West Bengal News Live: ইউক্রেনে আটকে পড়া বাঙালিদের ফেরাতে নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, ট্যুইট মমতার
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই
ইউক্রেনের আটকে ডাক্তারি পড়ুয়া অর্নব মান্না। আতঙ্কে দিন কাটছে গোটা পরিবারের l পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে।
ইউক্রেনে আটকে পড়া ছাত্রসহ রাজ্যের বাসিন্দাদের সাহায্য করার জন্য নবান্নে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া পশ্চিমবঙ্গের ১৯৯ জনকে দ্রুত নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করা হয়েছে। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য। শীঘ্রই মুম্বই এবং দিল্লি পৌঁছবেন কিছু ছাত্র। রাজ্য সরকার তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। ওই ছাত্রদের বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ার পাশাপাশি, বিমানবন্দর থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য দমদম বিমানবন্দরে রাখা হয়েছে বিশেষ সাহায্যকারী দল।
কেএলও জঙ্গি সন্দেহে শিলিগুড়ি আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ায়।
এসপি অফিস লক্ষ্য করে ইট, লাঠি বাম সংগঠনের। পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করল পুলিশ। আহত ৮ জন পুলিশকর্মী।
''তদন্তকে ভুল পথে চালনা এবং বিলম্ব করার চেষ্টা চলছে'', ফেসবুক পোস্টে অভিযোগ রাজ্য পুলিশের।
আনিস মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র পাঁচলা। মিছিল রোখার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ইটের আঘাতে আহন বেশ কয়েকজন পুলিশকর্মী।
কাল রাজ্যের একশো আটটি পুরসভায় ভোট। তার আগে বহিরাগত ইস্যুতে সরগরম পূর্ব মেদিনীপুরের তমলুক। বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল-বিজেপি। অন্যদিকে, এগরা পুরসভার একটি ওয়ার্ডে সময়সীমা ফুরনোর পরেও গভীর রাতে প্রচার ও টাকা বিলির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়েও শুরু হয়েছে দু’পক্ষের দোষারোপ।
কাঁকসার ডাঙ্গাল এলকায় অজয় নদীর চরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য চড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুর নাগাদ এলাকার বাসিন্দারা পচা দুর্গন্ধ পেয়ে নদীর ধারে মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রাত পোহালেই রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। চূড়ান্ত তৎপরতা ডিসিআরসি-গুলিতে।
আনিস মৃত্যুর প্রতিবাদে এবার এসপি অফিস ঘেরাও কর্মসূচি এসএফআইয়ের। ব্যারিকেড করে মিছিল রোখার চেষ্টায় পুলিশ।
ইউক্রেনে আটকে ডাক্তারি পড়ুয়া অর্ণব মান্না। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাড়িতে আতঙ্কে দিন কাটছে পরিবারের। ভুঁইয়াখালি গ্রামের বাসিন্দা অর্ণবের ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন। চারবছর আগে পাড়ি দেন ইউক্রেনে। আপাতত ছেলের ফেরার অপেক্ষায় রয়েছে পরিবার।
আনিসকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে হুমকি-ফোনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ পরিবার। আজ আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আনিসের দাদা সাবির খান। অভিযোগ, মঙ্গলবার রাত ১টা ৪ মিনিটে অচেনা নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আনিসের পরিবারের দাবি, এরপর বৃহস্পতিবার থানায় বসে থাকাকালীন ক্ষমা চেয়ে ফোন আসে। বলা হয়, ভুল করে ফোন করে ফেলেছি। দুটি নম্বরই পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ ভিওআইপি-র মাধ্যমে ফোন করা হয়েছিল।
মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীর গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূল প্রার্থী সৌমেন খানের অভিযোগ, নেপথ্যে বিজেপির হাত রয়েছে। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল তাঁদের কর্মীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী মিলন মাইতি।
ছেলে সুস্থ শরীরে ফিরুক। এটাই চান জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা বাবলু বিশ্বাস। প্রত্যন্ত গ্রাম থেকে চারবছর আগে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছেন ছেলে আশিস। আশা ছিল, ছেলে ডাক্তার হয়ে গ্রামে ফিরবে। লকডাউনের সময় বাড়ি ফিরেছিলেন আশিস। ফের ফিরে যান ইউক্রেনে। এবার সেখানে যুদ্ধ বাধায় ছেলের চিন্তায় চোখের জলে দিন কাটছে মা-বাবার।
ইউক্রেনের খারকিভে আটকে ঠাকুরপুকুরের বাসিন্দা সৌম্যকান্তি বিশ্বাস। মেডিক্যালের তৃতীয় বর্ষের পড়ুয়া। ফোন করতে পারছেন না, মেসেজই ভরসা। উদ্বিগ্ন পরিবার
আগামীকাল ভাটপাড়া, দমদম ও দক্ষিণ দমদম পুরসভার ৩টি ওয়ার্ডে ভোট হচ্ছে না। গতকাল ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বাবলি-দের মৃত্যু হয়। দিনতিনেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে ভর্তি হন বেসরকারি হাসপাতালে। ফলে আগামীকাল ওই ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত।দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডেও এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হচ্ছে না। এছাড়া, হাইকোর্টের নির্দেশে ভোট হচ্ছে না দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে।
ফাল্গুনে আবহাওয়ার পরিবর্তন। আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও কাল বৃষ্টির সম্ভাবনা। শীতের বিদায় ও গ্রীষ্মের শুরুর মুখে আবহাওয়া পরিবর্তনের কারণেই বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার থেকে শুষ্ক হবে আবহাওয়া। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
পুরুলিয়ায় তৃণমূলের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ। পুরুলিয়া সদর থানার পুলিশের নজরে আসতেই দ্রুত আগুন নিভিয়ে ফেলে
নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি তৃণমূল নিজেই আগুন লাগিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।
ময়নাতদন্ত নিয়ে জোরাজুরি করলে সুপ্রিম কোর্টে যাব। হুঁশিয়ারি আনিস খানের দাদার। হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে আজ ভোর পৌনে ৫টা নাগাদ সারদা দক্ষিণ খাঁ পাড়া গ্রামে যায় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিটের সদস্যরা। আনিসের দেহ তোলার জন্য অনুমতি নিতে পুলিশ আনিসের বাড়িতে যাওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেন। কার্যত পুলিশকে ধাওয়া করে গ্রামছাড়া করেন তাঁরা। শেষপযন্ত ফিরে আসতে হয় বাহিনীকে। এর আগে গতকাল রাতে আনিসের বাবাকে নোটিস দিয়ে পুলিশ জানায়, আজ ভোরে দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য দেহ তোলা হবে। কিন্তু আনিসের বাবা সালেম খান সিটকে জানান, তিনি অসুস্থ সোমবার সকালে যেন ময়নাতদন্ত করা হয়। পাশাপাশি, আনিসের বাবা জানিয়েছেন, টিআই প্যারেডে কাউকে শনাক্ত করতে পারেননি
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর আর্জি মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তিতে বিজেপি। ১০৮টি পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রবিবার রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই হবে ভোট।
পুরভোটের আগে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বোমা রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপি প্রার্থী সুধীরঞ্জন সাউয়ের অভিযোগ, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতেই তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে বোমা রেখেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এলাকা অশান্ত করতে বহিরাগতদের আনা হয়েছে বলেও গেরুয়া শিবিরের দাবি। তৃণমূলের দাবি, রাজনৈতিক ফায়দা তুলতে মিথ্যার আশ্রয় নিচ্ছে বিজেপি। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।
পুরভোটের ২ দিন আগে টাকা বিলির অভিযোগে বিজেপি প্রার্থীকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ। অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র গতকাল রাতে ভোটারদের মধ্যে টাকা বিলি করছিলেন। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
২৪ ঘণ্টার মধ্যে বাগমারিতে ফের দুর্ঘটনা। ট্রাম লাইনে পিছলে বাইক উল্টে আহত ২। সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। কাঁকুড়গাছির দিক থেকে মানিকতলার দিকে যাওয়ার সময়, ট্রাম লাইনে পিছলে উল্টে যায় বাইক। আহত হন দুই আরোহী।প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে। গতকাল বাগমারিতেই ট্রাম লাইনে পিছলে বাইক থেকে পড়ে গিয়ে উল্টোদিক থেকে আসা ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অ্যাপ নির্ভর বাইক চালকের। গুরুতর আহত বাইক আরোহী এক তরুণী।
পুরভোটের আগে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। গতকাল রাতে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম। তাঁর স্ত্রী রৌশেনারা বিবি এবার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে লড়ছেন। তৃণমূল নেতার অভিযোগ, তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই বোমা ছুড়েছে বলে অভিযোগ। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পুরভোটের ২ দিন আগে ফের উত্তপ্ত বনগাঁ পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মী, সমর্থকদের। কংগ্রেস প্রার্থী মলয় আঢ্যর অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূল প্রার্থী গোপাল শেঠের অনুগামীরা। তৃণমূলের দাবি, হার নিশ্চিত বুঝে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন কংগ্রেস প্রার্থী। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্য কংগ্রেসের টিকিটে লড়ছেন। তাঁকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে বলে এর আগে দাবি করেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন পুর প্রশাসক গোপাল শেঠ। এ নিয়ে নাম না করে দলের নেতা শঙ্কর আঢ্যকেই নিশানা করেন তিনি।
সিনেমা, সিরিয়ালে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার নামে ফ্ল্যাটে নিয়ে গিয়ে গায়িকার শ্লীলতাহানির অভিযোগ। বাঁশদ্রোণীতে গ্রেফতার এক ব্যক্তি। আগামী ২ মার্চ পর্যন্ত ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
গরু পাচার মামলায় এই নিয়ে তৃতীয়বারের জন্য সিবিআই অফিসে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে গতকাল দেখা গেল বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে। কলকাতায় সিবিআই অফিসে চিঠি নিয়ে হাজির হন তাঁর আইনজীবী।
West Bengal News Live: রাজ্য পুলিশ দিয়েই রবিবার হবে ১০৮টি পুরসভার ভোট। ভোটে ১০জন আইএএস অফিসারকে সিনিয়র বিশেষ পর্যবেক্ষক হিসেব নিয়োগ করল রাজ্য নির্বাচন কমিশন। সব মিলিয়ে শতাধিক পুরসভার ভোটে থাকছেন ১৩৫ জন পর্যবেক্ষক।
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তিতে বিজেপি। ১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। রবিবার রাজ্য পুলিশেই হবে পুরভোট।
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তিতে বিজেপি। ১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। রবিবার রাজ্য পুলিশেই হবে পুরভোট।
আনিস খানের দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ফিরতে হল বাহিনীকে
কংগ্রেসের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে পুরভোটের প্রচারে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেন বনগাঁ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী
মুর্শিদাবাদের বহরমপুরে পুরভোটের আগে অশান্তি। এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে অধীর চৌধুরীর সঙ্গে শহর তৃণমূল সভাপতির তুমুল বচসা। সাংসদের বিরুদ্ধে হুমকির অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা শাসকদলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগে সরব অধীর চৌধুরী।
মাওবাদীদের নামে দেওয়া পোস্টারের পিছনে মৃত্যুফাঁদ থাকতে পারে! কোনও পোস্টারকে হালকা ভাবে নিলে চলবে না। সূত্রের খবর, সম্প্রতি এই মর্মে সতর্ক করে জঙ্গলমহলের পাঁচ জেলার এসপি ও আইবি অফিসে বার্তা পাঠিয়েছে রাজ্য গোয়েন্দা দফতর। চিঠিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আনিস খুনের সনাক্তকরণ ঘিরে টানাপোড়েন। আনিসের বাবার দাবি, ঘটনার রাতে তাঁকে যে পুলিশকর্মী আটকে রেখেছিলেন, ধৃতদের মধ্যে সেই ব্যক্তি নেই। বিস্তর টালবাহানার পর গতকাল আনিসের মোবাইল ফোন জমা দেয় পরিবার।
আনিস খানের দ্বিতীয় ময়নাতদন্ত করার জন্য এদিন ভোরে আমতায় গ্রামে পৌঁছয় পুলিশ। ছিলেন সিটের সদস্যরাও। গতকাল রাতে আনিসের বাবাকে নোটিস দেয় পুলিশ। নোটিসে বলা হয় আজ ভোর ৫টায় দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য আনিস খানের দেহ কবর থেকে তোলা হবে। কিন্তু আনিসের বাবা সালেম খান, সিটকে জানিয়ে দেন তিনি অসুস্থ, সোমবার সকালে যেন ময়নাতদন্ত করা হয়। তা না শুনেই এদিন ভোরে আনিসের গ্রামে পৌঁছে গিয়েছে পুলিশ। বিএমওএইচ ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিততে তোলা হবে দেহ। এখান থেকে দেহ তুলে নিয়ে যাওয়া হবে এসএসকেএমে। সেখানে বারাসাত আদালতের ডিস্ট্রিকট জজের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত।
প্রেক্ষাপট
টিআই প্যারেডে কাউকেই চিহ্নিত করতে পারেননি আনিসের (Anish Khan) বাবা, দাবি আইনজীবীর।
কবর থেকে মৃতদেহ তুলে আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তে (Post Mortem) রাজি পরিবার। ২দিন সময় চাইলেন বাবা। জেলে গিয়ে দিলেন মোবাইল ফোন।
আনিসের বাবার সঙ্গে ফোনে কথা রিজওয়ানুরের মায়ের।
সুপ্রিম কোর্টে (Supreme Court) বিজেপির আর্জি খারিজ। রাজ্য পুলিশ দিয়েই রবিবার পুর-ভোট। ৪ হাজার বাড়িয়ে ৪৪ হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের।
গরুপাচারকাণ্ডে ফের সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন না অনুব্রত। বাড়ির কাছে ডাকলে আপত্তি নেই, অসুস্থতার কারণ দেখিয়ে জানালেন আইনজীবী।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৬০, ৪জনের মৃত্যু। ২ বছর পরে মার্চ থেকে কোভিড অ্যাডমিশন সেল বন্ধ করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।
মুরগির মাংসের দামের ডবল সেঞ্চুরি হয়েছে আগেই। এবার গড়িয়হাট বাজারে তা আড়াইশো টাকা ছুঁয়ে ফেলল। বিয়ের মরশুমে মুরগির আকাশছোঁয়া দাম নিয়ে বাড়ছে চিন্তা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -