West Bengal News Live Updates: বসিরহাতে মাসতুতো দিদির প্রেমিকের লালসার শিকার নাবালিকা, গ্রেফতা অভিযুক্ত

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 27 Mar 2022 11:15 PM
West Bengal News Live: বসিরহাতে মাসতুতো দিদির প্রেমিকের লালসার শিকার নাবালিকা, গ্রেফতা অভিযুক্ত

মাসতুতো দিদির প্রেমিকের কাছ থেকে উপহার আনতে গিয়েছিল। কিন্তু পাশবিক অত্যাচারের শিকার হতে হল নাবালিকাকে। মাসতুতো দিদির প্রেমিক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নিদারুণ অত্যাচারে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। কলকাতার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে সে। অভিযুক্ত যুবক এবং তাঁর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live Updates: বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষা মহম্মদ সেলিমের, রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা

সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন মহম্মদ সেলিম। আনিস থেকে বগটুই, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা। আরও কী ধরণের কর্মসূচি নেওয়া উচিত, তা নিয়েও আলোচনা হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মহম্মদ সেলিমের। সেখান থেকে বেরিয়ে বলেন, ‘প্রায়ই দেখা করতে যাই’। রাজ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে, জানালেন সেলিম।

West Bengal News Live: কৃত্রিমভাবে ছেঁড়া পোশাক নয়, জগদীশচন্দ্র বোস কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

কৃত্রিমভাবে ছেঁড়া পোশাক পরে কলেজে ঢুকলেই ধরিয়ে দেওয়া হবে টিসি। কলকাতার আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলবেন। 

West Bengal News Live Updates: কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার অভিযোগ

কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার অভিযোগ। ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার অভিযোগ। দলীয় কার্যালয়ের সামনে সম্বর্ধনা অনুষ্ঠানে হামলার অভিযোগ। খোকন বণিকের ওপর হামলার অভিযোগ। তৃণমূল সমর্থকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ।

West Bengal News Live: আনিস খান হত্যাকাণ্ডে সিটের তদন্তে অনাস্থা, আরও একবার সিবিআই তদন্তের দাবি জানাল পরিবার

আনিস খান হত্যাকাণ্ডে সিটের তদন্তে অনাস্থা জানিয়ে, আরও একবার সিবিআই তদন্তের দাবি জানাল পরিবার। পথে নেমে প্রতিবাদ জানিয়ে, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়েছে কংগ্রেসও। পাড়ায়-বাড়িতে গন্ডগোল হলেও সিবিআই চাওয়া হচ্ছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live Updates: লিলুয়ার চামরাইলে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১২

লিলুয়ার চামরাইলে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় জখম কমপক্ষে ১২ জন। আজ সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ আরামবাগ থেকে কলকাতার ধর্মতলাগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

West Bengal News Live: আনারুল হোসেন, আজাদ চৌধুরীকে মুখোমুখি বসিয়ে জেরা

সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে পড়লেন বগটুইকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন। ধৃত তৃণমূল কর্মী আজাদ চৌধুরীর সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়। 

West Bengal News Live Updates: দুর্নীতির অভিযোগে মিসড কল, 'দিদিকে বলো'র আদলে নতুন কর্মসূচি চালুর ইঙ্গিত মমতার

কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, মিসড কল দিয়ে জানান। দিদিকে বলো-র আদলে নতুন কর্মসূচি চালুর ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: পেট্রল-ডিজেল-গ্যাসের দাম বেড়েই চলেছে, উত্তরপ্রদেশে জিতেই বিজেপি-র রিটার্ন গিফট, বললেন মমতা

পেট্রল-ডিজেল-গ্যাসের দাম বাড়িয়েই চলেছে। উত্তরপ্রদেশে জিতেই বিজেপির রিটার্ন গিফট, পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live Updates: নার্কো টেস্টের নামে পাগল প্রতিপন্ন করার চেষ্টা, দাবি আনিসের বাবার

নারকো টেস্টের নামে আমাকে পাগল করার চেষ্টা সিটের। অভিযোগ হাওড়ার আমতার মৃত ছাত্রনেতা আনিসের বাবার।

West Bengal News Live: বিরোধী নেত্রী থাকার সময় বার বার সিবিআই চেয়েছেন মমতা: মহম্মদ সেলিম

বিরোধী নেত্রী থাকার সময় বার বার সিবিআই চেয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন পুলিশ ব্যর্থ হয়েছে। অপরাধীদের সরকার চলছে: মহম্মদ সেলিম।

West Bengal News Live Updates: দু’একজন দুষ্টু গরু সবজায়গাতেই থাকে: মমতা

দু’একজন দুষ্টু গরু সবজায়গাতেই থাকে। সবাইকে বলব, কেউ কোনও গন্ডগোলে জড়াবেন না: মমতা

West Bengal News Live: আউশগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

আউশগ্রামের কেশেরমাঠ এলাকায় চুরি আটকাতে বাগানের চারপাশে বিদ্যুৎবাহিত তার লাগানোর অভিযোগ। অজয় নদীর ধারে বাগানের পাশ থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর মৃতদেহ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রীর, অভিযোগ স্থানীয়দের। গ্রেপ্তার বাগানের কেয়ারটেকার। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। 

West Bengal News Live Updates: উত্তরবঙ্গ সফরে দ্রুত জিটিএ নির্বাচনের পক্ষে সওয়াল মমতার

উত্তরবঙ্গ সফরে দ্রুত জিটিএ নির্বাচনের পক্ষে সওয়াল মমতার। আমি চাই, মে-জুনের মধ্যে জিটিএ নির্বাচন হোক। পঞ্চায়েত নির্বাচনও চাই। পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত আছে। কেন্দ্রীয় সরকারকে বলব, আইনটা করে দিন। তাহলে পাহাড়েও ত্রিস্তর পঞ্চায়েত করতে পারি, শিলিগুড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live: পাহাড়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ির কর্মসূচি শেষে পাহাড়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live Updates: দাম বাড়ছে সাড়ে ৮০০ ওষুধ, এর মধ্যে রয়েছে জীবনদায়ী ওষুধও

পয়লা এপ্রিল থেকে বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম বাড়ার সম্ভাবনা। প্রায় সাড়ে আটশো রকমের অত্যাবশ্যক ওষুধের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

West Bengal News Live: বাংলায় বেঁচে থাকতে চাকরি হয় না, মরলে চাকরি পাওয়া যায়, বললেন অধীর

বাংলায় বেঁচে থাকতে চাকরি হয় না, মরলে চাকরি পাওয়া যায়, বললেন অধীর

West Bengal News Live Updates: দেউচা যাতে না হয়, তার জন্যই রামপুরহাট নিয়ে হইচই, দাবি মমতার

"আপনারা রামপুরহাট করছেন, যাতে দেউচাটা না হয়।  পুরুলিয়ায় ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। তাজপুরে গভীর বন্দর হচ্ছে, তাই এত হিংসা? বীরভূমে এক লক্ষ চাকরি হলে আপনার ছেলে মেয়েও পাবে", বললেন মমতা।

West Bengal News Live: হাথরসে মেয়েকে জ্বালিয়ে দেওয়া হল, কী বিচার হয়েছে, প্রশ্ন মমতার

উন্নাওয়ে একটা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হল, কী বিচার হয়েছে? ‘হাথরসের ক্ষেত্রে কী বিচার হল: মমতা

West Bengal News Live Updates: খুন হল তৃণমূল, আগুন লাগল তৃণমূলের ঘরেই, আবার আমাকেই গালাগাল দিচ্ছে: মমতা

এখানে একটা ঘটনা ঘটেছে নিন্দনীয়, খুন হল তৃণমূল, আগুন লাগল তৃণমূলের ঘরেই, আবার আমাকেই গালাগাল দিচ্ছে: মমতা

West Bengal News Live: কালনা পুরসভার পুরপ্রধান হিসেবে আনন্দ দত্তের নামেই সিলমোহর

পূর্ব বর্ধমানের কালনা পুরসভার পুরপ্রধান হিসেবে আনন্দ দত্তের নামেই সিলমোহর দিল তৃণমূল নেতৃত্ব। যা শুনে একদা বিক্ষুব্ধ নেতা তপন পোড়েলের প্রতিক্রিয়া, দল করতে হলে দলের নির্দেশ সবাইকে মানতে হবে। এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Updates: বাগডোগরা পৌঁছলেন মমতা

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে কলকাতা থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিকেলে বাগডোগরা পৌঁছন। এরপর শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

West Bengal News Live: গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল খোলার দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল খোলার দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। এই হাসপাতালকে করোনার প্রকোপের সময় ৫০ বেডের কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়। সম্প্রতি করোনার প্রকোপ কমে যাওয়ায় সেই কোভিড হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।  বনগাঁ পুরসভার চেয়ারম্যানের আশ্বাস, দ্রুত পদক্ষেপ করা হবে।

West Bengal News Live Updates: ফের দাঁতালের মৃত্যু

ফের উত্তরবঙ্গে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু। জলপাইগুড়ির গাজোলডোবায় চাষের জমি থেকে মৃতদেহ উদ্ধার করল বন দফতর। উদ্ধার হয়েছে রাসায়নিক সারের একটি ব্যাগও। রাসায়নিক সার খেয়েই দাঁতালের মৃত্যু? উত্তর খুঁজছে বন দফতর। 

West Bengal News Live: বীরভূমের দুবরাজপুর ও মল্লারপুর থেকে তাজা বোমা উদ্ধার

মাড়গ্রামের পর এবার বীরভূমের দুবরাজপুর ও মল্লারপুর থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। আজ সকালে দুবরাজপুরের সেকেন্দারপুরে পরিত্যক্ত বাড়ির কাছ থেকে থলেভর্তি ৩৫টি বোমা ও ৩ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার হয়। পরে বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। এর আগে গতকাল রাতে মল্লারপুর থানা এলাকার বিশিয়া গ্রামে পুকুরপাড় থেকে ২টি বালতি ভর্তি প্রায় ৪০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। রামপুরহাট হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলাজুড়ে শুরু হয়েছে পুলিশের অভিযান। 

West Bengal News Live Updates: আনারুল থানা থেকে আনা হল সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে

রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তৃণমূল নেতা আনারুল। থানা থেকে আনা হল সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে। আনারুল সহ ৪ জনকে সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদ। 

West Bengal News Live: অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল

আনিস হত্যাকাণ্ড ও রামপুরহাটকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ফের পথে কংগ্রেস। অধীর চৌধুরীর নেতৃত্বে হাওড়ার কদমতলা থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল।

West Bengal News Live Updates: দুই সন্তানকে হারিয়ে অসুস্থ জহুরা বিবি

রামপুরহাটকাণ্ডে দুই সন্তানকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন জহুরা বিবি। সাঁইথিয়ার বাতাসপুরে তাঁর বাড়িতেই আশ্রয় নিয়েছেন জামাই মিহিলাল শেখ। এদিন অসুস্থ জহুরাকে দেখতে বাড়িতে যান চিকিত্সক। 

West Bengal News Live: বগটুইকাণ্ডে স্বজনহারাদের খাওয়ার ব্যবস্থা করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব

সিবিআই তদন্তের মাঝেই সাঁইথিয়ার বাতাসপুরে বগটুইকাণ্ডে স্বজনহারাদের খাওয়ার ব্যবস্থা করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সকালে জলখাবারে দেওয়া হয় লুচি, আলুর তরকারি আর রসগোল্লা। মধ্যাহ্নভোজের মেনুতে রয়েছে ভাত-ডাল, আলুপোস্ত, মাছ-মাংস। 

West Bengal News Live Updates: বাগান পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে জখম গৃহকর্তা

বর্ধমান শহরে বাড়ির বাগান পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে জখম গৃহকর্তা। আজ সকালে বাহির সর্বমঙ্গলাপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির বাগান পরিষ্কারের সময় বোমা ফেটে জখম হন গৃহকর্তা অসীম বিশ্বাস। বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও বম্ব ডিটেকশন স্কোয়াড ঘটনাস্থলে যায়। 

West Bengal News Live: জেলা কমিটি নিয়ে অসন্তোষ শাসক শিবিরে

৭ মাস কেটে গেলেও মেদিনীপুর সাংগঠনিক জেলায় তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা কমিটি এখনও তৈরি হয়নি। যা নিয়ে অসন্তোষ শাসক শিবিরে। গত বছরের ১৬ অগাস্ট মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে সুজয় হাজরার নাম ঘোষণা করা হয়। তারপর ৭ মাস কেটে গেলেও, এখনও পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরি করা হয়নি। এনিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গোষ্ঠীকোন্দলের ভয়েই জেলা কমিটি গঠনে গড়িমসি করছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। রাজ্য নেতৃত্বের কাছে শীঘ্রই নামের তালিকা পাঠানো হবে, দাবি শাসকদলের। 

West Bengal News Live Updates: বিভিন্ন জীবনদায়ী ওষুধের দাম বাড়ার সম্ভাবনা

এপ্রিল থেকে বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম বাড়ার সম্ভাবনা। প্রায় সাড়ে আটশো রকমের ওষুধের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

West Bengal News Live: আজ ফের বগটুইয়ে কেন্দ্রীয় ফরেন্সিক দল

গতকালের পর আজ ফের বগটুইয়ে কেন্দ্রীয় ফরেন্সিক দল। প্রথমেই গেল ৭ দগ্ধ দেহ মেলা বানিরুল শেখের বাড়িতে। সংগ্রহ করছে নমুনা।

West Bengal News Live Updates: প্রথম পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বিকেলে বাগডোগরা পৌঁছে শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর চলে যাবেন দার্জিলিং। বুধবার পর্যন্ত সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই

পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই। ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই। গ্রামবাসীদের দেখিয়ে দুষ্কৃতীদের শনাক্তকরণের চেষ্টা, জানাল সূত্র

West Bengal News Live Updates: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে কংগ্রেসের পদযাত্রা

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আমতা থেকে ধর্মতলা কংগ্রেসের তিনদিনের পদযাত্রা আজই শেষ হচ্ছে। হাওড়ার কদমতলা থেকে মিছিল শুরু হয়েছে। অধীর চৌধুরীর নেতৃত্বে এই মিছিল ১৪ কিলোমিটার পথ পেরিয়ে ধর্মতলায় গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশ থেকে আনিস খানের মৃত্যুর ঘটনায় আগামী কর্মসূচি ঘোষণা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

West Bengal News Live Updates: সিবিআই অফিসারদের জন্য এবার নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

রামপুরহাটকাণ্ডে তদন্তকারী সিবিআই অফিসারদের জন্য এবার নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাঠানো হল এক প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী। বাহিনীতে থাকছেন ৩৫ জন সিআরপিএফ জওয়ান। সূত্রের খবর, রামপুরহাটকাণ্ডের তদন্তকারী সিবিআই অফিসারদের সঙ্গেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাদের জন্য আলাদা ব্যারাক তৈরি করা হচ্ছে। 

West Bengal News Live: সহযোগীতা করব সিবিআইকে, জানালেন মিহিলাল

সাঁইথিয়ার বাতাসপুরে যাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের। সেখানে আশ্রয় নিয়েছেন মিহিলাল শেখ-সহ স্বজনহারা বেশ কয়েকটি পরিবার।তাঁদের বয়ান রেকর্ড করবে সিবিআই। ওই রাতে কী ঘটেছিল? এবং আনারুলের ভূমিকা কী ছিল? তা জানতে চাওয়া হবে। খবর সিবিআই সূত্রে।

West Bengal News Live Updates: মিহিলাল শেখের পরিবারের বয়ানও নিতে পারে সিবিআই

 সাঁইথিয়ার বাতাসপুরে যেতে পারে সিবিআই। সেখানে আশ্রয় নিয়েছেন মিহিলাল শেখ-সহ স্বজনহারা বেশ কয়েকটি পরিবার। তাঁদের বয়ান রেকর্ড করবে সিবিআই। 

West Bengal News Live: ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেমেয়েকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

ঘুমন্ত স্ত্রী ও দুই সন্তানকে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। পুরুলিয়ার কাশীপুরের রাঙ্গাডি গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি আজ ভোরে ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেমেয়েকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন। অভিযুক্ত কাশীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন।

West Bengal News Live Updates: রামপুরহাট মেডিক্যাল কলেজে যাবে সিবিআই

প্রথমে সিবিআই যাবে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি মফুজা বিবি-সহ বেশ কয়েকজন। সিবিআই সূত্রে খবর, তাঁদের কাছে ঘটনার দিনের কথা জানতে চাওয়া হবে। আনারুল হোসেনের ভূমিকাও নিয়েও জানতে চাইবেন তদন্তকারীরা। 

West Bengal News Live: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা ডেরেক ও’ ব্রায়েনের

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা ডেরেক ও’ ব্রায়েনের। তৃণমূল সাংসদ ট্যুইট করেছেন, রবিবার সকালে আবার! ভোটের ফল ঘোষণার মাত্র ২ সপ্তাহের মধ্যে ৬ দিনে পাঁচবার জ্বালানির দামবৃদ্ধি।

West Bengal News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে আজ থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই

রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে আজ থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই। প্রথমে যাবে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি মফুজা বিবি-সহ বেশ কয়েকজন। সিবিআই সূত্রে খবর, তাঁদের কাছে ঘটনার দিনের কথা জানতে চাওয়া হবে। গোটা ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনের ভূমিকা কী ছিল তাও জানতে চাইবেন তদন্তকারীরা। এরপর সাঁইথিয়ার বাতাসপুরে যাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের। সেখানে আশ্রয় নিয়েছেন মিহিলাল শেখ-সহ স্বজনহারা বেশ কয়েকটি পরিবার।তাঁদের বয়ান রেকর্ড করবে সিবিআই। ওই রাতে কী ঘটেছিল? এবং আনারুলের ভূমিকা কী ছিল? তা জানতে চাওয়া হবে। খবর সিবিআই সূত্রে।

West Bengal News Live: উপহার আনতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা

মাসতুতো দিদির প্রেমিকের কাছে উপহার আনতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা। অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক ও তাঁর প্রেমিকাকে। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় প্রেমিকের কাছ থেকে উপহার আনার জন্য নাবালিকা বোনকে পাঠায় তার মাসতুতো দিদি। বেশ কিছুক্ষণ পর ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি করা হয়। পরে রেফার করা হয় আর জি কর হাসপাতালে। অভিযোগ, একা পেয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে শহর আলি সরদার ওই যুবক। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তরুণীকেও। ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

West Bengal News Live Updates: ৬ দিনে প্রায় ৪ টাকা দাম বাড়ল জ্বালানির

৬ দিনে ৫ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৫২ পয়সা বেড়ে হল ১০৮ টাকা ৫৩ পয়সা। ডিজেলের দাম ৫৬ পয়সা বেড়ে হল ৯৩ টাকা ৫৭ পয়সা। সব মিলিয়ে ৬ দিনে প্রায় ৪ টাকা দাম বাড়ল জ্বালানির।

West Bengal News Live: সিবিআইকে দেওয়া পুলিশের এফআইআরে কী উল্লেখ রয়েছে?

সিবিআইকে দেওয়া পুলিশের এফআইআর-এ বলা হয়েছে, 'ভাদু শেখ খুনের পরই তার অনুগামীরা বাড়িঘর ভাঙচুর করে। পরিবারগুলিকে পুড়িয়ে মারার জন্য আগুন লাগিয়ে দেয়'। 

West Bengal News Live Updates: অক্সিজেনের সংস্থান

করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে উদ্যোগ কলকাতা পুরসভার ৮৭নম্বর ওয়ার্ডে। একটি বেসরকারি সংস্থার হাত ধরে এল ১০টি  অক্সিজেন কন্সেনট্রেটর। সেই সঙ্গে লেক এলাকায় লাগানো হল ১০টি বড় পাম গাছ।

West Bengal News Live: রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের এফআইআর এবিপি আনন্দর হাতে

রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের এফআইআর এবিপি আনন্দর হাতে। এফআইআরে উল্লেখ, রাত সাড়ে ৮টা নাগাদ তৃণমূল উপপ্রধান ভাদু শেখ বোমাবাজিতে আহত হন পুলিশ জানতে পারে। ৮টা ৫০-এ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

West Bengal News Live Updates: কালিম্পংকে জিটিএ-র আওতা থেকে বের করার আবেদন

উন্নয়ন হচ্ছে না কালিম্পং জেলায়। এই অভিযোগে, কালিম্পংকে জিটিএ-র আওতা থেকে বের করে আনার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সেখানকার বিধায়ক রুদেন লেপচা। তাঁর দাবি, কালিম্পংয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হোক। তবেই জেলার উন্নয়ন সম্ভব হবে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে, শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠনের উদাহরণও দিয়েছেন কালিম্পংয়ের বিধায়ক।

West Bengal News Live: পদ নিয়ে কোন্দল

কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘিরে, তৃণমূলের কোন্দল সামনে চলে এল। দায়িত্ব না পেয়ে দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন ১৭ নম্বর ওয়ার্ডের ৬ বারের কাউন্সিলর। ক্ষোভ আমল দিচ্ছে না তৃণমূল। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

West Bengal News Live Updates: বগটুইয়ে সক্রিয় সিবিআই

রামপুরহাটের বগটুই গ্রামে সিবিআই। একের পর এক পুড়ে যাওয়া বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তদন্তের মাঝেই রামপুরহাট থানায় যায় সিবিআই। 

প্রেক্ষাপট

কলকাতা: বেহালায় (Behala) দুঃসাহসিক ডাকাতি! বিদ্যুতের মিটার (Electric Meter) দেখার নাম করে ঘরে ঢুকে একাকী মহিলাকে বেঁধে, মারধর করে গয়না লুঠের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। 


উন্নয়ন হচ্ছে না কালিম্পং (Kalimpong) জেলায়। এই অভিযোগে, কালিম্পংকে জিটিএ (GTA)-র আওতা থেকে বের করে আনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চিঠি দিলেন সেখানকার বিধায়ক রুদেন লেপচা। তাঁর দাবি, কালিম্পংয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হোক। তবেই জেলার উন্নয়ন সম্ভব হবে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে, শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠনের উদাহরণও দিয়েছেন কালিম্পংয়ের বিধায়ক। 


করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে উদ্যোগ কলকাতা পুরসভার ৮৭নম্বর ওয়ার্ডে। একটি বেসরকারি সংস্থার হাত ধরে এল ১০টি  অক্সিজেন কন্সেনট্রেটর। সেই সঙ্গে লেক এলাকায় লাগানো হল ১০টি বড় পাম গাছ।


মাসতুতো দিদির প্রেমিকের কাছে উপহার আনতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা। অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক ও তাঁর প্রেমিকাকে। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় প্রেমিকের কাছ থেকে উপহার আনার জন্য নাবালিকা বোনকে পাঠায় তার মাসতুতো দিদি। বেশ কিছুক্ষণ পর ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি করা হয়। পরে রেফার করা হয় আর জি কর হাসপাতালে। অভিযোগ, একা পেয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে শহর আলি সরদার ওই যুবক। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তরুণীকেও। ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


সোমবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রোর সংখ্যা ২৭৬ থেকে বেড়ে ২৮২টি হচ্ছে। এই দিনগুলিতে সকাল ৬টা ৫০ থেকে মেট্রো চলাচল শুরু করবে। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০-এ। অন্যদিকে, শনিবার মেট্রোর সংখ্যা ২৩০ থেকে বেড়ে ২৩৪টি হচ্ছে। আর রবিবার ১২৮ থেকে বেড়ে ১৩০টি মেট্রো চলাচল করবে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.