West Bengal News Live Updates: মোলডাঙায় শিশু খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা, এক সন্দেহভাজনকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
শান্তিনিকেতনের মোলডাঙায় ৫ বছরের শিশু খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা। এক সন্দেহভাজনকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। গত রবিবার সকালে বিস্কুট নিয়ে কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ৫ বছরের শিবম ঠাকুর। ২ দিন পর, প্রতিবেশী রুবি বিবির বাড়ির ছাদে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রুবি বিবি ও তাঁর মা সফিয়া বিবিকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। আটক করা হয় রুবি বিবির বাবা আবু কালামকে। গ্রামবাসীদের অভিযোগ, ছাড়া পেয়েই গ্রামে বোমাবাজির হুমকি দিচ্ছেন কালাম। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
পূর্ব বর্ধমানের কালনায় গঙ্গায় বোমাবাজি। স্থানীয়দের দাবি, এখানে নদীতে কুমির রয়েছে। অথচ, মহালয়ার পুণ্যলগ্নে তর্পণ করবেন অনেকে। তাই প্রশাসনের তরফে এভাবেই কুমির তাড়ানোর চেষ্টা করা হয়।
মানিক ভট্টাচার্যের পর এবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৭ সেপ্টেম্বর শুনানি। ২ সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ।
৬ দিনের মাথায়, অবশেষে উঠল কুড়মিদের আন্দোলন। ফের শুরু হল ট্রেন চলাচল। পুরুলিয়ার কুস্তাউরে, মেটাল ডিটেক্টর দিয়ে লাইনে তল্লাশির পর গড়াল চাকা। ৫ দিন আটকে থাকার পর, জাতীয় সড়কেও শুরু হল যান চলাচল।
গাইঘাটায় টেট-চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যু। পরিবারের দাবি, একনম্বর কম পাওয়ায় চাকরি না হওয়ার জন্য ডিপ্রেসনে ভুগছিলেন তিনি। আত্মহত্যা না খুন, খতিয়ে দেখা উচিত, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসকদল।
মহালয়ার সকালে এক স্বেচ্ছাসে বী সংস্থার উদ্যোগে ক্যানসার সচেতনতামূলক প্রচার চালানো হল। ৫০টি সাইকেল নিয়ে শুরু হয় সচেতনতামূলক প্রচার মিছিল।পোস্টার ও মাইকে প্রচার চালানো হয়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রচার, জানিয়েছেন সংস্থার কর্মী।
মুখ্যমন্ত্রী হওয়ার পর অনেকেই আমাকে নিরাপত্তার কারণে বাড়ি বদলাতে বলেছিলেন। কিন্তু, যে বাড়িতে আমার মা থাকতেন, সেই বাড়ি ছেড়ে আমি যাইনি, যাবও না কোনওদিন। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাস্তা যেন সচল থাকে। সুজিত বসুর এবার চেতলা অগ্রণীতে পুজো উদ্বোধনে গিয়ে ফিরহাদ হাকিমকে বার্তা মুখ্যমন্ত্রীর।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, প্রকাশ্যে হুমকি-পাল্টা হুমকি। বাঁশের বদলা বাঁশ, লাঠির বদলা লাঠি, বিরোধীদের হুমকি মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের। ‘বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে', হুমকি তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির
‘লোকসভা ভোটের পর তো গর্তে ঢুকে গিয়েছিল। যে বলছিল মাথায় গুলি করবে, এরা তারই শিষ্য,' পাল্টা দিলীপ। 'সবই দিদি-ভাইপোর অনুপ্রেরণা,' কটাক্ষ সুজনের।
নন্দীগ্রামের মহম্মদপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের। ৬টি আসনের মধ্যে ৬টিতেই জয় শাসক দলের। বিজেপি প্রার্থী না থাকলেও বাম-কংগ্রেস জোট প্রার্থী দিয়েছিল। মহম্মদপুর হাই মাদ্রাসায় আগে আলাদা প্রার্থী দিয়েছিল তৃণমূলের দুই শিবির।
পরে জেলা নেতৃত্বের হস্তক্ষেপে দুই শিবির থেকে ৬ জন প্রার্থী ঠিক করে দেওয়া হয়।
পুজোর থিম সঙের উদ্বোধন শুরু হয়ে গেল। বেলঘরিয়া বাণীমন্দিরের থিম সং গেয়েছেন মদন মিত্র। সুরুচিতে সামনে আনা হল পুজোর বিষয় ভাবনাকে। শ্রীভূমিতে সোনার গয়না পরানো হল প্রতিমাকে।
বিজেপির কর্মীর গায়ে হাত দেওয়ার সাহস কে দিয়েছে? মিড ডে মিলের চাল চুরি হবে, অথচ কেউ প্রতিবাদ করতে পারবে না? নন্দকুমারে এভাবেই পুলিশকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির উস্কানিতেই স্কুলে গন্ডগোল হয়েছিল। পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
হাসপাতালে প্রসূতিদের ফল বিলি নিয়ে ধূপগুড়িতে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি সাংসদ ও বিধায়ক অনুমতি না নিয়েই হাসপাতালে ঢোকেন, এই অভিযোগ তুলে সরব তৃণমূল। হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অনুমতি নিয়েই ফল বিলি করেছেন, পাল্টা দাবি বিজেপি সাংসদের।
ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। দমদমে নাগেরবাজার থানা এলাকায় হানা দিয়ে ৩ মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। চটজলদি ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হত বলে দাবি পুলিশ সূত্রে। চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখা হচ্ছে।
ফের তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পূর্ব বর্ধমানের পাণ্ডবেশ্বরের রামনগরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তার এক কিলোমিটার আগে ফুলবাগান মোড়ে চলছিল তৃণমূলের একটি কর্মসূচি। জিতেন্দ্র তিওয়ারির দাবি, তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। তৃণমূলের বক্তব্য, দলীয় অনুষ্ঠান চলছিল। কিছুক্ষণ পর যাবেন। তার জিতেন্দ্র তিওয়ারির অনুগামীরাই অশান্তি পাকানোর চেষ্টা করেন। পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে দুদলের সমর্থকদের সরিয়ে দেয়। এরপর গাড়ি ঘুরিয়ে চলে যান জিতেন্দ্র তিওয়ারি।
দেশের কাছে রাজ্যের মানুষকে যেন আর হেয় না হতে হয়, মহালয়ায় প্রার্থনা বিজেপির। এতদিনে কেন মনে পড়েনি? পাল্টা তৃণমূল।
কেউ ধোয়া তুলসীপাতা নয়। এজেন্সি নিয়ে নাম না করে বিজেপিকে ফের আক্রমণ মমতার। 'ওদের মাথায় এজেন্সি, দেখেও কিছু দেখতে পাচ্ছে না,' বললেন মুখ্যমন্ত্রী।
পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। সেলিমপুর পল্লির পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাদের সবাই খারাপ। ওরা একা ভাল। এক সময় দিল্লিতে গিয়ে লজ্জা হতো। বাংলাকে বদনাম করাই একদল লোকের কাজ। বাংলার বদনাম করলে, এখানকার মানুষকে অসম্মান করলে আমার রাগ হয়। প্রত্যেকের জীবনে কিছু না কিছু কর্মকাণ্ড থাকেই। কিন্তু আজকাল একটি ছবি বেরোলেও সমালোচনার ঝড় ওঠে। আমরা কি এই সংস্কৃতির অবক্ষয়ে দাঁড়িয়ে রয়েছি! আমাদের সংস্কৃত তো মাথা উঁচু করে চলা, গর্ব করে চলা: মমতা
ব্যক্তিগত মতামতকেও বিকৃত করা হয়। কেন কাঁচাবাদামে নাচেননি! বললেন মমতা।
ব্যক্তিগত মতামতকেও বিকৃত করা হয়। কেন কাঁচাবাদামে নাচেননি! বললেন মমতা।
ব্যক্তিগত মতামতকেও বিকৃত করা হয়। কেন কাঁচাবাদামে নাচেননি! বললেন মমতা।
সল্টলেকের করুণাময়ীতে WBSTC-র বাস স্ট্যান্ড ফাঁকা। পুজোর সময় বেড়াতে যাওয়ার জন্য অনেকেই আগাম বুকিং করেছেন। বাস না চলায় সব পরিকল্পনা কি ভেস্তে যাবে? খোঁজ নিতে আসছেন অনেকেই।
এবারের পুজোও কি রাস্তাতেই কাটবে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের? চাকরির দাবিতে ৫৬০ দিনের বেশি গাঁধী মূর্তির নীচে এসএসসি চাকরি প্রার্থীরা। মাতঙ্গিনী মূর্তির নীচেও অবস্থানে চাকরিপ্রার্থীরা।
অস্থায়ী কর্মীদের আন্দোলনে দক্ষিণবঙ্গ জুড়ে সরকারি বাস পরিষেবা বিপর্যস্ত। পুজোর মুখে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? জবাব নেই প্রশাসনের।
অবশেষে খোঁজ মিলল মালদায় অস্ত্র-সহ নিখোঁজ বিএসএফ জওয়ানের। মালদার মঙ্গলবাড়িতে খোঁজ মিলল নিখোঁজ জওয়ান অখিলেশ কুমারের। ইনসাস রাইফেল, ২টি ম্যাগাজিন ও গুলি সহ উধাও হয়ে যান অখিলেশ।
উদ্ধার হয়েছে সঙ্গে থাকা ইনসাস ও গুলি ভর্তি ম্যাগাজিন। ‘ডিপ্রেসন থেকেই আত্মগোপন অখিলেশের’, ধারণা। নেওয়া হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য, খবর বিএসএফ সূত্রের।
বাবুঘাটে তর্পণ করলেন মদন মিত্র। শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। যদিও মদন মিত্রর দাবি, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।
বাইপাসের ধারে ঝিল থেকে উদ্ধার মহিলার দেহ, মুকুন্দপুরের ঘটনায় নাম-পরিচয় নিয়ে ধন্দে পুলিশ
৬ দিনের মাথায় পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে অবরোধ তুলে নিলেন কুড়মিরা। সকাল ৬টা ৫০-এ অবরোধ প্রত্যাহারের ঘোষণা করেন বিক্ষোভকারীরা। ১২০ ঘণ্টা পর গড়াল ট্রেনের চাকা।
ইনসাস রাইফেল-সহ নিখোঁজ বিএসএফ জওয়ান। মালদার হবিবপুর সীমান্তে চাঞ্চল্য। বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান অখিলেশ কুমার হবিবপুর-বামনগোলা সীমান্তে কর্মরত ছিলেন। বিএসএফ সূত্রে খবর, গতকাল বিকেল থেকে নিখোঁজ কানপুরের বাসিন্দা ওই জওয়ান। উধাও একটি ইনশাস রাইফেল, ২টি ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি।বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়েছে। নিখোঁজ জওয়ানের সন্ধান চালাচ্ছে বিএসএফ ও মালদা জেলা পুলিশ।
বাঁশ দেখালে হাত-পা কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার। ‘বালা পরে বসে নেই তৃণমূল কংগ্রেস, হাত খসিয়ে দেওয়া হবে’, গাজোলে বিরোধীদের উদ্দেশে তৃণমূল জেলা সভাপতির দাওয়াই। বিতর্কের পরেও অবস্থানে অনড় মালতীপুরের তৃণমূল বিধায়ক
আহিরীটোলা ঘাটে তর্পণ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। গোটা দেশের কাছে রাজ্যের মানুষকে যেন আর হেয় না হতে হয়, মহালয়ায় এটাই প্রার্থনা, কটাক্ষ বিজেপি নেতার।
পুজোর আগে উত্তরবঙ্গ সফরে মিঠুন চক্রবর্তী। দক্ষিণ দিনাজপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে পুজো উদ্বোধন করবেন তিনি। এদিন সকালে পদাতিক এক্সপ্রেসে চড়ে মালদা টাউন স্টেশনে নামেন মিঠুন। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। এরপর বালুরঘাটের উদ্দেশে রওনা দেন তাঁরা। এদিন রাত ৮টা নাগাদ ফের মালদা হয়ে কলকাতায় ফেরার কথা মিঠুন চক্রবর্তীর।
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার পর অপহরণ, মারধর করে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগ। কলকাতা থেকে গ্রেফতার ৩ অপহরণকারী।
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় টেট চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যু। বনগাঁ-শিয়ালদা শাখার চাঁদপাড়া ও ঠাকুরনগর স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হল ছিন্নভিন্ন দেহ।
৬ দিনের মাথায় পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে অবরোধ তুলে নিলেন কুড়মিরা।
ফুসফুসের বিভিন্ন রোগ ও তার প্রতিকারের উপায় নিয়ে আলোচনা হল পালমোকন ২০২২-এ। সম্মেলনের উদ্যোক্তা ইনস্টিটিউট অফ পালমোকেয়ার অ্যান্ড রিসার্চ। সল্টলেকের সুরেশ নেওটিয়া সেন্টারে আজও চলবে সম্মেলন।
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ আগামীকাল থেকে দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ মহালয়া উপলক্ষ্যে কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ।
পুজোর মুখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে কলকাতা-সহ জেলায় জেলায় বাস পরিষেবা ব্যাহত। তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্যানারে আন্দোলন চললেও, দায় এড়াচ্ছে আইএনটিটিইউসি। এ নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপির।
মহালয়ার সকালে ফিরল স্বস্তি। খেমাশুলি, কুস্তাউর থেকে অবরোধ প্রত্যাহার কুড়মিদের। মধ্যরাতে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার পর সিদ্ধান্ত।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের কেন্দ্রের টাকা ঘুরপথে রাজ্যের প্রকল্পে চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। কেন্দ্রকে চিঠি লেখার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
পরিকল্পনা করেই বিজেপির নবান্ন অভিযানে হামলা করেছে পুলিশ। তদন্ত করুক সিবিআই। বাংলা থেকে ফিরে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এমনই রিপোর্ট দিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
মহালয়ার দিন বালুরঘাটের নিউটাউন ক্লাবের পুজো উদ্বোধনের কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর। তার আগে, বালুরঘাটে সার্কিট হাউসে ঘর পেলেন না তিনি। বিজেপি ‘আমরা-ওরা’র অভিযোগ তুললেও, তা অস্বীকার করেছে তৃণমূল।
প্রেক্ষাপট
রেল অবরোধের (rail roko) সঙ্গে কাঁটা বাসকর্মীদের (bus worker) আন্দোলন। আড়াইশোর বেশি ট্রেন বাতিল (train cancel), অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে এসবিএসটিসি বাসও উধাও।
দক্ষিণবঙ্গ জুড়ে হঠাৎ উধাও সরকারি বাস। বাস বন্ধ করে আলোচনা হতে পারে না, হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর (transport minister)।
চক্রান্ত করেই নবান্ন (nabanna abhijan) অভিযানে বিজেপির উপর হামলা। অভিষেকের (abhisekh banerjee) বুলেট-মন্তব্যকে হাতিয়ার করে নাড্ডাকে (J P Nadda) রিপোর্ট কেন্দ্রীয় দলের। সিবিআই দাবি।
বিজেপির রিপোর্টে অভিযুক্ত ৩ আইপিএস। মানবাধিকার কমিশন পাঠানোর আর্জি। পুলিশও আক্রান্ত, তার উল্লেখ কোথায়? পাল্টা তৃণমূল।
খাটের নীচে খাজানার হদিশ পেল ইডি, অবশেষে কলকাতা পুলিশের হাতে গাজিয়াবাদে গ্রেফতার গার্ডেনরিচের আমির! খারিজ জামিনের আর্জি।
ইডির সক্রিয়তার পরে হঠাৎ পুলিশি তৎপরতা। অপরাধ আড়ালের চেষ্টা, অভিযোগ বিরোধীদের। সাফল্যের পরেও সমালোচনা? পাল্টা ফিরহাদ।
ফের বিজেপি দফতরে এসে তৃণমূলকে হুঙ্কার মিঠুনের। শুধুই ডায়লগ, পাল্টা কুণাল।
মিঠুনের বালুরঘাট সফরের আগেই উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে বিজেপির ব্যানার খুলে দেওয়ার অভিযোগ। বিদ্যুতের পোস্টে কেন লাগাল? পাল্টা তৃণমূল।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েও এবার রাজ্যকে আক্রমণে শুভেন্দু। কেন্দ্রের টাকা চুরি করার অভিযোগ। বাংলা বিরোধী বিজেপি, পাল্টা শান্তনু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -