West Bengal News Live Updates: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে ধৃত ৪ চাকরিপ্রার্থী, ফের পুলিশ হেফাজতের আর্জি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 25 Dec 2023 03:11 PM
WB News LIVE Updates: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি, চাকরিপ্রার্থীদের ফের হেফাজতে চাইল পুলিশ

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি। চাকরিপ্রার্থীদের ফের হেফাজতে চাইল পুলিশ। এবার ধৃত ৪ চাকরিপ্রার্থীকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে চেয়ে আবেদন আদালতে। ধৃতদের আলিপুর আদালতে তুলল পুলিশ। গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৫৯ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। ধৃতদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয় রাজ্য সরকারের তরফে। গত শনিবার ৫৫ জন চাকরিপ্রার্থীর জামিন মঞ্জুর করে আদালত। 

West Bengal LIVE News Updates: তৃণমূল নেতাদের অর্ধশিক্ষিত বলে ফের আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির

বঙ্গ রাজনীতিতে রেহাই নেই স্বামী বিবেকানন্দরও! তৃণমূলের অভিযোগ খারিজ করে নিজের অবস্থানে অনড় সুকান্ত মজুমদার। তৃণমূল নেতাদের অর্ধশিক্ষিত বলে ফের আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। তৃণমূল নেতারা চাইলে ক্লাস নিতে পারেন বলেও মন্তব্য সুকান্ত মজুমদারের

WB News LIVE Updates: এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসলেন ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক

এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসলেন ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পুলিস প্রশাসন এবং মহকুমা শাসক ও জেলাশাসককে জানানোর পরেও তারা পরিবারটিকে ঘরে ফেরানোর কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ফলে এবার বাধ্য হয়েই ধর্নায় বসলেন করিম চৌধুরী। এতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

West Bengal LIVE News Updates: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে জেল হেফাজতে ৪

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে জেল হেফাজতে ৪। আজ ধৃতদের তোলা হল আলিপুর আদালতে। গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৫৯ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। ধৃতদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয় রাজ্য সরকারের তরফে। গত শনিবার ৫৫ জন চাকরিপ্রার্থীর জামিন মঞ্জুর করে আদালত। 

WB News LIVE Updates: উষ্ণ বড়দিন, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯

উষ্ণ বড়দিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে
ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে, বছর শেষে পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং। রোদ ঝলমলে শৈল-শহর থেকে দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকরা চুটিয়ে উপভোগ করছেন হিমেল পরশ। 

West Bengal LIVE News Updates: মিমিক্রিকাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের উপ রাষ্ট্রপতিকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

মিমিক্রিকাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের উপ রাষ্ট্রপতিকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক পদে বসে শুধু আমি আমি করছেন কেন? দেশকে দেখুন। কতটা ঘাড় ঝোঁকাবেন আপনি? নরেন্দ্র মোদি বা বিজেপিকে কতটা খুশি আপনি করতে চান? আপনিই বলেন এই শতকে জন্মানো সবচেয়ে বড় মহাপুরুষের নাম নরেন্দ্র মোদি। অয়েলিং...অয়েলিং...অয়েলিং, মত প্রকাশের অধিকার, আমার মৌলিক অধিকার। মিমিক্রি আমার অধিকার, কেউ তা ধ্বংস করতে পারে না। জেলে পুরলেও আমার প্রতিবাদ বন্ধ হবে না। শ্রীরামপুরে শুভেন্দু অধিকারীর 
পাল্টা সভা থেকে এবার জগদীপ ধনকড়কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সাংসদ। লোকসভা ভোটে বিজেপি বাংলা থেকে পাঁচটির বেশি আসন পাবে না বলেও জানিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

WB News LIVE Updates: জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র, এলাকা জুড়ে ব্যাপক বোমাবাজি

জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র। এলাকা জুড়ে ব্যাপক বোমাবাজি। আহত দুই পক্ষের প্রায় ১০ জন। এদের মধ্যে তিন জন মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং সাত জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার জালালপুর এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা আসগার আলী এবং হায়দার আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদ ঘিরে শনিবার রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ। রবিবার সকালে আবার লাঠি সোটা এবং ধারালো অস্ত্র নিয়ে হায়দার আলীর পরিবারের উপর হামলা করে, আসগার আলী এবং তার দলবল বলে অভিযোগ। ঘটনায় দুই পক্ষের ১০ জন আহত । এই ঘটনায় মানিকচক থানার পুলিশ একজনকে আটক করেছে।

West Bengal LIVE News Updates: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রণক্ষেত্র মালদার মানিকচকে

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রণক্ষেত্র মালদার মানিকচকের জালালপুর। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন। স্থানীয় সূত্রে খবর, ১০ কাঠার মতো জায়গা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অনেকদিন ধরে বিবাদ চলছে। গতকাল রাতে তা চরম পর্যায়ে পৌঁছয়। দু’পক্ষই লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ। 

West Bengal LIVE News Updates: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রণক্ষেত্র মালদার মানিকচকে

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রণক্ষেত্র মালদার মানিকচকের জালালপুর। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন। স্থানীয় সূত্রে খবর, ১০ কাঠার মতো জায়গা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অনেকদিন ধরে বিবাদ চলছে। গতকাল রাতে তা চরম পর্যায়ে পৌঁছয়। দু’পক্ষই লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ। 

WB News LIVE Updates: বড়দিনের সকাল থেকে জমজমাট নিক্কো পার্ক

সকাল থেকে জমজমাট নিক্কো পার্ক। রকমারি জয় রাইডের মজা উপভোগ করতে, কলকাতার পাশাপাশি, দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করেছেন। সঙ্গে হই-হুল্লোড়, জমিয়ে খাওয়াদাওয়ারও ব্যবস্থা রয়েছে। 

West Bengal LIVE News Updates: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রণক্ষেত্র মালদার মানিকচকে

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রণক্ষেত্র মালদার মানিকচকের জালালপুর। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন। স্থানীয় সূত্রে খবর, ১০ কাঠার মতো জায়গা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অনেকদিন ধরে বিবাদ চলছে। গতকাল রাতে তা চরম পর্যায়ে পৌঁছয়। দু’পক্ষই লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ। 

WB News LIVE Updates: দরজায় কড়া নাড়ছে নতুন বছর

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্‍সব উপলক্ষ্যে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।
বড়দিনের আগে কলকাতায় রাতভর অভিযান পুলিশের। বেপরোয়া গাড়ি মত্ত অবস্থায় গাড়ি চালানো, হেলমেট ছাড়া বা ২ জনের বেশি বাইকে চড়া--সহ বিভিন্ন অভিযোগে ৩২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রাফিক পুলিশের তরফে দায়ের হয়েছে ৪৫৯টি মামলা রুজু হয়েছে।

West Bengal LIVE News Updates: বড়দিনের ছুটিতে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন

বড়দিনের ছুটিতে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন। বাঘ, সিংহ,হাতি, জিরাফদের দেখতে কচিকাঁচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও। পশু-পাখিদের খাঁচার সামনে উঁকিঝুঁকি। গতকাল ৭০ হাজারের বেশি দর্শক এসেছিলেন। বড়দিনে জন সমাগম সেই সংখ্যাটা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

WB News LIVE Updates: বাঘের আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দারা

বাঘের আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দারা।গতকাল সকাল থেকেই এলাকায় শোনা যাচ্ছে বাঘের গর্জন, ঠাকুরাইন নদী ও নদীর ধারে চাষের জমিতে মিলেছে টাটকা পায়ের ছাপ। ঘুম উড়েছে গ্রামবাসীদের। টায়ার ও মশাল জ্বালিয়ে শুরু হয়েছে রাত-পাহারা। জাল নিয়ে ধনচির জঙ্গল ঘিরে ফেলেছেন বন দফতরের কর্মীরা। গোবর্ধনপুর কোস্টাল থানার তরফে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাঘ ধরতে আজই গ্রামে খাঁচা পাতবে বন দফতর। 

West Bengal LIVE News Updates: পুরুলিয়ার রঘুনাথপুরে কম্বল বিলিকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল

পুরুলিয়ার রঘুনাথপুরে কম্বল বিলিকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দলেরই কর্মীদের হাতে হেনস্থার শিকার হলেন INTTUC-র জেলা সভাপতি। তাঁর গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। ভাঙচুরও করা হয় তৃণমূলের শ্রমিক-নেতার গাড়ি। INTTUC-র জেলা সভাপতির অভিযোগের আঙুল তৃণমূলের রঘুনাথপুর ২ নম্বর ব্লকের সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত নেতার প্রতিক্রিয়া মেলেনি। তবে ব্লক সভাপতির পাশে দাঁড়িয়ে দলের শ্রমিক সংগঠনের নেতাকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূলের অঞ্চল নেতৃত্ব। ওঁর আমলে দলীয় কর্মীরা কল-কারখানায় চাকরি পাচ্ছে না, উনি না জানিয়ে কর্মসূচি পালন করছেন, ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূলের অঞ্চল নেতৃত্ব। তৃণমূল জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া, অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না। 

WB News LIVE Updates: আজ বড়দিন। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রাজ্যবাসী

আজ বড়দিন। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রাজ্যবাসী৷ জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। আর তাই নিয়ে আজ থেকেই উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা রাজ্য। 

West Bengal LIVE News Updates: দু'দিনের সফরে আজ কলকাতায় আসছেন অমিত শা

দু'দিনের সফরে আজ কলকাতায় আসছেন অমিত শা। আজ রাত ১১.৪৫-এ কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  বিমানবন্দর থেকে যাবেন নিউটাউনের একটি হোটেলে। 

WB News LIVE Updates: প্রতিবছরের মতো এবারও ক্রিসমাস কেকের পসরা নিয়ে হাজির মিও আমোরে

প্রতিবছরের মতো এবারও ক্রিসমাস কেকের পসরা নিয়ে হাজির মিও আমোরে। নানান ক্রেতার নানান স্বাদের কথা মাথায় রেখে এবারেও কেকের কালেকশনে বাজিমাত করেছে মিও আমোরে। ২৪ এ ২৫ ডিসেম্বর রাত সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকবে মিও আমোরের আউটলেট। 

West Bengal LIVE News Updates: 'মিমিক্রি আমার অধিকার, কেউ এটা ধ্বংস করতে পারে না'

মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানে অনড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মিমিক্রি আমার অধিকার, কেউ এটা ধ্বংস করতে পারে না। জেলে ভরলেও আমার প্রতিবাদের ভাষা আপনি বন্ধ করতে পারবেন না। শ্রীরামপুরের জনসভা থেকে হুঙ্কার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

WB News LIVE Updates: বড়দিনের সকালে ও রাতে শীতের সামান্য আমেজ

কিছুটা দুর্বল হল পশ্চিমী ঝঞ্ঝা। ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে কমল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আপাতত এর থেকে বেশি পারদ পতনের সম্ভাবনা কম। বড়দিনের সকালে ও রাতে শীতের সামান্য আমেজ। বেলা বাড়লে উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ পরিস্থিতি। 

West Bengal LIVE News Updates: প্রয়াত শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি

প্রয়াত শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি। বয়স হয়েছিল ৯২ বছর। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২২ অক্টোবর থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। তারপর দুবার হার্ট অ্যাটাকও হয়। রবিবার সকালে তাঁর ইচ্ছা অনুযায়ী দক্ষিণেশ্বরের সারদা মঠে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ৮টা ১২ মিনিটে শেষনিঃশ্বাস ত্য়াগ করেন প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি। শেষ শ্রদ্ধার জানানোর জন্য সোমবার সকাল ১০টা পর্যন্ত সারদা মঠে রাখা থাকবে মরদেহ। কাল কাশীপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

WB News LIVE Updates: গীতা পাঠ ও রাজনীতি

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আবহেই বাধল রাজনৈতিক তরজা। গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দর একটি উক্তিকে কেন্দ্র করে তরজায় জড়াল বিজেপি ও তৃণমূল। বাংলার মনীষীদের অপমান করা করা হয়েছে। এই অভিযোগে বিজেপির রাজ্য় সভাপতির ক্ষমা চাওয়ার দাবি তুলল শাসকদল। বেকারত্ব, কর্মসংস্থানের সমস্যার সমাধান করবে সরকার? সংবিধান পাঠের আয়োজন করে প্রশ্ন তুলল কংগ্রেস। সুর চড়াল বামেরাও। 

West Bengal LIVE News Updates: নিয়োগ হবে কবে?

চাকরির দাবিতে আন্দোলনের মধ্যেই হয়ে গেল আরও একটি প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী দিলেন TET। তাদের মধ্যে কাউকে দেখা গেল 'নিয়োগ চাই' লেখা প্ল্যাকার্ড হাতে পরীক্ষাকেন্দ্রে আসতে। অন্যদিকে ৪৭৯ দিনে পড়ল শহিদ মিনার চত্বরে TET উত্তীর্ণদের ধর্না।  পরীক্ষা তো হচ্ছে, নিয়োগ হচ্ছে কই? প্রশ্ন তুলেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

প্রেক্ষাপট

কলকাতা: বড়দিনের (Christmas) আগে ঘূর্ণাবর্তে ঘায়েল শীত (Winter)। এক ধাক্কায় ঊর্ধ্বমুখী হল তাপমাত্রার (Temperature) পারদ, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কুয়াশার (Fog) দাপটে ব্যাহত হল বিমান চলাচল থেকে ফেরি পরিষেবা।


রাজ্যের অন্যান্য খবর- 


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের ঠিক আগের রাতে নিজেরই নিয়োগ করা অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। আর রাজ্য সরকারের দেওয়া দায়িত্ব পালন করতে, সমাবর্তনের দিন সশরীরে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকলেন সদ্য অপসারিত অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। সমাবর্তন ঘিরে দিনভর চূড়ান্ত নাটকীয়তা যাদবপুরে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই আজ হল প্রাথমিক টেট। রাজ্যের ৭৭৩টি কেন্দ্রে নেওয়া হল পরীক্ষা। পরীক্ষায় বসলেন তিন লক্ষের বেশি পরীক্ষার্থী। টেটের জন্য রাস্তায় নামানো হয় অতিরিক্ত বাস, চালানো হয় বাড়তি মেট্রো। 


অনুপম-অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির! বঙ্গের পদ্ম শিবিরের শীর্ষ নেতারা যেদিন ব্রিগেডে গীতাপাঠে অংশ নিলেন, সেদিনও দুর্নীতি ইস্যুতে দলেরই একাংশকে নিশানা করলেন অনুপম হাজরা। গীতাপাঠ অনুষ্ঠানে টাকার বিনিময়ে ভিআইপি কার্ড বিলির অভিযোগ উঠে এল তাঁর পোস্টে। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি। 


ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আবহেই বাধল রাজনৈতিক তরজা। গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দর একটি উক্তিকে কেন্দ্র করে তরজায় জড়াল বিজেপি ও তৃণমূল। বাংলার মনীষীদের অপমান করা করা হয়েছে। এই অভিযোগে বিজেপির রাজ্য় সভাপতির ক্ষমা চাওয়ার দাবি তুলল শাসকদল। বেকারত্ব, কর্মসংস্থানের সমস্যার সমাধান করবে সরকার? সংবিধান পাঠের আয়োজন করে প্রশ্ন তুলল কংগ্রেস। সুর চড়াল বামেরাও। 


চাকরির দাবিতে আন্দোলনের মধ্যেই হয়ে গেল আরও একটি প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী দিলেন TET। তাদের মধ্যে কাউকে দেখা গেল 'নিয়োগ চাই' লেখা প্ল্যাকার্ড হাতে পরীক্ষাকেন্দ্রে আসতে। অন্যদিকে ৪৭৯ দিনে পড়ল শহিদ মিনার চত্বরে TET উত্তীর্ণদের ধর্না।  পরীক্ষা তো হচ্ছে, নিয়োগ হচ্ছে কই? প্রশ্ন তুলেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.