West Bengal News Live : কালীপুজোয় বেআইনি শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ
West Bengal News Updates : পশ্চিমবঙ্গের সব জেলার গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট জানতে নজর রাখুন।
মুর্শিদাবাদের ফরাক্কার আকুরা গ্রামে কালীপুজোয় বেআইনি শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ। ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩০৪-এর A ধারায় গাফিলতির কারণে মৃত্যুর মামলা রুজু হয়েছে।
রাজ্য সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ৬ বার চিঠি দিয়েও সুরাহা হয়নি। ফলে ক্যাম্প করা যাচ্ছে না বলে দাবি এনসিসি-র। অভিযোগ জানিয়ে প্রতিরক্ষামন্ত্রকে চিঠি দিয়েছে এনসিসি। সমস্যা মেটাতে শীঘ্রই রাজ্যে আসবেন NCC-র DG।
ব্যবসায়ীকে অপহরণ করে, ১ কোটি ২৫ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ! ঘটনায় স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় আগেও এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করেই অভিযুক্তের সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি।
ফের শুভেন্দুর গলায় হুমকির সুর! পুলিশকে পায়ে ধরানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা! পুলিশের প্রতি এত গাত্রদাহ কেন? ডাল মে কুছ কালা! পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে এক মহিলার মৃত্যুর অভিযোগ ঘিরে আতঙ্ক হুগলির মুক্তারপুরে। কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। যদিও গ্যাস সরবরাহকারী সংস্থার ঘাড়ে দায় চাপিয়ে কর্তৃপক্ষের দাবি, তাদের কোনও গাফিলতি নেই। একাধিক ধারায় মামলা রুজু করে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
মাল নদীতে কালীপুজোর বিসর্জন নিয়ে বাড়তি সতর্কতা নিল প্রশাসন। প্রতিমা ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দিচ্ছেন সিভিক ভলান্টিয়াররাই। নদীর কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে কাউকেই।
উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বোমা ফেটে শিশুমৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ। দুষ্কৃতীরা অধরা। অন্যদিকে, বোমা ফেটে শিশুমৃত্যু নিয়ে অব্যাহত রাজনীতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির। পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।
আন্দোলনকারী SSC ও TET চাকরিপ্রার্থীদের হয়ে, এবার খোলা চিঠি লিখলেন, বিশিষ্ট সাহিত্যিক এবং শিক্ষাবিদ প্রমথনাথ বিশীর মেয়ে চিরশ্রী বিশী চক্রবর্তী। অবসরপ্রাপ্ত এই অধ্যাপিকা লিখেছেন, শিক্ষা ও শিক্ষকজাতির প্রতি যে অপমান চলেছে দীর্ঘদিন ধরে, অবিলম্বে তার অবসান চাই। এদের যথার্থ স্থান হোক ক্লাসরুমে, ব্ল্যাকবোর্ডের সামনে।
স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশীকে বাড়িতে ডেকে এনে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার ঘটনা।
দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই টেটের জন্যে পর্ষদের গাইডলাইন। ঘড়ি থেকে সোনার গয়না-গ্রাহ্য নয় পরীক্ষা কেন্দ্রে। ১১ ডিসেম্বর রাজ্যে টেট, বেলা ১২টা থেকে আড়াই ঘণ্টার পরীক্ষা। ‘টেট উত্তীর্ণ সার্টিফিকেটের লাইফ টাইম বৈধতা। একবার নয়, টেটে এবার বসা যাবে একাধিকবার’, টেটের গাইডলাইন প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের সিলেবাস থেকে নমুনা প্রশ্ন প্রকাশ প্রাথমিক পর্ষদের।
ভাইফোঁটা উপলক্ষ্যে মাছের বাজার কিছুটা চড়া। এবার ইলিশের জোগান যথেষ্টই। এক কেজি পর্যন্ত ইলিশের দাম ১২০০-দেড় হাজার টাকা। ইলিশের ওজন দেড় কেজির বেশি হলে দাম ঘোরাফেরা করছে ১৮০০-২ হাজারের মধ্যে। এছাড়া, ভেটকি ৫০০-সাড়ে ৫০০, পারশে ৪০০-৫০০, পাবদা ৫০০-৬০০, তোপসে ৭০০, বাগদা মাঝারি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।দাম যতই চড়া হোক, ভাইয়ের পাতে পছন্দের মাছ তুলে দিতে বাজারে ভিড়।
উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় রেললাইনের ধারে বোমা ফেটে শিশু মৃত্যুর পরদিনই, হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, সকাল সওয়া ১০টা নাগাদ জলেশ্বর লোকাল টিকিয়াপাড়া স্টেশনে ঢোকার সময়, রেললাইনের ধারে সুতলি বাঁধা বস্তু পড়ে থাকতে দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ছুটে আসে আরপিএফ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, পটকাজাতীয় কিছু পড়ে থাকাতেই সন্দেহ হয় যাত্রীদের। আধঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।
ভবানীপুরে প্রসবের ৪৮ ঘণ্টার মধ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। রবিবার ডেঙ্গি পজিটিভ, জরুরি ভিত্তিতে প্রসব, তারপরেই মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে ভবানীপুরের ২২ বছরের গুড়িয়া রজকের মৃত্যু। ভবানীপুরের নন্দনপার্ক এলাকার বাসিন্দা ২২ বছরের গুড়িয়া রজক। মৃত গুড়িয়া রজকের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ।
কাটমানি নিয়ে এবার বিস্ফোরক মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি। ‘কাটমানি-লাভ রেখে ২৫ শতাংশ টাকায় কী কাজ হবে? ৪০% লেস করে, একটা এখানে সাহোড়ায়, রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা, হল কত? ৬০। ব্লক অফিসে কত দেবে? ৪%, হল ৬৪। আগের ওসিদের কত দিত? ৫%, হল ৬৯। খ্যাঁকশিয়ালের বাচ্চাদের দেবে আরও ৫%... ৬৯। আমি ৭৫ ধরলাম। ২৫ টাকায় অঞ্চলে কী কাজ হবে? আপনি বুঝে নিন’, কালীপুজোর অনুষ্ঠানে ওসির কাটমানি নিয়ে ভাইরাল-মন্তব্যে তোলপাড়। ‘তুমি খাও না, তুমি ১%-২% খাও, যেটা করছ, সেটা প্রকৃত করো’, সরকার চাইছে প্রকৃত উন্নয়ন, কাটমানির বিরুদ্ধে বিস্ফোরক বড়ঞার ওসি।
আলিপুরদুয়ারে ফুটবল প্রতিযোগিতার আয়োজন ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। চেন, লোহার রড দিয়ে এলোপাথাড়ি মার। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শুনশুনিবাজারের এই ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। সংঘর্ষে আহত উভয়পক্ষের ৮ জন। এদের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ফুটবল প্রতিযোগিতার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে যান স্থানীয় কয়েকজন। অভিযোগ, সেইসময় অপর পক্ষ হামলা চালায়। পাল্টা হামলারও অভিযোগ উঠেছে। ফুটবল প্রতিযোগিতার আয়োজন ঘিরে বচসা, রাজনীতি নেই, দাবি তৃণমূল জেলা সভাপতির।
অফলাইনে ভর্তির জন্য ছাত্রপিছু ৫ হাজার করে যেত মানিকের কাছে? নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ইডি-র। ‘ডিইএলইডি কলেজে অফলাইনে ভর্তির জন্য মাথাপিছু ৫ হাজার টাকা। আবেদনকারীর মাথাপিছু ৫ হাজার টাকা যেত মানিকের কাছে। ৬০০ কলেজ থেকে ছাত্র পিছু টাকা তুলে পাঠানো হত মানিকের কাছে, জিজ্ঞাসাবাদে স্বীকার মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের, দাবি ইডি-র। কত জনের থেকে তোলা আদায়? তাপসের কাছে তালিকা চাইল ইডি: সূত্র।
পাখির চোখ মহিলা ভোট, পঞ্চায়েত ভোটের প্রচারে নামছে তৃণমূল। ১ নভেম্বর থেকেই পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল। ‘গ্রামে চলো’ কর্মসূচি চালু করছে মহিলা তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ নামছেন বুথভিত্তিক মহিলা তৃণমূলকর্মীরা।
যুবতীকে অ্যাসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছোড়ার অভিযোগ উত্তরপাড়ায়। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে উত্তরপাড়ার শান্তিনগর এলাকায়।
৩দিনে দ্বিতীয়বার, ফের পাটুলিতে দুষ্কৃতী-রাজ। ঘরের সামনে মদ্যপানের প্রতিবাদ করায় দম্পতিকে মার। দম্পতিকে বেধড়ক মার, গৃহকর্তার চোখে গুরুতর চোট। পাটুলি থানায় হামলার অভিযোগ দায়ের, আটক ৩।
এনসিসির ফান্ড বন্ধ করে দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। দু’বছর বন্ধ ফান্ড, বকেয়া প্রায় ১০ কোটি, দাবি এনসিসি-র। ‘টাকা না পেয়ে চূড়ান্ত সমস্যায় এনসিসি’, ডিজি এনসিসিকে চিঠি লিখে সমস্যার কথা জানালেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এডিজি।
দুর্গাপুজো-কালীপুজো পেরিয়ে ভাইফোঁটা। উত্সবের আবহেও আঁধারে চাকরিপ্রার্থীরা। হকের চাকরির দাবিতে এসএসসি-র চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলনের ৫৯১ দিন। মেয়ো রোডে চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে গিয়ে ভাঁইফোটা নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
অন্যদিকে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূল লুঠেরাদের দল। আক্রমণে সুজন চক্রবর্তী। সৌগত রায়কেও তো নারদকাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল। খোঁচা অধীর চৌধুরীর।
ভাঙা কালী মূর্তির ছবি পোস্ট করে ‘জল ঘোলার চেষ্টা’
সোশাল মিডিয়ায় ভাঙা কালী মূর্তির ছবি পোস্ট করা ঘিরে বিতর্ক
‘ডায়মন্ড হারবারে মূর্তি ভাঙার ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’, অভিযোগ পুলিশের
সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টার অভিযোগ পুলিশের
ওয়ার্কশপে কালী মূর্তি ভাঙেন প্রতিমা শিল্পী ও তাঁর সঙ্গীরাই, দাবি পুলিশের
বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরে আজ অন্নকূট উত্সব। তিনশো রকমেরও বেশি ভোগ নিবেদন করা হবে। বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরের অন্নকূট উত্সব এবার ৮২ বছরে পড়ল।
‘পার্থ বিড়ম্বনা, অনুব্রত-মানিক নয়’ চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ‘পার্থর ক্ষেত্রে খোলাখুলি টাকা পাওয়া গিয়েছে, সবাই দেখেছে, তারপর দল চুপ থাকতে পারে না’ মন্তব্য তৃণমূল সাংসদের।
রকমারি মিষ্টি ছাড়া ভাইফোঁটার ভুরিভোজ অসম্পূর্ণ। তাই মিষ্টিমুখের আয়োজনে ফাঁক রাখতে নারাজ দিদি এবং বোনেরা। সকাল থেকে দোকানে দোকানে ভিড়। চেনা মিষ্টির পাশাপাশি, নতুন ধরনের মিষ্টির চাহিদাও তুঙ্গে৷ ভাইদের পছন্দের মিষ্টি কিনতে দোকানে ভিড়।
আন্দোলনের ৫৯১ দিন। কালীপুজোও পার। রাস্তায় বসে চাকরির দাবিতে অবস্থান এসএসসি চাকরিপ্রার্থীদের।
NCC-র ফান্ড বন্ধ করে দিল রাজ্য সরকার। টাকা না পেয়ে চূড়ান্ত সমস্যায় NCC। ডিজি NCC-কে চিঠি লিখে সমস্যার কথা জানালেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এডিজি
কাঁকিনাড়ায় বোমা ফেটে ৭ বছরের শিশু মৃত্যু ও ১০ বছরের বালকের গুরুতর জখম হওয়ার ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ। গতকাল সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয় নিখিল পাসোয়ানের। তার সঙ্গীর হাত উড়ে যায়। ওই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার খুনের মামলা রুজু করল ভাটপাড়া থানার পুলিশ। ২৪ ঘণ্টা কেটে গেলেও দুষ্কৃতীরা অধরা।
চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান-ঘনিষ্ঠ গ্রেফতার। সিজিও কমপ্লেক্সে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পাকড়াও। আজই তোলা হবে আসানসোল আদালতে।
নবম-দশমে নিয়োগে দুর্নীতি, সিবিআইয়ের চার্জশিটে কল্যাণময়, সুবীরেশ-সহ ১২জনের নাম। সরকারি পদে থেকেও চাকরি বিক্রির চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ।
নজরে মানিক-পুত্রও। সৌভিকের সংস্থার অ্যাকাউন্টেও ২ কোটি ৪৭ লক্ষের খোঁজ, দাবি ইডির। মৃত ব্যাক্তির সঙ্গে মানিক-পত্নীর জয়েন্ট অ্যাকাউন্টের ৩ কোটি কি চাকরি বিক্রির? উঠছে প্রশ্ন।
নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ইডি-র। ‘ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য মাথাপিছু ৫ হাজার টাকা। আবেদনকারীর মাথাপিছু ৫ হাজার টাকা যেত মানিকের কাছে। ৬০০ কলেজ থেকে তোলা হয়েছিল টাকা’, জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল, দাবি ইডির। ‘কতজনের থেকে নেওয়া হয়েছিল টাকা?’ তাপস মণ্ডলের তালিকা চাইল ইডি
প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, মানিক ভট্টাচার্যকে ২৮ অক্টোবর অবধি জেল হেফাজতে পাঠাল আদালত। মানিকের স্ত্রীর অ্যাকাউন্টে অনিয়ম, ছেলের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি টাকা, মানিক ও তাঁর আত্মীয়দের কোটি কোটি টাকার সম্পত্তি-সহ একের পর এক অভিযোগ তোলেন ইডি’র আইনজীবী। অন্যদিকে, ইডি’র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে, জামিনের আর্জি জানান মানিকের আইনজীবী।
২ মাসের জেলজীবনে ৯ কেজি ওজন কমল অনুব্রত মণ্ডলের। চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর নতুন করে কোনও শারীরিক সমস্যা হয়নি। আগের ওষুধই চলবে। শনিবার ফের আসানসোল CBI কোর্টে তোলা হবে তাঁকে।
ভাইফোঁটা উপলক্ষ্যে মাছের বাজার কিছুটা চড়া। এবার ইলিশের জোগান যথেষ্টই। এক কেজি পর্যন্ত ইলিশের দাম ১২০০-দেড় হাজার টাকা। দেড় কেজির দাম ঘোরাফেরা করছে আঠারোশোর মধ্যে। ভেটকি ৫০০-সাড়ে ৫০০, পারশে ৪০০-৫০০, পাবদা ৫০০-৬০০, তোপসে ৭০০, বাগদা মাঝারি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম যতই চড়া হোক, ভাইয়ের পাতে পছন্দের মাছ তুলে দিতে বাজারে ভিড়।
মানিক-পুত্র সৌভিকের সংস্থার অ্যাকাউন্টে রয়েছে ২ কোটি ৪৭ লক্ষ। মানিক ও তাঁর আত্মীয়দের প্রায় ১০ কোটির সম্পত্তির হদিশ, দাবি ইডি-র
। ইডি-র বিরুদ্ধে পাল্টা হেনস্থার অভিযোগ মানিক ভট্টাচার্যর আইনজীবীর। ইডি যা বলছে, সেই সব তথ্য মানিক ভট্টাচার্যরই দেওয়া, দাবি মানিকের আইনজীবীর।
‘মৃত ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যর স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট! সেই জয়েন্ট অ্যাকাউন্টে পড়ে রয়েছে ৩ কোটি টাকা! জয়েন্ট অ্যাকাউন্টটি মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে একজনের। মানিক ও তাঁর আত্মীয়দের ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে!’ টেট-দুর্নীতি মামলায় আদালতে বিস্ফোরক দাবি ইডি-র
কালীপুজোর দিন অশোক ভট্টাচার্যর বাড়িতে দুই বিজেপি নেতা। গতকাল শিলিগুড়ির প্রাক্তন মেয়রের সঙ্গে দেখা করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন বিজেপি সাংসদ। দীপাবলির সৌজন্য সাক্ষাৎ বলে ফেসবুকে দাবি করেছেন রাজু বিস্ত।
কালীপুজোর দিন অশোক ভট্টাচার্যর বাড়িতে দুই বিজেপি নেতা। গতকাল শিলিগুড়ির প্রাক্তন মেয়রের সঙ্গে দেখা করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন বিজেপি সাংসদ। দীপাবলির সৌজন্য সাক্ষাৎ বলে ফেসবুকে দাবি করেছেন রাজু বিস্ত।
চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান-ঘনিষ্ঠ গ্রেফতার । তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংহ গ্রেফতার । সিজিও কমপ্লেক্সে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার । বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় পাকড়াও । এই মামলায় এখনও পর্যন্ত রাজু সাহানি সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই।
চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান-ঘনিষ্ঠ গ্রেফতার । তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংহ গ্রেফতার । সিজিও কমপ্লেক্সে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার । বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় পাকড়াও । এই মামলায় এখনও পর্যন্ত রাজু সাহানি সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই।
প্রেক্ষাপট
- ৫ নভেম্বর নবান্নে মুখোমুখি অমিত শাহ-মমতা। থাকবেন ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে। থাকার কথা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মুখ্যমন্ত্রীর।
- রাজ্যপালের আমন্ত্রণে সাড়া। ২ নভেম্বর লা গণেশনের দাদার ৮০ বছর পূর্ণ উপলক্ষ্যে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩ তারিখ অনুষ্ঠান সেরে ফিরবেন সেইদিন।
- মৃত ব্যক্তির সঙ্গেও মানিক-পত্নীর জয়েন্ট অ্যাকাউন্ট! বিস্ফোরক দাবি ইডির। ৬ বছর পড়ে থাকা ৩ কোটিই চাকরি বিক্রির টাকা? বাড়ছে সন্দেহ।
- জামিনের আর্জি খারিজ, ২৮ অক্টোবর পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের জেল হেফাজত। ১০ কোটির সম্পত্তির হদিশ, দাবি ইডির।
- মানিক পুত্র সৌভিকও ইজির নজরে। প্রাক্তন পর্ষদ সভাপতির বাড়িতে পাওয়া ৪ হাজার প্রার্থীর মধ্যে আড়াই হাজারেরই চাকরি, দাবি ইডির।
- পার্থ-অনুব্রতর পরে এবার মানিক। ব্যাঙ্কশাল কোর্ট থেকে বের করার তীব্র বিদ্রুপ।
- দুর্গাপুজোর পর কালীপুজোও পার। চোখে জল নিয়ে ৫৯১দিনে এসএসসি চাকরিপ্রার্থীদের ধর্না।
- নবম-দশমে নিয়োগে দুর্নীতি, সিবিআইয়ের চার্জশিটে কল্যাণময়, সুবীরেশ-সহ ১২জনের নাম। সরকারি পদে থেকেও চাকরি বিক্রির চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ
- জেলে থেকে ওজন কমল অনুব্রতর। ৬০ দিনে ১১০ কেজি থেকে ওজন নামল ১০১ কেজিতে।
- যে হাত দিয়ে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাবো। বিদায়ী কাউন্সিলরকে গ্রেফতারিতে হুঙ্কার শুভেন্দুর।
- কালীপুজোর দিন শিলিগুড়িতে অশোকের বাড়িতে বিজেপির সাংসদ-বিধায়ক।
- হঠাৎ সিপিএম নেতার বাড়িতে বিজেপির শঙ্কর-রাজু। ষড়যন্ত্রের তত্ত্ব তৃণমূলের।
- উৎসবেও প্রাণ কাড়ল কাঁকিনাড়ায়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে শিশুর মৃত্যু, হাত উড়ল আরও এক শিশুর। মিলল আরও তাজা বোমা।
- বোমা ফেটে শিশুর মৃত্যু, রেল লাইনের ধারে আরও তাজা বোমার হদিশ। বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালুর আশ্বাস পুলিশ কমিশনারের।
- বিসিসিআই থেকে অপসারণের পরে ফুটবল প্রশাসনে সৌরভের কামব্যাক। ফিরছেন এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টর্সে।
- দঃ ২৪ পরগনার পূজালি থেকে হাওড়ার চেঙ্গাইল যাওয়ার সময় গঙ্গায় নৌকাডুবি। ইন্দিরা ঘাটের কাছে এক যাত্রী নিখোঁজ। মাঝি-সহ ৮জন উদ্ধার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -