West Bengal News Live : দলবদলের জেরে শেষ হাসি হাসল তৃণমূল, হইচই পুরুলিয়ায়
WB Live News : রাজ্যের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর এক নজরে...
জ্ঞান ফিরলেও, সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের। এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
ফের বোমায় বিপন্ন শৈশব! দুই জেলায় জখম হল দুই বালক। বসিরহাটে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে উড়ল হাত। মানিকচকে জখম হয়েছে আরেক বালক। বারুদের স্তূপে বাংলা। কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ।
'শ্রদ্ধা করি ওনাকে। এ সমাজে শিরদাঁড়া ভাড়া পাওয়া যায় না। বিরল রাজনীতিবিদ। ওনার আমলে কিছু সমস্য়া হলেও উনি ভাল। এখন যারা রাজনীতিতে আসছে তাদের মডেল', মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রের
পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি। কিন্তু, দলবদলের জেরে শেষ হাসি হাসল তৃণমূল। এমন কাণ্ড ঘিরে হইচই পড়ে গেছে পুরুলিয়ায়। জয়পুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২০। বোর্ড গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১। এবারের নির্বাচনে জয়পুর পঞ্চায়েতের ১০টি আসনে জয়ী হয় বিজেপি। তৃণমূলের দখলে যায় ৮টি আসন। ২টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হন। আজ পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দল বদল করেন বিজেপির ২ জয়ী সদস্য। ২ নির্দল সদস্যও যোগ দেন তৃণমূলে। শাসকদলের দাবি, ১২ জন সদস্য-কে নিয়ে জয়পুর পঞ্চায়েত দখল করল তারাই।
কাকদ্বীপে তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ, তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ, উড়ল অ্যাসবেসটসের চাল।
পঞ্চসায়র অপহরণকাণ্ডে নতুন মোড়! তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়িতে তুলেছিল। সাদা কাগজে সই করিয়েছে পুলিশ। গোপন আস্তানা থেকে ফিরে বিস্ফোরক অভিযোগ তুললেন মথুরাপুরের চার বিরোধী জয়ী প্রার্থী। নাটক চলছে। পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ। অপহরণের কোনও অভিযোগ মেলেনি। জানানো হয়েছে সুন্দরবন জেলা পুলিশের তরফে।
ভোটের ফলপ্রকাশের পর মুর্শিদাবাদে বিরোধী জোটে ভাঙন অব্যাহত। ভোটে জিতে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের টিকিটে জয়ী ৪ পঞ্চায়েত সদস্য। সিপিএমের ১ জয়ী পঞ্চায়েত সদস্যও যোগ দিলেন শাসকদলে। উন্নয়নে সামিল হতেই তৃণমূলের যোগ, দাবি দলত্যাগীদের। ভয় ও প্রলোভন দেখিয়ে দলে টেনেছে শাসক দল, পাল্টা কংগ্রেস।
এক ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।আসানসোলের জামুরিয়ার ঘটনা।জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোই দ্বাদশ শ্রেণী ছাত্র। এরপরই বাড়ি না ফেরাই খোঁজ শুরু করে পরিবার।রবিবার সকালে তার দেহ ফাঁকা মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শরীরে একাধিক আঘাত থানায় খুনের অভিযোগ পরিবারের।এই ঘটনায় একজনকে আটক করেছে জামুরিয়া থানার পুলিশ।
কাকদ্বীপে তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ। তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ, উড়ল অ্যাসবেসটসের চাল। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ছিটকে পড়ল আসবাব। মজুত বোমায় বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের। বিস্ফোরণের পরই বেপাত্তা তৃণমূল সমর্থক।
খাস কলকাতায় প্রকাশ্যে পিটিয়ে খুন!ঢাকুরিয়ায় মদের দোকানে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। মদের দোকানে বচসার জেরে চুলের মুঠি ধরে কিল-চড়-ঘুষি! ঘটনাস্থলেই মৃত্যু প্রহৃত ব্যক্তির
এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
কলকাতা থেকে জেলা, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি নিয়ে তথ্য গোপনের অভিযোগ সুকান্তর। নাটক করছে বিজেপি, কটাক্ষ ফিরহাদ হাকিমের
জালের পর ফের জলে 'জনগণের রায়'! নাকাশিপাড়ায় পুকুর থেকে উদ্ধার ২টি ব্যালট বাক্স। নির্বাচনের দিন ৮০ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। সিপিএমের দুষ্কৃতীরাই ব্যালট বাক্স পুকুরে ফেলে, অভিযোগ তৃণমূলের। হার নিশ্চিত জেনে তৃণমূলই ব্যালট বাক্স লুঠ করেছিল, পাল্টা দাবি বামেদের। গতকালই ডালখোলায় মাছের জালে উদ্ধার হয় ব্যালট বাক্স
এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
খাস কলকাতায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন ! ঢাকুরিয়াতে মদের দোকানে বচসা, ১ ব্যক্তিকে নির্মম প্রহার, ঘটনাস্থলেই মৃত্যু। দোকানে ভাঙচুর, ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ স্থানীয়দের। এলাকায় তীব্র উত্তেজনা
ফের বোমাবিদ্ধ শৈশব, হাত উড়ল স্কুলছাত্রের। বসিরহাটে বোমা ফেটে জখম চতুর্থ শ্রেণির ছাত্র। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। আর জি কর হাসপাতালে ভর্তি স্কুলছাত্র
জালের পর ফের জলে 'জনগণের রায়'! নাকাশিপাড়ায় পুকুর থেকে উদ্ধার ২টি ব্যালট বাক্স, নির্বাচনের দিন ৮০ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। সিপিএমের দুষ্কৃতীরাই ব্যালট বাক্স পুকুরে ফেলে, অভিযোগ তৃণমূলের
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। চলতি সপ্তাহে বাংলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮।
অপহরণে'র ২দিনের মাথায় বাড়ি ফিরেই বিস্ফোরক মথুরাপুরের ৪ জয়ী বিরোধী প্রার্থী। 'ভয় দেখিয়ে, চাপ দিয়েই বয়ান রেকর্ড করানো হয়েছে', শুধু তৃণমূল নয়, পুলিশের বিরুদ্ধেও ভয় দেখানোর অভিযোগ
এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাইলস টিউবের সাহায্যে খাওয়ানো হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। সচেতন রয়েছেন, ডাকলে সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ থাকায় দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক। প্রভাব পড়েছে কিডনিতেও, স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি, দাবি সূর্যকান্ত মিশ্রর।
জামুড়িয়ায় দ্বাদশ শ্রেণির স্কুল ছাত্রকে খুনের অভিযোগ। সহপাঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ। 'বাবার কাছে তার নামে নালিশ করে বকা খাওয়াত বন্ধু'। সেই রাগে খুন, অপরাধ কবুল সহপাঠীর ।
ভোটের ফলপ্রকাশের পর মুর্শিদাবাদে বিরোধী জোটে ভাঙন অব্যাহত। ভোটে জিতে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের টিকিটে জয়ী ৪ পঞ্চায়েত সদস্য। সিপিএমের ১ জয়ী পঞ্চায়েত সদস্যও যোগ দিলেন শাসকদলে। উন্নয়নে সামিল হতেই তৃণমূলের যোগ, দাবি দলত্যাগীদের। ভয় ও প্রলোভন দেখিয়ে দলে টেনেছে শাসক দল, পাল্টা কংগ্রেস।
'বোর্ড গঠনের দেড় বছর পরেও নেই স্থায়ী পুরসভা ভবন'। 'নেই পর্যাপ্ত কর্মী, নেই ইঞ্জিনিয়ার'। 'বাড়ছে মানুষের প্রত্যাশার চাপ, করা যাচ্ছে না কাজ'। দলের কাছে চেয়ারম্যান পদ ছাড়তে চেয়ে আবেদন ফালাকাটার তৃণমূল পুরপ্রধানের। চাপের কারণে অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি চেয়ারম্যান প্রদীপ মুহুরির। তৃণমূলে ভাল মানুষের জায়গা নেই, কটাক্ষ বিজেপির।
ফের বোমাবিদ্ধ শৈশব, হাত উড়ল স্কুলছাত্রের। বসিরহাটে বোমা ফেটে জখম চতুর্থ শ্রেণির ছাত্র। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। আর জি কর হাসপাতালে ভর্তি স্কুলছাত্র ।
কলকাতা থেকে জেলা, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি নিয়ে তথ্য গোপনের অভিযোগ সুকান্তর । ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ সুকান্তর । মানিকতলায় ডেঙ্গি মোকাবিলায় কর্মসূচি বিজেপি রাজ্য সভাপতির। ১৫ নং ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছড়ালেন সুকান্ত মজুমদার।
১৪ ঘণ্টা ধরে জ্বলছে সুভাষগ্রামের প্লাস্টিক কারখানা। এখনও নেভেনি সুভাষগ্রামের প্লাস্টিক কারখানার আগুন। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।
অপহরণের অভিযোগ ওঠার দু’দিনের মাথায়, বাড়ি ফিরে বিস্ফোরক দাবি করলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চার বিরোধী প্রার্থী। শুধু তৃণমূল নয়, পুলিশের বিরুদ্ধেও ভয় দেখানো ও চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা।
বিরোধী প্রার্থীদের দাবি, ২৭ জুলাই রাতে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তৃণমূলের দুষ্কৃতীরাই ভাড়াবাড়ি থেকে তাঁদের তুলে নিয়ে যায়। রাখা হয় গেস্ট হাউসে। পরদিন আরও একটি গোপন ডেরায় নিয়ে গিয়ে চাপ দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয় তৃণমূলের লোকজন। জোর করে ভিডিয়ো বার্তায় অপহরণের অভিযোগ অস্বীকার করতে বাধ্য করে। এর মধ্যেই সেখানে হাজির হয় পুলিশের ১৪-১৫ জনের একটি দল। পুলিশও নিজের মতো বয়ান লিখিয়ে সই করিয়ে নেয়। এমনই দাবি মথুরাপুরের চার বিরোধী প্রার্থীর।
মগরাহাট, নাকাশিপাড়ার পর ডোমকল, রাজনৈতিক সন্ত্রাসে ২ দিনে ৩ খুন ! ডোমকলে মহিলা কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অধীর চৌধুরী সম্পর্কে কুকথার প্রতিবাদ করায় পিটিয়ে খুন ৬৫ বছরের মহিলাকে, অভিযোগ কংগ্রেসের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদম্বগাছিতে চলন্ত বাইক থেকে গুলি। গুলিবিদ্ধ দুই যুবক। একজনের পেটে ও আরেকজনের গলায় গুলি লেগেছে। একজন বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে আরজি কর হাসপাতালে। গতকাল রাত সোয়া ৯টা নাগাদ কদম্বগাছির লক্ষ্মীপুর চণ্ডিগড়ি এলাকায় গুলি চলে। পথচারী দুই যুবকের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে বাইক আরোহী দুষকৃতীরা। বাধা পেয়ে গুলি চালায় তারা। দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।
রাজ্যপালকে ফের বেলাগাম আক্রমণ মদন মিত্রর। একের পর এক তৃণমূল কর্মী খুনে রাজ্যপালকে দায়ী করলেন মদন। 'তৃণমূল কর্মীদের খুন করতে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল'। 'রাজ্যপালের কাছে বিজেপি নিজের ছেলে, তৃণমূল সৎ ছেলে'। 'পঞ্চায়েতে বিপুল ভোটে জিতেছে তৃণমূল, তারপরেও খুন হচ্ছেন তৃণমূল কর্মীরা'। 'তৃণমূল কর্মীরা নিজেদের লোকেদের মারছে না'। 'তৃণমূলকে মারতে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল'। 'রাজ্যপাল মণিপুরে যেতে না পারেন, মগরাহাটে যান'। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আক্রমণ তৃণমূল বিধায়ক মদন মিত্র।
সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, ভেন্টিলেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী । বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। উডল্যান্ডস হাসপাতালে রয়েছেন ফুল ইনভেসিভ ভেন্টিলেশনে । শ্বাসনালিতে সংক্রমণের পাশাপাশি, ফুসফুসেও সংক্রমণ রয়েছে বুদ্ধবাবুর।
হাই ডোজ অ্যান্টিবায়োটিক চলছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুদ্ধদেব ভট্টাচার্যর বাঁদিকের ফুসফুসে সংক্রমণ খুব বেশি। সংক্রমণ হয়েছে ডানদিকের ফুসফুসেও। ফুসফুসে জমে থাকা কফ বের করতে নেবুলাইজেশন করা হয়েছে। কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ, জানতে রক্তপরীক্ষা হয়েছে। পর্যবেক্ষণের দায়িত্বে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।
বেহালায় নিজের ওয়ার্ডে নির্মীয়মাণ বহুতলের সামনে জমা জল দেখে মেজাজ হারালেন তারক সিংহ। নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড় মারলেন মেয়র পারিষদ। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। জমা জল রুখতে, আইনত যা যা ব্যবস্থা নেওয়ার তা তো নেওয়া হবেই, দরকার পড়লে মারধরও খেতে পারে। ক্যামেরার সামনে মন্তব্য মেয়র পারিষদের।
নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য দফতরের। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। একই অবস্থা পূর্ব বর্ধমানে। কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে অনেকেই আসছেন। দুর্গাপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি পরিস্থিতির ওপর বাড়তি নজর রাখছে স্বাস্থ্য দফতর।
সঙ্কটজনক অবস্থায় উডল্য়ান্ডস হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছে ফুল ইনভেসিভ ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মিক্সড রেসপিরেটরি ফেলিওর হয়েছে। চিকিৎসায় গঠন করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।
প্রেক্ষাপট
কলকাতা : সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee), ভেন্টিলেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former Chief Minister) মিক্সড রেসপিরেটরি ফেলিওর । ৮ সদস্যের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।
- বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বাদ পড়লেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলা থেকে থাকলেন শুধুমাত্র অনুপম হাজরা (Anupam Hazra)। যাঁরা লোকসভা ভোটে লড়বেন, তাদের কমিটিতে রাখা হয়নি। দাবি করলেন দিলীপ। যদিও তার সঙ্গে একমত নন অনুপম।বাংলায় বিজেপি বলতে দিলীপ ঘোষকেই মানুষ চেনে। কৌশলী মন্তব্য মদন মিত্রর।
- ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শো কজ করল তৃণমূল (TMC)। আজ বাড়িতে পৌঁছেছে শো কজ লেটার, স্বীকার হুমায়ুনের। ৩১ জুলাই সুব্রত বক্সীর সাথে দেখা করে জবাব দেবেন,জানালেন বিধায়ক। ফের তোপ দাগলেন রাজ্য নেতাদের বিরুদ্ধে, দিলেন নতুন দল গড়ার হুমকি। নতুন দলে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের বঞ্চিত তৃণমূল কর্মীরাও থাকবেন বলে জানালেন হুমায়ুন।
- স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই পরিস্থিতিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের বিস্তর অভিযোগ শুনলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। গতকাল সন্ধেয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে যান বিধায়ক। রোগীদের অভিযোগ, ডেঙ্গির জন্য বাইরে থেকে রক্তপরীক্ষা করাতে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তদের উপযুক্ত চিকিৎসাও হচ্ছে না বলে অভিযোগ। ফোনেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানান আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। হাসপাতালে খুব তাড়াতাড়ি এলাইজা মেশিন বসানোর আশ্বাস দিয়েছেন বিধায়ক। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
- অন্যান্য সবজির দাম কিছুটা কমলেও, টম্যাটোর দাম ক্রমশ চড়ছে।একশো-দেড়শো পেরিয়ে এবার ২০০-র ঘরে টম্যাটো। কসবা থেকে গড়িয়াহাট, দক্ষিণের দুটি বাজারেই টম্যাটোর আগুন দামে হাতে ছেঁকা লাগার জোগাড় ক্রেতাদের। বিক্রেতারা জানিয়েছেন, বেশিরভাগ টম্যাটো আসছে ব্যাঙ্গালোর থেকে। সেই কারণেই দাম বৃদ্ধি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -