West Bengal News Live : অর্পিতার এলআইসি-তে নমিনি পার্থ, আজ শপথ নিলেন বাংলার নতুন মন্ত্রীরা

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Aug 2022 10:53 PM
Partha Chatterjee Live : অর্পিতার এলআইসি-তে নমিনি পার্থ

অর্পিতার ৩১ টি এলআইসি পলিসি-তে নমিনি পার্থ চট্টোপাধ্যায়।

WB News Live :আরও বিপাকে এবার পাঁশকুড়ার তৃনমূল নেতা আনিশুর রহমান।

আরও বিপাকে এবার পাঁশকুড়ার তৃনমূল নেতা আনিশুর রহমান। রাজ্য সরকারের তরফে কুরবান শা হত্যা মামলা প্রত্যাহার করার আবেদন করা হলেও,  তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে জেলমুক্তির এখনই কোনও সম্ভাবনা নেই আনিশুরের।

Partha Chatterjee Live : ষড়যন্ত্রের প্রশ্নে আজ নীরব পার্থ

ষড়যন্ত্রের প্রশ্নে আজ নীরব পার্থ--কার টাকা প্রশ্নে মুখে কলুপ অর্পিতার।

West Bengal Live: খড়দায় ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু ২ শ্রমিকের

খড়দা ইলেক্ট্রো স্টিল কারখানায়  ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। একজন শ্রমিককে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

WB News Live : হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা

হাওড়া স্টেশনে আরপিএফ এর হাতে আটক এক যাত্রী। উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। আজ দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকে সেই সময় এক যাত্রী প্লাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরোনোর চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ এর জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সূত্রে খবর আটক ব্যক্তির নাম রাজকুমার সোনি (৫2)। বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে । তার ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে । 

Partha Chatterjee Live : শান্তিনিকেতনে ম্যারাথন তল্লাশি ইডি-র

শান্তিনিকেতনে ম্যারাথন তল্লাশি ইডি-র

Arpita Mukherjee Investigation Live : সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ-অর্পিতাকে

আজ ব্যাঙ্কশাল কোর্ট থেকে বার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ-অর্পিতাকে। 

Partha Chatterjee Live : ফের দুদিনের ইডি হেফাজতে পার্থ-অর্পিতা

ফের দুদিনের ইডি হেফাজতে পার্থ-অর্পিতা। ব্যাঙ্কশাল কোর্ট থেকে বার করা হল পার্থ-অর্পিতাকে।

Arpita Mukherjee Investigation Live : ইডি হেফাজতের বিরোধিতা করে কোর্টে সওয়াল অর্পিতার আইনজীবীর

মূলত গত ২৫ জুলাই, পার্থ-অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ৩ অগাস্ট অবধিই ছিল সেই হেফাজত। যা মূলত আজই শেষ হয়ে যাচ্ছে। তারপরেই এদিন পার্থ চট্টোপাধ্যায়কে আরও ৪ দিন এবং অর্পিতামুখোপাধ্যায়কে ৩ দিনের হেফাজতে চাইল ইডি। ইডি হেফাজতের বিরোধিতা করে সওয়াল অর্পিতার আইনজীবীর।‘১১দিন ইডি হেফাজতে অর্পিতা, আর হেফাজতের প্রয়োজন নেই’, ইডি হেফাজতের বিরোধিতা করে কোর্টে সওয়াল অর্পিতার আইনজীবীর।

Partha Chatterjee Live : পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে চেয়ে সওয়াল ইডি-র

 ‘বড় কেলেঙ্কারি, প্রতিদিন কিছু না কিছু উদ্ধার হচ্ছে’, পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে চেয়ে সওয়াল ইডি-র। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আরও ৪ দিন হেফাজতে চাইল ইডি। অর্পিতাকে (Arpita Mukherjee) ৩ দিনের হেফাজতে চাইল ইডি। এদিকে জামিনের আবেদন করলেন না অর্পিতার আইনজীবী। 

Arpita Mukherjee Investigation Live : অর্পিতা মুখোপাধ্যায় বেশি সহযোগিতা করছেনঃইডি

এসএসসি দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় অপেক্ষাকৃত অর্পিতা মুখোপাধ্যায় বেশি সহযোগিতা করছেন বলে জানিয়েছে ইডি সূত্র।

Partha Chatterjee Live : আরও ৪ দিন পার্থকে হেফাজতে চাইল ইডি

 এসএসসি দুর্নীতি মামলায় আরও ৪ দিন পার্থকে হেফাজতে চাইল ইডি।

WB Cabinet Reshuffle Live : দিশা খুঁজে পেয়েছি, শপথগ্রহণের পর বললেন বাবুল সুপ্রিয়

দিশা খুঁজে পেয়েছি, শপথগ্রহণের পর বললেন বাবুল সুপ্রিয়।

Mamata Cabinet Reshuffle Live :মানুষের দরজায় দরজায় গিয়ে কাজ করতে চাই, বললেন বীরবাহা হাঁসদা

 মানুষের দরজায় দরজায় গিয়ে কাজ করতে চাই, বললেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। 

WB Cabinet Reshuffle Live : পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ,স্নেহাশিস চক্রবর্তী,প্রদীপ মজুমদার

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ,স্নেহাশিস চক্রবর্তী এবং প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৗধুরী।

Mamata Cabinet Reshuffle Live : শপথ নেওয়া শুরু করলেন বাংলার নতুন মন্ত্রীরা

শপথ নেওয়া শুরু করলেন বাংলার নতুন মন্ত্রীরা। বাক্য পাঠ করাচ্ছেন ভারপ্রাপ্ত রাজ্যপাল। 

WB Cabinet Reshuffle Live : রাজভবনে এলেন মমতা

রাজভবনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata Cabinet Reshuffle Live : রাজভবনে শেষ মুহূর্তের প্রস্তুতি, বিকেল ৪টেয় শপথ নেবেন নতুন মন্ত্রীরা

নতুন মন্ত্রীদের শপথগ্রহণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজভবনে একে একে হাজির হচ্ছেন সম্ভাব্য মন্ত্রীরা। বিকেল ৪টেয় শপথগ্রহণ। 

Job Seeker's Agitation Live : মুদিয়ালিতে PSC ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

মুদিয়ালিতে PSC ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। অবিলম্বে শূন্য পদে নিয়োগ ও বয়সসীমায় ২ বছর ছাড়ের দাবিতে PSC দুর্নীতি মুক্ত মঞ্চের ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, করোনা পরিস্থিতিতে ২ বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। PSC কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দেন চাকরিপ্রার্থীরা। আবেদনে কাজ না হলে, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। 

Partha Chatterjee Live : আর কিছুক্ষণেই আদালতে তোলা হবে পার্থ- অর্পিতাকে

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তোলা হবে। আদালতে তোলার আগে মেডিক্যাল টেস্টের জন্য দু’জনকে নিয়ে যাওয়া হয় জোকা ESI হাসপাতালে। গতকালের জুতোকাণ্ডের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে পার্থ-অর্পিতার নিরাপত্তায় মোতায়েন কলকাতা পুলিশ। 


এর আগে পার্থ-অর্পিতার ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি সূত্রে খবর, জেরা পর্ব চলাকালীন বেশ কিছু তথ্য মিলেছে। এই পরিস্থিতিতে দু’জনকেই ফের জেরা করার প্রয়োজন আছে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। সেই কারণেই পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে নেওয়ার ভাবনা ইডি-র।

Mamata Cabinet Reshuffle Live : পরেশ অধিকারীর স্থলাভিষিক্ত হতে পারেন স্নেহাশিস চক্রবর্তী

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর স্থলাভিষিক্ত হতে পারেন স্নেহাশিস চক্রবর্তী। তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী পার্থ ভৌমিক। সম্ভাব্য পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। 

WB News Live : দিল্লি পুলিশের বাধার মুখে বাংলার সিআইডি

পাঞ্জাবের পর দিল্লি পুলিশের বাধার মুখে বাংলার সিআইডি। ঝাড়খণ্ডের বিধায়ক-কাণ্ডের তদন্তে গিয়ে আটকে ৪ অফিসার। জট কাটাতে যাচ্ছেন রাজ্য পুলিশের ৩ শীর্ষ কর্তা।
' পুলিশ রাষ্ট্রে পরিণত করতে চাইছে মোদি সরকার'  দিল্লি পুলিশের সিআইডি-কে তদন্তের বাধার অভিযোগে তোপ তৃণমূলের। রাজ্যসভা থেকে ওয়াকআউট। আদালতে যাক, পাল্টা বিজেপি।

Partha Chatterjee Investigation Live : অপা-য় ED, মাটি শাবল দিয়ে ঠুকে দেখলেন তদন্তকারীরা

SSC দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে পার্থ-অর্পিতার আরও সম্পত্তি। এবার শান্তিনিকতনের অপা-য় ইডি-র হানা। আজ সকালে কলকাতা থেকে ইডি-র ৬ গাড়ির কনভয় অপা-য় পৌঁছয়। কেয়ারটেকারের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে ঢোকেন ইডি-র তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। শান্তিনিকেতনের ওই বাড়িতে কারা আসতেন, সে সম্পর্কে কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক জায়গায় মাটি খোঁড়া থাকায় সেখানে শাবল দিয়ে ঠুকে দেখেন ইডি-র তদন্তকারীরা।

Partha Chatterjee Investigation Live : অপা-য় ED, মাটি শাবল দিয়ে ঠুকে দেখলেন তদন্তকারীরা

SSC দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে পার্থ-অর্পিতার আরও সম্পত্তি। এবার শান্তিনিকতনের অপা-য় ইডি-র হানা। আজ সকালে কলকাতা থেকে ইডি-র ৬ গাড়ির কনভয় অপা-য় পৌঁছয়। কেয়ারটেকারের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে ঢোকেন ইডি-র তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। শান্তিনিকেতনের ওই বাড়িতে কারা আসতেন, সে সম্পর্কে কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক জায়গায় মাটি খোঁড়া থাকায় সেখানে শাবল দিয়ে ঠুকে দেখেন ইডি-র তদন্তকারীরা।

WB Cabinet Reshuffle : আজ রাজ্য মন্ত্রিসভার রদবদল, মমতার মন্ত্রিসভায় আসতে পারে ৮ নতুন মুখ

আজ রাজ্য মন্ত্রিসভার রদবদল, মমতার মন্ত্রিসভায় আসতে পারে ৮ নতুন মুখ। বাদ পড়তে পারেন ৪ জন মন্ত্রী । পরেশ অধিকারীর জায়গায় সম্ভাব্য শিক্ষা প্রতিমন্ত্রী জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী । সম্ভাব্য পঞ্চায়েতমন্ত্রী দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার । সম্ভাব্য তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক । মমতার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় । 

SSC Scam Live : জুতোকাণ্ডের কথা মাথায় রেখে বাড়ানো হল পার্থ-অর্পিতার নিরাপত্তা

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তোলা হবে। জুতোকাণ্ডের কথা মাথায় রেখে বাড়ানো হল নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে কলকাতা পুলিশ।

SSC Recruitment Scam Live : পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে  জনস্বার্থ মামলা

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে  জনস্বার্থ মামলা দায়ের । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের । জনস্বার্থ মামলা দায়ের বিজেপি নেতা প্রদীপ্ত অর্জুনের । শুক্রবার এই মামলায় শুনানির সম্ভাবনা । যদিও আজ মন্ত্রিসভায় রদবদলের পর পরেশ অধিকারীর মন্ত্রিসভা থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল। 

TET Agitation Live : নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মিছিল, চূড়ান্ত উত্তেজনা

নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাওয়ের ডাক প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। উল্টোডাঙা থেকে করুণাময়ী পর্যন্ত মিছিল ঘিরে উত্তেজনা। পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। নিয়োগ বিজ্ঞপ্তি জারির দাবিতে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাওয়ের ডাক দেন ২০১৭-র প্রাথমিকে টেট উত্তীর্ণরা। 

TET Agitation Live : নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মিছিল, চূড়ান্ত উত্তেজনা

নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাওয়ের ডাক প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। উল্টোডাঙা থেকে করুণাময়ী পর্যন্ত মিছিল ঘিরে উত্তেজনা। পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। নিয়োগ বিজ্ঞপ্তি জারির দাবিতে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাওয়ের ডাক দেন ২০১৭-র প্রাথমিকে টেট উত্তীর্ণরা। 

Partha Chatterjee : পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছল ইডি

পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছল ইডি। শুরু তল্লাশি। সিজিও কমপ্লেক্স থেকে সকালে রওনা দিয়ে পৌঁছল ৬ গাড়ির কনভয়।

উল্টোডাঙা উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল

আতঙ্ক বাড়িয়ে উল্টোডাঙা উড়ালপুলে একাধিক জায়গায় ধরা পড়ল ফাটল। উড়ালপুলের দু’দিকের লেনে একাধিক পিলারে ফাটল ধরা পড়ে। সকালে ঘটনাস্থলে যান KMDA ইঞ্জিনিয়াররা। এর আগে গত বছরের নভেম্বরে যান চলাচল বন্ধ রেখে উল্টোডাঙা উড়ালপুলের ভারবহন ক্ষমতা ও স্বাস্থ্য পরীক্ষা করে KMDA। উড়ালপুলের একাংশ দুর্বল হয়ে পড়ায় ৪টি পিলার বসানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পরেও কীভাবে ফাটল ধরল? প্রশ্ন আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের। 

উল্টোডাঙা উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল

আতঙ্ক বাড়িয়ে উল্টোডাঙা উড়ালপুলে একাধিক জায়গায় ধরা পড়ল ফাটল। উড়ালপুলের দু’দিকের লেনে একাধিক পিলারে ফাটল ধরা পড়ে। সকালে ঘটনাস্থলে যান KMDA ইঞ্জিনিয়াররা। এর আগে গত বছরের নভেম্বরে যান চলাচল বন্ধ রেখে উল্টোডাঙা উড়ালপুলের ভারবহন ক্ষমতা ও স্বাস্থ্য পরীক্ষা করে KMDA। উড়ালপুলের একাংশ দুর্বল হয়ে পড়ায় ৪টি পিলার বসানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পরেও কীভাবে ফাটল ধরল? প্রশ্ন আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের। 

Partha Chatterjee Live : বুধবার ফের তল্লাশি অভিযান শুরু করল ইডি

স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের আরও সম্পত্তির হদিশ? সন্ধান পেতে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করল ইডি। সাতসকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ৬টি গাড়ির কনভয়। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 

WB News Live : তৃণমূলের অন্যান্য নেতাদের মাথাতেও জুতো পড়বে আগামী দিনে : সুকান্ত

' দুর্নীতি থেকে নজর ঘোরাতেই রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন করা হচ্ছে। মন্ত্রীত্বের যদি পরিবর্তন করতেই হত তাহলে আগেই তা করতে পারতেন মুখ্যমন্ত্রী। যেহেতু মন্ত্রীর মাথায় জুতো পড়েছে, আরও অন্যান্য নেতাদের মাথাতেও জুতো পড়বে আগামী দিনে। ' রাজ্য মন্ত্রিসভার বদল নিয়ে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।

Anubrata Mondal Case Updates : অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের হানা

গরু পাচারকাণ্ডে এবার অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের হানা। সকাল থেকে বীরভূম জুড়ে সিবিআইয়ের অভিযান শুরু হয়েছে। ৬টি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নানুরের বাসাপাড়ার সাতরা গ্রামে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা কেরিম খানের বাড়িতে চলছে তল্লাশি। কেরিমের ঘনিষ্ঠ জিয়ারুল হক ওরফে মুক্তারের নানুরের আটখুলার বাড়িতেও তল্লাশি চলছে। একইসঙ্গে সিউড়ির সুভাষ পল্লি, সাজানো পল্লি ও পাইকপাড়ায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ৩টি বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।

SSC Scam Live : ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেটা কিছুই নয় : চিত্তরঞ্জন মণ্ডল

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির তল্লাশিতে এখনও পর্যন্ত যে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেটা কিছুই নয়! এবিপি আনন্দর কাছে বিস্ফোরক তৃণমূল আমলের SSC-র প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। একই সঙ্গে তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় একা এই কাজ করেছেন, এটাও মেনে নেওয়া কঠিন।

WB News Live : বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস কোন দলের ?

বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস কোন দলের ? সেই নিয়ে বিধানসভায় চলছে শুনানি। তৃতীয়বার তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাগদার বিধায়ক। আর এবার বিশ্বজিৎ দাসকে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করেছে তৃণমূল কংগ্রেস।

WB News Live : তিরবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ৩

কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের পার্টি অফিসে হামলা। তিরবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ৩। এলাকায় বোমাবাজি। অভিযোগ, গতকাল রাত ৯টা নাগাদ দিনহাটার ভেটাগুড়ি ১ নম্বর অঞ্চলের তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তির ছোড়ার পাশাপাশি বোমাবাজি হয়। 

Coal Smuggling ED : কয়লাকাণ্ডে ED র চার্জশিটে কোনও রাজনৈতিক নেতার নাম নেই

কয়লাকাণ্ডে দিল্লির আদালতে আরেকটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই চার্জশিটেও কোনও রাজনৈতিক নেতার নাম নেই বলেই সূত্রের দাবি। এই বিষয়টিকে হাতিয়ার করে, তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম-কংগ্রেস। যদিও, তৃণমূল এবং বিজেপি দু’দলই তা মানতে নারাজ।

WB News Live : ভরসন্ধেয় জগদ্দলে শ্যুটআউট

ভরসন্ধেয় জগদ্দলে শ্যুটআউট। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় ২ রাউন্ড গুলি চলে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে গুলি চলার ছবি। গুলিতে জখম এক মহিলা-সহ ২। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় একজনকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ। কী কারণে গুলি, খতিয়ে দেখা হচ্ছে। 

Partha Chatterjee News Live : আজ ফের আদালতে তোলা হবে পার্থ - অর্পিতাকে

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তোলা হবে। এর আগে পার্থ-অর্পিতার ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি সূত্রে খবর, জেরা পর্ব চলাকালীন বেশ কিছু তথ্য মিলেছে। এই পরিস্থিতিতে দু’জনকেই ফের জেরা করার প্রয়োজন আছে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। সেই কারণেই পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে নেওয়ার ভাবনা ইডি-র।

Partha Chatterjee News Live : আজ ফের আদালতে তোলা হবে পার্থ - অর্পিতাকে

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তোলা হবে। এর আগে পার্থ-অর্পিতার ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি সূত্রে খবর, জেরা পর্ব চলাকালীন বেশ কিছু তথ্য মিলেছে। এই পরিস্থিতিতে দু’জনকেই ফের জেরা করার প্রয়োজন আছে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। সেই কারণেই পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে নেওয়ার ভাবনা ইডি-র।

Arpita Mukherjee News Live : ইডির নজরে এখন অর্পিতার কোন কোন সম্পত্তি ?

স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে, ছ’জায়গায় হানা দিল ইডি। অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক নেল আর্ট পার্লারে তল্লাশির পাশাপাশি, কয়েকটি ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। ইডির নজরে পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসনের ফ্ল্যাট। মালিক কে? তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ।ফ্ল্যাট সিল করল ইডি।

WB News Live Updates : আলো লাগানোর কাজে ২২ লক্ষ টাকার দুর্নীতি বীরভূমে?

আলো লাগানোর কাজে ২২ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ ঘিরে সরগরম বীরভূমের মুরারই। স্থানীয় এক বাসিন্দা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সোশাল মিডিয়ায়। তা শেয়ার করেছেন তৃণমূলেরই এক নেতা। এ নিয়ে শুরু হয়েছে জলঘোলা। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান অভিযোগ অস্বীকার করেছেন।

Bengal Recruitment Scam Live : স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগেও কি দুর্নীতি ?

স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগেও কি দুর্নীতি হয়েছে? নিয়োগের জন্য গঠিত সিলেকশন কমিটি ঘিরে এমনই আশঙ্কা করছেন মামলাকারীরা। দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Modi Mamata Meet Live : দিল্লিতে শীঘ্রই মোদির মুখোমুখি হবেন মমতা

নিয়োগ-দুর্নীতির মামলা ঘিরে তোলপাড়ের মধ্যে, নীতি আয়োগের বৈঠকে নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর দিল্লি যাওয়ার কথা। তার দু’দিন আগেই এনিয়ে সুর চড়িয়েছে বিজেপি। 

প্রেক্ষাপট

দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে



  • পার্থ অপসারণের পরে মন্ত্রিসভায়  ( West Bengal Cabinet ) রদবদলের পর আজ শপথগ্রহণ। বাবুল, তাপস, পার্থ ভৌমিক, স্নেহাশিস, উদয়নের সঙ্গে জল্পনায় বিপ্লব, প্রদীপ মজুমদার। 

  • বরানগর, পাটুলি থেকে মাদুরদহ, লেক ভিউ রোড। অর্পিতার লুকনো সম্পত্তির খোঁজে ইডি। পণ্ডিতিয়া রোডে অন্যের নামে থাকা একটি ফ্ল্যাট সিল। 

  • অর্পিতার ( Arpita Mukherjee )  আরও সম্পত্তির সন্ধানে ইডির অভিযান। পাটুলিতে নেল পার্লার সিল। ১০০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ।

  • পার্থর পর এবার অর্পিতা। টাকা আমার নয় বলে দাবি।

  • টাকা আমার নয় বলে কি পার্থর ( Partha Chatterjee ) দিকেই অর্পিতার ইঙ্গিত? টাকা কার, বলুন। দাবি বিরোধীদের। চক্রীদের নাম বলছেন না কেন? পাল্টা তৃণমূল। 

  • নিয়োগে দুর্নীতিতে পরতের পর পরত। জোকা ইসএআইতে পার্থকে সামনে ক্ষোভে জুতো ছুঁড়লেন মহিলা।

  • পার্থ-অর্পিতার ২টি ডায়েরি নিয়ে বাড়ছে রহস্য। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হত টাকার বান্ডিল। ডায়েরিতে হাতের লেখা কার? তদন্তে ইডি।

  • মমতার ( Mamata Banerjee )  সফরের আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে অমিত শাহের কাছে শুভেন্দু ( Suvendu Adhikari ) ।

  • শিক্ষায় নিয়োগে দুর্নীতি, বাংলার ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। ত্রিপুরায় কী হচ্ছে? পাল্টা প্রশ্ন তৃণমূলের। 

  • এত বড় দুর্নীতি একা পার্থর পক্ষে সম্ভব নয়, এবিপি আনন্দে বিস্ফোরক এসএসসির প্রথম চেয়ারম্যান।

  • অভিষেকের অফিস থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন কুণাল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.