West Bengal News Live Updates: 'মমতা দেশের সেরা ১০ রাজনীতিবিদের মধ্যে একজন’, মন্তব্য মিঠুনের

জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ক্লিক করুন এই লিঙ্কে।

ABP Ananda Last Updated: 24 Nov 2022 11:54 PM
WB News Live Updates: 'মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সেরা ১০ রাজনীতিবিদের মধ্যে একজন’, মন্তব্য মিঠুনের

‘আমি সুভাষ চক্রবর্তীর কাছের লোক। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সেরা ১০ রাজনীতিবিদের মধ্যে একজন। মমতার কিছু মাস্টারস্ট্রোক, বিজেপি-সিপিএম-কংগ্রেস বুঝতেই পারেনি। অভিষেক খুব ভাল বক্তা, বাকি যা শুনছি, সেটা অন্য দিক’, মন্তব্য মিঠুনের 

West Bengal News Live Updates: নজরে হাম-রুবেলা

হঠাৎ করে বেড়েছে হাম ও রুবেলার প্রকোপ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তৎপর কেন্দ্র। ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ ভ্যাকসিনেসন করতে হবে। তৈরি করতে হবে টাস্কফোর্স। রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তৎপর কলকাতা পুরসভাও।

WB News Live Updates: কলকাতায় কেক মিক্সিং

মাঝে আর ঠিক একটা মাস। তারপরই ঘণ্টা বাজিয়ে হাজির হবে সান্তা। বড়দিনের উত্সবে মাতবে সবাই। সেই উত্সবের কথা মাথায় রেখেই কেক মিক্সিং হয়ে গেল স্পেশালিটি রেস্তোরাঁ গ্রুপের ড্যারিওল বেকারি অ্যান্ড কনফেকশনারিতে। এখন শুধু স্বাদ নেওয়ার অপেক্ষা।

West Bengal News Live Updates: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক

৫ই ডিসেম্বর, দিল্লিতে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক হবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, আগামী বছর মেঘালয়ে বিধানসভা ভোট। তার আগে ১২ই ডিসেম্বর, মেঘালয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: রাজ্য সরকারের কমিটি ছাড়লেন বিভাস চক্রবর্তী

রাজ্য সরকারের কমিটি ছাড়লেন বিভাস চক্রবর্তী। নজরুল অ্যাকাডেমি থেকে অব্যাহতি চেয়ে ই-মেল। ‘আমার পক্ষে কমিটিতে থাকা সম্ভব নয়, জানিয়ে দিয়েছি’। 

West Bengal News Live Updates: মাহেশের জগন্নাথ মন্দিরের রথ ডাক বিভাগের বিশেষ ডাকখামে

শ্রীরামপুরের সুপ্রাচীন মাহেশের রথ হেরিটেজ হয়েছে, পর্যটন কেন্দ্র হয়েছে আগেই। তবে এবার মাহেশের জগন্নাথ মন্দিরের রথ ডাক বিভাগের বিশেষ ডাকখামে উঠে এল। 

WB News Live Updates: মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনেও উঠল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

নৈহাটির পর এবার নওদা, পঞ্চায়েত ভোটের আগে ফের খুন। মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনেও উঠল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। মুর্শিদাবাদে গুলি-বোমা, নদিয়ার তৃণমূল নেতা খুন। দলের নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ নদিয়ার তৃণমূল নেতার

West Bengal News Live Updates: ফের খারিজ জামিনের আবেদন, জেলেই মানিক ভট্টাচার্য

ফের খারিজ জামিনের আবেদন, জেলেই মানিক ভট্টাচার্য। ৭ ডিসেম্বর পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ। মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ ইডির বিশেষ আদালতের

WB News Live Updates: বকেয়া ডিএ চেয়ে রাত কাটল লকআপে, গ্রেফতার ৪৭জনেরই জামিন

বকেয়া ডিএ চেয়ে রাত কাটল লকআপে, সবার জামিন। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৪৭জনেরই জামিন। ধৃতদের পুলিশ হেফাজতের দাবি খারিজ, ৪৭জনেরই জামিন। আদালতে ধোপে টিকল না পুলিশের দেওয়া জামিন অযোগ্য ধারা। 

West Bengal News Live Updates: মুর্শিদাবাদে গুলি-বোমা, নদিয়ার তৃণমূল নেতা খুন

মুর্শিদাবাদে গুলি-বোমা, নদিয়ার তৃণমূল নেতা খুন। নদিয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী মুর্শিদাবাদে খুন। নওদা থেকে করিমপুরে ফেরার সময় রাস্তা আটকে গুলি, বোমা 

WB News Live Updates: কোন্নগর বারো মন্দির ঘাটে শুরু গঙ্গা আরতি

কোন্নগর বারো মন্দির ঘাটে আজ থেকেই প্রত্যেকদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি হবে গঙ্গায়। মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই গঙ্গা আরতি ভাবনা নিয়ে কোন্নগর পৌরসভার পক্ষ থেকে। 

West Bengal News Live Updates: ‘ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার’

‘ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার’, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ ধৃত সরকারি কর্মীদের আদালতে তোলা হবে। 

WB News Live Updates: অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগের আবেদন, ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের

অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগের আবেদন, ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। ‘বেনামি আবেদন’ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়-ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ

West Bengal News Live Updates: মঙ্গলকোটে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি

মঙ্গলকোটে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমাবাজি। দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার। 

WB News Live Updates: ‘অন্যের জেতা লটারির টিকিট কেনেন অনুব্রত মণ্ডল’

লটারি-রহস্যে চাঞ্চল্যকর মোড়। ‘অন্যের জেতা লটারির টিকিট কেনেন অনুব্রত মণ্ডল। ৮৩ লক্ষ টাকা দিয়ে জেতা লটারি কিনেছিলেন অনুব্রত’, বিস্ফোরক দাবি গাঙ্গুলি লটারির মালিকের

West Bengal News Live Updates: সুভাষ সরকারকে গোব্যাক স্লোগান, যুবককে মাটিতে ফেলে মার

সুভাষ সরকারকে গোব্যাক স্লোগান, যুবককে মাটিতে ফেলে মার। বাঁকুড়ার শালতোড়ায় বিজেপির পতাকা হাতে যুবককে বেধড়ক মার। ঝান্ডার লাঠি দিয়ে যুবককে মাটিতে ফেলে মার বিজেপি কর্মীদের।নিজেকে বিজেপি কর্মী বলে দাবি প্রহৃত যুবকের। এলাকার উন্নয়নে কোনও কাজ করেননি সাংসদ, দাবি আক্রান্তের। ওই যুবক বিজেপির কেউ নয়, তৃণমূলের লোক, দাবি সুভাষ সরকারের

WB News Live Updates: 'প্রতিদিন দুর্নীতির অঙ্ক বেড়েই চলছে’, বিস্ফোরক অভিযোগ ইডির

‘৩০ কোটি টাকার সম্পত্তি মিলেছে, আরও মিলতে পারে। সময়সাপেক্ষ তদন্ত, প্রতিদিন দুর্নীতির অঙ্ক বেড়েই চলছে’, প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির 

West Bengal News Live Updates: ধৃত ডিএ আন্দোলনকারীদের জামিনের আবেদন আদালতে

ধৃত ডিএ আন্দোলনকারীদের জামিনের আবেদন আদালতে। ধৃত ডিএ আন্দোলনকারীদের হয়ে সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর। ‘শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ভূমিকা অভাবনীয়’। ‘পুলিশ ছেড়ে দেবে বলেছিল, কিন্তু তারপরেও ছাড়েনি’। 

WB News Live : গেমিং অ্যাপস প্রতারণাকাণ্ডে মূল চক্রী আমির খানকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি

অনলাইন গেমিং অ্যাপস প্রতারণাকাণ্ডে মূল চক্রী আমির খানকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের প্রেক্ষিতে এবার আমিরের নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করল ইডি-র বিশেষ আদালত। কালই আমিরকে আদালতে হাজির করার জন্য প্রেসিডেন্সি জেলের জেলারকে দেওয়া হল নির্দেশ।

SSC Recruitment Live : বিচারপতির CBI তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের CBI তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন।


শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকেও চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার।


রাত ২টোয় ই-মেল করে প্রধান বিচারপতির কাছে আবেদন জানায় রাজ্য। 

WB News live : প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
আজই কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে এবিষয়ে জানানো হয়েছে
৮ মাস বন্ধ থাকার পর কেন্দ্র এই প্রকল্পের টাকা বরাদ্দ করল 
কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করা নিয়ে গতকালই সরব হন মুখ্যমন্ত্রী

Darjeeling News : ৬ জন হামরো পার্টির কাউন্সিলর অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান

দার্জিলিংয়ের রাজনীতিতে নতুন মোড়। ৬ জন হামরো পার্টির কাউন্সিলর অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান করলেন। তৃণমূলের ২ জন কাউন্সিলর জানিয়েছেন, তাঁরা অনীত থাপার দলকেই সমর্থন করবেন। ফলে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলর সংখ্যা হল ১৬। হামরো পার্টির  ১২ জন কাউন্সিলর। 

WB News Live : মানিক ভট্টাচার্যকে আজ ফের আদালতে পেশ

 প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ ফের আদালতে পেশ। ইডি-র তরফে ফের জেল হেফাজতের আবেদন জানানো হবে, খবর সূত্রের।

WB News Live : অবৈধদের নিয়োগ-মামলায় আদালতের তলবে হাজির শিক্ষা সচিব মণীশ জৈন

অবৈধদের নিয়োগ-মামলায় আদালতের তলবে হাজির শিক্ষা সচিব মণীশ জৈন। আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। 

WB News Live : অনুব্রতর নামে ফের বিস্ফোরক অভিযোগ

অনুব্রতর নামে থাকা ১ কোটির লটারি জিতেছিল ছেলে, হুমকি দিয়ে জোর করে টিকিট কাড়ে পার্টির ছেলেরা। অভিযোগ শেখ নুর আলির বাবার। অভিযোগকারীর বাড়িতে তল্লাশি, তলব ক্যাম্পে।

'ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার’, কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

'ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার’, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ ধৃত সরকারি কর্মীদের আদালতে তোলা হবে

WB News Live : অনলাইন গেমিং অ্যাপস প্রতারণাকাণ্ডে মূল চক্রী আমির খানের নামে প্রোডাকশন ওয়ারেন্ট 

অনলাইন গেমিং অ্যাপস প্রতারণাকাণ্ডে মূল চক্রী আমির খানের নামে প্রোডাকশন ওয়ারেন্ট 
প্রোডাকশন ওয়ারেন্ট জারি করল ইডি-র বিশেষ আদালত
কালই আমিরকে আদালতে হাজির করার নির্দেশ
এই মর্মে প্রেসিডেন্সি জেলের জেলারকে নির্দেশ দিয়েছে ইডি-র বিশেষ আদালত

DA Agitation Live : বিধানসভা অভিযানে ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ

DA আন্দোলনে সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠনের বিধানসভা অভিযানে ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। ধৃত ৪৬ জনকে নিজেদের হেফাজতে চেয়ে আজ ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানানো হবে।

West Bengal News Live : মানিক ভট্টাচার্যকে আজ ফের আদালতে পেশ

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ ফের আদালতে পেশ। ইডি-র তরফে ফের জেল হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। এর আগে শুনানিতে ইডি দাবি করে, নিয়োগ দুর্নীতিতে শুধু স্ত্রী-ছেলেই নন, যোগ রয়েছে মানিকের ভাই, জামাই ও বেয়াইয়ের।

WB News Live : অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন

অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ । 


চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের পর এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন । 

WB News Update : প্রায় ১২ ঘণ্টা পর ঘেরাও-মুক্ত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

গভীর রাতে নতুন করে উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে
বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় সংঘর্ষ
প্রায় ১২ ঘণ্টা পর ঘেরাও-মুক্ত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে উপাচার্যকে উদ্ধার করে

Anubrata Mondal News Live : অনুব্রতর নামে কোটি টাকার লটারির টিকিটের মালিকানা-সন্ধানে বোলপুরে সিবিআই

অনুব্রত মণ্ডলের নামে কোটি টাকার লটারির টিকিটের মালিকানা-সন্ধানে বোলপুরে সিবিআই। বড় শিমুলিয়া গ্রামে শেখ নুর আলির বাড়িতে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আজই তলব।

DA Hike Agitation Live : ডিএ-র দাবিতে পথে নেমে পেটে-মুখে জুটল পুলিশের ঘুষি!

 বকেয়া ডিএ-র দাবিতে পথে নেমে পেটে-মুখে জুটল পুলিশের ঘুষি! কয়েকজন পুলিশও আহত। গ্রেফতার ৪৭। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা সহ ৯টি ধারায় মামলা।

Suvendu Adhikari : আমি বলছি, বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে : শুভেন্দু অধিকারী

রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে। ডিসেম্বর নিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।অন্যদিকে, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।

Viswa Bharti News Live : বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের ধস্তাধস্তি, হাতাহাতি

রাতে উপাচার্যকে উদ্ধার করতে গেলে বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের ধস্তাধস্তি, হাতাহাতি বাধে। উভয়পক্ষের কয়েকজন আহত হন। শেষে বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে উদ্ধার করে। এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Visva Bharti University News Live : বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় সংঘর্ষ

গভীর রাতে নতুন করে উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে। বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় সংঘর্ষ। প্রায় ১২ ঘণ্টা পর ঘেরাও-মুক্ত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা-সহ একাধিক দাবিতে গতকাল বিকেল ৪টে থেকে উপাচার্যকে ঘেরাও করেন পড়ুয়ারা। 

WB News Live : কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন? খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন করেছিল SSC? এটা কার মস্তিষ্কপ্রসূত? খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ১৯৯৭ থেকে ২০২২, এই ২৫ বছরে এ ধরনের কোনও অভিযোগ কি স্কুল সার্ভিস কমিশন পেয়েছে? এই আবেদনগুলি বেনামি আবেদন। কমিশনকে সামনে রেখে পিছন থেকে কেউ কেউ বিশ্বকাপ খেলছে।

WB News Live : শিক্ষা সচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

SSC-তে অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের কৈফিয়ত চেয়ে শিক্ষাসচিবকে হাজিরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। আজ সকাল সাড়ে ১০টায় শিক্ষাসচিবকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

West Bengal News Live : নুর আলির বাড়িতে তল্লাশি, জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আজই তলব সিবিআইয়ের

লটারি-রহস্যভেদে খতিয়ে দেখা হচ্ছে ওই ব্যক্তির সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। গরুপাচার মামলায় লটারির মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যরা একের পর এক লটারি জিতেছেন। আর সেই লটারির হাত ধরেই লেনদেন হয়েছে কোটি কোটি টাকা। দাবি সিবিআই সূত্রে।

Anubrata Mondal News Live : অনুব্রতর নামে ১ কোটি টাকার লটারির টিকিটের মালিকানা-সন্ধানে বোলপুরে সিবিআই

অনুব্রত মণ্ডলের নামে এক কোটি টাকার লটারির টিকিটের মালিকানা-সন্ধানে বোলপুরে সিবিআই হানা। বড় শিমুলিয়া গ্রামে শেখ নুর আলির বাড়িতে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আজই তলব সিবিআইয়ের। লটারি-রহস্যভেদে খতিয়ে দেখা হচ্ছে ওই ব্যক্তির সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য।

প্রেক্ষাপট

এক নজরে আজকের শিরোনাম ( Morning Headlines ) 

১। বকেয়া ডিএ-র ( DA ) দাবিতে পথে নেমে পেটে-মুখে জুটল পুলিশের ঘুষি!  কয়েকজন পুলিশও আহত। গ্রেফতার ৪৭। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা সহ ৯টি ধারায় মামলা।


২।  চাকরি চেয়ে পুলিশের কামড়ের পর এবার বকেয়া ডিএ চেয়ে জুটল পুলিশের ঘুষি। এ কেমন পুলিশ? প্রশ্ন বিরোধীদের। নেপথ্যে রাজনীতি, পাল্টা ফিরহাদ। 


৩। কার নির্দেশে অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগে এসএসসির ( SSC ) আবেদন? মাথা খুঁজতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের। এক সপ্তাহে রিপোর্ট তলব।

৪। কমিশনকে সামনে রেখে কেউ কেউ বিশ্বকাপ খেলছে। মাথা খোঁজার নির্দেশ হাইকোর্টের। আবেদনপত্রে শিক্ষামন্ত্রীর সুর, মন্তব্য বিচারপতির। 


৫। অবৈধদের নিয়োগ-মামলায় আজ শিক্ষা সচিবকে হাজিরার নির্দেশ। শিক্ষামন্ত্রী আসতে চাইলে স্বাগত, দালালকেও স্বাগত, মন্তব্য বিচারপতির। 


‘৬। আবেদন-বিতর্কে দায় নিলেন কমিশনের চেয়ারম্যান। আপনি কি চাঁদমারি? পাল্টা প্রশ্ন বিচারপতির। ত্রুটি বুঝে প্রত্যাহারের সওয়াল রাজ্যের। 


৭। 'ডিসেম্বরে ধরা পড়বে বড় চোর'... ডিসেম্বর ডেডলাইন নিয়ে ফের হুঙ্কার শুভেন্দুর। কিছু হলে প্রমাণিত হবে বিজেপির কথায় চলছে এজেন্সি, পাল্টা কুণাল। 


৭। কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে মমতার আক্রমণ, জবাব শুভেন্দুর।


৮। বাংলার রাজ্যপাল পদে শপথ কেরলের সিভি আনন্দ বোসের। বিজেপি ত্যাগী ২ বিধায়কের পাশে কেন বিরোধী দলনেতার আসন? প্রশ্ন তুলে শপথে গরহাজির শুভেন্দু। নাটক করছেন, পাল্টা কুণাল।


৯।  শপথ নিয়েই প্রথম অভিযোগ পেলেন রাজ্যপাল। ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর ষড়যন্ত্র করছে রাজ্য, বোসের হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের।


১০। কেন্দ্রের জন্যেই সার পাচ্ছেন না চাষিরা। দরবার করতে বিজেপি বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলায় তো সারের কালোবাজারি, পাল্টা শুভেন্দু।


১১। এনআরসি-র নামে ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত, অভিযোগে মমতার। অধিকার ছিনিয়ে নেওয়ার হুঙ্কার। শুধুই রাজনীতি, পাল্টা শুভেন্দু। 


১২। পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ায় মিঠুন। বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.