West Bengal News Live: রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শুরু হল হেরিটেজ ক্রুজ পরিষেবা

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩। করোনা আক্রান্তের হদিশ মিললে আইসোলেশন বাধ্যতামূলক।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Dec 2021 11:23 PM
West Bengal News Live : রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শুরু হল হেরিটেজ ক্রুজ পরিষেবা

রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শুরু হল হেরিটেজ ক্রুজ পরিষেবা। প্রতিদিন গঙ্গায় দিনে চার বার করে ঘুরবে এই ক্রুজ। এক ঘণ্টা ১০ মিনিটের জন্য ভাড়া মাত্র ৩৯ টাকা। আজ পরিষেবার উদ্বোধন করেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র।

West Bengal News Live Updates : বাঁকুড়ার বিষ্ণুপুরে এবার জেলা পুলিশের উদ্যোগে কাজ শুরু করল ট্যুরিস্ট পুলিশ

পর্যটকদের সুবিধার্থে এবার বিশেষ উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের। মন্দিরনগরী হিসেবে পরিচিত বিষ্ণুপুরে এবার জেলা পুলিশের উদ্যোগে কাজ শুরু করলো ট্যুরিস্ট পুলিশ। আপাতত ৬ জন পুরুষ ও ২ জন মহিলা কর্মী এই কাজে নিযুক্ত হয়েছেন। পরবর্ত্তী সময়ে প্রয়োজনে এই সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। 

West Bengal News Live : সল্টলেক বিজে ব্লকের মাঠে শুরু বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব

সল্টলেক বি জে ব্লকের মাঠে শুরু হলো বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব। যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখির প্রদর্শনী। আজ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ৩ টা থেকে ৯ টা পর্যন্ত খোলা থাকবে।

West Bengal News Live Updates : করোনা আবহে পার্ক স্ট্রিটে বড়দিনের উত্সব,৩টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি

করোনা আবহে পার্ক স্ট্রিটে বড়দিনের উত্সব পালন। কাল বিকেলের পর থেকে মোতায়েন করা হবে পুলিশ। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজার পুলিশ কর্মী। ৩টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। থাকছে ১০টি পুলিশ সহায়তা কেন্দ্র। মোতায়েন থাকবে ২টি ক্যুইক রেসপন্স টিম। পাশাপাশি, সিসি ক্যামেরার মাধ্যমেও চলবে নজরদারি। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট মোড়ের কাছে থাকছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম

West Bengal News Live : বড়দিন উপলক্ষে সেজে উঠেছে হুগলি জেলার বিভিন্ন গির্জা, কার্যকর করোনা বিধিও

আর মাত্র কয়েক ঘণ্টা। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে হুগলি জেলার বিভিন্ন গির্জা, চন্দননগর থেকে ব্যান্ডেল চার্চ সবকটি চার্চকেই সাজিয়ে তোলা হচ্ছে। করোনার কথা মাথায় রেখে কিছু শর্তও জারি করা হয়েছে দর্শনার্থীদের জন্য

West Bengal News Live Updates : বারাসাতে চিকিৎসক, আইনজীবী সহ পাঁচ শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান

পুরভোটের আগে বারাসাত পুর এলাকায় চিকিৎসক আইনজীবী ও পাঁচ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন ।বারাসাতে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত এর উপস্থিতিতে দান কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

West Bengal News Live : আক্রান্ত কংগ্রেস প্রার্থী রবি সাহাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আক্রান্ত কংগ্রেস প্রার্থী রবি সাহাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ।রাজ্য সরকারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের।এক সপ্তাহের জন্য রাজ্য সরকার নিরাপত্তা দেবে, নির্দেশ হাইকোর্টের

West Bengal News Live Updates : তৃণমূল নেতৃত্বের কড়া বার্তার পরেই ‘দখলমুক্ত’ বাস্তু হারা সমিতির কার্যালয় ‘পুনরুদ্ধার’ করল বামেরা

তৃণমূল নেতৃত্বের কড়া বার্তার পরেই ‘দখলমুক্ত’ বাস্তু হারা সমিতির কার্যালয়।নেতাজিনগরে তালা ভেঙে কার্যালয় ‘পুনরুদ্ধার’ করল বামেরা।কলোনি কমিটির সঙ্গে হাত মিলিয়ে কার্যালয় ‘পুনরুদ্ধার’।ভোটের ফল প্রকাশের পরেই কার্যালয়ে তৃণমূলের ‘দখলে’।কার্যালয় ‘পুনরুদ্ধারের’ পর বিকাশের নেতৃত্বে সিপিএমের মিছিল।

West Bengal News Live : প্রোমোটিং বিবাদে হরিদেবপুরে অশান্তি, প্রোমোটারের অফিসে ভাঙচুর, লুঠের অভিযোগ

প্রোমোটিং বিবাদে হরিদেবপুরে অশান্তি। প্রোমোটারের অফিসে ভাঙচুর, লুঠের অভিযোগ।প্রোমোটিংয়ের ব্যবসায় প্রাক্তন পার্টনারের বিরুদ্ধে অভিযোগ।
৩ লক্ষ টাকা, বেশকিছু জমির দলিল লুঠের অভিযোগ।হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের প্রোমোটারের।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

West Bengal News Live Updates : কুলতলির গোপালগঞ্জে বাঘের আতঙ্ক

কুলতলির গোপালগঞ্জে বাঘের আতঙ্ক। গায়েনের চক এলাকায় বাঘের পায়ের ছাপ, দাবি গ্রামবাসীদের।এলাকাবাসীকে সতর্ক থাকতে প্রচার পুলিশ-প্রশাসনের।পায়ের ছাপ বাঘেরই কিনা, খতিয়ে দেখছে বন দফতর

West Bengal News Live : বড়দিনের আগে কলকাতায় বিস্ফোরক, অস্ত্র-সহ গ্রেফতার 

বড়দিনের আগে কলকাতায় বিস্ফোরক, অস্ত্র-সহ গ্রেফতার।রাজারহাটে এসটিএফের অভিযান, ১৩ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত।রাজারহাটে কার্বাইন, ৯ এমএম পিস্তল-সহ ২জন গ্রেফতার।

West Bengal News Live Updates : ১৯৯৯ সালে পুলিশ খুনের মামলায় যাবজ্জীবন সাজা

১৯৯৯ সালে পুলিশ খুনের মামলায় যাবজ্জীবন সাজা। ভবানীপুর থানার হেড কনস্টেবল খুনে আসামির যাবজ্জীবন।যাবজ্জীবন সাজা দিল আলিপুর জেলা ও দায়রা আদালত।বাস থেকে ফেলে খুন করা হয় ভবানীপুর থানার হেড কনস্টেবলকে।২২ বছর ধরে মামলা চলার পর আসামির যাবজ্জীবন সাজা

West Bengal News Live : ইতিহাসকে বিকৃত করা যাবে না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  ‘স্বাধীনতা সংগ্রামের সব তথ্য ডিজিটাইজ করা হবে।পলাশীর যুদ্ধ থেকে মহাবিদ্রোহ, পাঠ্যপুস্তকে রাখতে হবে।ইতিহাসকে বিকৃত করা যাবে না।তমলুকে তাম্রলিপ্ত সরকার ঘোষণা হয়েছিল, সেখানেও অনুষ্ঠান হবে।’

West Bengal News Live Updates : ২৬ জানুয়ারি ও ১৫ অগাস্ট স্বাধীনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান, বললেন মমতা

নবান্নে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন পরিকল্পনা বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘২৬ জানুয়ারি ও ১৫ অগাস্ট স্বাধীনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান হবে।  আগামী বছর রেড রোডে হবে বিশ্ব সঙ্গীত মেলা। শ্যামবাজারে জয়তু নেতাজি নামে হবে পদযাত্রা।’

West Bengal News Live : যারা প্রথম জিতেছে, তাদের সবাইকে ভাল করে কাজ শিখতে হবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অনেক নতুন মুখ আছে, যারা প্রথম জিতেছে। তাদের সবাইকে ভাল করে কাজ শিখতে হবে। আপনি খারাপ কাজ করলে, এক সেকেন্ডে বার্তা পৌঁছে যাবে। অনেক আশা করে আপনাদের টিকিট দেওয়া হয়েছে। 

West Bengal News Live Updates : ফের ফিরহাদেই আস্থা মমতার, সেজে উঠছে পুরসভায় মেয়রের ঘর

কলকাতার মেয়রের দায়িত্বে ফের ফিরহাদেই আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজে উঠছে পুরসভায় মেয়রের ঘর। বদলানো হচ্ছে আসবাব। 

West Bengal News Live : বিরোধী কাউন্সিলরদেরও স্বাগত জানাই,বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 ১৩৪ জন তৃণমূল কাউন্সিলরকে অভিনন্দন। বিরোধী কাউন্সিলরদেরও স্বাগত জানাই। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live Updates : রাস্তা ক্লিয়ার, রং করা, গাছ পোঁতা, ড্রেনেজ, জল দেখতে হবে, বললেন মমতা

মমতা বলেন, 
অনেক নতুন মুখ আছে, যারা প্রথম জিতেছে। তাদের সবাইকে ভাল করে কাজ শিখতে হবে। আপনি খারাপ কাজ করলে, এক সেকেন্ডে বার্তা পৌঁছে যাবে। অনেক আশা করে আপনাদের টিকিট দেওয়া হয়েছে। 
* আজ থেকে এলাকা পরিষ্কারের কাজ শুরু করুন। দু’একদিনের মধ্যে শপথ হয়ে যাবে। সমস্ত হোর্ডিং, পোস্টার খুলে যত্ন করে রেখে দেবেন, এলাকা যাতে পরিষ্কার থাকে। এটা মাথায় রাখতে হবে। এরপর রাস্তা ক্লিয়ার, রং করা, গাছ পোঁতা, ড্রেনেজ, জল দেখতে হবে। 

West Bengal News Live Update: ‘আজ আমি সুব্রতদাকে খুব মিস করছি’ বললেন মমতা

‘১৩৪ জন তৃণমূল কাউন্সিলরকে অভিনন্দন’
‘বিরোধী কাউন্সিলরদেরও স্বাগত জানাই’
‘অনেক চরিত্র হননের পরেও মানুষ আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন’
‘নতুন করে কর্মযজ্ঞ শুরু করার সময় এসেছে’
‘আজ আমি সুব্রতদাকে খুব মিস করছি’

West Bengal News Live : বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপও ছাড়লেন সায়ন্তন

রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরেই সায়ন্তন বসুর বাড়িতে তৃণমূল নেতৃত্ব। বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপও ছাড়লেন বিজেপি নেতা। পুরভোটের ফল বেরনোর পরেই গতকাল বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত হয়। নতুন কমিটি থেকে বাদ পড়েন সায়ন্তন বসু।

West Bengal News Live : পৌষ মেলা না হওয়ার দায় রাজ্য সরকারের ওপর চাপিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য

এ বছরও হচ্ছে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। তবে প্রথা মেনে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্মোপসনা, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে আজ সূচনা হল পৌষ উত্সবের। ছাতিমতলায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পৌষ মেলা না হওয়ার দায় রাজ্য সরকারের ওপর চাপিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

West Bengal News Live Updates : রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরেই সায়ন্তন বসুর বাড়িতে তৃণমূল নেতৃত্ব

রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরেই সায়ন্তন বসুর বাড়িতে তৃণমূল নেতৃত্ব।বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপও ছাড়লেন বিজেপি নেতা। পুরভোটের ফল বেরনোর পরেই গতকাল বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত হয়।

West Bengal News Live : দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে দুষ্কৃতী তাণ্ডব

দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে দুষ্কৃতী তাণ্ডব। ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য। ভিডিয়োয় দেখা যায়, গতকাল সন্ধেয় বাইক থেকে নেমে এক দুষ্কৃতী হাতে ধারাল অস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা প্রায়ই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সামগ্রী লুঠ করে, প্রকল্পের কর্মীদের হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করা হয় বলে অভিযোগ।

West Bengal Live Updates : ‘৬টি প্রশ্ন ভুল-মামলায় ত্রুটি শোধরাবে বোর্ডই’, হাইকোর্টে প্রাথমিক টেট মামলায় নতুন মোড়

হাইকোর্টে প্রাথমিক টেট মামলায় নতুন মোড়
‘৬টি প্রশ্ন ভুল-মামলায় ত্রুটি শোধরাবে বোর্ডই’

West Bengal News Live Updates : কোচবিহারের গীতালদহে বিএসএফের গুলিতে ফের পাচারকারীর মৃত্যু

কোচবিহারের গীতালদহে বিএসএফের গুলিতে ফের পাচারকারীর মৃত্যু। পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, আজ ভোররাতে গীতালদহে ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫-২০ জনের একটি দল গরু পাচারের চেষ্টা করে। বিএসএফ বাধা দিলে তারা রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে দাবি।

West Bengal News Live : অসম থেকে ফেরার পথে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র খোয়া যাওয়ার অভিযোগ

অসম থেকে ফেরার পথে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র খোয়া যাওয়ার অভিযোগ। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরছিলেন তাঁর ৮ জন নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে খবর, নিউ কোচবিহার স্টেশনের কাছে ট্রেন পৌঁছনোর পর, এক পুলিশ কর্মী শৌচাগারে যান। অভিযোগ, তখনই খোয়া যায় তাঁর ব্যাগ। 

West Bengal News Live Updates : এ বছরও হচ্ছে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা

এ বছরও হচ্ছে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। তবে প্রথা মেনে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্মোপসনা, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে আজ সূচনা হল পৌষ উত্সবের। ছাতিমতলায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পৌষ মেলা না হওয়ার দায় রাজ্য সরকারের ওপর চাপিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

West Bengal News Live Updates : বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে এইমসের চিকিত্সকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন জানাল সিবিআই

কয়লা পাচারকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে এইমসের চিকিত্সকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন জানাল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মর্মে আবেদন জানিয়েছে তারা।

West Bengal News Live Updates : বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে এইমসের চিকিত্সকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন জানাল সিবিআই

কয়লা পাচারকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে এইমসের চিকিত্সকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন জানাল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মর্মে আবেদন জানিয়েছে তারা।

West Bengal Election Live Updates : সভাতেই চূড়ান্ত হবে কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম

পুরভোটের ফল ঘোষণার পর, প্রথম দলীয় বৈঠকে কয়েকজন সাংসদ, বিধায়কেরও থাকার কথা। এই সভাতেই চূড়ান্ত হবে কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম। নাম ঘোষণা হবে চেয়ারপার্সনেরও। এছাড়াও, নবনির্বাচিত মেয়র পারিষদদের তালিকায় থাকতে পারে বেশ কিছু নতুন মুখ।

West Bengal News Live Updates : কে হবেন কলকাতার মেয়র তা স্থির করতে আজ বৈঠকে বসছে তৃণমূল

কে হবেন কলকাতার মেয়র তা স্থির করতে আজ বৈঠকে বসছে তৃণমূল। দুপুর ২টোয় দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে সভা করবে শাসকদল। উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

West Bengal News Live : করোনা আক্রান্তের হদিশ মিললে আইসোলেশন বাধ্যতামূলক

আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। লন্ডন এবং নাইজেরিয়া ফেরতের দেহে মিলল নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩। করোনা আক্রান্তের হদিশ মিললে আইসোলেশন বাধ্যতামূলক,  আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের।

West Bengal News Live Updates : উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ফের ঊর্ধ্বমুখী পারদ

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বড়দিনে কমতে পারে শীতের আমেজ। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

West Bengal News Live Updates : পুরভোটের দিন রাস্তায় ফেলে মারধরের ঘটনার পর নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী

পুরভোটের দিন রাস্তায় ফেলে মারধরের ঘটনার পর নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহা। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আজ শুনানির সম্ভাবনা। 

West Bengal News Live Updates : বামবৃদ্ধিতে ‘খুশি’ তৃণমূল

কলকাতা পুরভোটে দ্বিতীয় স্থানে বামেরা। ধর্ম নিরপেক্ষ দলগুলির ভালো ফল, প্রতিক্রিয়া সৌগতর। সিপিএমকে বাঁচানোর চেষ্টা, কটাক্ষ দিলীপের। বামপন্থা অপ্রাসঙ্গিক হয়নি, প্রতিক্রিয়া সুজনের।

West Bengal News Live : হোর্ডিং, ফ্লেক্স সরাতে রাস্তায় নামলেন জয়ী তৃণমূল প্রার্থী অতীন

কলকাতাকে দূষণমুক্ত রাখতে, পুরভোটের ৪৮ ঘণ্টার মধ্যেই সমস্ত রাজনৈতিক দলের ফেস্টুন, ব্যানার, ফ্লেক্স সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো ছবি। তবে হোর্ডিং, ফ্লেক্স সরাতে রাস্তায় নামলেন জয়ী তৃণমূল প্রার্থী অতীন ঘোষ।

West Bengal News Live Updates : সন্দেহভাজন হিসেবে সন্তোষ পাঠককে নোটিস পাঠাল শিবপুর থানা

অগাস্টে একটি খুনের চেষ্টার মামলায় সন্দেহভাজন হিসেবে সন্তোষ পাঠককে নোটিস পাঠাল শিবপুর থানা। ২ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ। আমি কিছু জানি না, কোথাও যাব না, প্রতিক্রিয়া ৪৫ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের।

প্রেক্ষাপট

বাড়তে বাড়তে দেশে ওমিক্রন-আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দিল্লি (৫৭) ও মহারাষ্ট্রে (৫৪)। এই রাজ্যে হদিশ মিলল আরও ২ ওমিক্রন আক্রান্তের। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, 
তিনটি নুমনা পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। তাঁদের মধ্যে ২ জন ওমিক্রন আক্রান্ত। একজন এসেছিলেন লন্ডন থেকে, অন্যজন নাইজেরিয়া থেকে। 


লন্ডন ফেরত তরুণ আলিপুরের বাসিন্দা। আর এক আক্রান্ত কিশোর বালিগঞ্জের বাসিন্দা। ২জনেই ভর্তি বেসরকারি হাসপাতালে। এই প্রেক্ষিতে বিদেশ ফেরত বিমানযাত্রীদের স্বাস্থ্যের উপর নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। 
সেখানে বলা হয়েছে, যে সব বিদেশফেরত যাত্রীদের RTPCR টেস্ট পজিটিভ আসবে, তাঁদের বিমানবন্দর থেকে গন্তব্যে যেতে দেওয়া হবে না। একেবারে পৃথকভাবে আইসোলেশন করতে হবে। সেই করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠাতে হবে। ওই রিপোর্ট নেগেটিভ এলেও, অন্যান্য করোনা আক্রান্তের মতো তাঁদের চিকিৎসা করতে হবে।


এমনকী ওমিক্রন-সংক্রমণ বেশি ছড়িয়েছে, এমন দেশ থেকে গত ১৪ দিনে যাঁরা ফিরেছেন তাঁদেরও একইভাবে আইসোলেট করতে হবে।  সব মিলিয়ে সারা দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। সূত্রের খবর, বৃহস্পতিবার এ নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হলেও, ভারতে তা কবে চালু হবে তা স্পষ্ট নয়। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী এই নিয়ে ট্যুইটারে লিখেছেন, আমাদের (ভারত) জনসংখ্যার সিংহভাগ এখনও ভ্যাকসিন পাননি। কেন্দ্রীয় সরকার কবে বুস্টার ডোজ দেওয়া শুরু করবে । এখন দেখার কেন্দ্রীয় সরকার কীভাবে ওমিক্রন-পরিস্থিতি সামাল দেয়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.