West Bengal News Live : আগ্নেয়াস্ত্র দেখিয়ে নকল মুদ্রা বিক্রির চেষ্টার অভিযোগ, সাঁইথিয়া থেকে গ্রেফতার ২

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Jul 2022 12:00 AM
WB News Live : কাটোয়ার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নামে ৪০ লক্ষ টাকার ‘ভুয়ো’ ঋণ

কাটোয়ার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নামে ৪০ লক্ষ টাকার ‘ভুয়ো’ ঋণ। গ্রেফতার স্বনির্ভর গোষ্ঠীর দুই নেত্রী ও বিডিও অফিসের ১ কর্মী। তদন্তে নামল সিআইডি। স্বনির্ভর গোষ্ঠীর অভিযোগকারী সদস্যদের সঙ্গে কথা সিআইডির আধিকারিকদের। ‘চক্রে যুক্ত আরও অনেকে, বাড়তে পারে ভুয়ো ঋণের পরিমাণ’, অনুমান সিআইডির

WB News Live : নিয়োগ-দুর্নীতিতে বিশিষ্টদের ভূমিকায় প্রশ্ন রুদ্রনীলের

ফের বাংলার বিদ্বজ্জনেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীক্ষ্ণ আক্রমণ শানালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এক ভিডিও বার্তা তিনি প্রশ্ন তুলেছেন, লুঠের টাকার পাহাড় দেখেও পাচ্ছে নাকি লজ্জা ? কাদের কাঁধে হাত রেখেছেন, ঘুণ ধরা কি মজ্জা ?/ ইউপি, বিহার, দিল্লি নিয়ে মোমবাতি নেন হাতে আর বাংলার লুঠে খোলেন না মুখ, নামেন না রাস্তাতে/ ও বুদ্ধিজীবী, ধর্না দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে/ আসছে মিছিল খালি পেটে তোমার দিকে ধেয়ে/ তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি/ হ্যাঁ ভুল বুঝছে মানুষ/ তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি/ শিক্ষা-বিবেক-শিরদাঁড়াটা নিলাম করে দাওনি।

WB News Live : আগ্নেয়াস্ত্র দেখিয়ে নকল মুদ্রা বিক্রির চেষ্টার অভিযোগ, সাঁইথিয়া থেকে গ্রেফতার ২

সোনার কয়েনের টোপ দিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নকল মুদ্রা বিক্রির চেষ্টার অভিযোগ। প্রতারণার অভিযোগে বীরভূমের সাঁইথিয়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড কার্তুজ ও ২১০টি নকল সোনার কয়েন।

WB News Live : আলিপুরে চালু হল আবলি ফ্ল্যাগশিপ স্টোর, উদ্বোধনী অনুষ্ঠানে টালিগঞ্জের কলাকুশলীরা

এক ছাদের তলায় মিলবে নিত্যপ্রয়োজনীয় হরেক জিনিস। যার প্রতিটিই পরিবেশবান্ধব। আলিপুরে চালু হল আবলি ফ্ল্যাগশিপ স্টোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের কলাকুশলীরা।

WB News Live : অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ৫ বছরের আয়কর দাখিলের তথ্য চাইল আয়কর বিভাগ

নিয়োগে আর্থিক দুর্নীতি ও বিপুল টাকা উদ্ধারের ঘটনায় এবার খোঁজখবর শুরু করল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ৫ বছরের আয়কর দাখিলের তথ্য চেয়েছে আয়কর বিভাগ। এদিকে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে টানা জেরা করে চলেছে ইডি। 

WB News Live : 'উনি নিজেই দায়ী, ষড়যন্ত্র আবার কী ?’ পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া সৌগতর

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ‘যা হয়েছে তার জন্য উনি নিজেই দায়ী’। ‘ষড়যন্ত্র আবার কী ?’ পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া সৌগত রায়ের।

WB News Live : এসএলএসটি মেধাতালিকাভুক্ত প্রত্যেকের চাকরির চেষ্টার আশ্বাস অভিষেকের, দাবি আন্দোলনকারীদের

৫০২ দিন অবস্থান বিক্ষোভের পর অবশেষে প্রত্যেক আন্দোলনকারীর চাকরির আশ্বাস। ‘এসএলএসটি মেধাতালিকাভুক্ত প্রত্যেকের চাকরি হবে’। ‘১০০ শতাংশ চেষ্টা করবেন অভিষেক’। বৈঠকে আশ্বাস দিয়েছেন অভিষেক, দাবি আন্দোলনকারীদের।

WB News Live : নিয়োগ-আশ্বাস পেয়ে এসএসসি চাকরিপ্রার্থীরা বেরিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত ক্যামাক স্ট্রিট

নিয়োগ-আশ্বাস পেয়ে এসএসসি চাকরিপ্রার্থীরা বেরিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত ক্যামাক স্ট্রিট। অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবিতে টেট-উত্তীর্ণদের বিক্ষোভ। অভিষেকের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে বললেও অনড় আন্দোলনকারীরা। অভিষেকের সঙ্গে আজই সাক্ষাতের দাবি।

WB News Live : সিআইডির জালে বসিরহাটের কুখ্যাত পাচারকারী আব্দুল বারিক বিশ্বাস

সিআইডির জালে বসিরহাটের কুখ্যাত পাচারকারী আব্দুল বারিক বিশ্বাস। এবার কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার আব্দুল বারিক বিশ্বাস। পশ্চিম বর্ধমানের একাধিক থানায় কয়লা পাচারের অভিযোগ ইসিএলের। জামুরিয়ায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে কলকাতা থেকে গ্রেফতার। গ্রেফতার করল সিআইডি-র সিট।
আগেও আব্দুল বারিক বিশ্বাসের বিরুদ্ধে গরু ও সোনা পাচারের অভিযোগ ওঠে।

WB News Live : পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা শীলপাড়ায় মিছিল বিজেপির

পার্থ-কাণ্ডের প্রতিবাদে পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা শীলপাড়ায় মিছিল বিজেপির। মিছিলে যোগ দিলেন শুভেন্দু অধিকারী।

WB News Live : হাওড়ার ঘুসুড়িতে বিষমদকাণ্ডের জের, ক্লোজ করা হল ৩ পুলিশ আধিকারিককে

হাওড়ার ঘুসুড়িতে বিষমদকাণ্ডের জের, ক্লোজ করা হল ৩ পুলিশ আধিকারিককে। মালিপাঁচঘড়া থানার ১ এসআই ও ২ এএসআই ক্লোজড। কর্তব্যের গাফিলতির কারণেই ৩ জনের বিরুদ্ধে পদক্ষেপ। ৩ আধিকারিকের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু। বিষমদকাণ্ডে মূল অভিযুক্ত সহ এখনও পর্যন্ত গ্রেফতার ৬। ঘুসুড়ি বিষমদকাণ্ডে মৃত্যু হয়েছে ১০ জনের।

WB News Live : পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন, সেটা পাপ : মদন মিত্র

পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন, সেটা পাপ। এখনও বিশ্বাস হচ্ছে না, পার্থ চট্টোপাধ্যায় এই কাজ করতে পারেন। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ও অর্পিতার ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের পর মুখ খুললেন মদন মিত্র। 

WB News Live : জোকায় গাড়ি থেকে নামার সময় কেঁদে ফেললেন অর্পিতা

জোকায় গাড়ি থেকে নামার সময় নাটকীয় পরিস্থিতি। অর্পিতা মুখোপাধ্যায় গাড়ি থেকে নামার সময় কেঁদে ফেলেন। তাঁকে টেনে নামিয়ে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

WB News Live : বীরভূমের শান্তিনিকেতনে ৩টি বাড়ি ও গেস্ট হাউস ইডির নজরে

বীরভূমের শান্তিনিকেতনে ৩টি বাড়ি ও গেস্ট হাউস ইডির নজরে। গোয়ালপাড়া, ফুলডাঙা ও উত্তরপল্লিতে এই বাড়ি ও গেস্ট হাউস রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, তাঁরা মাঝে মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে আসতে দেখেছেন।

WB News Live : পার্থ-অর্পিতার বিষয়ে তদন্ত শুরু করতে পারে আয়কর রাজস্ব বিভাগ

আরও এক কেন্দ্রীয় সংস্থার তদন্তের মুখে পার্থ-অর্পিতা । তদন্ত শুরু করতে পারে আয়কর বিভাগ ও রাজস্ব বিভাগ । কালো টাকা আইনে জারি হতে পারে মামলা । অর্পিতার কাছে গত ৫ বছরের আইটিআর চাইল আয়কর বিভাগ। 

WB News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক’ বলেন পার্থ

জোকা ইএসআই-তে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। আর বেরনোর সময় তিনি বললেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক’ ! 
নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live : প্রথম সুযোগেই তো পার্থ বলতে পারতেন নির্দোষ, মন্তব্য কুণালের

তিনি ষড়যন্ত্রের শিকার। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে বিস্ফোরক পার্থ । প্রথম সুযোগেই তো বলতে পারতেন নির্দোষ, মন্তব্য কুণালের। কাদের ষড়যন্ত্র, নাম বলুন, প্রতিক্রিয়া দিলীপের। সবে তো শুরু, অনেক বাকি, কটাক্ষ অধীরের। 

WB News Live : পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল মুখরক্ষার চেষ্টা করেছে : অপর্ণা সেন

স্কুল নিয়োগ কেলেঙ্কারি নিয়ে সরব হলেন অপর্ণা সেন। তিনি ট্যুইটে লিখেছেন, এটা ভুললে চলবে না, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, যে টাকা রাজ্যের গরিবদের শোষণ করে জোগাড় হয়েছে। মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল মুখরক্ষার চেষ্টা করেছে। এতে মুখরক্ষা হবে না। যাঁদের থেকে লুঠ করা হয়েছে, তাঁদের স্বার্থে ওই টাকা ব্যবহার করতে হবে।

WB News Live : পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল মুখরক্ষার চেষ্টা করেছে : অপর্ণা সেন

স্কুল নিয়োগ কেলেঙ্কারি নিয়ে সরব হলেন অপর্ণা সেন। তিনি ট্যুইটে লিখেছেন, এটা ভুললে চলবে না, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, যে টাকা রাজ্যের গরিবদের শোষণ করে জোগাড় হয়েছে। মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল মুখরক্ষার চেষ্টা করেছে। এতে মুখরক্ষা হবে না। যাঁদের থেকে লুঠ করা হয়েছে, তাঁদের স্বার্থে ওই টাকা ব্যবহার করতে হবে।

WB News Live : পার্থ অর্পিতাকে একসঙ্গে বসিয়ে প্রশ্ন করতে পারে ইডি

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদা করে সিজার লিস্ট নিয়ে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, গতকাল সিজার লিস্টের প্রতিটি এন্ট্রি দেখিয়ে তাঁদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। বলা হয়, লিখিতভাবে সেই ব্যাখ্যা দিতে। ইডি সূত্রে খবর, এরপর দু’জনের সিজার লিস্ট নিয়ে ব্যাখ্যা মিলিয়ে দেখা হবে। তারপর দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি।

WB News Live : মালদার হরিশ্চন্দ্রপুরে মুহুরির ভুয়ো পরিচয়ে আদিবাসীদের প্রতারণা করার অভিযোগ

মালদার হরিশ্চন্দ্রপুরে মুহুরির ভুয়ো পরিচয়ে আদিবাসীদের প্রতারণা করার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৭টি আদিবাসী পরিবার। অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর BLRO অফিসের মুহুরি পরিচয়ে প্রতারণা করে অভিযুক্ত। জমি রেকর্ড করিয়ে দেবে বলে ৭টি আদিবাসী পরিবারের থেকে টাকা নেয়। তারপরও জমি রেকর্ড না হওয়ায় খোঁজ নিতে গিয়ে ধরা পড়ে প্রতারণার কারবার। থানা ছাড়াও BLRO অফিসেও জানানো হয় অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত পলাতক। 

WB News Live : দুপুরে আচমকা প্রবল বৃষ্টিতে জল জমল শহরের কিছু জায়গায়

দুপুরে আচমকা প্রবল বৃষ্টিতে জল জমল শহরের কিছু জায়গায়। আকাশবাণীর সামনে জমে যায় জল। জল দাঁড়িয়ে যায় ধর্মতলা চত্বরেও

WB News Live : মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে বিস্ফোরক পার্থ

মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে বিস্ফোরক পার্থ । আমি ষড়যন্ত্রের শিকার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন পার্থ । জোকায় গাড়ি থেকে নামার সময় বললেন পার্থ চট্টোপাধ্যায় ।  জোকায় গাড়ি থেকে নামার সময় নাটকীয় পরিস্থিতি । অর্পিতা মুখোপাধ্যায় গাড়ি থেকে নামার সময় কেঁদে ফেলেন । তাঁকে টেনে নামিয়ে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

WB News Live : টালিগঞ্জে অর্পিতার আবাসন থেকে উধাও চারটি বিলাসবহুল গাড়ি

টালিগঞ্জে অর্পিতার আবাসন থেকে উধাও চারটি বিলাসবহুল গাড়ি । অভিযান চলার সময়ে গাড়ি উধাওয়ের বিষয়টি নজরে আসে ইডি-র । গ্যারাজে শুধু পড়ে আছে অর্পিতার একটি গাড়ি । উধাও হওয়া চারটি গাড়ির নম্বর নিয়ে খোঁজ চালাচ্ছে ইডি, খবর সূত্রের

WB News Live : 'বিজেপি চোরকে বাঁচাচ্ছে', শুভেন্দুকে ট্যুইট-আক্রমণ কুণালের

দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে ট্যুইটে কড়া আক্রমণ করলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটে লিখেছেন, শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই একে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল। বাঁচতে ও দলবদল করে। এজেন্সি গেলে গুপ্তধন পেত। 
নারদা, সারদায় শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুলেছেন কুণাল ঘোষ। সেইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপি চোরকে বাঁচাচ্ছে।   

WB News Live Updates : ইএসআই হাসপাতালের দিকে পার্থ - অর্পিতা

আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট হওয়ার কথা। সেইমতো আজও তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে। এর জন্য দু’জনকে নিয়ে ইডির আধিকারিকরা রওনা দিয়েছেন জোকা ইএসআই হাসপাতালের দিকে। 

WB News Live : আজ থেকে তিনদিন বন্ধ মধ্যমগ্রাম রেল ওভারব্রিজ

স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যমগ্রাম রেল ওভারব্রিজ আজ থেকে তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রেল ওভারব্রিজ। এর ফলে বিটি রোডের সঙ্গে যশোর রোডের সংযোগস্থাপনকারী রাস্তায় ব্যাহত হবে যান চলাচল। 

WB News Live : অর্পিতার রথতলার ফ্ল্যাট থেকে মিলেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি

অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার যে ফ্ল্যাট থেকে ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানেই মিলেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। ওই ২টি রিয়েল এস্টেট কোম্পানির কাগজপত্র ইডির তদন্তকারীদের হাতে এসেছে। ইডি সূত্রে খবর, ফ্ল্যাটের ঠিকানাই দেখানো হয়েছে ২টি কোম্পানির ঠিকানা হিসেবে। 

আজ আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করবেন অভিষেক : সূত্র

গতকালই আন্দোলনরত চাকরি প্রার্থীদের  সঙ্গে ফোনে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁদের সমস্যার বিষয়ে জানতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন তিনি। 

WB News Live : আর কিছুক্ষণেই ইডির আধিকারিকরা পার্থ-অর্পিতাকে নিয়ে যাবেন ইএসআই হাসপাতালে

আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট হওয়ার কথা। সেইমতো আজও তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে। এর জন দু’জনকে ইডির আধিকারিকরা নিয়ে যাবেন জোকা ইএসআই হাসপাতালে।

WB News Live: ' এই ফ্ল্যাটে পার্থ কখনও আসেননি', দাবি আবাসনের সেক্রেটারির

নয়াবাদের   ফ্ল্যাটে কখনও পার্থ চট্টোপাধ্যায়কে আসতে দেখা যায়নি, দাবি আবাসনের সম্পাদকের । টালিগঞ্জ, বেলঘরিয়ার পর অর্পিতার চিনারপার্ক ও নয়াবাদের ফ্ল্যাটেও তল্লাশি ইডি-র

WB News Live : রাতে মাঝেমধ্যে ফ্ল্যাটে আসতেন অর্পিতা, জানালেন নয়াবাদের আবাসনের সম্পাদক

গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে তল্লাশি ইডি-র । বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা । ‘কয়েক বছর আগে এই ফ্ল্যাট কেনেন অর্পিতা, রাতে মাঝেমধ্যে ফ্ল্যাটে আসতেন অর্পিতা, ব্যাগপত্তর নিয়ে ফ্ল্যাটে আসতেন অর্পিতা' , জানিয়েছেন আবাসনের সম্পাদক । 

West Bengal News Live : আজ ফের তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইডি-তলব

স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গতকাল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ম্যারাথন জেরা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে দাবি, জেরায় আরও কিছু সম্পত্তির হদিশ মেলে। রথতলার আরও একটি ফ্ল্যাট ও চিনার পার্কের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। সেগুলি সিল করে দেওয়া হয়েছে। আজ সকালে পার্থ-অর্পিতাকে মেডিক্যাল চেক আপের জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। 


বুধবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইডি তলব করেছে।

WB News Live : ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে ফের পথে

এসএসসির মেধাতালিকা ঘিরে নতুন দুর্নীতির অভিযোগ। মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিকে, হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর বেতনের প্রথম কিস্তির টাকা গতকাল তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে। অন্যদিকে, ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে  পথে নামেন।

WB News Live : ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে ফের পথে

এসএসসির মেধাতালিকা ঘিরে নতুন দুর্নীতির অভিযোগ। মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিকে, হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর বেতনের প্রথম কিস্তির টাকা গতকাল তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে। অন্যদিকে, ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে  পথে নামেন।

West Bengal News Live Updates : পার্থর পিএইডি গাইডকে বরখাস্তের দাবি অনুপম হাজরার

এসএসসির নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়াল পিএইচডি বিতর্ক। অনিয়মের অভিযোগ তোলার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের পিএইডি গাইড ও কো-গাইডকে বরখাস্তের দাবি তুলেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল।

West Bengal News Live : চিনারপার্ক ও নয়াবদাদের ফ্ল্যাটেও তল্লাশি চালাল ED

টালিগঞ্জ, বেলঘরিয়ার পাশাপাশি, অর্পিতা মুখোপাধ্যায়ের চিনারপার্ক ও নয়াবদাদের ফ্ল্যাটেও তল্লাশি চালাল ED। আজ বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত, সাড়ে ৫ ঘণ্টা ধরে পঞ্চসায়র থানা এলাকার নয়াবাদে ইডেন রেসিডেন্সির ফ্ল্যাটে চলে তল্লাশি।

West Bengal News Live : বিতর্কে কি ইতি টানতে আদৌ সক্ষম হবে তৃণমূল?

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর সিদ্ধান্ত যখন নেওয়া হল, তার আগেই প্রকাশ্যে চলে আসে তৃণমূলের একাংশের অসন্তোষ। কুণাল ঘোষ ট্যুইট করে বলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের দুই মুখপাত্র বিশ্বজিৎ দেব ও দেবাংশু ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরালেও, বিতর্কে কি ইতি টানতে আদৌ সক্ষম হবে তৃণমূল? বিপুল টাকা ও সোনা উদ্ধারের পর তা কি সম্ভব? উত্তর মিলবে আগামী দিনেই। 

প্রেক্ষাপট

কলকাতা : নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee ) । তাঁকে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া অবধি তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল।
পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর সিদ্ধান্ত যখন নেওয়া হল, তার আগেই প্রকাশ্যে চলে আসে তৃণমূলের একাংশের অসন্তোষ। কুণাল ঘোষ (  Kunal Ghosh )  ট্যুইট করে বলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের দুই মুখপাত্র বিশ্বজিৎ দেব ( Biswajit Deb)  ও দেবাংশু ভট্টাচার্য ( Debangshu Bhattacharya ) ।
এরই মধ্যে উঠছে আরেকটি প্রশ্ন। পার্থ চট্টোপাধ্যায়ের থেকে তৃণমূল যে ক্রমশ দূরত্ব তৈরি করছে, তা কি আগেই স্পষ্ট হচ্ছিল? গত শনিবার গ্রেফতার হওয়ার পরে তৃণমূল নেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে উঠতে পারেননি পার্থ। এরপর সোমবার মুখ্যমন্ত্রী বলেন, দোষ প্রমাণ হলে, যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাতে তিনি কিছু মনে করবেন না। যদিও এরপরও পদে বহাল ছিলেন পার্থ।

এক নজরে আজকের হেডলাইনস



  •  মন্ত্রিত্বের পরে দলের সব পদও হারালেন পার্থ। অপসারণের পরেই তৃণমূল থেকে সাসপেন্ড। অন্যায় করলে পাশে নয়, জানিয়ে দিলেন অভিষেক।

  • ঘনিষ্ঠের বাড়িতে টাকার পাহাড়, সোনার ভাণ্ডার। চাপের মুখে গ্রেফতারের ৬দিন পর অবশেষে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। খোলা হল নেমপ্লেট। পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে নিজের হাতেই ৩টি দফতর রাখলেন মুখ্যমন্ত্রী।

  • মন্ত্রিত্বের পরে দলের সব পদ থেকে সরিয়ে সাসপেন্ড পার্থ। কোথা থেকে ঘনিষ্ঠের ফ্ল্যাটে এত টাকা? প্রশ্ন অভিষেকের।

  • দল, সরকার থেকে পার্থকে ঝেড়ে ফেলল তৃণমূল। দায় নিতে হবে নেত্রীকেই, দাবি বিরোধীদের।

  • অর্পিতার টালিগঞ্জ-বেলঘরিয়ার ফ্ল্যাটে শুধু নগদই ৫০ কোটি, ৬ কেজি সোনা-রাশি রাশি রুপোর কয়েন! বেলঘরিয়ার ফ্ল্যাটে রাতভর কাউন্টিং! 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.