West Bengal News Live Updates: ৭ দফা দাবিতে রাজ্য বিজেপির শিক্ষক সেলের বিকাশ ভবন অভিযান

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 23 May 2023 11:32 PM
West Bengal News LIVE Updates: দুবরাজপুরের পর এবার ভাঙড়, তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ

দুবরাজপুরের পর এবার ভাঙড়, তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ। কাশীপুর থানার চালতাবেড়িয়ায় তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ। ভাঙড় বিস্ফোরণে এক মহিলা আহত, খবর স্থানীয় সূত্রে । আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের । তৃণমূলকর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ, পাল্টা দাবি আইএসএফের। 

WB News LIVE Updates: দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতা-সহ গ্রেফতার ২

দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতা-সহ গ্রেফতার ২। ধৃত শেখ মইনুদ্দিন ওরফে মুন্না তৃণমূলের দুবরাজপুর ব্লক কমিটির সদস্য। তাঁর বাবা তৃণমূল কর্মী সফিক শেখ এখনও অধরা। সফিকের দাদা মুরিলাল শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘোড়াপাড়া গ্রামে একই বাড়িতে থাকেন দুই ভাই মুরিলাল ও সফিক। বিস্ফোরণের পর ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। 

West Bengal News LIVE Updates: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। ত্রিপুরার বিজেপি সরকারের প্রস্তাবে সাড়া সৌরভের। কয়েকদিন আগে প্রস্তাব, আজ বিকেলেই সবুজ সঙ্কেত। সৌরভের বাড়ি গিয়ে দেখা করেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী। ত্রিপুরার পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই প্রস্তাবে সাড়া সৌরভের। 

WB News LIVE Updates: আগামীকাল বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

আগামীকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। কাল বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফলপ্রকাশ। বেলা ১২.৩০ থেকে দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। উচ্চমাধ্যমিকে প্রকাশিত হবে প্রথম ১০ জনের মেধাতালিকা। উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে https://bengali.abplive.com-এ। এবছর যে পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে করোনাকালে তারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। রেওয়াজ ভেঙে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মাধ্য়মিকের থেকে প্রায় ১.৫ লক্ষ বেশি। ফল দেখতে পাবেন যে ওয়েবসাইটে: https://bengali.abplive .com

West Bengal News LIVE Updates: পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র, তাও শেষ রক্ষা হল না

পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র, তাও শেষ রক্ষা হল না। এসএসকেএমে নিয়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যু। আহত যুবকের মৃত্যু হল কলকাতা মেডিক্যাল কলেজে। আজ দুপুর সোয়া ১২টা নাগাদ ওই যুবকের মৃ্ত্যু। দুর্ঘটনায় জখম ওই রোগীকে ভর্তিতে বিলম্ব হওয়ায় এসএসকেএমের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মদন মিত্র। 

WB News LIVE Updates: সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না তৃণমূল

সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না তৃণমূল। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'সংসদ ভবন ভারতীয় সংবিধানের স্তম্ভ, মোদি তা বোঝেন না', সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনে না থাকার কথা জানিয়ে ট্যুইট তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের। 

West Bengal News LIVE Updates: দিনভর প্রবল গরমের পর দিনের শেষে কালবৈশাখীর দাপট

আলিপুরে এবং দমদমে জোড়া কালবৈশাখীর তাণ্ডব। মঙ্গলবার বিকেল ৫টায় দমদমে উত্তর-পশ্চিম দিক থেকে ৭২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল। প্রায় একই সময়ে আলিপুরে উত্তর-পশ্চিম দিক থেকে ৭৮ কিলোমিটার গতিবেগে ঝড় হয়েছে। প্রবল ঝড়ে রেড রোডে ভেঙে পড়েছে গাছ, বিপর্যস্ত ট্রেন চলাচল। মালদায় বাজ পড়ে ২জনের মৃত্যু, লন্ডভন্ড বর্ধমান স্টেশন চত্বর। হুগলির একাধিক জায়গায় ঝড়ে ভেঙেছে বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি। গাছ ভেঙে পলতায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। 

WB News LIVE Updates: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। ত্রিপুরার বিজেপি সরকারের প্রস্তাবে সাড়া সৌরভের। কয়েকদিন আগে প্রস্তাব, আজ বিকেলেই সবুজ সঙ্কেত। 

West Bengal News LIVE Updates: দুবরাজপুরের পর এবার ভাঙড়, তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ

দুবরাজপুরের পর এবার ভাঙড়, তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ। কাশীপুর থানার চালতাবেড়িয়ায় তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ। ভাঙড় বিস্ফোরণে এক মহিলা আহত, খবর স্থানীয় সূত্রে । আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের । তৃণমূলকর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ, পাল্টা দাবি আইএসএফের। 


 

WB News LIVE Updates: রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণ, নয়া ফর্মুলা সৌগতর!

রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণ, নয়া ফর্মুলা সৌগতর! ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে’, ‘বেশি দাহ্য পদার্থ থাকলে এমনিই বিস্ফোরণ হতে পারে। এ সব ক্ষেত্রেও সম্ভবত তেমনই হচ্ছে’, ‘যেমন জঙ্গলে আগুন লেগে যায়’। ‘এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইট বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে’, বাজি বিস্ফোরণ নিয়ে নয়া তত্ত্ব তৃণমূল সাংসদর সৌগত রায়ের। ‘রাজ্যে ৩৮ হাজার গ্রাম, কোথায় বোমা লুকিয়ে আছে পুলিশ জানবে কী করে’, সাফাই তৃণমূল সাংসদর সৌগত রায়ের। 

West Bengal News LIVE Updates: অভিষেকের পর এবার চিঠি বিতর্কে সিবিআই নজরে কুন্তল

অভিষেকের পর এবার চিঠি বিতর্কে সিবিআই নজরে কুন্তল। প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে জেরা করবে সিবিআই। জেলে গিয়ে জেরার আবেদনে সাড়া আলিপুর আদালতের। এজেন্সির বিরুদ্ধে অভিষেকের নাম বলতে চাপ দেওয়ার অভিযোগ কুন্তলের ।
চিঠি নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদের পর এবার সিবিআইয়ের নজরে কুন্তল।

WB News LIVE Updates: এগরায় শুরু শুভেন্দু অধিকারীর মিছিল

১৬ মে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১১। প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। 

West Bengal News LIVE Updates: নজরে ২০২৪, নবান্নে ৩ মুখ্যমন্ত্রীর বৈঠক

নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বৈঠক। 

WB News LIVE Updates: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার ঘিরেও 'সংঘাত'

রাজ্য নির্বাচন কমিশনার নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত? রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিন্হার নাম প্রস্তাব রাজ্যের। ১৮ মে রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠায় রাজ্য সরকার। ৫ দিন কেটে গেলেও এখনও রাজীব সিন্হার নামে সিলমোহর দেয়নি রাজভবন। কেন রাজীব সিন্হার নাম প্রস্তাব? জানতে চান রাজ্যপাল, খবর সূত্রের। বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন রাজ্যপাল: সূত্র। ২৯ মে শেষ হচ্ছে বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ। তার আগে রাজ্যের প্রস্তাবে রাজ্যপাল সই না করলে জটিলতা তৈরির সম্ভাবনা। বর্তমানে শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিন্হা। 

West Bengal News LIVE Updates: ১০ ঘণ্টা পার, ইংরেজবাজারে বাজির দোকানে এখনও আগুন

এগরা, বজবজের পর এবার ইংরেজবাজার। ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু ২ জনের। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে দাবি স্থানীয়দের। দোকানে প্রচুর বাজি মজুত ছিল। আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। পুর-বাজারের মতো ঘিঞ্জি এলাকায় কীভাবে বাজির দোকান? উঠছে প্রশ্ন। রাজ্যে ৭ দিনে বাজির বলি ১৬!

WB News LIVE Updates: পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র, তাও শেষ রক্ষা হল না

পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র, তাও শেষ রক্ষা হল না। এসএসকেএমে নিয়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যু। আহত যুবকের মৃত্যু হল কলকাতা মেডিক্যাল কলেজে। আজ দুপুর সোয়া ১২টা নাগাদ ওই যুবকের মৃ্ত্যু। দুর্ঘটনায় জখম ওই রোগীকে ভর্তিতে বিলম্ব হওয়ায় এসএসকেএমের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মদন মিত্র। 

West Bengal News LIVE Updates: শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রোগী ভর্তিকে কেন্দ্র করে বচসার ভিডিও ভাইরাল

এবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রোগী ভর্তিকে কেন্দ্র করে শাসক দলের কাউন্সিলরের সঙ্গে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের বচসার ভিডিও ভাইরাল! সম্প্রতি এস এস কে এম হাসপাতালের ট্রমা কেয়ারে বাইক দূর্ঘটনায় আহত যুবককে ভর্তি করতে গিয়ে বিতর্কে জড়ান মদন মিত্র। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে হাসপাতাল।

WB News LIVE Updates: ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে’, বাজি বিস্ফোরণ নিয়ে মন্তব্য সৌগতর

রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণ, নয়া ফর্মুলা সৌগতর! ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে। বেশি দাহ্য পদার্থ থাকলে এমনিই বিস্ফোরণ হতে পারে, এ সব ক্ষেত্রেও সম্ভবত তেমনই হচ্ছে। যেমন জঙ্গলে আগুন লেগে যায়। এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইট বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে’। 

West Bengal News LIVE Updates: নিয়োগ দুর্নীতির প্রতিবাদ-সহ ৭ দফা দাবিতে আজ রাজ্য বিজেপির শিক্ষক সেলের বিকাশ ভবন অভিযান

নিয়োগ দুর্নীতির প্রতিবাদ-সহ ৭ দফা দাবিতে আজ রাজ্য বিজেপির শিক্ষক সেলের বিকাশ ভবন অভিযান। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করার কথা। নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ছাড়াও, স্বচ্ছ নিয়োগ ও বকেয়া DA-র দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপির শিক্ষক সংগঠনের সদস্যরা। অশান্তি এড়াতে করুণাময়ী মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে বিধাননগর কমিশনারেট। 

WB News LIVE Updates: সিপিএম পার্টি অফিসে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মন্ত্রী ও কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে

২৭ এপ্রিল, পশ্চিম মেদিনীপুরের জনজোয়ার কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে কেশপুরে সিপিএম পার্টি অফিসে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মন্ত্রী ও কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে। রবিবারের ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এবিপি আনন্দর হাতে। সিপিএমের অভিযোগ, রবিবার দলবল নিয়ে কেশপুরের জামশেদ ভবনে তাদের পার্টি অফিসে হাজির হন শিউলি সাহা। পার্টি অফিস বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি, বাম কর্মীদের অশ্রাব্য গালিগালাজ দেওয়া হয় বলে অভিযোগ। সিপিএমের দাবি, পুলিশকে জানিয়েও কাজ হয়নি। মন্ত্রীর সাফাই, তাঁর সুগারের সমস্যা রয়েছে। তাই হাঁটতে বেরিয়েছিলেন। অস্বস্তি ঢাকতে এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। 

West Bengal News LIVE Updates: এবার নানুরে উদ্ধার এক ডজনেরও বেশি তাজা বোমা

দুবরাজপুরে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই এবার নানুরে উদ্ধার  এক ডজনেরও বেশি তাজা বোমা

WB News LIVE Updates: ৬ ঘণ্টা পার, ইংরেজবাজারে বাজির দোকানে এখনও জ্বলছে আগুন

৬ ঘণ্টা পার, ইংরেজবাজারে বাজির দোকানে এখনও জ্বলছে আগুন। এগরা, বজবজের পর এবার ইংরেজবাজার। ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু ২ জনের। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে দাবি স্থানীয়দের। দোকানে প্রচুর বাজি মজুত ছিল। আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। পুর-বাজারের মতো ঘিঞ্জি এলাকায় কীভাবে বাজির দোকান? উঠছে প্রশ্ন। রাজ্যে ৭ দিনে বাজির বলি ১৬!

West Bengal News LIVE Updates: আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। 
মোদি-বিরোধী রাজনীতির প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হবে নবান্নে। মূলত দুটি বিষয় নিয়ে দুই মুখ্যমন্ত্রীর আলোচনা হবে।এক, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী মহাজোট গঠন। মূলত নীতীশ কুমার ও কেজরিওয়ালের উদ্যোগেই বিরোধী শক্তিগুলির সেতু বন্ধনের কাজ চলছে। এছাড়াও, কেন্দ্রের বিরুদ্ধে আমলা নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। কেজরিওয়াল সরকারের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমলাদের নিয়ন্ত্রণ করতে অর্ডিন্যান্স এনেছে কেন্দ্র। প্রশাসনিক ক্ষমতা দখলের এই চেষ্টা রুখতেই অ-বিজেপি রাজ্যগুলির কাছে একজোট হওয়ার আবেদন জানাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়েও মমতার সঙ্গে তাঁর আলোচনা হওয়ার কথা। 

WB News LIVE Updates: দুবরাজপুরের ঘোড়াপাড়া গ্রামে বিস্ফোরণস্থলে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক-সহ ৩ সদস্যের দল

দুবরাজপুরের ঘোড়াপাড়া গ্রামে বিস্ফোরণস্থলে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক-সহ ৩ সদস্যের দল। খতিয়ে দেখা হচ্ছে বাড়িটি কার, জমির মালিক কে। ঘোড়াপাড়া গ্রামে তৃণমূল কর্মী মুরিলাল শেখ ও সফিক শেখের বাড়ির দাগ নম্বর মিলিয়ে দেখার পাশাপাশি, এই জমির আর কোনও মালিক রয়েছেন কি না, খতিয়ে দেখেন দুবরাজপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক উত্তরীয় চন্দ্র। জমি ও বাড়ি সংক্রান্ত রিপোর্ট পুলিশের কাছে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

West Bengal News LIVE Updates: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঘুঁটি সাজাচ্ছে ইডি। এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। ইডি-র দাবি, সুজয়কৃ্ষ্ণর বাড়ি ও অফিসে তল্লাশিতে তাঁর সঙ্গে ৩টি কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। যদিও সুজয়কৃষ্ণ তা অস্বীকার করেন। ইডি-র দাবি, এই কোম্পানিগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এভাবেই কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডি-র দাবি। এই কোম্পানির এক হিসাব রক্ষককে তলব করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই হিসাব রক্ষক টাকার লেনদেন সামলাতেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সুজয়কৃষ্ণর বয়ান মিলিয়ে দেখা হবে। 

WB News LIVE Updates: নদিয়ার কৃষ্ণনগর থেকে আড়াই কুইন্টাল বাজি উদ্ধার করল পুলিশ

নদিয়ার কৃষ্ণনগর থেকে আড়াই কুইন্টাল বাজি উদ্ধার করল পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে কালীনগরের একটি গুদাম থেকে বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়। গুদাম মালিকের সন্ধান চালাচ্ছে কৃষ্ণনগর কোতয়ালি থানার পুলিশ। এগরাকাণ্ডের পর দিনকয়েক আগে নবদ্বীপে তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি বাজি উদ্ধার করে। ২ বাজি ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়। 

West Bengal News LIVE Updates: মালদার ইংরেজবাজারে বাজির বলি এক

এবার মালদার ইংরেজবাজারে বাজির বলি এক। পুরসভার নাকের ডগায় পুর বাজারের মধ্যে বাজির দোকান। আজ সকাল ৬টা নাগাদ সেই বাজির দোকানে আগুন লাগে। ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হয় একজনের। দোকানের শাটার ভেঙে এক ভ্যান চালকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। আরও একজন জখম হয়েছেন। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ পড়েন এক দমকল কর্মী। পুর-বাজারে ওই দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। একের পর এক বিস্ফোরণ হয়।  পাশের আরও ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পুরসভার বাজারে এই বাজির দোকানের আইনি বৈধতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এগরা থেকে শুরু করে বজবজ, ইংরেজবাজার। ৭ দিনের মধ্যে রাজ্যে বিস্ফোরণে প্রাণ গেল ১৫ জনের। 

WB News LIVE Updates: জ্যৈষ্ঠেও ঘূর্ণাবর্তের ভ্রুকুটি

জ্যৈষ্ঠেও ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। তার জেরে সপ্তাহ জুড়েই রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকালে গরম, দিনভর অস্বস্তি বজায় থাকবে। বিকেল বা সন্ধেয় ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। একইসঙ্গে সক্রিয় দক্ষিণ-পশ্চিমা বাতাস। এর প্রভাবেই রাজ্যে হাওয়া বদল।

West Bengal News LIVE Updates: মালদার ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন

মালদার ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হল একজনের। সকাল ৬টা নাগাদ রথবাড়ি এলাকায় নেতাজি পুর বাজারে বাজির দোকানে আগুন লাগে। দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে স্থানীয়দের দাবি। আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। 

WB News LIVE Updates: আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সকালের থেকে গরম ও  আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়খন্ড এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প যাচ্ছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের বাতাস সক্রিয়। এর প্রভাবেই রাজ্যে বজ্রবিদ্যুসহ বৃষ্টির সম্ভাবনা।

West Bengal News LIVE Updates: তৃণমূল কর্মী মুরিলাল শেখ ও সফিক শেখের বাড়িতে বিস্ফোরণ

দুবরাজপুরের ঘোড়াপাড়া গ্রাম। গতকাল এখানেই তৃণমূল কর্মী মুরিলাল শেখ ও সফিক শেখের বাড়িতে বিস্ফোরণ হয়। গ্রামের ভিতরে একই বাড়িতে থাকতেন দুই ভাই। স্থানীয়দের দাবি, বছর পাঁচেক আগে গ্রামের শেষ প্রান্তে এই একতলা বাড়িটি তৈরি করেন মুরিলাল ও সফিক। এই বাড়িতে ধান-সহ চাষের জিনিস মজুত করা হত। তার আড়ালে বোমা তৈরি হত কি না, খতিয়ে দেখা হচ্ছে। আজ ঘটনাস্থলে যাচ্ছে বম্ব স্কোয়াড। মজুত বোমা ফেটে বিস্ফোরণ নাকি, বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির মালিক মুরিলাল গ্রেফতার হলেও, আরেক অভিযুক্ত তৃণমূল কর্মী সফিক শেখ এখনও অধরা। 

WB News LIVE Updates:উচ্ছ্বাস বদলাল আক্রমণে

অভিষেককে জিজ্ঞাসাবাদের মামলায় বেঞ্চ বদলের পরও বদলাল না রায়। তবে বদলাল তৃণমূলের প্রতিক্রিয়া। তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে কটাক্ষের সুরে লেখেন, বেঞ্চ বদলালে কী হবে, বেঞ্চ তৈরির মিস্ত্রি তো একই। আর এরপরই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এক আইনজীবী।

West Bengal News LIVE Updates: দীনদয়াল গুপ্তর বায়োগ্রাফি

ডলার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এমিরেটস দীনদয়াল গুপ্ত। তাঁর বায়োগ্রাফি লিখেছেন প্রদীপ গুপ্তু। আজ, সেই বায়োগ্রাফি 'এ মিনিয়ন ডলার স্মাইলে'র উদ্বোধন হল। উদ্বোধন করলেন গুজরাতের রাজ্যপাল আচার্য দেবরথ।

WB News LIVE Updates:'নবজোয়ার' তরজা

মোদি যতই ইডি-সিবিআই লাগাক, আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে পুলিশি নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস, সিপিএম।

প্রেক্ষাপট

কলকাতা: মোদি (Narendra Modi) যতই ইডি (ED)-সিবিআই (CBI) লাগাক, আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে (TMC) নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে পুলিশি নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস, সিপিএম।                  


এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন- 


অভিষেককে জিজ্ঞাসাবাদের মামলায় বেঞ্চ বদলের পরও বদলাল না রায়। তবে বদলাল তৃণমূলের প্রতিক্রিয়া। তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে কটাক্ষের সুরে লেখেন, বেঞ্চ বদলালে কী হবে, বেঞ্চ তৈরির মিস্ত্রি তো একই। আর এরপরই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এক আইনজীবী।


গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী। অন্যদিকে, আজ অভিষেকের জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্নের জবাবে মেজাজ হারালেন পার্থ চট্টোপাধ্য়ায়। জবাব এড়িয়ে নিজের জেলজীবনের কথা টেনে আনলেন তিনি।


২০২৪-এর জুন-জুলাইতেই শুরু হয়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা। জানালেন কলকাতা মেট্রোর জিএম। হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চলতি বছরে শুরু করার কথা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। 


রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বনগাঁর আরামডাঙ্গা। মহিলা পুলিশ কর্মীর ওপর চডাও হওয়ার অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে। প্রায় ৭ ঘণ্টা রাস্তা অবরোধে চূড়ান্ত হয়রানির শিকার হন সাধারণ মানুষ। রাস্তা সংস্কারের প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ। 


রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে সপ্তাহান্তে রিপোর্ট চেয়ে গত মাসেই নির্দেশিকা জারি করা হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু, সেই রিপোর্ট রাজভবনে জমা না পড়ায় ফের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদেরকে চিঠি পাঠানো হল রাজভবনের তরফে। এই নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজভবন-নবান্ন সংঘাত। 


যুদ্ধবিমান থেকে আচমকা খুলে পড়ে গেল এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্ক। বিশালাকার ধাতব বস্তু দেখতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জঙ্গলে ভিড় জমালেন স্থানীয়রা। পরে কলাইকুণ্ডা এয়ারবেসের আধিকারিকরা গিয়ে ফুয়েল ট্যাঙ্কটি সরিয়ে নিয়ে যান।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.