West Bengal News Live Updates: কলকাতায় ফের ডেঙ্গির হানা, ১০ বছরের ছাত্রীর মৃত্যু

West Bengal LIVE News: জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকে

ABP Ananda Last Updated: 24 Jul 2023 11:45 PM
WB News Live: দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে অব্য়াহত ক্ষমতা বদলের ধারা

দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে অব্য়াহত ক্ষমতা বদলের ধারা। এবার এই গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। ২০টির মধ্য়ে ১২টি আসন গেছে বিজেপির দখলে। তৃণমূল পেয়েছে ৭টি আসন। ১টি আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। ফলপ্রকাশের পর থেকেই দল ভাঙানোর অভিযোগ ঘিরে শুরু হয়েছে চাপানউতোর।

West Bengal Live: বামনগোলাকাণ্ডে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ

বামনগোলাকাণ্ডে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ১৭ জুলাই নালাগোলা ফাঁড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে। সেই ঘটনায় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তৃণমূলের নির্দেশে মামলা, দাবি বিজেপির। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।

WB News Live: মুর্শিদাবাদের রানিনগর ও সুতিতে ভোট-পরবর্তী হিংসা

মুর্শিদাবাদের রানিনগর ও সুতিতে ভোট-পরবর্তী হিংসা। রানিনগরের ডেপুটি পাড়ায় কংগ্রেস সমর্থককে লক্ষ্য করে বোমাবাজিতে অভিযোগ উঠল তৃণমূল। বোমার আঘাতে জখম হয়েছেন ওই কংগ্রেস সমর্থক। অন্যদিকে, সুতিতে আক্রান্ত হলেন তৃণমূলের প্রাক্তন প্রধান। তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

West Bengal Live: কলকাতায় ফের ডেঙ্গির হানা, ১০ বছরের ছাত্রীর মৃত্যু

কলকাতায় ফের ডেঙ্গির হানা, ১০ বছরের ছাত্রীর মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে পিকনিক গার্ডেনের বালিকার মৃত্যু। 

WB News Live: ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে অস্ত্রোপচার! ৫ লক্ষ টাকা জরিমানা

ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে অস্ত্রোপচার! ৫ লক্ষ টাকা জরিমানা
লাইসেন্স ছাড়াই অস্ত্রোপচার, পালস ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা
কীভাবে লাইসেন্স ছাড়াই চিকিৎসা? শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ
স্বাস্থ্য দফতরকে শাস্তিমূলক পদক্ষেপর নির্দেশ স্বাস্থ্য কমিশনের
লাইসেন্স ছাড়াই বিশেষভাবে ভেরিকোজ ভেইনের চিকিৎসা চলার অভিযোগ --
এব্যাপারে এখনও পর্যন্ত মেলেনি ডায়াগনস্টিক সেন্টারের কোনও প্রতিক্রিয়া --

West Bengal Live: ফের অশান্ত কোচবিহার, দিনহাটায় আক্রান্ত বিজেপি

ফের অশান্ত কোচবিহার, দিনহাটায় আক্রান্ত বিজেপি
২ বিজেপি কর্মীর উপর হামলা, মারধরে ফাটল মাথা
ভোটের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ
এব্যাপারে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি

WB News Live: কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির বানারহাটে

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির বানারহাটে। বিজয় মিছিল থেকে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। তাঁদের এক জয়ী প্রার্থী ও কর্মীকে মারধর করেছে কংগ্রেসের লোকজন। পাল্টা দাবি করেছে তৃণমূল।

West Bengal Live: গড়িয়ার স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তালা ভেঙে নথি ও মূল্যবান সামগ্রী লুঠের অভিযোগ উঠল

গড়িয়ার স্কুলে দুষ্কৃতী তাণ্ডব। তালা ভেঙে নথি ও মূল্যবান সামগ্রী
লুঠের অভিযোগ উঠল। স্কুল পরিচালন সমিতির দাবি, এলাকায় 
প্রতিদিনই বসে মদ-জুয়ার আসর। বারবার পুলিশকে জানিয়েও কাজ হয়নি। একই অভিযোগ খোদ তৃণমূল কাউন্সিলরের। লুঠের উদ্দেশ্যেই দুষ্কৃতী হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান। 

WB News Live: পুনর্গণনায় তিনশোর বেশি ব্যালট বাতিল

পুনর্গণনায় তিনশোর বেশি ব্যালট বাতিল। এটা খেলা নাকি? চোখ বন্ধ ছিল বিডিও-র? কার চাপ ছিল? ঝালদাকাণ্ডে ক্ষুব্ধ হাইকোর্ট। কমিশনের জবাব তলব। 

West Bengal Live: রক্ষাকবচের আবেদন অভিষেকের, মামলা ফেরত গেল প্রধান বিচারপতির এজলাসে 

রক্ষাকবচের আবেদন অভিষেকের, মামলা ফেরত গেল প্রধান বিচারপতির এজলাসে 
প্রধান বিচারপতির কাছে মামলা ফেরত পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 

WB News Live: অবশেষে মালদাকাণ্ডে জামিন পেলেন ২ নির্যাতিতা

অবশেষে জামিন পেলেন ২ নির্যাতিতা
মালদায় চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা !
যাঁরা নির্যাতিতা, সেই ২ মহিলাকেই গ্রেফতার করে পুলিশ
ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করে পুলিশ
৫ দিন পর ২ নির্যাতিতাকে জামিন মালদা জেলা আদালতের
২ নির্যাতিতাকে পুলিশ গ্রেফতার করায় তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশের ভূমিকা

West Bengal Live: ভোট-হিংসায় বাদ গেল রানিনগরের কংগ্রেস কর্মীর হাত!

ভোট-হিংসায় বাদ গেল রানিনগরের কংগ্রেস কর্মীর হাত!
ভোটের লাইনেই বোমাবাজি! হাত বাদ গেল কংগ্রেস কর্মীর! 
৮ জুলাই ভোটের লাইনে বোমাবাজি, আহত কংগ্রেস প্রার্থীর পোলিং এজেন্ট
এনআরএসে বাদ গেল জখম কংগ্রেস কর্মীর হাত
বাঁ হাতে পচন ধরায় কনুইয়ের নীচ থেকে বাদ দিতে হল হাত!

WB News Live: বাইরে ব্যালট, ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্কে নেপাল মাহাতো

বাইরে ব্যালট, ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্কে নেপাল মাহাতো। ভাইরাল ওই ক্লিপে দুই ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে একজনকে কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলে দাবি করা হয়েছে। ফোনে দুই ব্যক্তির কথোপকথনের মধ্যেই একজনকে ব্যালট পেপারের প্যাকেট বাইরে ফেলার নির্দেশ দিতে শোনা যাচ্ছে।

West Bengal Live: 'এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে?' হাইকোর্টে ফের ভর্ৎসিত রাজ্য সরকার 

পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, হাইকোর্টে ফের ভর্ৎসিত রাজ্য সরকার 
'এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে?'

WB News Live: রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি কর্মীদের বিক্ষোভ

রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি কর্মীদের বিক্ষোভ
হাওড়া থানার কাছে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম
থানার সামনের অংশ গার্ড রেল দিয়ে ঘিরে আটকানো হল বিজেপিকে
ব্যারিকেড টপকে বিজেপি কর্মীরা ভিতরে ঢুকতে গেলে পুলিশের বাধা

West Bengal Live: ভোটে বেলাগাম সন্ত্রাস, প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিশিষ্টদের 

ভোটে বেলাগাম সন্ত্রাস, প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিশিষ্টদের 
ভোট ঘিরে হত্যালীলা, অরাজকতায় মুখ্যমন্ত্রীকে দায়ী করে খোলা চিঠি
'স্থানীয় পুলিশ-প্রশাসনে ভরসা করেই চলতে হয় কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে'
'রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব অস্বীকার করতে পারেন না'
ভোট-হিংসার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করে খোলা চিঠি অর্পণা, কৌশিক সেনদের 
হিংসা বন্ধে অবিলম্বে রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন বিশিষ্টদের

WB News Live: ব্রিজভূূষণকাণ্ডের ছায়া এবার বাংলায়? প্রাক্তন ক্রীড়াবিদকে 'কুপ্রস্তাব'!

ব্রিজভূূষণকাণ্ডের ছায়া এবার বাংলায়? প্রাক্তন ক্রীড়াবিদকে 'কুপ্রস্তাব'! কোচের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ জাতীয় স্তরের প্রাক্তন ক্রীড়াবিদের। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় হুমকি দেওয়ার অভিযোগ প্রাক্তন ক্রীড়াবিদের। নিউটাউন থানায় কোচের বিরুদ্ধেই প্রাক্তন ক্রীড়াবিদের অভিযোগ দায়ের। ফেডারেশনের কাছে নালিশ করায় খুনের হুমকি দেওয়ার অভিযোগ। 

West Bengal Live: দত্তপুকুরে চায়ের দোকানের মধ্যেই ISF কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ভোটপর্ব মিটলেও সন্ত্রাস অব্যাহত। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে চায়ের দোকানের মধ্যেই আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কড়েয়া-কদম্বগাছি স্টেশন রোড এলাকায়। ৩০ আসনের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করলেও ৪টি আসনে জেতে আইএসএফ। অভিযোগ, সেই আক্রোশে গতকাল রাতে আইএসএফ কর্মী মইদুল ইসলামকে মারধর করেন যুব তৃণমূলের অঞ্চল সভাপতি মাহবুব হাসান ও তাঁর দলবল। খবর পেয়ে এলাকায় জড়ো হন আইএসএফ কর্মীরা। ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 

WB News Live: রামনবমীতে হিংসা, এনআইএ তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

রামনবমীতে হিংসা, এনআইএ তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তিতে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের
হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট 
রামনবমীতে অশান্তি, বহাল থাকল এনআইএ তদন্তের নির্দেশ  ----

West Bengal Live: পঞ্চায়েত ভোটে হিংসা-মামলায় রাজ্যকে ফের ভর্ৎসনা বিচারপতি অমৃতা সিন্হার

পঞ্চায়েত ভোটে হিংসা-মামলায় রাজ্যকে ফের ভর্ৎসনা বিচারপতি অমৃতা সিন্হার

WB News Live: 'রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী'


'ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী', কেন্দ্রীয় বাহিনীকে থাকার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।'রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর এলাকা শনাক্ত করবে', সেইসব জায়গাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ প্রধান বিচারপতির।


 

West Bengal Live: মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল

বিধানসভায় মণিপুরের হিংসা বনাম বাংলার সন্ত্রাস। মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল

WB News Live: মণিপুর ইস্যুতে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর মিছিল

 


মণিপুর ইস্যুতে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর মিছিল। হাজরা থেকে শুরু হয়েছে মিছিল, য়াবে অ্যাকাডেমি চত্বর পর্যন্ত। উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষরা।


 

West Bengal Live: বিডিও, এসডিও-দের পিষে মারার হুমকি

বিডিও, এসডিও-দের পিষে মারার হুমকি। গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তৃণমূল। বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের শাসকদলের

WB News Live: পার্থ চট্টোপাধ্যায়কে ফের আদালতে পেশ

নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতারির ১ বছর পার, পার্থ চট্টোপাধ্যায়কে ফের আদালতে পেশ। বন্দিমুক্তি কমিটি কোথায়? ফের প্রশ্ন তুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
জোর করে আটকে রাখা হয়েছে, অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের।

West Bengal Live: কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam)এবার কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব । সিবিআই তলবে নিজাম প্যালেসে কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। কাটোয়া গার্লস স্কুলে বেআইনি ভাবে বেশ কয়েকজনের চাকরির অভিযোগ। কাদের সুপারিশে চাকরি, জানতে প্রধান শিক্ষিকাকে তলব, খবর সূত্রের।

WB News Live: সংসদ চত্বরে গাঁধী মূর্তির সামনেই বিক্ষোভ বাংলার বিজেপি সাংসদদের

সংসদ চত্বরে গাঁধী মূর্তির সামনেই বিক্ষোভ বাংলার বিজেপি সাংসদদের। 'শুধু মণিপুর নয়, বাংলায় মহিলাদের উপর অত্যাচার নিয়েও সংসদে আলোচনা চাই', দাবি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের

West Bengal Live: আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোটপর্ব মিটলেও সন্ত্রাস অব্যাহত। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে চায়ের দোকানের মধ্যেই আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কড়েয়া-কদম্বগাছি স্টেশন রোড এলাকায়। ৩০ আসনের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করলেও ৪টি আসনে জেতে আইএসএফ। অভিযোগ, সেই আক্রোশে গতকাল রাতে আইএসএফ কর্মী মইদুল ইসলামকে মারধর করেন যুব তৃণমূলের অঞ্চল সভাপতি মাহবুব হাসান ও তাঁর দলবল। খবর পেয়ে এলাকায় জড়ো হন আইএসএফ কর্মীরা। ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 


 

WB News Live: সুতিতে তৃণমূলের ওপর হামলার অভিযোগ

সুতিতে তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত মুজিবর রহমান ওমরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, পঞ্চায়েত ভোটে গন্ডগোল রুখে দেওয়ায় গতকাল রাতে তৃণমূল নেতার ওপর হামলা চালায় কংগ্রেস। যদিও এবার ভোটে দাঁড়াননি প্রাক্তন প্রধান। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

West Bengal Live:মুর্শিদাবাদের রানিনগরে ভোট-পরবর্তী হিংসা

মুর্শিদাবাদের রানিনগরে ভোট-পরবর্তী হিংসা। একদিকে কংগ্রেস সমর্থকের বাড়ি ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল। বোমার আঘাতে জখম কংগ্রেস সমর্থক রেন্টু শেখ। তাঁর একটি হাত ও পা গুরুতর জখম হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কংগ্রেস সমর্থক। তাঁর পরিবারের অভিযোগ, এলাকায় বাম-কংগ্রেস জোট প্রার্থীর জয়ের পর থেকেই তৃণমূলের অত্যাচার বেড়েছে। গতকাল বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষকৃতীরা। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 
 

WB News Live: পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে একগুচ্ছ মামলার শুনানি

পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে আজ একগুচ্ছ মামলার শুনানি। শুধু পঞ্চায়েত ভোট নিয়েই শুনানি রয়েছে অন্তত ৪০টি মামলার। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে রয়েছে ২২টি জনস্বার্থ মামলা। ১৬টি মামলা রয়েছে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রয়েছে ২টি মামলার শুনানি। ভোট-সন্ত্রাস, কারচুপি নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি। পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও রায় দেবে আদালত।

West Bengal Live:  'তৃণমূলের কাছে মণিপুর নিন্দনীয়, বাংলা প্রশংসনীয়', খোঁচা শুভেন্দুর

তৃণমূলের কাছে মণিপুর নিন্দনীয়, বাংলা প্রশংসনীয়, খোঁচা শুভেন্দু অধিকারীর। বিরোধীরা মণিপুর ইস্যু নিয়ে রাজনীতি করছেন বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। 

WB News Live:বাড়ি ঘেরাও ইস্যুতে হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়কের

 বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করতে গেলে বিমা করে যাবেন। এলেই উত্তম-মধ্যম প্রহার, হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়কের। খুব ভয় পেয়ে গেছে, পাল্টা তৃণমূল।
 

West Bengal Live:  বিজেপির পাল্টা অভিষেক

  ১০০ দিনের প্রকল্পের টাকা আদায়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেকের। এবার নামখানা, সিউড়ি থানাতেও অভিযোগ দায়ের বিজেপির। শুভেচ্ছা রইল, পাল্টা অভিষেক।
 

WB News Live: ঘৃণ্য ঘটনাকে ধামাচাপার চেষ্টা, আক্রমণ অধীরের

 পুলিশ এখন দলদাস, আক্রমণ খগেন মুর্মুর। অত্যাচারীদের পাশে পুলিশ। ঘৃণ্য ঘটনাকে ধামাচাপার চেষ্টা, আক্রমণ অধীরের। দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। পাল্টা শান্তনু।
 

West Bengal Live:  মালদাকাণ্ডে এসপি অফিস ঘেরাও বিজেপির, নামল কেন্দ্রীয় বাহিনী

 মালদায় চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা। গ্রেফতার দুই নির্যাতিতা, প্রতিবাদে এসপি অফিস ঘেরাও বিজেপির। নামল কেন্দ্রীয় বাহিনী। ধৃত পাঁচজনের পুলিশ হেফাজত।
 

WB News Live: ঝালদা পুরসভা দখলের চেষ্টা তৃণমূলের, আশঙ্কা কংগ্রেসের


ঝালদা পুরসভা দখলের চেষ্টা তৃণমূলের, আশঙ্কা কংগ্রেসের। চেয়ারপার্সন সহ ২ নির্দল কাউন্সিলরকে ভুল বুঝিয়ে কলকাতায়, দাবি নেপাল-কৌস্তভের। পুরসভা হারানোর আশঙ্কা, পাল্টা শাসক।
 

প্রেক্ষাপট


  • ঝালদা পুরসভা (Jhalda Municipality) দখলের চেষ্টা তৃণমূলের, আশঙ্কা কংগ্রেসের। চেয়ারপার্সন সহ ২ নির্দল কাউন্সিলরকে ভুল বুঝিয়ে কলকাতায়, দাবি নেপাল-কৌস্তভের। পুরসভা হারানোর আশঙ্কা, পাল্টা শাসক।

  • মালদায় (Malda violence) চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা। গ্রেফতার দুই নির্যাতিতা, প্রতিবাদে এসপি অফিস ঘেরাও বিজেপির। নামল কেন্দ্রীয় বাহিনী। ধৃত পাঁচজনের পুলিশ হেফাজত।

  • পুলিশ এখন দলদাস, আক্রমণ খগেন মুর্মুর। অত্যাচারীদের পাশে পুলিশ। ঘৃণ্য ঘটনাকে ধামাচাপার চেষ্টা, আক্রমণ অধীরের। দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। পাল্টা শান্তনু।

  • ৮০ দিন পরেও হিংসার বিরাম নেই মণিপুরে (Manipur Violence)। চূড়াচাঁদপুরে চলল গুলি, জ্বলল আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীদের রুটমার্চ।

  • ১৫ মে ইম্ফলে তরুণীকে সশস্ত্র ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার পর গণধর্ষণ, ট্যুইটে দাবি তৃণমূলের। দায় নেবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে? প্রশ্ন তৃণমূলের।

  • কবে মণিপুরে প্রতিনিধিরা, আজ সকালে বৈঠকে বিরোধীরা। গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভের পরিকল্পনা। পাল্টা রাজস্থান ও বাংলায় নারী নির্যাতন নিয়ে বিক্ষোভ দেখাবেন বিজেপি সাংসদরা।

  • ১০০ দিনের প্রকল্পের টাকা আদায়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেকের। এবার নামখানা, সিউড়ি থানাতেও অভিযোগ দায়ের বিজেপির। শুভেচ্ছা রইল, পাল্টা অভিষেক।

  • বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করতে গেলে বিমা করে যাবেন। এলেই উত্তম-মধ্যম প্রহার, হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়কের। খুব ভয় পেয়ে গেছে, পাল্টা তৃণমূল (TMC)।

  • আজ দিল্লিতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তলব কেন্দ্রীয় নেতৃত্বের। সুকান্ত, শুভেন্দুদের সঙ্গে বৈঠক অমিত শাহ ও জে পি নাড্ডার। পঞ্চায়েতে ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা।

  • বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের (Abhishek Banerjee), আজ হাইকোর্টে শুভেন্দু (Suvendun Adhikari)। ‘আসবে হেঁটে, ফিরবে কাঁধে চেপে’, পাল্টা হুমকি বিজেপি বিধায়কের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

  • ফের অশান্ত মণিপুর, মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা! সংঘাতে বিজেপি-তৃণমূল, নারী নির্যাতন নিয়ে তোলপাড় হতে পারে সংসদ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

  • ভোটে সন্ত্রাস, গণনাতেও কারচুপির অভিযোগ, জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ কী? শুধু পঞ্চায়েত নিয়েই আজ হাইকোর্টে ৪০টা মামলার শুনানি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.