West Bengal News Live Updates: মানিকতলায় উপনির্বাচনের দাবিতে এবার পোস্টার পড়ল সেখানে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে ২০২২-র ফেব্রুয়ারিতে। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্য়ে উপনির্বাচনের নিয়ম থাকলেও, একবছর পেরিয়ে গেলেও এখনও উপনির্বাচন হয়নি মানিকতলা বিধানসভা কেন্দ্রে। উপনির্বাচনের দাবিতে এবার পোস্টার পড়ল সেখানে।
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ৩ বিজেপি কর্মী, সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ডহারবার মডেলে বিনা লড়াইয়ে পঞ্চায়েত দখলের ছক, ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন শুভেনদু অধিকারী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে গেরুয়া শিবির। ঘটনার সঙ্গে দলের যোগ নেই, দাবি তৃণমূলের।
শনিবার মালদায় শুভেন্দুর সভায় অনুমতি দিল না হাইকোর্ট। খারিজ বিজেপির আবেদন, হাইকোর্টে মিলল না অনুমতি। ১৫দিন আগে পুলিশকে না জানানোয় অনুমতি দিল না হাইকোর্ট। প্রথমে হবিবপুরের সভায় অনুমতি দিয়েও বাতিলের অভিযোগ বিজেপির। হাইকোর্টে গিয়েও মিলল না সুরাহা, মিলল না অনুমতি। মালদায় শুভেন্দুর সভার অনুমতি দিলেন না বিচারপতি বিবেক চৌধুরী।
ভর সন্ধেয় মানিকতলায় কুপিয়ে খুন। মানিকতলার ক্ষুদিরাম পল্লিতে যুবককে কুপিয়ে খুন। 'মুদির দোকানের শাটার খোলা নিয়ে বিবাদের জেরে হামলা', হামলার অভিযোগে মুদির দোকানের মালিক গ্রেফতার।
মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মুর্শিদাবাদের নওদায় পিটিয়ে খুন। রাস্তার জন্য জমি নিয়ে বিবাদ, নওদায় পিটিয়ে খুন, আহত ৭। নওদার বিধায়ক সাহিনা মমতাজ খানের অনুগামীকে পিটিয়ে খুন। ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। খুনের ঘটনায় অনুগামী-যোগের অভিযোগ অস্বীকার ব্লক সভাপতির।
খোদ মন্ত্রীর অফিসে ডেকে পাঠিয়ে, একজনকে মন্ত্রী সাজিয়ে পুলিশের সামনে কারখানা ছেড়ে দেওয়ার জন্য হুমকি। চাঞ্চল্যেকর অভিযোগ শিবপুরের ব্যবসায়ীর। ঘটনায় আতঙ্কে রয়েছে ব্যবসায়ীর পরিবার। ক্যামেরা দেখে দৌড় লাগালেন অভিযুক্ত শাসক নেতা। কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। ঘটনা নিয়ে প্রকাশ্যে এসে পড়েছে দুই মন্ত্রীর দ্বন্দ্ব।
ব্যারাকপুরে শ্যুটআউট, ২৫ ঘণ্টা পার, এখনও আততায়ী অধরা! একদিন পরেও দুষ্কৃতীদের কোনও হদিশ পেল না পুলিশ!
শিলিগুড়ির পরে এবার উত্তর দিনাজপুর, বেআইনি বালি খাদানের বলি! করণদিঘিতে নদীতে বেআইনিভাবে বালি তোলায় গর্ত, পড়ে মৃত্যু ৩ শিশুর। করণদিঘির সুধানি নদীর গর্তে পড়ে ৪, ৭, ৯ বছরের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু। বেআইনিভাবে নদী থেকে বালি তোলায় গর্তের জন্যেই দুর্ঘটনা, দাবি পরিবারের।
'হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেলিং' হাড়োয়ায় বিজেপি নেত্রীর মেয়ে গ্রেফতার! প্রতারণার জালে নেতা থেকে পুলিশ, বিজেপি নেত্রীর মেয়ে গ্রেফতার। রাজনৈতিক নেতাদের ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ!
নদিয়ার হাঁসখালির বিজেপি নেতার রহস্যমৃত্যু। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কৃষ্ণগঞ্জে আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত ব্যক্তি বিজেপির বুথ সহ সভাপতি নকুল হালদারের বাড়ি হাঁসখালিতে। চাষের জমিতে যাচ্ছেন বলে মঙ্গলবার বিকেলে বার হয়েছিলেন, দাবি পরিবারের। নাম না করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তুলেছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। ভিত্তিহীন অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে পাল্টা দাবি তৃণমূলের।
রবিবার সংসদের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান। তার আগে অনুষ্ঠান বয়কটের কথা জানিয়ে একসঙ্গে বিবৃতি তৃণমূল সহ ১৯ টি বিরোধী দলের। গোটা বিবৃতিতে, রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর তীব্র নিন্দায় সরব হয়েছে সবকটি দল। কেন্দ্রের বিরুদ্ধে কোনও ইস্যুই নেই। সেকারণেই নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে ইস্যু তৈরি করতে চাইছে বিরোধীরা। মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।
ব্যারাকপুরে শ্যুটআউটের পর ২৪ ঘণ্টা পার, এখনও অধরা ৪ দুষ্কৃতী। গতকাল ভরসন্ধেয় ডাকাতি রুখতে গেলে স্বর্ণব্যবসায়ীর ছেলেকে গুলি করে খুন। ক্রেতা সেজে সোনার দোকানে, দেড় মিনিটের অপারেশন করেই ফেরার। একদিন পেরোতে চললেও অধরা দুষ্কৃতীরা, এখনও অন্ধকারে টিটাগড় থানার পুলিশ।
শনিবার এগরা ও শালবনি সফরে মমতা। দুপুরে মুখ্যমন্ত্রী এগরায় যাবেন বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বলতে। ওইদিন বিকেলেই শালবনিতে অভিষেকের নব জোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা। সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
পুলিশের সামনেই খোদ মন্ত্রীর অফিসে ডেকে ব্যবসায়ীকে হুমকি! একজনকে মন্ত্রী সাজিয়ে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ
নতুন সংসদ ভবন উদ্বোধন ইস্যু এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ না করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার, অভিযোগ জনস্বার্থ মামলায়।
সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী জয়া সুকিন।
বকেয়া টাকা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা অভিষেকের। 'বাংলার টাকা আটকে রেখেছেন নরেন্দ্র মোদি, বিজেপি ভোটে হোঁচট খেয়েছে বলে, বাংলার টাকা আটকে রেখেছে,' তোপ অভিষেকের।
নন্দীগ্রাম, চন্দ্রকোণা, পটাশপুর, সিমলাপালের পর মালদার হবিবপুর। ফের শুভেন্দু অধিকারীর সভার অনুমতি ঘিরে জটিলতা তৈরি হয়েছে। আজই আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। আগামী শনিবার হবিবপুরে শুভেন্দুর সভা রয়েছে, ওই সভার জন্য ১৮ মে পুলিশের অনুমতি চাওয়া হয়। ১৯ তারিখ অনুমতি দেয় পুলিশ, দাবি বিজেপির। অভিযোগ, গতকাল অনুমতি বাতিল করেছে হবিবপুর থানা।
শনিবার এগরা ও শালবনি সফরে মমতা। দুপুরে মুখ্যমন্ত্রী এগরায় যাবেন বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বলতে। ওইদিন বিকেলেই শালবনিতে অভিষেকের নব জোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা। সমাবেশে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফলতায় বিজেপি কর্মীর উপর 'হামলা', ট্যুইটে তোপ শুভেন্দু অধিকারীর। 'বিজেপি কর্মী রাজু মিস্ত্রির ওপর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। তাঁর দেহে আঘাতের চিহ্ন এটাই প্রমাণ করে যে তাঁর ওপর যুদ্ধবন্দীদের থেকেও নৃশংস অত্যাচার করা হয়েছে', তোপ শুভেন্দুর।
'ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য দিয়ে বলেছে ভারতবর্ষের মধ্যে অন্যতম নিরাপদ রাজ্য বাংলা। এখানে কোনও ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেয়, উত্তরপ্রদেশে এনকাউন্টারের নামে দুষ্কৃতীদের মেরে ফেলা হয় না', ব্যারাকপুরকাণ্ডে বিরোধীদের আক্রমণ তৃণমূল সাংসদ শান্তনু সেনের
দলীয় সভার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করার অপরাধে, ৩ বিজেপি কর্মী, সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ফ্রিজ সারানোর নাম করে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সরকারি জমি দখল করার মদতের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক। নদিয়ার কল্যাণী পৌরসভার ১৮নং ওয়ার্ডের ঘটনা।
ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে খুনে নতুন তথ্য নীলাদ্রির বাবার। 'বাড়িওয়ালার সঙ্গে দোকান নিয়ে ঝামেলা চলছিল, আদালতে মামলা চলছে। প্রতিদিন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত, বাচ্চু ঘোষকে গ্রেফতার করা হোক। জানি না কী হল, আমার ছেলেকেই মেরে দিয়ে চলে গেল', অর্জুন সিংহের কাছে অভিযোগ নীলাদ্রির বাবার। 'আগে থেকেই পরিকল্পনা করেই মারতে এসেছিল, নেপথ্যে অন্য রহস্য আছে, জানিয়েছে পরিবার', দাবি অর্জুনের
নিচুতলার পুলিশকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়েছে। ব্যারাকপুরে বোমা-গুলি নতুন ব্যাপার নয়। ভাল অফিসার হলে কোনও ব্যাপার নয়। ব্যারাকপুরে শ্যুটআউট নিয়ে কার্যত পুলিশকেই কাঠগড়ায় তুললেন অর্জুন সিং।
পার্ক সার্কাসে পুরসভার নিকাশি পাইপলাইনে কাজের সময় বিপত্তি। রাস্তা ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। এই ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তদন্ত কমিটি গড়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
১৮ ঘণ্টা পরেও ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতিকাণ্ডে দুষ্কৃতীদের খোঁজ মেলেনি। অন্ধকারে পুলিশ। ব্যারাকপুরের আনন্দপুরী, অভিজাত এলাকা রীতিমতো জনবহুল। বাজার রয়েছে। সামনেই ব্য়াঙ্ক। রাতদিন হাজারো লোকের আনাগোনা। তার মধ্যেই গতকাল ভরসন্ধেয় ক্রেতা সেজে, হেলমেট, টুপি, মাস্কে মুখ ঢেকে সিংহ জুয়েলার্স নামে এই সোনার দোকানে হানা দেয় ডাকাতরা। লুঠপাটে বাধা দেওয়ায় গুলি করে খুন করে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে। গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারী। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে সংশয়ে স্থানীয় ব্যবসায়ীরা। এলাকায় গিয়েছে বাম প্রতিনিধিদল।
ফের বীরভূমে তাজা বোমা উদ্ধার। রামপুরহাটের নারায়ণপুর গ্রামে মাঠের একধারে ঝোপের মধ্যে দুটি ড্রামে বোমা রাখা ছিল। জোড়া ড্রাম থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার । পঞ্চায়েত ভোটের আগে বীরভূম থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে
নন্দীগ্রাম, চন্দ্রকোণা, পটাশপুর, সিমলাপালের পর মালদার হবিবপুর। ফের শুভেন্দু অধিকারীর সভার অনুমতি ঘিরে জটিলতা। আজই আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। আগামী শনিবার হবিবপুরে শুভেন্দুর সভা রয়েছে। বিওই সভার জন্য ১৮ মে পুলিশের অনুমতি চাওয়া হয়। ১৯ তারিখ অনুমতি দেয় পুলিশ। কিন্তু আচমকাই গতকাল অনুমতি বাতিল করে হবিবপুর থানা। একইদিনে মানিকচকেও সভা রয়েছে শুভেন্দুর। দুটি জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব নয়, হবিবপুরের ক্ষেত্রে জমির মালিকের অনুমতি নেওয়া হয়নি। নিয়ম মেনে আবেদনও ১৫ দিন আগে করা হয়নি। এই কারণ দেখিয়েই শুভেন্দুর হবিবপুরে সভার অনুমতি বাতিল করে পুলিশ।
অফিস টাইমে মেট্রোয় মরণঝাঁপ। সকাল ১০টা ১০-এ কালীঘাট স্টেশন ডাউন লাইনে ঝাঁপ দেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি । তার জেরে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে। অফিসটাইমে যাত্রী ভোগান্তি চূড়ান্তে
পার্ক সার্কাসের সুরাবর্দি অ্য়াভিনিউয়ে পুরসভার নিকাশি লাইনে কাজের সময় বিপত্তি। মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হল বছর বাইশের এক শ্রমিকের
যা দিচ্ছি, তাই নিয়ে কারখানা ছেড়ে দে। খোদ মন্ত্রীর অফিসে ডেকে পাঠিয়ে ব্যবসায়ীকে হুমকি, তাও আবার পুলিশের সামনে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হাওড়ার কদমতলায়। শিবপুরের কামারডাঙায় পারিবারিক জমিতে অভিযোগকারী মানস রায়ের একটি কারখানা রয়েছে। অভিযোগ, জমি সংক্রান্ত শরিকি বিবাদের জেরে গত ৩ মে, ওই ব্যবসায়ীকে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির অফিসে ডেকে একজনকে মন্ত্রী সাজিয়ে কম দামে কারখানার স্বত্ব ছেড়ে দিতে বলে হুমকি দেওয়া হয়।
জামাইষষ্ঠী বলে কথা। বাজার আগুন। মাছ থেকে ফল, হাত ছোঁয়ালেই দামের ছেঁকা। জামাইয়ের পাতে সাজিয়ে দেওয়ার জন্য বাজারে সব রকম মাছ মিলছে। কিন্তু জোগানে ঘাটতি থাকায় দাম চড়েছে। এক কেজির নিচে ইলিশের দাম ১২০০ টাকা। ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ১৫০০ টাকায়। ইলিশের ওজন দেড় কেজির ওপরে হলে দাম পড়ছে ১৮০০-২ হাজার টাকা। গলদা চিংড়ি মিলছে ৭০০-৮০০ টাকায়। বাগদা হলে দাম পড়ছে ১২০০-১৫০০ টাকা। ভেটকির দাম বেশ চড়া। ৬০০-৬৫০ টাকা। ৬০০-৬৫০ টাকা দামে পাওয়া যাচ্ছে পারশে বা পাবদা মাছ। ফলের বাজারও অগ্নিমূল্য। ভাল হিমসাগর বিকোচ্ছে ৮০-১২০ টাকায়। লিচু এক কেজি ২০০ টাকা। ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে কালো জাম। একটা কাঁঠাল ১০০ টাকা। তবে দাম যাই হোক, বছরের এই একটা দিন জামাই আপ্যায়নে পকেটের কথা চিন্তা করতে রাজি নন শ্বশুর-শাশুড়িরা।
জামাইষষ্ঠী বলে কথা। বাজার আগুন। মাছ থেকে ফল, হাত ছোঁয়ালেই দামের ছেঁকা। জামাইয়ের পাতে সাজিয়ে দেওয়ার জন্য বাজারে সব রকম মাছ মিলছে। কিন্তু জোগানে ঘাটতি থাকায় দাম চড়েছে। এক কেজির নিচে ইলিশের দাম ১২০০ টাকা। ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ১৫০০ টাকায়। ইলিশের ওজন দেড় কেজির ওপরে হলে দাম পড়ছে ১৮০০-২ হাজার টাকা। গলদা চিংড়ি মিলছে ৭০০-৮০০ টাকায়। বাগদা হলে দাম পড়ছে ১২০০-১৫০০ টাকা। ভেটকির দাম বেশ চড়া। ৬০০-৬৫০ টাকা। ৬০০-৬৫০ টাকা দামে পাওয়া যাচ্ছে পারশে বা পাবদা মাছ। ফলের বাজারও অগ্নিমূল্য। ভাল হিমসাগর বিকোচ্ছে ৮০-১২০ টাকায়। লিচু এক কেজি ২০০ টাকা। ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে কালো জাম। একটা কাঁঠাল ১০০ টাকা। তবে দাম যাই হোক, বছরের এই একটা দিন জামাই আপ্যায়নে পকেটের কথা চিন্তা করতে রাজি নন শ্বশুর-শাশুড়িরা।
রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত আরও তীব্র হল। বারবার বলা সত্ত্বেও কেন পাঠানো হয়নি সাপ্তাহিক কাজের রিপোর্ট? প্রশ্ন তুলে ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, শান্তিপ্রসাদ সিন্হা, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৬ জনকে আজ আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হবে ৩ এজেন্টকেও। গত সপ্তাহেই প্রাথমিক শিক্ষক নিয়োগকাণ্ডের তদন্তে প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের খবর, জীবনকৃষ্ণর মোবাইল ফোন থেকে বেশ কিছু নতুন তথ্য মিলেছে। জামিনের বিরোধিতা করে আজ আদালতে এই সমস্ত বিষয় সম্পর্কে জানাবে
সিবিআই।
৬ বছর আগে ২০১৭-র ৭ এপ্রিল। ভরসন্ধেয় সোনারপুরে সোনার দোকানে হানা দিয়েছিল ডাকাতরা। বাধা দেওয়ায় প্রথমে স্বর্ণ ব্যবসায়ীকে চপার দিয়ে আঘাত করে তারা। চম্পট দেওয়ার সময় দুষ্কৃতীদের ধাওয়া করেন সোনার দোকানের মালিক। ডাকাতদের
গুলিতে মৃত্যু হয় তাঁর।
১৩ ঘণ্টা পরেও ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতিকাণ্ডে দুষ্কৃতীদের খোঁজ মেলেনি। অন্ধকারে পুলিশ। ব্যারাকপুরের আনন্দপুরী, অভিজাত এলাকা রীতিমতো জনবহুল। বাজার রয়েছে। সামনেই ব্য়াঙ্ক। রাতদিন হাজারো লোকের আনাগোনা। তার মধ্যেই গতকাল ভরসন্ধেয় ক্রেতা সেজে, হেলমেট, টুপি, মাস্কে মুখ ঢেকে সিংহ জুয়েলার্স নামে এই সোনার দোকানে হানা দেয় ডাকাতরা। লুঠপাটে বাধা দেওয়ায় গুলি করে খুন করে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে। গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারী। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে সংশয়ে স্থানীয় ব্যবসায়ীরা।
চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। টাকা ফেরাতে না পারায় এবার অভিযুক্তের জমি দখল করলেন চাকরিপ্রার্থীরা। নিজেই জমি লিখে দিয়েছিলেন, দাবি চাকরিপ্রার্থীর। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সিবিআইয়ের পর এবার ইডি। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শীঘ্রই এ নিয়ে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে অনুব্রত মণ্ডলেরই ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই।
প্রায় ৪ দিন, ৮৪ ঘণ্টা, ৩২৭ কিলোমিটার, ১ লক্ষ ২০ হাজার টাকা খরচা করেও, বর্ধমান থেকে কলকাতা, সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচ-পাঁচটি হাসপাতালের দোরে দোরে ঘুরেও কার্যত বিনা চিকিৎসায়, মৃত্যু হল মন্তেশ্বরের তরতাজা ৩৪ বছরের যুবক সুজিত বর্মনের।
প্রেক্ষাপট
কলকাতা: ভরসন্ধেয় ব্যারাকপুরের (Barrackpore) আনন্দপুরীতে শ্যুটআউট (Shootout)। অভিযোগ, ডাকাতিতে বাধা দেওয়ায়, গুলি করে দুষ্কৃতীরা। মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলের। জখম হন আরও ২ জন। শ্যুটআউটের পর দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে পাতুলিয়ার দিকে পালিয়ে যায় বলে পুলিশ (Police) সূত্রে দাবি।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
সিবিআইয়ের পর এবার ইডি। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর পরিবারের প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শীঘ্রই এ নিয়ে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে অনুব্রত মণ্ডলেরই ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই।
গরুপাচার মামলায় BSF-এর পর এবার কাস্টমস অফিসারদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রের খবর, গত তিনদিনে শুল্ক দফতরের ২ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ২ কাস্টমস অফিসারকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গরুপাচারে শুল্ক দফতরের আধিকারিকদের একাংশের প্রত্যক্ষ যোগ মিলেছে। তাদের যোগসাজশেই বাংলাদেশে গরু পাচার হত।
রবিবার সংসদের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান। তার আগে অনুষ্ঠান বয়কটের কথা জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল তৃণমূল সহ ১৯ টি বিরোধী দল। গোটা বিবৃতিতে, রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর তীব্র নিন্দায় সরব হয়েছে সবকটি দল।
মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেন না দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। কেন নীতি আয়োগের বৈঠকে বঞ্চনার কথা বলছেন না? এই প্রশ্ন তুলেছে কংগ্রেস।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির একমাস উপলক্ষ্যে বিশেষ সভার আয়োজন করলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী-বিধায়ক-সাংসদরা। জেলায় জেলায় নবজোয়ারের উন্মাদনাকে কলকাতায় পৌঁছে দেওয়াই লক্ষ্য, দাবি তৃণমূলের।
প্রায় ৪ দিন, ৮৪ ঘণ্টা, ৩২৭ কিলোমিটার, ১ লক্ষ ২০ হাজার টাকা খরচা করেও, বর্ধমান থেকে কলকাতা, সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচ-পাঁচটি হাসপাতালের দোরে দোরে ঘুরেও কার্যত বিনা চিকিৎসায়, মৃত্যু হল মন্তেশ্বরের তরতাজা ৩৪ বছরের যুবক সুজিত বর্মনের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -