West Bengal News Live : বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডের ১ বছরের মাথায় সোনার দোকানে গুলি
এবিপি আনন্দের ওয়েবসাইট, bengali.abplive.com-এ সাড়ে ১২টা থেকে HS র ফল জানা যাবে।
আদালতের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল বেআইনিভাবে নির্মিত তৃণমূলের পার্টি অফিস। পঞ্চায়েত প্রধান ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বড়ঞায় বেআইনি নির্মাণ তৈরি করার অভিযোগ। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, জেসিবি দিয়ে ভেঙে ফেলা হল তৃণমূলের কার্যালয়।
বেলেঘাটার পর নারকেলডাঙা, ফের তৃণমূল বনাম তৃণমূল। নারকেলডাঙায় পার্কের আবেদনে সায় মেয়রের, তারপরেও তাণ্ডব।
দিলীপ ঘোষ এদিন বলেন, 'সৌগত রায় বড় বিজ্ঞানী। তাঁর ৭৫ বছর বয়স। ওনাকে জিজ্ঞাসা করুন, উনি কোনও দিন দেখেছেন, গরমে বোমা ফেটে যায় ? হঠাৎ এভাবে পরপর ফাটতে আরম্ভ করল।'
সরকারি হাসপাতাল। ভর্তি রয়েছেন রোগীরা। তখনই আঁধারে ডুবল হাসপাতাল। সামান্য কিছুক্ষণের জন্য নয়। টানা তিন ঘণ্টার জন্য। ততক্ষণ গরমে নাজেহাল হতে হল রোগীদের। অথচ হাসপাতালে জেনারেটর ছিল। তবুও কেন এমন ঘটনা? কারণ শুনে চোখ কপালে ওঠার জোগাড়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জেনারেটরের তেল ফুরিয়ে যাওয়ায় জেনারেটর চালানো যায়নি। এই ঘটনা উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালের। গোটা ঘটনা তীব্র ক্ষোভ রোগীর পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
ইউপিএসসি পরীক্ষায় ফের সফল বাংলার পড়ুয়ারা। রাজ্যের মধ্যে কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে অন্যান্য জেলা। ইউপিএসসি পরীক্ষায় এবার বাংলায় প্রথম শিলিগুড়ির চৈতন্য খেমানি। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র্যাঙ্ক ১৫৮। আগামীদিনে আইপিএস অফিসার হতে চান তিনি। এর আগে দুবার পরীক্ষা দিয়েও সাফল্য আসেনি। তবে,তৃতীয়বারের চেষ্টায় বাজিমাত করলেন শিলিগুড়ির চৈতন্য খেমানি। অন্যদিকে, চতুর্থবার পরীক্ষা দিয়ে সফল হয়েছেন ইশান সিংহ। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র্যাঙ্ক ২৩৪। ইউপিএসসি-তে রাজারহাট নিউটাউনের বাসিন্দা ঋষভ সিংহের সর্বভারতীয় র্যাঙ্ক ২৯৪। চতুর্থবারের চেষ্টায় সফল হয়েছেন তিনি। কৃতীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যারাকপুরের আনন্দপুরীতে চলল গুলি। মূলত ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলের উপর গুলি চালানোর অভিযোগ। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম আরও ২। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি।
আগ্নেয়াস্ত্র বদলের আগেই পুলিশের হানা , জঙ্গিপুরে গ্রেফতার ২।
নবান্নতে মুখ্যমন্ত্রী-অরবিন্দ কেজরিওয়াল বৈঠককে কটাক্ষ করে ট্যুইট শুভেন্দু অধিকারীর। ট্যুইটারে বিরোধী দলনেতা লিখলেন, 'পশ্চিমবঙ্গের স্টেট সেক্রেটারিয়েটকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।' তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ। ট্যুইটারে শুভেন্দু লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য রাজ্য সচিবালয়কে ব্যবহার করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও এই রাজনৈতিক বৈঠকে উপস্থিত ছিলেন। যদি এই বৈঠক দুই মুখ্য়মন্ত্রীর হয়, তাহলে কী বাণিজ্যিক সিদ্ধান্ত এখানে নেওয়া হল ? পশ্চিমবঙ্গ এবং দিল্লির সরকারের মধ্যে কোনও মউ সাক্ষরিত হল কি ? দিল্লি সরকার কি পশ্চিমবঙ্গকে আবগারি নীতির ব্যাপারে কোনও সাহায্য করতে চলেছে ? কীভাবে সততা এবং স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্ভব ? সেই ব্যাপারে দিল্লির শিক্ষা দফতরকে কি কোনও প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য ?'
সিবিআইয়ের ১৭ কোটির পরে অনুব্রতর আরও ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। অনুব্রত-সুকন্যা-ছবি মণ্ডলের নামে থাকা সম্পত্তি ও টাকা অ্যাটাচ করল ইডি ।
দুবরাজপুর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার তৃণমূলকর্মীর ছেলে। দুবরাজপুর বিস্ফোরণকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৩। এর আগে গ্রেফতার হন তৃণমূল নেতা শেখ মইনুদ্দিন ও তৃণমূলকর্মী শেখ মুরিলাল। এবার তৃণমূলকর্মী শেখ মুরিলালের ছেলেকেও গ্রেফতার করল পুুলিশ
এগরা বিস্ফোরণকাণ্ডে ভানু বাগের স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি। বিস্ফোরণের পর ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন ভানুর স্ত্রী গীতারানি বাগ। আজ ভোরে সেখান থেকেই তাঁকে পাকড়াও করে সিআইডি। ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চলছে।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বয়ানকে সামনে রেখে এবার কুন্তল ঘোষকে জেরা। প্রেসিডেন্সি জেলে গিয়ে বহিষ্কৃত যুব তৃণমূল নেতাকে জেরা সিবিআইয়ের। এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগে চিঠি জেলবন্দি কুন্তল ঘোষের । এজেন্সির বিরুদ্ধে অভিষেকের নাম বলাতে চাপ দেওয়ার অভিযোগ কুন্তলের।
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের (HS Result 2023) ফল। ফলপ্রকাশের পর শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামীদিনের জন্য শুভকামনাও জানালেন তিনি।
দুই ভাইবোনের মধ্যে ২ নম্বরের তফাত। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় নাম তুলে কুণডু পরিবারের মুখ উজ্জ্বল করল তারা। হুগলির আরামবাগের কাপশিট হাইস্কুলের কৌস্তুভ ও কৌশিকীকে নিয়ে গর্বিত পরিবার।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও ২ জনকে তলব ইডির। ‘কালীঘাটের কাকু’ সুজয় ভদ্রর বাড়িতে অভিযান চালিয়ে ৩ কোম্পানির হদিশ মেলে, ইডি সূত্রে খবর। তার মধ্যে একটি কোম্পানির ডিরেক্টর ও অ্যাকাউন্ট্যান্টকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সেই সূত্রে এবার আরও ২ জনকে তলব করেছে ইডি।
উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার। প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু। যুগ্ম দ্বিতীয় বাঁকুড়ার সুষমা, উত্তর দিনাজপুরের আবু সামা। তৃতীয় স্থানে ৪ কৃতী।
পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। দশম স্থানে কলকাতা। ফল জানা যাচ্ছে এবিপি আনন্দের ওয়েবসাইটে। পরের বছর পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে।
পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর।
১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি।
পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট
উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার
উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫
দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা,
উচ্চমাধ্যমিকে তৃতীয় ৪ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪
তৃতীয় চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা
তৃতীয় আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক
‘২০২৩-২৪ সালের একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি’
WB HS Results, WB HS Results 2023, WBCHSE, WB Board Results
চোখ রাখুন :
wb12.abplive.com
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html
উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত। বেলা ১২.৩০ থেকে দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে । উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে https://bengali.abplive.com-এ
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও ২ জনকে তলব ইডির। ‘কালীঘাটের কাকু’ সুজয় ভদ্রর বাড়িতে অভিযান চালিয়ে ৩ কোম্পানির হদিশ মেলে, ইডি সূত্রে খবর। তার মধ্যে একটি কোম্পানির ডিরেক্টর ও অ্যাকাউন্ট্যান্টকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সেই সূত্রে এবার আরও ২ জনকে তলব
প্রকাশিত হবে উচ্চমাধমিকের ফল। বেলা ১২টায় ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
নজর রাখুন
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html
গরুপাচার মামলায় BSF-এর পর এবার কাস্টমস অফিসারদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রে খবর, গত তিনদিনে শুল্ক দফতরের ২ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ২ কাস্টমস অফিসারকে তলব করেছে সিবিআই
পঞ্চায়েত ভোটের আগে মালদায় আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মানিকচকের জোত পাট্টা গ্রামে অভিযান চালায় পুলিশ। তুফানি মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার করে ২টি মাস্কেট ও ৩ রাউন্ড গুলি। বাড়ির মালিককে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ।
সাতসকালে ডালহৌসিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। বেপরোয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি। গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সাতসকালে ডালহৌসিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। বেপরোয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি। গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নবান্নে মমতা-কেজরিওয়াল-ভগবন্ত মান বৈঠক। বিজেপি বিরোধী প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক নবান্নে। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে নবান্নে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও।
লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোট নিয়ে আলোচনা, খবর সূত্রের।
মাকালু শৃঙ্গ জয় করে ফেরার পর, নিউমোনিয়ায় আক্রান্ত পাহাড়-কন্যা পিয়ালি বসাক। কাঠমাণ্ডুর হাসপাতালে চিকিৎসাধীন চন্দননগরের মেয়ে। মাকালু শৃঙ্গ জয় করতে গিয়ে প্রায় ২২ ঘণ্টা বরফের মধ্যে আটকে ছিলেন পিয়ালি। হাত-পায়ের আঙুলে ফ্রস্ট বাইটও হয়। কাঠমাণ্ডুতে ফেরার পর, গতকাল জ্বর আসে। রাতে হাসপাতালে ভর্তি করা হয় পিয়ালিকে।
এগরা থেকে শুরু করে বজবজ, ইংরেজবাজার। পরপর বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। বাজি ব্যবসায়ীদের সতর্ক করতে মালদার চাঁচলে মাইকে প্রচার করলেন পুলিশ কর্মীরা। থানায় এসে বেআইনি বাজি-পটকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে।
আজ প্রকাশিত হবে উচ্চমাধমিকের ফল। বেলা ১২টায় ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র, তাও শেষ রক্ষা হল না। মঙ্গলবার, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পালের। শুক্রবার, মাঝরাতে ওই যুবককে ভর্তি করাতে গিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে বেনজির সংঘাতে জড়ান তৃণমূল বিধায়ক।
'২-৩ দিন দেখব, তারপর থানা অভিযান হবে।' এগরা থানায় গিয়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। নাটক করছেন শুভেন্দু। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এগরা বিস্ফোরকাণ্ডের প্রতিবাদে, আজ শুভেন্দু অধিকারীর
নেতৃত্বে এগরা বাসস্ট্যান্ড থেকে দিঘা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি।
প্রেক্ষাপট
কলকাতা : মাধ্যমিকের ফল বেরোল ১৯ মে। তার পাঁচদিনের মাথায় আজ ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ (WB HS Results 2023 Live)। এবার যারা উচ্চমাধ্যমিক দিয়েছেন, করোনার কারণে তাঁদের মাধ্যমিক পরীক্ষায় বসা হয়নি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তাঁদের কাছে কার্যত প্রথম বড় পরীক্ষায় পরিণত হয়েছে। আর এবার, পরীক্ষার্থীর সংখ্য়ায় বেনজিরভাবে মাধ্যমিককে টপকে গেছে উচ্চমাধ্যমিক। এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। ২৪ মে বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করবে সংসদ। এবিপি আনন্দের ওয়েবসাইট, bengali.abplive.com-এ সাড়ে ১২টা থেকে ফল জানা যাবে।
রোল নম্বর দিলেই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা নিয়ামক সংস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আনুষ্ঠানিক দিন ঘোষণার আগেই ট্যুইট করে রেজাল্টের দিন জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
নজর রাখুন
বেলা ১২টায় উচ্চমাধমিকের ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ক্লিক করুন : wb12.abplive.com
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html
- - - - - - - - - Advertisement - - - - - - - - -