West Bengal News Live Updates: 'অভিষেককে বাদ দিয়ে তৃণমূলের মঞ্চ অসম্পূর্ণ', মন্তব্য মদনের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
এবার কি মিড ডে মিলে গরমিলের অভিযোগেও তদন্ত নামবে CBI? বাংলায় মিড ডে মিল প্রকল্পে ওঠা গরমিলের অভিযোগ খতিয়ে দেখতে চলতি বছরের জানুয়ারি মাসে 'জয়েন্ট রিভিউ মিশন' তৈরি করেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এরপর, এপ্রিল মাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে জমা পড়া রিপোর্টে দাবি করা হয়, অতিরিক্ত মিড ডে মিল দেখিয়ে ১০০ কোটিরও বেশি টাকা তুলে নেওয়া হয়েছে! এতকাণ্ডের পরও যে সব জায়গায় খাবারের মান ফেরেনি তার প্রমাণ মিলল বীরভূম, মালদার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
রাজ্যে ফের ব্রুসেলোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এবার মৃত্যু হল প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মী, বছর পঞ্চাশের নিরঞ্জন সাহার। ২০২১ সালে ব্রুসেলোসিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বহির্বিভাগে এসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত বেশ কয়েকজন প্রাণিবন্ধু কর্মী।
কলকাতা পুরসভার উদ্যোগে বাবুঘাটে পালন করা হল দেব দীপাবলি। প্রদীপ, আলোকমালায় সাজিয়ে তোলা হল গোটা বাবুঘাট চত্বর।আর পুর উদ্যোগে এই দেব দীপাবলি পালন করা নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা।
'বঙ্গ বিজেপি আমাকে এড়িয়ে চলে, উচ্চ নেতৃত্বের সভায় ডাকা হয় না', অমিত শাহর সভার আগে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক অনুপম হাজরা। বঙ্গ বিজেপির গৃহদাহ নিয়ে বিস্ফোরক দলের কেন্দ্রীয় সম্পাদক । 'যোগ্য না হলেও স্তাবক বা কাছের মানুষকে জেলা সভাপতি করা হচ্ছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কাছের মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে', বঙ্গ বিজেপির গৃহদাহ নিয়ে বিস্ফোরক দলের কেন্দ্রীয় সম্পাদক।
জয়নগরে তৃণমূল নেতার খুনিদের রাতের ঘুম কেড়ে নেব, হুঙ্কার বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের। 'সইফুদ্দিনকে যারা খুন করেছে, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। প্রশাসন তদন্ত করছে, কিন্তু আমরাও তদন্ত করে রেখেছি। কারা এই খুনের সঙ্গে যুক্ত, তদন্তের সেই তালিকা আমাদের কাছে আছে। প্রশাসন যদি দোষীদের শাস্তি দিতে না পারে, তাহলে আমরা শাস্তি দেব। যেরকম সইফুদ্দিনকে আমাদের থেকে কেড়ে নিয়েছে, সেই সব খুনিদের রাতের ঘুম কেড়ে নেব', হুঙ্কার বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের
শিক্ষাবিদ এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ অমল মুখোপাধ্য়ায় প্রয়াত। পরিবার সূত্রে খবর, আজ সকালে বাজার করে বাড়ি ফেরার সময় সিঁড়িতে পড়ে যান তিনি। মাথায় আঘাত লাগে। রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গেই সিঁথির বিনায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই বিকেল সাড়ে ৪ টে নাগাদ মৃত্য়ু হয় তাঁর।
টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান নিয়ে চরমে তৃণমূল-বিজেপি রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল সাংসদের, লিপস্টিক, সান গ্লাসের দাম উল্লেখ করে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। পাল্টা মহুয়া মৈত্রর হয়ে ব্যাট ধরলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
ফরাক্কার পর দেগঙ্গা, ফের বোমা-বিদ্ধ কৈশোর। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম ১৪ বছরের কিশোর। তৃণমূলের পার্টি অফিসের পিছনে ব্যাগের মধ্যে রাখা ছিল বোমা। আরও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ফরাক্কায় বোমা ফেটে জখম হয় তিন শিশু।
সিবিআই তদন্তের দাবিতে অনড় কোলাঘাটের নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবার। নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের পাশে থাকার আশ্বাস কংগ্রেসের। কোলাঘাট থানা ওসির পদত্যাগ দাবি কংগ্রেসের। ২০ নভেম্বর দোকান থেকে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন। কোলাঘাটে নিহত ব্যবসায়ীর বাড়িতে কংগ্রেসের প্রতিনিধি দল
২৯ নভেম্বর অমিত শা-র সভার মঞ্চ বাঁধার আগে আজ ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজো রাজ্য বিজেপির। মঞ্চ তৈরির জন্য শুরু হয়েছে মাপজোক। এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে শামিয়ানা টাঙিয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতা, কর্মীরা। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল-সহ অনেকেই।
২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সমাবেশে যোগ দেওয়ার জন্য পোস্টার ও দেওয়াল লিখনের ওপর পাল্টা পোস্টার পড়ল চুঁচুড়া শহরে। ‘জয় বাংলা’-র নামে ওই পোস্টারে বিজেপির সমাবেশে গেলে এলাকাছাড়ার হুমকি দেওয়া হয়েছে। এদিন চুঁচুড়ার একাধির জায়গায় বিজেপির ২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশের পোস্টার ও দেওয়াল লিখনের ওপর এ ধরনের পাল্টা পোস্টার দেখা যায়। বিজেপির অভিযোগ, হাইকোর্টে গিয়েও ধর্মতলার সভা আটকাতে পারেনি তৃণমূল। তাই ভয় পেয়ে হুমকি-পোস্টার। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের পাল্টা দাবি, সভায় লোক হবে না বুঝতে পেরে, নিজেরাই পোস্টার সেঁটে প্রচার পাওয়ার চেষ্টা করছে বিজেপি।
আসানসোলে সনাতনি সেনার পদযাত্রা ঘিরে উত্তেজনা। আসানসোল আশ্রম মোড় থেকে পদযাত্রা শুরু হতেই বাধা পুলিশের । ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি । রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে এই পদযাত্রার নেতৃত্বে দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । গ্রেফতার আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী সহ ৩ বিজেপি কাউন্সিলর। পরে আসানসোল দক্ষিণ থানা থেকে ছাড়া পান তাঁরা
ফের দিলীপ ঘোষের ইডি-হুঁশিয়ারি। 'দিল্লিতেও দুই মন্ত্রী জেলে গেছেন, মুখ্যমন্ত্রীকে ইডি তলব করেছে। আমাদের দিদি কেন ডাক পাবেন না? তাঁর গুণধর ভাই-বোন, আসল জায়গা তো ওটাই। পার্থ-বালু বলছেন, সব দিদি জানেন। ভাইরা দিদির সম্পর্কে সব জানেন। তাহলে দিদিকে কেন ডাকা হবে না? আমার মনে হয়, নতুন বছরে সিবিআইয়ের নেমন্তন্ন পাবেন দিদি। কেউ যেন বাইরে না থাকে। নতুন বছরে আরও কিছু লোককে জেলের ভাত খেতে হবে', মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের
করোনাকালে পিপিই কিট নিয়ে দুর্নীতির অভিযোগ, ইডিকে চিঠি শুভেন্দুর । রাজ্যের বিরুদ্ধে পিপিই কিট-সহ চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ। 'নয়ছয় করা হয়েছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় বরাদ্দের টাকা', ইডি ছাড়াও আয়কর দফতর, স্বাস্থ্য মন্ত্রকের কাছেও চিঠি শুভেন্দু অধিকারীর । তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের অভিযোগের প্রসঙ্গ তুলে ইডিকে চিঠি
জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের বাড়িতে মন্ত্রী ফিরহাদ হাকিম। ১৩ নভেম্বর ভোরে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে। তারপরই পিটিয়ে খুন করা হয় সন্দেহভাজন সাহাবুদ্দিন লস্করকে। পুড়িয়ে দেওয়া হয় দলুয়াখাকি গ্রামে একের পর এক সিপিএম কর্মী সমর্থকের বাড়ি।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সম্পদ, মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের মুখ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গ্রুম করে প্রচুর অত্মত্যাগ করে পরিশ্রম করে যে জায়গাটা তৈরি করে ফেলেছে, তাতে ওঁকে বাদ দিয়ে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মঞ্চ খানিকটা অসম্পূর্ণই থেকে যায়। শুক্রবার এমনই মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর এবার মদন মিত্র কী বললেন দেখে নেব।
ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের। তৃণমূল সাংসদের ব্যক্তিগত জীবনযাপন নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ। মহুয়া মৈত্রর চশমা, ব্যাগ, ঘড়ির দাম নিয়েও কটাক্ষ করলেন বিজেপি সাংসদ। 'দেশের সুরক্ষার বিনিময়ে উপহার নিয়েছেন মহুয়া। তাঁর পাপের ঘড়া ভরে গেছে, সিবিআই তদন্ত হচ্ছে। মহুয়া মৈত্রর সাংসদ পদও খারিজ হতে পারে', মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের
ঠাকুরনগরে গিয়ে ফের সিএএ বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 'নাগরিকত্ব সংশোধনী আইন দেশে প্রণয়ন হয়ে গেছে', মতুয়াদের সামনে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়কুমার মিশ্রর। ৩০ মার্চের মধ্যেই সিএএ-র বিধি তৈরি হয়ে যাবে।কেউ মতুয়াদের দেশ থেকে তাড়াতে পারবে না। শান্তনু ঠাকুরকে পাশে বসিয়ে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
প্রেক্ষাপট
কলকাতা: ঠাকুরনগরে (Thakurnagar) গিয়ে ফের সিএএ (CAA) বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 'নাগরিকত্ব সংশোধনী আইন দেশে প্রণয়ন হয়ে গেছে', মতুয়াদের (Matua) সামনে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়কুমার মিশ্রর। '৩০ মার্চের মধ্যেই সিএএ-র বিধি তৈরি হয়ে যাবে। কেউ মতুয়াদের দেশ থেকে তাড়াতে পারবে না', শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) পাশে বসিয়ে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের। তৃণমূল সাংসদের ব্যক্তিগত জীবনযাপন নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ। মহুয়া মৈত্রর চশমা, ব্যাগ, ঘড়ির দাম নিয়েও কটাক্ষ করলেন বিজেপি সাংসদ। 'দেশের সুরক্ষার বিনিময়ে উপহার নিয়েছেন মহুয়া। তাঁর পাপের ঘড়া ভরে গেছে, সিবিআই তদন্ত হচ্ছে। মহুয়া মৈত্রর সাংসদ পদও খারিজ হতে পারে', মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।
মহুয়া মৈত্র দেশ বিরোধী কাজ করেছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। শুধু সাংসদ পদ খারিজ নয়, আগামী ৫টি নির্বাচনে যাতে অংশ নিতে না পারেন, সেই ব্যবস্থা করা উচিত, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
মহুয়া মৈত্র লড়তে জানেন, আরও বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন, জবাব ফিরহাদ হাকিমের।
সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। লোকপালের সুপারিশ মেনে মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআই। 'লোকপালের কাছে পাঠানো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই', এবিষয়ে আমরা আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।
ফরাক্কার পর দেগঙ্গা, ফের বোমা-বিদ্ধ কৈশোর। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম ১৪ বছরের কিশোর। তৃণমূলের পার্টি অফিসের পিছনে ব্যাগের মধ্যে রাখা ছিল বোমা। আরও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ফরাক্কায় বোমা ফেটে জখম হয় তিন শিশু।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -