West Bengal News Live: সপ্তাহান্তেও বৃষ্টির স্বস্তি! শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এক নজরে
কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে বিজেপির ডাকা উত্তরবঙ্গ বন্ধ ঘিরে, অশান্তির ছবি ধরা পড়ল জেলায় জেলায়। কোচবিহারে ভাঙচুর করা হল একের পর এক বাস। জুলুমবাজির ছবি ধরা পড়ল অন্যান্য জেলাতেও। বিজেপি বন্ধ সফলের দাবি করলেও, তা মানতে নারাজ তৃণমূল। সরকারি সম্পত্তি নষ্ট করায়, সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সপ্তাহান্তেও বৃষ্টির স্বস্তি! আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও, শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করার দাবিতে ও জাতীয় শিক্ষা নীতির প্রতিবাদে রাজ্যপালের সামনে সরব হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে যোগ দেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল ঢোকার সময় বিশ্ববিদ্যালয়ের গেটে বাইরে তাঁকে স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখায় ছাত্র-ছাত্রীদের একাংশ। যা নিয়ে শুরু হয়েছে তরজা।
চাকরিহারাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এরপরের বিচারপ্রক্রিয়া নিয়ে। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা অপেক্ষা করুন। মামলা তো শেষ হয়ে যাইনি। মামলা চলেছে। হাইকোর্টের অন্য কোনও জজ তো দেখবেন সেটা।' তিনি আরও বলেন, 'একেবারেই পদত্যাগ করছি না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।'
সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, 'আমি তো নিজে সরাচ্ছি না। সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। একটা ডিসিপ্লিন আছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। সেটা মেনে চলতে হবে।'
কালিয়াগঞ্জকাণ্ডে নাম না করে বিজেপিকে নিশানা ফিরহাদ হাকিমের। ‘পুলিশকে মারবেন, থানা জ্বালিয়ে দেবেন, কোনও স্বীকৃতি রাজনৈতিক দল এটা করতে পারে না, তাহলে মাওবাদীদের সঙ্গে ফারাক কোথায়?’ প্রশ্ন ফিরহাদ হাকিমের।
'ডিএ দিতে গেলে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে', রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আরও সময় চেয়েছে রাজ্য। দ্রুত শুনানির আর্জি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি ১৪ জুলাই।
প্রধান বিচারপতির এজলাসে তাঁর সাক্ষাৎকারের যে অনুবাদ চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছিল সেই রিপোর্টের কপিও চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই কপি চেয়ে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের উপর সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দুই বিচারপতির স্পেশাল বেঞ্চ আপাতত এই স্থগিতাদেশ দিয়েছে।
সৌমেন নন্দীর করা মামলা এবং রমেশ মালিকের করা মামলাও সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। উচ্চ প্রাথমিক, নবম-দশম, গ্রুপ সি, ডি মামলা থাকল বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসেই।
সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এল বিচারপতির মামলা বদলের রায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল শুধুমাত্র ২টি মামলা।
সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এল বিচারপতির মামলা বদলের রায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল শুধুমাত্র ২টি মামলা।
সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এল বিচারপতির মামলা বদলের রায়
কালিয়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে পথে কংগ্রেসও।
তুফানগঞ্জ বলরামপুর চৌপতি এলাকায় বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সাক্ষাৎকারের অনুবাদের কপি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে দেওয়া হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠালেন বিচারপতি।
রাত ১২টার মধ্যে অনুবাদের প্রতিলিপি চাইলেন। রাত ১২টা ১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবেন, জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এবার বড়ঞার তৃণমূল বিধায়কের বেতন বন্ধ করে দিল স্কুল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বীরভূমের নানুরে দেবগ্রাম হাইস্কুলের শিক্ষক ছিলেন জীবনকৃষ্ণ সাহা। 'বিধায়ক হওয়ার কথা স্কুল কর্তৃপক্ষকে জানাননি জীবনকৃষ্ণ। স্কুলের বেতন ও বিধায়ক ভাতা নিয়েছেন তৃণমূল বিধায়ক। ৬ মাসের বেশি সময় ধরে স্কুলে আসেননি জীবনকৃষ্ণ, অথচ নিয়মিত স্কুলের বেতন নিয়েছেন', দাবি স্কুলের প্রধান শিক্ষকের।
দিনদুপুরে শ্যুটআউট। টিটাগড়ে গুলিবিদ্ধ হয়ে খুন আনোয়ার আলি নামে এক ব্যক্তি। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু। নিহত আনোয়ার আলি তাঁদের দলের কর্মী বলে দাবি তৃণমূলের। নিহত আনোয়ার আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুর-দুর্নীতি মামলায় সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এক সপ্তাহের জন্য স্থগিতাদেশের নির্দেশ সর্বোচ্চ আদালতের। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে রিভিউ পিটিশন দাখিলের নির্দেশ। রিভিউ পিটিশন দাখিলের এক সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ। ২১ এপ্রিল পুর-দুর্নীতি মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২২ এপ্রিল এফআইআর দায়ের করে সিবিআই, সেই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।
কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগে উত্তপ্ত কলকাতা। বিজেপির যুব মোর্চার রাজভবন অভিযান, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা।
দিনদুপুরে শ্যুটআউট। টিটাগড়ে গুলিবিদ্ধ হয়ে খুন আনোয়ার আলি নামে এক ব্যক্তি। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু। নিহত আনোয়ার আলি তাঁদের দলের কর্মী বলে দাবি তৃণমূলের। নিহত আনোয়ার আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুর-দুর্নীতি মামলায় সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
এক সপ্তাহের জন্য স্থগিতাদেশের নির্দেশ সর্বোচ্চ আদালতের
কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে রিভিউ পিটিশন দাখিলের নির্দেশ
রিভিউ পিটিশন দাখিলের এক সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ
২১ এপ্রিল পুর-দুর্নীতি মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
২২ এপ্রিল এফআইআর দায়ের করে সিবিআই, সেই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিল
কলেজ স্কোয়ার থেকে রাজভবন পর্যন্ত মিছিল
'কুণাল ঘোষকে প্রণাম জানাব' 'কারণ তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন আজ তা মিলে গেছে' 'তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা সেটা আমার জানা ছিল না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
স্বচ্ছতার কারণে এবার সাক্ষাৎকারের অনুবাদ চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপি চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠালেন। আজ রাত ১২ টার মধ্যে পেশ করার নির্দেশ । রাত ১২:১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'কুণাল ঘোষকে প্রণাম জানাব'। 'কারণ তিনি যা ভবিষ্যৎ বাণী করেছিলেন আজ তা মিলে গেছে'। 'তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা সেটা আমার জানা ছিল না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে
নির্দেশ সুপ্রিম কোর্টের, মত আইনজীবীদের একাংশের
জলপাইগুড়িতে বন্ধের ছবি। বন্ধ করে দেওয়া হল হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার। যাত্রী হয়রানি। জোর করে বন্ধ করে দেওয়া হল জলপাইগুড়ি শহরের ডাকঘর।
উত্তরবঙ্গে বিজেপির ডাকে ১২ ঘণ্টা বনধ। এরইমধ্য়ে কোচবিহারের চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই মোড়ে বিজেপি পার্টি অফিসের সামনে থেকে উদ্ধার হল বোমা। নেপথ্য়ে রয়েছে তৃণমূলের হাত, অভিযোগ বিজেপির। মানতে নারাজ শাসকদল।
এই রায় অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলার মানুষ আশাহত হয়েছেন। তাঁরা সারাজীবন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই লড়াই মনে রাখবেন। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির বনধ
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সব মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে। নির্দেশ সুপ্রিম কোর্টের, মত আইনজীবীদের একাংশের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। নিয়োগ-দুর্নীতির সব মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, মত আইনজীবীদের অন্য অংশের। ওয়েবসাইটে আপলোড হওয়ার পরেই জানা যাবে সুপ্রিম কোর্টের বিস্তারিত নির্দেশ।
কোচবিহারের ঢাংডিংগুড়িতেও উত্তেজনা। তৃণমূল ও বিজেপির মধ্য়ে সংঘর্ষ। দুই দলের পার্টি অফিস ভাঙচুর। মাথা ফাটে এক তৃণমূল কর্মীর।
উত্তরবঙ্গে বিজেপির ডাকা বন্ধে ট্রেন অবরোধ
অবরুদ্ধ হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন
জলপাইগুড়ি টাউন স্টেশনে বিজেপি কর্মীদের অবরোধ
কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু মামলায় আদালতের দ্বারস্থ ইন্দ্রনীল খাঁ
কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে এই অভিযোগে আদালতে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি
জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন।
মামলার অনুমতি দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা
বনধের সমর্থনে শিলিগুড়ির হিলকার্ট রোডে অবরোধ বিজেপির। NBSTC-র বাসচালককে মার। অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ।
বিশ্বভারতীর উচ্ছেদ-হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন
এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। শুধু তাই নয়, একই দিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে! হাওড়া - নিউ জলপাইগুড়ির পর, এবার খুব শিগগির হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। আজ সকালে হয়ে গেল তার ট্রায়াল রান। এদিন সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে। পুরী পৌঁছবে দুপুর বারোটা ৩৫-এ। অর্থাৎ সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিট। আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। রাত সাড়ে ৮-টায় পৌঁছবে হাওড়া। তবে, ১৬ কোচের এই বন্দে ভারতে কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। দক্ষিণ-পূর্ব রেল সুত্রের খবর, সব ঠিক থাকলে, মে মাসেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা।
-
পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মো়ড়ে, বনধের সমর্থনে রাজ্য় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। মানিকচকে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা।
ঘুঘুমারিতে বিজেপি-তৃণমূল দুপক্ষের মধ্য়ে উত্তেজনা। এদিন বনধের সমর্থনে যেমন পথে নামে বিজেপি, তেমনই বনধের বিরোধিতায় পথে নামে তৃণমূলও। ঘুঘুমারিতে দুপক্ষ মুখোমুখি চলে এলে, উত্তেজনা তৈরি হয়। হাতাহাতি বাধে।
জলপাইগুড়ি শহরেও সকাল থেকে বনধের ছবি। কদমতলায় বিজেপি পার্টি অফিসের সামনে রাস্তায় নেমে সরকারি বাস বন্ধ করে দেন বিজেপি কর্মীরা। সকাল থেকেই বন্ধ দোকানপাট।
রাজ্য মহিলা কমিশনের রিপোর্টের সন্তুষ্ট নন অরুণিমা পাল। প্রতিবাদে তিনি দ্বারস্ত হয়েছেন জাতীয় মহিলা কমিশনের। এনিয়ে কলকাতা পুলিশের কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে NCW। যে বিষয়ে রিপোর্ট চাওয়া হবে সেই অনুযায়ী সদুত্তর দেওয়া হবে, জানিয়েছে লালবাজার।
খারিজ জামিনের আর্জি, গরুপাচার মামলায় ৩ দিনের ইডি হেফাজতে অনুব্রত-কন্যা। কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী? অনুব্রতর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা প্রয়োজন, সওয়াল করল ইডি। এদিকে, মেয়ে গ্রেফতারের পরদিনই কাঁতর আর্জি অনুব্রতর। শরীর ভাল নেই। জামিন দিন। গরুপাচারের ফলস কেস দিয়েছে সিবিআই। অভিযোগ বীরভূমের তৃণমূল সভাপতির।
কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে আজ উত্তরবঙ্গজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির। বাংলার মানুষ বনধের রাজনীতি চায় না, পাল্টা ফিরহাদ।
কালিয়াগঞ্জে থানায় তাণ্ডব, মাঝরাতে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা পুলিশের। বিষণুর বাবাকে নিয়ে যেতে বাধা দেওয়ায় পুলিশের গুলি, দাবি স্থানীয়দের। উদ্ধার গুলির খোল।
প্রেক্ষাপট
ফের মৃত্যু। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার রাধিকাপুুরে (Radhikapur) কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের খুড়তুতো ভাইকে গুলি করে খুন, অভিযুক্ত পুলিশ।
কালিয়াগঞ্জে (Kaliaganj) থানায় তাণ্ডব, মাঝরাতে বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা পুলিশের। বিষণুর বাবাকে নিয়ে যেতে বাধা দেওয়ায় পুলিশের গুলি, দাবি স্থানীয়দের। উদ্ধার গুলির খোল।
কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে আজ উত্তরবঙ্গজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির। বাংলার মানুষ বনধের রাজনীতি চায় না, পাল্টা ফিরহাদ।
কালিয়াগঞ্জে নাবালিকা-মৃত্যুতে অসহযোগিতার অভিযোগ। নোটিস আইজি উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুরের জেলাশাসক, পুলিশ সুপারকে। হাজিরা না দিলে গ্রেফতার, হুঁশিয়ারি এসসি কমিশনের।
কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব। সহযোগিতা করতে হবে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনকে, নির্দেশ হাইকোর্টের।
রামনবমীর (Ram Navami) মিছিলে হামলায় চুপ, খুনের প্রতিবাদে গুলি পুলিশের। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে মহিলারা বিচার পায় না। আক্রমণ অনুরাগ ঠাকুরের। গুলি মারো শালো কো, কে বলেছিল, পাল্টা তৃণমূল।
রামনবমীতে হাওড়া (Howrah), হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনার তদন্ত করবে এনআইএ। নির্দেশ হাইকোর্টের। ২ সপ্তাহের মধ্যে নথি হস্তান্তর করবে রাজ্য।
খারিজ জামিনের আর্জি। গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ৩ দিনের ইডি (ED) হেফাজতে কেষ্ট-কন্যা। কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী? অনুব্রতর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা প্রয়োজন, সওয়াল ইডির।
গরুপাচারের (Cow Smuggling Case) ফলস কেস দিয়েছে সিবিআই। শরীর ভাল নেই, জামিন দিন, মেয়ে গ্রেফতারের পরদিনই কাতর আর্জি অনুব্রতর। নথিই শেষকথা, বললেন বিচারক।
অসহ্য গরমে স্বস্তি (weather update)। বিকেলেই ঘনাল সন্ধে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়া হাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি। বাজ পড়ে ৬ জেলার মৃত ১৫ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -