West Bengal News Live: নাকতলায় কিশোরের মৃত্যু বিতর্ক, শ্মশান থেকে দেহ হেফাজতে নিল পুলিশ
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডি। বেআইনি আর্থিক লেনদেন খুঁজতে অনুসন্ধান। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডির।
বাসন্তী হাইওয়ে সংলগ্ন কলকাতা পুরসভার চৌবাগা এলাকায় নোরতলায় স্বাধীনতার ৭৫ বছর পর মিলল বিদ্যুৎ সংযোগ। কলকাতা পুরসভার অন্তর্গত হলেও ছিল না বিদ্যুৎ সংযোগ। ১৭টি বাড়ি ছিল বিদ্যুৎহীন।
উত্তরপ্রদেশ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলার সমালোচনা যোগী আদিত্যনাথের। ‘উত্তরপ্রদেশে নির্বাচনের সময় সমাজবাদী পার্টিকে সমর্থনের সময় বাংলা থেকে দিদি এসেছিলেন। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে ১২০০০। বাংলার জনসংখ্যা উত্তরপ্রদেশের জনসংখ্যার অর্ধেক। উত্তরপ্রদেশে ভোট চলাকালীন ও ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি।’ নজিরবিহীন আক্রমণ যোগী আদিত্যনাথের।
পাল্টা কটাক্ষ তৃণমূলের।
অনলাইনে পরীক্ষার দাবিতে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও পড়ুয়াদের। রাতেও বিক্ষোভ।
২৬ জুন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। পানিহাটির নিহত কাউন্সিলরের স্ত্রীকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন অনুপম দত্তের স্ত্রী।মনোনয়ন জমা দিলেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত।
২৬ জুন পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। নিহত কাউন্সিলরের ভাইপোকে প্রার্থী করল কংগ্রেস। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে প্রার্থী করল কংগ্রেস। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু।
মৃতের নাম স্নেহাংশু সেনগুপ্ত, বাড়ি নাকতলায়। মারধরের কারণেই মৃত্যু, অভিযোগ আত্মীয়দের। নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ পিসতুতো দিদির। অভিযোগ পাওয়ার পরেই দেহ সৎকার আটকাল পুলিশ। ৭ ঘণ্টা টানাপোড়েনের পর দেহ এসএসকেএমে নিয়ে যাওয়ার প্রস্তুতি।
৭ বছরের কিশোরের মৃত্যু বিতর্ক, দেহ সৎকার ঘিরে জটিলতা। মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন ওঠায় শ্মশান থেকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ
কলকাতা মেডিক্যালে রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যান সুদীপ্ত রায়। গতকালই নির্মল মাজিকে সরিয়ে সুদীপ্ত রায়কে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে নিয়োগ। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ও চিকিৎসক সুদীপ্ত রায়। দায়িত্ব পেয়ে মেডিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সুদীপ্ত। আর জি কর মেডিক্যালেরও রোগী কল্যাণ সমিতির দায়িত্বে সুদীপ্ত। ‘যাঁরা ভাল কাজ করেছে, তাঁদের কালিমালিপ্ত করা হয়েছে’। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত হওয়ার পর প্রতিক্রিয়া নির্মল মাজির।
‘২০২১ সালের ২৩ জুন মারা গিয়েছেন দল বাহাদুর বিশ্বকর্মা। মৃত্যুর আগে পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস করাতেন। এখনও মৃত ব্যক্তির নামে সরকারের কাছে বিল দিচ্ছে বেসরকারি সংস্থা।' অভিযোগ মৃতের ছেলে প্রভাত বিশ্বকর্মার। ‘এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি, খতিয়ে দেখে প্রয়োজনে তদন্ত করা হবে।’, জানালেন জলপাইগুড়ির ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
সরকারি হাসপাতালে মৃত ব্যক্তির নামে ডায়ালিসিস ! মৃত ব্যক্তির নামে সরকারের কাছে বিল দিচ্ছে বেসরকারি সংস্থা ! জলপাইগুড়ি সদর হাসপাতালের ঘটনা।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদনের প্রতিবাদে বাম ছাত্র সংগঠন ডিএসও। কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ। আচার্য পদে কোনও শিক্ষাবিদকে নিয়োগের দাবি। অন্যদিকে একই ইস্যুতে কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল করে এসইউসিআই।
গরুপাচার কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আজ নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে এলেন না অনুব্রত। ‘চিকিৎসকরা ১৫ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন, সিবিআইকে চিঠি দিয়ে জানালেন বীরভূম তৃণমূলের সভাপতি। চাইলে বাড়িতে গিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদের প্রস্তাব অনুব্রতর।
তলব পেয়েও সিবিআই দফতরে আজ গেলেন না ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সওকত মোল্লা।
‘পথ দুর্ঘটনায় লাদাখে ৭ জন সাহসী জওয়ানের মৃত্যু। আরও অনেকে আহত হয়েছেন। পরিবারের প্রতি সমবেদনা’। লাদাখে সেনার গাড়ি দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাঁকুড়ার সোনামুখীতে বিজেপির সংকল্প যাত্রা।
আগামী দু-তিনদিনের মধ্যে বর্ষা ঢুকবে কেরলে। বঙ্গে স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দিনে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
এসএসসি ‘দুর্নীতি’র মধ্যেই এবার টেট-‘দুর্নীতি নিয়ে বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক। কালনায় বিজেপির অবস্থান মঞ্চে গিয়ে বিস্ফোরক মন্তব্য বিশ্বজিৎ কুণ্ডুর।
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডির হস্তক্ষেপ। এসএসসি-নিয়োগ মামলায় ‘বেআইনি আর্থিক লেনদেন’ খুঁজতে অনুসন্ধানে ইডি।
SSC-তে নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ। আজ ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখান গ্রুপ ডি ও গ্রুপ সি পদে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, মৌখিক আশ্বাস নয়, এক মাসের মধ্যে হাতে নিয়োগপত্র দিতে হবে। পরে বিক্ষোভকারীদের ২ জন প্রতিনিধি আচার্য ভবনে SSC-র চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে যান। কিন্তু তাঁরা জানান, চেয়ারম্যান ডেপুটেশন নেননি। দফতরের তরফে রিসিভ করা হয়েছে।
অনলাইনে পরীক্ষার দাবিতে সংস্কৃত কলেজে ভিসিকে ঘেরাও পড়ুয়াদের।
বাম ছাত্র-যুব মিছিল ঘিরে রণক্ষেত্র করুণাময়ী। টেনেহিঁচড়ে বামকর্মীদের ভ্যানে তুলল পুলিশ।
করুণাময়ীতে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ শুরুর আগেই ব্যাপক পুলিশি ধরপাকড়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোল মিছিল।
এসএসসিতে দুর্নীতির অভিযোগের প্রতিবাদে করুণাময়ীতে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ।
ত্রিপুরা তৃণমূলে যোগ দেওয়ার একবছরের মধ্যেই ‘মোহভঙ্গ’। ক্ষোভ উগরে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন বিধায়ক আশিস দাস। গতবছর অক্টোবরে আগরতলায় অভিষেকের সভায় যোগ দেন বিজেপির আশিস দাস।
অনলাইন পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ পরীক্ষার্থীদের একাংশের।
আসানসোলে পানীয় জলের সঙ্কটের অভিযোগে রাস্তায় নামলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোল পুরসভার সামনে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন আসানসোল দক্ষিণের বিধায়ক। তাঁর অভিযোগ, পানীয় জলের সঙ্কট চললেও জল সরবরাহে কোনও উদ্যোগ নিচ্ছে না তৃণমূল পরিচালিত পুরসভা। তবে দু’ঘণ্টার বেশি সময় ধরে অবস্থানে বসে থাকলেও অগ্নিমিত্রার সঙ্গে কোনও পুর আধিকারিকের দেখা হয়নি। পুরসভার তরফেও মেলেনি কোনও প্রতিক্রিয়া। মেয়রের কাছে স্মারকলিপি জমা দিতে গেলে বিজেপি প্রতিনিধিদলের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের।
জোকা-বিবাদী মেট্রো রুটে প্রস্তাবিত ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন নিয়ে জট কাটল। স্টেশন তৈরির অনুমতি দিলেন ভিক্টোরিয়া কর্তৃপক্ষ।
কোন পদ্ধতিতে পরীক্ষা? মত নিতে প্রিন্সিপালদের নিয়ে বৈঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে
হরিদেবপুরে অটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল অটো চালকের। আজ সকালে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের কাছে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, কবরডাঙা থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল অটোটি। বাসটি আসছিল উল্টোদিক থেকে। অটো ও সরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। মৃত্যু হয় অটো চালক জগদীশ মণ্ডলের। অটোর ৩ যাত্রীর মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে। আর একজন বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। বাসের চালককে আটক করেছে পুলিশ।
ব্যান্ডেলের পর আদ্রা ডিভিশনেও বাতিল ট্রেন। আজ থেকে ৩১ মে পর্যন্ত ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ। প্রায় ২০টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল। রুট বদল করা হয়েছে ৭টি ট্রেনের। ‘ট্রেনের গতিবেগ বাড়াতে প্রযুক্তিগত কারণে সাময়িক ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ’। জানানো হল রেলের তরফে
সল্টলেকে ময়ূখ ভবনের সামনে ফের এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ
রাজ্যে শুরু হচ্ছে নার্সদের ‘ডাক্তারি’ প্রশিক্ষণ। গ্রামেগঞ্জে ডাক্তারের ঘাটতি মেটানোর জন্য বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দফতরের।
১২ দিনে ৩ জন। পরপর ৩ অভিনেত্রীর রহস্যমৃত্যু। ১৫ মে গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ। দুদিন আগে নাগেরবাজারে ফ্ল্যাট থেকে মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার। আজ সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার বিদিশার বন্ধু অভিনেত্রী-মডেল মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মৃতদেহ।>
হরিদেবপুরে অটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল অটো চালকের। আজ সকালে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের কাছে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, কবরডাঙা থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল অটোটি। বাসটি আসছিল উল্টোদিক থেকে। অটো ও সরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। মৃত্যু হয় অটো চালক জগদীশ মণ্ডলের। অটোর ৩ যাত্রীর মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে। আর একজন বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। বাসের চালককে আটক করেছে পুলিশ।
GTA ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ জুন নির্বাচন হবে। GTA-র ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকেল ৪টে। আর শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা।
তলব পেয়েও সিবিআই দফতরে আজ যাচ্ছেন না ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সওকত মোল্লা
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডি। বেআইনি আর্থিক লেনদেন খুঁজতে অনুসন্ধান। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডির।
গরুপাচার কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আজ নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে এলেন না অনুব্রত।
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডির হস্তক্ষেপ। এসএসসি-নিয়োগ মামলায় ‘বেআইনি আর্থিক লেনলেন’ খুঁজতে অনুসন্ধানে ইডি।
এবার বিদিশা দে মজুমদারের মডেল অভিনেত্রী বন্ধু মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল
মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন। বিধানসভায় আসছে বিল। অনুমতি না পেলে অর্ডিন্যান্সের ভাবনা। দুর্নীতি থেকে নজর ঘোরাতে পদক্ষেপ, খোঁচা বিরোধীদের।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
এবার বিদিশার বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী। আজ সকালে পাটুলির বাড়ি থেকে দেহ উদ্ধার। বিদিশার মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ছিলেন মঞ্জুষা, দাবি পরিবারের।
আজ সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না সওকত মোল্লা। ১৫ দিনের সময়সীমা চেয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক। গতকালই রাতে এ নিয়ে ই-মেল করেছেন সওকত। সওকতের আইনজীবী আজ যাচ্ছেন নিজাম প্যালেসে
কয়লা পাচারকাণ্ডের তদন্তে আজ ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সওকত মোল্লাকে তলব করেছে CBI। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নাম এই মামলায় যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন সওকত মোল্লা। দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
দক্ষিণ কলকাতার জল সমস্যা মেটাতে গার্ডেনরিচে চালু হল আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেইসঙ্গে আলিপুর বডিগার্ড লাইন্সে নিকাশি সমস্যা দূর করতে চালু হল ড্রেনেজ পাম্পিং স্টেশন।
পূর্ব বর্ধমানের জামালপুরে স্কুলে নলকূপ বসাতে ঠিকাদারের কাছে তোলা চাওয়ার অভিযোগ উঠল ভিলেজ রিসোর্স পার্সনের বিরুদ্ধে। বিডিও-র কাছে অভিযোগ দায়ের। তৃণমূল করেন বলে দাবি করেছেন অভিযুক্ত। অভিযোগ প্রমাণ হলে রং না দেখেই ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া তৃণমূলের।
বীরভূমের পাড়ুইয়ে তৃণমূলের কসবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাল সিপিএম। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গেছে প্রাক্তন উপপ্রধানের ছেলের অ্যাকাউন্টে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন উপপ্রধান। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
হাওড়ার নিশ্চিন্দার পর এবার বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত। প্রেমের টানে ২ টোটোচালকের সঙ্গে বাড়ি ছাড়লেন একই পরিবারের ২ গৃহবধূ। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। অকুলপাথারে টোটোচালকদের পরিবারও।
পল্লবীর মৃত্যুতে সাগ্নিকের জামিনের আর্জি খারিজ। টাকা হাতিয়ে খুনের অভিযোগ পরিবারের। সুশান্তকাণ্ডের প্রসঙ্গ টেনে সওয়াল অভিযুক্তপক্ষের।
ব্যান্ডেল-শক্তিগড় শাখায় আজ থেকে ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক। দুদিন সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল, মগরা ট্রেন চলাচল। বাতিল একাধিক মেল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন।
প্রেক্ষাপট
সংঘাতে নতুন মোড়। রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকেই (CM Mamata Banerjee) আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন। বিধানসভায় আসছে বিল। অনুমতি না পেলে অর্ডিন্যান্সের ভাবনা।
মমতাকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের (University) আচার্য করার সিদ্ধান্ত নিয়ে তোলপাড়। দুর্নীতি থেকে নজর ঘোরাতে সরকারের অভিনব পদক্ষেপ, খোঁচা বিরোধীদের।
প্রিন্সিপালের চেয়ারে তৃণমূল বিধায়ক, পাশের সোফায় অধ্যক্ষা! শান্তিপুর কলেজের ছবি ঘিরে তোলপাড়। অধ্যক্ষার অনুরোধেই চেয়ারে বসার সাফাই বিধায়কের।
২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ-সহ তপন-অনুপমের ওয়ার্ডে ভোট। আজ বিজ্ঞপ্তি।
হাওড়া পুরসভা বিল নিয়ে ফের সরব অধ্যক্ষ। বিল আটকে রাখার অভিযোগে রাজ্যপালকে নিশানা। এক্তিয়ার লঙ্ঘনের পাল্টা দাবি বিজেপির।
বঙ্গ বিজেপিতে কার্যত ব্রাত্য দিলীপ। পাশে দাঁড়াল তৃণমূল!
কয়লা পাচারকাণ্ডে এবার সিবিআই নজরে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। আজ সকালে হাজিরার নির্দেশ। আনতে বলা হল ব্যাঙ্কের নথি, পাসপোর্ট।
বিধানসভায় না জানিয়েই তলব, সওকতকে সিবিআই তলব অভিযোগ স্পিকারের। কেউ বাদ যাবে না, হুঙ্কার লকেটের। প্রতিহিংসার তত্ত্ব কুণালের।
পর পর বিতর্কের মুখে কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ হারালেন নির্মল, দায়িত্বে সুদীপ্ত। প্রতিক্রিয়া মেলেনি নির্মলের।
পরীক্ষার মাধ্যমে পুলিশে নিয়োগ করে রিক্রুটমেন্ট বোর্ড। হস্তক্ষেপ করে না রাজ্য। এসএসসি-বিতর্কের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আত্মহত্যাই করেছেন বিদিশা। রিপোর্ট ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। আর্থিক অনটনে ভুগছিলেন মডেল-অভিনেত্রী, উল্লেখ সুইসাইড নোটে। পুলিশ সূত্রে খবর।
পল্লবীর মৃত্যুতে সাগ্নিকের জামিনের আর্জি খারিজ। টাকা হাতিয়ে খুনের অভিযোগ পরিবারের। সুশান্তকাণ্ডের প্রসঙ্গ টেনে সওয়াল অভিযুক্তপক্ষের।
যৌনকর্মীদের সমমর্যাদা ও সমান অধিকার রয়েছে। অত্যাচারিত হলে যৌনকর্মীদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করবে না পুলিশ, দিতে হবে চিকিৎসা সহায়তা। নির্দেশ সুপ্রিম কোর্টের।
ব্যান্ডেল-শক্তিগড় শাখায় আজ থেকে ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক। দুদিন সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল, মগরা ট্রেন চলাচল। বাতিল একাধিক মেল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন।
জল্পনা সত্যি করে বাংলায় হয়ে রঞ্জি ট্রফি নক আউট পর্বে খেলবেন না ঋদ্ধিমান সাহা। প্রেস বিবৃতি দিয়ে সরকারিভাবে জানালেন সিএবি প্রেসিডেন্ট।
এশিয়া কাপ হকিতে গোল-সুনামি। ১৬-০ গোলে ইন্দোনেশিয়াকে কার্যত ধ্বংস করল টিম ইন্ডিয়া। বিরাট জয়ের সুবাদে নক আউটে পৌঁছল ভারত।
মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে রয় কৃষ্ণর। আগামী মরশুমে খেলবেন না বলে খবর। প্রস্তাব এল ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি-র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -