WB News Live : তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা

West Bengal News Live : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 27 Nov 2023 02:55 PM
WB News Live : উচ্চ নেতৃত্বের সভায় আমায় ডাকা হয় না : অনুপম হাজরা

বঙ্গ বিজেপি আমায় এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্বের সভায় আমায় ডাকা হয় না। অমিত শাহর সভার আগে ফের বিস্ফোরক অনুপম হাজরা

WB News Live : তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ

তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ। গ্রেফতার ৩, ধৃতদের মধ্যে ১ জন তৃণমূল কর্মী। পিছনে বিধায়কের মদত, অভিযোগ উপ প্রধানের। অস্বীকার শাসক বিধায়ক।

WB News Live : ২৯ নভেম্বর শাহি সমাবেশের আগে রামপুরহাটে মিছিল শুভেন্দুর

২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সমাবেশ। তার প্রস্তুতি-পর্বে আজ রামপুরহাটে মিছিল শুভেন্দু অধিকারীর। রামপুরহাট পুরসভা ময়দান থেকে মিছিল শুরু হয়ে, শেষ হয় পাঁচ মাথা মোড়ে। সেখানে পথসভা করেন বিরোধী দলনেতা

WB News Live : ঘুসুড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির রহস্যমৃত্যু

হাওড়ার ঘুসুড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির রহস্যমৃত্যু। ভোরবেলা গিরিশ ঘোষ রোডে শ্যাম মন্দির এলাকায় নর্দমা থেকে উদ্ধার হয়
মাঝবয়সী ব্যক্তির মৃতদেহ।

WB News Live : মুর্শিদাবাদে আরও একটি বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরির জন্য প্রাথমিক ছাড়পত্র দিল রাজ্য

মুর্শিদাবাদে আরও একটি বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরির জন্য প্রাথমিক ছাড়পত্র দিল রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত অনুমোদনের জন্য ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কাছে আবেদন পাঠানো হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

WB News Live: খেজুরিতে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক বিজেপির

মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপি নেতাকে গ্রেফতারের অভিযোগে খেজুরিতে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক বিজেপির। হেঁড়িয়া বাজারের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ।এলাকায় উত্তেজনা।

WB News Live : ছাদে উঠে বিড়াল উদ্ধারের চেষ্টা, ছাদ থেকে পড়ে মৃত্যু মহিলার

বহুতলের আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল বছর ছত্রিশের এক মহিলার। মৃতের নাম অঞ্জনা দাস। আজ সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে লেক অ্যাভিনিউ এলাকায়। পুলিশ সূত্রে খবর, মহিলার বাড়ি শরৎ বোস রোডে। মাসদুয়েক ধরে মাকে নিয়ে এই বহুতলে ভাড়া থাকছিলেন ওই মহিলা। তাঁদের অনেকগুলি বিড়াল ছিল। এর মধ্যে একটিকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ সূত্রে খবর, সকালে সাততলার কার্নিসে বিড়ালটিকে দেখতে পেয়ে, ছাদে উঠে উদ্ধারের চেষ্টা করতে চান ওই মহিলা। টাল সামলাতে না পেরে, পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। 

WB News Live : 'সুজয়কৃষ্ণর মানসিক সমস্যা', রিপোর্ট দিয়েছে SSKM, খবর সূত্রের

আদালতের নির্দেশ মেনে, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ED। সূত্রের খবর, সুজয়কৃষ্ণর এবার মানসিক সমস্যা দেখা দিয়েছে বলে রিপোর্ট দিয়েছে SSKM হাসপাতাল।

'তাজপুরে বন্দর তৈরি নিয়ে আদানির সঙ্গে কথা চলছে' : শশী পাঁজা

'তাজপুরে বন্দর তৈরি নিয়ে আদানির সঙ্গে কথা চলছে' বিরোধীরা কিছু না জেনে কথা বলছে, দাবি শিল্প-বাণিজ্যমন্ত্রী শশী পাঁজার

WB News Live : তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা

এবার তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা, পুলিশ জানিয়েছে, স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য সইদুল মোল্লার ওপর হামলা চালায় ৪ তৃণমূল কর্মী। 

WB News Live : ঘুসুড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির রহস্যমৃত্যু, নর্দমা থেকে উদ্ধার দেহ

হাওড়ার ঘুসুড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির রহস্যমৃত্যু। ভোরবেলা গিরিশ ঘোষ রোডে শ্যাম মন্দির এলাকায় নর্দমা থেকে উদ্ধার হয়
মাঝবয়সী ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, স্থানীয় টোটো চালকরা নর্দমা থেকে হাত বেরিয়ে থাকতে দেখেন। পরে মালিপাঁচঘড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। খুন, নাকি অন্য কোনও ভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News : একবার সিবিআই ডেকে চা খাওয়াক, হুঙ্কার দিলীপের

একবার সিবিআই ডেকে চা খাওয়াক। নতুন বছরে ডাক পাবেন মমতা, হুঙ্কার দিলীপের।যতদিন ক্ষমতায় ততদিন ডেকে নিন, তারপর তেরা কেয়া হোগা কালিয়া, পাল্টা ফিরহাদ।

WB News Live : তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ

তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ। অভিযুক্তরা দলের কর্মী, পিছনে বিধায়কের মদত, অভিযোগ উপ প্রধানের। গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব ওড়ালেন শাসক বিধায়ক।

Amit Shah News : অমিত শাহ সভাস্থলে থাকবে ড্রপ বক্স, অভিযোগপত্র জমা দিতে পারবেন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতরা

বুধবার অমিত শাহ সভাস্থলে থাকবে ড্রপ বক্স। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতরা সেখানে অভিযোগপত্র জমা দিতে পারবেন বলে, জানানো হয়েছে বিজেপির তরফে। নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। অমিত শাহর সভায় থাকবে ত্রিস্তরীয় মঞ্চ। আজ হল খুঁটিপুজো।

West Bengal News Live : অমিত শাহর সভার আগে ফের বিস্ফোরক অনুপম হাজরা

বঙ্গ বিজেপি আমায় এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্বের সভায় আমায় ডাকা হয় না। অমিত শাহর সভার আগে ফের বিস্ফোরক অনুপম হাজরা।

China pneumonia cases : চিনে শিশুদের মধ্য়ে দ্রুত ছড়াচ্ছে ফুসফুসের সংক্রমণ, কী বললেন কলকাতার ডাক্তাররা?

উদ্বেগের আরেক নাম নিউমোনিয়া। চিনে শিশুদের মধ্য়ে দ্রুত ছড়াচ্ছে ফুসফুসের সংক্রমণ। কোভিডের ৩ বছর পর ফের সংক্রমণজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এনিয়ে ইতিমধ্য়েই বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই পরিস্থিতে সতর্ক থাকা এবং নজরদারির উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।     

প্রেক্ষাপট


  • ' মমতার (Mamata Banerjee) ছবি থাকা মানেই অভিষেকের ছবি থাকা। ব্লাড ইজ থিকার দ্যান এনিথিং', অভিষেকের (Abhishek Banerjee) ছবি না থাকা নিয়ে কুণালের (Kunal Ghosh) মন্তব্য প্রসঙ্গে মত মদনের। (Madan Mitra) 

  • 'অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা এখন দাঁড়িয়ে গিয়েছে কৃষ্ণ অর্জুনের মত। অভিষেক যদি যোদ্ধা হয় সেই অভিষেকের পরিচালক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।' মত মদনের।

  • এজেন্সি নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপের। ' একবার সিবিআই ডেকে চা খাওয়াক। নতুন বছরে ডাক পাবেন মমতা'

  • বুধবার ধর্মতলায় অমিত শাহের সভা, হল খুঁটিপুজো।  সভাস্থলে থাকবে ড্রপ বক্স। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চিতরা জমা দিতে পারবেন অভিযোগপত্র, জানাল বিজেপি। নাটক, কটাক্ষ তৃণমূলের।

  • ধর্মতলায় বিজেপির সমাবেশে যোগ দিলে এলাকাছাড়া করার হুমকি পোস্টার চুঁচুড়ায়। ভয় দেখাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির। লোক হবে না জেনে নাটক, পাল্টা শাসকদল।

  • লোকসভা ভোটের আগে ঠাকুরনগরে সিএএ বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়, দাবি অজয় মিশ্রের। ভোট এলেই মনে পড়ে, কটাক্ষ তৃণমূলের।

  • 'শুধু সাংসদ পদ বাতিল নয়, আগামী ৫টি ভোটে মহুয়া যাতে দাঁড়াতে না পারে, তার ব্যবস্থা হওয়া উচিত, জেলে যাওয়া উচিত', আক্রমণ শুভেন্দুর। লড়াই চালিয়ে যাবে মহুয়া, পাল্টা ফিরহাদ।

  • তৃণমূল নেতা খুনের ১৩ দিন পর জয়নগরে ফিরহাদ। ধরা পড়ুক আসল অপরাধী। নেপথ্যে সিপিএম, আক্রমণ ফিরহাদের। অভিযুক্তকে পিটিয়ে খুন করল কারা ? সেটারও তদন্ত হোক, পাল্টা সুজন।

  • খুনিদের তালিকা আছে, প্রশাসন না পারলে আমরা শাস্তি দেব। জয়নগরে তৃণমূল নেতা খুনে ফের হুঙ্কার বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের। পুলিশমন্ত্রীই ওপরেই আস্থা নেই, কটাক্ষ সুজনের।

  • প্রয়াত শিক্ষাবিদ ও প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়। সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.