West Bengal News Live: আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি পরিবার

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Feb 2022 10:51 PM
WB News Live Updates: আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি পরিবার

আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি পরিবার। কাল ভোরে কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্তের নোটিস। অসুস্থতার জন্য তদন্তকারীদের কাছে ২দিন সময় চাইলেন আনিসের বাবা। সিবিআই তদন্তের দাবিতে অনড় থেকেও ফের ময়নাতদন্তে সম্মতি। 

West Bengal News Live: রাজ্য পুলিশ দিয়েই রবিবার হবে ১০৮টি পুরসভার ভোট

রাজ্য পুলিশ দিয়েই রবিবার হবে ১০৮টি পুরসভার ভোট। ভোটে ১০জন আইএএস অফিসারকে সিনিয়র বিশেষ পর্যবেক্ষক হিসেব নিয়োগ করল রাজ্য নির্বাচন কমিশন। সব মিলিয়ে শতাধিক পুরসভার ভোটে থাকছেন ১৩৫ জন পর্যবেক্ষক।

WB News Live Updates: বীরভূমের মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধার

পুরভোটের মুখে বীরভূমের মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।  ভোটে সন্ত্রাসের জন্যই তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত করছে, অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, দুষ্কৃতীদের কাজ।

West Bengal News Live: রাজ্যে কিছুটা বাড়ল করোনা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৬০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। 

WB News Live Updates: বিজেপির কয়েকজন কর্মী সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ

মাহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রদীপ কুমার শর্মার অভিযোগ গতকাল রাতে কয়েকশো তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কয়েকজন কর্মী সমর্থকের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তার বাড়ির দরজায় লাথি মারে এবং ভোট প্রচার থেকে বিরত থাকার হুমকি দেওয়া হয়। 

West Bengal News Live: মৃত আনিস খানের মোবাইল হস্তান্তর

উলুবেড়িয়া জেলের ভিতরে মৃত আনিস খানের মোবাইল হস্তান্তর। আনিসের মৃত্যুর সাতদিন পর মোবাইল সিটের হাতে তুলে দিল পরিবার। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলল ধৃতদের সনাক্তকরণ ও মোবাইল হস্তান্তরের প্রক্রিয়া। ‘কাউকে চিনতে পারেননি আনিসের বাবা’, দাবি আনিসের বাবার আইনজীবীর। ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হবে মোবাইল, সূত্রের খবর। 

WB News Live Updates: লরিতে চুরির অভিযোগে সন্দেহজনক এক ব্যাক্তিকে ধরে বেঁধে রাখল স্থানীয়রা

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সার দেওয়া লরি থেকে প্রায়শই চুরি যাচ্ছিল টাকা পয়সা ও চালক খালাসির অন্যান্য সামগ্রী । কিন্তু চোর আর ধরা পড়ছিল না। অবশেষে চোর সন্দেহে এক ব্যাক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখলেন স্থানীয় লরি চালকরা। পরে তুলে দেওয়া হল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রাম এলাকায়। 

West Bengal News Live: দলীয় কর্মীদের বাড়িতে হুমকি দিচ্ছে পুলিশ, এমনই অভিযোগ

পুরভোটের মুখে দলীয় কর্মীদের বাড়িতে হুমকি দিচ্ছে পুলিশ। এমনই অভিযোগে বিষ্ণুপুরে মহকুমাশাসকের অফিসের সামনে সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে বিক্ষোভ দেখাল বিজেপি। বিজেপির অভিযোগ আমল দিচ্ছে না তৃণমূল।

WB News Live Updates: আমতা থানার সামনে এসএফআই-এর বিক্ষোভে ধুন্ধুমার

আনিস মৃত্যুর প্রতিবাদে আমতা থানার সামনে এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার। অন্যদিকে, আমতায় আনিসের বাড়িতে গেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

West Bengal News Live: আকাশছোঁয়া মুরগির মাংসের দাম

বিয়ের মরশুমে আকাশছোঁয়া মুরগির মাংসের দাম। গড়িয়াহাট বাজারে দাম উঠল আড়াইশো টাকায়। মাথায় হাত ক্রেতাদের।

WB News Live Updates: সিপিএমের মহিলা সদস্যের বাড়িতে হামলা

উত্তর ২৪ পরগনার বারাকপুর রবীন্দ্রপল্লীতে সিপিএমের মহিলা সদস্যের বাড়িতে হামলা, হুমকির অভিযোগ। ব্যারাকপুরের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। গতকাল রাতে বাইক বাহিনী তাঁর বাড়িতে গিয়ে জানলা ভাঙচুর করে, এমনটাই অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

West Bengal News Live: আসানসোল পুরসভার কাউন্সিলরদের শথপগ্রহণ

আসানসোল পুরসভার কাউন্সিলরদের শথপগ্রহণ। শপথ নিলেন মেয়র বিধান উপাধ্যায়-সহ ১০৬জন কাউন্সিলর। ঘড়ি মোড়ে বিক্ষোভ বিজেপির। ভোটে সন্ত্রাসের অভিযোগে বিক্ষোভ।

WB News Live Updates: বিধাননগরের মেয়র হিসেবে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী

বিধাননগরের মেয়র হিসেবে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী। চেয়ারম্যান হিসেবে সব্যসাচী দত্ত-সহ শপথ নিলেন ৪১জন কাউন্সিলর।

West Bengal News Live: ধৃতদের চিহ্নিত করতে জেলে গেলেন আনিসের বাবা

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশের পর টিআই প্যারেডে গেলেন আনিসের বাবা সালেম খান। আনিসের বাবাকে নিয়ে যাওয়া হল উলুবেড়িয়া জেলে। ইতিমধ্যে এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: আনিস মৃত্যুর প্রতিবাদে নোনাপুকুরে মিছিল কংগ্রেসের

আনিস খান মৃত্যুর প্রতিবাদে নোনাপুকুরে মিছিল কংগ্রেসের। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ।

West Bengal News Live: লেক মল থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল এসএফআইয়ের

আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মিছিল এসএফআইয়ের। লেক মল থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল এসএফআইয়ের। মিছিল আটকাতে ব্যারিকেড পুলিশের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 

WB News Live Updates: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে আছে কালনার ২ পড়ুয়া

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে আছে কালনার ২ পড়ুয়া। কম্পিউটার নিয়ে পড়তে এক বছর আগে সে দেশে গিয়েছে দীপক ও বিভাস হালদার। ইউক্রেনে আটকে থাকা ছেলেরা কীভাবে বাড়ি ফিরবে,তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় দূতাবাসের আশ্রয়স্থলে রয়েছে দু’জন।

West Bengal News Live: আনিস খানের বাবার সঙ্গে কথা বললেন রিজওয়ানুর রহমানের মা

একজন সন্তানহারা মা, আরেকজন পুত্রহারা পিতা। দু’জনেই দিন গুণছেন সুবিচারের অপেক্ষায়। এবিপি আনন্দর মাধ্যমে আনিস খানের বাবার সঙ্গে কথা বললেন রিজওয়ানুর রহমানের মা কিশওয়ার জাহান।

WB News Live Updates: হাইকোর্টের নির্দেশের পর টিআই প্যারেডে গেলেন আনিসের বাবা সালেম খান

হাইকোর্টের নির্দেশের পর টিআই প্যারেডে গেলেন আনিসের বাবা সালেম খান

West Bengal News Live: আনিস খানের মৃত্যুর প্রতিবাদে যাদবপুরের অধ্যাপকদের মিছিল

আনিস খানের মৃত্যুর প্রতিবাদে যাদবপুরের অধ্যাপকদের মিছিল

WB News Live Updates: কেএলও জঙ্গি সন্দেহে শিলিগুড়ি থেকে একজনকে গ্রেপ্তার করল এসটিএফ

কেএলও জঙ্গি সন্দেহে শিলিগুড়ি থেকে একজনকে গ্রেপ্তার করল এসটিএফ

West Bengal News Live: শেষবেলায় জোরকদমে প্রচার মহেশতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সত্যেন্দ্র সিংহের

শেষবেলায় জোরকদমে প্রচার করলেন মহেশতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সত্যেন্দ্র সিং।  ঘরে ঘরে গিয়ে প্রচার করেন তিনি। এবারই প্রথম পুরভোটে দাঁড়িয়েছেন তিনি।  হিন্দি সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সত্যেন্দ্র করোনা সঙ্কটের সময়  সামাজিক কাজেও অংশ নিয়েছিলেন।

WB News Live Updates: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে আছে কালনার ২ পড়ুয়া

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে আছে কালনার ২ পড়ুয়া। কম্পিউটার নিয়ে পড়তে এক বছর আগে সে দেশে গিয়েছে দীপক ও বিভাস হালদার। ইউক্রেনে আটকে থাকা ছেলেরা কীভাবে বাড়ি ফিরবে,তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় দূতাবাসের আশ্রয়স্থলে রয়েছে দু’জন।

West Bengal News Live: প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আবেদনের উপর রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট

প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আবেদনের উপর রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বা ক্যাট-এর প্রধান বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে ওই আবেদন করেছিলেন প্রাক্তন মুখ্যসচিব। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলা কলকাতা থেকে দিল্লিতে সরানোর নির্দেশ দিয়েছিল ক্যাট।  সেই রায়ের বিরুদ্ধেই আবেদন করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পুরভোট করানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পুরভোট করানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বাংলার ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। কিন্তু তাদের আবেদন খারিজ হয়ে গেছে। রবিবারই রাজ্যের ১০৮টি পুরসভার ভোট রয়েছে।   

West Bengal News Live: আনিস খানের রহস্যমৃত্যুর পর তাঁর বাড়িতে গেলেন আক্রান্ত আমরা সংগঠনের সদস্যরা

হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর পর তাঁর বাড়িতে গেলেন আক্রান্ত আমরা সংগঠনের সদস্যরা। অম্বিকেশ মহাপাত্র ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন  সুটিয়ার নিহত প্রতিবাদী বরুণ বিশ্বাসের দিদি সহ অন্য সদস্যরা।  আনিসের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন তাঁরা। পরে আক্রান্ত আমরার তরফে জানানো হয়, বিষয়টি জাতীয় মানবাধকার কমিশন ও জাতীয় সংখ্যালঘু কমিশনকে জানাবেন তাঁরা।

WB News Live Updates: ইউক্রেনে আটকে পড়েছেন সোনারপুরের এক ছাত্র

ইউক্রেনে আটকে পড়েছেন সোনারপুরের এক ছাত্র। তিনি ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন।  টারনোপিল শহরে থাকেন পুষ্পক স্বর্ণকার।  যুদ্ধ বাধার পর তাঁর বাড়ির লোক দুঃশ্চিন্তায় রয়েছেন।  ২৬ ফেব্রুয়ারি তাঁর বিমানের টিকিট কাটা রয়েছে। কিন্তু তা বাতিল হওয়ার সম্ভাবনা। ছেলে কীভাবে বাড়ি ফিরবে, তা ভেবে পাচ্ছেন না বাবা-মা। সোনারপুরের কামরাবাদ এলাকায় বাড়ি ওই ছাত্রের।  তবে তাঁর মা প্রতিভা স্বর্ণকার জানালেন, ছেলের সঙ্গে এখনও ফোনে কথা বলা যাচ্ছে।  তবে সেই যোগাযোগ কতক্ষণ থাকবে, তা বলা মুশকিল।

West Bengal News Live: মুর্শিদাবাদের বহরমপুরে পুরভোটের আগে অশান্তি, কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মুর্শিদাবাদের বহরমপুরে পুরভোটের আগে অশান্তি। গতকাল রাতে বহরমপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যান বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই সময় তৃণমূলের লোকজনও বেরিয়ে আসে। বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে তীব্র বচসা হয় কংগ্রেস সাংসদের। পরে বহরমপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়।  
কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মীকে মারধরের অভিযোগ করেছে, পাল্টা তৃণমূলের অভিযোগ, বহরমপুরের সাংসদ তাদের কর্মীদের হুমকি দিয়েছেন। 

WB News Live Updates: আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় আজ তাঁর বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে উলুবেড়িয়া জেলে

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় আজ তাঁর বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে উলুবেড়িয়া জেলে। সেখানেই টিআই প্যারেড হওয়ার কথা।

West Bengal News Live: গরু পাচার মামলায় সিবিআইয়ের দ্বিতীয়বারের তলব এড়ালেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

গরু পাচার মামলায় সিবিআইয়ের দ্বিতীয়বারের তলব এড়ালেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজই তাঁকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তিনি আসেননি। তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ সিবিআই দফতরে যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবারও আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন অনুব্রত মণ্ডল। 

WB News Live Updates: সাতসকালে শহরে দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের

সাতসকালে শহরে দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের। সকাল পৌনে ৯টা নাগাদ বাগমারি রোডে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাপ নির্ভর বাইক। চালক ছাড়াও বাইকে ছিলেন তাঁর সঙ্গিনী।    

West Bengal News Live: ফাল্গুনে আবহাওয়ার পরিবর্তন

ফাল্গুনে আবহাওয়ার পরিবর্তন।  আজ সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।  গতকাল রাতে দমকা হাওয়া বয়ে গেছে কলকাতার উপর দিয়ে। শীতের চলে যাওয়া ও গ্রীস্মের আগমনের মুখে আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

WB News Live Updates: সাতসকালে বাগমারি রোডে দুর্ঘটনা

সাতসকালে শহরে দুর্ঘটনা। সকাল পৌনে ৯টা নাগাদ বাগমারি রোডে এই দুর্ঘটনা ঘটেছে। একটি অ্যাপ নির্ভর বাইক চালক আচমকা পড়ে যান। সেই সময় উল্টোদিক থেকে আসছিল একটি ক্রেন। সেটি হেলমেট পরা বাইক চালকের উপর দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। দুর্ঘটনার কারণে শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ। 

West Bengal News Live: অ্যাডভোকেট জেনারেলকে রাজভবনে তলব জগদীপ ধনকড়ের

বাজেট অধিবেশন ডাকতে মন্ত্রিসভার সুপারিশে টাইপগত যে ভুল হয়েছে, তা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল। আজ সেইকারণে অ্যাডভোকেট জেনারেলকে রাজভবনে আসতে বলেছেন জগদীপ ধনকড়। রাজ্যপাল নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন।  গতকাল এই নিয়ে বিভ্রান্তি হয়। রাজ্যপাল ট্যুইট করে জানান, মন্ত্রিসভার সুপারিশমতো তিনি ৭ মার্চ রাত ২টোয় বাজেট অধিবেশন ডেকেছেন। পরে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে জানান, টাইপগত ভুলেই এমনটা হয়েছে।

WB News Live Updates: ইউক্রেনে আটকে পড়েছেন সোনারপুরের এক ছাত্র

ইউক্রেনে আটকে পড়েছেন সোনারপুরের এক ছাত্র। তিনি ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন।  টারনোপিল শহরে থাকেন পুষ্পক স্বর্ণকার।  যুদ্ধ বাধার পর তাঁর বাড়ির লোক দুঃশ্চিন্তায় রয়েছেন।  ২৬ ফেব্রুয়ারি তাঁর বিমানের টিকিট কাটা রয়েছে। কিন্তু তা বাতিল হওয়ার সম্ভাবনা। ছেলে কীভাবে বাড়ি ফিরবে, তা ভেবে পাচ্ছেন না বাবা-মা। সোনারপুরের কামরাবাদ এলাকায় বাড়ি ওই ছাত্রের।  তবে তাঁর মা প্রতিভা স্বর্ণকার জানালেন, ছেলের সঙ্গে এখনও ফোনে কথা বলা যাচ্ছে।  তবে সেই যোগাযোগ কতক্ষণ থাকবে, তা বলা মুশকিল।  

West Bengal News Live: পুরভোটের মুখে বীরভূমের মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল

পুরভোটের মুখে বীরভূমের মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল

WB News Live Updates: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতেও অনুসন্ধান করবে বিশেষ কমিটি

গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতেও অনুসন্ধান করবে বিশেষ কমিটি। এজন্য কমিটিকে ৩ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

West Bengal News Live: ৫ হাজার ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন মুখ্যমন্ত্রী

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল এক অনুষ্ঠানে ৫ হাজার ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালগুলির থেকে অডিট রিপোর্ট চাওয়ার জন্য নাম না করে রাজ্যপালকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

WB News Live Updates: আপাতত সিটেই আস্থা হাইকোর্টের

 আপাতত সিটেই আস্থা হাইকোর্টের

West Bengal News Live: আমতা থানার ওসিকে অনির্দিষ্টকালের জন্য পাঠানো হল ছুটিতে

আমতা থানার ওসিকে অনির্দিষ্টকালের জন্য পাঠানো হল ছুটিতে

প্রেক্ষাপট

কলকাতা: আনিস (Anish Khan) মৃত্যুর ছ’দিন পর আমতা থানার (Amta Police Station) ওসিকে অনির্দিষ্টকালের জন্য পাঠানো হল ছুটিতে। অফিসার ইনচার্জের দায়িত্বে আসছেন কিঙ্কর মণ্ডল।


 


বিস্ফোরক দাবি আনিস-হত্যাকাণ্ডে ধৃতদের। হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ উলুবেড়িয়া আদালতের।


 


আপাতত সিটেই (SIT) আস্থা হাইকোর্টের (Highcourt)। জেলা জজের পর্যবেক্ষণে আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ। দু সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ।


 


মামলাকারীদের উপস্থিতিতে আনিসের ফোন সিল করবে সিট। পাঠাতে হবে হায়দরাবাদে। জেলা জজের প্রতিনিধির উপস্থিতিতে ধৃতদের টিআই প্যারেডের নির্দেশ।


 


হাইকোর্টের নির্দেশের পর সিটের কাছে বয়ান দিলেন আনিসের বাবা। পরিবারের দাবি মেনে আনিসের সমাধিস্থলের নিরাপত্তায় সিসিটিভি লাগাল পুলিশ।


 


১০৮ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে গেল বিজেপি। আজ শুনানি সর্বোচ্চ আদালতে।


 


নেতাজি ইন্ডোরে ৫ হাজার পড়ুয়াকে ক্রেডিট কার্ড দিলেন মুখ্যমন্ত্রী। সরকার গ্যারেন্টার। নিশ্চিন্তে ঋণ দিন।’ ব্যাঙ্কগুলিকে আবেদন মমতার।


 


 ‘কেউ কেউ অডিট রিপোর্ট চাইছেন। ভয় পাবেন না। অডিটের দায়িত্ব সরকারের।’ নাম না করে রাজ্যপালকে খোঁচা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে বার্তা মুখ্যমন্ত্রীর।


 


৭ মার্চ রাত দুটোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল। মন্ত্রিসভার সুপারিশে সিদ্ধান্ত, ট্যুইট ধনকড়ের। টাইপে ভুল, ধনকড়কে ফোন করে জানালেন মুখ্যমন্ত্রী।


 


গ্রুপ সি নিয়োগ-দুর্নীতি তদন্তেও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন হাইকোর্টের। ৩ মাসের সময়সীমা। আইন ঊর্ধ্বে কেউ নয়, মন্তব্য বিচারপতির।


 


লখনউয়ে প্রথম টি-২০তে লঙ্কাবধ টিম ইন্ডিয়ার। রোহিত-ঈশান-শ্রেয়সের ব্যাটের জোরে শ্রীলঙ্কাকে হারাল ৬২ রানে। টি-২০-তে সর্বোচ্চ রানের মালিক হলেন রোহিত শর্মা।


 


পদ্মাপাড় থেকেই কি আসছে লাল হলুদের নতুন ইনভেস্টর? বাংলাদেশের এক সংস্থার এমডিকে সংবর্ধনা ইস্টবেঙ্গলের। আগামী মরসুমে কি তারাই স্পনসর? জল্পনা তুঙ্গে।


 


২০ মার্চ গোয়ায় আইএসএল ফাইনালে ২ বছর পর গ্যালারিতে থাকতে পারে দর্শক। ৫০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচের ভাবনা আয়োজক সংস্থার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.