West Bengal News Live : উন্নয়নের টাকা থেকে পঞ্চায়েতের বিদ্যুতের বিল মেটানোর নির্দেশিকা
West Bengal news live updates : জেলা থেকে জেলার খবর এক ক্লিকে
উন্নয়নের টাকা থেকে পঞ্চায়েতের বিদ্যুতের বিল মেটানোর নির্দেশিকা! রাজ্যে পঞ্চায়েতগুলির বিদ্যুতের বকেয়া বিলের অঙ্ক প্রায় ৬০০ কোটি টাকা, খবর সূত্রের। উন্নয়নের টাকা থেকে বকেয়া বিদ্যুতের বিল মেটানোর নির্দেশিকা পঞ্চায়েত দফতরের। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে বিদ্যুতের বিল মেটানোর নির্দেশিকা পঞ্চায়েত দফতরের।
এবার আসানসোল জেল সুপার কৃপাময় নন্দীকে ইডির নোটিস। গরুপাচার মামলায় আসানসোল জেলের সুপারকে তলব। ৫ এপ্রিল দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ। ১০ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, সম্পত্তির তথ্য নিয়ে হাজিরার নির্দেশ। জেলের সুপারের পরিবারের সম্পত্তির তথ্য নিয়ে হাজিরার নির্দেশ। জেলে থাকাকালীন কেষ্টর ফোনে কথা বলার অভিযোগ নিয়েও প্রশ্ন করতে পারে ইডি।
চুঁচুড়ায় তৃণমূল কাউন্সিলরের পরিবার-ঘনিষ্ঠদের ১৭জনের চাকরি? নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। হুগলিতে তৃণমূল কাউন্সিলর-ঘনিষ্ঠ ১৭জনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। চাকরিতে বেলাগাম দুর্নীতির বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির।
আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বরখাস্ত করার নোটিসে অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহ স্থগিতাদেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্বস্তিতে রেজিস্ট্রার। উপাচার্যর সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আদালত, প্রতিক্রিয়া আন্দোলনকারীদের। নিজের সিদ্ধান্তে অনড় উপাচার্য।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সন্দেশের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী। খুনের পরে দেহ টুকরো টুকরো করে লোপাটের চেষ্টা। অভিযুক্ত সঙ্গে নিয়ে জলাভূমির পাড় থেকে দেহাংশ উদ্ধার করল পুলিশ। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের চাকরি দেব। ৩৪ বছর ধরে সিপিএম দিয়েছে, দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে। আর তৃণমূল কর্মীরা চাকরি পাবে না? নিয়োগ-দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে ডামাডোলের মধ্যেই ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, বাম আমলে তৃণমূল কর্মীরা চাকরি পায়নি। কয়েক কোটি বেকার রেখে চলে গিয়েছিল বামেরা। তাই তৃণমূল কর্মীদের চাকরি পাওয়ার মধ্যে তিনি কোনও অন্যায় দেখছেন না বলে জানিয়েছেন মদন।
সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের গ্রেফতারের দাবি জানাল তৃণমূল। ধূলিয়ানের তৃণমূল নেতাকে গালিগালাজ ও হুমকির অভিযোগে বায়রনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। আজ বিধানসভায় শপথগ্রহণের আগেই বায়রনের গ্রেফতারির দাবি জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
সাগরগিঘির ভোটের ফল ঘোষণার ২০ দিনের মাথায় শপথগ্রহণ করলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী হন বায়রন।
মানিকের স্ত্রী-পুত্রের জামিনের আর্জি খারিজ, ফের হাজতবাস। ১৯ এপ্রিল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের স্ত্রী-পুত্রের হাজতবাস। ১৮ মে পর্যন্ত জেল হেফাজতেই প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি।
তুফানগঞ্জের বিজেপি বিধায়ককে কালো পতাকা, গোব্যাক স্লোগান তৃণমূলের। বক্সিরহাটে মালতী রাভা রায়কে কালো পতাকা, গোব্যাক স্লোগান তৃণমূলের। বিজেপির কর্মীর সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের।
রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় অন্তত ৫ হাজার চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। বিভিন্ন দফতরকে তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পুরমন্ত্রী। তিনি বলেন, 'আদালত এখনও এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি। নিয়োগ-দুর্নীতি রুখতে পদক্ষেপ করছে পুরসভা। মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে এখন পুরসভায় চাকরি হয়।' ডিএমের তত্ত্বাবধানে গ্রুপ ডি পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, জানালেন পুরমন্ত্রী।
বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের বিপুল সাম্রাজ্য, ফের মুখ খুললেন তৃণমূল বিধায়ক। 'একদলের পাতে পোলাও-মাংস, তারা ঘেউ ঘেউ করছে। আর একদল খালি পেটে গামছা বেঁধে রাতে ঘুমাতে যায়', ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। 'আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন্য লড়েছি, লড়ব', ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়কের।
২৯ মার্চ ধর্নায় না বসতে বলল পুলিশ, দাবি ডিএ আন্দোলনকারীদের। '২৯ মার্চ শহিদ মিনার ময়দানে একটি রাজনৈতিক দলের সভা, সেজন্য পুলিশ ২৯ মার্চ শহিদ মিনার চত্বরে ধর্নায় না বসার কথা বলেছে', দাবি ডিএ আন্দোলনকারীদের
নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে চায় সিবিআই। শান্তিপ্রসাদকে হেফাজতে চেয়ে কাল আদালতে আবেদন করবে সিবিআই। হাতে নতুন তথ্য, জেলবন্দি এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে জেরা করতে চায় সিবিআই। কয়েকজনকে শান্তিপ্রসাদ সিন্হার মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়, মুখ খুললেন মদন মিত্র। তিনি বলেন, 'সব রহস্যময়ী-লাস্যময়ীর জায়গা যদি বেলঘরিয়া হয়, আমি কী করতে পারি।' আরও খুঁজলে আরও পাওয়া যাবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের।
পুরীর জগন্নাথমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে ৩জনের মৃত্যু, ৩দিনের মাথায় গেল ফরেন্সিক। বাড়িতেই বাজি কারখানা, বিস্ফোরণে কারখানার মালিকের স্ত্রী, ছেলে-সহ প্রতিবেশী কিশোরীর মৃত্যু। গ্রেফতার বাজি কারখানার মালিক ভরত হাতি।
উত্তর দিনাজপুরে তৃণমূলের কোন্দল আরও তীব্র। ইসলামপুরের তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়ে ব্লক সভাপতিকে নিশানা চোপড়ার তৃণমূল বিধায়কের। 'সন্ত্রাস করছেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন, ঠিকই বলেছেন আব্দুল করিম চৌধুরী', মন্তব্য চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের। সন্ত্রাসের পাশাপাশি জমি দখলেরও অভিযোগ জাকিরের বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে জাকির হোসেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুরীতে রাজ্য সরকারের একটি অতিথিশালা নির্মাণের পরিকল্পনা। অতিথিশালার জন্য জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। পুরীর জগন্নাথদেবের মন্দিরে পুজো দিতে গেলেন মুখ্যমন্ত্রী। কাল নবীন পট্টনায়েকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক।
ভরদুপুরে বহরমপুরে বিস্ফোরণ। তালাবন্ধ ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কিত স্থানীয়রা। মজুত বোমায় বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের।
'অয়ন শীলের সঙ্গে ২০১৮ থেকে পরিচয়। চুঁচুড়ায় অয়নের থেকে ফ্ল্যাট কিনেছিলাম। ফ্ল্যাট হ্যান্ডওভার না নেওয়ায় টাকা ফেরত দিয়েছিলেন অয়ন। অয়ন শীলের প্রযোজনায় সিনেমায় কাজ করেছি, পারিশ্রমিক নিয়েছি। লিখিত নয়, মৌখিক চুক্তিতে পারিশ্রমিক দেন অয়ন। প্রোডাকশন হাউসে কাজ করতাম বলে গাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন।২০১৮-য় পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই অয়নের সঙ্গে যোগাযোগ। অয়নের প্রোডাকশন হাউস এবিএস ইনফোজোনের হয়ে সিনেমা, শর্ট ফিল্মও করি। নিয়োগ-দুর্নীতি সম্পর্কে কিছু জানতাম না।' এবিপি আনন্দে মুখ খুললেন অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী।
অয়ন-ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসতেই বেপাত্তা রহস্যময়ী শ্বেতা। খোঁজ মিলল না নৈহাটির বাড়িতেও। দুর্নীতিতে যোগ নেই মেয়ের, দাবি শ্বেতার বাবার।
কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ED-র। এবার কি রাজধানীতে হাজিরা দিতে যাবেন আইনমন্ত্রী?
ওষুধের ব্যাগের আড়ালে ১২৫ কেজি গাঁজা। বটতলা থেকে উদ্ধার করল সার্ভে পার্ক থানার পুলিশ। সল্টলেকে মাদক কারবারি দম্পতির জোড়া গাড়ি থেকে উদ্ধার কোটি টাকার হেরোইন।
বিতর্কের মধ্যেই বিধায়ক পদে শপথ নিলেন কংগ্রেসের বায়রন বিশ্বাস। দলীয় নেতাকে কুকথা বলার অভিযোগে গ্রেফতারি দাবি তৃণমূলের।
অয়ন-ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসতেই বেপাত্তা রহস্যময়ী শ্বেতা। খোঁজ মিলল না নৈহাটির বাড়িতেও। দুর্নীতিতে যোগ নেই মেয়ের, দাবি শ্বেতার বাবার।
অয়ন-ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসতেই বেপাত্তা রহস্যময়ী শ্বেতা। খোঁজ মিলল না নৈহাটির বাড়িতেও। দুর্নীতিতে যোগ নেই মেয়ের, দাবি শ্বেতার বাবার।
অয়নের অ্যাকাউন্ট থেকে ৫ দফায় ৫৫ লক্ষ টাকা ঢুকেছিল শ্বেতার অ্যাকাউন্টে। কেন দিয়েছিলেন অয়ন, জানতে চলছে জেরা। শ্বেতাকে হন্ডা সিটি কিনতেও টাকা দিয়েছিলেন অয়ন, খবর ইডি সূত্রে।
রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় অন্তত ৫ হাজার চাকরি বিক্রির অভিযোগ, বিভিন্ন দফতরকে তথ্য খতিয়ে দেখার নির্দেশ পুরমন্ত্রীর।
গ্রেফতার অয়ন শীল, ইডির নজরে বলাগড়ে 'বাদশা' শান্তনুর আরেক ঘনিষ্ঠ। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ধৃত শান্তনুর ঘনিষ্ঠ নিলয় মালির হাজিরা ।
চাকরিচ্যুতদের আবেদন খারিজ, কাল থেকেই গ্রুপ সি-র কাউন্সেলিং। গ্রুপ সি-র কাউন্সেলিংয়ে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চে চাকরিচ্যুতদের আইনজীবীর সওয়ালেও 'খেলা হবে'! 'গেম ইজ অন, খেলা হবে' আদালতে সওয়াল চাকরিচ্যুতদের আইনজীবীর
২০১৪ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতে বিক্ষোভ। সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে এলাকা রণক্ষেত্র
আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
শোভাবাজারে বিধ্বংসী আগুন । পুড়ে ছাই একটি ফ্যামিলি স্পা। বাড়ির একতলায় ছিল এই ফ্যামিলি স্পা-টি। একতলায় সামনের দিকে প্রথমে আগুন লাগে পরে আগুন পিছন দিকেও ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন
এসেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা এবং পুলিশ। ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আপাতত আগুন নিয়ন্ত্রণে
'সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের চাকরি দেব। ৩৪ বছর ধরে সিপিএম দিয়েছে, দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে। আর তৃণমূল কর্মীরা চাকরি পাবে না? ' নিয়োগ-দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে ডামাডোলের মধ্যেই ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র।
নিয়োগ-দুর্নীতির তদন্তে বাজেয়াপ্ত ৫৬ কোটির মধ্যে প্রায় ৮ কোটির সম্পত্তি মানিক ও তাঁর পরিবারের। শুধু ডিএলএড কলেজে অফলাইন ভর্তির জন্য নিয়েছিলেন প্রায় ২১ কোটি, আদালতে দাবি ইডির।
আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি মামলার শুনানি। সওয়াল করবেন সিবিআইয়ের আইনজীবী। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR শিটগুলির গ্রহণযোগ্যতা নিয়ে আজ নিজেদের বক্তব্য জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই OMR শিটগুলি বিকৃত হতে পারে এবং এগুলি নির্দিষ্ট চাকরিপ্রার্থীদের নাও হতে পারে এই মর্মে আশঙ্কাপ্রকাশ করেছিলেন চাকরিহারাদের আইনজীবীরা।
নাকের সর্বোচ্চ A++ স্বীকৃতি পেল কলকাতার বেহালা কলেজ। এছাড়াও বেথুন কলেজ এবং স্কটিশচার্চ কলেজ নাকের A+ স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে, A++ স্বীকৃতি পেয়েছে বেলুড় বিদ্যামন্দির ও রহড়া রামকৃষ্ণ মিশন।
দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে তৃণমূল বিধায়কের সামনে যুব তৃণমূল নেতাকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন দলীয় কর্মীরাই। গতকাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর এলাকায়। সেখানে দিদির কর্মসূচিতে যান বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সামনেই তৃণমূলের পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি ও মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সোলেমান মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা।
সবুজসাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়া পিছু ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল ডায়মন্ড হারবারের একটি স্কুলের
বিরুদ্ধে। গত শনিবার খোর্দনলা বিপিনবিহারী শিক্ষাসদনে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সাইকেল। অভিভাবকদের অভিযোগ, সবুজসাথী প্রকল্পের সাইকেল পেতে স্কুলকে ৫০ টাকা
করে দিতে হয়েছে। না হলে সাইকেল দেওয়া হবে না বলে জানানো হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের তহবিলে টাকা না
থাকায়, নুরপুর হাই মাদ্রাসা থেকে সাইকেলগুলি আনাতে পরিবহণ খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক জানিয়েছেন, সবুজসাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।
'২০১২-২০১৪-র টেটে ১০০ কোটির চাকরি বিক্রি করেছিল অয়ন শীল'। জেরায় এমনই জানিয়েছে কুন্তল ঘোষ, রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডির। 'মানিকের সঙ্গে যোগসাজসে স্কুলে চাকরি বিক্রির চক্র শান্তনু-ঘনিষ্ঠ অয়নের'।
স্কুলে চাকরি বিক্রি নিয়ে রিমান্ড লেটারে বিস্ফোরক ইডি।
কাটল জট, আজ দুপুর ১ টায় বিধানসভায় শপথ নেবেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী । ভোটের ফলপ্রকাশ ২০ দিনের মাথায় বিধায়ক পদে শপথ নিতে চলেছেন বায়রন।
প্রেক্ষাপট
- আজকের শিরোনাম
- কুন্তলের (Kuntal Ghosh) পর এবার শান্তনু-ঘনিষ্ঠ অয়ন। বান্ধবী শ্বেতার জন্য টলিউডেও লগ্নি! লকডাউনের সময় শ্যুটিং শুরু হলেও আর হয়নি শেষ।
- পঞ্চায়েতের সামান্য কর্মী থেকে শান্তনুর মতোই রকেট গতিতে উত্থান! অয়নের হাত ধরেই রুপোলি দুনিয়ায় শ্বেতার প্রবেশ।
- প্রথম পোস্টিং হুগলির (Hooghly) পঞ্চায়েত দফতরে। ইঞ্জিনিয়ার ছিলেন কামারহাটি পুরসভাতেও। শ্বেতাকে নিয়ে বাড়ছে রহস্য়। গাড়ি, লক্ষ লক্ষ টাকা লেনদেনে ইডির নজর।
- ইডির (ED) অভিযানের আগেই অয়নের মোবাইলে জিনিসপত্র সরিয়ে পালানোর পরামর্শ! ইডির নজরে এবার আরও এক রহস্যময়ী। জেরায় অয়নের মুখে কুলুপ।
- নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ১০০ কোটির চাকরি বিক্রি করেছিল শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীল। জেরায় এমনই জানিয়েছে কুন্তল, বিস্ফোরক দাবি ইডির। মানিক-যোগের অভিযোগ।
- স্কুল থেকে পুরসভায় চাকরি বিক্রি। সল্টলেকে অয়নের অফিসে রাশি রাশি আসল ওএমআর শিট! দুর্নীতি হয়েছিল জানা যাবে তদন্তে, দাবি পুরমন্ত্রীর।
- প্রভাবশালী বলেই এখনও দলে! ক্ষমতাকে কাজে লাগিয়ে দুর্নীতি। সেই টাকায় সপরিবারে একাধিকবার বিদেশ ভ্রমণ! মানিকের বিরুদ্ধে বিস্ফোরক ইডি।
- পার্থর পরে এবার মানিক। কোর্টে কিছু বলতে চান জেলবন্দি অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতি। আইন কলেজের অধ্যক্ষ ছিলেন, আইন জানেন না, ধমক বিচারকের।
- মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত সায়গল, মণীশদের সঙ্গে তিহাড় (Tihar Jail) জেলেই অনুব্রতর ঠাঁই। এখনও কীভাবে জেলা সভাপতি? আড়ালের চেষ্টা তৃণমূলের।
- কয়লাকাণ্ডে ফের আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির তলব। ২৯ মার্চ দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ। ২৩ মার্চ আপ্ত সহায়ককেও হাজিরার নির্দেশ।
- কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছেন মমতা। এবার বসবেন ধর্নায়। ২৯ মার্চ থেকে ২দিনের অবস্থান।
- বকেয়া টাকার দাবিতে ধর্নায় বসছেন মমতা। কেন্দ্রের টাকা চুরি করলে জবাব দিতেই হবে, পাল্টা বিজেপি। সবই লোকদেখানো, পাল্টা কটাক্ষ বামেদের।
- অখিলেশের পর এবার নবীন পট্টনায়ক। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ভুবনেশ্বর যাবেন মমতা। কাল ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক।
- সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ১১ এপ্রিল ফের শুনানি। আরও এক অনশনকাীর অসুস্থ।
- অসুস্থ কাটল জটিলতা। ভোটের ফল ঘোষণার ২০দিনের মাথায় আজ সাগরদিঘির বিধায়ক পদে শপথ নেবেন বায়রন। দুপুর ১টায় বিধানসভায় শপথগ্রহণ।
- মুর্শিদাবাদে ফের বাম-কংগ্রেস জোট প্রার্থীদের জয়। লালবাগ মহকুমা ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় বাম-কংগ্রেসের জোটের।
- ১৮দিন পরে ট্যাংরার নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার বামনঘাটায়। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে থানার সামনে গাড়ি ভাঙচুর, ইট বৃষ্টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -