West Bengal News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার কথা জিজ্ঞেস করতেই 'বিরক্ত' পার্থ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে CBI। আজ, আলিপুর আদালতে এনিয়ে প্রশ্ন করতেই, একরাশ বিরক্তি ঝরে পড়ে তৃণমূলের প্রাক্তন মহাসচিবের গলায়। নিজের দুঃখের কথা তুলে ধরেন তিনি।
'ভেবেছিল অভিষেককে গ্রেফতার করবে সিবিআই, ফিস্ট করতে বসে গিয়েছিল', বিষ্ণুপুরের সভা থেকে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে বিজেপিকে আক্রমণে অভিষেক। ইডি-সিবিআই নিয়ে প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এগরা, বজবজের পর এবার দুবরাজপুর। ফের বিস্ফোরণে এবার উড়ে গেল বাড়ির ছাদ। বাড়ির মালিক তৃণমূল কর্মী বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে বজবজে বিস্ফোরণের পর চারটি থানা এলাকা থেকে ৪০ হাজার কেজি বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৪০ জন। পরে, তাঁদের জামিন দেয় আদালত।
স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে একাধিক পুলিশকর্মীদের পরিবারের থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। বেনিয়াপুকুর থানার ASI সঞ্জীব দেড়ে এবং তাঁর স্ত্রী পঞ্চায়েত সদস্য বর্ণালীকে নিয়ে হাওড়ার বাউড়িয়ায় তল্লাশিতে পুলিশ। পুলিশের বিরুদ্ধেই চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। পুলিশের জালে লালবাজারে কর্মরত সিভিক ভলান্টিয়ার সৈকত দে এবং কার্তিক মান্না নামে আরও এক ব্যক্তি।
বজবজ বিস্ফোরণের পর বিপুল পরিমাণ বাজি উদ্ধারের ঘটনায় ধৃতদের জামিন। ধৃত ৪০ জনকে ১ হাজার টাকার বন্ডে জামিন দিল আদালত। ধৃতদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা পুলিশের। বজবজ বিস্ফোরণের ঘটনায় ধৃত ব্যক্তির পুলিশ হেফাজত। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের
৩০ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।
শিক্ষায় ফের রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত। সাপ্তাহিক রিপোর্ট চেয়ে উপাচার্যদের ফের চিঠি রাজ্যপালের। 'এপ্রিলে বলার পরেও কেন রিপোর্ট দিচ্ছে না বিশ্ববিদ্যালয়?' সাপ্তাহিক রিপোর্ট চেয়ে উপাচার্যদের চিঠি রাজভবনের।
কালিয়াগঞ্জ ও ময়নায় নিহত দুই বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের নিজের কোটায় গ্রুপ ডি অ্যাটেনড্যান্ট পদে চাকরির ব্যবস্থা করে দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার নিজের দায়িত্ব পালন করেনি, অভিযোগ বিরোধী দলনেতার। পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও।
মদন মিত্রকে এবার খোঁচা কুণাল ঘোষের। 'মদন মিত্র একটা কালারফুল বড় ব্যাপার, ওঁর মনে হতেই পারে দূরের কোনও গ্রহে ছুটি কাটাতে যাবেন, সবটাই তাঁর জীবন দর্শনের বিষয়, মদন মিত্র দলে ছিলেন, আছেন, থাকবেন', সতীর্থ মদন মিত্র সম্পর্কে মন্তব্য কুণাল ঘোষের।
'আবাস যোজনার দুর্নীতিতে হাতেনাতে ধরা পড়ে গেছে রাজ্য সরকার' কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিংহর চিঠি হাতিয়ার করে আক্রমণে শুভেন্দু। 'আমার অভিযোগকে মান্যতা দিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী, দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের রিপোর্ট সন্তোষজনক নয়, কেন্দ্রের পাঠানো দলের রিপোর্টেও আমার অভিযোগের মান্যতা', ট্যুইট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
সিবিআই জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। শুক্রবার এই মামলার শুনানি।
'আমি ৩০০ দিনের বেশি বিনা বিচারে আটকে আছি, সেটা নিয়ে বলুন' আদালতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ প্রশ্ন এড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর সি জে এম আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে যাওয়ার পথে ক্ষোভ উগড়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দেননি পার্থ।
এগরার পরে এবার বজবজ, বেআইনি বাজি বিস্ফোরণে ৩ জনের মৃত্যু। বেআইনি বাজি বিস্ফোরণে ৩জনের মৃত্যু, এবিপি আনন্দকে ঢুকতে বাধা। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা, বজবজ থানাতেই বাজিতে আগুন! বাড়িতেই বেআইনি বাজির কারবার! প্রাণ গেল শিশু-সহ ৩জনের! বজবজে বেআইনি বাজি বিস্ফোরণে ২জন গ্রেফতার
হঠাৎ গোয়ালতোড়ে ভেঙে পড়ল বিমানের যন্ত্রাংশ! গোয়ালতোড়ে হঠাৎ ভেঙে পড়ল যুদ্ধ বিমানের ফুয়েল ট্যাঙ্ক! যুদ্ধ বিমানের জ্বালানির ট্যাঙ্ক পড়ার দাবি পুলিশ সুপারের। খবর দেওয়া হল কলাইকুন্ডার বায়ু সেনা ঘাঁটিতে।
'মন্ত্রিসভা আর মাধ্যমিকের টপ টেন এক নয়', তাপস রায়ের মন্ত্রিত্ব-আক্ষেপ প্রসঙ্গে মন্তব্য কুণাল ঘোষের। 'মন্ত্রিসভা গঠনের সময় সমাজের সব অংশের প্রতিনিধিত্ব রাখতে হয়, ফলে যোগ্য হলেও অনেককে মন্ত্রিসভার বাইরে থাকতে হয়,' মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
১ সপ্তাহে ১৪ জনের প্রাণের বিনিময়ে অবশেষে হুঁশ ফিরল সরকারের! বেআইনি বাজি কারখানা বন্ধে ক্লাস্টার তৈরির সিদ্ধান্তে মন্ত্রিসভার অনুমোদন। জনবহুল এলাকা থেকে দূরে কোনও জায়গায় ক্লাস্টার তৈরির সিদ্ধান্ত। দমকলের নিয়ম মেনে বাজি কারখানার ক্লাস্টার তৈরির সিদ্ধান্তে অনুমোদন।
এগরা, বজবজের পর এবার দুবরাজপুর, ফের বিস্ফোরণ! দুবরাজপুরে বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের অভিযোগ। তৃণমূলকর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের অভিযোগ। প্রবল বিস্ফোরণে উড়ল তৃণমূলকর্মীর বাড়ির একাংশ।
শিক্ষায় ফের রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত? 'বিশ্ববিদ্যালয়গুলিকে সাপ্তাহিক রিপোর্ট দিতে হবে রাজভবনকে।' এ নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিল রাজভবন। 'এপ্রিলে বলার পরেও কেন আসছে না রিপোর্ট?' প্রশ্ন তুলে ফের রাজ্যপালের সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো হল চিঠি।
রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে জারি করা নবান্নের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। বিজ্ঞপ্তিতে উল্লেখ, টিফিন টাইমে অফিসের বাইরে অন্য কাজ করা যাবে না, দাবি যৌথ মঞ্চের। পেনডাউন বা অন্য কোনও সরকার বিরোধী কর্মসূচি বন্ধ করার পরিকল্পনা, অভিযোগ কর্মচারী সংগঠনের। বিজ্ঞপ্তির প্রতিবাদে মহাকরণে বিক্ষোভে সামিল সংগ্রামী যৌথ মঞ্চ।
ফের তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক। বাঁকুড়ার ইন্দাসে বজ্রাঘাতে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে কথা অভিষেকের। সিবিআই নোটিস পেয়ে শুক্রবার জনসংযোগ যাত্রা থামিয়ে কলকাতায় ফিরে আসেন অভিষেক। শনিবার সিবিআই দফতরে হাজিরা দেন অভিষেক। আজ থেকে ফের তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক।
নিয়োগ দুর্নীতি, কয়লা তদন্ত, পুর নিয়োগ দুর্নীতি তদন্ত আটকাতে ও বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর চেষ্টায় আদালতে ৩৩০ কোটি খরচ করা হয়েছে। ডিয়ার লটারি গত দেড় বছরে এসবিআই ইলেকটোরাল বন্ডে ৩০০ কোটি টাকা দিয়েছে তৃণমূলকে। তৃণমূলও ফিনান্সিয়াল ডিক্লারেশনে ৩০০ কোটি ডিয়ার লটারি থেকে পেয়েছে তার উল্লেখ রয়েছে', বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
এদিন সাংবাদিক সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'নিয়োগ দুর্নীতি, কয়লা তদন্ত, পুর নিয়োগ দুর্নীতি তদন্ত আটকাতে ও বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর চেষ্টায় আদালতে ৩৩০ কোটি খরচ করা হয়েছে। ডিয়ার লটারি গত দেড় বছরে এসবিআই ইলেকটোরাল বন্ডে ৩০০ কোটি টাকা দিয়েছে তৃণমূলকে। তৃণমূলও ফিনান্সিয়াল ডিক্লারেশনে ৩০০ কোটি ডিয়ার লটারি থেকে পেয়েছে তার উল্লেখ রয়েছে'।
রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে জারি করা নবান্নের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। বিজ্ঞপ্তিতে উল্লেখ, টিফিন টাইমে অফিসের বাইরে অন্য কাজ করা যাবে না, দাবি যৌথ মঞ্চের। পেনডাউন বা অন্য কোনও সরকার বিরোধী কর্মসূচি বন্ধ করার পরিকল্পনা, অভিযোগ কর্মচারী সংগঠনের। বিজ্ঞপ্তির প্রতিবাদে মহাকরণে বিক্ষোভে সামিল সংগ্রামী যৌথ মঞ্চ
কলকাতার পর এবার শিলিগুড়ি। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ৩২ ঘণ্টা ধর্না শুরু করল মহিলা তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ির হিল কার্ট রোডে তৈরি হয়েছে ধর্নামঞ্চ। এর আগে ৩ মে, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে মেয়ো রোডে ৩২ ঘণ্টা ম্যারাথন ধর্নায় বসে মহিলা তৃণমূল কংগ্রেস। কলকাতার ধর্নামঞ্চে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়, অপরূপা পোদ্দার-সহ তৃণমূলের অন্যান্য নেত্রীরা।
কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দুর। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার নাম বদলে বঙ্গ মৎস্য যোজনা করার অভিযোগ। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পার্শ্বোত্তম রূপালাকে চিঠি শুভেন্দু অধিকারীর। অনৈতিকভাবে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের নাম বদল করা হচ্ছে, বিস্তারিত জানিয়েছি, ট্যুইট শুভেন্দু অধিকারীর। প্রকল্পের জন্য টাকা দেওয়া বন্ধ করুক কেন্দ্র, ট্যুইট শুভেন্দুর
রানাঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রানাঘাট পৌরসভা সংলগ্ন সুভাষ অ্যাভিনিউ- এ একটি শাড়ির দোকানে সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। আগুন ক্রমশ ভয়াবহ রূপ নেয়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে এসেছে রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে এসেছে রানাঘাট থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসলো পুরোপুরি নেভেনি। আগুন লাগার ঘটনায় গোটা রানাঘাট জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
ফের বিস্ফোরক তাপস রায়। এবার দলের বিধায়ক, সাংসদদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক। গতকাল বরানগরে মহিলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে তাপস রায় বলেন, মন্ত্রিসভায় আমার জায়গা হয়নি। অথচ যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে। একইসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, নতুন প্রজন্মের মন্ত্রী, সাংসদ, মেয়র, চেয়ারম্যানদের সকলের যোগ্যতা রয়েছে বলে মনে করি না।ভিডিয়ো ভাইরাল হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক।
উত্তর ২৪ পরগনার আমডাঙায় মুদিখানায় মিলল নিষিদ্ধ শব্দ বাজি। বেআইনি বাজি মজুতের অভিযোগে দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ৪-৫টি জায়গায় তল্লাশি চালানো হয়। আমডাঙার বেড়াবেড়িতে দিলীপ সামন্তর মুদিখানায় মেলে ২৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি। বেআইনি বাজি কারবারে দোকান মালিক জড়িত কি না, খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ। এগরায় বিস্ফোরণের পরেই টনক নড়েছে পুলিশের। জেলায় জেলায় শুরু হয়েছে অভিযান।
পুরসভায় দেদার চাকরি বিক্রি, ৪ থেকে ৭ লক্ষ টাকা রেট! পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা! পুরসভায় গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা! পুরসভার সাফাইকর্মীর চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা! পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা! পুরসভার গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা! পুরসভার টাইপিস্টের চাকরির দাম ৭ লক্ষ টাকা থেকে শুরু
ভাতা বাড়ানো ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের বিক্ষোভ। রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আশা কর্মীরা। অভিযোগ, আবাস যোজনার সমীক্ষায় গিয়ে বারবার শাসকদলের নেতা, কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। নিরাপত্তার অভাবে আবাস-দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন আশা কর্মীরা। এমনকি, আবাস যোজনার কাজ করিয়ে টাকাও মেলেনি বলে তাঁদের অভিযোগ। ভাতা বৈষম্য না মেটালে পঞ্চায়েত ভোটে ডিউটি বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।
বজবজে ঘটনাস্থলে গিয়ে বাধার মুখে পড়তে হয় সিপিএমের প্রতিনিধি দলকেও।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ নয়। সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল না হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। তদন্ত যেমন চলছিল তেমনই চলবে, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি ৬ জুন
মদন মিত্রর পর শতাব্দী রায়। সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরব তৃণমূল সাংসদ। এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিষেবা নিয়ে মুখ খুলেছেন বীরভূমের তৃণমূল সাংসদ। গতকাল হাসপাতাল পরিচালন কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন শতাব্দী রায় ও রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বৈঠকের পর শতাব্দী রোগী পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তোলেন। বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রামপুরহাট মেডিক্যালে সক্রিয় দালাল চক্র। সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলাশাসক। পরিষেবার উন্নতি ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রামপুরহাট মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল।
সিবিআই জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। আবেদনে বলা হয়, অভিষেককে রোজই সমন পাঠানো হচ্ছে। শুক্রবার এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে শুনানি হবে
'এসএসকেএমকাণ্ড নিয়ে কী বলেছি মনে নেই। আমি হ্যালুসিনেশনে ভুগছি। আমার মুকুলের মতো অ্যালঝাইমার্স হয়েছে। আমার কাছে পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট। অবসরের প্রস্তুতি নিচ্ছি, সচিন রিটায়ার করতে পারলে কেন আমি নয়?' অবসর জীবনে ছোটদের পড়াব', জল্পনা উস্কে ফের সরব মদন।
বালিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে মারধরের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতের নাম নারায়ণ দাস। অভিযোগ, শনিবার কলেজ যাওয়ার পথে, দুই সহপাঠিনীকে কটূক্তির প্রতিবাদ করেন উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র। ফেরার পথে, প্রতিবাদী ছাত্রকে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে ইভটিজাররা। গতকাল অভিযোগ দায়ের হয়। এরপর গভীর রাতে বালি থানার পুলিশ ও বেলুড় জিআরপি যৌথ অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। বাকি দুই অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
বজবজে বেআইনিভাবে মজুত রাখা বাজিতে বিস্ফোরণের পর ধরপাকড় চালাল পুলিশ। প্রতিবাদে রাস্তায় নামলেন স্থানীয় বাজি ব্যবসায়ীরা। সকালে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়া হয়। গাড়ি আটকানোর পাশাপাশি, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা।
একাধিক দাবিতে ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক। আদিবাসী সেঙ্গেল অভিযানের দণ্ডিকাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে বন্ধ পালন। বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাস ছাড়েনি। হিলি মোড়ে সরকারি বাস আটকান বন্ধ সমর্থকরা। যাত্রীদের নামিয়ে ফিরে যায় বাস । পুরুলিয়া হুড়াতেও ১২ ঘণ্টার বন্ধ পালন আদিবাসী সেঙ্গেল অভিযানের। কুড়মিদের স্বীকৃতির বিরোধিতা ও ১০০ পরিবারকে বয়কটের অভিযোগে বন্ধ
নৈহাটি স্টেশনে সিগনালে প্রযুক্তিগত সমস্যা। সপ্তাহের প্রথম কাজের দিনে শিয়ালদা মেইন শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। শিয়ালদা-নৈহাটি ও নৈহাটি-ব্যান্ডেল শাখায় দেরিতে চলছে একাধিক লোকাল। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, সকাল ৬টা নাগাদ নৈহাটি স্টেশনে সিগনাল ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। ৮টা ৫০-এ আংশিক মেরামতি হলেও, ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। এর জেরে ৭টি দূরপাল্লার ট্রেন ও ২০টি লোকাল দেরিতে চলছে
এগরার পর এবার বজবজ বিস্ফোরণকাণ্ডেও NIA তদন্ত চাইলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট, এগরার খাদিকুল গ্রামে পোড়া মাংসের গন্ধ আর বিস্ফোরকের অবশিষ্টাংশ এখনও বাতাসে ভাসছে, আহতদের অবস্থা সঙ্কটজনক। সেই রেশ মেলানোর আগেই বজবজের নন্দরামপুরের দাসপাড়া গ্রামে আরও একটা বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৩ জনের (যাঁরা সম্ভবত সকলেই মহিলা) পুড়ে মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এটা পুনরাবৃত্তি মনে হতে পারে। কিন্তু এক্ষেত্রেও আমি NIA তদন্ত চাইছি। মুখ্যমন্ত্রী, আপনি ঘুম থেকে উঠে পোড়া লাশের গন্ধ পাচ্ছেন? আর কত মৃত্যু আপনার বিবেককে নাড়া দেবে? বজবজ বিস্ফোরণকাণ্ডে ট্যুইট শুভেন্দুর।
সাতসকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ ব্যারাকে চলল গুলি। গুলিবিদ্ধ পুলিশ কর্মী। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ ব্যারাকে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান রায়গঞ্জ থানার কনস্টেবল
তাঁর থুতনির নিচে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় বছর বত্রিশের ওই পুলিশ কর্মীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে
ওড়িশায় প্রাকৃতিক দুর্যোগের কবলে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। তার জেরে আজ পুরীগামী বন্দে ভারত বাতিল করা হয়েছে
বেআইনি বাজি ফের কাড়ল প্রাণ। বজবজে বিস্ফোরণের পর তল্লাশি চালিয়ে উদ্ধার হল বস্তা বস্তা বাজি। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
বিজেপিকে বাঁশপেটার দাওয়াই নুসরতের। '২১-এর ভোটে হেরে বড় ষড়যন্ত্র করছে বিজেপি। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী যাতে মানুষের জন্য কাজ না করতে পারেন, সেজন্য টাকা বন্ধ করেছে কেন্দ্র। বিজেপি ভোট চাইতে এলে বাঁশপেটা করবেন', হুঙ্কার বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার ভুয়ো সেনা। ভাড়া বাড়ি থেকে উদ্ধার সেনার পোশাক, এয়ারগান। ছত্তিশগড়ের বাসিন্দা বছর ৪০ এর এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে তিনি কী করছিলেন, তা নিয়েই বাড়ছে রহস্য।
সরকারি কর্মচারীদের উদ্দেশে রাজ্য সরকারের ২ টি বিজ্ঞপ্তি নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। সরকারের বিজ্ঞপ্তি হাস্যকর বলে মন্তব্য সরকারি কর্মচারীদের। নির্দেশিকার প্রেক্ষিতে কোমর বেঁধে প্রতিবাদে নামতে চলেছে সংগ্রামী যৌথ ম়ঞ্চ।
কোথাও বাতিস্তম্ভ থেকে বিপজ্জনকভাবে ঝুলছে তার, কোথাও আবার পাওয়ার ডিস্ট্রিবিউশন বক্স খোলা অবস্থায় পড়ে। কলকাতার পথে পদে পদে মরণফাঁদ। বর্ষার আগেই মেরামতি করা হবে। আশ্বাস দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।
প্রাইমারি ও আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে, সাড়ে ৫৩ লক্ষ টাকা নিয়েছেন তৃণমূল নেতা ও তাঁর দুই সঙ্গী। স্বরূপনগরের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে CBI-কে চিঠি লিখলেন চাকরিপ্রার্থীর স্বামী। অভিযুক্তের টাকার নেওয়ার ভিডিও প্রকাশ্যে এনেছেন অভিযোগকারী। যদিও কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতার। দলগতভাবে তদন্তের আশ্বাস দিয়েছে নেতৃত্ব।
প্রেক্ষাপট
কলকাতা: এগরার (Egra) পর বজবজ (Budge Budge), বাড়িতে বেআইনিভাবে বাজি মজুত করার অভিযোগ। বেআইনিভাবে মজুত বাজিতে আগুন (Fire), অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩। অগ্নিদগ্ধ হয়ে এক নাবালিকা সহ মৃত ৩। বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বাড়িতে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। বেআইনিভাবে মজুত বাজিতে আগুন, ভস্মীভূত বাড়ি ।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
এগরা বিস্ফোরণকাণ্ডে হাড়হিম করা অভিযোগ! বিস্ফোরণের পরে দগ্ধ কয়েকজনকে বাঁশ দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল পুকুরে! তাতেই মৃত্যু হয় কয়েকজনের! ভানু বাগের আরেক ভাইপোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্বজনহারাদের একাংশ। ঘটনার পর থেকেই বেপাত্তা ভানুর অন্য দুই ভাইপো! দু-জনের খোঁজেই তল্লাশি চালাচ্ছে সিআইডি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার কলকাতায় আসছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আমলাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে অর্ডিন্যান্স এনেছে মোদি সরকার। তা আইনে পরিণত করতে, কেন্দ্র যাতে রাজ্যসভায় বিল পাস করতে না পারে, তার জন্য অবিজেপি দলগুলিকে পাশে চাইছে আম আদমি পার্টি।
প্রবল ঝড়বৃষ্টিতে মাঝপথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।ওড়িশার জাজপুরে দীর্ঘক্ষণ থমকে রইল ট্রেন। বন্ধ হয়ে গেল আলো, এসি। চরম দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা। মেরামতির জন্য আজ হাওড়া-পুরী বন্দে ভারত বাতিল করা হয়েছে।
মদন মিত্রের অবস্থান বদল। SSKM-কাণ্ডে বয়কটের মন্তব্য থেকে সরে দাঁড়ালেন মদন মিত্র। তবে ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্য, কণ্ঠে আমার কাঁটার মালা, সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচারের জন্য কেস খাইনি। পরে অবশ্য নিজের পাচার মন্তব্য থেকে ফের ১৮০ ডিগ্রি সরে দাঁড়ান তিনি।
রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর। এবার, প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদল করে বঙ্গ মৎস্য যোজনা করা হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হবে বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
প্রাইমারি ও আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে, সাড়ে ৫৩ লক্ষ টাকা নিয়েছেন তৃণমূল নেতা ও তাঁর দুই সঙ্গী। স্বরূপনগরের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে CBI-কে চিঠি লিখলেন চাকরিপ্রার্থীর স্বামী। অভিযুক্তের টাকার নেওয়ার ভিডিও প্রকাশ্যে এনেছেন অভিযোগকারী। যদিও কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতার। দলগতভাবে তদন্তের আশ্বাস দিয়েছে নেতৃত্ব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -