WB News LIVE Blog: মহেশতলায় মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ, বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার নির্যাতিতা

Get the latest West Bengal News and Live Updates: জেলার কোথায় কী ঘটছে, জেনে নিন গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ABP Ananda Last Updated: 23 Nov 2022 11:27 PM
WB News Live : মহেশতলায় মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ, বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার নির্যাতিতা

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ। বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার নির্যাতিতা। ঘটনায় আটক স্থানীয় এক যুবক। অভিযুক্তর বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।

WB News Live Updates : রিজেন্ট পার্ক থানার পূর্ব পুঁটিয়ারিতে এক যুবকের রহস্যমৃত্যু

রিজেন্ট পার্ক থানার পূর্ব পুঁটিয়ারিতে এক যুবকের রহস্যমৃত্যু! পুরনো কোনও অসুস্থতা না কি অন্য কিছু? কী কারণে মৃত্যু হল মেদিনীপুরের বাসিন্দা ওই যুবকের? তদন্তে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

WB News Live : ফের মুর্শিদাবাদে উদ্ধার বোমা-আগ্নেয়াস্ত্র

ফের মুর্শিদাবাদে উদ্ধার বোমা-আগ্নেয়াস্ত্র। সুতিতে জমি নিয়ে বিবাদে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা। উদ্ধার ১টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি। উদ্ধার ৩ টি কন্টেনার ভর্তি বোমা।
কেন বিপুল পরিমাণে বোমা মজুত, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates : চিকিৎসার গাফিলতিতে কলেজ ছাত্র মৃত্যুর অভিযোগ, বোলপুরে বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালালেন মৃতের পরিজনরা

চিকিৎসার গাফিলতিতে কলেজ ছাত্র মৃত্যুর অভিযোগ, বোলপুরে বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালালেন মৃতের পরিজনরা। ভেঙে ফেলা হয় দরজার কাচ। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সঙ্কটজনক অবস্থায় রোগীকে আনা হয়েছিল।

WB News Live : কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ। আলিপুরদুয়ার আদালতের পরোয়ানায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ২০০৯-এ সোনার দোকানে চুরির মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় হাইকোর্টের স্থগিতাদেশ। 

WB News Live Updates : নাটক চলাকালীন হঠাৎ গিরিশ মঞ্চে আগুন, আতঙ্কে অডিটোরিয়াম ছেড়ে বেরিয়ে এলেন দর্শকরা

নাটক চলাকালীন হঠাৎ গিরিশ মঞ্চে আগুন। অগ্নিকাণ্ডের সময় গিরিশ মঞ্চের দর্শকের আসনে ২ বিচারপতি। অগ্নিকাণ্ডের সময় গিরিশ মঞ্চেই ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অগ্নিকাণ্ডের সময় গিরিশ মঞ্চেই ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আতঙ্কে অডিটোরিয়াম ছেড়ে বেরিয়ে এলেন দর্শকরা। আগুন লাগার পরেই তড়িঘড়ি সরানো হল ২ বিচারপতিকে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। 

WB News Live : ‘ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে’ ডিসেম্বর ডেডলাইন নিয়ে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর

‘ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে’, ডিসেম্বর ডেডলাইন নিয়ে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। ‘বিধায়ক ভাঙিয়ে সরকার করব না, ভোটে জিতে সরকার করব’,
ডিসেম্বর ডেডলাইন নিয়ে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর।

WB News Live Updates : ফের হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

ফের হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ব্রিজের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন ব্যক্তি। খবর যায় দমকল, গোলাবাড়ি থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে। হাওড়া ব্রিজ থেকে ব্যক্তিকে নামাল দমকল। কীভাবে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়ল ব্যক্তি, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live : নিউ আলিপুর থানার সামনে প্রাণিসম্পদ ভবনের সামনে জুলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার অফিসের ছতলায় আগুন।

নিউ আলিপুর থানার সামনে প্রাণিসম্পদ ভবনের সামনে জুলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার অফিসের ছতলায় আগুন। আগুন আতঙ্কে বাইরে বেরিয়ে এসেছে কর্মীরা। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।

WB News Live Updates : ছাত্রছাত্রীদের বিক্ষোভে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, রক্তাক্ত ছাত্র-নিরাপত্তারক্ষী

ছাত্রছাত্রীদের বিক্ষোভে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, রক্তাক্ত ছাত্র-নিরাপত্তারক্ষী। শিক্ষার পরিবেশ ফেরানো ও উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখান। যার পরই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাও ছাত্রছাত্রীদের একাংশের।


তারা কর্মীরা অফিসে ঢোকার চেষ্টা করলে বাধা ছাত্রছাত্রীদের। কর্মীদের বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষী ও ছাত্রছাত্রীদের হাতাহাতি। ধস্তাধস্তিতে আহত ১ নিরাপত্তারক্ষী ও ১ ছাত্র।

WB News Live : রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার

ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার। ধর্মতলা থেকে মিছিল যাচ্ছে বিধানসভার দিকে।

DA Agitation Live : ডিএ-র দাবিতে বিধানসভা অভিযানে ধুন্ধুমার

ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার। ধর্মতলা থেকে মিছিল যাচ্ছে বিধানসভার দিকে।

Suvendu Adhikari Update : অমিত শা-কে ট্যাগ করে শুভেন্দু অধিকারীর অভিযোগ - ট্যুইট

এর আগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-কে ট্যাগ করে শুভেন্দু অধিকারী ট্যুইটারে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের নির্দেশে তথ্য ও সংস্কৃতি দফতর শপথ অনুষ্ঠানে বসার ব্যবস্থা করে অভব্য আচরণের পরিচয় দিয়েছে। বিরোধী দলনেতার আসন কৃষ্ণ কল্যাণী ও বিশ্বজিৎ দাসের পাশে। যাঁরা বিজেপির টিকিটে জিতেও তৃণমূলের সঙ্গে। দলত্যাগবিরোধী আইনে ওই দু’জনের বিধায়ক পদ খারিজের প্রক্রিয়া চলছে। সেই কারণেই রাজ্যপালের শপথ গ্রহণে অনুপস্থিত, ট্যুইটে লেখেন শুভেন্দু অধিকারী। 

BJP News Live : আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না : শুভেন্দু

‘ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে। আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না। ভোটে জিতে সরকার করবে বিজেপি’ বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

Mamata Banerjee Update : বাংলাকে বদনাম করতে কেন্দ্রকে চিঠি দিয়ে আর্থিক ভাবে অবরুদ্ধ করার চেষ্টা : মমতা

বাংলাকে বদনাম করতে কেন্দ্রকে চিঠি দিয়ে আর্থিক ভাবে অবরুদ্ধ করার চেষ্টা চলছে। নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার। 

WB News Live : 'অনেক নাটক দেখা গেছে', দাবি মন্ত্রী শোভনদেবের

’২১-এর ভোটে অনেক নাটক দেখা গেছে, শেষ পর্যন্ত জয়ী হয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটেও বিপুল জয় পাবে শাসক দল, দাবি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

WB News Live : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শপথে গরহাজির বিরোধী দলনেতা

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শপথে গরহাজির বিরোধী দলনেতা। শপথে আসন-বিতর্ক তুলে অনুষ্ঠানে যোগ দিলেন না শুভেন্দু অধিকারী। ‘বিজেপি ত্যাগী দুই বিধায়কের পাশে কেন আসন? তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণ কল্যাণী ও বিশ্বজিৎ দাসের পাশে কেন আসন?’ প্রশ্ন তুলে শপথ অনুষ্ঠানে থাকলেন না শুভেন্দু অধিকারী।

 WB News Live : বিজেপি ত্যাগী দুই বিধায়কের পাশে কেন বিরোধী দলনেতার আসন? শপথে গরহাজির শুভেন্দু

 বিজেপি ত্যাগী দুই বিধায়কের পাশে কেন বিরোধী দলনেতার আসন? প্রশ্ন তুলে রাজ্যপালের শপথে গরহাজির শুভেন্দুর। নাটক করছেন, পাল্টা কুণাল।

Bengal New Governor : বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস

বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি।

WB News Live : তিনবার ভোটে জিতিয়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত : দিলীপ

তৃণমূলকে তিনবার ভোটে জিতিয়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। যেভাবে বোমা, বন্দুকের ব্যবহার, নেতাদের মধ্যে মারামারি চলছে, তাতে দলটাই থাকে কি না সন্দেহ। রাজ্যে চতুর্থবার ক্ষমতায় ফেরা নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। 

WB News Live : কলকাতায় পারদ নামল ১৭ ডিগ্রিতে

এই মরসুমের আজ শীতলতম দিন। কলকাতায় পারদ নামল ১৭ ডিগ্রিতে। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। রাজ্য জুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা।

WB News Live : মুখ্যমন্ত্রীর তরফে নীল হাঁড়িতে সাদা রসগোল্লা পাঠানো হচ্ছে রাজভবনে

নতুন রাজ্যপালকে নীল-সাদা বাংলায় স্বাগত জানাতে মিষ্টি-উদ্যোগ। মুখ্যমন্ত্রীর তরফে নীল হাঁড়িতে সাদা রসগোল্লা পাঠানো হচ্ছে রাজভবনে। দু’টি হাঁড়িতে ৫০টি করে মোট ১০০টি রসগোল্লা থাকবে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে মিষ্টি পাঠাতে বরাত দেওয়া হয়েছে ধর্মতলার বিখ্যাত দোকানকে। সকাল থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি। 

WB News Update : এন্টালিতে বিহারের তরুণী খুনে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ২

এন্টালিতে বিহারের তরুণী খুনে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার। বিহারের তারিয়ানি থেকে ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম প্রেম রায় ও মুন্না রায়, আনা হচ্ছে কলকাতায়। এফআইআরে নাম রয়েছে প্রেম ও মুন্নার। প্রেম ও মুন্না তরুণীর আত্মীয়, খবর পুলিশ সূত্রের। বিহার থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হন ১৮ বছরের অঞ্জলি কুমারী। 

WB News Live : যার কপালে আছে বাঁচবে, যার নেই সে যাবে : দিলীপ ঘোষ

বোমা বিস্ফোরণ এখন কোনও খবর নয়। সাধারণ ঘটনা হয়ে গেছে। যার কপালে আছে বাঁচবে, যার নেই সে যাবে। মালদার মানিকচকে বোমা বিস্ফোরণে দুই শিশুর জখম হওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

WB News Live : বিরোধীদের চোর ধরো, জেল ভরো স্লোগানকে হাতিয়ার করে কোচবিহারে পথে নামল তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের চোর ধরো, জেল ভরো স্লোগানকে হাতিয়ার করে কোচবিহারে পথে নামল তৃণমূল। সোনার দোকানে চুরির ঘটনায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে গ্রেফতারির দাবিতে পড়ল ফ্লেক্স। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাংসদের আসল রূপ জানুক মানুষ, পাল্টা খোঁচা তৃণমূলের।

WB News Live : বসিরহাট থেকে বাসন্তী, কুলপি থেকে কেশপুর, বিস্ফোরণে প্রাণ-অঙ্গহানি

বসিরহাট থেকে বাসন্তী, কুলপি থেকে কেশপুর। পঞ্চায়েত ভোটের আগে কোথাও বোমা বিস্ফোরণে প্রাণ যাচ্ছে! অঙ্গহানি ঘটছে। রক্তাক্ত হচ্ছে শৈশব! কোথাও আবার অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হচ্ছে পুলিশ! গত কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসা এই সমস্ত ছবি ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে।

WB News Live : পঞ্চায়েত ভোটের আগে, কোথাও বোমা ফেটে বাচ্চাদের প্রাণ যাচ্ছে, কোথাও রক্ত ঝরছে

কাঁকিনাড়া থেকে কুলপি। মিনাখাঁ থেকে মানিকচক। পঞ্চায়েত ভোটের আগে, কোথাও বোমা ফেটে বাচ্চাদের প্রাণ যাচ্ছে, কোথাও রক্ত ঝরছে! কিন্তু, এত বোমা-বারুদ আসছে কোথা থেকে? কতদিন এভাবে সন্ত্রাসের খেসারত দিতে হবে কচিকাঁচাদের? সেই প্রশ্ন জোরাল হচ্ছে বিভিন্ন মহলে।

WB News Live Updates: বিহার থেকে চিকিৎসা করাতে এসে এন্টালিতে তরুণী খুন

বিহার থেকে চিকিৎসা করাতে এসে এন্টালিতে তরুণী খুন। শিয়ালদা স্টেশনের সামনে রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হল গলা কাটা দেহ। ৩ পরিচিতের বিরুদ্ধে খুনের মামলা রুজু। অভিযুক্তরা অধরা।

প্রেক্ষাপট

তৃণমূল (TMC) বনাম তৃণমূলের লড়াইয়ে এবার গুলিবিদ্ধ পুলিশ! বসিরহাটে (Basirhat) নেতাকে বাঁচাতে গিয়ে বুলেট লাগল কনস্টেবলের পিঠে। ৪১জন গ্রেফতার। 


তৃণমূলের ব্লক সভাপতির অপসারণের দাবিতে বসিরহাটে (Basirhat) বিক্ষোভ। নির্দোষদের গ্রেফতারির অভিযোগে থানায় বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জ। 


কাঁকিনাড়া (Kankinara), নরেন্দ্রপুর (Narendrapur), মিনাখাঁ, কুলপির পর মানিকচক। ফের সন্ত্রাসের শিকার শৈশব। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ২ শিশু আহত। 


পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্রের হদিশ। সাগরদিঘি থেকে উদ্ধার প্রচুর অস্ত্র।  রামপুরহাট থেকেও অস্ত্র-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী।


ডিসেম্বরে ডেডলাইন-ধামাকা নিয়ে জল্পনার মধ্যেই ফের তৃণমূল ভাঙার হুঙ্কার মিঠুনের। জোর করে সরকার ফেলার পক্ষে নই, ধোঁয়াশা বাড়ালেন সুকান্ত। 


পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে মিঠুন। ৫দিনে যাবেন ৫ জেলায় বৈঠক। (বাইট-মিঠুন....আমাকে এত ভয় কেন...শোভনদেব...ওকে ভয় পাওয়ার কিছু আছে) 


রাজধানী যাত্রা ঠেকাতে কোর্টে কেষ্ট। বাংলার মামলায় কেন দিল্লিতে জেরা? প্রশ্ন আইনজীবীর। সায়গল-প্রসঙ্গ টেনে পাল্টা ইডি। শুক্রবার শুনানি।


জনস্বাস্থ্য কারিগরীমন্ত্রীকে টেনে কেন্দ্রের জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। পাল্টা নোটিস মন্ত্রীর। জবাব না পেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি।


যাদবপুরে কর্মী নিয়োগ প্রক্রিয়া হঠাৎ বাতিল। পার্থর সুপারিশে তালিকা, তাই বিতর্ক এড়ানোর চেষ্টা,র অভিযোগ জুটার। কর্মসমিতির সিদ্ধান্ত, পাল্টা সহ উপাচার্য। 


৮ লক্ষ পর্যন্ত আয়ে সংরক্ষণের আওতায় এলে কেন আড়াই লক্ষ পেরোলেই দিতে হবে আয়কর? প্রশ্ন তুলে মাদ্রাজ হাইকোর্টে মামলা। কেন্দ্রের জবাব তলব।


আজ শপথ, কলকাতায় এলেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিমানবন্দরেই গার্ড অফ অনার। পুজো দিলেন কালীঘাটের মন্দিরে।


বিতর্কিত সীমানায় ফের অসম-মেঘালয়ের রক্ষীদের গুলির লড়াই। অসমের বনরক্ষী-সহ ৬জনের মৃত্যু। আর কতদিন অবিচার, ট্যুইট অভিষেকের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.