West Bengal News : দমকলের অপারেটর পদের নিয়োগের আগের প্যানেল বাতিল

West Bengal news live updates : এক নজরে আজকের শিরোনাম ও লেটেস্ট নিউজ জানতে নজর রাখুন।

ABP Ananda Last Updated: 23 Dec 2022 11:39 PM
West Bengal Live: দমকলের অপারেটর পদের নিয়োগের আগের প্যানেল বাতিল

দমকলের অপারেটর পদের নিয়োগের আগের প্যানেল বাতিল। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নতুন করে নিয়োগের আগে গাইড লাইন তৈরি করে দিল। সেই গাইড লাইন মেনে পাবলিক সার্ভিস কমিশন কে প্রক্রিয়া শুরু করতে হবে। তার আগে জার যা অভিযোগ আছে, সেসব সাতদিনের মধ্যে শুনতে হবে। খুলতে হবে পোর্টাল। পরের ১৫ দিনে সেই সব সমস্যার সমাধান করতে হবে।
সেই কাজ শেষ করতে হবে দুই মাসের মধ্যে।

WB News Live: 'ঘুষের টাকা ফেরত চাই, ফেরত দাও', হুঙ্কার শুভেন্দুর

'১২ ডিসেম্বরের মামলা ১৩ জানুয়ারি হয়ে গিয়েছে, ডিএ যেদিন দিতে হবে, সেদিন এই রাজ্যের বেতন বন্ধ হবে, লক্ষ্মীর ভাণ্ডারেও টান পড়বে, ঘুষের টাকা ফেরত চাই, ফেরত দাও', হুঙ্কার শুভেন্দুর।

West Bengal Live: শিক্ষকের পর এবার গ্রুপ ডি পদে নিয়োগেও 'দুর্নীতি' প্রকাশ্যে

১০০জনের মধ্যে ৯৪জনের ওএমআর শিটে নম্বর শূন্য, কমিশনের সার্ভারে ৪৩! বাকি ৬জনের মধ্যে ৫জনের প্রাপ্ত নম্বর ১, কমিশনের সার্ভারে ৪৩! গ্রুপ ডি নিয়োগে কমিশনের তথ্যেই বেনজির 'দুর্নীতি' প্রকাশ্যে। শিক্ষকের পর এবার গ্রুপ ডি পদে নিয়োগেও 'দুর্নীতি' প্রকাশ্যে। হাইকোর্টের নির্দেশে ১০০জনের তালিকা প্রকাশ করল এসএসসি।

WB News Live : উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র

উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র। আন্দোলনকারী ৫ ছাত্রকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এক বছরের জন্য সাসপেন্ড বিশ্বভারতীর ৫ পড়ুয়া। সাসপেন্ড বিদ্যাভবনের ২ পড়ুয়া। ভাষাভবন, সঙ্গীত ভবন ও শিক্ষাভবনের একজন করে পড়ুয়া সাসপেন্ড। গতকাল চাকরি থেকে বরখাস্ত করা হয় অর্থনীতি ও রাজনীতি বিভাগের এক অধ্যাপককে 

WB News Live : উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র

উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র। আন্দোলনকারী ৫ ছাত্রকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এক বছরের জন্য সাসপেন্ড বিশ্বভারতীর ৫ পড়ুয়া। সাসপেন্ড বিদ্যাভবনের ২ পড়ুয়া। ভাষাভবন, সঙ্গীত ভবন ও শিক্ষাভবনের একজন করে পড়ুয়া সাসপেন্ড। গতকাল চাকরি থেকে বরখাস্ত করা হয় অর্থনীতি ও রাজনীতি বিভাগের এক অধ্যাপককে 

West Bengal Live: ফেসবুক পেজে ক্ষোভ জানানোয় তৃণমূল কাউন্সিলরের 'রোষের' মুখে মহিলা

ফেসবুক পেজে ক্ষোভ জানানোয় তৃণমূল কাউন্সিলরের 'রোষের' মুখে মহিলা! তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পেজে পরিষেবা নিয়ে ক্ষোভ জানানোয় হুমকি দেওয়ার অভিযোগ। বাঁশদ্রোণীর পূর্বপাড়ায় বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গায় হাসপাতালের বর্জ্য। 'বর্জ্য পরিষ্কার না হওয়ায় তৃণমূল কাউন্সিলরের ফেসবুকে পেজে ক্ষোভ', তারপরেই দলবল নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ১১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাসের বিরুদ্ধে। এলাকার মহিলাদের দিয়ে চড়াও হওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ। তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাসের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অভিযোগ মহিলার। ঘটনার কথা স্বীকার করলেও, হুমকি দেওয়ার কথা অস্বীকার কাউন্সিলরের।

WB News Live : নির্ধারিত সময়ের আগেই পুরোপুরি খুলে গেল সাঁতরাগাছি ব্রিজ

নির্ধারিত সময়ের আগেই পুরোপুরি খুলে গেল সাঁতরাগাছি ব্রিজ। আজ সকাল থেকেই শুরু হয়েছে স্বাভাবিক যান চলাচল। ব্রিজ খুলে যাওয়ার পর যাত্রীদের হাতে চকোলেট তুলে দেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠি। 

West Bengal Live: শান্তিনিকেতনে হল না ঐতিহ্য়বাহী পৌষ মেলা

শান্তিনিকেতনে হল না ঐতিহ্য়বাহী পৌষ মেলা। শুধুমাত্র পৌষ উৎসবের আয়োজন করা হল বিশ্বভারতীতে। অন্যদিকে, ডাকবাংলো মাঠে রাজ্য সরকারের সহযোগিতায় বিকল্প পৌষ মেলার আয়োজন করল বোলপুর পুরসভা। পৌষমেলা ঘিরেও তুঙ্গে রাজনৈতিক তরজা।

WB News Live : গ্রেফতার জামতাড়া গ্যাংয়ের ৬ সদস্য

বরানগরের পর এবার রাজারহাট। গ্রেফতার জামতাড়া গ্যাংয়ের ৬ সদস্য। তবে কি কলকাতায় বসেই চলছে অপারেশন? ভাবাচ্ছে লালবাজারের গোয়েন্দাদের। ধৃতদের ৩ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

West Bengal Live: নতুন ভ্যারিয়েন্টে কি কার্যকর হবে পুরনো ভ্যাকসিন? জানতে চাইল রাজ্য

ফের চোখ রাঙাচ্ছে করোনা, স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রের জরুরি বৈঠক। নতুন ভ্যারিয়েন্টে কি কার্যকর হবে পুরনো ভ্যাকসিন? জানতে চাইল রাজ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

WB News Live : হুগলিতে বিজেপির মিছিলে দেখা গেল সিপিএমের পতাকা

হুগলিতে বিজেপির মিছিলে দেখা গেল সিপিএমের পতাকা। হুগলির পোলবায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে মিছিল। হাঁড়িট পঞ্চায়েতে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ
বিজেপিরে মিছিলে দেখা গেল সিপিএমের পতাকা।

West Bengal Live: পঞ্চায়েত ভোটের আগে বোমা ফেটে গুরুতর জখম ২ কিশোর

পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বীরভূম। বোমা ফেটে গুরুতর জখম ২ কিশোর। বীরভূমের মাড়গ্রাম থানার একডালা গ্রামে চাঞ্চল্য। পরিবারের দাবি, বোমা নয় বাজি ফেটে বিস্ফোরণ। মামার বাড়িতে বেড়াতে এসেছিল ২ কিশোর। গ্রেফতার বাড়ির মালিক জামিরুল ইসলাম। গুরুতর জখম ২ কিশোরকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যালে।

WB News Live : প্রাথমিকে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

প্রাথমিকে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বেআইনিভাবে চাকরি পাওয়া ২৬৯ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি  গঙ্গোপাধ্যায়। ২৬৯ জনের বক্তব্য শুনতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক। আজ ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সবার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ। এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট।

West Bengal Live: তৃণমূলের দখলে নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি

তৃণমূলের দখলে নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি। ভেটুরিয়া সমবায় সমিতির ১২টি আসনই তৃণমূলের দখলে। শুভেন্দুর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ভেটুরিয়া সমবায় সমিতিতে একটিও আসন পেল না বিজেপি।

WB News Live : 'পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর'

'পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর। পঞ্চায়েতে বিজেপিকে জেতান, যোগ্যদের অবশ্যই আবাস যোজনায় ঘর দেওয়া হবে', আশ্বাস শুভেন্দুর।

West Bengal Live: রানাঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর

রানাঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। '৯৫২ জনের চাকরি গিয়েছে, সবে তো শুরু', হুঙ্কার শুভেন্দুর।

WB News Live : পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার বীরভূমে

পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার হল বীরভূমে। গোপন সূত্রে খবর পেয়ে,  বৃহস্পতিবার গভীর রাতে সদাইপুরের সাহাপুরে এক গাড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ শেখ আনসার নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ।কী উদ্দেশ্যে অস্ত্র রেখেছিল, তা খতিয়ে দেখছে  পুলিশ। ধৃতকে আজ দুবরাজপুরে আদালত তোলা হবে।

West Bengal Live: পাক গুপ্তচর সন্দেহে ধৃত গুড্ডু কুমারকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পর্ন সাইটের মাধ্যমে গুপ্তচর নেটওয়ার্কের হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ। পাক গুপ্তচর সন্দেহে ধৃত গুড্ডু কুমারকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে দাবি, পর্ন সাইটের মাধ্যমেই বন্ধুত্ব করে তৈরি হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখান থেকে ভারতীয় সেনার গোপন তথ্য সংগ্রহ করতে দেওয়া হয় বিপুল টাকার টোপ। সুকনা থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতে সেনার গতিবিধি জানার জন্য কাজ করত ওই ব্যক্তি। টোটোচালক সেজে সেই তথ্য সংগ্রহ করত গুড্ডু। গোয়েন্দা সূত্রে আরও দাবি, অনলাইনের মাধ্যমে টাকা ঢুকত ওই ব্যক্তির অ্যাকাউন্টে। অভিযুক্তর বাড়িতে তল্লাশিতে মিলেছে বেশ কিছু সিম কার্ড।

WB News Live : পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার হল বীরভূমে

পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার হল বীরভূমে। গোপন সূত্রে খবর পেয়ে,  বৃহস্পতিবার গভীর রাতে সদাইপুরের সাহাপুরে এক গাড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ শেখ আনসার নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ।কী উদ্দেশ্যে অস্ত্র রেখেছিল, তা খতিয়ে দেখছে  পুলিশ।

WB News Live : বাইকে সিমেন্ট মিক্সিংয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর

বেহালায় অ্যাপ চালিত বাইকে সিমেন্ট মিক্সিংয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর । দুর্ঘটনায় আহত বাইক চালক। পুলিশ সূত্রে খবর, পাঠকপাড়া থেকে অ্যাপ চালিত বাইকে অফিসে যাচ্ছিলেন মৌলি অধিকারী নামে ওই যুবতী। সেইসময় এসএন রায় রোডে বাইকে সিমেন্ট মিক্সিংয়ের একটি গাড়ি ধাক্কা মারে। 

WB News Live : দেগঙ্গা বাজারে পুণ্যার্থী বোঝাই বাসে আচমকা আগুন

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বাজারে পুণ্যার্থী বোঝাই বাসে আচমকা আগুন লেগে যায়। বাসে হঠাৎ আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীদের নিরাপদে বাস থেকে নামানো হয়। বাসের ইঞ্জিন থেকে আগুন লাগে বলে অনুমান। বাসটি বাগুইআটি থেকে ৪০ জন পুণ্যার্থীকে নিয়ে চাকলা যাচ্ছিল

Anubrata Mondal News Updates : শিবঠাকুর মণ্ডলের অভিযোগপত্রে একাধিক মিসিং লিঙ্ক

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিবঠাকুর মণ্ডলের অভিযোগপত্রে একাধিক মিসিং লিঙ্ক। এক নিরাপত্তারক্ষীর সামনে খুনের চেষ্টা করেন অনুব্রত, দাবি করেছেন শিবঠাকুর। কে সেই প্রত্যক্ষদর্শী, খোঁজ চালাচ্ছে পুলিশ। সেই সময় অনুব্রতর নিরাপত্তার দায়িত্বে কে বা কারা ছিলেন? সেই দিন ছুটিতেই বা কারা ছিলেন? তা জানতে তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজনে সেই ব্যক্তির স্কেচ তৈরি করা হবে, খবর পুলিশ সূত্রে। 

WB News Live : নদিয়ায় মতুয়া গড়ে সভা করবেন  শুভেন্দু অধিকারী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদিয়ায় মতুয়া গড়ে সভা করবেন  শুভেন্দু অধিকারীর। আজ দুপুর ২টোয় রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা রয়েছে বিরোধী দলনেতার। ১৭ ডিসেম্বর রানাঘাটে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live : নদিয়ায় মতুয়া গড়ে সভা করবেন  শুভেন্দু অধিকারী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদিয়ায় মতুয়া গড়ে সভা করবেন  শুভেন্দু অধিকারীর। আজ দুপুর ২টোয় রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা রয়েছে বিরোধী দলনেতার। ১৭ ডিসেম্বর রানাঘাটে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live : নদিয়ায় মতুয়া গড়ে সভা করবেন  শুভেন্দু অধিকারী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদিয়ায় মতুয়া গড়ে সভা করবেন  শুভেন্দু অধিকারীর। আজ দুপুর ২টোয় রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা রয়েছে বিরোধী দলনেতার। ১৭ ডিসেম্বর রানাঘাটে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live : নদিয়ায় মতুয়া গড়ে সভা করবেন  শুভেন্দু অধিকারী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদিয়ায় মতুয়া গড়ে সভা করবেন  শুভেন্দু অধিকারীর। আজ দুপুর ২টোয় রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা রয়েছে বিরোধী দলনেতার। ১৭ ডিসেম্বর রানাঘাটে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live : রাজস্ব আদায়ের অ্যাপ 'সুবিধা'য় কোনও হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট

আন্তর্জাতিক সীমান্তে রাজস্ব আদায়ের অ্যাপ 'সুবিধা'য় কোনও হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। আন্তর্জাতিক সীমান্তের আগে রাজ্যের চেকপোস্টে কর আদায়কে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। সেই মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

WB News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদিয়ায় মতুয়া গড়ে সভা শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদিয়ায় মতুয়া গড়ে সভা শুভেন্দুর। 
আজ দুপুর ২টোয় রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা বিরোধী দলনেতার। 
১৭ ডিসেম্বর রানাঘাটে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
সেই সভার ৬ দিনের মাথায় দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির ডাকে জনসভা। 

Murshidabad News Live : ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ

ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠল মুর্শিদাবাদে।
প্রতিবাদে তেঁতুলিয়ায় পঞ্চায়েতের অফিসের সামনে রাস্তায় গাছ ফেলে অবরোধ । 
দোতলা বা একতলা পাকা বাড়ির মালিকদের নাম আবাস তালিকায়, অভিযোগ স্থানীয়দের। 
অবরোধের জেরে রাস্তায় আটকে গেছে বহু গাড়ি। 

Murshidabad News Live : ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ

ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠল মুর্শিদাবাদে।
প্রতিবাদে তেঁতুলিয়ায় পঞ্চায়েতের অফিসের সামনে রাস্তায় গাছ ফেলে অবরোধ । 
দোতলা বা একতলা পাকা বাড়ির মালিকদের নাম আবাস তালিকায়, অভিযোগ স্থানীয়দের। 
অবরোধের জেরে রাস্তায় আটকে গেছে বহু গাড়ি। 

WB News Live : কোন নিরাপত্তারক্ষীর সামনে শিবঠাকুরকে খুনের চেষ্টা অনুব্রতর? তালিকা তৈরি করছে পুলিশ

কোন নিরাপত্তারক্ষীর সামনে শিবঠাকুরকে খুনের চেষ্টা অনুব্রতর? তখন কে বা কারা ছিলেন কেষ্টর নিরাপত্তার দায়িত্বে? তালিকা তৈরি করছে পুলিশ।

WB News Live Updates : সহযোগিতা করতেই হবে জীতেন্দ্র পত্নীকে, নির্দেশ বিচারপতির

কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর তদন্তে সহযোগিতা করতেই হবে জীতেন্দ্র পত্নীকে। নির্দেশ বিচারপতির। চৈতালি তিওয়ারির বিরুদ্ধে নোটিস খারিজ মামলা আদৌ কি গ্রহণযোগ্য? প্রশ্ন আদালতের।

WB News Live Updates : সহযোগিতা করতেই হবে জীতেন্দ্র পত্নীকে, নির্দেশ বিচারপতির

কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর তদন্তে সহযোগিতা করতেই হবে জীতেন্দ্র পত্নীকে। নির্দেশ বিচারপতির। চৈতালি তিওয়ারির বিরুদ্ধে নোটিস খারিজ মামলা আদৌ কি গ্রহণযোগ্য? প্রশ্ন আদালতের।

WB News Live : দলে 'ব্রাত্য', তাও অনুগত পার্থ

ছর শেষেও থাকতে হবে জেলে। আদালতে অন্য মুডে পার্থ। দল দূরত্ব রাখলেও তৃণমূলের পাশেই আছেন, জানালেন প্রাক্তন মহাসচিব।

WB News Live Updates : 'দেওয়াল তোড় দো', বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

'দেওয়াল তোড় দো', ওএমআর শিট মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জনসমক্ষে নয় কেন বিতর্কিতদের প্রাপ্ত নম্বর? কেন আড়াল? প্রশ্ন কমিশনকে।

West Bengal News Live : অবশেষে খুলল চলেছে সাঁতরাগাছি ব্রিজ

বড়দিনের আগে সুখবর। এক মাসেরও বেশি সময় পর অবশেষে খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ। আজ সকাল থেকেই খুলে দেওয়া হবে সেতু, জানালেন পূর্তমন্ত্রী পুলক রায়। সাঁতরাগাছি ব্রিজ চালু হলে যানজট অনেকটাই কমবে, স্বস্তিতে যাত্রীরা।  

প্রেক্ষাপট

এক নজরে আজকের শিরোনাম ( Headlines ) 

১। 'দেওয়াল তোড় দো', ওএমআর শিট মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Gangopadhyay )। জনসমক্ষে নয় কেন বিতর্কিতদের প্রাপ্ত নম্বর? কেন আড়াল? প্রশ্ন কমিশনকে।

২। ভুয়ো চাকরিপ্রাপকদের আর একদিনও স্কুলে ঢুকতে দেব না, হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর। এসএসসির তালিকা পেশের পর কাসবের প্রসঙ্গ টেনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ।

৩। বছর শেষেও থাকতে হবে জেলে। আদালতে অন্য মুডে পার্থ ( Partha Chatterjee )। দল দূরত্ব রাখলেও তৃণমূলের পাশেই আছেন, জানালেন প্রাক্তন মহাসচিব। 

৪। অনুব্রতর ( Anubrata Mondal )  বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগের ৪ দিন পর শিবঠাকুরের গোপন জবানবন্দি আদালতে। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা। দুবরাজপুর মামলার নথি চাইল ইডি।


৫। পূর্ব বর্ধমানের সভায় প্রশাসনের আপত্তি। ৮ জানুয়ারি সভার ঘোষণা করে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেনদুর। ত্রিপুরায় কী হয়েছিল? পাল্টা আক্রমণে তৃণমূল।

৬। তৃণমূলের সোশাল মিডিয়া ও আইটি সেলের তরফে জেলায় জেলায় কার্টুন-সহ ফ্লেক্সে নিরুদ্দেশ ঘোষণা। শুভেনদুকে কটাক্ষ, অভিযোগ বিজেপির। ডিসেম্বর তারিখ বলে কেউ কার্টুন, পাল্টা তৃণমূল।

৭। কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর তদন্তে সহযোগিতা করতেই হবে জীতেন্দ্র পত্নীকে। নির্দেশ বিচারপতির। চৈতালি তিওয়ারির বিরুদ্ধে নোটিস খারিজ মামলা আদৌ কি গ্রহণযোগ্য? প্রশ্ন আদালতের।
'সহযোগিতা করতেই হবে'

৮। ধনকড় পর্ব অতীত। রাজভবনে সাক্ষাৎ সেরে নতুন রাজ্যপালের ভূয়সী প্রশংসায় মুখ্যমন্ত্রী। বললেন, রাজ্যপাল খুব ভাল, আশা করি কোনও সমস্যা হবে না। 


১০। উৎসবের মরশুমে ফের করোনার চোখ রাঙানি। পরিস্থিতির উপর নজর রাখছি, বললেন মুখ্যমন্ত্রী। 


১১। বড়দিনের আগেই খুলছে সাঁতরাগাছি ব্রিজ। ডেডলাইনের আগেই কাজ শেষ। আজ থেকেই স্বাভাবিক হচ্ছে যান চলাচল।


১১এ। দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। চলবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে। ৩০ ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.