West Bengal News Live: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দখল উচ্ছেদ অভিযান

Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 26 Jun 2024 11:54 PM
WB News Live Updates:   ভারী বর্ষণের হলুদ সতর্কতা উত্তরবঙ্গে

 ২৭ জুন থেকে ২৯ জুন ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে।

West Bengal News Live: অ্যাপোলো হাসপাতালের সামনে নামল বুলডোজার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দখল উচ্ছেদ অভিযান। জবরদখল মুক্ত করতে কলকাতা-সহ ৭ জায়গায় নামল বুলডোজার । বেহালা, নিউটাউন, আলিপুর, অ্যাপোলো হাসপাতালের সামনে নামল বুলডোজার। হাওড়া, সিউড়ি, আলিপুরদুয়ারেও বুলডোজার নিয়ে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। কলকাতা থেকে জেলা, ফুটপাথ জবরদখল মুক্ত করতে অভিযান। 

WB News Live Updates:   মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদের বিক্ষোভ

মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদের বিক্ষোভ। মেয়াদ শেষের পরেও পদে থেকে বেআইনি কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ। বিক্ষোভকারীরা সবাই বেআইনিভাবে নিয়োগ, পাল্টা বিস্ফোরক দাবি উপাচার্যের ।

West Bengal News Live:মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ, তৃণমূল নেতা গ্রেফতার

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ, তৃণমূল নেতা গ্রেফতার। সরকারি জমি জবরদখল করে বিক্রি, তৃণমূল নেতা গ্রেফতার । ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার। জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক। বাড়ি থেকে ডেকে দফায় দফায় জেরার পরে গ্রেফতার করল সিআইডি। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিক।

West Bengal News Live: বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ

খারাপ রাস্তা নিয়ে কেন প্রতিবাদ? জবাবে বোমা! বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ । তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। রঘুনাথগঞ্জের সম্মতিনগরে ব্যাপক বোমাবাজি। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের: সূত্র । 

West Bengal News Live: জবরদখল মুক্ত করতে কলকাতা-সহ ৭ জায়গায় নামল বুলডোজার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দখল উচ্ছেদ অভিযান। জবরদখল মুক্ত করতে কলকাতা-সহ ৭ জায়গায় নামল বুলডোজার । বেহালা, নিউটাউন, আলিপুর, অ্যাপোলো হাসপাতালের সামনে নামল বুলডোজার। হাওড়া, সিউড়ি, আলিপুরদুয়ারেও বুলডোজার নিয়ে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। কলকাতা থেকে জেলা, ফুটপাথ জবরদখল মুক্ত করতে অভিযান। 

WB News Live Updates:   রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা বাড়াল না হাইকোর্ট

  রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা বাড়াল না হাইকোর্ট। 'সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্য। রাজ্য ব্যর্থ হলে সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র', নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের

Kolkata News: শহরের একাধিক সরকারি হাসপাতালে দলাল চক্রের অভিযোগ

শহরের একাধিক সরকারি হাসপাতালে দলাল চক্রের অভিযোগ। বুধবার দুই হাসপাতালে অভিযান চালাল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। মেডিক্যাল কলেজ থেকে ধৃত ২ দালাল। দুজনেই পেশায় অ্যাম্বুল্যান্স
চালক বলে জানিয়েছে পুলিশ। রোগী ভর্তি হোক বা রোগীর সঙ্গে আত্মীদের সাক্ষাৎ, সবকিছুর জন্যই টাকা দিতে হত ধৃত দালালদের।  মেডিক্যাল কলেজের পরে এসএসকেএম হাসপাতাল অভিযান চালায় গুন্ডা দমন শাখা। দাদালির অভিযোগে ৩ জনকে আটক করা হয়। 

Habra News: হাবড়ায় তৃণমূলের প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে

হাবড়ায় তৃণমূলের প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। সম্প্রতি নবান্নের বৈঠকে ভাল কাজ করার জন্য হাবড়া পুরসভার প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন পুরপ্রধান নিলিমেশ দাসের অনুগামীদের দাবি, তার জন্যই মুখ্যমন্ত্রীর সুনজরে এসেছে হাবড়া। যদিও এই দাবি নস্যাৎ করে দিয়েছেন বর্তমান পুর প্রধান নারায়ণচন্দ্র সাহার অনুগামীরা। বর্তমান পুর প্রধানের আমলেই হাবড়া পুরসভার যাবতীয় উন্নতি হয়েছে বলে দাবি তাঁদের। এই ইস্যুতে সোশাল মিডিয়ায় জোর তরজা দু'পক্ষের। এই নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। 

WB News Live Updates: ফের বোমাবিদ্ধ শৈশব, এবার মুর্শিদাবাদের লালগোলায়

ফের বোমাবিদ্ধ শৈশব, এবার মুর্শিদাবাদের লালগোলায়।বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম ২ স্কুলপড়ুয়া। গুরুতর জখম তৃতীয় শ্রেণির ছাত্রী ও ষষ্ঠ শ্রেণির ছাত্র । আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। পরিত্যক্ত বাড়িতে কীভাবে এল বোমা? তদন্তে পুলিশ

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দখল উচ্ছেদ অভিযান

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দখল উচ্ছেদ অভিযান। জবরদখল মুক্ত করতে কলকাতা-সহ ৬ জায়গায় নামল বুলডোজার। বেহালা, নিউটাউন, আলিপুর, হাওড়া, সিউড়ি, আলিপুরদুয়ারে চলল বুলডোজার। কলকাতা থেকে জেলা, ফুটপাথ জবরদখল মুক্ত করতে অভিযান

WB News Live Updates: মমতার সঙ্গে বৈঠকের পরে এবার দিল্লিতে অমিত শাহের কাছে অনন্ত মহারাজ

মমতার সঙ্গে বৈঠকের পরে এবার দিল্লিতে অমিত শাহের কাছে অনন্ত মহারাজ। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদের বৈঠক। ভোটের আগে থেকেই 'বেসুরো', দিল্লিতে শাহ-অনন্ত মহারাজ বৈঠকে জল্পনা। 


 

West Bengal News Live: কলকাতা থেকে সল্টলেক-ফুটপাথ দখল করে হকার-রাজ

কলকাতা থেকে সল্টলেক-ফুটপাথ দখল করে হকার-রাজ। দখলদার হঠাতে অভিযানের মধ্যেই কাল নবান্নে বৈঠক। হকার উচ্ছেদ নিয়ে কাল নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। কাল নবান্নে জেলা শাসক-পুলিশ সুপার, সচিবদের সঙ্গে বৈঠক। 

WB News Live Updates: ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ফের ব্য়বসায়ীকে 'হুমকি'

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ফের ব্য়বসায়ীকে 'হুমকি'। 'হুমকি ফোনের পর বাইকে ধাওয়া দুষ্কৃতীদের', আতঙ্কে 'গৃহবন্দি' ব্যবসায়ী!
৩-৪ মাস ধরে ভিনরাজ্য থেকে ফোনে হুমকি, ২০ লক্ষ টাকা তোলা দাবি। ২০ লক্ষ টাকা তোলা না দেওয়ায় সোমবার বাইকে ধাওয়া ৪ দুষ্কৃতীর', অভিযোগ ডি বাপি বিরিয়ানির দোকানের মালিকের ছেলে অনির্বাণ দাসের। 
 

West Bengal News Live: এবার কলকাতার বুকে চলল বুলডোজার

এবার কলকাতার বুকে চলল বুলডোজার! জবরদখল মুক্ত করতে বেহালায় নামল বুলডোজার। বেহালায় জবরদখল মুক্তি অভিযানে পুলিশ ও পুরসভা । 
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান ।

WB News Live Updates: অবশেষে ঘুম ভাঙল পুলিশের, এবার কলকাতার বুকে চলল বুলডোজার

 অবশেষে ঘুম ভাঙল পুলিশের। এবার কলকাতার বুকে চলল বুলডোজার! শহরে অব্যাহত জবরদখল মুক্তি অভিযান। বেহালা, আলিপুরে নামল বুলডোজার।   

West Bengal News Live: দিল্লির উদ্দেশে রওনা দিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস

দিল্লির উদ্দেশে রওনা দিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস

WB News Live Updates: স্পিকার নির্বাচনে কেন ভোটাভুটি হল না? প্রশ্ন অভিষেকের

স্পিকার নির্বাচনে কেন ভোটাভুটি হল না? প্রশ্ন অভিষেকের
'স্পিকার নির্বাচনে অনেকে ভোটাভুটি চাইলেও অনুমতি দেওয়া হয়নি'
'এর থেকে স্পষ্ট মোদির কাছে পর্যাপ্ত সংখ্যা নেই'
এই সরকারের পতন অবশ্যম্ভাবী: অভিষেক
'আমরা ডিভিশন চেয়েছিলাম, একজন চাইলেও ভোটাভুটি হওয়া উচিত ছিল' 

West Bengal News Live: ২ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত

২ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত
রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে সায়ন্তিকা-রেয়াত

WB News Live Updates: আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক সওকত মোল্লা

আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক সওকত মোল্লা

West Bengal News Live: গড়িয়াহাটে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান

গড়িয়াহাটে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান
বাসন্তী দেবী কলেজের সামনে অভিযান চালাল পুরসভা এবং পুলিশ

WB News Live Updates: রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে সায়ন্তিকা-রেয়াত

রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে সায়ন্তিকা-রেয়াত
প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিধানসভার স্পিকারের

West Bengal News Live: জবরদখল মুক্ত করতে বেহালায় নামল বুলডোজার

এবার কলকাতার বুকে চলল বুলডোজার!
জবরদখল মুক্ত করতে বেহালায় নামল বুলডোজার
বেহালায় জবরদখল মুক্তি অভিযানে পুলিশ ও পুরসভা
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান

WB News Live Updates:২ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত

২ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত

Lok Sabha Speaker Elections LIVE: শহরের একাধিক সরকারি হাসপাতালে দলাল চক্রের অভিযোগ

শহরের একাধিক সরকারি হাসপাতালে দলাল চক্রের অভিযোগ। বুধবার দুই হাসপাতালে অভিযান চালাল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। মেডিক্যাল কলেজ থেকে ধৃত ২ দালাল। দুজনেই পেশায় অ্যাম্বুল্যান্স
চালক বলে জানিয়েছে পুলিশ। রোগী ভর্তি হোক বা রোগীর সঙ্গে আত্মীদের সাক্ষাৎ, সবকিছুর জন্যই টাকা দিতে হত ধৃত দালালদের।  মেডিক্যাল কলেজের পরে এসএসকেএম হাসপাতাল অভিযান চালায় গুন্ডা দমন শাখা। দাদালির অভিযোগে ৩ জনকে আটক করা হয়। 

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান

Lok Sabha Speaker Elections LIVE: স্পিকারের কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের আর্জি অখিলেশের

স্পিকারের কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের আর্জি অখিলেশের

Lok Sabha Speaker Elections LIVE: ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন রাহুল গাঁধী 

ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন রাহুল গাঁধী 

Lok Sabha Speaker Elections LIVE: 'আজ সংসদে নতুন ইতিহাস তৈরি হল' মন্তব্য প্রধানমন্ত্রীর 

'আজ সংসদে নতুন ইতিহাস তৈরি হল' মন্তব্য প্রধানমন্ত্রীর 

Lok Sabha Speaker Elections LIVE: পরপর দু'বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পরপর দু'বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। 

Lok Sabha Speaker Elections LIVE: ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী, ফের লোকসভার স্পিকার ওম বিড়লা

ফের লোকসভার স্পিকার ওম বিড়লা
ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী ওম বিড়লা
টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা

Lok Sabha Speaker Elections LIVE: কে হবেন লোকসভার স্পিকার? সংসদে শুরু ভোটাভুটি

কে হবেন লোকসভার স্পিকার? আজ সংসদে ভোটাভুটি

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তৎপর পুরসভা, হাওড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বেণীমাধব মুখার্জি লেনে ভেঙে দেওয়া হল বেআইনি নির্মাণ

নবান্নের বৈঠকে হাওড়ায় বেআইনি নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তৎপর পুরসভা। হাওড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বেণীমাধব মুখার্জি লেনে ভেঙে দেওয়া হল বেআইনি নির্মাণ। আরও বেআইনি নির্মাণের ওপর নজরদারি চলছে বলে জানিয়েছে পুরসভা। বেশ কিছু বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও জানানো হয়েছে। 

WB News Live Updates: ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র

ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। বিভিন্ন হাসপাতালে লালবাজারের গুন্ডা দমন শাখার অভিযান। মেডিক্যাল কলেজে পাকড়াও ২ অ্যাম্বুল্যান্স চালক। এসএসকেএম থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

West Bengal News Live: কলকাতা থেকে জেলা, মুখ্যমন্ত্রীর ধমকের পর ফুটপাথ জবরদখলমুক্ত করতে অভিযান

কলকাতা থেকে জেলা, মুখ্যমন্ত্রীর ধমকের পর ফুটপাথ জবরদখলমুক্ত করতে অভিযান।

WB News Live Updates: পুর-পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা, ব্যর্থতা স্বীকার বিধাননগরের মেয়রের।

পুর-পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা, ব্যর্থতা স্বীকার বিধাননগরের মেয়রের। 

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সিউড়িতে জবরদখল উচ্ছেদ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সিউড়িতে জবরদখল উচ্ছেদ। শহরকে জবরদখল মুক্ত করা শুরু করল সিউড়ি পুরসভা। সিউড়ি পুরসভা ও পুলিশের অভিযান। 

WB News Live Updates: চলন্ত ট্রেনে মহিলার 'ব্যাগবন্দি' শিশু! বিরাটি স্টেশনে চাঞ্চল্য

চলন্ত ট্রেনে মহিলার 'ব্যাগবন্দি' শিশু! বিরাটি স্টেশনে চাঞ্চল্য ----
এক শিশুকে ব্যাগে ভরে ট্রেনে করে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা, জিআরপি সূত্রে খবর
সন্দেহ হওয়ায় মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ জিআরপির
শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে

West Bengal News Live: কলকাতা এবং শহরতলিজুড়ে অ্য়াকশন মোডে পুলিশ-প্রশাসন

কলকাতা এবং শহরতলিজুড়ে অ্য়াকশন মোডে পুলিশ-প্রশাসন। সল্টলেকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ফুটপাথ দখল করে থাকা দোকান।  মুখ্যমন্ত্রীর বার্তার পর ব্যর্থতা মানলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। 

WB News Live Updates: ২ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত

২ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত। রাজভবনের কড়া চিঠির পাল্টা রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ। 

West Bengal News Live: জলবন্টন ইস্যুতে ক্রমেই বাড়ছে কেন্দ্র-রাজ্য জটিলতা

জলবন্টন ইস্যুতে ক্রমেই বাড়ছে কেন্দ্র-রাজ্য জটিলতা। ১৯৯৬ সালের গঙ্গা জলবন্টন চুক্তির পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়ে যে অভিযোগ রাজ্যের তরফে করা হচ্ছে, তা নস্যাৎ করে পাল্টা বিবৃতি দিয়েছে কেন্দ্র। এদিকে নিজেদের অবস্থানেই অনড় রাজ্য় সরকার।

WB News Live Updates: অশান্তি সংক্রান্ত মামলায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে জারি করা হল গ্রেফতারি পরোয়ানা

অশান্তি সংক্রান্ত মামলায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে জারি করা হল গ্রেফতারি পরোয়ানা। আগামী ৯ জুলাই তাঁকে তলব করা হয়েছে। হাজিরা এড়ালে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিধাননগরের এমপি এমএলএ আদালত।

West Bengal News Live: ৭ মাস আগে বিয়ে হয়েছে মেয়ের, আবেদন করলেও এখনও পাননি রূপশ্রী প্রকল্পের টাকা

৭ মাস আগে বিয়ে হয়েছে মেয়ের। আবেদন করলেও এখনও পাননি রূপশ্রী প্রকল্পের টাকা। মেয়ের বাবার অভিয়োগ, সরকারি আধিকারিকদের কাটমানি দিতে না পারায় রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। মালদার চাঁচলের ঘটনা। তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। 

WB News Live Updates: ২ বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত

২ বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত। রাজভবনের কড়া চিঠির পাল্টা রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ সায়ন্তিকা-রেয়াতের। 

West Bengal News Live: মমতার সঙ্গে রাহুলের কথায় কাটল জট

মমতার সঙ্গে রাহুলের কথায় কাটল জট। স্পিকার-নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন করতে চলেছে তৃণমূল। খাড়গের বাড়িতে বৈঠকে তৃণমূল। 

প্রেক্ষাপট

মমতার (Mamata Banerjee) সঙ্গে রাহুলের কথায় কাটল জট। স্পিকার-নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন করতে চলেছে তৃণমূল। খাড়গের বাড়িতে বৈঠকে তৃণমূল। 


১০ বছর পরে বিরোধী দলনেতা পাচ্ছে লোকসভা। রাহুল গাঁধীই বিরোধী দলনেতা, বার্তা দিয়েছেন প্রোটেম স্পিকার, জানিয়ে দিল কংগ্রেস। 


সহমতে নয়, লোকসভার স্পিকারে এবার ভোটাভুটি। এনডিএ প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়া জোটের কে সুরেশ। আজ সংসদে ভোটাভুটি। মমতাকে ফোন রাজনাথের। 


জরুরি অবস্থার ৫০ বছর। কংগ্রেসের বিরুদ্ধে মৌলিক অধিকার খর্ব,সংবিধানকে বিকৃত করার অভিযোগ প্রধানমন্ত্রীর। অকর্মণ্যতা ঢাকার চেষ্টা, পাল্টা কংগ্রেস।


২ বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত। রাজভবনের কড়া চিঠির পাল্টা রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ সায়ন্তিকা-রেয়াতের।


বিজেপির পরে এবার বিরোধীরা। রাহুলের পরে লোকসভায় শপথ নিলেন অভিষেক। তৃণমূলের সুদীপদের সঙ্গে শপথ নিলেন বিজেপির অভিজিৎরাও। 


মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে ঘুম ভাঙল পুলিশের! সল্টলেক থেকে গড়িয়াহাট-হাতিবাগান, নিউ মার্কেট-জবরদখল উচ্ছেদে ধরপাকড়। দুর্গাপুরে ৩জন গ্রেফতার।


কলকাতা থেকে জেলা, মুখ্যমন্ত্রীর ধমকের পর ফুটপাথ জবরদখলমুক্ত করতে অভিযান।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.