West Bengal News Live Updates: শিক্ষা থেকে কয়লা, গরু পাচার-দুর্নীতির অভিযোগে শুভেন্দুর নিশানায় তৃণমূল

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 03 Apr 2023 11:43 PM
West Bengal News and Live Updates :পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ায়

পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ায়

WB LIVE News Updates:রিষড়ায় আক্রান্ত বিজেপি, সুকান্তকে ফোন জেপি নাড্ডার

রিষড়ায় আক্রান্ত বিজেপি, সুকান্তকে ফোন জেপি নাড্ডার। সন্ধে ৬.২০: রিষড়ার পরিস্থিতি জানতে সুকান্তকে নাড্ডার ফোন। নাড্ডার কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সুকান্তর, বলছে সূত্র।

West Bengal News and Live Updates :পুলিশের বাধার মুখেও রিষড়ায় ঢুকতে অনড় বিজেপি

পুলিশের বাধার মুখেও রিষড়ায় ঢুকতে অনড় বিজেপি। দফায়  দফায় বচসা, হাতাহাতি। হেঁটেই রিষড়ায় ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারের। 

WB LIVE News Updates:এবার 'নো ভোট টু মমতা' টি-শার্ট পরে তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দুর

এবার 'নো ভোট টু মমতা' টি-শার্ট পরে তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দুর

West Bengal News and Live Updates :রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা কেন প্রত্যাহার হয়েছে ? ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট

রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা কেন প্রত্যাহার হয়েছে ? ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট

WB LIVE News Updates:কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের সময় গাড়িতেই ছিলেন আবদুল লতিফ, শক্তিগড় থানায় এফআইআরে দাবি লতিফেরই গাড়ির চালক শেখ নুর হোসেনের

কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের সময় গাড়িতেই ছিলেন আবদুল লতিফ, শক্তিগড় থানায় এফআইআরে দাবি লতিফেরই গাড়ির চালক শেখ নুর হোসেনের

West Bengal News and Live Updates :'রাজু ঝা-এর গাড়িতে লতিফ ছিল কিনা তিনি জানেন না', থানায় যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ব্রতীন মুখোপাধ্য়ায়

'রাজু ঝা-এর গাড়িতে লতিফ ছিল কিনা তিনি জানেন না', থানায় যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ব্রতীন মুখোপাধ্য়ায়

WB LIVE News Updates:২৫ সেকেন্ডের নিখুঁত অপারেশন, ২দিক দিয়ে ঘিরে শ্যুটআউট করে ফেরার!

২৫ সেকেন্ডের নিখুঁত অপারেশন, ২দিক দিয়ে ঘিরে শ্যুটআউট করে ফেরার! শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে কয়ালা মাফিয়া খুনে পরতে পরতে রহস্য, থানার কাছে পরিত্যক্ত গাড়িতে উদ্ধার ২টি ৭ এমএম পিস্তল, ১২ রাউন্ড গুলি। পরিত্যক্ত ব্যালেনো গাড়িতে মিলল ৫টি নম্বর প্লেট, ৪টিই ব্যালেনো গাড়ির! নিখুঁত ছক কষেই প্রফেশনাল কিলার দিয়ে হামলা, নিশ্চিত পুলিশ 

West Bengal News and Live Updates :রিষড়ার অশান্তিতে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের

রিষড়ার অশান্তিতে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের। 'যে মুখগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিল, তারা রামনবমীর শোভাযাত্রায় কী করছিল?'
ছবি পোস্ট করে প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির

WB LIVE News Updates:শিক্ষা থেকে কয়লা, গরু পাচার-দুর্নীতির অভিযোগে শুভেন্দুর নিশানায় তৃণমূল

শিক্ষা থেকে কয়লা, গরু পাচার-দুর্নীতির অভিযোগে শুভেন্দুর নিশানায় তৃণমূল। 'নো ভোট টু মমতা' লেখা জামা পরে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। 'সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়' হুঁশিয়ারি শুভেন্দুর।

West Bengal News and Live Updates :রাজু ঝা-এর গাড়িতে লতিফ ছিল কিনা জানেন না, দাবি নিহত কয়লা মাফিয়া রাজু ঝা-র সঙ্গী ব্রতীন মুখোপাধ্য়ায়ের

রাজু ঝা-এর গাড়িতে লতিফ ছিল কিনা জানেন না, দাবি নিহত কয়লা মাফিয়া রাজু ঝা-র সঙ্গী ব্রতীন মুখোপাধ্য়ায়ের

WB LIVE News Updates:হাওড়া, রিষড়ার অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

হাওড়া, রিষড়ার অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। 'রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? হিংসায় উস্কানি দিচ্ছে বিজেপি', খেজুরির জনসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal News and Live Updates : চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর সভায় শর্তসাপেক্ষে অনুমতি

চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর সভায় শর্তসাপেক্ষে অনুমতি। অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 'শান্তিপূর্ণভাবে সভা করতে হবে, সভা থেকে উস্কানিমূলক কোনও মন্তব্য করা যাবে না, সভার পর সভাস্থল পরিষ্কার করতে হবে, বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখা উচিত', মন্তব্য বিচারপতির মান্থার। 'ছুটি থাক বা যাই থাক, স্কুলে রাজনৈতিক কর্মসূচির অনুমোদন চাওয়া ঠিক নয়', মামলাকারী বিপ্লব মালের উদ্দেশে মন্তব্য বিচারপতির। 

WB LIVE News Updates: হাওড়া, রিষড়ার অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

হাওড়া, রিষড়ার অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী । 'রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? বিনা প্ররোচনায় হাওড়া, রিষড়ায় হামলা চালানো হয়েছে, হিংসায় উস্কানি দিচ্ছে বিজেপি, ৬ তারিখেও মিছিলের নামে হামলা করতে পারে, প্রশাসনকে সতর্ক করছি', খেজুরির জনসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB LIVE News Updates: হাওড়ার অশান্তির ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

হাওড়ার অশান্তির ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। 'শিশুদের দিয়ে হিংসা ছড়ানো হয় হাওড়ায়, পাথর ছোড়ায় ব্যবহার করা হয় শিশুদের', চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকে চিঠি এনসিপিসিআরের চেয়ারম্যানের দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কী পদক্ষেপ পুলিশের, ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব এনসিপিসিআরের। তিলজলা, মালদার রেশ কাটতে না কাটতে ফের সক্রিয় এনসিপিসিআর। 

West Bengal News and Live Updates: চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর সভায় শর্তসাপেক্ষে অনুমতি

চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর সভায় শর্তসাপেক্ষে অনুমতি। অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 'শান্তিপূর্ণভাবে সভা করতে হবে, সভা থেকে উস্কানিমূলক কোনও মন্তব্য করা যাবে না। সভার পর সভাস্থল পরিষ্কার করতে হবে। বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখা উচিত', মন্তব্য বিচারপতির মান্থার। 'ছুটি বা যাই থাক স্কুলে রাজনৈতিক কর্মসূচির অনুমোদন, ঠিক করেননি মামলাকারী, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। 

WB LIVE News Updates: রিষড়াকাণ্ডের প্রতিবাদে কলকাতায় পথে নামল বিজেপি

রিষড়াকাণ্ডের প্রতিবাদে কলকাতায় পথে নামল বিজেপি। এদিন এমজি রোডে জড়ো হন বিজেপি কর্মীরা। রাস্তায় বসে পড়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও এমজি রোড থেকে মিছিল করে মুরলীধর সেন সেনে দলের রাজ্য দফতরে আসেন বিজেপি কর্মীরা। 

West Bengal News and Live Updates: 'রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা কেন প্রত্যাহার হয়েছে ?' রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট

'রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা কেন প্রত্যাহার হয়েছে ?'  ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। 'রাজ্যের সব প্রাক্তন ডিজি থেকে ডিআইজি সকলের নিরাপত্তা আধিকারিক আছে?' 'নাকি সবার নিরাপত্তা আধিকারিক প্রত্যাহার করা হয়েছে ?' রিপোর্টে জানাবে রাজ্য। 'যদি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সব অবসরপ্রাপ্ত আধিকারিকের ক্ষেত্রেই তা হওয়া উচিত', পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। ২০১১ সালে রাজ্য পুলিশের আইজি পদ থেকে অবসর নেন পঙ্কজ দত্ত। 

WB LIVE News Updates: রিষড়ায় বহিরাগতদের দিয়ে রামনবমীর মিছিলে অশান্তির অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

রিষড়ায় বহিরাগতদের দিয়ে রামনবমীর মিছিলে অশান্তির অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়খণ্ডে নম্বর প্লেটের বাইকের ছবি ট্যুইট করে অভিযোগ তৃণমূল সাংসদের। 'রিষড়ায় রামনবমীর মিছিলে ঝাড়খণ্ড থেকেও বহিরাগত দুষ্কৃতী এনেছিল বিজেপি। যারা সাধারণ মানুষের ক্ষতিসাধনে মদত দেয় তারাই দুষ্কৃতী', ট্যুইট তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের

West Bengal News and Live Updates: ৬ তারিখে যেন হিংসে না হয়, প্রশাসনকে সতর্ক করলেন মমতা

এদিন খেজুরি  থেকে মমতা বলেন, 'রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? বিনা প্ররোচনায় হাওড়া, রিষড়ায় হামলা চালানো হয়েছে। ৬ তারিখেও মিছিলের নামে হামলা করতে পারে, প্রশাসনকে সতর্ক করছি'। 

Mamata Banerjee: 'সিপিএমের হার্মাদগুলো বিজেপির ওস্তাদে পরিণত হয়েছে', খেজুরি থেকে সুর চড়ালেন মমতা

খেজুরি থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'একসময় খেজুরিতে সিপিএমের অত্যাচারে ঢোকা যেত না। নন্দীগ্রামে অত্যাচারের কাহিনী সবাই জানে। সিপিএমের হার্মাদগুলো বিজেপির ওস্তাদে পরিণত হয়েছে। ভোট পরবর্তী হিংসার নামে তৃণমূলের ছেলেদের জেলে ঢোকানো হয়েছে'। 

WB LIVE News Updates: রিষড়ায় অশান্তির ঘটনা পরিদর্শনে সুকান্ত, কনভয় আটকাল পুলিশ

রিষড়ায় অশান্তির ঘটনায় আহত পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষকে দেখতে গেলেন বিরোধী দলনেতা ও বিজেপির রাজ্য সভাপতি। কোন্নগরেই সুকান্তকে আটকাল পুলিশ। বিজেপি কর্মীদের সঙ্গে ধুন্ধুমার 

West Bengal News and Live Updates: রবীন্দ্র সরণির জিএসটি অফিসে সিবিআই-এর তল্লাশি

রবীন্দ্র সরণির জিএসটি অফিসে সিবিআই-এর তল্লাশি। গরুপাচার মামলায় সিবিআইয়ের স্ক্যানারে এবার শুল্ক দফতরের কয়েকজন আধিকারিক। এই আধিকারিকরা এখন রবীন্দ্র সরণির জিএসটি অফিসে কর্মরত

WB LIVE News Updates: গরুপাচার মামলায় বিএসএফের পর এবার সিবিআইয়ের স্ক্যানারে শুল্ক দফতরের আধিকারিকরা

গরুপাচার মামলায় বিএসএফের পর এবার সিবিআইয়ের স্ক্যানারে শুল্ক দফতরের আধিকারিকরা। চলতি সপ্তাহেই ৪ কাস্টমস অফিসারকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআইয়ের চার্জশিটে দাবি, এনামুল হক ও শেখ আবদুল লতিফের সঙ্গে যোগসাজশ ছিল শুল্ক দফতরের আধিকারিকদের। কাস্টমস অফিসারদের মারফত ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত। গত সপ্তাহের শেষে, নদিয়া ও মুর্শিদাবাদে একাধিক কাস্টমস অফিসারের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সূত্র ধরেই এবার শুল্ক দফতরের ৪ আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। 

West Bengal News and Live Updates: ফের বিএসএফের হাতে সীমান্তের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ কোচবিহারে

ফের বিএসএফের হাতে সীমান্তের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ কোচবিহারে । কোচবিহারের শীতলকুচি থানা এলাকার বড়মরিচা ভারত-বাংলাদেশ সীমান্তে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।। পরিবারের দাবি জুলাল মিয়া নামে ওই যুবককে পিটিয়ে খুন করে বিএসএফ।

WB LIVE News Updates: রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লং মার্চ ঘিরে তুলকালাম

দুর্নীতি ও নিয়োগ-বঞ্চনার অভিযোগে তমলুকে মাতঙ্গিনী হাজরার জন্মভিটে থেকে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লং মার্চ ঘিরে তুলকালাম। মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।কয়েকজন চাকরিপ্রার্থী পড়েও যান। এরপর পুলিশের বাধা অগ্রাহ্য করে মিছিল এগোয়। দুর্নীতি ও নিয়োগ-বঞ্চনার অভিযোগে এদিন অভিনব প্রতিবাদ-মিছিল করেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এক চাকরিপ্রার্থীকে মাতঙ্গিনী হাজরা সাজিয়ে তমলুকের হোগলা থেকে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তি পর্যন্ত লং মার্চের আয়োজন করা হয়। এদিন খেজুরিতে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। একই দিনে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা থেকে লং মার্চ শুরু করেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। ৩ দিন ধরে চলবে এই লং মার্চ। 

West Bengal News and Live Updates: আজই রিষড়া যাচ্ছেন বিজেপির সুকান্ত মজুমদার

আজই রিষড়া যাচ্ছেন বিজেপির সুকান্ত মজুমদার। রাজ্যের পরিস্থিতির সঙ্গে কাশ্মীরের তুলনা বিজেপির রাজ্য সভাপতির।

WB LIVE News Updates: রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

হাওড়া, হুগলি, ডালখোলায় হিংসার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। ৫ এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজও আদালতে পেশের নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। 'পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না', হাওড়া-সংঘর্ষ মামলার শুনানিতে সওয়াল আবেদনকারীর আইনজীবীর। 

WB LIVE News Updates: রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

হাওড়া, হুগলি, ডালখোলায় হিংসার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। ৫ এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজও আদালতে পেশের নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। 'পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না', হাওড়া-সংঘর্ষ মামলার শুনানিতে সওয়াল আবেদনকারীর আইনজীবীর। 

West Bengal News and Live Updates: আজ হচ্ছে না তিহাড় থেকে আসানসোল জেলে ফেরত পাঠানোর আবেদনের শুনানি

আজ হচ্ছে না তিহাড় থেকে আসানসোল জেলে ফেরত পাঠাতে অনুব্রতর আবেদনের শুনানি। শনিবার দ্বারকা আদালতের এক আইনজীবীকে খুনের প্রতিবাদে ধর্মঘট আইনজীবীদের। দিল্লি বার কাউন্সিলের ধর্মঘটের জেরে আজ হচ্ছে না অনুব্রতর আবেদনের শুনানি

WB LIVE News Updates: কৃষক সভার অনুমতি বাতিল করায় পুলিশকে নিশানা শুভেন্দুর

চন্দ্রকোণার ঝাঁকরা স্কুল মাঠে কৃষক সভার অনুমতি বাতিল করায় পুলিশকে নিশানা শুভেন্দুর। 'স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের অনুমতি মেলার পরেই সভার আয়োজন করা হয়েছিল। হঠাৎ স্কুল কর্তৃপক্ষের মনে হল প্রধান শিক্ষক অনুমতি দেওয়ার জন্য যথাযথ ব্যক্তি নয়। যে পুলিশ সাধারণ মানুষের অভিযোগের সুরাহায় অযোগ্য, তারাও হঠাৎ সক্রিয় হয়ে অনুমতি প্রত্যাহার করল! এটাই হল বিজেপি ফোবিয়া। তৃণমূল নেতৃত্ব এবং মমতার পুলিশ বিজেপিকে ভয় পাচ্ছে। এটা আমি উপভোগ করছি। যদিও দুপুর সাড়ে ৩টে নাগাদ আমি চন্দ্রকোণায় যাব, কৃষকদের সঙ্গে কথা বলব', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

West Bengal News and Live Updates: গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব ৪

গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব। ৪ কাস্টমস অফিসারকে চলতি সপ্তাহেই তলব করল সিবিআই। নিজাম প্যালেসে ৪ কাস্টমস অফিসারকে তলব করল সিবিআই

WB LIVE News Updates: রিষড়ার হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ

রিষড়ার হিংসার ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ ও কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। চিঠিতে অভিযোগ করা হয়েছে, গতকালের ওই ঘটনায় যাঁরা আক্রান্ত, পুলিশ তাঁদেরকেই নিগ্রহ ও গ্রেফতার করছে।

West Bengal News and Live Updates: প্রেসিডেন্সি জেলে গিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করল ইডি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করল ইডি। সূত্রের খবর, নতুন সম্পত্তির তথ্য সামনে রেখে বহিষ্কৃত তৃণমূল নেতাকে ঘণ্টা পাঁচেক জেরা
করা হয়। জানতে চাওয়া হয়, সম্পত্তি-ক্রয়ে টাকার উৎস কী? ইডি সূত্রে খবর, অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া প্রভাবশালীদের তালিকার সূত্র ধরেও শান্তনুকে জেরা করা হয়। 

WB LIVE News Updates: 'রাজু-খুনের কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যান লতিফ', প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

রাজু ঝা ও আব্দুল লতিফ সম্পর্কে বিস্ফোরক তথ্য। 'খুনের ২ দিন আগে নিজের হোটেলে লতিফের সঙ্গে কথা কাটাকাটি হয় রাজুর। খুনের দিন দু'জনে একসঙ্গে দুর্গাপুরের হোটেল থেকে বের হন রাজু ও লতিফ'। 

Rishra Ram Navami: রিষড়ার বিভিন্ন এলাকায় চলছে টহলদারি

রিষড়ার বিভিন্ন এলাকায় চলছে টহলদারি।শান্তি বজায় রাখতে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। গতকাল রিষড়ার বাঙুর পার্ক থেকে রাম নবমীর মিছিল বের হয়। মিছিলে যোগ দেন দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতারা। মিছিল ওয়েলিংটন জুটমিলের কাছে পৌঁছতেই অশান্তি শুরু হয়। ইটবৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে চন্দননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় জারি হয় ১৪৪ ধারা। রিষড়াকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ram Navami Rishra: রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির পর আজও থমথমে রিষড়া

রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির পর আজও থমথমে রিষড়া। দোকানপাট বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

WB LIVE News Updates: হাওড়ার শিবপুরের পর হুগলির রিষড়া, রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি

হাওড়ার শিবপুরের পর হুগলির রিষড়া, রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি। ইটবৃষ্টি, ভাঙচুর, হল অগ্নিসংযোগও। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টা পর্যন্ত রিষড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল প্রশাসন। এদিকে এই ঘটনা নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। 

West Bengal News and Live Updates: শিলিগুড়িতে 'মোহনবাগান অ্যাভিনিউ'

কলকাতার পর শিলিগুড়িতে রাস্তার নামকরণ হল মোহনবাগান ক্লাবের নামে। মহানন্দা সেতুর নীচে রাস্তার নাম দেওয়া হল মোহনবাগান অ্যাভিনিউ। উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। তাদের ক্লাবের নামেও রাস্তার দাবি তুলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে বলে আষ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র। 

WB LIVE News Updates: 'বিধায়ক পার্থর' অপসারণ দাবি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরাতে হবে। এই দাবি তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে পথে নামল সিপিএম। এলাকায় লাগানো হল পোস্টার।

West Bengal News and Live Updates: কেন খুন রাজু?

কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের ঘটনায় এখনও অধরা হামলাকারীরা। তবে এই রাজুই কয়লা কারবার ও অস্ত্র আইনে অন্তত ৭ বার গ্রেফতার হয়েছিলেন। ধরা পড়েছিলেন STF ও CID'র হাতেও। কিন্তু, বারবার ছাড়া পেয়ে সেই অপরাধেই হাত পাকান রাজু। বার্তা দিতেই কি ২৬ ফেব্রুয়ারি রাজুর ঘনিষ্ঠের অফিসে গুলি চলেছিল? উঠছে সেই প্রশ্নও।

WB LIVE News Updates: জোড়া সংঘর্ষে আহত ১৭

মালদার রতুয়ায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে তুলকালাম বাধল। হাতাহাতি, ইট, বোতল ছোড়াছুড়ির জেরে আহত হন দুপক্ষের ৮ জন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ। আহত হয়েছেন ৯ জন। ২টি ঘটনাতেই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

প্রেক্ষাপট

কলকাতা: হাওড়ার (Howrah) পর এবার হুগলির (Hooghly) রিষড়া (Rishra)। রাম নবমীর (Ram Navami) মিছিল ঘিরে ফের অশান্তি। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন! বাদ গেল না কিছুই। আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠল প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের (Police) ভূমিকাও। এদিন হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। 


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে- 


হাওড়ার অশান্তির ঘটনা ঘিরে চাপানউতোর চলছেই। বৃহস্পতিবারের অশান্তির পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অস্ত্র-হাতে এক যুবকের ভিডিও ট্যুইট করেছিলেন। সেই ভিডিওর সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। 


গতমাসে শিলিগুড়ির বালাসন নদীর পাড়ে, বেআইনিভাবে বালি ও মাটি কাটার জেরে ভূমিধসে মৃত্য়ু হয় ২ নাবালক সহ ৩ জনের। সেই ঘটনায় নিহতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা করে ও আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। ১ মাসের মধ্য়ে রাজ্য় সরকারকে এই অর্থ সাহায্য় করার নির্দেশ দেওয়া হয়েছে। 


কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডে রহস্যের কেন্দ্রবিন্দুতে নীল রংয়ের একটি গাড়ি! প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নীল রঙের গাড়িতে করেই এসেছিল আততায়ীরা! সেই গাড়িই উদ্ধার হয়েছে শক্তিগড় থানার কাছে! গাড়িতে যে নম্বর প্লেট রয়েছে, তার রেজিস্ট্রেশন কলকাতার পাটুলির বাসিন্দার। যদিও ওই গাড়ি থেকে একাধিক নম্বর প্লেট পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর।


রাজু ঝা হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রাজু ঝা-কে দলের কর্মী দাবি করে, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ইস্যুতে কড়া জবাব দিয়েছে তৃণমূলও। এদিকে, রাজু ঝায়ের সঙ্গে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আবদুল লতিফের  প্রত্যক্ষ যোগসূত্র ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।  


মালদার রতুয়ায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে তুলকালাম বাধল। হাতাহাতি, ইট, বোতল ছোড়াছুড়ির জেরে আহত হন দুপক্ষের ৮ জন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ। আহত হয়েছেন ৯ জন। ২টি ঘটনাতেই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.