West Bengal News Live Updates: বাঁকুড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেত্রীর নাম তোলা হল বিজেপির মণ্ডল তালিকায়!
WB News Live: তৃণমূলে প্রত্যাবর্তন অর্জুনের, নাম না করে শিশির-দিব্যেন্দুকে খোঁচা, এসএসসি থেকে বিভিন্ন ইস্যুতে দুর্নীতির অভিযোগ, রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে ২ ছাত্রের ডুবে মৃত্যু, জেনে নিন আরও খবর
শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার হাইকোর্টের কপি পৌঁছল কোচবিহারের জেলা স্কুল পরিদর্শকের অফিসে। যে স্কুলে শিক্ষকতা করতেন অঙ্কিতা, সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এতদিন যে বেতন পেয়েছে অঙ্কিতা তার হিসেব জমা দেওয়া হবে। সেই অনুযায়ী তিনি টাকা ফেরত দেবেন।
কোচবিহারের পানিশালায় রাস্তা তৈরির বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে ঠিকাদার সংস্থার থেকে প্রায় চার লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে কোতয়ালি থানায় FIR দায়ের। অভিযুক্ত তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
পূর্ব বর্ধমানের কাটোয়ায় অজয় ও ভাগীরথীর মিলনস্থলে ২ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। নদী গর্ভে বিলীন চাষের জমি থেকে কংক্রিটের ফেরি ঘাট। ভাঙন ঠেকাতে সেচ দফতরকে চিঠি কাটোয়া পুরসভার। বর্ষার পর শুরু হবে কাজ, জানিয়েছে সেচ দফতর।
দাদার সঙ্গে জমি নিয়ে বিবাদের জের। পূর্ব বর্ধমানের বুদবুদে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় নিহতের দাদা-সহ ৬ আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।
পূর্ব বর্ধমানের মেমারিতে হিমঘরে আলু রাখার পরেও তাতে ধরেছে পচন। হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছেন কৃষকরা। ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে আজ হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকে বসে স্থানীয় প্রশাসন। সমাধানসূত্র না মেলায় আগামী ৬ জুন বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। শনিবারও একই দাবিতে বিক্ষোভ হয়েছে কলেজ স্ট্রিটে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে অফলাইন পরীক্ষা নেওয়ার সুপারিশ এসেছে। সিন্ডিকেটের বৈঠকে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দেওয়ার জন্য বিপুল অর্থের প্রলোভন! পুলিশের জালে শতাধিক ভুয়ো পরীক্ষার্থী। মূল অভিযুক্ত সন্তোষ কুমার সহ ধৃতদের অধিকাংশের পুলিশ হেফাজত
শ্রীরামপুরে পুরনো দিল্লি রোডে খুন, ২২দিন পরে কিনারা। খুনের অভিযোগে সস্ত্রীক বন্ধুর সঙ্গে নিহতের স্ত্রীও গ্রেফতার। ২ মে পানিহাটির শুভজ্যোতি বসুর মুণ্ডহীন দেহ উদ্ধার।
বাঁকুড়ার ছাতনায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এক নেত্রীর নাম তোলা হল বিজেপির মণ্ডল তালিকায়। এই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তৃণমূল সূত্রে দাবি, বিজেপি ছেড়ে গত বছরের ডিসেম্বরে শাসক দলে যোগদান করেন স্থানীয় নেত্রী শৈব্যা মণ্ডল। কিন্তু গত ২০ মে বিজেপি তার ছাতনা ব্লকের ১ নম্বর মণ্ডলের যে তালিকা প্রকাশ করেছে, তাতে শৈব্যার নাম রয়েছে। শৈব্যা মণ্ডলের দাবি, তাঁর অনুমতি না নিয়ে বিজেপি তাদের তালিকায় তাঁর নাম রেখেছে। তৃণমূলের দাবি, শৈব্যা তৃণমূলেই রয়েছেন। বিজেপির দাবি, শৈব্যা দল ছেড়েছেন বলে তাদের কিছু জানাননি। তাঁর অনুমতি নিয়েই নাম রাখা হয়েছে তালিকায়।
দুর্গাপুরের (Durgapur) বেনাচিতিতে রাস্তা ঘেরাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। আজ সকালে স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর। হাতাহাতি বেধে যায় তৃণমূল ও বিজেপির (BJP) কর্মী-সমর্থকদের মধ্যেও। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে দু’দল। ২ ঘণ্টা পর পুলিশের (Police) হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।
কাল ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। মুখোমুখি গুজরাত ও রাজস্থান। তার আগে ক্রিকেটের নন্দনকাননের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে ঢুকে পিচ পরীক্ষা করেন তিনি। এরপর সাইডলাইনে আলোচনা সারেন সিএবি কর্তাদের সঙ্গে।
অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার হাইকোর্টের কপি পৌঁছল কোচবিহার ডিআই সেকেন্ডারি অফিসে। ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কপি। এতদিন যে বেতন পেয়েছে অঙ্কিতা তার হিসেব দেবে স্কুল কর্তৃপক্ষ। জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা।
সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা পেট্রোল-ডিজেল না কেনার হুঁশিয়ারি, ক্ষতির মুখে পড়ায় ডিপো থেকে তেল না কেনার হুঁশিয়ারি পাম্প মালিকদের।
‘সব ব্যাপারে হস্তক্ষেপ করছে কেন্দ্র, এজেন্সি দিয়ে তুঘলকি কায়দায় সরকার চালাচ্ছে। এরকম এত নিম্নমানের কাজ হিটলার, স্ট্যালিনও করেনি’। ‘যা চলছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে, যেখানে পারছে ঘরবাড়ি ভাঙছে, আমাদের না জানিয়ে ঘর বাড়ি ভাঙছে, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অটোনমি দেওয়া হোক’, স্বশাসিত হোক কেন্দ্রীয় এজেন্সি, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নিউটাউন পাথরঘাটাতে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ি পুকুরে পড়ে গেল গাড়ি। স্থানীয়রা গাড়িতে থাকা মহিলাকে উদ্ধার করে। ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ।
শিলিগুড়ির কাওয়াখালি উপনগরীর অনিচ্ছুক জমিদাতাদের উত্তরকন্যা অভিযান। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। অধিগৃহীত জমি ফেরতের দাবি।
ফের আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। বঞ্চনার অভিযোগে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি বিজেপি সাংসদের। ‘উত্তরবঙ্গ ভাবতে শুরু করেছে, জঙ্গলমহল রাজ্য কেন চাইব না? ‘বাংলার বাসিন্দাদের সঙ্গে থাকব, কিন্তু উন্নয়নের জন্য কি পাচ্ছি? কেন্দ্রের কাছে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানাব’। ‘২৩টি জেলা ভেঙে ৪৬টি জেলার কথা বলা হলে কেন জঙ্গলমহল রাজ্য নয়?’, রাঢ়বঙ্গ নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
চাকরির দাবিতে আজ সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন নার্সিং-এর চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ৫ হাজার জনের ইন্টারভিউ নেওয়া হলেও চাকরি দেওয়া হয়েছে ২ হাজার জনকে। ইন্টারভিউয়ে পাস করার পরেও তাঁরা চাকরি পাননি বলে বিক্ষোভকারীদের দাবি।
কোচবিহারের পানিশালায় রাস্তা তৈরির বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে ঠিকাদার সংস্থার থেকে প্রায় চার লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে কোতয়ালি থানায় FIR দায়ের। অভিযুক্ত তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক যুবককে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর ছবি ভাইরাল। এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠায় গ্রামে বসে সালিশি সভা। সেখানেই যুবককে শাস্তি দেওয়া হয় বলে দাবি গ্রামবাসীদের। সালিশি সভা বসানোয় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। আটক ৫।
অর্জুনের বিষয়ে দল সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় না বিরাট লাভ হবে। মনে হয় না কোনও ক্ষতিও হবে। প্রতিক্রিয়া সৌগত রায়ের।
তৃণমূলে যোগ দেওয়ার পর আজ শাসক দলের বৈঠকে প্রথম অংশ নিচ্ছেন অর্জুন সিংহ। আগামী ৩০ মে, শ্যামনগরে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভার প্রস্তুতি বৈঠক রয়েছে আজ টিটাগড়ে। উপস্থিত থাকবেন জেলা তৃণমূল নেতারা। সেই বৈঠকেই থাকবেন বলে জানিয়েছেন অর্জুন সিং।
খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। কোচবিহারের মাথাভাঙা মহকুমা আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে FIR দায়ের। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক তৃণমূলনেত্রীর। চাকরির নামে প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন ওই আইনজীবী।
অনলাইন পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা।
পূর্ব বর্ধমানের কাটোয়ায় অজয় ও ভাগীরথীর মিলনস্থলে ২ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। নদী গর্ভে বিলীন চাষের জমি থেকে কংক্রিটের ফেরি ঘাট। ভাঙন ঠেকাতে সেচ দফতরকে চিঠি কাটোয়া পুরসভার। বর্ষার পর শুরু হবে কাজ, জানিয়েছে সেচ দফতর।
১০০ দিনের কাজ করতে গেলে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান ও সাপ্লিমেন্টারি অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের মাধ্যমে কাজ করতে হয়। জেলাশাসক অনুমোদন দেন বিডিও-র মাধ্যমে। এখানে ফেক মেমো নম্বর দেওয়া হয়েছে। বেশ কিছু প্রকল্পের নাম দেওয়া হয়েছে - গাছ লাগানো, রাস্তা তৈরি, ড্রেন তৈরি। ভুয়ো মেমো নম্বরের ভিত্তিতে ৮ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু।
দাদার সঙ্গে জমি নিয়ে বিবাদের জের। পূর্ব বর্ধমানের বুদবুদে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় নিহতের দাদা-সহ ৬ আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।
বিজেপির মণ্ডল নেতৃত্বের তালিকায় তৃণমূল কর্মীর নাম! তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বাঁকুড়ার ছাতনায়। বাগযুদ্ধে জড়িয়েছে যুযুধান দুই শিবির। যাঁর নাম ঢোকানো নিয়ে বিতর্ক, সেই মহিলা নিজেকে তৃণমূল কর্মী দাবি করে বিজেপি নেতৃত্বকে একহাত নিয়েছেন।
বিজেপির মণ্ডল নেতৃত্বের তালিকায় তৃণমূল কর্মীর নাম! তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বাঁকুড়ার ছাতনায়। বাগযুদ্ধে জড়িয়েছে যুযুধান দুই শিবির। যাঁর নাম ঢোকানো নিয়ে বিতর্ক, সেই মহিলা নিজেকে তৃণমূল কর্মী দাবি করে বিজেপি নেতৃত্বকে একহাত নিয়েছেন।
পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে আজ উল্টোডাঙা থেকে ৩টি রুটের অটো বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলেন চালকরা। বন্ধ করে দেওয়া হয় উল্টোডাঙা থেকে লেকটাউন, উল্টোডাঙা থেকে বাগুইআটি ও উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের অটো। এর জেরে সপ্তাহের প্রথম কাজের দিন সকালে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব রাজ্যপালের। রাজভবনে গেলেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব। এসএসসি দুর্নীতি মামলার মধ্যেই তলব ঘিরে জল্পনা
SSC-র সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যাতে কেউ বাইরে থেকে সার্ভার রুমের কম্পিউটার অ্যাকসেস করতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।
ভুয়ো মেমো নম্বর দিয়ে ১০০ দিনের কাজ করার অভিযোগ। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসল মালদা জেলা প্রশাসন। ইংরেজ থানায় এফআইআর করলেন ইংরেজবাজারের বিডিও সৌগত চৌধুরী। ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। অভিযোগ, ১০০ দিনের কাজ প্রকল্পে জেলা প্রশাসান যে অনুমোদন দেয়, সেই নথি জাল করে প্রকল্পের কাজ চালানো হয়। ওই প্রকল্পে বরাদ্দ ছিল ৮ কোটি টাকা। রাস্তা তৈরি, নিকাশি নালা তৈরি ও গাছ লাগানোর জন্য ধার্য হয় এই বরাদ্দ। নথি জাল করে কাজ শুরু করে দেওয়া হয় টাকা তুলে নেওয়ার ছকে, এমনটাই অভিযোগ।
প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটের দামে কিছুটা ছাড় দেওয়ার আবেদন জানালেন বাম সাংসদ। সিপিআই সাংসদ বিনয় বিশ্বম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই আবেদন জানিয়ে চিঠি লিখেছেন। সূত্রের খবর, চিঠিতে তিনি লিখেছেন, অনেক প্রবীণ নাগরিকেরই ট্রেনের টিকিট কাটার সামর্থ্য নেই। তাঁদের জন্য টিকিটের দামে কিছুটা ছাড় দেওয়া হোক।
সার্ভে পার্ক থানার কিশোর ভারতী স্টেডিয়াম থেকে সিকিওরিটি ইনচার্জের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বছর তিরিশের ওই ব্যক্তির দেহ সহকর্মীরা ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। সূত্রের খবর, প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। তবে আত্মহত্যা করে থাকলে তার কারণ কী, তা পুলিশ খতিয়ে দেখছে।
আন্দোলনরত চাকরিপ্রার্থী সোমা দাসকে ৭ দিনের মধ্যে সহকারী শিক্ষকের চাকরি দিতে অবিলম্বে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিলেন স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব। পাশাপাশি দিতে বলা হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্টও। ১৪ মাস ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান, বিক্ষোভ চলছে এসএসসি-র নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের। তাঁদেরই একজন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস। ক্যান্সার আক্রান্ত এই চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরির প্রস্তাব ফিরিয়ে সবার নজর কেড়েছেন।
শুভেন্দু অধিকারীকে মারধরের হুঁশিয়ারি। রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এই হুমকি শোনা গেল তৃণমূল নেতা প্রদীপ গায়েনের গলায়। যা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। আবেগ তাড়িত হয়ে হয়ত বলে ফেলেছেন, মন্তব্য কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির।
পেট্রোল-ডিজেলের উপর কেন্দ্র শুল্ক কমালেও, এখনও পর্যন্ত সেই পথে হাঁটেনি এ রাজ্যের সরকার। তাই নিয়েই তুঙ্গে রাজনীতি। আগে ৯৭ হাজার কোটি টাকা বকেয়া মেটাক মোদি সরকার। দাবি তুলল তৃণমূল। মানুষের পাশে দাঁড়াতে চায় না বাংলার সরকার। পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি।
রোয়িংয়ের সময় প্রবল ঝড়। রবীন্দ্র সরোবরে জলে ডুবে ২ কিশোরের মৃত্যুর পর আতঙ্কে রয়েছেন অন্য অভিভাবকরা। আপৎকালীন পরিস্থিতির জন্য স্পিডবোট রাখার বিষয়ে গ্রিন ট্রাইব্যুনালের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছে লেক ক্লাব কর্তৃপক্ষ
চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এক তৃণমূল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তালাবন্দি অভিযুক্তর বাড়ি। এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
খাগড়াগড়ে জাল নোটের ছাপাখানাকাণ্ডে মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার একমঞ্চে থাকার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার। দলের সঙ্গে অভিযুক্তের যোগ থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
তৃণমূলে আমাকে নিয়ে কোনও আপত্তি নেই। সবাই খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলোচনা হয়েছে। দল যা দায়িত্ব দেবে তাই করব। তৃণমূলে প্রত্যাবর্তনের পর এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে বললেন অর্জুন সিংহ।
১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগ। বীরভূমের (Birbhum) বক্রেশ্বর (Bakreshwar) তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টারকে গ্রেফতার করল পুলিশ। গায়েব হওয়া টাকা কোথায়? জানতে মরিয়া তদন্তকারীরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তৃণমূলে ফিরলেন অর্জুন সিংহ। দল বদলের পর অর্জুন সিংহ বলেন, যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরে ফিরে এসেছি। পাল্টা দিলীপ ঘোষ বলেন, প্রশাসনিক চাপ এবং অত্যাচার সেটা উনি সহ্য করতে পারছেন না, তাই নতিস্বীকার করেছেন।
প্রেক্ষাপট
কলকাতা: বিজেপি ছেড়ে অভিষেকের উপস্থিতিতে ফের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন অর্জুন সিংহের (Arjun Sigh)।
বিজেপির (BJP) বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে তৃণমূলে (TMC) যোগ। দেশ চাইছে তৃণমূলকে। ট্যুইট অভিষেকের (Abhishek Banerjee)। প্রশাসনিক চাপ, ব্যবসায় অসুবিধায় দলবদল, কটাক্ষ দিলীপের।
নাম না করে শিশির-দিব্যেন্দুকে খোঁচা অর্জুন সিংহের।
ব্যারাকপুরের (Baracpore) বিজেপি (BJP) সাংসদের যোগদানের আগে ক্যামাক স্ট্রিটের অফিসে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের। সমন্বয় বৈঠক, খবর সূত্রের।
ভাটপাড়া থেকে ক্যামাক স্ট্রিট যাওয়ার আগে হঠাৎ রুট বদলে তাজ বেঙ্গলে অর্জুন। হোটেলের সামনে দেখা মিলল তৃণমূলের ফ্ল্যাগ লাগানো গাড়ি। কার সঙ্গে বৈঠক তুঙ্গে জল্পনা।
ভাটপাড়ার বিজেপি বিধায়ক ছেলেকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুনের।
কোচবিহারে যেতে চেয়ে সিবিআইয়ের কাছে আবেদন মেয়ের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীর। ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আবেদন খারিজ করে জানাল সিবিআই।
এসএসসি নিয়োগ থেকে বিভিন্ন ইস্যুতে দুর্নীতির অভিযোগ। খড়গপুরে বামেদের প্রতিবাদ। বাধা দেওয়ায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক ৩। সভার অনুমতি ছিল না, দাবি পুলিশের।
পেট্রোল-ডিজেলে কেন্দ্র এক্সাইজ ডিউটি কমাতেই ভ্যাট কমাল বিরোধী শাসিত কেরল, রাজস্থান, মহারাষ্ট্র। বাংলায় কবে? খোঁচা পেট্রোলিয়ামমন্ত্রীর। আগে বকেয়া মেটান, পাল্টা তৃণমূল।
ঝড়ে রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে ২ ছাত্রের ডুবে মৃত্যু। বন্ধ স্টুডেন্ট রোয়িং, বাতিল টুর্নামেন্ট। আতঙ্কে অভিভাবকরা। ফলো বোটের জন্য কেএমডিএ-কে আবেদন জানাচ্ছে ৩ ক্লাব।
খাগড়াগড় জালনোটকাণ্ডে মূল অভিযুক্তর সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট বিজেপি নেতার। এনআইএ তদন্ত দাবি। রাজনৈতিক ষড়যন্ত্র, পাল্টা তৃণমূল। তদন্তে এসটিএফ।
পূর্ব মেদিনীপুরের ময়নায় দুদিনে উদ্ধার প্রায় দেড় হাজার বোমা। তল্লাশি করলে বিজেপি নেতাদের বাড়ি থেকে উদ্ধার হবে আগ্নেয়াস্ত্র, আক্রমণ তৃণমূলের। অসত্য কথা, পাল্টা বিজেপি।
বেহালায় অভিজাত আবাসনে উদ্ধার একাকী মহিলার রহস্যমৃত্যু। বন্ধ ফ্ল্যাট থেকে পচাগলা দেহ উদ্ধার। ৪-৫ দিন আগে মৃত্যু, অনুমান পুলিশের। কীভাবে মৃত্যু? চলছে তদন্ত।
ভবানীপুরে অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। পুলিশের ভূমিকায় ক্ষোভ, গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ আটকে বিক্ষোভ। কীভাবে মৃত্যু, তদন্তে ভবানীপুর থানা।
শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যেই ভুয়ো পরীক্ষার্থী। কনস্টেবল পদে অন্যজনের হয়ে পরীক্ষা দিতে এসে বিধাননগর, লেকটাউন, নিউটাউনে গ্রেফতার ৩৭
করোনার পর এবার ইউরোপে মাঙ্কি-পক্সের প্রকোপ। রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। ইউরোপ থেকে আসা যাত্রীদের শরীরে র্যাশ থাকলেই হাসপাতালে ভর্তি। নমুনা পাঠাতে হবে পুণেতে।
রাজস্থানের যোধপুরে সরকারি হোম থেকে পালিয়ে শিশুকন্যার সঙ্গে দেখা করতে গিয়ে ৪ ঘণ্টায় দুবার ধর্ষণের শিকার। গ্রেফতার এএসআই-র আত্মীয় সহ ২।
ফের বাঙালি মেয়ের এভারেস্ট জয়। সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় চন্দননগরের পিয়ালি বসাকের। উচ্ছ্বসিত বাঙালি পর্বতারোহীরা।
পঞ্চায়েত ভোটের আগে ধাক্কা। বিজেপির পাট চুকিয়ে তৃণমূলে অর্জুন। অভিষেকের হাত ধরে ঘর ওয়াপসি ব্যারাকপুরের সাংসদের।
এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোন পথে সিবিআই তদন্ত? কেন্দ্রের পর কি জ্বালানি কর কমাবে রাজ্য?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -