West Bengal News Live: কোচবিহারের পর জলপাইগুড়ি, তৃণমূলের নবজোয়ারে ফের বিশৃঙ্খলা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে যোগ দেওয়ায় কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় বদলি। নবান্নের ৬ কর্মীকেও ডিটেলমেন্ট! এমনই অভিযোগ তুলে সরব হল সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের অভিযোগ, ৬ মে মহামিছিলের আগে মনোবল ভেঙে দিতেই এই ব্যবস্থা। যে কোনও স্তরের কর্মীকে সরকার চাইলেই বদলি করতে পারে।এটা সার্ভিস রুলেই রয়েছে। দাবি নবান্ন সূত্রে।
এখন থেকে হোয়াটসঅ্যাপেই সম্পত্তি কর, লাইসেন্স, পার্কিং, জল সরবরাহ, বিল্ডিং প্ল্যান অনুমোদনের যাবতীয় তথ্য পাবেন কলকাতার বাসিন্দারা। আগামীদিনে হোয়াটসঅ্যাপেই নেওয়া যাবে পুর আধিকারিকদের অ্যাপয়েন্টমেন্টও। শনিবার কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ চ্যাটবটে যুক্ত হল আরও বেশ কয়েকটি পরিষেবা।
শান্তিনিকেতনের ভাস্কর্য কর্মশালায় জায়গা করে নিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। বিচারপতিকে সম্মান জানাতে মাটির মূর্তি তৈরি করলেন শিল্পীরা। সামনে বিচারপতির ছবি রেখে শিল্পীদের হাতযশে মাটির তালে নতুন রূপে ফুটে উঠলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। আজ সকালে বেলেঘাটা আইডি-তে মৃত্যু হল করোনা আক্রান্ত এক মহিলার। ৪৮ ঘণ্টায় এই নিয়ে মোট ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হল রাজ্যে।
কোচবিহারের পর জলপাইগুড়ি, তৃণমূলের নবজোয়ারে ফের বিশৃঙ্খলা। জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূলের নবজোয়ারে ব্যালট নিয়ে কাড়াকাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি
পারিবারিক বিবাদের জেরে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকদের কুড়াল দিয়ে কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পাল্টা মারে মৃত্যু হয় স্বামীরও। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকায়।
এমআরআই করতে এসে বেসরকারি হাসপাতালে ছাত্রীর মৃত্যু! ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
১২ দিন পর দিল্লি থেকে ফিরলেন মুকুল রায়। দিল্লিতে সবার সঙ্গেই দেখা হয়েছে বলে জানালেন তিনি। এদিন, কলকাতা বিমানবন্দরে নেমে আরও একবার বললেন, তিনি বিজেপিরই বিধায়ক।
শান্তিনিকেতনের (Shantiniketan) ভাস্কর্য কর্মশালায় জায়গা করে নিল কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিচারপতি (Chief Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) আবক্ষ মূর্তি। বিচারপতিকে সম্মান জানাতে মাটির মূর্তি তৈরি করলেন শিল্পীরা। সামনে বিচারপতির ছবি রেখে শিল্পীদের হাতযশে মাটির তালে নতুন রূপে ফুটে উঠলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
শনিবার বিকেলের ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে নদিয়ার বিভিন্ন জায়গায়। বজ্রপাতে নদিয়ার চাপড়া ও কৃষ্ণগঞ্জের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
জেলে বসেই সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন কয়লা পাচারে অভিযুক্ত রত্নেশ বর্মা। আদালতে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। গত ৩১ জানুয়ারি আত্মসমর্পন করেন রত্নেশ বর্মা। গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতে ছিলেন তিনি। সিবিআই হেফাজতের মেয়াদ শেষে বর্তমানে আসানসোল সংশোধনাগারে বন্দি রত্নেশ বর্মা। তিনি কয়লা পাচারে সহযোগিতা করেছেন বলে অভিযোগ সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারে লিঙ্কম্যানের কাজ করতেন অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ রত্নেশ বর্মা। কয়লা পাচারের জন্য লরি ভাড়া দিতেন তিনি। বিনিময়ে ভাড়া নিতেন।
কলকাতা থেকে নাটকীয়ভাবে ভ্যানিশ, ১২দিন পরে খালি হাতেই ফিরলেন মুকুল। সবার সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে, দিল্লি থেকে ফিরে দাবি মুকুলের। অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে দেখা হবে, দিল্লি গিয়ে বলেছিলেন মুকুল। 'বিজেপিতেই আছি, ব্যক্তিগত কাজে নিজের ইচ্ছেয় গিয়েছিলাম, যা বলেছে ভুল বলেছে শুভ্রাংশু, প্রয়োজনে আবার যাব: মুকুল রায়
কালিয়াগঞ্জের রাধিকাপুরে কংগ্রেস নেতাদের হাতাহাতি। হাতাহাতিতে মুখ ফাটল মালদার এক কংগ্রেস নেতার। নিহত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়ির সামনেই প্রকাশ্যে হাতাহাতি। অধীর চৌধুরী বেরিয়ে যেতেই সংঘর্ষে জড়াল কংগ্রেসের কলকাতা ও মালদার টিম। বর্ডার রোডের ওপরেই কংগ্রেস নেতাদের মারপিট
প্রাথমিকের ২টি মামলায় বিচারপতি বদল, তৃণমূলকে নিশানা অধীরের। ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর নিয়ন্ত্রণ চাইছিল শাসক দল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে দুর্নীতি ফাঁস হয়েছে। রাজ্যের নেতা-মন্ত্রীরা বিচারপতিকে আক্রমণ করেছেন। তাঁদের প্রতিহিংসার মানসিকতা প্রকাশ পেয়েছে। কিন্তু কোনও কিছুর পরোয়া না করে বঞ্চিতদের পাশে থেকেছেন বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়’, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে ভর্ৎসিত সিবিআই। তদন্তের অগ্রগতি সন্তোষজনক নয়, সিবিআইকে ভর্ৎসনা বিচারকের। 'যে সরকারি আধিকারিকের নাম উঠেছে, তাঁকে হেফাজতে নিয়ে জেরা নয় কেন?'
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন মদন মিত্র। বিধায়কের সামনে ব্লক সভাপতির বিরুদ্ধে দলাদলির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় তৃণমূল নেতা, কর্মীদের একাংশ। মদনের সভায় ছিলেন না ব্লক সভাপতি। অন্যত্র কর্মসূচি ছিল বলে দাবি করেছেন তিনি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিক্ষোভের কথা অস্বীকার করেছেন মদন।
খারিজ জামিনের আর্জি, জেল হেফাজতে বড়ঞার তৃণমূল বিধায়ক। ১১ মে পর্যন্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজত। মোবাইল ফোন থেকে মেলেনি কিছুই, দাবি জীবনকৃষ্ণ সাহার। দল আমার পাশেই আছে, দাবি বড়ঞার তৃণমূল বিধায়কের।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে ভর্ৎসিত সিবিআই। তদন্তের অগ্রগতি সন্তোষজনক নয়, সিবিআইকে ভর্ৎসনা বিচারকের।
শক্তিগড়ের পর এবার জামুড়িয়া, ফের জাতীয় সড়কে খুন! জামুড়িয়ার বোগড়ায় জাতীয় সড়কের ধারে গাড়িতে রক্তাক্ত মৃতদেহ। গাড়ির পাশে গুলির খোল, গুলি করেই খুন বলে সন্দেহ
সুকন্যার নামে ২৫ থেকে ২৬টি সম্পত্তির হদিশ পাওয়ার দাবি ইডির, খবর সূত্রের। সব জানে বাবা, মণীশ কোঠারি, ইডির জেরায় দাবি সুকন্যার, দাবি সূত্রের। ইডির জেরার মুখে কান্নায় ভেঙে পড়লেন সুকন্যা, দাবি সূত্রের। তিহাড় জেলে বন্দি বাবার সঙ্গে কথা বলতে চান সুকন্যা, কথা বলতে চান বান্ধবীর সঙ্গেও।
জন সংযোগ যাত্রার পঞ্চম দিনে জলপাইগুড়ির মালবাজারে চেকেন্দা ভাণ্ডারি মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ময়নাগুড়ির দোমোহনি বাজারে পেশায় গৃহশিক্ষক জীবন রাউতের বাড়িতে মাটিতে আসন পেতে বসে, দুপুরের খাবার খেলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মেনুতে ছিল উত্তরবঙ্গের বিখ্যাত বরোলি মাছ, সব্জি, দই, মিষ্টি। জীবন রাউতের দাবি তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপ্যায়ন করে তাঁরা আপ্লুত।
'আবাস যোজনায় বাড়ি পেতে দিতে হয়েছে কাটমানি', অভিযোগ খোদ তৃণমূল সাংসদ দেবের খুড়তুতো ভাইয়ের। কেশপুরের ২ তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। ২০১৬ সালে ২ তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার অভিযুক্ত ২ তৃণমূল নেতার
আমার মোবাইলে কিছুই পায়নি সিবিআই, দাবি জীবনকৃষ্ণ সাহার। দলের উপর আস্থা দেখালেন নিয়োগ দুর্নীতিতে ধৃত আরেক শাসক বিধায়ক। দল অবশ্যই পাশে আছে, প্রশ্নের উত্তরে দাবি জীবনকৃষ্ণ সাহার। নিজাম প্যালেস থেকে বেরনোর সময় মন্তব্য বড়ঞার তৃণমূল বিধায়কের।
দলের উপর আস্থা দেখালেন নিয়োগ দুর্নীতিতে ধৃত আরেক শাসক বিধায়ক। দল অবশ্যই পাশে আছে, প্রশ্নের উত্তরে দাবি জীবনকৃষ্ণ সাহার। নিজাম প্যালেস থেকে বেরনোর সময় মন্তব্য বড়ঞার তৃণমূল বিধায়কের
দলের নেতাদের চুরি করার কথা স্বীকার করে নিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। ফিরহাদ হাকিমের সঙ্গে একই মঞ্চে বসে একথা বলেন তিনি। জাকির হোসেনের দাবি, 'তৃণমূলের কিছু প্রধান চুরি করে', 'তার দায় নিতে হয় দলকে, অপরাধের ভার এসে পড়ে নেত্রীর ওপর'। এর বিরুদ্ধে জেলা সভাপতিকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি জাকির হোসেনের
রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হল। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৪ জনের। গতকাল বেলেঘাটা আইডি-তে মৃত্যু হয় কলেজ স্ট্রিটের বাসিন্দা বছর ষাটের মহিলার। হাসপাতাল সূত্রে খবর, ২৬ এপ্রিল বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন করোনা ধরা পড়ে। লাইফ সাপোর্টে থাকাকালীন গতকাল মহিলার মৃত্যু হয়। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে ২৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এঁদের মধ্যে ১৭ জন রয়েছেন ICU-তে।
গরুপাচার মামলায় এবার আব্দুল লতিফকে তলব করল
সিবিআই। আগামী মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই চার্জশিটে নাম রয়েছে লতিফের। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। এর মধ্যেই গ্রেফতারি পরোয়ানা নিয়ে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পান লতিফ। আসানসোলে বিশেষ সিবিআই আদালত আত্মসমর্পণ করে ৬ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন পান গরুপাচারকাণ্ডে অভিযুক্ত লতিফ। একইসঙ্গে তাঁকে সিবিআই-তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় আদালত। সেই মামলাতেই এবার লতিফকে তলব করল সিবিআই।
অভিষেকের ২ মাস ব্যাপী জনসংযোগ যাত্রার আজ পঞ্চম দিন।আজ তাঁর কর্মসূচি জলপাইগুড়ি জেলার মাল-এ। জনসংযোগের পাশপাশি সেখানেই জটিলেশ্বর মন্দিরে আজ পুজো দেন অভিষেক।
পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জীবনকৃষ্ণ সাহা। দল পাশে আছে, অন্যায় করিনি, তদন্ত চলছে। নিজাম প্যালেস থেকে এসএসকেএমে রুটিন মেডিক্যাল চেক আপে যাওয়ার পথে দাবি বড়ঞার বিধায়কের।
মিশন দিল্লি ব্যর্থ, ১২ দিনের মাথায় খালি হাতেই ফিরছেন মুকুল রায়। ১৭ এপ্রিল রাজধানীতে পা রেখেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। সল্টলেকের বাড়ি থেকে তাঁর অন্তর্ধান নিয়ে তৈরি হয় চূড়ান্ত নাটকীয়তা। দিল্লিতে গিয়ে মুকুল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। দাবি করেছিলেন, কৈলাস বিজয়বর্গীয় ও অমিত শা-র সঙ্গে ফোনে কথা বলেছেন। জে পি নাড্ডার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশও করেছিলেন মুকুল। তাঁর দিল্লি-সফর বাংলার রাজনীতিতে প্রভাব ফলবে বলে দাবি করেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। কিন্তু কার্যক্ষেত্রে মুকুলের কোনও ইচ্ছাই পূরণ হয়নি। তাই ১১ দিন পর, দিল্লি থেকে খালি হাতে ফিরতে হচ্ছে মুকুল রায়কে।
ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র কারখানার হদিশ মিলল। বাসন্তীর কলাহাজরা গ্রাম থেকে উদ্ধার হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র, অসম্পূর্ণ ৩টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
মোতালেব পুরকায়স্থ ও জয়নাল মোল্লা নামে ২ অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বাসন্তীর কলাহাজরা গ্রামে মোতালেবের বাড়িতে হানা দেয় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ সূত্রে খবর, এর আগে ২০১৯ সালেও অস্ত্র কারবারি মোতালেব গ্রেফতার হয়েছিল। সম্প্রতি ফের সে অস্ত্র তৈরির কারবার শুরু করেছে বলে খবর মেলে।
করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ডেঙ্গি নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। আজ শহরের ১৪৪টি ওয়ার্ডেই সচেতনতা প্রচার চলবে। নিজের ৮২ নম্বর ওয়ার্ডে সচেতনতার বার্তা দিতে পথে নামেন মেয়র ফিরহাদ হাকিম। গতকাল কেন্দ্রীয়ভাবে পুরসভার তরফে পদযাত্রা হয়। মেয়র জানিয়েছেন, ডেঙ্গি-প্রতিরোধে বছরের শুরু থেকেই সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস চলছে। বিভিন্ন থানায় বাজেয়াপ্ত গাড়িগুলিকে ক্রাশ সাইটে নিয়ে গিয়ে নষ্ট করতে বলা হয়েছে কলকাতা পুলিশকে। এছাড়া, বন্ধ কল-কারখানা ও কেন্দ্রীয় সরকারি অফিস চত্বর সাফ-সুতরো রাখতে শিল্প দফতরকে বলা হবে বলে মেয়র জানিয়েছেন।
প্রায় এক ডজন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর এক কলমের খোঁচায় চাকরিচ্যুত হয়েছেন মন্ত্রী পরেশ অধিকারির মেয়ে। এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্যে কখনও তোলপাড় পড়ে গিয়েছে। কখনও শাসকদলের তরফে ধেয়ে এসেছে আক্রমণ।
সপ্তাহান্তে ফের মুড বদলাবে আবহাওয়া। আগামী পাঁচদিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় আজ বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড় হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের সঙ্গে পশ্চিমা গরম হাওয়ার সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েই আবহাওয়ার এই রূপবদল। এর ফলে কাল ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তৈরি হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি। শিলাবৃষ্টিরও আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ফের হাওয়া বদল হবে রাজ্যে।
শ্রীরামপুরে ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ দিল্লি রোড
টায়ার জ্বালিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ
পুলিশের গার্ড রেল ও কিয়স্ক ভেঙে দেন বিক্ষোভকারীরা
দুর্ঘটনার পরেই ডাম্পার চালক পলাতক
রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য আপাতত বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু
কলকাতা পুলিশ সূত্রে খবর, ফ্রান্স থেকে এসে পৌঁছয়নি সেতুর রোপ পরীক্ষার অত্যাধুনিক যন্ত্র
কলকাতা পুলিশের তরফে বিকল্প তারিখ দেওয়া হয়েছিল ৬ ও ৭ মে
কিন্তু ওই সময়ের মধ্যেও ফ্রান্স থেকে যন্ত্র আদৌ এসে পৌঁছবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে
সেই কারণে এখনই বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু
এর আগে নির্দেশিকায় জানানো হয়,
রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য ২৯ ও ৩০ তারিখ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে
দলের উপর আস্থা দেখালেন নিয়োগ দুর্নীতিতে ধৃত আরেক শাসক বিধায়ক
দল অবশ্যই পাশে আছে, প্রশ্নের উত্তরে দাবি জীবনকৃষ্ণ সাহার
রুটিন চেক আপের জন্য বড়ঞার তৃণমূল বিধায়ককে আনা হল এসএসকেএমে
শ্রীরামপুরে ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ দিল্লি রোড। টায়ার জ্বালিয়ে আড়াই ঘণ্টা ধরে অবরোধ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাফ, রয়েছে শ্রীরামপুর থানার পুলিশও।
হুগলির শ্রীরামপুর পিয়ারাপুর মোড়ে দুর্ঘটনা
দিল্লি রোডে সাইকেল আরোহী এক মহিলাকে পিষে দিল ডাম্পার
প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ এলাকাবাসীর
ট্রাফিক থাকা সত্ত্বেও দূর্ঘটনা ঘটছে অভিযোগে বিক্ষোভ
দিল্লি রোডের উপর ট্রাফিক কিয়স্ক ভাঙচুর
অবরোধের জেরে তীব্র যানজট দিল্লি রোডে
'অযোগ্য চাকরি প্রাপকদের তলব'
'গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব করা হল 'অযোগ্য' চাকরি প্রাপকদের '
'যাদের চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট এমন ১০ জনকে তলব করা হয়েছে '
'আগামী সোমবার থেকে পর পর কয়েকদিন তাদের ডাকা হয়েছে'
'শুক্রবার সন্ধ্যায় নোটিস পাঠানো হয়েছে '
'চাকরি পেতে কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন?'
' কত টাকায় চাকরি কিনেছিলেন? জানতেই তলব'
খবর সিবিআই সূত্রে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডিউটি সেরে ফেরার পথে, জলপাইগুড়ির ধূপগুড়িতে পুলিশ ভ্যানের সঙ্গে কন্যাযাত্রীদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আহত ৮ জন কন্যাযাত্রী। গতকাল রাত ১১টা নাগাদ ময়নাগুড়ির সাপটিবাড়ি থেকে বৌভাতের অনুষ্ঠান শেষে গাড়ি করে ধূপগুড়িতে ফিরছিলেন ৮ জন। জলঢাকা সেতুর ওপর উল্টোদিক আসা পুলিশ ভ্যান কন্যাযাত্রীদের গাড়িকে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ি উঠে পথে ফুটপাতে। আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উনি ন্যায়ের প্রতিমূর্তি, মানুষের আশা আকাঙ্খার প্রতীক। মাসখানেক ধরে গুজব ছড়াচ্ছিল। ওঁর হাত থেকে মামলা কেড়ে নেওয়া হবে। এই ঘটনায় একটা চক্রান্তের গন্ধ সবাই পাচ্ছেন। যদি বিচার বিভাগকে এর বাইরে না রাখা যায়, তাহলে চিন্তার বিষয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
আজ রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সমাবেশ। এই সমাবেশে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু
অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য
জুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেই আজ রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির সামনে বিজেপির এই প্রতিবাদ সভা। সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা।
পেশায় school শিক্ষিকা হলেও, ব্য়বসা সামলাতেন, অনুব্রত-কন্য়া সুকন্য়া। লিখিতভাবে এমনই দাবি করল ইডি। শুধু তাই নয়, ED-র তরফে দাবি, তদন্ত করতে গিয়ে এক আজব বিষয় নজরে এসেছে। সুকন্য়ার নামে বিভিন্ন অ্য়াকাউন্টে যে লাখ লাখ টাকা জমা পড়েছে, সেখানে বেশিরভাগ ট্রানজ্য়াকশনই অদ্ভূত ধরণের। কী কারণে এই কৌশল?
উত্তর খুঁজছেন ED-র আধিকারিকরা।
কালিয়াগঞ্জের আঁচ এসে পড়ল কলকাতায়। কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে বিজেপির রাজভবন অভিয়ান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ধর্মতলায়। কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে,
কলকাতায় মিছিল করে কংগ্রেস। ধর্মতলায় রাস্তাও অবরোধ করা হয়।
সপ্তাহান্তেও বৃষ্টির স্বস্তি! আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও, শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
বিজেপির ডাকা উত্তরবঙ্গ বন্ধ ঘিরে অশান্তির ছবি ধরা পড়ল জেলায় জেলায়। কোচবিহারে ভাঙচুর করা হল একের পর এক বাস। জুলুমবাজির ছবি ধরা পড়ল শিলিগুড়িতেও। জলপাইগুড়ি, মালদায় স্কুল, ব্যাঙ্ক, পোস্ট অফিস বন্ধ
করার চেষ্টার অভিযোগ উঠল বন্ধ সমর্থকারীদের বিরুদ্ধে।
অভিষেকের মামলায় এজলাস বদলের পরেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়
সব নয়, শুধু প্রাথমিকের ২টি মামলায় বিচারপতি বদল
প্রেক্ষাপট
সব নয়, শুধু প্রাথমিকের (Primary) ২টি মামলায় বিচারপতি বদল। নিয়োগ দুর্নীতির বাকি মামলা আগের মতোই শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। নির্দেশ সুপ্রিম কোর্টের।
পালিয়ে যাওয়ার লোক নই, পদত্যাগও করব না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বুঝিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এজলাস বদলের প্রভাব বিচারে? মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
অভিষেকের মামলার প্রেক্ষিতে বিচারপতি বদল। ধাক্কা খেতে পারে বিচারপতিদের মনোবল, মন্তব্য সলিসিটর জেনারেলের। রায়ে হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
অভিষেকের মামলায় এজলাস বদলের পরেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়।
জোড়া মামলার পথে এজলাস বদলের অপেক্ষায় বাকি নিয়োগ দুর্নীতির বাকি মামলাও।আশঙ্কা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
এতবড় ভবিষ্যৎদ্রষ্টা জানা ছিল না, কুণালকে প্রণাম। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
মামলা সরতেই তৃণমূলের নিশানায় বিচারপতি। বুঝলেন বিকাশ ছুঁলে কী হয়, ট্যুইট কুণালের। ঢাকি সমেত বিসর্জন, কটাক্ষ দেবাংশুর। দেখা হবে রাজনীতির ময়দানে, খোঁচা তৃণাঙ্কুরের।
রাত ১২টার মধ্যে সাক্ষাৎকারের অনুবাদের প্রতিলিপি পাঠাতে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রশাসনিক নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।
এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। সকালে হল ট্রায়াল রান (Trial Run)। দক্ষিণ-পূর্ব রেল সুত্রের খবর, সব ঠিক থাকলে, মে মাসেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -