West Bengal News Live Updates: ফের সন্দেশখালি নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ নরেন্দ্র মোদির
Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
ভোটের দফা বাড়ার সঙ্গে সঙ্গে সন্দেশখালি ইস্যুতে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। আজ বর্ধমান, তেহট্ট থেকে বোলপুর- পরপর তিনটি সভা থেকেই সন্দেশখালি নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।
মনোনয়ন জমা দিলেন পুরুলিয়ার বাম-কংগ্রেস জোট প্রার্থী নেপাল মাহাতো। জেলা সদর কার্যালয় থেকে পদযাত্রা করে মনোনয়ন জমা দিলেন তিনি। নেপাল মাহাতোর সঙ্গে মিছিলে পা মেলালেন সিপিএম নেতা-নেত্রীরা।
দেবকে কুণাল ঘোষের আক্রমণ নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা নিয়ে বিতর্ক থামার নাম নেই। শুক্রবার এনিয়ে দেব বললেন, আমার কাছে গদ্দার শব্দটা হচ্ছে দলের মধ্যে থেকে দলবিরোধী কাজ করা বা দলবিরোধী মন্তব্য করা। পাল্টা কুণাল ঘোষের জবাব, দলের পদে বসে, দলের সাংসদ থেকে, দলের প্রার্থী হয়ে, তো এগুলোও তো একধরনের গদ্দারি।
'টিএমসি, বাম, কংগ্রেসের কাছে উন্নয়নের কোনও ধারণাই নেই। ওরা বলছে মোদিকে লাঠি মারো, গুলি করো, তাতে আমি ভয় পাই না'
বর্ধমানের সভা থেকে একযোগে বিরোধীদের আক্রমণে মোদি।
তৃতীয় দফা ভোটের আগে মানিকতলায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই, পারিবারিক গন্ডগোল। পাল্টা দাবি করেছে শাসক দল। ধৃত তিনজনের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
'দলে থেকে দল বিরোধী মন্তব্য করা হল গদ্দারি। এর মধ্যেই পরিষ্কার কে গদ্দার, কে গদ্দার নয়', গদ্দার বিতর্কে ফের মুখ খুললেন দেব।
তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি? সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। সোম-মঙ্গলবার রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৬, ৭ মে রাজ্যের একাংশে ৪০ থেকে ৪৫ কিমি বেগে ঝড়েরও সম্ভাবনা। কাল দুই ২৪ পরগনা, উত্তরবঙ্গের ৫ জেলায় হতে পারে হালকা বৃষ্টি। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদায়। বৃষ্টির পরে অন্তত ৭২ ঘণ্টার জন্য কমতে পারে তাপমাত্রা। আপাতত আর তাপপ্রবাহের কবলে কলকাতার না পড়ার সম্ভাবনা।
ছাব্বিশের আগেই বিধানসভা ভোটের হুঙ্কার শুভেন্দুর। 'এবার এমন সংখ্যা পাব, আর ছাব্বিশের গল্প নেই', হুগলির পুরশুড়ার সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
তিলজলার চৌবাগায় পুকুরে তলিয়ে মৃত্যু ৩ কিশোরের। গরমের মধ্যে বিকেলে পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি। '৩ জন কিশোরের কেউই সাঁতার জানত না', বন্ধুকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ ২ কিশোরের, দাবি স্থানীয়দের। ডুবুরি নিয়ে ৩ কিশোরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার পুলিশের। হাসপাতালে নিয়ে গেলে ৩ কিশোরকে মৃত বলে ঘোষণা।
এবার এইমসের চিকিৎসকদের ওপর ভরসা জ্যোতিপ্রিয়র। 'জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, দিনের পর দিন অবনতি হচ্ছে', জ্যোতিপ্রিয়র জামিনের আবেদনের শুনানিতে দাবি আইনজীবীর। 'প্রয়োজনে এইমসের চিকিৎসকদের ডাকুক ইডি। এইমসের চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিন', জ্যোতিপ্রিয়র জামিনের আবেদনের শুনানিতে দাবি আইনজীবীর। আগে দেখতে হবে, জেলে চিকিৎসার পরিকাঠামা আছে কি, না, পাল্টা ইডি। সোমবার মামলার পরবর্তী শুনানি।
ভোটের আবহেই ২ ওসিকে সরিয়ে দিল কমিশন। আনন্দপুর ও ডায়মন্ড হারবারের ওসিকে সরাল কমিশন। বিজেপির অভিযোগ, ২ ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের কাজে রাখা যাবে না এই ২ ওসিকে, জানাল কমিশন।
যোগ্য-অযোগ্য বিভাজন-অবস্থানে এসএসসি চেয়ারম্যানের ইউটার্ন! বিতর্কিত চাকরিপ্রাপকদের তালিকা সুপ্রিম কোর্টে দেব, জানাল এসএসসি। 'বরাবরই অযোগ্যদের আড়াল করার চেষ্টা করেছে এসএসসি', অবস্থান-বদল নিয়ে পাল্টা অভিযোগ আইনজীবীদের একাংশের।
এসএসসির চেয়ারম্যানের ইউটার্ন! 'যোগ্য-অযোগ্য বিভাজন কী করে করব?' আগে বলেছিলেন এসএসসির চেয়ারম্যান। আজ উল্টো সুর তাঁর। 'চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য-অযোগ্য চিহ্নিত করা সম্ভব', বললেন সিদ্ধার্থ মজুমদার।
চাকরিহারাদের বিক্ষোভে করুণাময়ীতে তুলকালাম। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ। সুবিচার চেয়ে ফের পথে চাকরিহারা শিক্ষকরা। আচার্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় বসে হাতে ওএমআর শিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ চাকরিহারাদের। যোগ্য-অযোগ্য স্পষ্ট করুক এসএসসি, ২৪ ঘণ্টার মধ্যে তালিকা দিক, দাবি বিক্ষোভকারীদের।
দেবের কপ্টারে ধোঁয়া, উড়ানের পরেই জরুরি অবতরণ। রতুয়া থেকে রানিনগর যাওয়ার সময় দেবের কপ্টারে বিভ্রাট। রতুয়া থেকে উড়ানের ৫ মিনিট পরই মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ। দেবের কপ্টারে যান্ত্রিক ত্রুটি, মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ।
কপ্টারে যান্ত্রিক ত্রুটি, সড়ক পথে রওনা দিলেন দেব।
'চাকরি বেচার মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। পার্থ আমার সুখ্যাতি করলে, তা আমার পক্ষে লজ্জার। চাকরি বিক্রির টাকা পাওয়া গিয়েছে পার্থর বান্ধবীর বাড়িতে। এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ। আমাকে আক্রমণ করে বুঝিয়ে দিলেন আমি এই চক্রে ছিলাম না', পার্থর বক্তব্যে নিয়ে পাল্টা তোপ কুণাল ঘোষের।
কুণালকে পাল্টা আক্রমণ পার্থর। 'কুণালকে আরও অনেক আগেই দল থেকে তাড়ানো উচিত ছিল। আগে চিটফান্ডের টাকার হিসাব দিন কুণাল', আক্রমণ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের
কুণালকে পাল্টা আক্রমণ পার্থর। 'কুণালকে আরও অনেক আগেই দল থেকে তাড়ানো উচিত ছিল। আগে চিটফান্ডের টাকার হিসাব দিন কুণাল', আক্রমণ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের
'যোগ্য' চাকরিহারাদের পাশে মোদি, পাল্টা আক্রমণ মমতার। 'চাকরি কেড়ে বড় বড় কথা মোদির, চাকরি খেয়েছে মোদিবাবুর দল' রায়না থেকে আক্রমণ মমতার।
'১০ বছর ধরে দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছি' বললেন নরেন্দ্র মোদি
'চাকরি খেয়েছে মোদিবাবুর দল' আক্রমণ মমতার
বর্ধমানের জনসভায় 'যোগ্য' চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর।
'প্রতারিতদের টাকা ফেরানো হবে, এটা মোদির গ্যারান্টি' বললেন প্রধানমন্ত্রী
বঙ্গে ভোট প্রচারে এসে ফের মোদির মুখে সন্দেশখালি
'গোটা দেশে ১৫টি আসনও জিততে পারবে না তৃণমূল' ভবিষ্যদ্বাণী মোদির
মেদিনীপুরে জেলা শাসকের অফিসে মনোননয় জমা দিতে গেলেন ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ। ট্রেনে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন হিরণ।
ফের পথে চাকরিহারারা, করুণাময়ীতে ধুন্ধুমার
'তৃণমূলের তোলাবাজরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত। শিক্ষক নিয়োগ নিয়ে লাখ লাখ যুবককে প্রতারিত করেছে।' টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, বর্ধমানের সভায় আক্রমণ মোদির
'যোগ্য' চাকরিহারাদের পাশে প্রধানমন্ত্রী
'আমি ভয় পাই না' মন্তব্য প্রধানমন্ত্রীর
রাজভবন থেকে হেলিপ্যাড পৌঁছে বর্ধমানে উড়ে গেলেন মোদি
এবার লোকসভা ভোটের 'তারকা প্রচারকে'র তালিকা থেকে কুণাল ঘোষকে বাদ দিয়ে দিল তৃণমূল।
পঞ্চম দফা ভোটের আগে বনগাঁয় উদ্ধার হল টাকা। সূত্রের খবর উদ্ধার করা হয়েছে প্রায় ২২ লক্ষ চাকা। বনগাঁ টাউন মার্কেটের ব্যবসায়ীর কাছে হিসাব বহির্ভূত টাকার হদিস পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রাতেই এই মার্কেটের একটি প্রসাধনী সামগ্রীর দোকানে হানা দেয় বনগাঁ থানার পুলিশ। সেখানে পৌঁছন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ও নির্বাচন কমিশনের আধিকারিকেরা। টাকার অঙ্ক বেশি থাকায় খবর দেওয়া হয় আয়কর দফতরে। সূত্রের খবর, টাকার উৎস কী তার যথাযথ উত্তর দিতে পারেননি ব্যবসায়ী। এরপর তাঁর দোকানেও তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা।
তৃতীয় দফার ভোটের আগে আজ রাজ্যে মেগা প্রচার। ৩ টি জায়গায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ধমান, বোলপুর ও কৃষ্ণনগরে ভোটপ্রচার করবেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এই তেহট্টেই গতকাল মহুয়া মৈত্রর সমর্থনে প্রচার করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভা রয়েছে বর্ধমানের রায়না ও সমু্দ্রগড়ে। বোলপুর লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীর সভার আগে এখানে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সভা। ১ ঘণ্টার ব্যবধানে বোলপুর কেন্দ্রে ভোটপ্রচার সারার কথা রয়েছে নরেন্দ্র মোদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ রানিগঞ্জেও সভা রয়েছে অভিষেকের। এদিকে আজ মেদিনীপুর শহর ও পুড়শুরায় সভা করার পর, লকেট চট্টোপাধ্য়ায়ের সমর্থনে পাণ্ডুয়ায় রোড শো করবেন শুভেন্দু অধিকারী। বাগনানেও রোড শো করার কথা রয়েছে তাঁর।
''আমার সবিনয়ে অনুরোধ 'অপদার্থ' ও 'দলবিরোধী' কুণাল ঘোষের শূন্যপদে নিয়োগ হোক'' সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের
আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি। সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় আগামিকাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। পরশু থেকেই তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে আগামিকাল পর্যন্ত চলবে তীব্র তাপপ্রবাহ।
অভিযোগ সামনে আসার পর, রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বিবৃতি দিয়ে অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে জানিয়েছেন, সত্য়ের জয় হবে। সাজানো গল্পের সামনে আমি মাথা নত করব না। কেউ আমাকে কালিমালিপ্ত করে, নির্বাচনে সুবিধা পাওয়ার চেষ্টা করলে, ঈশ্বর তার মঙ্গল করুন। কিন্তু, বাংলার দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই তারা থামাতে পারবে না।
গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে সিদ্ধান্ত জানাতে আদালতে ফের সময় চাইলেন মুখ্যসচিব। অভিযুক্তরা এতই প্রভাবশালী যে রাজ্যের মুখ্যসচিবের কলম কাজ করছে না। রাজ্য সরকার ও মুখ্যসচিবকে ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।
কুণাল ঘোষের মুখে ফের শোনা গেল 'চাকরি সমস্যা'র কথা। আজ তিনি বলেন, এই চাকরি সমস্যাটা অনেক আগে মানবিক দৃষ্টিভঙ্গিতে রিঅ্যাক্ট করে সমাধান করা উচিত ছিল, দলের সেটা মনে হয়নি। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা।
ফের বাংলায় প্রধানমন্ত্রী। আজ কৃষ্ণনগর সহ ৩ সভা মোদির। আক্রমণে মমতা।
লোকসভা ভোটের মধ্যেই নজিরবিহীন ঘটনা। রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ রাজভবনেরই অস্থায়ী কর্মরত মহিলার।
প্রেক্ষাপট
লোকসভা ভোটের মধ্যেই নজিরবিহীন ঘটনা। রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ রাজভবনেরই অস্থায়ী কর্মরত মহিলার।
সিভি আনন্দ বোসের বিরুদ্ধে দুবার শ্লীলতাহানির অভিযোগ ২০১৯ সাল থেকে রাজভবনে কর্মরত মহিলার। রাজ্যে এলেন প্রধানমন্ত্রী, রাতে থাকলেন রাজভবনে।
বানানো বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নই। সম্মানহানি করে নির্বাচনী ফায়দা নেওয়ার চেষ্টা। দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে, থামাতে পারবে না, প্রতিক্রিয়া রাজ্যপালের।
সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী কর্মরত রাজ্যপালের বিরুদ্ধে মামলা শুরুর সংস্থান নেই, মত আইনজ্ঞদের। রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্টে অভিযোগ, চলছে চিন্তাভাবনা, পুলিশ সূত্রে দাবি।
বাংলার মাটিতে নারীর অপমান। রাষ্ট্রপতির কাছে যাওয়ার চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেসের। সিভি আনন্দ বোসের সম্পর্কে কোনওদিন এরকম অভিযোগ শুনিনি। নজর ঘোরানার চেষ্টা, কটাক্ষ তথাগত রায়ের।
রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। মন্ত্রী চন্দ্রিমার রাজভবনে ঢোকার নিষেধাজ্ঞা রাজভবনের। রাজনৈতিক প্রভুদের কথায় তদন্তের নামে রাজভবন চত্বরে পুলিশের প্রবেশ নিষেধ, রাজভবন সূত্রে খবর।
সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণের পর তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ কুণাল।
পদ হারালেও কর্মীদের পাশে পেয়ে চোখে জল কুণালের। দলে থেকেই লড়াইয়ের অঙ্গীকার।
কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ালেন শান্তনু সেন।
পদ হারিয়ে শুভেন্দুর পারফরম্যান্সের প্রশংসায় কুণাল।
ফের বাংলায় প্রধানমন্ত্রী। আজ কৃষ্ণনগর সহ ৩ সভা মোদির। আক্রমণে মমতা।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চাওয়া মুখ্যসচিবকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। ইচ্ছে করে বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার কৌশল, কড়া পদক্ষেপ করতে বাধ্য করছেন, হুঁশিয়ারি বিচারপতির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -