West Bengal News Live Updates: চার মহিলার খাবারে মাদক মিশিয়ে অচৈতন্য করে পর্ণ ছবি তৈরি, ৬ জনের ১০ বছরের জেল

Get the latest West Bengal News and Live Updates: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 25 Sep 2024 12:01 AM
West Bengal News Live Updates: চার মহিলার খাবারে মাদক মিশিয়ে অচৈতন্য করে পর্ণ ছবি তৈরি, ৬ জনের ১০ বছরের জেল

চার মহিলার খাবারে মাদক মিশিয়ে অচৈতন্য করে পর্ণ ছবি তৈরি, ৬ জনের ১০ বছরের জেল। পাশাপাশি প্রত্যেককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই নির্দেশ দিয়েছেন বারাসাতের সপ্তম অতিরিক্ত জেলা দায়রা জজ।

WB News Live Updates: আচমকা খাম নিয়ে মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে তৃণমূল কাউন্সিলর, ধমক পুলিশের

ডানকুনিতে নিরাপত্তা বলয় ডিঙিয়ে মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে খাম নিয়ে তৃণমূল কাউন্সিলর, ধমক পুলিশের।

RG Kar News Live Updates: আরজি মেডিক্যালের আলমারি থেকে কোটি কোটি টাকার দুর্নীতির নথি উদ্ধার

মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আলমারি থেকে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির নথি উদ্ধার করল সিবিআই।

West Bengal News Live Updates: উলুবেড়িয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, জখম ৪

মঙ্গলবার হাওড়া জেলার উলুবেড়িয়ায় একটি ঘরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে জখম হল চারজন।

RG Kar News Live Updates: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে শিলিগুড়িতে মিছিল বিজেপির

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে মিছিল করল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে বাঘাযতীন পার্ক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত হওয়া এই মিছিলের নেতৃত্ব ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

West Bengal News Live Updates: মাল পুরসভায় ১২০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তৃণমূল থেকে সাসপেন্ড চেয়ারম্যান

জলপাইগুড়ি জেলার মাল পুরসভায় ১২০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আবাস যোজনা থেকে শুরু করে জেলা পরিষদের জমিও বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে হাইকোর্টে মামলা হতেই পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে সাসপেন্ড করল তৃণমূল। 

RG Kar News Live Updates: "৪৬ দিন পরেও বিচার খুঁজে বেড়াচ্ছি", আক্ষেপ মৃত চিকিৎসকের বাবা-মার

"৪৬ দিন পরেও বিচার খুঁজে বেড়াচ্ছি।" আক্ষেপ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মৃত জুনিয়র চিকিৎসকের বাবা-মার।

WB News Live Updates: প্রায় ২ বছর পর জামিন, জেল থেকে বীরভূমে কামব্যাক কেষ্টর

প্রায় ২ বছর পর জামিন, জেল থেকে বীরভূমে কামব্যাক কেষ্টর। উচ্ছ্বসিত সমর্থকরা। পুষ্পবৃষ্টি, ঢাক বাজিয়ে স্বাগত জানালেন অনুরাগীরা।

RG Kar News Live Updates: তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করলেন ময়নাতদন্ত কাণ্ডে অভিযুক্ত সঞ্জীব মুখোপাধ্যায়

ময়নাতদন্তকারী ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকের করা সমস্ত অভিযোগ অস্বীকার করলেন পানিহাটির প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব মুখোপাধ্যায়। আর

West Bengal News Live: বৃহস্পতিবার নবান্নে মেডিক্যাল কলেজের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রের

বৃহস্পতিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সূত্র মারফত এই খবরই পাওয়া গেল। ওই বৈঠকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সিভিল-ইলেক্ট্রিক্যাল ও আইটি আধিকারিকদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রোগী পরিষেবা থেকে হাসপাতালগুলির পরিকাঠামো। কতটা এগিয়েছে রাত্তিরের সাথী প্রকল্পের কাজ? একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার নবান্নে আলোচনা হওয়ার কথা।

WB News Live: আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান

আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। মঙ্গলবার উপভোক্তাদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে প্রত্যেককে ১০ হাজার ৫০০ টাকা করে ফেরত দিলেন ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের প্রধান নুরি বেগম।

West Bengal News Live: রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বিক্ষোভ চিকিৎসকদের

মঙ্গলবার দুপুরে রাজ্য মেডিক্যাল কাউন্সিল গিয়ে বিক্ষোভ দেখালেন চিকিৎসকরা।

WB News Live: অনুব্রতের বাড়ির দরজা থেকে ফেরানো হল চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরীকে

মঙ্গলবার অনুব্রত মণ্ডলের বাড়ির দরজা থেকে ফেরানো হল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। তাঁদের রাস্তা আটকায় পুলিশ।

West Bengal News Live: আর্থিক অনিয়মের অভিযোগ, তৃণমূল থেকে সাসপেন্ড মাল পৌরসভা চেয়ারম্যান স্বপন সাহা

আর্থিক অনিয়মের অভিযোগে জলপাইগুড়ি জেলার মাল পৌরসভা চেয়ারম্যান স্বপন সাহাকে সাসপেন্ড করল তৃণমূল। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এই খবর দেন জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি মহুয়া গোপ।

WB News LIVE: বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভাপতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ

বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভাপতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ। বালুরঘাট হাসপাতালে তুলকালাম বিজেপির কর্মী সমর্থকদের। হাসপাতালের সুপারের পদত্যাগের দাবিতে সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। 

Mamata Banerjee: 'ডিভিসি প্রতিবছর জল ছাড়ে আর ম্যান মেড বন্যা হয়, বাংলায় বর্ষার কারণে বন্যা হয় না'

'ডিভিসি প্রতিবছর জল ছাড়ে আর ম্যান মেড বন্যা হয়। বাংলায় বর্ষার কারণে বন্যা হয় না, ডিভিসি-র ছাড়া জলে বন্যা হয়। বন্যায় এখনও পর্যন্ত ২৮ জন মারা গেছেন। আমার চাই না মানুষ মারা কোনও সংস্থা। ড্রেজিং করে না বছরের পর বছর। ডিভিসি কেন্দ্রীয় সরকারের হাতে। একসঙ্গে ৫ লক্ষ কিউসেক জল ছাড়লে কীভাবে মাটি সহ্য করবে', বন্যাবিধ্বস্ত বাংলার জন্য ফের ডিভিসিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 

West Bengal News: দ্রুত নিয়োগের দাবিতে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের মিছিল

ফের পথে চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের মিছিল। শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল। ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে মিছিল। অবিলম্বে ইন্টারভিউ প্রক্রিয়া চালু করতে হবে, দাবি চাকরিপ্রার্থীদের। 

RG Kar News: আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে ফের তলব

আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে ফের তলব। অপূর্ব বিশ্বাসকে ফের তলব করল সিবিআই। এই নিয়ে পরপর তিনদিন তলব করা হল তাঁকে। নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসকদের দলে ছিলেন অপূর্ব বিশ্বাস। 

WB News LIVE: দ্রুত নিয়োগের দাবিতে টেট কর্মপ্রার্থীদের মিছিল

দ্রুত নিয়োগের দাবিতে টেট কর্মপ্রার্থীদের মিছিল। শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল। 

West Bengal News: পুরুলিয়ার ঝালদায় পুজো অনুদানে 'না' টাটুয়াড়া মা শ্মশান কালীমন্দির সমিতির

পুরুলিয়ার ঝালদায় পুজো অনুদানে 'না' টাটুয়াড়া মা শ্মশান কালীমন্দির সমিতির। গত ২ বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেয়ে আসছে এই পুজো কমিটি। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এ বছর অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত।

WB News LIVE: হুগলির খানাকুলে পঞ্চায়েত অফিস থেকে ত্রাণ লুঠের অভিযোগ

হুগলির খানাকুলে পঞ্চায়েত অফিস থেকে ত্রাণ লুঠের অভিযোগ। ত্রাণ লুঠের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা নির্মল মান্না-সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতেরই প্রধানের। বিজেপি নেতা সহ তিন বিজেপি কর্মীর বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের। 

West Bengal News: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে চোর সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে চোর সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ। প্রতিবেশীর সোনার হার চুরির সন্দেহে সিভিক ভলেন্টিয়ারের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর। ঘটনায় আহত গৃহবধূ ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। 

RG Kar News: জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ

অশোক দিন্দার পর এবার প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে এত নাটক করে, রাত জেগে কী হল, প্রশ্ন দিলীপের

WB News LIVE: কাল, পরশু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে

আজ মধ্য় বঙ্গোপসাগর এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল, পরশু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গেও আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। 

West Bengal News: আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 

WB News LIVE: সাত সকালে জলাপাইগুড়ির ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির বেশ কয়েকটি বগি

সাত সকালে জলাপাইগুড়ির ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির বেশ কয়েকটি বগি। স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় একাধিক বগি। অসমের গুয়াহাটি স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে আসছিল মালগাড়িটি। ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে রেলের বেশ কয়েকটি বৈদ্য়ুতিক খুঁটি। 

West Bengal News: শক্তিগড়, গুসকরা, দেওয়ানদিঘি হয়ে বোলপুরের পথে অনুব্রতর কনভয়

১৮ মাস পর কলকাতা ফিরলেন অনুব্রত মণ্ডল। আজ ভোর সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্য়া মণ্ডল। বীরভূমের নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দলের কর্মী সমর্থকরা। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। প্রথমে ৩ নম্বর গেট দিয়ে বেরোবার কথা থাকলেও পরে মেয়েকে নিয়ে ১ নম্বর গেট দিয়ে বেরোন তৃণমূল নেতা। পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। ভোর ৫.২০ টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডল। 

WB News LIVE: আরজি কর কাণ্ডে এবার CBI-এর নজরে পানিহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার CBI-এর নজরে পানিহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য় সচেতক নির্মল ঘোষ। গতকাল তাঁকে CGO কমপ্লেক্সে তলব করা হয়। প্রায় ৭ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে CBI। 

West Bengal News: 'গা হাত পায়ে ব্য়থা, কোনও বিতর্কে যাব না', এবিপি আনন্দকে প্রতিক্রিয়া দিলেন অনুব্রত মণ্ডল

বীরভূমের পথে গুসকরা স্টেশনে রেলগেট পড়তেই অনুব্রত মণ্ডলের গাড়ি দাঁড়াল কিছুক্ষণের জন্য়। গাড়ির কাচ নামিয়ে এবিপি আনন্দকে প্রতিক্রিয়া দিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। 'গা হাত পায়ে ব্য়থা, কোনও বিতর্কে যাব না, দিদির সঙ্গে দেখা হতে পারে', মন্তব্য অনুব্রতর। 

WB News LIVE: সন্তোষ মিত্র স্কোয়ারের থিম আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ারের অনুকরণে আশ্চর্য আলোর গোলক

৮৯ তম বছরে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ারের অনুকরণে আশ্চর্য আলোর গোলক। কিন্তু এবার এতেও মিশে গিয়েছে প্রতিবাদের ভাষা। উদ্যোক্তারা জানিয়েছেন, বিশাল ডোমে কখনও প্রতিবাদের প্রদীপ, কখনও ফুটে উঠবে জাস্টিস ফর আর জি কর স্লোগান। 

RG Kar Incident: স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো চিঠিতে অভীক দে-র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ SSKM-এর ডিন অফ স্টুডেন্টসের

অনুমতি ছাড়া, কাউকে না জানিয়েই গত ৮ অগাস্ট থেকে ছুটিতে চলে যান সার্জারি বিভাগের পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি অভীক দে। মেডিক্য়াল কলেজে যোগ দেওয়ার পর থেকে এখনও রেজিস্ট্রেশনের ফরমালিটি পূরণ করেননি তিনি। ডিনের অফিস থেকে পরিচয়পত্র নেননি। জমা দেননি গবেষণাপত্রের সিনোপসিসও। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো চিঠিতে অভিযোগ এসএসকেএমের ডিন অফ স্টুডেন্টসের। প্রকাশ্য়ে এল ৪ সেপ্টেম্বরের সেই চিঠি।

West Bengal News: ১৫০ বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠেই যাচ্ছে ট্রাম

১৫০ বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠেই যাচ্ছে ট্রাম। এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য় একটি হেরিটেজ ট্রাম চালানো হবে। তুলে ফেলা হবে ট্রাম লাইনগুলিও। জানালেন পরিবহণমন্ত্রী।

RG Kar News: CBI নজরে নির্মল ঘোষ, ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ফিরতেই বিধায়কের বাড়িতে 'কাকা'

সিবিআই রাডারে নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ সৎকারে কী ভূমিকা? ঘটনার দিন কেন গেছিলেন আর জি করে? তৃণমূল বিধায়ককে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। সিজিও থেকে ফিরতেই তৃণমূল বিধায়কের বাড়িতে, ময়নাতদন্ত-বিতর্কে নাম জড়ানো প্রাক্তন কাউন্সিলর।

প্রেক্ষাপট

চার মহিলার খাবারে মাদক মিশিয়ে অচৈতন্য করে পর্ণ ছবি তৈরি, ৬ জনের ১০ বছরের জেল। পাশাপাশি প্রত্যেককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই নির্দেশ দিয়েছেন বারাসাতের সপ্তম অতিরিক্ত জেলা দায়রা জজ।


ডানকুনিতে নিরাপত্তা বলয় ডিঙিয়ে মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে খাম নিয়ে, তৃণমূল কাউন্সিলর। ধমক পুলিশের।


মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আলমারি থেকে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির নথি উদ্ধার করল সিবিআই।


মঙ্গলবার হাওড়া জেলার উলুবেড়িয়ায় একটি ঘরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে জখম হল চারজন।


বর্ধমান জেলে বন্দি থাকা অবস্থায় জঙ্গল শেখের ছেলে সাদ্দাম শেখ কাটোয়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে সমন পাঠাল পুলিশ।


অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেছিলেন। কিন্তু, দরজা থেকেই ফিরতে হল কারামন্ত্রী, বোলপুরের সাংসদ ও সিউড়ির বিধায়ককে।


"ডিভিসি প্রতিবছর জল ছাড়ে আর ম্যানমেড বন্যা হয়। বন্যার জেরে রাজ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। এখানে বর্ষায় বন্যা হয় না, ডিভিসি-র ছাড়া জলে হয়।" ফের মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি।


আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে মিছিল করল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে বাঘাযতীন পার্ক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত হওয়া এই মিছিলের নেতৃত্ব ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


জলপাইগুড়ি জেলার মাল পুরসভায় ১২০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আবাস যোজনা থেকে শুরু করে জেলা পরিষদের জমিও বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে হাইকোর্টে মামলা হতেই পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে সাসপেন্ড করল তৃণমূল। 


"৪৬ দিন পরেও বিচার খুঁজে বেড়াচ্ছি।" আক্ষেপ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মৃত জুনিয়র চিকিৎসকের বাবা-মার।


প্রায় ২ বছর পর জামিন, জেল থেকে বীরভূমে কামব্যাক কেষ্টর। উচ্ছ্বসিত সমর্থকরা। পুষ্পবৃষ্টি, ঢাক বাজিয়ে স্বাগত জানালেন অনুরাগীরা।


ময়নাতদন্তকারী ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকের করা সমস্ত অভিযোগ অস্বীকার করলেন পানিহাটির প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব মুখোপাধ্যায়।


বৃহস্পতিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সূত্র মারফত এই খবরই পাওয়া গেল। ওই বৈঠকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সিভিল-ইলেক্ট্রিক্যাল ও আইটি আধিকারিকদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রোগী পরিষেবা থেকে হাসপাতালগুলির পরিকাঠামো। কতটা এগিয়েছে রাত্তিরের সাথী প্রকল্পের কাজ? একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার নবান্নে আলোচনা হওয়ার কথা।


আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। মঙ্গলবার উপভোক্তাদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে প্রত্যেককে ১০ হাজার ৫০০ টাকা করে ফেরত দিলেন ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের প্রধান নুরি বেগম।


এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বিক্ষোভ দেখালেন চিকিৎসকরা।


মঙ্গলবার অনুব্রত মণ্ডলের বাড়ির দরজা থেকে ফেরানো হল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। তাঁদের রাস্তা আটকায় পুলিশ।


আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগে জলপাইগুড়ি জেলার মাল পৌরসভা চেয়ারম্যান স্বপন সাহাকে সাসপেন্ড করল তৃণমূল। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এই খবর দেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ।


সিবিআই (CBI) রাডারে নির্মল ঘোষ (Nirmal Ghosh)। চিকিৎসকের দেহ সৎকারে কী ভূমিকা? ঘটনার দিন কেন গেছিলেন আর জি করে (RG Kar News)? তৃণমূল বিধায়ককে (TMC MLA) ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।

সিজিও (CGO) থেকে ফিরতেই তৃণমূল বিধায়কের বাড়িতে, ময়নাতদন্ত-বিতর্কে নাম জড়ানো প্রাক্তন কাউন্সিলর। 

ফের সিজিও-তে আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক। কার চাপে সন্ধের পরেও তড়িঘড়ি ময়নাতদন্ত? জানতে চায় সিবিআই।

দ্রুত পিএম না হলে নিহতের কাকা পরিচয়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি, বিস্ফোরক অটোপসি সার্জেন। 

SSKM-কে মগের মুলুক বানিয়েছিলেন সন্দীপ-ঘনিষ্ঠ অভীক দে। আর জি করে দেহ উদ্ধারের আগের দিন থেকেই, অনুমতি ছাড়াই ছুটিতে চলে যান। প্রকাশ্যে এল ডিএমই-কে লেখা ডিনের বিস্ফোরক চিঠি।

অভিযুক্ত সভাপতি থেকে একাধিক সদস্য। রাজ্য মেডিক্যাল কাউন্সিলই দুর্নীতির আঁতুড়ঘর! সংস্থাকেই ভাঙার দাবিতে স্বাস্থ্যসচিবের কাছে ডাক্তারদের সংগঠন।

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে এবার রাজভবনে দরবার। বোসের কাছে জুনিয়র ডাক্তাররা। নিহত চিকিৎসকের জন্য় মহালয়ার দিন তর্পণের ঘোষণা।

এক পুজোর আগে গ্রেফতার, ২ বছরের মাথায় আরেক পুজোর আগে মুক্ত কেষ্ট। আনতে তিহাড় জেলে গেলেন সুকন্যা। আজ বোলপুরে মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা।

কয়লা পাচার মামলায় একে একে জামিন। অনুব্রতর সঙ্গে জেলমুক্তি এনামুল হকেরও। আগেই জামিন কেষ্টর সিএ মণীশ কোঠারির। জেলে শুধু অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল।

স্বাস্থ্যের ‘থ্রেট কালচার' টালিগঞ্জের সটুডিওপাড়াতেও? হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টায় তোলপাড়। নীরব থাকায় ডিরেক্টর্স গিল্ডের দুঃখপ্রকাশ।

নিয়োগের দাবিতে ফের এসএসসি ভবন অভিযানে উচ্চপ্রাথমিক চাকিপ্রার্থীরা। সল্টলেকে তুলকালাম। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের বাসে তুলল পুলিশ।

চাকরি দাবিতে পথে এসএলএসটি প্রার্থীরা। সন্ধেয় বিকাশ ভবনের সামনে অবস্থান, রাতে কালীঘাটে বিক্ষোভ। 

৮৫ হাজার কেন, পুজো কমিটিগুলোকে ১০ লাখ টাকা দিন! এই টাকা হয়ত কমিটি সদস্যদের কাজে লাগে। রাজ্যকে শ্লেষে বিঁধলেন হাইকোর্টের প্রধান বিচারপতির।

অনুদান নিলে আর চাঁদা নয়। আর জি কর কাণ্ডে মহিলাদের প্রতিবাদের কথা জানিয়ে এবার টাকা ফেরাচ্ছে শান্তিনিকেতনের ক্লাব। একই পথে দুর্গাপুরের পুজোও।

কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরি নিয়ে মোদি-বাইডেন কথা। আন্তর্জাতিক লগ্নির ঐতিহাসিক সিদ্ধান্ত। স্বাগত জানিয়ে সবরকম সহযোগিতার আশ্বাস মমতার।

১৫০ বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম (Kolkata Tram)। মডেল হিসেবে থাকবে শুধু এসপ্লানেড-ময়দান রুট। তুলে দেওয়া হবে লাইনও। জানালেন পরিবহণমন্ত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.