West Bengal News Live: দুর্ঘটনার কবলে কাঁচা-বাদামখ্যাত ভুবন বাদ্যকার, হাসপাতালে ভর্তি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 28 Feb 2022 10:33 PM
WB News Live Updates: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম খুলল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার থেকেই চালু হয়েছে কন্ট্রোল রুম। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এখানে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যেকোনও বিষয় জানতে পারবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। করোনার কারণে গতবছর পরীক্ষা হয়নি। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ। কন্ট্রোল রুমের দু’টি ফোন নম্বর হল- ০৩৩ ২৩২১৩৮২৭ এবং ০৩৩ ২৩৫৯২২৭৪

West Bengal News Live Updates: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।  হাসপাতাল সুত্রে দাবি, ওই রোগী পাইপ বেয়ে পালানোর চেষ্টা করেন। সেই চেষ্টা করতে গিয়ে এসি মেশিনের ওপর পড়ে গুরুতর আঘাত লাগে। দমকল কর্মীরা উদ্ধার করে ফের হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। এ নিয়ে হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি। 

WB News Live Updates: নিজের গড়ে আজও তৃণমূল আটকাল অধীর চৌধুরীকে

নিজের গড়ে আজও তৃণমূল আটকাল অধীর চৌধুরীকে। বহরমপুরে ঝাঁটা হাতে বিক্ষোভ শাসকদলের। স্থানীয় সাংসদকে ঘিরে দেওয়া হল গো ব্যাক স্লোগান। ভোটের পর কংগ্রেস কর্মীদের মারধর করছে তৃণমূল। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।

West Bengal News Live Updates: নিজের গড়ে আজও তৃণমূল আটকাল অধীর চৌধুরীকে

নিজের গড়ে আজও তৃণমূল আটকাল অধীর চৌধুরীকে। বহরমপুরে ঝাঁটা হাতে বিক্ষোভ শাসকদলের। স্থানীয় সাংসদকে ঘিরে দেওয়া হল গো ব্যাক স্লোগান। ভোটের পর কংগ্রেস কর্মীদের মারধর করছে তৃণমূল। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাল্টা জবাব দিয়েছে শাসকদল। 

WB News Live Updates: ফের ভোট হবে শ্রীরামপুর ও দক্ষিণ দমদম পুরসভার দু’টি বুথে

কাল রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচন হবে। ফের ভোট হবে শ্রীরামপুর ও দক্ষিণ দমদম পুরসভার দু’টি বুথে। খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। ভোটে এত সন্ত্রাস কেন? রাজ্য নির্বাচন কমিশনারের কাছে রাজপাল এর উত্তর জানতে চান বলে রাজভবন সূত্রে খবর।

West Bengal News Live Updates: ঘাটালে বাস ভাঙচুর

ঘাটালে বাস ভাঙচুর। শ্যামনগর, গাজোলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বালুরঘাটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শিলিগুড়িতে ২ বিধায়ক গ্রেফতার। 

WB News Live Updates: অবিলম্বে হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে উত্তাল বিশ্বভারতী

অবিলম্বে হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে উত্তাল বিশ্বভারতী। বন্ধ সব বিভাগের পঠনপাঠন। কর্মাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে ম্যারাথন ঘেরাও। একেবারে ডামাডোল পরিস্থিতি! যদিও এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।>

West Bengal News Live Updates: হাসপাতালে ভর্তি হলেন 'বাদামকাকু'

হাসপাতালে ভর্তি হলেন 'বাদামকাকু'। দুর্ঘটনার কবলে পড়লেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর। আপাতত তিনি চিকিৎসাধীন সিউড়ি হাসপাতালেে। সম্প্রতি তিনি একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চালানো শেখার সময়ই ঘটে অঘটন। 

WB News Live Updates: বিজেপির ডাকা বনধের জেরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি

বিজেপির ডাকা বনধের জেরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি। গেরুয়া শিবির বনধ সফল বলে দাবি করলেও, মানতে নারাজ তৃণমূল। ভেজিটেরিয়ান নয়, জঙ্গি আন্দোলন প্রয়োজন। সাওয়াল অর্জুন সিংহের। পঞ্চায়েত ভোটে ছাপ্পা মারা হলে, ব্যালট বক্স পুকুরে ফেলবেন। বেফাঁস মন্তব্য শুভেন্দুর।

West Bengal News Live Updates: এবার নবম ও দশম শ্রেণিতে দুর্নীতির অভিযোগে CBI অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

এবার নবম ও দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগে, দুর্নীতির অভিযোগে CBI অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।>

WB News Live Updates: যেখানে সন্ত্রাস, সেখানে হোক পুনর্নির্বাচন, রিপোর্ট পেলে সিদ্ধান্ত, জানালেন কমিশনার

যেখানে সন্ত্রাস, সেখানে হোক পুনর্নির্বাচন। হিংসা নিয়ে রাজ্য নিবাচন কমিশনারকে বললেন রাজ্যপাল। রিপোর্ট পেলে সিদ্ধান্ত, জানালেন কমিশনার। 

West Bengal News Live Updates: বিজেপির ডাকা বাংলা বন্‍‍ধ এবং ভোট সন্ত্রাসের নামে অপপ্রচারের অভিযোগে পাল্টা পথে তৃণমূল

বিজেপির ডাকা বাংলা বন্‍‍ধ এবং ভোট সন্ত্রাসের নামে অপপ্রচারের অভিযোগে পাল্টা পথে তৃণমূল। ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ। 

WB News Live Updates: বিজেপির বন্‍‍ধকে কেন্দ্র করে বিধাননগর, বড়বাজার ও বউবাজারে উত্তেজনা

বিজেপির বন্‍‍ধকে কেন্দ্র করে বিধাননগর, বড়বাজার ও বউবাজারে উত্তেজনা। বিধাননগর স্টেশনে লাইনের উপর বিক্ষোভ বিজেপির। লাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ। বন্‍‍ধের সমর্থনে পথে নেমে গ্রেফতার দুই বিজেপি কাউন্সিলর। কটাক্ষ করেছে তৃণমূল।

West Bengal News Live Updates: প্রায় ১১ হাজার বুথের মধ্যে মাত্র ২টি বুথে কাল পুনর্নির্বাচন

প্রায় ১১ হাজার বুথের মধ্যে মাত্র ২টি বুথে কাল পুনর্নির্বাচন! ১০৮টি পুরসভার ভোটে বেলাগাম অশান্তি, মাত্র ২টি বুথে পুনর্নির্বাচন! শ্রীরামপুর, দঃ দমদমের ২টি ওয়ার্ডের মাত্র ২টি বুথে ফের ভোট। কাল মাত্র ২টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে কাল পুনর্নির্বাচন। দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে কাল পুনর্নির্বাচন। সন্ত্রাসের অভিযোগে কমিশনের কাছে হাজারের বেশি অভিযোগ। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই সিদ্ধান্ত কমিশনের: সূত্র। জেলা শাসকদের রিপোর্টের ভিত্তিতেই পুনর্নির্বাচন: কমিশন সূত্র 

WB News Live Updates: নবম-দশমেও এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতি

নবম-দশমেও এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতি। সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। ‘প্যানেলে নাম নেই, তা সত্ত্বেও কীভাবে নিয়োগ? এটা চরম বিস্ময়ের, তদন্ত করুক জয়েন্ট ডিরেক্টর। কী করে এটা হল খুঁজে বের করতে হবে সিবিআইকে।’

West Bengal News Live Updates: আনিসের মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে এবার পথে তৃণমূল ছাত্র পরিষদ

আনিসের মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে এবার পথে তৃণমূল ছাত্র পরিষদ। পার্ক সার্কাসের রামলীলা পার্ক থেকে ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল।

WB News Live Updates: হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। আজ এই দাবিতে মিছিল করেন পড়ুয়ারা।পাঠভবন চত্বরে গেট টপকে তাঁরা ভিতরে ঢুকলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই সময় পাঠভবনে যে সব ক্লাস চলছিল, তা বন্ধ করে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা।  তালা লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু দফতরে। 

West Bengal News Live Updates: ভোটে সন্ত্রাসের অভিযোগে বিধাননগরে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার

ভোটে সন্ত্রাসের অভিযোগে বিধাননগরে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। রেললাইনের উপর আগুন জ্বালিয়ে প্রতিবাদ বিজেপির। ট্রেন আটকানোর চেষ্টা।

WB News Live Updates: রাজ্যপালের তলবে রাজভবন গেলেন রাজ্য নির্বাচন কমিশনার

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, রাজ্যপালের তলবে রাজভবন গেলেন রাজ্য নির্বাচন কমিশনার। সকাল ১০টার সময়ে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। বিকেল সাড়ে ৩টে নাগাদ রাজভবনে গেলন রাজ্য নির্বাচন কমিশনার।

West Bengal News Live Updates: বারুইপুরে বিজেপির অবরোধ বিক্ষোভ

পুরভোটে হিংসা ও সুষ্ঠু ভোট গণনার দাবিতে বিজেপির অবরোধ বিক্ষোভ। বারুইপুর এসপি অফিসের সামনে বিক্ষোভ। 

WB News Live Updates: নির্বাচন কমিশনের সামনে বামেদের বিক্ষোভ

ভোটে সন্ত্রাসের প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বামেদের বিক্ষোভ। জলপাইগুড়িতে এসডিও অফিসের সামনে বামেদের বিক্ষোভ। লাঠিচার্জ পুলিশের।

West Bengal News Live Updates: রাজনৈতিক বিরোধিতা সরিয়ে পাশে থাকার বার্তা মমতার

ইউক্রেন-পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে মমতা লিখেছেন, "‘ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আমরা সবাই পাশে আছি। যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে। পরিস্থিতি পর্যালোচনায় সর্বদল বৈঠক ডাকা যায় কিনা ভেবে দেখতে পারেন। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে বিশ্বে শান্তি রক্ষায় ভারতকে নেতৃত্ব দিতে হবে’।

WB News Live Updates: ইউক্রেন-পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

ইউক্রেন-পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক বিরোধিতা সরিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা। ‘দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে’। 

West Bengal News Live Updates: গ্রেফতার সজল ঘোষ

বউবাজারে বিজেপির বন্‍ধ ঘিরে ধুন্ধুমার। আজ দুপুরে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে লেবুতলা পার্ক থেকে মৌলালি পর্যন্ত বিজেপির মিছিল ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড়ের কাছে আটকায় পুলিশ। রাস্তায় বসে অবরোধের চেষ্টাকরেন বিজেপি নেতা কর্মীরা। জোর করে তাদের তুলে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় সজল ঘোষকে।

WB News Live Updates: রাজ্যপালের সমালোচনা মুখ্যমন্ত্রীর

বিধানসভার অধিবেশনের সময়-বিভ্রাট নিয়ে রাজ্যপালের সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘রাজ্যপাল আলোচনা করতে পারতেন, সামান্য বিষয় ঠিক করে দিতে পারতেন’, মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। ছাপার ভুলে দুপুরের বদলে রাত ২টোয় অধিবেশন ডাকেন রাজ্যপাল। ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকেন জগদীপ ধনকড়। মন্ত্রিসভার সুপারিশেই রাত ২টোয় অধিবেশন, জানিয়েছেন রাজ্যপাল। 

West Bengal News Live Updates: নবম-দশমেও এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতি!

নবম-দশমেও এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতি। সিবিআইকে অনসন্ধানের নির্দেশ হাইকোর্টের। ‘প্যানেলে নাম নেই, তা সত্ত্বেও কীভাবে নিয়োগ? এটা চরম বিস্ময়ের, তদন্ত করুক জয়েন্ট ডিরেক্টর’।
‘কী করে এটা হল খুঁজে বের করতে হবে সিবিআইকে। এই দুর্নীতির পিছনে কারা আছে খুঁজে বের করুক সিবিআই’। নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 


WB News Live Updates: ঘাটালে বিজেপির অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ঘাটালের কুশপাতা বাসস্ট্যান্ডে বিজেপির অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এরপর ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়। ঘটনাস্থল থেকেই আটক ৩ জন অবরোধকারী এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে চলছিল রাজ্যসড়ক অবরোধ। বেলা গড়াতেই ১২ ঘন্টার বনধের সমর্থনে রাস্তায় নামে বিজেপি,আর এতেই ঘাটাল জুড়ে একের পর ঘটনা সামনে আসে বনধকে ঘিরে।জোর করে ব্যাঙ্ক,দোকান বন্ধ থেকে এমনকি ঘাটাল মহকুমা আদালতে পতাকা হাতে ঢুকে পড়ে বনধ সমর্থকরা,বন্ধ করা হয় আদালতের গেটও।তারপর রাজ্যসড়কে ভাঙা হয় বাসের কাঁচ,শুরু হয় পথঅবরোধ।আটক করা হয় ৩ জন বনধ সমর্থককে। 

West Bengal News Live Updates: বউবাজারে বিজেপির বন্‍ধ ঘিরে ধুন্ধুমার

বউবাজারে বিজেপির বন্‍ধ ঘিরে ধুন্ধুমার। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে বিজেপির মিছিল আটকাল পুলিশ।

WB News Live Updates: উত্তাল বিশ্বভারতী

হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। আজ এই দাবিতে মিছিল করেন পড়ুয়ারা।  পাঠভবন চত্বরে গেট টপকে তাঁরা ভিতরে ঢুকলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই সময় পাঠভবনে যে সব ক্লাস চলছিল, তা বন্ধ করে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা।  তালা লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু দফতরে।  সেখান থেকে এরপর পড়ুয়ারা মিছিল করে সঙ্গীত ভবনে আসেন। সেখানেও গেট টপকে তাঁরা ভিতরে ঢুকে পড়েন। যাঁর ক্লাস করছিলেন, তাঁদের বের করে দেওয়া হয়। 

West Bengal News Live Updates: জটিলতা কাটিয়ে কবর খুঁড়ে তোলা হল আনিসের দেহ

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে কাটল জটিলতা। ময়নাতদন্ত ঘিরে প্রশ্ন তুলেছিলেন আনিসের আইনজীবী। ডিস্ট্রিক্ট জাজকে আসতে হবে বলে দাবি করে আনিসের পরিবার। বেলা ১২টা নাগাদ এসে পৌঁছন ডিস্ট্রিক্ট জাজ। তারপর দেহ তোলার কাজ শুরু হয়। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে।

WB News Live Updates: দুর্গাপুরে বিজেপির ডাকা বন্‍‍ধ ঘিরে দফায় দফায় অশান্তি

দুর্গাপুরে বিজেপির ডাকা বন্‍‍ধ ঘিরে দফায় দফায় অশান্তি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে বিক্ষোভ দেখানোর সময় গ্রেফতার করা হয়।

West Bengal News Live Updates: নবান্নে হাজিরা স্বাভাবিক

বিজেপির ডাকা বন‍্‍ধে কোনও প্রভাব পড়ল না সরকারি দফতরে। নবান্নে হাজিরা স্বাভাবিক।

WB News Live Updates: বনধ নিয়ে নন্দীগ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

নন্দীগ্রামের টেঙ্গুয়ায় এসে শুভেন্দু অধিকারী বলেন, "হঠাত্‍ করে ডাকা বন্‍‍ধে অনেকের অসুবিধা হচ্ছে। অনুরোধ করব বেলা ১২টায় প্রত্যাহার করে নিতে। আমি অনুরোধ করব ধর্মঘটিদের, প্রেসিডেন্ট ঘোষণা করে দেবেন। আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন।" 

West Bengal News Live Updates: বিটি রোডে বিজেপি কর্মীদের পথ অবরোধ

বিটি রোডে বিজেপি কর্মীদের পথ অবরোধকে ঘিরে উত্তপ্ত হল পরিস্থিতি। টবিন রোডের মুখে পথ অবরোধ করার চেষ্টা করেন বিজেপির কর্মী- সমর্থকরা।  পুলিশ তাঁদের সরাতে গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয় অবরোধকারীদের।

WB News Live Updates: উত্তরবঙ্গে বন্‍‍ধ বিক্ষোভে গ্রেফতার বিজেপির ২ বিধায়ক

উত্তরবঙ্গে বন্‍‍ধ বিক্ষোভে গ্রেফতার বিজেপির ২ বিধায়ক। ধৃত নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ। গ্রেফতার করে নিয়ে আসা হল নকশালবাড়ি থানায়। একইসঙ্গে গ্রেফতার বিজেপি কর্মীরা
গানে গানে বিজেপি নেতা-কর্মীদের প্রতিবাদ। গ্রেফতার করা হল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকেও। 

West Bengal News Live Updates: পৌরসভা নির্বাচনের নামে রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

পৌরসভা নির্বাচনের নামে রাজ্যজুড়ে তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাস, ছাপ্পা ভোট, ভোট লুঠ, পুলিশের নিষ্ক্রিয়তা সহ নির্বাচনকে প্রহসনের পরিণত করার প্রতিবাদে গণতন্ত্র রক্ষার দাবিতে আজ ভারতীয় জনতা পার্টির ডাকে রাজ্য জুড়ে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার চলছে সকাল থেকে।ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখনও পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল করছে। জুটমিল গুলি খোলা থাকলেও হাজিরা  কিছু কম....ট্রেন চলাচল স্বাভাবিক। দোকান খুলতে শুরু করেছে।

WB News Live Updates: আনিসের দেহ কবর থেকে তোলা নিয়ে জটিলতা

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে ফের জটিলতা। ময়নাতদন্ত ঘিরে প্রশ্ন তুললেন আনিসের আইনজীবী। আজ সকালে কবর থেকে দেহ তোলার কথা ছিল। সেই মতো সকাল ১০টা নাগাদ শুরু হয়েছিল দেহ তোলার প্রস্তুতি। দেহ তোলার পর এসএসকেএম-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত, খবর সূত্রের। হাসপাতালে থাকবেন ডিস্ট্রিক্ট জাজও।  

West Bengal News Live Updates: বনধের মধ্যে নন্দীগ্রামে টেঙ্গুয়াতে পথ অবরোধ বিজেপির

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টেঙ্গুয়াতে পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা।  টোটো চালকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ।  নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে সমস্ত বাস, ট্রেকার বন্ধ রয়েছে।

WB News Live Updates: কোচবিহার শহরে তৃণমূলের শ্রমিক সংগঠনের বনধের বিরুদ্ধে মিছিল

কোচবিহার শহরে আজ সকালে তৃণমূলের শ্রমিক সংগঠন বনধের বিরুদ্ধে মিছিল করে।মিচিলের নেতৃত্বে ছিলেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি পরিমল বর্মন। 

West Bengal News Live Updates: হাওড়া ব্রিজে বিক্ষোভ

হাওড়া ব্রিজে ওঠার মুখে সকাল ৮টা ৪০ নাগাদ বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন।  তাঁরা রাস্তায় বসে পড়েন। গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। ১৬ জনকে আটক করেছে পুলিশ। 

WB News Live Updates:বাঁকুড়ার ওন্দায় পথ অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা

বাঁকুড়ার ওন্দায় পথ অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। আজ সকাল পৌনে ৮টা নাগাদ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ সরকারের নেতৃত্বে রামসাগর এলাকায় ৭ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়। প্রায় আধঘণ্টা চলে অবরোধ। ঘটনাস্থলে ছিল পুলিশও। পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

West Bengal News Live Updates: আনিস খানের দ্বিতীয়বারের ময়নাতদন্তে সম্মতি দিয়েছে পরিবার

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের দ্বিতীয়বারের ময়নাতদন্তে সম্মতি দিয়েছে পরিবার। আজ সকাল ১০টা নাগাদ কবর থেকে দেহ তোলার কথা। সূত্রের খবর, এসএসকেএম-এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। শনিবার ভোরে পুলিশ দেহ তুলতে এলেও স্থানীয় বাসিন্দাদের বাধায় ফিরতে হয় তাদের।  শেষপর্যন্ত পরিবার দ্বিতীয়বারের ময়নাতদন্তে সম্মতি দিয়েছে। 

WB News Live Updates: হাওড়া ব্যাঁটরা থানার খানপুর মোড়ে আজ সকালে বিক্ষোভ

হাওড়া ব্যাঁটরা থানার খানপুর মোড়ে আজ সকালে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হাওড়া-আমতা রোড অবরোধের চেষ্টা হয়। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সেই সময় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।  কয়েকজনকে আটক করে পুলিশ।   পরে যান চলাচল স্বাভাবিক হয়।

West Bengal News Live Updates: কলকাতায় বিজেপির ডাকা বনধের তেমন প্রভাব পড়েনি

কলকাতায় বিজেপির ডাকা বনধের তেমন প্রভাব পড়েনি। রুবি মোড় - সকাল ৬টা ৪০ নাগাদ রুবি মোড়ে দেখা গেল, সরকারি ও বেসরকারি বাস অন্যান্য দিনের মতোই চলছে। রাস্তায় রয়েছে ট্যাক্সি, অটো।  পুলিশ রয়েছে রাস্তায়। বালিগঞ্জ স্টেশন- বালিগঞ্জ স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক। সকাল ৬টা নাগাদ দেখা গেল, অন্যান্য দিনের মতোই ট্রেনে যাত্রীদের ভিড়।  

WB News Live Updates: আজ ১২ ঘণ্টা রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি

পুরভোটে অশান্তির অভিযোগে আজ ১২ ঘণ্টা রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি।যদিও কোচবিহার শহরে বনধের তেমন প্রভাব পড়েনি।  রাস্তায় রয়েছে সরকারি বাস, অটো, টোটো। তবে বেসরকারি বাস বন্ধ রয়েছে। শহরের রাস্তায় চলছে পুলিশের টহল।  

West Bengal News Live Updates: আরজি কর থেকে এক রোগীর পালানোর চেষ্টা

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক রোগীর পালানোর চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য।  শেষপর্যন্ত দমকল কর্মীরা চারতলার কার্ণিশ থেকে তাঁকে উদ্ধার করেন। পুলিশ সূত্রে খবর, হাসপাতালের অর্থো মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন পঞ্চানন হালদার। আজ সকালে তিনি পাইপ বেয়ে নীচে নেমে পালানোর চেষ্টা করেন। অন্যান্য রোগীর আত্মীয়রা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। ততক্ষণে ওই রোগী চারচলার কার্ণিশে পৌঁছে গেছেন। ঘটনাস্থলে আসে টালা থানার পুলিশ ও দমকলের ২টি ইঞ্জিন। শেষপর্যন্ত দমকল কর্মীরা তাঁকে সেখান থেকে নামান। সকাল ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। 

WB News Live Updates: পুরভোটে অশান্তির অভিযোগ

পুরভোটে অশান্তির অভিযোগ। কাল ১২ ঘণ্টা বাংলা বন্‍‍ধের ডাক দিয়েছে বিজেপি। বন্‍‍ধের কারণ সমর্থনযোগ্য বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। বিজেপির বন্‍‍ধের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: আমতাকাণ্ডে এবার পাল্টা পথে নামছে তৃণমূল

আমতাকাণ্ডে এবার পাল্টা পথে নামছে তৃণমূল। কাল রামলীলা পার্ক থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। আনিস খুনে সিবিআই তদন্তের দাবিতে আজ পাঁচলায় পুলিশ সুপারের অফিসের সামনে চলে বিক্ষোভ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কাল আনিসের দেহ আনতে যাবে পুলিশ।

প্রেক্ষাপট

কলকাতা: আমতাকাণ্ডে (Amta) এবার পাল্টা পথে নামছে তৃণমূল (TMC)। কাল রামলীলা পার্ক (Ramleela Park) থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। আনিস খুনে সিবিআই (CBI) তদন্তের দাবিতে আজ পাঁচলায় পুলিশ সুপারের অফিসের সামনে চলে বিক্ষোভ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কাল আনিসের দেহ আনতে যাবে পুলিশ (Police)।


জয়নগর-মজিলপুরে ডিসিআরসির কাছে গুলি চালানোর অভিযোগ! কংগ্রেসের অভিযোগ, গুলি চালিয়েছে তৃণমূল! অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। কংগ্রেস প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগে কংগ্রেস ও তৃণমূল প্রার্থীর মধ্যে হাতাহাতির উপক্রম হয়।


পুরভোট শুরু হতে না হতেই একাধিক পুর এলাকায় ইভিএম ভাঙচুর। বসিরহাট, বারাসাত ও হরিণঘাটায় গ্রেফতার করা হয়েছে বিজেপি প্রার্থীকে। জঙ্গিপুরে বুথে ঢুকে ইভিএম ভাঙচুর করেন  বিজেপি নেতা।                                                                                                   


বহিরাগতদের দাপাদাপি, বুথ দখল, ভোটারদের বাধা থেকে অন্যের হয়ে ভোট দেওয়া। রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে এরকম গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠল। কালনা থেকে কামারহাটি, সর্বত্র একই ছবি।


উত্তর দমদম থেকে কাঁথি, শ্রীরামপুর। পুরভোটের খবর সংগ্রহ করতে গিয়ে, আক্রান্ত হলেন তিনটি সংবাদমাধ্যমের ন’জন প্রতিনিধি। উত্তর দমদমে এবিপি আনন্দর রিপোর্টারকে মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়। কাঁথিতে মেরে মুখ-চোখ ফাটিয়ে দেওয়া হয় এবিপি আনন্দর ক্যামেরাপার্সনের। দু’টি ঘটনায় পাঁচজন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে কমিশন।


পুরনির্বাচনে ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। একটি ভিডিও দেখিয়ে অভিযোগ করলেন, হুগলির শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ভারতী সেন। ভিডিও দেখিয়ে তাঁর দাবি, ভিডিওটি তোলা হয়েছে ১৩৪ নম্বর বুথে। যদিও হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ও জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর দাবি, এই ভিডিওর কোনও সত্যতা নেই। তৃণমূলের বদনাম করার জন্য সিপিএম নিজে এই কাজ করেছে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.