West Bengal News Live Updates: রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি-তদন্ত চলাকালীনই আজ প্রাথমিকের টেট
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
বনদফতরের জারি করা বিশাল অঙ্কের ক্যাম্পিং-ফি-এর গেড়োয় অনিশ্চিত জয়ন্তির প্রকৃতি-পাঠ শিবির
ডোমকলে চাঞ্চল্য সৃষ্টি বালতি ভর্তি বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ ডোমকলের নরজপুর সবজিপাড়া মাঠের মধ্যে বোমা উদ্ধার করে পুলিশ।
সরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদার চাঁচলের আশাপুর রাজ্য সড়কের হসপিটাল মোড় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সরকারি বাসটি বেপরোয়া গতিতে আসছিল যার কারণে এই দুর্ঘটনা, যদিও বাসের চালক বাস নিয়ে পালানোর চেষ্টা করলে চাচোল স্ট্যান্ড এলাকায় স্থানীয়রা ধরে ফেলে। উত্তেজিত জনতা সরকারি বাসে ব্যাপক ভাংচুর চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
সাধারণতন্ত্র দিবসে দিল্লীর রাজপথে প্যারেডে অংশ নেবেন বাঁকুড়ার জঙ্গল মহলের এক আদিবাসী কন্যা। খাতড়ার চিরুনগর গ্রামের সুস্মিতা সরেনের এই সাফল্যে খুশীর হাওয়া এলাকা জুড়ে। বাবা সহদেব সরেন পেশায় স্থানীয় সুপুর হাই স্কুলের শিক্ষক, মা মমতা সরেন প্রাথমিক শিক্ষিকা হলেও প্রত্যন্ত চিরুনগর গ্রাম থেকে দিল্লীর রাজপথ সুস্মিতার এই জার্নিটা মোটেই সহজ ছিলনা। খড়বন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে গড় রাইপুর হাই স্কুল থেকে মাধ্যমিক ও খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ শেষে বর্তমানে বাঁকুড়া সম্মিলনী কলেজে সংস্কৃত অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। এই কলেজে পড়াশুনা করতে এসেই এন.এস.এস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পে নিজের নাম লেখানোর সুযোগ পায় সে। পরে চলতি বছরে নভেম্বর মাসে দেশের পূর্বাঞ্চলের রাজ্য গুলিকে নিয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। আর সেখান থেকেই এরাজ্যের আটজন সাধারণতন্ত্র দিবসে দিল্লীতে প্যারেডে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন, জঙ্গল মহলের সুস্মিতা সরেন তাঁদের মধ্যে অন্যতম।
টেট পরীক্ষার দিন সকালেই ভাঙলো হাবরা এক নম্বর রেলগেট। আর তাতেই বিপত্তিতে পড়লেন টেট পরীক্ষার্থী সহ নিত্যযাত্রীরা। রবিবার ছুটির দিন হলেও আজ কয়েক লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিতে হাবরা অশোকনগর ট্রেনে করে আসছেন। এছাড়াও আজ ব্রিগেডে রয়েছে লক্ষ্য কন্ঠে গীতা পাঠ সকলেরই আজ দেরি হল এই গেট ভাঙ্গার কারণে ট্রেন বিলম্বে আসায়। মাঝের হাট লোকাল চল্লিশ মিনিট পরে হাবরা স্টেশনে আসে জানালেন নিত্যযাত্রীরা। পাশাপাশি হাবড়ায় উড়ালপুলের দাবি জানাতেও শোনা গেল নিত্যযাত্রীদের। রেল পরিষেবার নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেন যাত্রীরা. গৃহবধূ কান্নায় ভেংগে পড়েছেন
ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের চাঁদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শনিবার রাত্রি ১১ঃ৫০ নাগাদ দাসপুরের চাঁদপুরে একটি মালবাহী লরির সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একেবারে ডুমরে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের ড্রাইভার গাড়ির মধ্যেই আটকে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় মানুষজন। খবর যায় দাসপুর থানায়। দাসপুর থানার পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় প্রায় এক ঘন্টা পর তাকে গাড়ি থেকে উদ্ধার করা সম্ভব হয়। গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে দেখা দেয় তীব্র যানজট দীর্ঘক্ষণের পুলিশের প্রচেষ্টার পর শুরু হয় যান চলাচল।
আজ কলকাতার ব্রিগেড মাঠে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ কণ্ঠের গীতা পাঠ। গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে । শীতের কুয়াশার সকালকে উপেক্ষা করেই গোটা জেলার পাশাপাশি রবিবার শান্তিপুর ব্লকের ফুলিয়া থেকে রওনা দিলেন ট্রেনে ও বাসে করে।
কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে হাওড়া স্টেশন থেকে মিছিল করে লোক আসতে শুরু করলো বিভিন্ন জেলা থেকে।
ঘন কুয়াশার চাদরে ঢেকেছে হাওড়াও। দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা এতটাই যে, ১৫-২০ মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না। সেই কারণে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ার কথা থাকলেও, তা বন্ধ রাখতে বাধ্য হয় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। কুয়াশায় ঢেকেছে দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ। ধীর গতিতে যান চলাচল করছে। রাস্তায় লোকজনের সংখ্যাও অন্য দিনের তুলনায় কম।
সকালে ঘন কুয়াশার জের। দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা আংশিক ব্যাহত হয়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত কোনও বিমান নামেনি। কয়েকটি বিমান উড়লেও, অধিকাংশই নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছেড়েছে। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় এই বিপত্তি।
আজ কলকাতায় লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। পড়া হবে গীতার ৫টি অধ্যায়। ব্রিগেড ময়দানকে ২০টি ব্লকে ভাগ। প্রতি ভাগে ৫ হাজার করে মানুষের গীতা পাঠের ব্যবস্থা।
রবিবার টেটের জন্য মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা। অন্যান্য রবিবার যেখানে দমদম ও নিউ গড়িয়ার মধ্যে চলাচল করে ১৩০টি ট্রেন, সেখানে পরীক্ষার দিন চালানো হবে ২৩৪টি ট্রেন। সকাল ৯টার পরিবর্তে আজ দমদম ও নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো।
রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি-তদন্ত চলাকালীনই আজ প্রাথমিকের টেট। রাজ্যের ৭৭৩টি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে কলকাতায় ৫টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এবারের টেটে বসছেন প্রায় ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। কলকাতার ৫টি কেন্দ্রে ২ হাজার ২০০ জন চাকরিপ্রার্থী পরীক্ষা দেবেন।
কলকাতা বিগ্রেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর বসতে চলেছে। তারই প্রস্তুতিতে শনিবার বিকেলে গীতা জয়ন্তীর দিনে নদীয়ার বেথুয়া ডহরিতে একসঙ্গে পাঁচশ কণ্ঠে গীতা পাঠ আয়োজন করেছে ভাগবত গীতা ওয়ার্ল্ডের সদস্যরা। ৫০০ জন নারী পুরুষ নির্বিশেষে একসঙ্গে গীতা পাঠের আয়োজন।
লক্ষ কন্ঠে গীতাপাঠকে কেন্দ্র করে একাধিক বিশ্ব রেকর্ড গড়তে প্রস্তুত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।এমনটাই দাবি করেছেন উদ্যোক্তারা । রবিবার (২৪ ডিসেম্বর) অন্তত এক লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন। ইতিমধ্যেই ১ লাখ ৩০ হাজার মানুষ গীতা পাঠের জন্য নাম নিবন্ধন করেছেন।
প্রেক্ষাপট
কলকাতা: লক্ষ কন্ঠে গীতাপাঠকে (Geeta Path) কেন্দ্র করে একাধিক বিশ্ব রেকর্ড (World Record) গড়তে প্রস্তুত কলকাতার (Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ড (Brigrade parade ground)। ১ লাখ ৩০ হাজার মানুষ গীতা পাঠের জন্য নাম এমনটাই দাবি।
গতবার মায়াপুরে একসঙ্গে ৫ হাজার মানুষ গীতা পাঠ করেছিলেন। আর এবার, ব্রিগেডে হবে লক্ষ কন্ঠে গীতাপাঠ। অভিনব এই উদ্যোগ নিয়েছে, অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হবে ২০ হাজার ৮টি শঙ্খধ্বনিতে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ‘লক্ষ কন্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান । দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী, পুরীর দ্বৈতাপতির উপস্থিতিতে এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে।
ব্রিগেডে অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’অর্থাভাবে আমরা ট্রেন দিতে পারিনি,তাই উত্তরবঙ্গ থেকে ছয় হাজার আবেদন পেয়েছি । দক্ষিণবঙ্গ ও সংলগ্ন এলাকা থেকে এক লাখ ত্রিশ হাজার আবেদন জমা পড়েছে । এত আবেদন জমা পড়বে আমরা আশা করিনি ।’
ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করেছে অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম প্রভৃতি বিভিন্ন অরাজনৈতিক হিন্দু সংগঠনগুলি । মোট ২০টি ব্লক তৈরি করা হয়েছে । প্রতিটি ব্লকে ৫ হাজার জন করে ধর্মীয় গুরুকে বসানো হবে । মূল মঞ্চ হবে ৩ টে ।
গঙ্গা থেকে জল এনে হোম যজ্ঞ করে খুঁটি পূজার মাধ্যমে এই গীতা পাঠের অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -