West Bengal News Live: কমিটি নিয়ে কোন্দল, বিজেপিতে এবার বিদ্রোহী তমলুকের সেই প্রলয় পাল?
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
কমিটি নিয়ে কোন্দল, বিজেপিতে এবার বিদ্রোহী তমলুকের সেই প্রলয় পাল? 'ভাল থেকো রাজনীতি, আর নয়, দাও বিদায়' বলে ইঙ্গিতপূর্ণ পোস্ট। পদ ছাড়ার কথা ঘোষণা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতির। মমতার সঙ্গে কথোপকথনের অডিও টেপ ভাইরাল হওয়া প্রলয় এবার 'বিদ্রোহী'। বিধানসভা ভোটের আগে মমতার সঙ্গে কথোপকথনের অডিও টেপ ভাইরাল। কাল জেলা সভাপতির কাছে ইস্তফাপত্র দেব, জানালেন প্রলয় পাল। প্রলয়ের বিদ্রোহ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির জেলা নেতৃত্বের।
৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। প্রস্তুতিতে নতুন রূপে সেজে উঠছে ক্রিকেটের নন্দন কানন। বদলাচ্ছে ইডেনের ক্লাব হাউস, গ্যালারি থেকে ড্রেসিং রুম।
প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পিছু পর্ষদের ১০ টাকা অনুদান! অধ্যাপক পিছু ১০০টাকার পরে এবার মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা! মানোন্নয়নের জন্য মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা বরাদ্দ! মাধ্যমিক পরীক্ষার পরে স্কুলে স্কুলে টাকা পাঠাবে পর্ষদ। মাত্র ১০ টাকায় কীসের মানোন্নয়ন? প্রশ্ন শিক্ষক সংগঠনের। ২০২৪-র মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। তপনের কলেজের বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড়ের মধ্যেই এবার পর্ষদের বিজ্ঞপ্তি।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির অংশীদার কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদ করল CBI. প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে কী কী চুক্তি হয়েছিল? প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল? সূত্রের খবর, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে।
পুজোর আগেই বাঙালির পাতে পদ্মার ইলিশ। শুক্রবার সকালে হাওড়ার পাইকারি বাজারে নিলাম হল বাংলাদেশ থেকে আসা ইলিশের। নিলামের পর হাওড়া পাইকারি বাজার থেকে কলকাতার বিভিন্ন খুচরো বাজারে যায় রুপোলি মাছ।
উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।
রামপুরহাটের কনস্টেবলকে গ্রেফতারের পরে চাঞ্চল্যকর দাবি রাজ্য দুর্নীতি দমন শাখার। জমি ছাড়াও ৪ বছরে ১ কোটির টাকার সম্পত্তি কনস্টেবলের! কীভাবে কোটি কোটি টাকার মালিক কনস্টেবল? বান্ধবীর খোঁজে তল্লাশি এসিবির।
নজরে চব্বিশের ভোট, ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট রাজ্যের। লোকসভা ভোটের আগে ১০০ দিনের কাজ নিয়ে টার্গেট রাজ্যের।
কমিটি নিয়ে কোন্দল, বিজেপি ছাড়ছেন তমলুকের সেই প্রলয় পাল? 'ভাল থেকো রাজনীতি, আর নয়, দাও বিদায়' বলে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতির। মমতার সঙ্গে কথোপকথনের অডিও টেপ ভাইরাল হওয়া প্রলয় ছাড়ছেন বিজেপি? উঠছে প্রশ্ন।
গোয়ালপোখরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। তৃণমূল নেতা খুনে গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। ধৃত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম মুস্তফা। বুধবার গুলি করে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি।
'বহরমপুরে এবার আর কেউ জেতাতে পারবে না অধীরকে', বহরমপুরে অধীর চৌধুরীকে এবার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের। '৭জন বিধায়কই হাতছাড়া, পঞ্চায়েত ভোটেও জোট বেসামাল, গতবার বিজেপিকে ম্যানেজ করে সিপিএম ধরে জয়, এবার আর হবে না', কংগ্রেস সাংসদকে চ্যালেঞ্জ কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের।
গোয়ালপোখরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। তৃণমূল নেতা খুনে গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। ধৃত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম মুস্তফা। বুধবার গুলি করে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।
'ফেলো কড়ি, পাও পঞ্চায়েতের পদ', হাটে হাঁড়ি ভাঙলেন তৃণমূলেরই ইদ্রিশ! '৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিলি হচ্ছে পঞ্চায়েতের পদ', দলের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্যকর দাবি খোদ তৃণমূল বিধায়কের! ভগবানগোলা ২-র নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খোদ দলীয় বিধায়কের।
হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যদিও ইসিআইআর খারিজের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ইসিআইআর খারিজের আবেদন জানান অভিষেক। এই মুহূর্তে ইডির দায়ের করা ইসিআইআর খারিজ নয়, জানাল হাইকোর্ট।
দিকে দিকে বেহাল রাস্তা। পার্ক সার্কাসে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের। ইটের টুকরো দিয়ে বোজানো হল খানা-খন্দ।
রাজ্যে লগ্নি টানতে স্পেনের পর দুবাইয়ে মুখ্যমন্ত্রী। সেখানে লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গ্লোবাল বিজনেস সাম্মিটে আসার জন্যও সংস্থার আধিকারিকদের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।
কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। ৯৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু। শুক্রবার থেকে জ্বরে ভুগছিলেন মহিলা। শনিবার রক্ত পরীক্ষার রিপোর্ট ডেঙ্গি পজেটিভ। রবিবার আর এন টেগোর হাসপাতালে ভর্তি, গতকাল সেখানেই মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ।
পারিবারিক বিবাদেও গুলি! ভরদুপুরে মালদার রতুয়ায় শ্যুটআউট। জমি নিয়ে দুই পরিবারের বিবাদে চলল গুলি। ভাইকে গুলি করার অভিযোগ দাদার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে ভর্তি গুলিবিদ্ধ ব্যক্তি।
'চোলাই খেয়ে মারা গেলে ২ লক্ষ টাকা, কোভিডে মৃত্যুতে কত?', আদৌ কি টাকা দেওয়া হয়? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'কে একটা ভাইপো আছে তাঁর বাড়ি চারতলা, কোটি টাকার বাড়ি', কোথা থেকে আসে এত টাকা? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২০২০-এর ১ অগাস্ট কোভিডে মৃত্যু হয় উত্তর ২৪পরগনার স্কুল শিক্ষক বিভূতি কুমার সরকারের। চাকরি না পেয়ে আদালতের দ্বারস্থ হন শিক্ষকের স্ত্রী। চাকরি বা আর্থিক সাহায্য় কিছু মেলেনি বলে অভিযোগ, ২৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
মালদার চাঁচলে বেহাল ৩১ নম্বর জাতীয় সড়ক, বেহাল রাস্তায় উল্টে গেল টোটো, আহত কয়েকজন যাত্রী
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, একদিনে কলকাতা-পশ্চিম মেদিনীপুরে ৩জনের মৃত্যু। সল্টলেকের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৬৬ বছরের পিনাক সরকার।
কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে বাস দুর্ঘটনা। টায়ার ফেটে নয়ানজুলিতে পড়ল বাস, আহত ১২। রামনগর থানা এলাকায় বাস দুর্ঘটনা।
গোয়ালপোখরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য
তৃণমূল নেতা খুনে গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য
ধৃত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম মুস্তফা
বুধবার গুলি করে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি
খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য
এগরায় গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক নির্বাচন ঘিরেও উত্তেজনা
এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা
বিরোধী সদস্যদের মারধর ও ঢুকতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপি, কংগ্রেস ও নির্দল সদস্যদের মারধরের অভিযোগ
পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসকদলের
পঞ্চায়েত দফতরের তালা ভেঙে বিরোধীদের সদস্যদের ঢোকায় পুলিশ
ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
সল্টেলেকে মৃত্যু হল ৬৬ বছরের পিনাক সরকারের
বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি
রক্ষাকবচ মিললেও ইডির ইসিআইআর নিয়ে অভিষেকের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। এই মুহূর্তে ইসিআইআর খারিজ নয়। জানালেন বিচারপতি।
নিপা ভাইরাসে আক্রান্ত নন কেরল ফেরত পরিযায়ী শ্রমিক, হাসপাতাল সূত্রে খবর
রিপোর্ট নেগেটিভ, জানিয়েছে পুণের ন্যাশনাল ইনস্টটিউট অফ ভাইরোলজি
বেলেঘাটা আইডি-তে ভর্তি কেরল ফেরত মঙ্গলকোটের যুবক
'চোলাই খেয়ে মারা গেলে ২ লক্ষ টাকা, কোভিডে মৃত্যুতে কত?'
আদৌ কি টাকা দেওয়া হয়? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
ভয় ধরাচ্ছে ডেঙ্গি! পরিস্থিতি খতিয়ে দেখতে পথে ডেপুটি মেয়র। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা প্রচারে ডেপুটি মেয়র। কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটে অতীন ঘোষ।
মেদিনীপুরের পর এবার খড়গপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু
খড়গপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই গৃহবধূর নাম রুণিতা মল্লিক
জ্বরের পর রক্ত পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ আসে বলে পরিবারের তরফে জানানো হয়েছে
অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ওএমআর শিট তৈরি ও মূল্য়ায়নকারী সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির এক কর্তাকে তলব করল সিবিআই। কৌশিক মাজি নামে ওই কর্তাকে আজ সকালে নিজাম প্য়ালেসে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকের ওএমআর শিট তৈরি করেছিল কালীঘাটের সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানি। কীভাবে এই সংস্থা ওএমআর শিট তৈরির বরাত পেল? কোন কোন প্রভাবশালীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তা জানতেই কৌশিক মাজিকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।
ক্রমশ ভয়ঙ্কর ডেঙ্গি। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও মিলল ডেঙ্গি-মশার লার্ভা। বন্ধ কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির পরিত্যক্ত জমি রাজ্য সরকারের। পরিস্থিতি দেখে উষ্মাপ্রকাশ অতীনের।
হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা হাইকোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
'ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ নয়'
নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির ভ্রুকুটি
হঠাৎ-ই প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গলায় শুভেন্দু অধিকারীর স্তূতি। পাল্টা শুভেনদুও কৌস্তভের তৃণমূল বিরোধিতার প্রশংসা করলেন। যা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
মিস্ট্রি চিঠি এখন হিস্ট্রি! চিঠি-সাসপেন্স নিয়ে মন্তব্য রাজ্যপালের
কংগ্রেস থেকে তৃণমূলে আসা কাউন্সিলরদের যোগদান প্রক্রিয়া অসম্পূর্ণ। দলের গাইডলাইন, যাঁরা তৃণমূলের টিকিটে লড়বেন, তাঁদেরকেই পদ দেওয়া হবে। মন্তব্য় ঝালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। তবে কি ঝালদা পুরসভা দখল করে নেওয়ার পরও, শাসকের মধ্য়ে দ্বন্দ্ব? সুরেশ আগরওয়ালের মন্তব্য়ে জোরাল হচ্ছে সেই প্রশ্ন। এনিয়ে আক্রমণ করতে ছাড়েনি কংগ্রেস।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন। ইসিআইআর খারিজের আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকাল সাড়ে ১০টায় রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
'শুভেন্দু অধিকারী আমার কাছে অচ্ছুৎ নন', প্রতিক্রিয়া কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই
উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব
শিলিগুড়ি মাটিগাড়ার পালপাড়ায় কাঠের দোকানে অগ্নিকাণ্ড। দমকলের ৫টি ইঞ্জিন ৫ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার রাতে আগুন লাগে ওই কাঠের দোকানে। রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক। আগুনের তীব্রতা খুব বেশি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। দোকানে প্রায় ৩ কোটি টাকার কাঠের আসবাবপত্র ছিল বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।
পুজোর আগেই বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ। এপার বাংলার জন্য প্রায় চার হাজার টন ইলিশ পাঠাচ্ছে হাসিনা সরকার। শুক্রবার সকাল থেকে শহরের একাধিক বাজারে ঢুঁ মারলেই মিলতে পারে বাংলাদেশের ইলিশ।
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী-আধিকারিকদের তলব
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন
প্রেক্ষাপট
লোকসভার পর রাজ্যসভাতেও পাস মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) । পক্ষে ২১৫টি ভোট, বিপক্ষে শূন্য ভোট। এবার আইনে পরিণত হওয়ার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন। আজ সকাল সাড়ে দশটায় অভিষেকের দায়ের করা মামলার রায়দান।
লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) সিইও অভিষেক জানানোর পরেই হয়রানি। ফাইল ডাউনলোডকাণ্ডে আদালতে বিস্ফোরক ইডি। তল্লাশিতে ভুয়ো আধিকারিক কিনা জানবো কী করে ? পাল্টা রাজ্য।
পুলিশকে দিয়ে নিয়োগ দুর্নীতি তদন্ত বন্ধের চেষ্টা, নেপথ্যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা। দাবি ইডির। কাজের বাইরে গিয়ে ডাউনলোডে অনুসন্ধান, আদালতের নজরে আছে, পাল্টা রাজ্য।
সমস্ত জেনারেল ডায়েরির ক্ষেত্রে পুলিশ এত দ্রুত পদক্ষেপ করলে খুশি হতাম। এই মামলায় এত অতিসক্রিয়তার কারণ কী ? শুনানিতে বললেন হাইকোর্টের বিচারপতি।
লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে উদ্দেশ্য নিয়েই ফাইল ডাউনলোড। রাজনৈতিকভাবে লড়তে না পেরে, বিজেপির সিবিআই-ইডি ব্যবহার। এবিপি আনন্দকে জানালেন অভিষেক।
লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টর ও চলচ্চিত্র জগতের ব্যক্তিদের সম্পত্তির রিপোর্ট হাইকোর্টে জমা ইডির। নাম রয়েছে অভিনেতারও। গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র একজনের নাম ? প্রশ্ন বিচারপতির।
ইডির সম্পত্তি সংক্রান্ত রিপোর্টে এক অভিনেতার সঙ্গে ৪৪ লক্ষের লেনদেন হলেও টাকা ফেরত। আর কেউ আর্থিক লেনদেনে যুক্ত নয় ? প্রশ্ন বিচারপতির। তদন্ত চলছে, জানাল ইডি।
সিবিআই-ইডির সমনে ২০২০ সালের পর আমি ৫ বার এবং স্ত্রী ৪ বার হাজিরা দিয়েছেন। স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির হিসেব দেওয়া হয়েছে ইডির কাছে। জানালেন অভিষেক।
দোষীরা যে কাউকে কিনতে পারে, তদন্ত সারদাকাণ্ডের মতো যেন না হয়। আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় সিবিআইকে সতর্ক করলেন বিচারপতি। ১৮ অক্টোবরের মধ্যে রিপোর্ট তলব।
ইডির নোটিসের পর এবার সিবিআই। পুর নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী-আধিকারিকদের তলব। কাদের নির্দেশ নিয়োগ ? জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি।
শুভেন্দুর বিরোধী দলনেতা হিসেবে রোল প্লে অস্বীকার করা যায় না। কংগ্রেস নেতা কৌস্তভের মুখে বিজেপি নেতার স্তুতি। অস্বস্তিতে কংগ্রেস। বিজেপিতে যেতে চায়, কটাক্ষ তৃণমূলের।
মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর হাত থেকে রাজ্যকে বাঁচাতে যেকজন লড়ছেন কৌস্তভ অন্যতম। বিনদু থেকেই সিনধু হয়। কৌস্তভের পাল্টা প্রশংসায় শুভন্দু। বিকল্প মঞ্চের দাবি খারিজ।
গোয়ালপোখরে তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনে অধরা দুষকৃতীরা। পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের। আটক বেশ কয়েকজন, জানাল পুলিশ। ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -