West Bengal News Live : রাজ্যে ভয়ঙ্করহারে বাড়ছে ডেঙ্গি, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া
West Bengal News Updates : পশ্চিমবঙ্গের সব জেলার গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট জানতে নজর রাখুন।
বোমা মজুত করতে দেখে ফেলায় নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনায় গুরুতর জখম ৫ বালক। ভর্তি হাসপাতালে। ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নাবালক ছাত্রকে টাকার প্রলোভন দেখিয়ে কাজে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের পিংলায় ধৃত বিজেপির মণ্ডল সভাপতি। ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
রাজ্যে ভয়ঙ্করহারে বাড়ছে ডেঙ্গি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এরইমধ্যে, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। চিকিত্সকরা বলছেন, একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। কমবয়সী ও মহিলাদের মধ্যে বাড়ছে ডেঙ্গির প্রবণতা।
তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রীর লটারিতে এক কোটি টাকা জেতা নিয়ে বিতর্ক তুঙ্গে
হরিয়ানায় কর্মস্থলের পাশে মেসবাড়ি থেকে উদ্ধার হল বীরভূমের ইঞ্জিনিয়ারের ঝুলন্ত মৃতদেহ। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান সহকর্মীদের। খুনের অভিযোগ করছে মৃতের পরিবার।
বীরভূমের নলহাটিতে ভিনরাজ্য থেকে পাচারের সময় ৩৭টি গরু উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে গরুগুলিকে পাচার করা হচ্ছিল। বৈধ কাগজ না থাকায় ৩ জনকে গ্রেফতার করা হয়। গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তদন্তে পুলিশ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নিয়োগ দুর্নীতি মামলায় ১০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে মানিক ভট্টাচার্য
ভাইরাল একটি চিঠি ঘিরে, অস্বস্তিতে পড়েছে বিজেপি। যেখানে নবাগত বিজেপি নেতাদের ওপর ঝড়ে পড়েছে ঝুড়ি ঝুড়ি ক্ষোভ। চিঠির নীচে লেখা সায়ন্তন বসুর নাম। আর পাঠানো হয়েছে, জেপি নাড্ডার উদ্দেশ্যে। যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো। আদালতের নির্দেশ মেনে তাই প্রশাসন দুই সরোবর ঘিরে ফেলছে। আগামী রবি ও সোমবার রবীন্দ্র ও সুভাষ সরোবরে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। তবে ছটপুজোর জন্য বিকল্প হিসেবে কেএমডিএ এলাকার ১৮টি জলাশয়কে চিহ্নিত করেছে প্রশাসন।
কলকাতার হোটেলে ওড়িশার ব্যবসায়ীর মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। পুলিশের দাবি, হোটেলের ঘর থেকে মিলেছে প্রচুর ওষুধ। আত্মহত্যা? খুন নাকি অসুস্থতা থেকেই মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ।
নৈহাটিতে বিসর্জনের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। প্রতিবাদে এলাকায় বাসিন্দাদের অবরোধ ঘোষপাড়া রোডে। ‘ফেরিঘাটের কাছে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি থেকে বেরিয়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট’। প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ।
মমতার কাছে শোভনের ভাইফোঁটা নিয়ে মুখ খুললেন রত্না
১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। ২টি অতিরিক্ত পরিষেবা চালু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে। পাট্টার জন্য আবেদনের সুযোগ পাবেন ভূমিহীনরা। বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলবে ৫০ শতাংশ ছাড়। নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনও করা যাবে।
অপরাধ রুখতে রাজ্যগুলিকে সমন্বয় বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
আসানসোলের সাংসদের পর এবার আসানসোল দক্ষিণের বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। অগ্নিমিত্রা পালের নামে নিখোঁজ পোস্টার পড়লো আসানসোলের গোপালপুরে।
গরুপাচার মামলায় এবার ইডির নজরে অনুব্রতর সম্পত্তি
ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে । অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ৮ দিনের ইডি হেফাজতের নির্দেশ
‘আরবিআইয়ের কাছে ১০ হাজার কোটি টাকা ঋণ চেয়েছে রাজ্য’ ট্যুইট করে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
কাঁকিনাড়ার পর নরেন্দ্রপুর, ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার শৈশব
গরুপাচার মামলায় এবার ইডির নজরে অনুব্রতর সম্পত্তি। সিবিআইয়ের পর এবার অনুব্রত-কন্যাকে তলব ইডির। অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি। ২ নভেম্বর দিল্লিতে ইডি-র সদর দফতরে সুকন্যা মণ্ডলকে তলব। ওইদিনই অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও তলব। যাবতীয় নথি নিয়ে মণীশ কোঠারিকে তলব ইডির।
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সায়গল হোসেনকে পেশ ইডির। সায়গলকে আরও ৮ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন ইডির। পরিবারের কয়েকজন সদস্যের মুখোমুখি বসিয়ে সায়গলকে জেরা করতে চায় ইডি। সায়গলের মা, স্ত্রী ও শ্যালককে ফের তলব করেছে ইডি।
নিউ মার্কেটের হোটেলে ভিনরাজ্যের ব্যবসায়ীর দেহ উদ্ধার। মৃত ব্যবসায়ী নিসারউদ্দিন খান ওড়িশার বাসিন্দা। ২৪ অক্টোবর হোটেলের ঘর ভাড়া নেন নিসারউদ্দিন।গতকাল হোটেলের ঘর থেকে দেহ উদ্ধার করে নিউ মার্কেট থানার পুলিশ। অসুস্থতার কারণেই মৃত্যু, অনুমান পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের।
বীরভূমের নলহাটিতে ভিনরাজ্য থেকে পাচারের সময় ৩৭টি গরু উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে নলহাটি থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি গরু ভর্তি গাড়ি আটক করে। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে গরুগুলিকে পাচার করা হচ্ছিল। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছে কোন বৈধ কাগজ ছিল না বলে দাবি পুলিশ সূত্রে। গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তদন্তে পুলিশ।
নিয়োগ-দুর্নীতি মামলায় আজ শুনানি হল না পার্থ-সুবীরেশদের। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ আদালত। আজ সশরীরে পার্থ-সুবীরেশদের হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। কেন মানা হল না নির্দেশ ? প্রশ্ন ক্ষুব্ধ আদালতের। ভার্চুয়াল শুনানির আবেদন করে জেল কর্তৃপক্ষ: সূত্র। প্রযুক্তিগত কারণে শুনানি হল না পার্থ চট্টোপাধ্যায়দের। সোমবার পার্থ-সুবীরেশদের সশরীরে আদালতে পেশের নির্দেশ।
তৃণমূলের ‘অভিমানী’ বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের দরাজ প্রশংসা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। রাজারহাটে কালীপুজোর অনুষ্ঠানে এসে তাপসের প্রশংসায় হাওড়ার তৃণমূল সাংসদ। তাপস চট্টোপাধ্যায়কে শ্রেষ্ঠ নেতা বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ‘কে আমন্ত্রণ করল, না করল তাতে কিছু এসে যায় না’। মন্তব্য তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।
২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীদের নবান্নে যেতে ‘বাধা’ পুলিশের। ধর্মতলার মঞ্চে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের বচসা। প্রোটোকল মেনে যেতে হবে, দাবি পুলিশের। বহুবার একাধিক জায়গায় দরবার করেও সুরাহা হয়নি, তাই নবান্ন যেতে চান, দাবি চাকরিপ্রার্থীদের।
ফের রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু। জগদ্দলের বাসিন্দা বছর ৫৫-এর দীনবন্ধু ঘোষ সপ্তাহখানেক ধরে বেলেঘাটা আইডি ভর্তি ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে স্থানন্তরিত করা হয়। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেট ডেঙ্গি সংক্রমণের উল্লেখ রয়েছে।
মোমিনপুরকাণ্ডে ধৃত ১৭ জনকে ফের তোলা হবে আদালতে। জেল হেফাজত শেষে ১৭ জনকে তোলা হবে এনআইএ আদালতে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মোমিনপুরকাণ্ডের তদন্ত করছে এনআইএ।
ছটপুজোয় রবীন্দ্র সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা। বাঁশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে সরোবর চত্বর। বিভিন্ন গেটে ঝোলানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা। রবীন্দ্র সরোবরে যে কোনও পুজো বা অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি গ্রিন ট্রাইবুনালের।
বহরমপুরে চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরাও। বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক দীপায়ন তরফদার। সম্প্রতি বেলডাঙার এক রোগীর মৃত্যুতে তাঁর কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে পরিবার। এনিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সলিরের উপস্থিতিতে বিশিষ্ট চিকিত্সকরা বৈঠকে বসে। কিন্তু সেখানে কোনও সামধান সূত্র বেরোয়নি। তার জেরেই কি হামলা? তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি চিকিত্সকের বাড়িতে হামলা হতে পারে এই আশঙ্কায় আইএমএ বহরমপুর শাখার তরফে জেলাশাসকের কাছে নিরাপত্তা চেয়ে চিঠিও দেওয়া হয়।
বাসন্তীতে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে বেধড়ক মারধরের ঘটনায় এফআইআরে নাম থাকা ২জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতেই মিঠুন বিশ্বাস, বিধান রায়কে বাসন্তী থেকে গ্রেফতার করে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। পরিবারের অভিযোগ, ঘটনায় জড়িত দিলীপ মণ্ডল, বিধান বাইন। কিন্তু, তাঁদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে দাবি, এঁদের দুজনের নাম এফআইআরে নেই। এফআইআরে নাম থাকা বাকি অভিযুক্তদের তল্লশি চলছে।
কাটমানি নিয়ে মুখ খোলায় বড়ঞার থানার ওসি সন্দীপ সেনকে শোকজ করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। ওসি প্রকাশ্যে কেন এই ধরনের মন্তব্য করেছেন, তার জবাব তলব করেছেন এসপি কে শবরী রাজকুমার। চিঠি হাতে পেয়ে পুলিশ সুপার জবাব পাঠিয়েছেন সন্দীপ সেন। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে গ্রামবাসীরা বেহাল রাস্তা নিয়ে একটি গণস্বাক্ষর জমা দেয়। সেই গণসাক্ষরের কপি শোকজের জবাবের সঙ্গে পাঠিয়েছেন বড়ঞা থানার ওসি।
৩৪ নম্বর জাতীয় সড়কে সাত সকালে দুর্ঘটনা। নদিয়ার নাকাশিপাড়ায় ট্রেলারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের মধ্যে ২ শিশুও রয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসার পথে বেথুয়াডহরীর তিনচারায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ৫ আরোহীকে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
সামনে ছট পুজো, কিন্তু বিহারীবাবু নিখোঁজ, আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল কুলটির বিভিন্ন এলাকায়। পোস্টারের নীচে লেখা বিহারী জনতা আসানসোল। পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারির দাবি, এইসব পাগল লোকেদের কাজ।উনি তো মাসে মাসে আসানসোলে আসেন।
কোচবিহারে দলীয় সভা থেকে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার ফরমান জারি করলেন উদয়ন গুহ। এই মন্তব্যের প্রেক্ষিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে শিলিগুড়ি থানায় FIR দায়ের করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এ নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ককে পাল্টা আক্রমণ করেছেন উদয়ন গুহ।
ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে কি তৃণমূলে ফিরতে পারেন প্রাক্তন মেয়র? এই প্রশ্নের মুখে শোভনের ইঙ্গিতপূর্ণ উত্তর, একটি একটি পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বৈশাখীও বলেন, শোভনকে তৃণমূলকর্মী হিসেবেই দেখি। আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। ভাইফোঁটায় তৃণমূলনেত্রীর বাড়িতে গেছিলেন মুকুল রায়ও।
NCC’র ফান্ড বন্ধের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এনসিসি করলে কেউ মা-মাটি-মানুষের ঝান্ডা ধরবে না, জয় বাংলা স্লোগান দেবে না, তাই হয়ত ফান্ড বন্ধ। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
ভাইফোঁটার দিন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়কে উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী। ভোটের মুখে কি নতুন রাজনৈতিক সমীকরণ? সৌজন্য বলে দাবি করেছে তৃণমূল। সাবধানী জবাব বিজেপির।
বাসন্তীতে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ৬ জনের বিরুদ্ধে FIR দায়ের করা হলেও, এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুরনো শত্রুতার জেরে গন্ডগোল বলে, পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল ED। যে ৬৫৪টি বেসরকারি D.EL.ED কলেজের সঙ্গে তাপস মণ্ডল যুক্ত ছিলেন, সেই কলেজগুলি সম্পর্কে তথ্য জমা দিতে বলা হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতা : কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান উদয়নের (Udayan Guha)। ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে’, দিনহাটার সভা থেকে হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। শিলিগুড়ি (Siliguri) থানায় অভিযোগ দায়ের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।
ঝালদার পুরপ্রধানের (Jhalda Municipality Chairman) বিরুদ্ধে কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের মধ্যেই নতুন সমীকরণ? ঝালদা টাউন সভাপতির পদ থেকে ইস্তফা শীলা চট্টোপাধ্যায়ের। নির্দল কাউন্সিলর হিসেবে জিতে তৃণমূলে যোগ দেন শীলা চট্টোপাধ্যায়। আচমকা তৃণমূলের সব পদ থেকে ইস্তফা শীলা চট্টোপাধ্যায়ের। ১২ আসনের ঝালদা পুরসভায় বর্তমানে তৃণমূল ও কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা ৫। ঝালদা পুরসভায় ২ জন নির্দল কাউন্সিলর। শীলা চট্টোপাধ্যায়ের সমর্থনে ঝালদায় বোর্ড গড়বে কংগ্রেস, দাবি নেপাল মাহাতোর। ব্যক্তিগত কারণে তৃণমূলের সব পদ ত্যাগ, দাবি নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের।
পাহাড়ে হামরো পার্টিতে ভাঙন ধরানোর চেষ্টা করছে জিটিএ-র (GTA) শাসকদল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অভিযোগ হামরো পার্টির (HAMRO Party) প্রধানের। দলবদল করেছেন, এই অভিযোগে তাঁর দলের দুই জিটিএ সদস্যকে বহিষ্কার করেছেন অজয় এডওয়ার্ডস। যদিও দল ভাঙানোর অভিযোগ মানতে নারাজ অনীত থাপার দল।
ফরওয়ার্ড ব্লকের (Forward Block) বইয়ের স্টলে জ্যোতিষের বইয়ের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মধ্যমগ্রামে। এ নিয়ে শোকজের মতো কড়া পদক্ষেপ করেছে ফরওয়ার্ড ব্লক। ঘটনা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের। এ নিয়ে ওই বাম দলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।
মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল ED। যে ৬৫৪টি বেসরকারি D.EL.ED কলেজের সঙ্গে তাপস মণ্ডল যুক্ত ছিলেন, সেই কলেজগুলি সম্পর্কে তথ্য জমা দিতে বলা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -