West Bengal News Live Updates: এসএসসি-তে দুর্নীতির অভিযোগে রানিকুঠিতে বিক্ষোভ বিজেপির
WB News Live: এক ক্লিকে দেখে নিন পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ খবর।
শিবপুরের বেসরকারি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য। পেট থেকে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের টিউমার বের করলেন চিকিৎসকরা। শেষমেশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হাসিমুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বছর ৫২-র রাজিয়া খাতুন।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে উপভোক্তাদের ভয় দেখিয়ে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বিডিও-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার অভিযুক্ত শাসক-নেতার। ঘটনায় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যুক্ত হতে চলছে শিয়ালদা স্টেশন। মেট্রো সূত্রে খবর, আগামী ৩১ মে নতুন স্টেশনের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী। কর্তৃপক্ষের আশা, শিয়ালদা স্টেশন যুক্ত হলে আয় অনেকটাই বাড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর।
করোনা পরিস্থিতিতে মাঙ্কি পক্সের পর এবার উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভাইরাল জ্বর টমেটো ফ্লু। দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই ফ্লু-তে আক্রান্ত হয়েছে শতাধিক শিশু। বাংলায় গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল, দাবি চিকিৎসকদের।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যুক্ত হতে চলছে শিয়ালদা স্টেশন। মেট্রো সূত্রে খবর, আগামী ৩১ মে নতুন স্টেশনের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী। কর্তৃপক্ষের আশা, শিয়ালদা স্টেশন যুক্ত হলে আয় অনেকটাই বাড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর।
পাটের জমি থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্য়ক্তির মৃতদেহ (Dead Body)। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। গলাকাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) নওদা থানার ডাকাতিপোতা মাঠে।
বন্ধুর বাড়িতে গিয়ে দোতলার ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে বেহালার সেনহাটি এলাকায়। মৃতের বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
আদিগঙ্গার সৌন্দর্যায়ন এবং পরিকাঠামো বিতর্ক গড়াল পরিবেশ আদালতে। উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গড়ার নির্দেশ পরিবেশ আদালতের। কমিটিতে রাজ্য ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিনিয়র সায়েন্টিস্ট। উচ্চক্ষমতা সম্পন্ন কমিটিতে কলকাতা পুরসভা, কেএমডিএ-র প্রতিনিধি। পরিবেশ দফতরের আধিকারিক, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উপদেষ্টাও থাকবেন কমিটিতে। ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ পরিবেশ আদালতের।
দলবদল নিয়ে অর্জুনের ইঙ্গিতে জল্পনার মধ্যেই সৌমিত্রকে নতুন দায়িত্ব। বিজেপির শ্রমিক সংগঠন সংক্রান্ত দায়িত্ব দেওয়া হল সৌমিত্র খাঁকে।
এসএসসি-তে দুর্নীতির অভিযোগে রানিকুঠিতে বিক্ষোভ বিজেপির। রানিকুঠি থেকে এনএসসি বোস রোড পর্যন্ত মিছিল। স্লোগান ছিল চোর ধরো জেল ভরো। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছ দিয়ে মিছিল যাওয়ার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
দুপুরেই নামল আঁধার। বেলা গড়াতেই কলকাতার বিভিন্ন জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর ও আরব সাগরের অনেকটা ভিতরে ঢুকেছে মৌসুমী বায়ু। শুক্রবার তা কেরলে পৌঁছবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
বেহালার সেনহাটিতে বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু। সেনহাটির চণ্ডীতলায় বাড়ির ছাদে সারারাত মদ্যপান। ভোরবেলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু কুশল চক্রবর্তীর।
রাতে বন্ধুদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি : পুলিশ সূত্র। ধাক্কাধাক্কির জেরে ছাদ থেকে পড়ে যায় কুশল : পুলিশ সূত্র। গ্রেফতার কুশলের বন্ধু বিতান সেন।
মেট্রোর কাজের জন্য বউবাজারে ফাটল, রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১৮টি বাড়ির অডিট করে পুরসভাকে প্রাথমিক রিপোর্ট ইঞ্জিনিয়ারদের। ‘১৮টি বাড়ির বাড়ির মধ্যে ৭টির অবস্থা বিপজ্জনক’। ‘মেট্রোর কাজের জন্য ৪০ মিলিমিটার পর্যন্ত মাটি বসে গিয়েছে’। ‘মজবুত নির্মাণ থাকা সত্ত্বেও ১৭০ বছরের পুরনো বাড়িতেও ফাটল’। কলকাতা পুরসভাকে রিপোর্ট দিল যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। মেট্রো চালু শুরু হলে আর ক্ষতি হবে না তো? ফাটলের পর ক্ষতিগ্রস্ত বউবাজারের বাড়ির কী অবস্থা? বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিল কলকাতা পুরসভা। ‘ডিজি বিল্ডিং শীঘ্রই আলোচনা করবে কেএমআরসিএলের সঙ্গে’। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট নিয়ে জানালেন মেয়র।
অর্জুনের পথ ধরে বিজেপিতে কি আরও ভাঙন ? ‘সৌমিত্র আমার ভাই আছে, তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়’। সৌমিত্র খাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংহের।
অর্জুনের পরে বিজেপি ছেড়ে আরও কেউ কি আসবে তৃণমূলে? ‘ওয়েট অ্যান্ড সি, অনেকে আসবে, এটা বলতে পারি’। বিজেপিতে আরও ভাঙনের ইঙ্গিত দিয়ে মন্তব্য অর্জুন সিংহের।
শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের বিজ্ঞপ্তি শীঘ্রই জারি। কাল স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের। শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালে। শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯টি আসনে ভোট। ২২ টি গ্রাম পঞ্চায়তের ৪৬২টি আসনে ভোট। ৪টি পঞ্চায়েত সমিতিতে ৬৬টি আসনে নির্বাচন।
জিটিএ ভোটের দিনক্ষণ ঘোষণা। ভোট হবে আগামী ২৬ জুন। ভোট গণনা হবে ২৯ জুন। ২৭ মে হবে বিজ্ঞপ্তি জারি। সর্বদল বৈঠকের পর ঘোষণা জলপাইগুড়ির ডিভিশনার কমিশনারের।
হাইকোর্টের নির্দেশের পরেই পরেশ-কন্যার বেতন বন্ধ। এই মাস থেকেই অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, আজ পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের চাকরি থেকে বরখাস্ত এবং তাঁকে কত টাকা ফেরত দিতে হবে- এই সংক্রান্ত নির্দেশ তাঁরা এখনও হাতে পাননি। হাইকোর্টের নির্দেশ পেলে সেই অনুযায়ী কাজ করবে। আপাতত বেতন বন্ধের নির্দেশ পেয়েছে তারা।
SSC দুর্নীতির অভিযোগে এসইউসি রাজ্য কমিটির উদ্যোগে মিছিল ঘিরেও ধুন্ধুমার। সল্টলেক, শিলিগুড়িতে এসইউসির অভিযানে তুলকালাম। এদিন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল এসইউসি কর্মীদের।
বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন নার্সিং চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা। ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন এক বিক্ষোভকারী। বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের সঙ্গে কথা বলতে হবে রিক্রুটমেন্ট বোর্ডের কোনও প্রতিনিধিকে।
আগামী ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশন চালু হওয়ার সম্ভাবনা। মাস দুয়েক আগেই মিলেছে রেলওয়ে কমিশনার অফ সেফটির ছাড়পত্র। ৩১ মে বেহালার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী। বেহালা থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন শিয়ালদা মেট্রো স্টেশনের
জিটিএ ভোটের দিনক্ষণ ঘোষণা, ভোট হবে আগামী ২৬ জুন। ভোট গণনা হবে ২৯ জুন। ২৭ মে হবে বিজ্ঞপ্তি জারি। সর্বদল বৈঠকের পর ঘোষণা জলপাইগুড়ির ডিভিশনার কমিশনারের।
বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারী নার্সদের। বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন তাঁরা। বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের সঙ্গে কথা বলতে হবে রিক্রুটমেন্ট বোর্ডের কোনও প্রতিনিধিকে।
SSC দুর্নীতির অভিযোগে এসইউসি রাজ্য কমিটির উদ্যোগে মিছিল ঘিরেও ধুন্ধুমার। এদিন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল এসইউসি কর্মীদের। তার আগেই মিছিল আটকায় পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করে বেশ কয়েকজন এসইউসি কর্মীকে আটক করা হয়।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দুটি পুরসভা এলাকায়।দুটি পুর এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করল রাজ্য সরকার। এগুলি হল রাজারহাট-নিউটাউন ও বিধাননগর পুরসভা। এক সপ্তাহে ১০ ও তার বেশি করোনা আক্রান্ত হলে, সেই এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করা হয়।
তৃণমূলে প্রত্যাবর্তনের পর, একসময়ের প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেতা গোপাল রাউতকে সঙ্গে নিয়ে কাঁকিনাড়ার ফলাহারী বাবার মন্দিরে পুজো দিলেন অর্জুন সিংহ। ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করে, আতসবাজি ফাটিয়ে এদিন মন্দিরে যান বিজেপিত্যাগী ব্যারাকপুরের সাংসদ। এই মন্দির তিনিই তৈরি করেছেন, এখানকার লোকজনও তাঁর, দাবি সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতার।
হাইকোর্টের নির্দেশে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া শুরু। আদালতের নির্দেশের কপি পৌঁছল কোচবিহারের জেলা স্কুল পরিদর্শকের অফিসে। যে স্কুলে শিক্ষকতা করতেন অঙ্কিতা, সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এতদিন যে বেতন পেয়েছেন অঙ্কিতা তার হিসেব জমা দেওয়া হবে। সেই অনুযায়ী তিনি টাকা ফেরত দেবেন।
নন্দীগ্রামে বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ। মণ্ডল সভাপতির পরিবর্তন চেয়ে জেলা ও রাজ্য নেতৃত্বকে চিঠি বিজেপি নেতা-কর্মীদের একাংশের। দাবি না মানলে গণ ইস্তফার হুমকি প্রাক্তন মণ্ডল সভাপতির। ক্ষোভ সামলাতে তড়িঘড়ি বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক বিজেপি জেলা নেতৃত্বের। যা সমস্যা ছিল তা মিটে গেছে বলে জেলা সভাপতি দাবি করলেও, মানতে নারাজ বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য ফের আজ বিকেলে বৈঠকে বসছেন বিক্ষুব্ধরা। বিষয়টিকে আদি ও নব্যের লড়াই বলে বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল।
কালবৈশাখীর তাণ্ডব সরিয়ে প্রস্তুত ইডেন। ক্রিকেটের নন্দনকাননে আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ার। মুখোমুখি গুজরাত-রাজস্থান। ইডেনে নেই টিম কলকাতা। আছেন ঋদ্ধিমান সাহা। জস বাটলার, হার্দিক পাণ্ড্যদের মেগা-যুদ্ধের প্রস্তুতি। ব্যাটিং বিস্ফোরণ আর পেস-স্পিনের ভেল্কিতে একটা হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় কলকাতা।
ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য এবার মালদার ওপর দিয়ে যাওয়া ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল। রুট পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের।
কলকাতায় আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
বীরভূমের দুবরাজপুরে বাড়িতে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা। আজ সকাল ৬টা নাগাদ দুবরাজপুরের ৬ নম্বর ওয়ার্ডের কুলুপাড়ায় ওই বাড়ির দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। সেইসময় বাড়িতে গৃহকর্ত্রী না থাকলেও, একতলায় তাঁর মেয়ে ছিলেন। দমকলের একটি ইঞ্জিনের একঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আনলেও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
দামোদরের ওপর স্থায়ী সেতুর দাবিতে একদিনের প্রতীকী আন্দোলন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। সঙ্গে ছিলেন বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। আজ সকাল ৮টা থেকে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধেনুয়া গ্রাম সংলগ্ন দামোদরের বাঁশের সেতুর সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপির দুই বিধায়ক। অগ্নিমিত্রা পালের দাবি, আসানসোল ও বাঁকুড়ার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে দামোদরের বাঁশের সেতু দিয়ে যাতায়াত করছে। স্থায়ী সেতু না হওয়ার জন্য রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি বিধায়ক। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অর্জুন সিং-কে নিয়ে অস্বস্তির মাঝেই, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ির ময়নাগুড়িতে ২০ জন বিজেপি নেতার পদত্যাগ। এদের মধ্যে রয়েছেন ময়নাগুড়ি বিধানসভার দক্ষিণ মণ্ডলের জেলা সম্পাদক, মণ্ডল সম্পাদক, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক, মণ্ডল যুব সভাপতি, মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক-সহ পদাধিকারীরা।
ডোমজুড়ে সঙ্গীকে গুলি করে খুনের পর, গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। ওয়াটগঞ্জে পুলিশের জালে দুষ্কৃতী। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করার পাশাপাশি, ধৃত জানিয়েছে সে বেআইনি অস্ত্র কারবারে যুক্ত। ওয়াটগঞ্জের মুন্সিগঞ্জে অস্ত্র বিক্রি করতে এসেই লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার হাওড়ার বাকসাড়ার বাসিন্দা প্রভাত দাস ওরফে আলু।
বীরভূমের সাঁইথিয়া-মল্লারপুর রাজ্য সড়কে ম্যাটাডোরের সঙ্গে সংঘর্ষ মৃত্যু হল মোটরবাইক আরোহীর। আহত মৃতের ছেলে। সকাল ৭টা নাগাদ মাঠপলসার কুমড়োতোড় গ্রাম থেকে মোটরবাইকে চড়ে ময়ূরেশ্বরের মুড়ি তৈরির কারখানায় কাজ করতে যাচ্ছিলেন। সাঁইথিয়া-মল্লারপুর রাজ্য সড়কে ম্যাটাডোরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। ম্যাটাডোর চালককে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ।
এবার সিবিআই নজরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথি। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
আজ সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত । আইনজীবী মারফত আবেদন করতেন চলেছেন বীরভূমের তৃণমূল সভাপতি । ‘শারীরিকভাবে অসুস্থ অনুব্রত মণ্ডল’
, হাজিরা দিয়েই অনুব্রত চলে গিয়েছিলেন এসএসকেএমে', চিঠিতে জানানো হবে।
কলকাতায় আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা। আজ আইপিএল কোয়ালিফায়ার ইডেনে, বিঘ্ন ঘটাবে না তো বৃষ্টি? কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস
বঞ্চনার অভিযোগে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তুললেন সৌমিত্র খাঁ। ২৩টি জেলা ভেঙে ৪৬টি জেলার কথা বলা হলে কেন জঙ্গলমহল রাজ্য নয়? রাঢ়বঙ্গ নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সরব বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।
আগামী বছর পঞ্চায়েত ভোট। তবে এখন থেকেই নন্দীগ্রামে জমি ফেরত পেতে রাস্তায় নেমে পড়েছে সিপিএম। বাড়ি বাড়ি চলল প্রচার। অন্যদিকে সিপিএম-কে মদত দেওয়ার অভিযোগে, একে অন্যের দিকে আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি।
উত্তরবঙ্গে ফিরছেন পরেশ অধিকারী। আজ সকালে কলকাতা বিমানবন্দরে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী। সকাল ৯টা ১০-এ এয়ার এশিয়ার বিমানে তাঁর বাগডোগরা যাওয়ার কথা।
পরপর নেতাদের দলত্যাগ। দলের রাজ্য নেতৃত্বকে আত্মসমীক্ষার পরামর্শ দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। অর্জুন সিং তৃণমূলে ফেরার পর ট্যুইটে ফের রাজ্য বিজেপির নেতাদের কটাক্ষ করেছেন তথাগত রায়। এই পরিস্থিতিতে, আপাতত ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে।
মেমারিতে হিমঘরে আলু রাখার পরেও তাতে ধরেছে পচন। হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছেন কৃষকরা। ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকেও মিলল না সমাধানসূত্র। আগামী ৬ জুন ফের বৈঠকের সিদ্ধান্ত।
মেমারিতে হিমঘরে আলু রাখার পরেও তাতে ধরেছে পচন। হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছেন কৃষকরা। ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকেও মিলল না সমাধানসূত্র। আগামী ৬ জুন ফের বৈঠকের সিদ্ধান্ত।
মেমারিতে হিমঘরে আলু রাখার পরেও তাতে ধরেছে পচন। হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছেন কৃষকরা। ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকেও মিলল না সমাধানসূত্র। আগামী ৬ জুন ফের বৈঠকের সিদ্ধান্ত।
মেমারিতে হিমঘরে আলু রাখার পরেও তাতে ধরেছে পচন। হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছেন কৃষকরা। ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকেও মিলল না সমাধানসূত্র। আগামী ৬ জুন ফের বৈঠকের সিদ্ধান্ত।
চাকরির দাবিতে সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে বিক্ষোভ দেখালেন নার্সিং চাকরিপ্রার্থীরা। অভিযোগ, ৬ হাজারের বেশি সিট থাকলেও চাকরি দেওয়া হয়েছে মাত্র ২১০০ জনকে। এছাড়া নিয়োগে দুর্নীতি হয়েছে। এনিয়ে হেলফ রিক্রুটমেন্ট বোর্ডের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে স্বাস্থ্যভবনের সামনের রাস্তা।
নিরপেক্ষভাবে কাজ করার জন্য এজেন্সির স্বশাসন চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এজেন্সিগুলিকে শুধু বেতন দেবে সরকার। একের পর এক ঘটনায় ধাক্কা খেয়ে নজর ঘোরানোর চেষ্টা মুখ্যমন্ত্রীর, খোঁচা বিজেপির। সবটাই গটআপ, পাল্টা জবাব সিপিএমের।
অর্জুন সিংয়ের বিজেপি ছাড়ার ঠিক পরের দিনই ফের জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদের এই দাবি ঘিরে ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
এসএসসি-কেলেঙ্কারিতে পরেশ-কন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের প্রস্তুতি শুরু। ডিআই অফিস থেকে হাইকোর্টের কপি গেল কোচবিহারের স্কুলে।
সিবিআই, ইডির মতো সংস্থার স্বায়ত্তশাসন চান মমতা। কোর্টে ধাক্কা খেয়ে নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা বিজেপির। সব গটআপ, পাল্টা সিপিএম।
ভোট পরবর্তী হিংসা মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল CBI। আজ তাঁকে CGO কমপ্লেক্সে তলব করা হয়েছে। শুক্রবার, গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে ডেকেছে CBI।
প্রেক্ষাপট
এই মুহূর্তের শিরোনাম এক নজরে।
১। তৃণমূলের (TMC) যে নেতারা বারবার কিলার বলে আক্রমণ করলেন স্বাগত জানালেন তারাই। সবটাই সমঝোতা, দাবি অর্জুনের (Arjun Singh)।
২। বিশ্বাস করেনি বিজেপি (BJP)। তৃণমূলে প্রত্যাবর্তনের পর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বিস্ফোরক অর্জুন।
৩। বিজেপি-ত্যাগের পর ইস্তফা দেবেন সাংসদ পদে? নাম না করে অধিকারী পরিবারের উদাহরণ টানলেন অর্জুন।
৪। তৃণমূলে ফেরার পরেই টিটাগড়ে অর্জুনকে নিয়ে প্রথম বৈঠকে তৃণমূল।
৫। বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন। বিস্ফোরক সৌগত (Saugata Roy)।
৬। অর্জুন-ধাক্কা সামলাতে আপাতত শুভেন্দুকেই (Suvendu Adhikari) ব্যারাকপুরের দায়িত্ব দিল বিজেপি। ৩০ মে শ্যামনগরে অভিষেকের সভার আগে ২৫ মে বৈঠক।
৭। পুরনো নেতাদের পিছনের সারিতে পাঠানোর পরিণাম, অর্জুনের বিজেপি-ত্যাগ নিয়ে বলছেন দিলীপ। আত্মসমীক্ষা চান অনুপম হাজরা।
৮। নিরপেক্ষভাবে কাজ করতে এজেন্সির স্বশাসন চান মমতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -