ডের নির্দল প্রার্থীর কর্মীরা যখন প্রচার সেরে ফিরছিলেন তখন তাঁদের সঙ্গে ঝামেলা বাধে তৃণমূল কর্মীদের। অভিযোগ, দু’পক্ষের হাতাহাতিতে চার জন জখম হন। নির্দল প্রার্থী অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। 

West Bengal News Live Updates: 'ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে দেবেন', বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

'ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে দেবেন।' শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের মন্তব্য তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। 

WB News Live Updates: পুরভোটের প্রাক্কালে তুঙ্গে প্রচারপর্ব

পুরভোটের প্রচারে, লড়াইয়ে কত না রং!  পূর্ব বর্ধমানের ভাতারে সিপিএম প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন প্রয়াত সিপিএম নেতা বিনয় কোঙারের স্ত্রী ৮৭ বছরের মহারানি কোঙার। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন তিনি। উত্তর দিনাজপুরের ডালখোলায় আবার কাকা-ভাইপোর লড়াই একই ওয়ার্ডে।

West Bengal News Live Updates: গঙ্গা-পদ্মার ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

গঙ্গা-পদ্মার ভাঙনে প্রতিদিন তলিয়ে যাচ্ছে বহু জমি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ায় ভাঙনের ওপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাঙনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছেন তিনি। 

WB News Live Updates: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৩৬, মৃত ৯

রাজ্যে ফের খানিকটা বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। গতকাল এই সংখ্যাটি ছিল ২০০। অন্যদিকে রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। যা গতকালের থেকে ২ কম। 

West Bengal News Live Updates: বাঁকুড়ায় পুরভোটের প্রচারে গিয়ে 'জয় বাংলা' স্লোগান শুনলেন দিলীপ ঘোষ

বাঁকুড়ায় পুরভোটের প্রচারে গিয়ে 'জয় বাংলা' স্লোগান শুনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বাঁকুড়া পুরসভার বিজেপি প্রার্থীদের নিয়ে মিছিল করছিলেন তিনি। বাঁকুড়া শহরের ইন্দ্রাগোড়া এলাকায় দিলীপ ঘোষ আসতেই তাঁর উদ্দেশে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করেন সেখানে জড়ো হওয়া তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীরাও 'জয় শ্রীরাম' স্লোগান দেন। 

WB News Live Updates: পূর্ব মেদিনীপুরের কাঁথি প্রভাতকুমার কলেজে দুর্নীতির অভিযোগ

পূর্ব মেদিনীপুরের কাঁথি প্রভাতকুমার কলেজে দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR ও তদন্ত প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। এই নিয়েই তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তাল ঠোকাঠুকি।

West Bengal News Live Updates: রাজারহাটের দুই স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা

রাজারহাটের গাড়িতে করে দুই স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ। স্থানীয় মানুষের তৎপরতায় রক্ষা পেল দুই পড়ুয়া। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ।

WB News Live Updates: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চরক শপথ ঘিরে তীব্র হল বিতর্ক

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চরক শপথ ঘিরে তীব্র হল বিতর্ক। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, এনএমসি-র নির্দেশিকা অনুযায়ী প্রথম বর্ষের পড়ুয়ারা নেন শপথ। শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগে ডেপুটেশন দেন পড়ুয়াদের একাংশ। বুঝতে ভুল হয়েছিল, দাবি অধ্যক্ষের।

West Bengal News Live Updates: দলের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, থানায় অভিযোগ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের

দলের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, থানায় গিয়ে অভিযোগ জানালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। গতকাল অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায়  দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রার্থীদের মুখে নানা অভিযোগ শুনে তিনি অশোকনগর থানায় চলে যান। পুলিশ আধিকারিকদের কাছে প্রচারে বাধার অভিযোগ জানান তিনি। শাসকদলের বিরুদ্ধেই কংগ্রেস প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।  

WB News Live Updates: আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ অভিযক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযান আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর। সিআইটি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণের দিকে চলছে মিছিল। 

West Bengal News Live Updates: মৎস্যজীবীদের জালে শতাধিক তেলে ভোলা মাছ

মাছের ওজন ছিল সর্বনিম্ন ১০কেজি। সর্বাধিক ছিল ৪০ কেজি। বাকি সমস্ত মাছের ওজন ছিল ১০ থেকে ২০ কেজির মধ্যে। এদিন কেজি প্রতি তেলে ভোলা মাছের পাইকারি দাম উঠেছিল প্রায় ২ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত। 

WB News Live Updates: মৎস্যজীবীদের জালে শতাধিক তেলে ভোলা মাছ

বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জালে উঠে এল শতাধিক তেলে ভোলা মাছ। সোমবার রাতে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার আড়তে ১১৪টি তেলে ভোলা মাছ বিক্রি হল প্রায় ৫০ লক্ষের বেশি টাকায়। 

West Bengal News Live Updates: সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘিনীর মণিপুরের জঙ্গলে প্রবেশ

সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘিনী ঢুকে পড়েছিল সন্দেশখালির মণিপুরের জঙ্গলে। বন দফতরের দীর্ঘ নয় ঘণ্টার চেষ্টার পর ঘুম পাড়ানি গুলিতে কাবু করে সেখান থেকে উদ্ধার করা হয় বাঘিনীকে। এরপর ঝিলা ৪নং রেঞ্জে তার চিকিৎসার পর সুন্দরবনের চামটা ৪নং জঙ্গলে পুরনো ডেরায় ফিরিয়ে দেওয়া হল।

WB News Live Updates: সুশান্তে উজ্জীবিত বামেরা

সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক হয়েছেন সুশান্ত ঘোষ। আর এতেই উজ্জীবিত বাম ছাত্র-যুব সংগঠন। তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে কঙ্কালকাণ্ডের নায়ক অ্যাখ্যা দিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।

West Bengal News Live Updates: আমতায় আনিসের বাড়িতে সিট

আমতায় আনিসের বাড়িতে সিট। সিটের সদস্যদের ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ।

WB News Live Updates: পুরভোটের আগে বিজেপিতে ভাঙ্গন

পুরভোটের আগে বিজেপিতে ভাঙ্গন। ইংরেজবাজার পৌরসভার শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপির দক্ষিণ নগর মন্ডলের কো কনভেনার , আইটি সেল এর কনভেনার সহ বিজেপি থেকে তৃণমূলে আসা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী।  যদিও এই দলবদল কে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। 

West Bengal News Live Updates: জয় বাংলা স্লোগান শুনলেন দিলীপ ঘোষ

বাঁকুড়ায় পুরভোটের প্রচারে গিয়ে জয় বাংলা স্লোগান শুনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  বাঁকুড়া পুরসভার বিজেপি প্রার্থীদের নিয়ে  মিছিল করছিলেন তিনি।  বাঁকুড়া শহরের ইন্দ্রাগোড়া এলাকায় দিলীপ ঘোষ আসতেই তাঁর উদ্দেশে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন সেখানে জড়ো হওয়ায় তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীরাও জয় শ্রীরাম স্লোগান দেন। এরপর দিলীপ ঘোষ ওই এলাকা পেরিয়ে যান।  বিজেপির দাবি, তৃণমূল ভয় পেয়ে এমনটা করছে। পাল্টা তৃণমূলের দাবি, প্রচারে জনসংযোগের কারণেই স্লোগান দেওয়া হয়েছে, কাউকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি।  

WB News Live Updates: তৃণমূল ও নির্দল কর্মীদের মধ্যে হাতাহাতি

বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল ও বিদ্রোহী নির্দল প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।  গতকাল রাতে সোনামুখি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। ওই ওয়ার্ডের নির্দল প্রার্থীর কর্মীরা যখন প্রচার সেরে ফিরছিলেন তখন তাঁদের সঙ্গে ঝামেলা বাধে তৃণমূল কর্মীদের। অভিযোগ, দু’পক্ষের হাতাহাতিতে চার জন জখম হন। নির্দল প্রার্থী অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। 

West Bengal News Live Updates: প্রাথমিক স্কুলে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মদ মাংস খাওয়ার অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক প্রাথমিক স্কুলে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মদ মাংস খাওয়ার অভিযোগ।  এর প্রতিবাদে গতকাল স্কুলের শিক্ষকদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ।  ভবিষ্যতে আর এরকম হবে না, এই মুচলেকা দিয়ে পরে ছাড়া পান শিক্ষকরা। আগামীকাল অভিভাবকদের সঙ্গে বৈঠকের পর স্কুল খোলা হবে বলে জানানো হয়েছে।  এই ঘটনা ঘটেছে মাইপুর প্রাথমিক বিদ্যালয়ে। 

WB News Live Updates: SSC-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল

SSC-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। আজ এই মামলার শুনানি হয় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে।আদালত সূত্রে খবর, শুনানিতে ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কমিশন এবং পর্ষদের মধ্যে কাকে বিশ্বাস করা যাবে?  যদি অনিয়ম হয়েছে ধরে নেওয়া হয়, তাহলে কে দায়ী, খুঁজে বের করা সহজ নয়। মামলাকারীদের পক্ষে, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, সরকার স্কুল খোলার দোহাই দিয়ে অনিয়মের পাশে দাঁড়াচ্ছে।  শুধু গ্রুপ ডি নয়, অনেক ক্ষেত্রেই অনিয়ম হয়েছে।  মেয়াদ শেষের পরও সুপারিশ হয়েছে, এমন নথিও জমা দেন মামলাকারীরা।   

West Bengal News Live Updates: প্রচারে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে কংগ্রেস প্রার্থী

প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সাইদা খাতুন।  তাঁর অভিযোগ, প্রচারের বাধা দেওয়া হচ্ছে। ছিঁড়ে দেওয়া হচ্ছে পোস্টার। মামলা গৃহীত হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা। 

WB News Live Updates: আনিস খুনে পুলিশ সাসপেন্ডে অখুশি বাবা

আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।  যদিও নিহত আনিসের বাবা সালেম খান, এই পদক্ষেপে সন্তুষ্ট নন। তিনি জানান, আজ যাঁদের সাসপেন্ড করা হয়েছে, কাল হয়ত তাঁদের অন্য থানায় নিয়ে যাওয়া হবে। এখনও সিবিআই তদন্তের দাবিতে তিনি অনড়।  

West Bengal News Live Updates: প্রচারে গিয়ে বেফাঁস মন্তব্যের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে

বীরভূমের বোলপুরে প্রচারে গিয়ে বেফাঁস মন্তব্যের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। অভিযোগ, তিনি বিজেপি নেতা-কর্মীদের সাজিয়ে গুছিয়ে মারধরের হুমকি দিয়েছেন। এ নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানান, পুরভোটে বীরভূমে কোনও অশান্তি হলে মন্ত্রী দায়ী থাকবেন। যদিও মন্ত্রীর দাবি, তিনি বলতে চেয়েছেন, বিপুল ভোটে তৃণমূল জয়ী হলে বিজেপি সাফ হয়ে যাবে।

WB News Live Updates: আনিস খানের অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযান আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ অভিযক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযানে নামছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।  মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর।  সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণ যাওয়ার কথা।তবে মহাকরণের আগেই মিছিল আটকে দেওয়ার জন্য পুলিশ প্রস্তুতি সেরে রেখেছে বলে সূত্রের খবর।  

West Bengal News Live Updates: আমতা থানার ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড

আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।   

WB News Live Updates: খোল করতাল নিয়ে ভোট প্রচার

খোল করতাল নিয়ে ভোট প্রচারে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করলেন তিনি। দলীয় প্রার্থী মৌসুমী মিত্রর সমর্থনে মিশ্র কলোনি তেলিপুকুর সহ ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন তিনি। 

West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক

ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই।  দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের। 

WB News Live Updates: বোতল কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম নাবালক

বোতল কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম হলেন নাবালক। ঘটনাটি ঘটেছে খোদ রামপুরহাট শহরে ৭ নং ওয়ার্ডে মহাজন পর্টি এলাকায়। নাবালকের নাম সৈয়দ শেখ। বাড়ি বিহারের পাকুরে। ঘুরে ঘুরে বোতল কুড়িয়ে বেড়াত সে। এটিই ছিল তাঁর পেশা। আজ মহাজন পট্টি এলাকায় জমে থাকা নোংরা থেকে বোতল কুড়াতে গিয়েই বোমা বিস্ফোরণ ঘটে। তাঁর ডান হাত উড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয়েছে ডান দিকের চোয়াল। গুরুতর অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

West Bengal News Live Updates: "ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে দিয়ে চলে আসবেন"

পুরভোটের প্রচারে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। গতকাল চাকদায় পুরভোটের প্রচারে গিয়ে তিনি দলের কর্মীদের বলেন, ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে দিয়ে চলে আসবেন। তাঁর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। একজন বিধায়ক এমন কথা বলতে পারেন কি না, সেই প্রশ্ন তুলেছে তৃণমূল। বিধায়কের এই মন্তব্যের সময় মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

WB News Live Updates: প্রচারে বাধা দেওয়া হচ্ছে, থানায় গিয়ে অভিযোগ কংগ্রেস সাংসদের

দলের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, থানায় গিয়ে এই অভিযোগ জানালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। গতকাল অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায়  দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি।  সেখানেই প্রার্থীদের মুখে নানা অভিযোগ শুনে তিনি অশোকনগর থানায় চলে যান। সেখানেই পুলিশ আধিকারিকদের কাছে প্রচারে বাধার অভিযোগ জানান তিনি।  শাসকদলের বিরুদ্ধেই কংগ্রেস প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।  যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।  

West Bengal News Live Updates: খাঁচায় ধরা পড়ল বাঘ

ফের বন দফতরের খাঁচায় বাঘ ধরা পড়ল। বন দফতর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে দিন ১৫ আগে বাঘের পায়ের ছাপ মেলে। আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপর বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন বন দফতরের কর্মীরা। রায়দিঘির দমকল ও ভুবনেশ্বরীতে দুটি খাঁচা পাতা হয়। গতকাল ভুবনেশ্বরীর চরায় পাতা খাঁচায় ধরা পড়ে বাঘ। বন দফতর সূত্রে খবর, এটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। চিকিত্‍সার পর তাকে সুন্দরবনের জঙ্গলে ছাড়া হবে।  

WB News Live Updates: আনিস হত্যার প্রতিবাদ, বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ

হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর পর তিনদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। গতকালই মুখ্যমন্ত্রী তদন্তে সিট গঠন করেছেন। রাতে আমতা থানায় যান সিট-এর সদস্যরা। যদিও আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। মিনিট ২০ অবরোধ করা হয়।  

West Bengal News Live Updates: তোলাবাজির এক মামলায় ধৃতকে জামিনে মুক্তির নির্দেশ হাইকোর্টের

তোলাবাজির এক মামলায় ধৃতকে জামিনে মুক্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেইসঙ্গে মামলায় সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। হলদিয়া বন্দরে লরির থেকে তোলাবাজির অভিযোগে দায়ের হয় মামলা।  

WB News Live Updates: কংগ্রেসের প্রার্থী হওয়ায় তৃণমূল ত্যাগী নেতাদের হুমকি?

অশোকনগর কল্যাণগড় পৌরসভা একাধিক ওয়ার্ডে এবার বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের দলে টেনে এনে প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ প্রার্থী হওয়ার জন্য সেইসব প্রার্থী এবং তাদের সমর্থকদের উপরে হুমকি দেয়া হচ্ছে। কখনও পুলিশের মাধ্যমে, কখনো দুষ্কৃতীদের মাধ্যমে তাদের বিভিন্ন রকম ভাবে হুমকি দেয়া হচ্ছে।  লিফলেট ছড়িয়ে তাদের প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ।  বিভিন্ন ওয়ার্ডে তাদের ফ্লেক্স,ব্যানার রাতের অন্ধকারে কেটে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করে কংগ্রেস। এমন অভিযোগ পেয়ে সোমবার রাতে অশোকনগর থানায় আসেন প্রবীণ জাতীয় কংগ্রেস নেতা অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। 

West Bengal News Live Updates: বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ

পূর্ব বর্ধমানে পুরভোটের প্রচারে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। বর্ধমান পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমিতকুমার কুণ্ডুর অভিযোগ, গতকাল রাত ৮টা নাগাদ তিনি যখন বাড়ি বাড়ি প্রচার করছিলেন, তখন তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়।  তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাঁকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়।  যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়।  এরকম কিছু হয়ে থাকলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।  
  

WB News Live Updates: পিছন থেকে গুলি, ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু পেট্রোল পাম্পের মালিকের

বীরভূমের ময়ূরেশ্বরে পেট্রোল পাম্পের মালিককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল রাত ১১টা নাগাদ ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, পেট্রোল পাম্প থেকে সাঁইথিয়ার বাড়িতে ফিরছিলেন পাম্প মালিক কমলকান্তি দে। ময়ূরেশ্বর থানা এলাকার সারদা মোড় এলাকায় তাঁকে কয়েকজন দুষ্কৃতী পিছন থেকে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পুলিশ উদ্ধার করে সাইঁথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়।  

West Bengal News Live Updates: চাকদায় পুলিশের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় শুভেন্দু

পুরভোটের প্রচারে জনসভার অনুমতি মেলেনি পুর এলাকায়। এই অভিযোগে চাকদায় পুলিশের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন শুভেন্দু অধিকারী। প্রশাসন তার কাজ করেছে, দাবি তৃণমূলের। মন্তব্য করতে চাননি চাকদা থানার আইসি। 

WB News Live Updates: জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব বিরোধীরা

চন্দ্রকোণায় বিজেপি প্রার্থীকে মারধর। সোনারপুরে সিপিএমের প্রচারমঞ্চে ভাঙচুর। ঝাড়গ্রামে বিজেপি ও বাম প্রার্থীর দলীয় পতাকা নষ্ট করে দেওয়া। শতাধিক পুরসভায় ভোটের মুখে জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব বিরোধীরা। অভিযোগ উড়িয়ে পাল্টা বিরোধীদের দুষেছে শাসক শিবির।

West Bengal News Live Updates: ইউনেস্কোকে অভিনন্দন জানাতে মিছিল

ভাষা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজো যেহেতু ইউনেস্কোর ওয়াল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে, তাই ইউনেস্কোকে অভিনন্দন জানাতে ১ সেপ্টেম্বর মিছিল হবে কলকাতায়।  

WB News Live Updates: বরকতের স্মৃতিতে সৌধ

প্রতি বছরের মতো এবারও দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল রাজ্য সরকারের উদ্যোগে।  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদে ভাষা শহিদ বরকতের স্মৃতিতে সরকার তৈরি করবে সৌধ। 

West Bengal News Live Updates: নিরাপত্তার আবেদন জানিয়ে হাইকোর্টে ২১ জন বিজেপি প্রার্থী

পুরভোটে নিরাপত্তার আবেদন জানিয়ে কাঁথি পুরসভার ২১ জন বিজেপি প্রার্থীই মামলা করলেন হাইকোর্টে। একই পথে হাঁটলেন ভাটপাড়ার তিন বিজেপি প্রার্থী। কাল হবে মামলার শুনানি। মানুষ পাশে নেই বলে আদালতে যেতে হচ্ছে বলে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

প্রেক্ষাপট

কলকাতা: ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় চলছে। তার মধ্যে সোমবার আনিসের মোবাইল ফোন উদ্ধার হওয়ার পরই একটি অডিও ক্লিপ (Audio Clip) ভাইরাল (Viral) হয়, যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। সেখানেও মোবাইল ফোন নিয়েই দু’জনের মধ্যে কথোপকথন শোনা গেছে। 


পুরভোটে (Municipal Election) নিরাপত্তার আবেদন জানিয়ে কাঁথি পুরসভার ২১ জন বিজেপি (BJP) প্রার্থীই মামলা করলেন হাইকোর্টে (Highcourt )। একই পথে হাঁটলেন ভাটপাড়ার (Bhatpara) তিন বিজেপি প্রার্থী। কাল হবে মামলার শুনানি। মানুষ পাশে নেই বলে আদালতে যেতে হচ্ছে বলে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।


চন্দ্রকোণায় বিজেপি প্রার্থীকে মারধর। সোনারপুরে সিপিএমের (CPIM) প্রচারমঞ্চে ভাঙচুর। ঝাড়গ্রামে বিজেপি ও বাম প্রার্থীর দলীয় পতাকা নষ্ট করে দেওয়া। শতাধিক পুরসভায় ভোটের মুখে জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব বিরোধীরা। অভিযোগ উড়িয়ে পাল্টা বিরোধীদের দুষেছে শাসক শিবির। 


পুরভোটের প্রচারে জনসভার অনুমতি মেলেনি পুর এলাকায়। এই অভিযোগে চাকদায় পুলিশের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসন তার কাজ করেছে, দাবি তৃণমূলের। মন্তব্য করতে চাননি চাকদা থানার আইসি। 


প্রতি বছরের মতো এবারও দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল রাজ্য সরকারের উদ্যোগে।  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদে ভাষা শহিদ বরকতের স্মৃতিতে সরকার তৈরি করবে সৌধ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি...বাংলাভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন ৫ তরতাজা তরুণ। ভাষা শহিদদের মধ্যে ছিলেন আবুল বরকতও। সেই বরকতের বাড়ি মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামে। সোমবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানালেন, বাবলা গ্রামে বরকতের স্মৃতিতে রাজ্য সরকার সৌধ তৈরি করবে।   


প্রতি বছরের মতো এদিনও দেশপ্রিয় পার্কে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন করে রাজ্য সরকার।  মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন ছাড়াও ছিলেন শিল্প সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্টরা।  অনুষ্ঠান মঞ্চ থেকে মাতৃভাষার চর্চা, অনুশীলনের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। 


মুখ্যমন্ত্রী বলেন, "আমি দেখেছি লক্ষ্য করে, আমরা নিজেরাই ছোটদের বাংলা ভাষাটা নিয়ে অনুপ্রাণিত করে না।  ছোটদের কোনও দোষ নেই। এটা আমাদের অভিভাবক – অভিভাবিকাদের বুঝতে হবে। যত ভাষা শিখবে, ততই ভাল। তবে তা কখনওই মাতৃভাষাকে অবহেলাকে করে নয়।" অনুষ্ঠানে কবিতা পাঠ করেন জয় গোস্বামী ও  শ্রীজাত।  অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজো যেহেতু ইউনেস্কোর ওয়াল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে, তাই ইউনেস্কোকে অভিনন্দন জানাতে ১ সেপ্টেম্বর মিছিল হবে কলকাতায়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.