West Bengal News Live :ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে
জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
মগরাহাটে তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুন। রাজ্যপালকে দায়ী করে বেলাগাম আক্রমণ মদন মিত্রর।
মগরাহাটে কুপিয়ে খুন করা হল তৃণমূলের জয়ী পঞ্চায়েত প্রার্থীকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী-সহ মোট ৪ জন সিপিএমের কর্মী সমর্থককে। ভোটে জিততে না পারার আক্রোশ থেকেই খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও শাসকদলের অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে বামেরা।
কোচবিহারের দিনহাটায় ভোট-পরবর্তী সন্ত্রাস। ভেটাগুড়িতে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুর। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এনিয়ে বিজেপিকে পাল্টা মারের হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে দাবি করেছে গেরুয়া শিবির।
ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে ---
গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি উডল্যান্ডস হাসপাতালে
হিংসা বিধ্বস্ত মণিপুরে বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধি দল। ২দিনের সফরে অধীর চৌধুরীর নেতৃত্বে পৌঁছলেন তৃণমূল, ডিএমকে, সিপিএম সহ ১৬ টি বিরোধী দলের ২১ সদস্য। ঘুরে দেখলেন আশ্রয় শিবির। বাংলাতেও আসুন, খোঁচা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। আপনারা মণিপুরে যাননি কেন, পাল্টা কটাক্ষ তৃণমূলের।
সুভাষগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলের পাশেই রয়েছে বারুইপুর পলিটেকনিক কলেজ
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বাদ পড়লেন দিলীপ ঘোষ। বাংলা থেকে থাকলেন শুধুমাত্র অনুপম হাজরা। যাঁরা লোকসভা ভোটে লড়বেন, তাদের কমিটিতে রাখা হয়নি। দাবি করলেন দিলীপ। যদিও তার সঙ্গে একমত নন অনুপম।বাংলায় বিজেপি বলতে দিলীপ ঘোষকেই মানুষ চেনে। কৌশলী মন্তব্য মদন মিত্রর।
রাজ্যপালকে ফের বেলাগাম আক্রমণে মদন মিত্র। একের পর এক তৃণমূল কর্মী খুনে রাজ্যপালকে দায়ী করলেন মদন
বুদ্ধবাবুর চিকিৎসায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। উডল্যান্ডসের ৫১৬ নম্বর কেবিনে রয়েছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ফুসফুসে সংক্রমণের আশঙ্কায় কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
বুদ্ধবাবুর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড। উডল্যান্ডসের ৫১৬ নম্বর কেবিনে রয়েছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ফুসফুসে সংক্রমণের আশঙ্কায় কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই বাড়ছে ডেঙ্গি
উডল্যান্ডসে বুদ্ধদেব ভট্টাচার্য, চিকিৎসায় সাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর
করণদিঘিতে জাল ফেলতেই মাছের বদলে পুকুর থেকে উঠে এল ব্যালট বাক্স
শ্বাসকষ্টের সমস্যা কমাতে সি প্যাপ সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাজ্যপাল
গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি করা হল হাসপাতালে
হঠাৎ অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি করা হচ্ছে হাসপাতালে
শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভর্তি করা হচ্ছে হাসপাতালে
আইসিইউতে ভর্তি করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা
প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতা বাড়ায় ভর্তি করা হচ্ছে হাসপাতালে
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শো কজ করল তৃণমূল। আজ বাড়িতে পৌঁছেছে শো কজ লেটার, স্বীকার হুমায়ুনের। ৩১ জুলাই সুব্রত বক্সীর সাথে দেখা করে জবাব দেবেন,জানালেন বিধায়ক। ফের তোপ দাগলেন রাজ্য নেতাদের বিরুদ্ধে, দিলেন নতুন দল গড়ার হুমকি। নতুন দলে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের বঞ্চিত তৃণমূল কর্মীরাও থাকবেন বলে জানালেন হুমায়ুন।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই পরিস্থিতিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের বিস্তর অভিযোগ শুনলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। গতকাল সন্ধেয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে যান বিধায়ক। রোগীদের অভিযোগ, ডেঙ্গির জন্য বাইরে থেকে রক্তপরীক্ষা করাতে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তদের উপযুক্ত চিকিৎসাও হচ্ছে না বলে অভিযোগ। ফোনেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানান আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। হাসপাতালে খুব তাড়াতাড়ি এলাইজা মেশিন বসানোর আশ্বাস দিয়েছেন বিধায়ক। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দুর্গাপুরে ইস্পাত কারখানা সংলগ্ন কারখানার জমি জবরদখল করে বসবাসকারীদের উচ্ছেদের নোটিস। কারখানা আধুনিকীকরণের জবরদখলকারীদের উচ্ছেদের নোটিস কর্তৃপক্ষের।
পেটে ব্যালট, মাঠে ব্যালট, ড্রেনে ব্যালটের পর এবার মাছের জালেও ব্যালট বাক্স। ভোটের আড়াই সপ্তাহ পর ডালখোলায় মাছ ধরার জালে মিলল ব্যালট বাক্স। পুকুর থেকে মাছ ধরার জালে ব্যালট বাক্স উদ্ধারের পর ডালখোলায় চাঞ্চল্য। ব্যালট বাক্স উদ্ধার করল পুলিশ
গান পয়েন্টে খাস কলকাতার ভাড়াবাড়ি থেকে মথুরাপুরের জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণের অভিযোগ। পুরোটাই নাটক, কেউ ওদের সঙ্গে থাকতে চাইছে না, স্বেচ্ছায় আসছে, পাল্টা সওকত মোল্লা।
পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থীদের সম্বর্ধনা দিতে রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রথমে গেলেন হুগলির কামারপুকুরে। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী।
নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা। শুক্রবার নবম-দশম, একাদশ-দ্বাদশের শারীরশিক্ষা কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের পাশাপাশি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করলেন গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও।
ফের ভোট পরবর্তী সন্ত্রাস,নদিয়ার নাকাশিপাড়ায় নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে, ঘাড় ভেঙে খুন। নিহতের নাম খবির শেখ, অভিযোগের তির তৃণমূলের দিকে।
প্রথমে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের অর্জুনপুর গ্রামে চাঞ্চল্য।
'২৪-এর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে বিজেপির সাংগঠনিক নেতৃ্ত্বে রদবদল। তালিকায় নাম নেই সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। বাংলা থেকে তালিকায় একমাত্র নাম রয়েছে অনুপম হাজরার
অন্যান্য সবজির দাম কিছুটা কমলেও, টম্যাটোর দাম ক্রমশ চড়ছে।একশো-দেড়শো পেরিয়ে এবার ২০০-র ঘরে টম্যাটো। কসবা থেকে গড়িয়াহাট, দক্ষিণের দুটি বাজারেই টম্যাটোর আগুন দামে হাতে ছেঁকা লাগার জোগাড় ক্রেতাদের। বিক্রেতারা জানিয়েছেন, বেশিরভাগ টম্যাটো আসছে ব্যাঙ্গালোর থেকে। সেই কারণেই দাম বৃদ্ধি।
'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে', কলকাতায় এসে রাজ্যে ভোট-হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।
উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই পরিস্থিতিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। রোগীদের অভিযোগ, বাইরে থেকে টেস্ট করিয়ে আনতে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গি আক্রান্তদের উপযুক্ত চিকিৎসাও হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের।
প্রথমে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের অর্জুনপুর গ্রামে চাঞ্চল্য। নিহত তৃণমূল নেতার সঙ্গী গুলিবিদ্ধ। মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে টানা তিনবার জয়ী হন। অভিযোগ, গতকাল রাতে বাড়ির সামনেই তাঁর ওপর আক্রমণ চালায় দুষ্কৃৃতীরা। প্রথমে গুলি, তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র দিয়ে চলে এলোপাথাড়ি কোপ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তৃণমূল সদস্যের সঙ্গী সাজামল মোল্লার হাতে গুলি লেগেছে। তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
প্রয়োজনে যোগীর থেকে কিছু বুলডোজার ভাড়া নিন। মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে মন্তব্য হাইকোর্টের বিচারপতির।
রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধে নতুন লেভেল লাগিয়ে বিক্রি করে কোটি কোটির ব্যবসা। ই-মেলে অভিযোগ, দাবি রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন, পাল্টা শশী পাঁজা।
প্রাথমিকের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল, নির্দেশ সুপ্রিম কোর্টের।
নিয়োগ দুর্নীতিতে ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ। সুজয়কৃষ্ণ ভদ্রের চার্জশিটে উল্লেখ ইডির। ১২৬ পাতার চার্জশিটে একাধিক সংস্থার নাম।
এবার সরাসরি মুখ্যমন্ত্রী চালুর জন্য ১৫২ কোটির টেন্ডার দিল্লির সংস্থাকে সরিয়ে আইপ্যাক ঘনিষ্ঠ সংস্থাকে পাইয়ে দেওয়ার অভিযোগ। তদন্ত করুক ইডি-আয়কর দফতর, দাবি শুভেন্দুর।
আর্থিক উন্নয়ন ও নগরায়নের কারণেই গ্রামীণ এলাকায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ (Dengue Scare)। জেলায় জেলায় উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতির মধ্যেই পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) এই যুক্তিতে তৈরি হয়েছে বিতর্ক। ডেঙ্গি মোকাবিলায় রাজ্য়ের উদ্য়োগ ও পরিকাঠামো নিয়ে পাল্টা সরব হয়েছে বিরোধীরা।
প্রেক্ষাপট
- এবার সরাসরি মুখ্যমন্ত্রী চালুর জন্য ১৫২ কোটির টেন্ডার দিল্লির সংস্থাকে সরিয়ে আইপ্যাক ঘনিষ্ঠ সংস্থাকে পাইয়ে দেওয়ার অভিযোগ। তদন্ত করুক ইডি-আয়কর দফতর, দাবি শুভেন্দুর।
- ভিত্তিহীন অভিযোগ, নিয়ম মেনেই টেন্ডার, কাউকে পাইয়ে দেওয়া হয়নি। কাঁথি পুরসভা দুর্নীতি ও সারদাকাণ্ডে শুভেনদুকে গ্রেফতার করা উচিত ইডি-সিবিআইয়ের, পাল্টা কুণাল।
- পিএসসিতেও চিরকুট। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডবলুবিসিএস পরীক্ষার্থী কারা? পঞ্চায়েত নির্বাচনে কয়েকজন বিডিওর নিয়োগে গন্ডগোল, দাবি শুভেন্দুর। শুধুই নাটক, পাল্টা কুণাল।
- নিয়োগ দুর্নীতিতে ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ। সুজয়কৃষ্ণ ভদ্রের চার্জশিটে উল্লেখ ইডির। ১২৬ পাতার চার্জশিটে একাধিক সংস্থার নাম।
- প্রাথমিকের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল, নির্দেশ সুপ্রিম কোর্টের।
- রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধে নতুন লেভেল লাগিয়ে বিক্রি করে কোটি কোটির ব্যবসা। ই-মেলে অভিযোগ, দাবি রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন, পাল্টা শশী পাঁজা।
- প্রয়োজনে যোগীর থেকে কিছু বুলডোজার ভাড়া নিন। মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে মন্তব্য হাইকোর্টের বিচারপতির।
- সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের। অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহারের নির্দেশ সর্বোচ্চ আদালতের। বিদেশ যাত্রার এক সপ্তাহ আগে ইডি-কে জানানোর নির্দেশ।
- গান পয়েন্টে খাস কলকাতার ভাড়াবাড়ি থেকে মথুরাপুরের জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণের অভিযোগ। পুরোটাই নাটক, কেউ ওদের সঙ্গে থাকতে চাইছে না, স্বেচ্ছায় আসছে, পাল্টা সওকত মোল্লা।
- সিসিটিভি ফুটেজে ছবি, তাও অসহযোগিতা থানার, অভিযোগ সিপিএমের। কান্তি গঙ্গোপাধ্যায়রা আদালতের দ্বারস্থ। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর তদন্তে নামল পুলিশ।
- বামনগোলায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা, তোলপাড় রাজ্য। ৯ দিন পর পদক্ষেপ। আইসি-সহ ৪ পুলিশ আধিকারিক ক্লোজ। পিঠ বাঁচাতে পদক্ষেপ, অভিযোগ বিজেপির।
- আজ মণিপুরে অধীরের নেতৃত্বে যাচ্ছে তৃণমূল, ডিএমকে, সিপিএম সহ বিরোধী জোট ইন্ডিয়ার ২০ সদস্য। চাঁচল, কোচবিহার, হাঁসখালি, পাঁচলা, বগটুইও যান, কটাক্ষ শুভেন্দুর।
- ফেসবুকে ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট। কবি কল্লোল সরকারকে বেধড়ক মারধর। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসকের।
- বাড়ছে প্রকোপ, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বারুইপুরের বাসিন্দার। উত্তর ২৪ পরগনা থেকে নদিয়া, হুগলি। বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাওড়ায় বাড়ছে ম্যালেরিয়াও।
- আর্থিক উন্নয়ন ও নগরায়ণের কারণে শহরের থেকে গ্রামীণ এলাকায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আজব তত্ত্ব ফিরহাদের। জ্ঞান-বিজ্ঞানের ঊর্ধ্বে পুরমন্ত্রী, কটাক্ষ বিজেপির।
বর্ষায় বেহাল রাস্তা। কলকাতা থেকে সল্টলেক। পথের কঙ্কালসার চেহারা। বড় বড় গর্ত। উঠে গেছে পিচ। ঝুঁকি নিয়েই যাতায়াত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -