WB News Live Updates: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১৩৯ জন
Get the latest West Bengal News and Live Updates:বারাণসীতে মমতাকে হেনস্থার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে তৃণমূল (TMC)। কলেজে কলেজে প্রতিবাদ জানাবে টিএমসিপি।
সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে মধ্যশিক্ষা পর্ষদের দফতরের সামনে ধুন্ধুমার। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বেশ কয়েকজন পড়ুয়া ও অভিভাবকদের ধস্তাধস্তি। অ্যাডমিট কার্ড না মেলায় আজ ওই পড়ুয়া ও অভিভাবকরা মধ্যশিক্ষা পর্ষদের দফতরে যান। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যাঁরা অ্যাডমিট কার্ডের দাবি করছে, তারা পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেনি। স্কুলের তরফে থেকেও তাদের জন্য কোনও আবেদন করা হয়নি।
ICSE ও ISC-র চূড়ান্ত সিমেস্টারের নির্ঘণ্ট ঘোষণা করল কাউন্সিল। ২৫ এপ্রিল থেকে শুরু হবে ICSE-র চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা। চলবে ২০ মে পর্যন্ত। অন্যদিকে ISC-র চূড়ান্ত সিমেস্টার শুরু হবে ২৫ এপ্রিল। পরীক্ষা চলবে ৬ জুন পর্যন্ত।
কেন্দ্রীয় মন্ত্রী বা উত্তরপ্রদেশের মন্ত্রী পরিচয় দিয়ে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। রাজারহাট থেকে গ্রেফতার অভিযুক্ত। অভিযোগ, সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে ৪০ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেয় রাজারহাটের বাসিন্দা তপন সরকার।২০২১-এ বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিন ফেরার ছিল অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, গতকাল তাকে বাড়িতে ঢুকতে দেখে মারধর করেন প্রতারিতরা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ।
এসএসসি পরীক্ষা নোটিফিকেশন জারি-সহ সমস্ত শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থীদের। কলেজ স্ট্রিটে উত্তেজনা। কলেজ স্কোয়ারে ব্যারিকেড করে মিছিল আটকাল পুলিশ।
সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে মধ্যশিক্ষা পর্ষদের দফতরের সামনে ধুন্ধুমার। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বেশ কয়েকজন পড়ুয়া ও অভিভাবকদের ধস্তাধস্তি। অ্যাডমিট কার্ড না মেলায় আজ ওই পড়ুয়া ও অভিভাবকরা মধ্যশিক্ষা পর্ষদের দফতরে যান। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যাঁরা অ্যাডমিট কার্ডের দাবি করছে, তারা পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেনি। স্কুলের তরফে থেকেও তাদের জন্য কোনও আবেদন করা হয়নি।
বাজেট অধিবেশনের সময়-বিতর্ক নিয়ে ফের রাজভবনে রাজ্যপাল-মুখ্যসচিব বৈঠক। সকাল ১১টায় রাজভবনে পৌঁছে যান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ৪৫ মিনিটের আলোচনায় জট কাটে। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল জানান, ৭ মার্চ দুপুর ২টোয় বাজেট অধিবেশন ডাকা হয়েছে। এর আগে বিধানসভায় বাজেট অধিবেশন রাত ২টোয় ডাকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। প্রথমে রাজ্যের ভুল ধরিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনকড় । পরে ভুল শুধরে নেওয়া হলেও বিজ্ঞপ্তি জারি হয়নি। এদিন মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়।
পুরভোটের ফল বেরোনোর পর কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বর্ধমান। তৃণমূলের পার্টি অফিসের সামনে দেহ রেখে চলে বিক্ষোভ। অভিযোগ, জয়ী তৃণমূল প্রার্থীর অনুগামীরা কিশোরীর শ্লীলতাহানি করে। অপমানে নাবালিকা আত্মহত্যা করে বলে দাবি মৃতের পরিবারের। অভিযোগ অস্বীকার করেছেন জয়ী তৃণমূল প্রার্থী।
উত্তরপ্রদেশের ভোটেও খেলা হবে! আজ বারাণসীর সভায় যোগী আদিত্যনাথের সরকারকে নিশানা করতে গিয়ে খেলা হবে স্লোগান তোলেন তৃণমূল নেত্রী। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
৩ দিন পার। বিশ্বভারতীতে অব্যাহত পড়ুয়াদের বিক্ষোভ। দাবি জানাতে রেজিস্ট্রারের পা জড়িয়ে ধরে বসে পড়লেন এক পড়ুয়া। অন্যদিকে, বিশ্বভারতীকাণ্ডে আজ আদালত জানায় আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, আদালত তাতে হস্তক্ষেপ করবে না। তবে পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে।
ট্রাভেল এজেন্সি খুলে লক্ষাধিক টাকা তোলার পর বন্ধ অফিস। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের। সংস্থার কর্মীদের অভিযোগ, তাঁরা বেতন পাননি। তদন্ত শুরু
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়তে মরিয়া বহু বাঙালি পড়ুয়া। কখনও হেঁটে কখনও ট্রেনে ইউক্রেন লাগোয়া সীমান্তে পৌঁছচ্ছেন তাঁরা। থাকতে হচ্ছে পোল্যান্ড ও শ্লোভাকিয়ার আশ্রয় শিবিরে। খারকিভ ছাড়ার পর খোঁজ নেই দুর্গাপুরের যমজ বোনের। উৎকণ্ঠায় ঘুম উড়েছে পরিবারের।
এক বছর পার, পরপর রাজ্যে করোনায় মৃত্যু শূন্য। এই সময় করোনা বিধিতে বদল আনল স্বাস্থ্য দফতর। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে এলেই রোগীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। শুধু উপসর্গ থাকলে তবেই পরীক্ষা করাতে হবে। সেইসঙ্গে কোভিড বেড কমানোর কথাও বলা হয়েছে নির্দেশিকায়
২০১৬ সালের এসএলএসটি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। আহ্বায়ক কমিটির নেপথ্যে আর্থিক দুর্নীতি, অনুসন্ধান করবে সিবিআই।
রাজ্যে কমেছে করোনার প্রকোপ। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। মৃত্যু শূন্য
তাহেরপুর থানার ওসি বদল। অভিজিৎ বিশ্বাসকে বদলি করা হল রানাঘাট পুলিশ জেলা অফিসে। তাহেরপুর থানার নতুন ওসি হলেন অমিয়তোষ রায়। আগে ধানতলা থানার ওসি ছিলেন তিনি। ধানতলা থানার নতুন ওসি রজনী বিশ্বাস। তিনি ছিলেন তাহেরপুর থানার সেকেন্ড অফিসার। রুটিন বদলি জানিয়েছে জেলা পুলিশ।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়তে চাইছেন ভারতীয় পড়ুয়ারা। কোনওক্রমে প্রতিবেশী দেশগুলিতে পৌঁছতে চাইছেন তাঁরা। কিন্তু দেশে ফেরা অনিশ্চিত। এমনই দুই পড়ুয়ার বাড়ি ফেরা নিয়ে উত্কণ্ঠায় নদিয়া ও মালদার দুই পরিবার।
ত্রিশঙ্কু চাঁপদানিতে তারাই বোর্ড গঠন করতে চলেছে বলে দাবি করল তৃণমূল। শাসক দলের দাবি, নির্দলদের বড় অংশই তাদের সমর্থন করেছেন। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
ইউক্রেনে হামলা রাশিয়ার। হাজরায় যুদ্ধবিরোধী বিক্ষোভ এআইডিএসও-র। ইউক্রেনের পাশে থাকার বার্তা।
রাত নয়, ৭ মার্চ দুপুর দুটোতেই বসবে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপাল-মুখ্যসচিব বৈঠকের পর নতুন বিজ্ঞপ্তি জারি। ৪৫ মিনিটের আলোচনায় কাটল জট।
হাজরায় যুদ্ধবিরোধী বিক্ষোভ পড়ুয়াদের। এসইউসিআই-এর ছাত্র সংগঠনের তরফে ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক হামলার বিরোধিতা করে অবস্থান-বিক্ষোভ দেখানো হয়।
'ইউক্রেনে যুদ্ধ চলছে, আর আটকে পড়া পড়ুয়াদের দেশে না ফিরিয়ে রাজনৈতিক সভা করছেন মোদি।' ইউক্রেনে ভারতীয়দের পরিস্থিতি নিয়ে এভাবেই মোদিকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার প্রশ্ন, 'মোদির সঙ্গে পুতিনের যদি ভাল সম্পর্ক হয়, তাহলে ফেরাচ্ছেন না কেন?'
রাজ্যে ৪টি পুরসভার ফলাফল ত্রিশঙ্কু হয়ে রয়েছে। সেখানে কী ভাবে বোর্ড গঠন করা হবে? স্থির হয়েছে পুরবোর্ড তৈরির জন্য সমর্থন নিয়ে সিদ্ধান্তের ভার ছাড়া হবে স্থানীয় নেতৃত্বের উপর। চাঁপদানি, এগরা, বেলডাঙা ও ঝালদা পুরসভা ত্রিশঙ্কু হয়েছে। সেগুলির ক্ষেত্রে এমনই সিদ্ধান্ত তৃণমূলের। তবে নির্দলদের দলে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি। স্পষ্টবার্তা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
নির্দলদের নিয়ে চিন্তিত নই, বিনা শর্তে ৬ জন লিখিতভাবে তৃণমূলকে সমর্থন করবে বলে জানিয়েছে। ফলে ত্রিশঙ্কু চাঁপদানি পুরসভা তৃণমূলই দখল করবে বলে দাবি প্রাক্তন পুরপ্রধান সুরেশ মিশ্রর। চাঁপদানি পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১১টি ও নির্দলরা ১০টি ওয়ার্ডে জয়ী হয়েছে। কংগ্রেস একটি ওয়ার্ড দখল করেছে। তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ নেতা, কর্মী টিকিট না পেয়ে এবার নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। ২ জনকে দল বহিষ্কারও করা হয়। চাঁপদানি পুরসভায় বোর্ড গঠনে বেশ কয়েকবার নির্দলরা ছিল বড় ফ্যাক্টর। এবারও বজায় থাকল সেই ধারা। কটাক্ষ করেছে বিজেপি।
বাজেট অধিবেশনের সময়-বিতর্ক নিয়ে ফের রাজভবনে রাজ্যপাল-মুখ্যসচিব বৈঠক। সকাল ১১টায় রাজভবনে পৌঁছে যান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ৪৫ মিনিটের আলোচনায় জট কাটে। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল জানান, ৭ মার্চ দুপুর ২টোয় বাজেট অধিবেশন ডাকা হয়েছে। এর আগে বিধানসভায় বাজেট অধিবেশন রাত ২টোয় ডাকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। প্রথমে রাজ্যের ভুল ধরিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনকড় । পরে ভুল শুধরে নেওয়া হলেও বিজ্ঞপ্তি জারি হয়নি। এদিন মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়।
বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। কলেজে কলেজে বিক্ষোভ কর্মসূচী তৃণমূলের ছাত্র সংগঠনের।
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ধৃত কৃষ্ণেন্দু জানা হাওড়ার শ্যামপুর থানার কর্মরত। স্থানীয় সূত্রে খবর, ২০১৮-য় পায়েল জানার সঙ্গে বিয়ে হয় কৃষ্ণেন্দুর। গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মানসিক ও শারীরিক নির্যাতন করতেন সিভিক ভলান্টিয়ার।বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় স্ত্রীর ওপর নির্যাতন বাড়ে বলে অভিযোগ। পরিবারের দাবি, তার জেরে সোমবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করে পুলিশ।
হাওড়ার ইছাপুরের দেবারতি দাস। ইউক্রেনের খারকিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পরিবারের দাবি, যুদ্ধ শুরুর পর প্রথম ৫ দিন কার্যত অভুক্ত থেকেছেন দেবারতি। গতকাল ১০ কিলোমিটার হেঁটে পৌঁছন লাভিভ শহরে। সেখান থেকে ট্রেনে চড়ে রওনা দিয়েছেন রোমানিয়া সীমান্তের দিকে। গতকাল রাত আড়াইটে নাগাদ শেষবার কথা হয়েছে মা-বাবার সঙ্গে। রোমানিয়া পৌঁছনোর পর কী হবে, তা ভেবেই চরম উত্কণ্ঠায় দেবারতির পরিবার
তাহেরপুর থানার ওসি বদল। অভিজিৎ বিশ্বাসকে বদলি করা হল রানাঘাট পুলিশ জেলা অফিসে। তাহেরপুর থানার নতুন ওসি হলেন অমিয়তোষ রায়। আগে ধানতলা থানার ওসি ছিলেন তিনি। ধানতলা থানার নতুন ওসি রজনী বিশ্বাস। তিনি ছিলেন তাহেরপুর থানার সেকেন্ড অফিসার। রুটিন বদলি জানিয়েছে জেলা পুলিশ।
বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদ। সমবায়মন্ত্রী ও মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের নেতৃত্বে শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও প্রতিবাদে সরব হন তৃণমূল কর্মী-সমর্থকরা
ইউক্রেনের যুদ্ধভূমি থেকে সদ্য বাড়ি ফিরেছেন বেলুড়ের অন্বেষা দাস। ২৬ ফেব্রুয়ারি সকালে বাসে করে নিয়ে আসা হয় রোমানিয়া সীমান্তে। ১০-১২ কিলোমিটার রাস্তা প্রচণ্ড ঠান্ডার মধ্যে হাঁটার পর সেখানে পৌঁছে ভিড় দেখে ভয় পেয়ে যান অন্বেষা। সেইসব দিনের কথা এখনও ভুলতে পারছেন ইউক্রেন-ফেরত মেডিক্যাল পড়ুয়া।
এসএসসি-র পরীক্ষার নোটিফিকেশন জারি-সহ সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থীদের। কলেজ স্ট্রিটে উত্তেজনা। কলেজ স্কোয়ারে ব্যারিকেড করে মিছিল আটকাল পুলিশ
তিয়াষা বিশ্বাস। বাড়ি বারাসাতে। ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়া। গতরাতেই ফিরেছে নিজের বাড়িতে
৩ দিন পার। বিশ্বভারতীতে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত। নিজের দফতরেই রয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন রেজিস্ট্রার। চিকিত্সকরা এসে পরীক্ষা করেন।সকাল থেকে রেজিস্ট্রারের অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষের দাবি, তাঁদের আটকে রাখা হয়েছে। কর্তৃপক্ষ নাটক করছে, পাল্টা দাবি পড়ুয়াদের।
পিয়াস ঘোষ। বাড়ি ডায়মন্ডহারবারে। ইউক্রেন পেরিয়ে আশ্রয় নিয়েছেন হাঙ্গেরিতে। ছেলের দেশে ফেরার অপেক্ষায় পরিবার
গোলাগুলির মাঝেই মাইনাস ৫ ডিগ্রি তাপমাত্রায় কখনও জঙ্গল, কখনও গ্রামের রাস্তা ধরে ৪৫ কিলোমিটার হেঁটে ওঁরা পৌঁছেছিলেন পোল্যান্ড সীমান্তে। সেখান থেকে দেশে ফেরার বিমান ধরেন লাভিভ মেডিক্যাল মিশন ইউনিভার্সিটির দুই পড়ুয়া দ্বিতীয় বর্ষের ক্যালসেইন ক্যালসো ভুটিয়া ও তৃতীয় বর্ষের অলক মিশ্র। দু’জনেই দার্জিলিঙের বাসিন্দা। এদিন তাঁরা বাগডোগরা বিমানবন্দরে নামেন। ইউক্রেন-ফেরত দুই পড়ুয়ারই ভয়াবহ অভিজ্ঞতা।
দোকান খোলাকে কেন্দ্র করে আনন্দপুর থানা এলাকায় ধুন্ধুমার।গাড়ি, অটো, বাইক ভাঙচুর। কয়েকজনকে মারধরও করা হয় বলে অভিযোগ। আরেক পক্ষের দাবি, বেআইনি মদের দোকান বন্ধ করতে চাওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়।
পুরভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক উত্তেজনা , সংঘর্ষ,পার্টি অফিস ভাঙচুর। ঘটনা বাঁকুড়া শহরে। নির্দল প্রার্থীর বিজয় মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ। তৃনমূলের কার্যালয়ে পালটা ভাঙচুরের অভিযোগ নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
গঙ্গায় বিসর্জন দেওয়া হবে বাপি লাহিড়ির চিতাভস্ম। স্ত্রী চিত্রাণী ও ছেলে বাপ্পা-সহ পরিবারের সদস্যরা আজ মুম্বই থেকে কলকাতায় আসেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এখান থেকে গঙ্গার ঘাটে গিয়ে পারিবারিক প্রথা মেনে বিসর্জন দেওয়া হবে বাপি লাহিড়ির চিতাভস্ম
শুভজিত্ সিংহ। আপাতত আটকে আছেন পোল্যান্ডে। বহু কষ্টে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত খারকিভ থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়েছেন তিনি। কবে বাড়ি ফিরবে ছেলে, দুশ্চিন্তায় বাবা।
রাজ্যের ৪টি পুরসভায় ভোটের ফল ত্রিশঙ্কু। তালিকায় আছে মুর্শিদাবাদের বেলডাঙা, পূর্ব মেদিনীপুরের এগরা, পুরুলিয়ার ঝালদা এবং হুগলির চাঁপদানি। এই ৪ পুরসভাতেই বোর্ড গড়তে তৃণমূলের প্রয়োজন অন্যের সমর্থন। সেক্ষেত্রে কি বহিষ্কৃত নির্দল প্রার্থীদের সমর্থন নেবে শাসক দল? তুঙ্গে জল্পনা।
করোনা পরীক্ষার নতুন গাইডলাইন জারি করল রাজ্য সরকার।রাজ্য স্বাস্থ্য দফতরের গাইডলাইনে বলা হয়েছে, হাসপাতালে আসা রোগীদের শুধুমাত্র উপসর্গ থাকলে কোভিড পরীক্ষা করতে হবে। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষা করার দরকার নেই। তবে নাক বা গলার অস্ত্রোপচারের আগে কোভিড পরীক্ষা জরুরি।
কেন্দ্রীয় মন্ত্রী বা উত্তরপ্রদেশের মন্ত্রী পরিচয় দিয়ে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। রাজারহাট থেকে গ্রেফতার অভিযুক্ত। অভিযোগ, সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে ৪০ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেয় রাজারহাটের বাসিন্দা তপন সরকার। ২০২১-এ বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিন ফেরার ছিল অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, গতকাল তাকে বাড়িতে ঢুকতে দেখে মারধর করেন প্রতারিতরা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ।
শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে পুনর্নির্বাচন। কাল (৪ মার্চ) পুনর্নির্বাচনের পর ওইদিনই ফলঘোষণা। ইভিএম থেকে তথ্য উদ্ধার করতে না পারায় ফের ভোটের সিদ্ধান্ত, নির্বাচন কমিশন সূত্রে খবর।
পুরভোটের ফল ঘোষণা হতেই খড়গপুরে উত্তেজনা। খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ তৃণমূলের।
দক্ষিণ ২৪ পরগনায় ঘাসফুলের জয়জয়কার। ৬টি পুরসভার সবকটিতেই জয়ী তৃণমূল। ৩টে পুরসভা পুরোপুরি বিরোধীশূন্য। ছ’টা পুরসভার মোট ১৩৭টা ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতল ১৩২টায়।
পুরভোটের ফল ঘোষণার পরই ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ।পুরনো শত্রুতা থেকে ভাঙচুর, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আজ অখিলেশের সমর্থনে উত্তরপ্রদেশে প্রচার মমতার। কাল উত্তরপ্রদেশে যাওয়ার পরই তৃণমূল নেত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপির। গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকা, জয় শ্রীরাম স্লোগান। পাল্টা জয় হিন্দ স্লোগান তৃণমূল নেত্রীর।
প্রেক্ষাপট
কলকাতা: বারাণসীর (Varanasi) দশাশ্বমেধ ঘাটে গিয়ে বিজেপির (BJP) বিক্ষোভের মুখে মমতা (Mamata Banerjee)। ছোড়া হল কালো পতাকা। স্থানীয় থানায় এফআইআর রাজ্য সরকারের।
জেড প্লাস সুরক্ষা সত্বেও বাংলার মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে কীভাবে বিক্ষোভ? কেন ছিল না যথেষ্ট নিরাপত্তা? উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন।
বারাণসীতে মমতাকে হেনস্থার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে তৃণমূলে (TMC)। কলেজে কলেজে প্রতিবাদ জানাবে টিএমসিপি। বাংলায় যা করেছেন, তারই ফল, পাল্টা বিজেপি।
১০৮টি পুরসভায় তৃণমূল একাই ১০২। অধিকারী-হীন কাঁথি। বহরমপুর হারাল কংগ্রেস। এই প্রথম জয়নগরও জোড়াফুল।
১০৮টি পুরসভার ভোটে ২ নম্বরে নির্দল। বাম দখলেই তাহেরপুর। দল গঠনের ৫ মাসেই দার্জিলিঙ পুরসভা হামরো পার্টির। ৪ পুরসভা ত্রিশঙ্কু।
নেই বাম-বিজেপি-কংগ্রেস। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে এই প্রথম নির্দল। ৯৪ শতাংশ পুরসভাতেই ঘাসফুল ঝড়। ঝুলিতে ৬৩ শতাংশ ভোট।
২ হাজারের বেশি ওয়ার্ডের মধ্যে মাত্র ৬৫টিতে জয়। কাঁথি, বালুরঘাটে নিজের ওয়ার্ডেই হার শুভেন্দু, সুকান্তর। দিলীপ, অর্জুনের গড়েও ভরাডুবি।
ডায়মন্ড হারবার, চাকদা থেকে হালিশহর, সিউড়ি, ঘাটাল। ১০৮টির মধ্যে ৩৩টি পুরসভাই বিরোধীশূন্য।
ভোটে অশান্তির অভিযোগ খারিজ মমতার। বললেন, কোথাও কিছু ঘটেনি। ১১ হাজার ২৫টি বুথের মধ্যে মাত্র ৭টি বুথে অভিযোগ উঠেছে।
বিপুল ভোটে জয়ের পরে বিরোধীদের পাশে থাকার বার্তা ফিরহাদের। বিরোধীশূন্য শুনতে খারাপ লাগে, বললেন অখিল।
সবুজ সাইক্লোনেও বাম দখলে তাহেরপুর।
জেলে বসেই জয়ের খবর। জিতে জেল থেকে বেরোলেন বীরভূমের একমাত্র জয়ী বামপ্রার্থী রামপুরহাটের সঞ্জীব মল্লিক। প্রশংসায় অনুব্রতও।
৩ দশক পরে বহরমপুর হারাল কংগ্রেস। মক পোলের চ্যালেঞ্জ অধীরের। মানি না রেজাল্ট, আক্রমণে বিজেপি। কোর্ট-রাজ্যপালেই থাকুক, খোঁচা ফিরহাদের।
দার্জিলিঙে হামরো পার্টির ঝড়ে খাতাই খুলতে পারল না বিজেপি। দল জিতলেও হারলেন প্রতিষ্ঠাতা। এবার জিটিএ ভোট, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বেলডাঙা, এগরা, ঝালদা, চাপদানি। ৪ পুরসভা ত্রিশঙ্কু। ঝালদায় তৃণমূলকে ১ নির্দলের সমর্থন।
পুরভোটে ভরাডুবির পরেই আক্রমণে জয়প্রকাশ। প্রভাব পড়বে না সংগঠনে, দাবি শমীকের।
দেউচা-পাঁচামি নিয়ে ফের বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বললেন, মিছিল-মিটিং-বিক্ষোভ সারাজীবন করে পঙ্গু করে দিয়েছে বিরোধীরা।
আনিস খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফের বিক্ষোভ। এআইডিএসও-র লালবাজার, ভবানীভবন অভিযান। পথে নামল টিএমসিপিও।
নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি। সিঙ্গল বেঞ্চের সিবিআই অনুসন্ধানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। ১৪ মার্চ ফের মামলার শুনানি।
একদিনে উচ্চমাধ্যমিক-জেইই মেন। ২ এপ্রিল থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিকের দিন বদলানোর সম্ভাবনা। আগামী সপ্তাহে ঘোষণা, জানাল সংসদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -