West Bengal News Live: নিয়োগ-দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদ মেডিক্যালে ধুন্ধুমার

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 22 Nov 2023 02:50 PM
West Bengal News Live: নিয়োগ-দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদ মেডিক্যালে ধুন্ধুমার

নিয়োগ-দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদ মেডিক্যালে ধুন্ধুমার। সিকিওরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের।

WB News Live Updates: ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধনে সওকতের রোষে পুলিশ

এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পুলিশকে ধমকের ছবি ভাইরাল। ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধনে সওকতের রোষে পুলিশ। বাজি ফাটাতে নিষেধ করায় পুলিশের উদ্দেশে হুঙ্কার, খবর সূত্রের। 

West Bengal News Live: জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে ভর্তি

জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে ভর্তি
রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রীর একাধিক সমস্যা রয়েছে, এসএসকেএম সূত্রে খবর 
বালুর চিকিৎসার জন্য় তৈরি করা হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড
ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে গিয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞরা  

WB News Live Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলার আঁচ এবার খাদ্য দফতরে

রেশন বণ্টন দুর্নীতি মামলার আঁচ এবার খাদ্য দফতরে। খাদ্য দফতরে চিঠি পাঠাল ইডি: সূত্র। বাকিবুর রহমান সংক্রান্ত তথ্য তলব ইডির: সূত্র। বাকিবুরের চালকল, গমকলে কত ধান বা গম পাঠানো হয়েছে, তথ্য তলব ইডির: সূত্র। 

West Bengal News Live: ধর্মতলায় বিজেপির সভা নিয়ে সংঘাত তুঙ্গে

ধর্মতলায় বিজেপির সভা নিয়ে সংঘাত তুঙ্গে। গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করার চেষ্টা। রাজ্য সরকারকে নিশানা গেরুয়া শিবিরের। বিজেপির সভা মানেই বিশৃঙ্খলা। পাল্টা তৃণমূল।

WB News Live Updates: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন উপাচার্যকে দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ পুলিশের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন উপাচার্যকে দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ পুলিশের। শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে এদিন বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনে যায় চারজনের তদন্তকারী দল। সকাল ১০টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিদ্য়ুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় মোট ৫টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে টোটো চালকদের একটি মামলা, বাঙালি ‘কাঁকড়ার জাত’ মন্তব্য এবং দুর্গাপুজো সংক্রান্ত বিতর্কিত মন্তব্য নিয়ে অভিযোগের প্রেক্ষিতে মোট ৩টি মামলায় ২০ নভেম্বর প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হয় বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যকে। ফলক-বিতর্ক-সহ বাকি দুটি মামলায় আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিদ্যুৎ চক্রবর্তীকে। 

West Bengal News Live: ফরাক্কায় বিস্ফোরণ, হরিহরপাড়ায় ড্রাম ভর্তি বোমা উদ্ধার

ফরাক্কায় বিস্ফোরণ, হরিহরপাড়ায় ড্রাম ভর্তি বোমা উদ্ধার

WB News Live Updates: ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে রাজ্য

২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে রাজ্য। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ। সভায় থাকার কথা অমিত শাহের।

West Bengal News Live: বাঁকুড়ার ওন্দায় যাত্রী বোঝাই বাস ও পণ্য বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

বাঁকুড়ার ওন্দায় যাত্রী বোঝাই বাস ও পণ্য বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। বাস ও পিক আপ ভ্যানের চালক-সহ ২০ জন আহত হন। সকাল ৭টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটে। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছিল বেসরকারি
বাস। উল্টোদিক আসা বাদাম বোঝাই পিক আপ ভ্যান বাসে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, পিক আপ ভ্যানের পিছনের ডানদিকের চাকা ফেটে যাওয়াতেই এই বিপত্তি। আহতদের ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

WB News Live Updates: ফরাক্কার হাউসনগরে বোমা ফেটে আহত ৩ শিশু

পঞ্চায়েত ভোটের ৪ মাস পরেও বোমা-বিদ্ধ শৈশব! ফরাক্কার হাউসনগরে বোমা ফেটে আহত ৩ শিশু। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে

West Bengal News Live: বিনিয়োগের লক্ষ্যে নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু বাণিজ্য সম্মেলন

বিনিয়োগের লক্ষ্যে নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু বাণিজ্য সম্মেলন। ৩ বছরে বাংলায় আরও ২০ হাজার কোটি টাকা লগ্নির ঘোষণা আম্বানির। 

WB News Live Updates: DA-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ ৩০০ দিনে পড়ল

DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ ৩০০ দিনে পড়ল। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। পেন ডাউন কর্মসূচি, মিছিল, নানা ভাবে নিজেদের দাবিদাওয়া তুলে ধরার চেষ্টা করেছেন DA-আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে গিয়েছে DA-মামলা। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ।

West Bengal News Live: রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ মেট্রো স্টেশনের মাঝে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ মেট্রো স্টেশনের মাঝে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ডাউন লাইনে পড়ে দেহ, ব্যস্ত সময়ে মেট্রো চলাচলে বিঘ্ন। বন্ধ রয়েছে ডাউন লাইনের মেট্রো চলাচল। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা

WB News Live Updates: প্রায় দেড় দিন পার, কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনে দুষ্কৃতীরা এখনও অধরা

প্রায় দেড় দিন পার, কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনে দুষ্কৃতীরা এখনও অধরা। জাতীয় সড়কের উপর ব্যবসায়ীকে গুলি করে খুন!টাকা, গয়না নিয়ে কোথায় পালাল দুষ্কৃতীরা?'আগেও দুবার হামলা হয়েছে স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়ার উপর'। পুলিশকে জানিয়েও লাভ হয়নি, সিবিআই চেয়ে দাবি নিহত ব্যবসায়ীর বাবার। 

West Bengal News Live: ভাটপাড়ার তৃণমূল কর্মী আকাশ যাদব খুনের সাক্ষী ছিলেন ভিকি

ভাটপাড়ার তৃণমূল কর্মী আকাশ যাদব খুনের সাক্ষী ছিলেন ভিকি। প্রমাণ লোপাট করতেই কী সুপারি কিলার দিয়ে খুন? উঠছে প্রশ্ন।

WB News Live Updates: ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ভিকিকেই তাঁর নাম জিজ্ঞাসা করে গুলি করে আততায়ীরা। এর পাশাপাশি, ভিকি যাদবকে খুনের সূত্র ধরে উঠে এসেছে ভাটপাড়ায় তৃণমূল সমর্থক আকাশ যাদব খুনের প্রসঙ্গ। ২০২১-এর ২ মে, ভোট গণনা চলাকালীন গুলি করে খুন করা হয় ২৪ বছরের আকাশকে। পুলিশ সূত্রে খবর, আকাশের খুনের ঘটনায় ভিকি ছিলেন অন্যতম সাক্ষী। সেই জন্যই কি ভিকিকে খুন করা হল? তৃণমূল কর্মী খুনে এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুলিশের অনুমান, ভিকি খুনে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল। বিহার থেকে আনা হয়েছিল ভাড়াটে খুনিদের। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। 

West Bengal News Live: আগামী কয়েকদিন শীতের আমেজ বাড়বে, জানিয়েছে আবহাওয়া দফতর

আগামী কয়েকদিন শীতের আমেজ বাড়বে, জানিয়েছে আবহাওয়া দফতর

WB News Live Updates: গত ৬ মাসে ৯ বার দুষ্কৃতীদের টার্গেট হয়েছে রাজ্যের বিভিন্ন সোনার দোকান! 

গত ৬ মাসে ৯ বার দুষ্কৃতীদের টার্গেট হয়েছে রাজ্যের বিভিন্ন সোনার দোকান! 

West Bengal News Live: ফের কলকাতায় কুড়ির ঘরে নামল পারদ

ফের কলকাতায় কুড়ির ঘরে নামল পারদ

WB News Live Updates: রেশন দুর্নীতিকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

রেশন দুর্নীতিকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। সূত্রের দাবি, অনেক জায়গায় ডিস্ট্রিবিউটররাই নামে-বেনামে রেশন দোকানের মালিক! ফলে সেইসব দোকানে কম পরিমাণে সামগ্রী পৌঁছলেও উঠত না কোনও অভিযোগ! আর নির্বিবাদে রেশনের সামগ্রী বিক্রি হয়ে যেত খোলা বাজারে। সূত্রের খবর, সেইসব ব্যক্তিদের তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।  

West Bengal News Live: রাজ্য়ে ফের আয়কর হানা

রাজ্য়ে ফের আয়কর হানা। এবার হুগলির পোলবায় অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের মদের কারখানায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার ভোর ৪টে থেকে ম্য়ারাথন তল্লাশি চালানো হয় সংস্থার মহানাদ গ্রামের কারখানায়। সংস্থার বিভিন্ন নথি এবং লেজার বুকের আয়ব্য়য়ের হিসেব খতিয়ে দেখেন আয়কর দফতরের আধিকারিকরা।

WB News Live Updates:  শিল্প সম্মেলনে তাজপুর বন্দর নিয়ে মমতার বার্তায় তোলপাড়

 শিল্প সম্মেলনে তাজপুর বন্দর নিয়ে মমতার বার্তায় তোলপাড়

West Bengal News Live: জয়নগরের দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআইয়ের প্রতিনিধি দল

হাইকোর্টের নির্দেশে অবশেষে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআইয়ের প্রতিনিধি দল। মঙ্গলবার ত্রাণ নিয়ে গ্রাম গেলেন সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমানরা। অন্য়দিকে, এদিন দক্ষিণ বারাসাত বাজার এলাকায় অস্থায়ী ক্য়াম্প করে দলুয়াখাকি গ্রামের বাসিন্দাদের মধ্য়ে ত্রাণ বিলি করে প্রদেশ কংগ্রেসও।  

প্রেক্ষাপট

তাজপুর বন্দর নিয়ে আদানিদের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি বাতিল। গ্লোবাল টেন্ডারে যোগ দিতে শিল্পপতিদের ডাক মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। 


শিল্প সম্মেলনে তাজপুর বন্দর নিয়ে মমতার বার্তায় তোলপাড়। 


জয়নগর, আমডাঙা, কোলাঘাটের পর জগদ্দল। শিল্প সম্মেলনের দিনই শিল্প তালুকে শ্যুটআউট! বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী। হাসপাতালে আনার পথে মৃত্যু। 


৮ দিনে ৪ জায়গায় ৪ শ্যুটআউট! বাবার পরে এবার জগদ্দলে ছেলেও খুন। অর্জুনের ভাইপোর ছায়াসঙ্গীর উপর কেন হামলা? ব্যক্তিগত কারণ, সন্দেহ সাংসদের। 


কোলাঘাটে (Kolaghat) জাতীয় সড়কে স্বর্ণ ব্যবসায়ীকে খুনে এখনও ধোঁয়াশা। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে পরিবার। 


গয়না-সহ ৪০ লক্ষ টাকা লুঠ। চিনে ফেলাতেই কি কোলাঘাটে ব্যবসায়ী খুন? সিবিআই চায় পরিবার। চূড়ান্ত নিরাপত্তাহীনতায় স্থানীয় ব্যবসায়ীরা। 


বাণিজ্য সম্মেলনের মঞ্চে অশান্তি নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব মমতার। কিছু রাজনৈতিক দল অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে পাল্টা আক্রমণ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.