West Bengal News Live Updates: তৃণমূল-তৃণমূলের দ্বন্দ্বেও উঠল চোর-চোর স্লোগান
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
তৃণমূল-তৃণমূলের দ্বন্দ্বেও উঠল চোর-চোর স্লোগান। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে। মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের সঙ্গে পুর প্রশাসকের অনুগামীদের সংঘাত। মধ্যস্থতা করতে গেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই দুপক্ষের হাতাহাতি।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে। মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের সঙ্গে পুর প্রশাসকের অনুগামীদের সংঘাত। মধ্যস্থতা করতে গেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই দুপক্ষের হাতাহাতি। মন্ত্রী মনোজকে ঘিরেও ধাক্কাধাক্কি
মন্ত্রী মনোজ তিওয়ারি ও হাওড়া পুরসভার সংঘাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। বন্ধ হয়ে যাওয়া ক্রিসমাস কার্নিভাল ফের চালুর নির্দেশ। বেআইনি ভাবে পার্কিং ফি নেওয়ার অভিযোগে গতকাল রাতে ধুন্ধুমার। এদিকে, মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল চরমে।
দুর্নীতির দায়ে জেলে মন্ত্রী জ্যোতিপ্রিয়, উত্তর ২৪ পরগনায় কর্মিসভায় গিয়ে বালুর পাশেই মুখ্যমন্ত্রী। 'বিজেপি সবাইকে দেখলে বলছে চোর-চোর। বলছে, তৃণমূলের সব নেতাদের জেলে ভরো। নেতাদের জেলে ভরছে যাতে নির্বাচনের কাজ করতে না পারে। বালুকে গ্রেফতার করেছে, যাতে দলের কাজ করতে না পারে। যারা হাজার-হাজার কোটি টাকা ঘুষ খায়, তাদের চোর বলতে পারছে না। বিজেপি নেতারা সবথেকে বেশি চোর', চাকলার কর্মিসভায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
আবার ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। কাজ শেষ করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়। তার নিথর দেহ ফিরে এলো বাড়িতে । বৃহস্পতিবার ভোরে শ্রমিকের দেহ বাড়ি পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারের। মৃত শ্রমিকের বাড়ি ইংরেজবাজার থানার শোভনগর অঞ্চলের মোহনপুর গ্রামে।
লুহীন উত্তর ২৪ পরগনায় কর্মিসভা তৃণমূল নেত্রীর। সেখান থেকে মমতা বলেন, 'তীর্থস্থানগুলির উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বাংলা জুড়ে তীর্থস্থানগুলির জন্য ৪০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে। দক্ষিণেশ্বরের পর কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক হচ্ছে। গঙ্গাসাগরে আগে থাকার জায়গাও ছিল না, এখন আমূল পরিবর্তন হয়েছে। দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি করছি।বাংলায় ধর্মীয় পর্যটনের প্রায় ৪০০টি স্থান আছে। মতুয়া সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছি। বড়মার চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। বাংলার মতো একতা কোথাও নেই, যে যার মতো ধর্ম পালন করে।বড়দিন থেকে ইদ, সব অনুষ্ঠানই আমরা পালন করি'।
দুর্নীতির দায়ে জেলে জ্যোতিপ্রিয়, বালুহীন উত্তর ২৪ পরগনায় কর্মিসভা তৃণমূল নেত্রীর। দেগঙ্গায় সভার আগে চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। চাকলায় পুজো দিয়ে একতার বার্তা মুখ্যমন্ত্রীর
নাকাশিপাড়ার শিবপুরে সাঁই বাবার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে সাঁই বাবার মাথার মুকুট সহ সমস্ত সোনা ও রূপার গয়না এবং মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ক্রিসমাস কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত কয়েকঘণ্টার মধ্যেই প্রত্যাহার করল হাওড়া পুরসভা। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে আজ দুপুর ২টো থেকে ফের চালু হবে ক্রিসমাস কার্নিভাল, দাবি পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তীর। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি কার্নিভালে বেআইনিভাবে পার্কিং ফি নেওয়ার অভিযোগ তোলেন। অভিযোগ, গতকাল কার্নিভাল চলাকালীন সেখানে চড়াও হয়ে তাণ্ডব চালান মন্ত্রীর অনুগামীরা। পার্কিং কর্মীদের কাছ থেকে স্লিপ কেড়ে নিয়ে ছিঁড়ে দেওয়া হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে পাঁচদিনের মাথায় কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। অস্বস্তি ঢাকতে ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী। গতকালের ঘটনাকে গুন্ডামি বলে আক্রমণ করেছেন মন্ত্রী অরূপ রায়। এদিকে, পার্কিংয়ের নামে টাকা তোলার অভিযোগ তুললেও, মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মনোজ তিওয়ারি।
উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে মুখ্যমন্ত্রী. লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ED-র স্ক্যানারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও একাধিক ভুয়ো কোম্পানি। সকাল থেকে কলকাতার ১০টি জায়গায় একযোগে চলছে তল্লাশি। গত ৩১ অক্টোবর হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক লেনে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনোজ মালহোটের বাড়িতে হানা দেয় ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির চার্টার্ড ফার্মের সঙ্গে যুক্ত ছিলেন মনোজ। গরু পাচার মামলাতেও ED-র চার্জশিটের ২৩ নম্বরে মনোজ মালহোটের নাম রয়েছে। ED-র দাবি, মনোজের বাড়িতে তল্লাশিতে মেলে বেশ কিছু নথি। সেই নথিতেই মেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রভুদয়াল রান্ডার-সহ বেশ কিছু নাম। তার ভিত্তিতেই আজকের এই অভিযান। EDর অনুমান, গরু পাচারের মতো প্রাথমিক নিয়োগ দুর্নীতির কালো টাকাও শেল কোম্পানি খুলে ঘুরপথে সাদা করা হয়েছে। নারকেলডাঙা মেন রোডে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রভুুদয়াল রান্ডারের চারতলা বাড়ি। প্রতিবেশীর দাবি, প্রভুদয়ালের সংস্থার কাছ থেকেই ফ্ল্যাট কিনেছেন তাঁরা। প্রশ্ন উঠছে, তবে কি প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা প্রোমোটিং ব্যবসাতেও বিনিয়োগ করা হয়েছে? খতিয়ে দেখছে ED।
রেশন দুর্নীতিকাণ্ডে জেলে হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু নতুন বছরে সরকারি ক্যালেন্ডারে মন্ত্রী হিসেবে এখনও জ্বলজ্বল করছে তাঁর নাম। সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪-র সরকারি ক্যালেন্ডার। সেখানে মিনিস্টার ইন চার্জের তালিকায় প্রথম দিকেই নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতিকাণ্ডে ED-র হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী। ED-র অভিযোগ, দফতরে বসেই সরকারি ধান, চাল, গম নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির র্যাকেট চালিয়েছেন জ্যোতিপ্রিয়। তাঁর নাম সরকারি ক্যালেন্ডারে থাকায়, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ইডির চার্জশিটে প্রথমবার প্রিয়ঙ্কা গাঁধীর নাম। সি সি থাম্পি ও সুমিত চাড্ডার বিরুদ্ধে দায়ের করা চার্জশিটে প্রিয়ঙ্কা গাঁধীর নামের উল্লেখ । রবার্ট ভঢরা, থাম্পি ছাড়াও ফরিদাবাদে জমি কিনেছিলেন প্রিয়ঙ্কা, দাবি ইডির। তবে ইডির চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম নেই প্রিয়ঙ্কা ও রবার্টের। থাম্পি ও ভঢরার আর্থিক লেনদেনের তদন্তেই উঠে আসে প্রিয়ঙ্কার নাম, দাবি ইডি সূত্রের।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পাঁচদিনের মাথায় বন্ধ হয়ে গেল হাওড়া পুরসভার ক্রিসমাস কার্নিভাল। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি কার্নিভালে বেআইনিভাবে পার্কিং ফি নেওয়ার অভিযোগ তোলেন। অভিযোগ, এরপর গতকাল কার্নিভাল চলাকালীন সেখানে চড়াও হয়ে তাণ্ডব চালান মন্ত্রীর অনুগামীরা। পার্কিং কর্মীদের কাছ থেকে স্লিপ কেড়ে নিয়ে ছিঁড়ে দেওয়া হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে তড়িঘড়ি কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা।
ভরা পৌষে হঠাৎই গায়েব শীত। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জের। বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
রেশন দুর্নীতিকাণ্ডে জেলে হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু নতুন বছরে সরকারি ক্যালেন্ডারে মন্ত্রী হিসেবে এখনও জ্বলজ্বল করছে তাঁর নাম। সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪-র সরকারি ক্যালেন্ডার। সেখানে মিনিস্টার ইন চার্জের তালিকায় প্রথম দিকেই নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের।
বছর শেষে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ED। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বড়বাজার, মানিকতলা, নিউ আলিপুর-সহ কলকাতার ৯টি জায়গায় সাঁড়াশি অভিযান। সকাল সাড়ে ৬টা নাগাদ মানিকতলার মণিকলা আবাসনের ১৬ ও ১৮ তলায় দুই ব্যবসায়ীর দুটি ফ্ল্যাটে হানা দেন ED আধিকারিকরা। একইসঙ্গে সকাল ৭টা নাগাদ বড়বাজারের ৭৭ নম্বর নেতাজি সুভাষ রোডে চারতলা বাড়ির তিনতলায় একটি অফিসে পৌঁছে যান ED অফিসাররা। অফিস বন্ধ থাকায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা।
বিজেপির উদ্য়োগে 'বঙ্গ সঙ্গীত উৎসব' নিয়ে, বিজেপির অন্দরেই কার্যত মতানৈক্য়। মঙ্গলবার এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ২৪ ঘণ্টার মধ্য়েই এনিয়ে কিছুটা অন্য় সুর শোনা গেল রাজ্য় বিজেপির কালচারাল সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষের গলায়।
টার্গেট ৩৫, ৪ মাস বিজেপি নেতা-কর্মীদের ছুটি বাতিল। বেসুরোদের বার্তা সুকান্তর।
কলকাতা-সহ ভারতে যে সব সম্পত্তি রয়েছে, তা বিক্রি করে দুবাই পালানোর ছক ছিল বিরাজ পটেলের। সূত্রের দাবি, ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রতারণা মামলায় এই বিস্ফোরক তথ্য এসেছে ED-র হাতে। এর পাশাপাশি, এই চক্রের আরও এক ব্যক্তির খোঁজ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তিস্তার খাতে এখনও জমা রয়েছে প্রচুর পরিমান গোলা-বারুদ। ভয়ঙ্কর বিপর্যয়ের পর অভিযান চালালেও, সমপূর্ণ উদ্ধার করতে পারেনি সেনাবাহিনী। জানালেন সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। পাশাপাশি, এবার থেকে, দুর্গম পার্বত্য় সেনা ছাউনিতে ড্রোনের মাধ্য়মে খাবার, অস্ত্র পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে সেনা সূত্রে খবর।
৮ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে মুড়িগঙ্গায় গজিয়ে ওঠা চর নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। ভাবা হচ্ছে বিকল্প চ্যানেল তৈরির কথাও। মেলা উপলক্ষে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোলরুম। একগুচ্ছ বন্দোবস্ত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।
প্রেক্ষাপট
কলকাতা: পার্কিং (Parking) নিয়ে বিবাদের জেরে হাওড়ায় (Howrah) বন্ধই হয়ে গেল পুরসভার 'ক্রিসমাস কার্নিভাল' (Christmas Carnival)। পার্কিংয়ে বেআইনিভাবে ফি নেওয়ার অভিযোগে সরব ক্রীড়াপ্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অভিযোগ, পুর কর্মীদের ওপর চড়াও হন তার অনুগামীরা। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত পুরসভার। ১২ দিনের বদলে ৫ দিনেই ক্রিসমাস কার্নিভালে ইতি।
রাজ্যের অন্যান্য খবর-
হাওড়ায় ৫ দিনের মাথায় বন্ধ হয়ে গেল পুরসভার 'ক্রিসমাস কার্নিভাল'. ২২ ডিসেম্বর কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ক্রীড়াপ্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির অভিযোগ, পুরসভার উদ্যোগে যে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে বেআইনিভাবে পার্কিং ফি নেওয়া হচ্ছিল। অভিযোগ, কার্নিভালে পুর কর্মীদের ওপর চড়াও হন মন্ত্রীর অনুগামীরা। এরপরই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত পুরসভার। অনভিপ্রেত ঘটনা, প্রতিক্রিয়া হাওড়া পুরসভার প্রশাসকের। ঘটনাকে গুন্ডামি বলে আক্রমণ করেছেন মন্ত্রী অরূপ রায়।
বিজেপির উদ্য়োগে 'বঙ্গ সঙ্গীত উৎসব' নিয়ে, বিজেপির অন্দরেই কার্যত মতানৈক্য়। মঙ্গলবার এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ২৪ ঘণ্টার মধ্য়েই এনিয়ে কিছুটা অন্য় সুর শোনা গেল রাজ্য় বিজেপির কালচারাল সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষের গলায়।
কলকাতা-সহ ভারতে যে সব সম্পত্তি রয়েছে, তা বিক্রি করে দুবাই পালানোর ছক ছিল বিরাজ পটেলের। সূত্রের দাবি, ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রতারণা মামলায় এই বিস্ফোরক তথ্য এসেছে ED-র হাতে। এর পাশাপাশি, এই চক্রের আরও এক ব্যক্তির খোঁজ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তিস্তার খাতে এখনও জমা রয়েছে প্রচুর পরিমান গোলা-বারুদ। ভয়ঙ্কর বিপর্যয়ের পর অভিযান চালালেও, সমপূর্ণ উদ্ধার করতে পারেনি সেনাবাহিনী। জানালেন সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। পাশাপাশি, এবার থেকে, দুর্গম পার্বত্য় সেনা ছাউনিতে ড্রোনের মাধ্য়মে খাবার, অস্ত্র পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে সেনা সূত্রে খবর।
৮ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে মুড়িগঙ্গায় গজিয়ে ওঠা চর নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। ভাবা হচ্ছে বিকল্প চ্যানেল তৈরির কথাও। মেলা উপলক্ষে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোলরুম। একগুচ্ছ বন্দোবস্ত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -