WB News Live Updates: দেগঙ্গায় অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
নজরে বিদেশি মুদ্রায় লেনদেন। অ্যাকাউন্ট, ব্যবসা ও কোম্পানি সংক্রান্ত নথি চেয়ে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে নোটিস ধরাল সিবিআই। পাশাপাশি, সুকন্যার কোম্পানির অ্যাকাউন্টে কোনও ফরেন ট্রেডিং হয়েছে কিনা, তা জানতে ২টি ব্যাঙ্ককেও নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
‘বিজেপি অশান্তি করতে চাইলে তৃণমূলের লোকেদের বাড়িতেও বাঁশ আছে। ভাইরাল কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়ার হুমকি
‘বিজেপি লাঠি নিয়ে এলে, বাঁশ নিয়ে জবাব দেবে তৃণমূল। ২০২৩-এর পঞ্চায়েতে অলআউট খেলব’। ভাইরাল সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়ার হুমকি।
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে, এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রিয়ঙ্কা সাউ নামে আরও এক চাকরিপ্রার্থী। অভিযোগ, তাঁর থেকেও কম নম্বর পেয়ে স্কুলে চাকরি পেয়েছেন অনেকে। কিন্তু তিনি নিয়োগপত্র পাননি। আদালতের নির্দেশে SSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন মামলাকারী।
ঝাড়খণ্ডে সরকার ফেলার চক্রান্তের অভিযোগের মামলায় গোপন জবানবন্দি দিলেন সে রাজ্যের কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল। আজ বিধাননগরের এমপি-এমএলএ আদালতে এসে তিনি গোপন জবানবন্দি দেন। ইতিমধ্যেই সিআইডি এই মামলার তদন্ত শুরু করেছে।
শিক্ষক নিয়োগে দুর্নীতি, বেকার সমস্যা-সহ একাধিক ইস্যুতে পথে নামল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। শুক্রবার কলেজ স্ট্রিটে জমায়েত করে বিক্ষোভ দেখান এবিভিপি সদস্যরা। তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
আজ চতুর্থ দিনে পড়ল কুর্মি আন্দোলন। রেল ও সড়ক পথ অবরোধের জেরে, জেরবার সাধারণ মানুষ। এরইমধ্যে, রাজ্যের দাবি, কেন্দ্রের কাছে একাধিকাবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু উত্তর মেলেনি। ভয় পাচ্ছে পশ্চিমাঞ্চলের ভোটটা চলে যাবে, মোদি সরকারকে নিশানা করেছে তৃণমূল। মোদির বদনাম করার চেষ্টা, পাল্টা মন্তব্য করেছে দিলীপ ঘোষ।
শাসকদলের চাপে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব ফিরে পাচ্ছেন না। বিস্ফোরক অভিযোগ তুললেন মালদার তৃণমূল পরিচালিত বরুই গ্রাম পঞ্চায়েতের অপসারিত প্রধান। বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানালেন। তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করেছে বিজেপি।
দেগঙ্গায় অষ্টম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। রাস্তা থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার নাবালিকা, ভর্তি হাসপাতালে। অভিযোগ নিতে টালবাহানা পুলিশের, দাবি নির্যাতিতার পরিবারের। ‘এফআইআরে টালবাহানার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানালেন পুলিশ সুপার। অধরা দুই অভিযুক্ত, আতঙ্কিত নির্যাতিতার পরিবার।
ডেঙ্গিপ্রবণ জেলায় প্যারাসিটামল ক্রেতার নাম-ঠিকানা পাঠানোর নির্দেশ। ডেঙ্গিপ্রবণ জেলার ওষুধ বিক্রেতাদের নির্দেশ নবান্নের। ‘জ্বরের কারণে কেউ প্যারাসিটামল কিনতে এলে জানাতে হবে প্রশাসনকে। ডেঙ্গিপ্রবণ জেলার ওষুধ বিক্রেতাদের নির্দেশ নবান্নের। ডেঙ্গি মোকাবিলায় যুক্ত কর্মীদের পুজোর ছুটি বাতিল। ডেঙ্গি মোকাবিলায় সতর্ক করা হল উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়িকে।
নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলেজস্ট্রিটে বিক্ষোভ এবিভিপির।
সুবীরেশের পদত্যাগ চেয়ে শিলিগুড়িতে বিক্ষোভ সিপিএমের। জলপাইগুড়িতে বাম মিছিলে ধুন্ধমার।
ইজেডসিসি-তে তৃতীয় বর্ষে বিজেপির দুর্গাপুজো। বিজেপির পুজোর থিমে নিয়োগ দুর্নীতি থেকে নারী নির্যাতন। পুজোর নামে রাজনীতি করছে বিজেপি, তীব্র সমালোচনা কুণালের
সল্টলেক এফডি ব্লকে পুজো উদ্বোধনে গিয়ে ভ্যাটের গন্ধ পেয়ে বিরক্তি প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। তারপর একদিন কেটে গেলেও বিধাননগরের ভ্যাট-যন্ত্রণার ছবি বদলায়নি। বিধাননগরের বিভিন্ন জায়গায় যত্রতত্র নোংরা আবর্জনার ছবি ধরা পড়ে।
গরু পাচার মামলায় ধৃত এনামুল হককে তিহাড় জেলে গিয়ে জেরার অনুমতি পেল সিআইডি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি মামলার সূত্রে সিআইডি এনামুলকে জেরা করতে চায়। এর আগে এনামুলের তিন পলাতক ভাগ্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিআইডি। ওই তিনজনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে।
ডিসেম্বরের মধ্যে রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট। নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠক। পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরে টেট নেওয়া যাচ্ছে না, জানাল পর্ষদ
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, ভোর চারটে নাগাদ একটি গাড়িকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১১ কেজি সোনা। অভিযোগ, ওই টাকা বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চার আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ।
মায়ের বদলে শিশুকে ইঞ্জেকশন! অভিযুক্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নার্স। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিক্ষোভ বাড়ির লোকেদের
অভিযোগ স্বীকার হাসপাতাল সুপারের, অভিযুক্ত নার্সকে শোকজ। অবজারভেশনে রাখা হয়েছে শিশুকে, জানালেন হাসপাতাল সুপার।
‘এভাবে রেল আটকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি হয় না। আন্দোলেনর পেছনে তৃণমূলের মদত আছে। এর ফলে পিছিয়ে পড়ছে বাংলাই’
কুর্মি আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
চতুর্থ দিনে কুর্মিদের অবরোধ-আন্দোলন। তার জেরে আজও বাতিল বহু ট্রেন। বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়েছে। রুট সংক্ষিপ্ত করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। বাতিল হওয়া ট্রেনের মধ্যে আছে, টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস, ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেস সহ ৪০টি ট্রেন।
চতুর্থ দিনে কুর্মিদের রেল ও রাস্তা অবরোধ, চরমে দুর্ভোগ
আদ্রা ডিভিশনের কুস্তাউর ও খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে টানা অবরোধ
খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চারদিন ধরে চলছে অবরোধ
উদাসীন শিলিগুড়ি পুরসভা। বাড়ছে ডেঙ্গির প্রকোপ। মৃতের সংখ্যা বাড়ছে। মেয়র ব্যস্ত কার্নিভালের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। পুরসভার বিরূদ্ধে এই অভিযোগ নিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ।
গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, দলে মতান্তর থাকতে পারে। বদল হতে পারে পদ। তবে তার জন্য গোষ্ঠা কোন্দল বরদাস্ত করা হবে না। কারণ, পদ চিরস্থায়ী নয়।
দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে জলপাইগুড়িতে বামেদের জেলা পরিষদ অভিযান। সেলিমের নেতৃত্বে বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের ব্যারিকেড ভাঙলেন বাম নেতা-কর্মীরা।
প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে দায়ের স্পেশাল লিভ পিটিশন। গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য। বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ মানিক ভট্টাচার্যর। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
তিনদিনে সফরে কলকাতায় এলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অমিত শাহর পুজো উদ্বোধন প্রসঙ্গে মিঠুন বলেন, উনি পুজোর উদ্বোধন করতেই পারেন। তবে রাজনীতি নিয়ে কোনও কথা তিনি বলতে চাননি। মিঠুন পুজোর আগে শহরে এলেও জানান, পুজোর সময় তিনি কলকাতায় থাকবেন না।
নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতারির পরেও তিনি উপাচার্য পদ থেকে ইস্তফা দেননি। আজ উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় সিপিএম কর্মীদের। প্রায় ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলে।
কুর্মিদের রেল অবরোধের জেরে আজও বাতিল করা হয়েছে আপ ডাউন মিলিয়ে ৪০টি ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রুট সংক্ষিপ্ত করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। এমনটাই রেল সূত্রে খবর। বাতিল হওয়া ট্রেনের মধ্যে আছে, টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস, ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেস সহ ৪০টি ট্রেন।
নিয়োগ দুর্নীতি নিয়ে কলেজ স্ট্রিটে এবিভিপির বিক্ষোভ।
‘শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবু রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। বড় বড় নেতা-মন্ত্রী জেলে, কতদিনে ন্যায় পাবেন চাকরিপ্রার্থীরা? গত অগস্টেই মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলে চিঠি পাঠিয়েছি, আজ পর্যন্ত উত্তর আসেনি’, রাজ্যে সফরে এসে তৃণমূল সরকারকে আক্রমণ কেন্দ্রী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের।
গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, দলে মতান্তর থাকতে পারে। বদল হতে পারে পদ। তবে তার জন্য গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। কারণ, পদ চিরস্থায়ী নয়।
গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, দলে মতান্তর থাকতে পারে। বদল হতে পারে পদ। তবে তার জন্য গোষ্ঠা কোন্দল বরদাস্ত করা হবে না। কারণ, পদ চিরস্থায়ী নয়।
দুর্গাপুজোর নাম করে তোলাবাজির অভিযোগ করে পোস্টার পড়ল কলকাতা পুরসভার ৪৯ ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শ্রদ্ধানন্দ পার্কে, যেখানে ৯ এর পল্লি শিয়ালদা দুর্গোত্সব কমিটির দুর্গাপুজো হচ্ছে। সেই মণ্ডপের কাছেই এই পোস্টার পড়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের।
মালদার হবিবপুরে নৃশংসভাবে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আজ ভোররাতে ওই ঘটনা ঘটেছে নিরইল গ্রামে। সাবিত্রী রায় নামে ওই মহিলা স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন। পুলিশ সূত্রে দাবি, আজ মহিলার স্বামী পড়শিদের জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
বেলঘড়িয়া এক্সপ্রসওয়ে থেকে সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল ১১ কেজি সোনা। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ১১ কেজি সোনা।
গরু পাচারকাণ্ডের তদন্তে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে নোটিস ধরাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুকন্যার ব্যবসা ও তাঁর কোম্পানি সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। এর আগেও এই নথি চাওয়া হয়েছিল। কিন্তু সুকন্যা মণ্ডল তা সিবিআইকে জমা দেননি বলে সূত্রের দাবি। এই প্রেক্ষিতে আজ সকালে সুকন্যাকে নোটিস দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, সুকন্যার ব্যবসায় টাকার উত্স কী, তা জানার জন্যই নথি চাওয়া হয়েছে।
তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে তেতে উঠল মুর্শিদাবাদের সালার ব্লকের মালিয়াটি-কান্দরা গ্রাম। ভরতপুর বিধানসভার অন্তর্গত ওই গ্রামে তৃণমূলের সংঘর্ষে আহত দু’পক্ষের ৪ জন। তাঁরা ভর্তি কান্দি মহকুমা হাসপাতালে। স্থানীয় সূত্রের খবর, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমান ওরফে সুমনের অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গরু পাচার মামলায় ধৃত এনামুল হককে তিহাড় জেলে গিয়ে জেরা করতে চায় সিআইডি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি মামলার সূত্রে সিআইডি এনামুলকে জেরা করতে চায়।
রাজ্যে এসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান। সূত্রের খবর, এরপর আলমবাজারে শ্যাম মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সল্টলেকে সাংগঠনিক বৈঠক করবেন ধর্মেন্দ্র প্রধান। এরপর বেলা ১২টায় নেতাজি ভবনে যাবেন তিনি। সেখান থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে।
ভুয়ো নিয়োগপত্র নিয়ে সরকারি হাসপাতালে কাজে যোগ দিতে গিয়ে লকআপে ঢুকতে হল বাবা-ছেলেকে। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যালের ঘটনা। টাকার বিনিময়ে গ্রুপ ডি পদে ভুয়ো নিয়োগপত্রের অভিযোগে বাবা-ছেলে সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুজোর আগে হাওড়ার জগত্বল্লভপুরে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। গতকাল রাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
মহালয়ার আগেই খুলে গেল নতুন টালা ব্রিজ। গতকাল চার লেনের ব্রিজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তবে আজ থেকে ব্রিজের ওপর যান চলাচলের অনুমতি দেওয়া হয়নি।প্রশাসন সূত্রে খবর, মহালয়ার দিন থেকে শুরু হবে যান চলাচল। আপাতত চলবে না ভারী গাড়ি।
কুর্মিদের রেল ও সড়ক অবরোধ চার দিনে পড়ল। কুর্মিদের তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ।
কর্মসংস্থান নিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শেষে বিক্ষোভে সামিল হলেন বিজেপি বিধায়করা। বিধানসভার দু’নম্বর গেটের সামনে কেউ বিক্রি করলেন ঘুঘনি। কেউ আবার ঝালমুড়ি! এ’নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
নগদের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের দেওয়া হত স্কুলে চাকরির নিয়োগপত্র। আদালতে CBI-এর আইনজীবী দাবি করেন, স্কুলে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার।
পুজোর মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই আক্রান্ত ১৫ হাজার পার। সবচেয়ে বেশি আক্রান্ত হাওড়ায়। বিধানসভায় উত্তরবঙ্গের পরিস্থিতি তুললেন বিজেপি বিধায়ক।
আড়াই বছরের অপেক্ষার অবসান। পুজোর আগেই খুলল ৪ লেনের নতুন টালা ব্রিজ। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রথমে চলবে শুধু ছোট গাড়ি।
হাইকোর্টের নির্দেশের পরেই টেটে প্রশ্ন বিভ্রাটকাণ্ডে চাকরি নিয়ে তৎপরতা। ১৮৫জনকে সুপারিশপত্র দিল পর্ষদ। ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র।
ধোপে টিকল না অর্থাভাবের যুক্তি। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত রাজ্যের। পাল্টা ক্যাভিয়েট মামলাকারীদের।
প্রেক্ষাপট
দিতেই হবে ডিএ (DA)। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ফের ডিভিশন বেঞ্চে রাজ্যের ধাক্কা। আগের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ। বহাল ২০মের নির্দেশ। ৩ মাসের ডেডলাইন পার। নির্দেশ অমান্যে কেন মুখ্যসচিব-অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল নয়? ৪ নভেম্বরের মধ্যে হলফনামা তলব।
হাইকোর্টে (High Court) ধাক্কা রাজ্যের। আঁচ বিধানসভাতেও। পুজোর আগে ডিএ দিন, সুপ্রিম কোর্টে যাবেন না, সওয়াল বিজেপির। সরকার-কোর্টের বিষয়, বললেন অধ্যক্ষ।
শিল্পোন্নত মহারাষ্ট্র থেকে পিছিয়ে পড়া ঝাড়খণ্ড। ডিএ-র নিরিখে পিছিয়ে বাংলা। পঞ্চম বেতন কমিশনের হিসেবে কেন্দ্রের সঙ্গে ৩১ শতাংশের ফারাক। ধোপে টিকল না অর্থাভাবের যুক্তি। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত রাজ্যের। পাল্টা ক্যাভিয়েট মামলাকারীদের।
মোটা টাকার বিনিময়েই চাকরি পেতেন অযোগ্যরা। লেনদেনে ২ মিডলম্যান। তালিকা যেত শান্তিপ্রসাদের কাছে, দাবি সিবিআইয়ের (CBI)।
অযোগ্যদের চাকরি বিক্রির টাকাই কি অর্পিতার ফ্ল্যাটে? মিডলম্যানের অফিসে অযোগ্য প্রার্থীদের তালিকা, মার্কশিট পাওয়ার দাবি সিবিআইয়ের।
অযোগ্যদের সরিয়ে যোগ্যদের চাকরি দিতেই হবে। হাইকোর্টের কড়া নির্দেশের পরেই মামলাকারীর আইনজীবী, পর্ষদকে নিয়ে বৈঠকে এসএসসি।
হাইকোর্টের নির্দেশের পরেই টেটে প্রশ্ন বিভ্রাটকাণ্ডে চাকরি নিয়ে তৎপরতা। ১৮৫জনকে সুপারিশপত্র দিল পর্ষদ। ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র।
দুর্নীতি নিয়ে ফের সরব শোভনদেব। 'দুর্নীতিতে অভিযুক্ত হলে আদালত থেকে অভিযোগমুক্ত হয়ে আসতে হবে, না হলে দল স্বীকার করবে না', ফের সরব শোভনদেব
স্কুলে নিয়োগে দুর্নীতিতে গ্রেফতার পার্থ। ফের বিস্ফোরক সৌগত (Sougata Roy)। 'লালু-সুখরামকেও হার মানিয়েছে দুর্নীতি। দেশে এর আগে বিশেষ দেখা যায়নি', অস্বস্তি বাড়ালেন সৌগত
গরুপাচারে (Cow Smuggling) ফের সিবিআই নজরে অনুব্রত-ঘনিষ্ঠ। অ্যাকাউন্ট্যান্টকেও জিজ্ঞাসাবাদ। বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই, চাওয়া হল আরও তথ্য।
গারদেই শারদ চিটফান্ড কাণ্ডে ধৃত তৃণমূল নেতা রাজু সাহানির। বিদেশের সংস্থায় টাকা পাচারের সন্দেহ, ইন্টারপোলের সাহায্য চাইল সিবিআই।
টেরর ফান্ডিংয়ের অভিযোগে এনআইএ (NIA)-ইডির (ED) নজরে পিএফআই। দিল্লি-বাংলা-সহ ১২ রাজ্যে অভিযান, শতাধিক গ্রেফতার। কড়েয়ায় ৯ ঘণ্টা তল্লাশি।
খাস কলকাতায় বসিরহাটের নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ। নারকেলডাঙা থেকে উদ্ধার। গ্রেফতার নাবালিকার সঙ্গী সহ চার জন।
পুজোর মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। আক্রান্ত ১৫ হাজার পার। সবচেয়ে বেশি হাওড়ায়। বিধানসভায় উত্তরবঙ্গের পরিস্থিতি তুললেন বিজেপি বিধায়ক।
আড়াই বছরের অপেক্ষার অবসান। পুজোর আগেই খুলল ৪ লেনের নতুন টালা ব্রিজ (Tala Bridge)। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রথমে চলবে শুধু ছোট গাড়ি।
নতুন রূপে টালা ব্রিজ। রেলের জন্য বিলম্ব, অভিযোগ মুখ্যমন্ত্রীর। সার্ভিস লেন, ফুটপাথ, সিঁড়ির সমস্যা সমাধানে পদক্ষেপের নেওয়ার নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -