West Bengal News Live Updates: ৩ জুন মাধ্যমিকের রেজাল্ট

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 31 May 2022 12:05 AM
WB News Live Updates: অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিল সংস্কৃত কলেজ

পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মধ্যেই অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিল সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

West Bengal News Live Updates: বউবাজার বিপর্যয়ের কারণ জানতে IIT রুরকি-কে দিয়ে সমীক্ষা

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারে বারবার বিপর্যয়ের কারণ জানতে এবার IIT রুরকি-কে দিয়ে সমীক্ষা করাল KMRCL কর্তৃপক্ষ। বিপর্যস্ত এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন বিশেষজ্ঞরা। কয়েকদিনের মধ্যেই রিপোর্ট দেবেন তাঁরা।

WB News Live Updates: স্থানীয় এক যুবকের নামের অভিযোগ 'আক্রান্ত' ব্যবসায়ীর

রাজু নস্কর নামে এক স্থানীয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ব্যবসায়ীর। এই নামে কাউকে চিনি না, পাল্টা দাবি অভিযুক্ত রাজু নস্করের। নার্সিংহোমে গিয়ে আক্রান্তের বয়ান রেকর্ড করল বেলেঘাটা থানার পুলিশ। হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশ সূত্রে।

West Bengal News Live Updates: ভর দুপুরে বেলেঘাটায় 'আক্রান্ত' ব্যবসায়ী

‘তোলা’ না দেওয়ায় ভর দুপুরে বেলেঘাটায় আক্রান্ত ব্যবসায়ী। বেলেঘাটায় প্লাইউড ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। মাথা, বুক, পায়ে গুরুতর আঘাত নিয়ে নার্সিংহোমে ভর্তি ব্যবসায়ী।

WB News Live Updates: সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম চারজনকে অভিনন্দ বার্তা মমতার

‘শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল, গামিনী সিংলা, ঐশ্বর্য বর্মাকে অভিনন্দন। ২০২১ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম চারজনকে অভিনন্দন। তোমরা আমাদের গর্বিত করেছ।’ ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live Updates: সাইবারে কাফেতে আগ্নেয়াস্ত্র নিয়ে লুঠ

জামুড়িয়া থানার দামোদরপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চল্লিশ হাজার টাকা লুঠ। একটি সাইবারে কাফেতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। সেন্টারের কর্মীর থেকে চল্লিশ হাজার টাকা লুঠ করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের।

WB News Live Updates: বেহালায় রেলের স্টেডিয়ামে রেলমন্ত্রী

সরকারের ৮ বছর পূর্তিতে কাল সিমলায় গরিব কল্যাণ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বেহালায় রেলের স্টেডিয়াম থেকে সেই অনুষ্ঠানে অংশ নেবেন রেলমন্ত্রী। খতিয়ে দেখলেন প্রস্তুতি। রাজ্য জুড়ে সরাসরি সম্প্রচার হবে রেলের ২৫টি জায়গায়।

West Bengal News Live Updates: মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে বাম

বেলাগাম মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাগুইআটিতে সিপিএমের মিছিল। বাগুইআটি থেকে জোড়া মন্দির পর্যন্ত মশাল মিছিল

WB News Live Updates: সিবিআইয়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন অভিষেকের

'এসএসসি-টেট, যা ইচ্ছে নিয়ে সিবিআই দাও, আমাদের কিছু যায় আসে না। কিন্তু সিবিআইয়ের গ্রহণযোগ্যতা কী? সারদা-নারদে কী করেছে?’ তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live Updates: আগেই ব্যান্ডেলে চালু লোকাল ট্রেন

৭২ ঘণ্টার আগেই ব্যান্ডেলে চালু হল ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, আজ সকাল ৮টা ২০ নাগাদ হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশে ট্রেন ছাড়ে। আজ দুপুর ৩টে নাগাদ ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল।

WB News Live Updates: আসানসোলে বিজেপির হার নিয়ে জিতেন্দ্র-অগ্নিমিত্রা তরজা

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের জন্য দলের নেতা জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। উপনির্বাচনে আসানসোল কেন্দ্রের আহ্বায়ক ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এই প্রশ্ন তোলার পর পাল্টা জবাব দিয়েছেন জিতেন্দ্র। তিনি জানান, অগ্নিমিত্রা পালের যদি কিছু বলার থাকত, তাহলে তাঁকে সরাসরি বলতে পারতেন অথবা দলের ভিতরে বলতে পারতেন। এই মন্তব্য ও পাল্টা জবাব নিয়ে শুরু হয়েছে বিতর্ক । 

West Bengal News Live Updates: পুরুলিয়ার সভায় মমতার কড়া বার্তার পরেই অভিযানে প্রশাসন

পুরুলিয়ার সভায় মমতার কড়া বার্তার পরেই অভিযানে প্রশাসন। বলরামপুরে ভূমি রাজস্ব দফতরের কাছে ২টি দোকান সিল করল প্রশাসন। গ্রেফতার ২। প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা। 

WB News Live Updates: ফের শহরে ভেঙে পড়ল বাড়ি

বৌবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ, আহত দুজন। টেম্পল স্ট্রিটে তিনতলা বাড়ির কার্নিসের অংশ ভেঙে আহত দুজন ব্যবসায়ী। একজনের ঘাড়ে ও একজনের হাতে আঘাত লাগে। ক্ষতিগ্রস্ত হয় একটি স্কুটারও।

West Bengal News Live Updates: ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ

ভোট পরবর্তী হিংসা মামলায় পূর্ব বর্ধমান ও বীরভূমের কয়েকজন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাঁদের আসতে বলা হয়। সেই ক্যাম্প অফিসেই চলে জিজ্ঞাসাবাদ

WB News Live Updates: অভিষেকের সভায় ‘ভোট পরবর্তী হিংসা’য় মৃতের পুত্রবধূ!

অভিষেকের সভায় ‘ভোট পরবর্তী হিংসা’য় মৃতের পুত্রবধূ! ২ মে, জগদ্দলে বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, তৃণমূলের হামলায় বিজেপি নেতার মা শোভারানি মণ্ডলের মৃত্যুর অভিযোগ। শ্যামনগরের সভায় হাজির শোভারানির আরেক পুত্রবধূ সুমিত্রা মণ্ডল।

West Bengal News Live Updates: ব্যায়াম করুন, ঝালদা পুরসভার চেয়ারম্যানকে পরামর্শ মুখ্যমন্ত্রীর

কাজের খতিয়ান নেওয়ার সময় ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালকে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। চেয়ারম্যানকে ভুঁড়ি ও ওজন কমাতে পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে দিলেন একাধিক পরামর্শ।

WB News Live Updates: গড়িয়াহাটে পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব

গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ায় সারাইয়ে কেন দেরি? এই প্রশ্ন তুলে পাম্পের ম্যানেজারকে মারধর করার অভিযোগ মালিকের। মহিলা কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।
‘আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে’, অভিযোগ পাম্প মালিকের।

West Bengal News Live Updates: অনলাইন না কি অফলাইন? সংস্কৃত কলেজে দ্বিধাবিভক্ত পড়ুয়ারা

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে দ্বিধাবিভক্ত পড়ুয়ারা। পড়ুয়াদের একাংশ চাইছে অনলাইনে পরীক্ষা, অন্য পক্ষ চাইছে অফলাইনে পরীক্ষা। অনলাইন ও অফলাইন পরীক্ষার দাবিতে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের। সিলেবাস শেষ হয়নি বলে অনলাইনের দাবি পড়ুয়াদের একাংশের। অফলাইনে পরীক্ষা হলেই সঠিক পরীক্ষা হবে, পাল্টা দাবি অপর পক্ষের।

WB News Live Updates: এই বছর মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ

এই বছর প্রথম দশজনের মেধাতালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।

West Bengal News Live Updates: সকাল ৯টায় ফল ঘোষণা, দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে

৩ জুন মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। সকাল ৯টায় ফল ঘোষণা। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে ফল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ফল দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে।

WB News Live Updates: 'দরজা খোলা রাখলে বিজেপি উঠে যাবে'

পশ্চিমবঙ্গে বিজেপিকে শূন্য করতে হবে, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates: বিজেপি ছেড়ে একে একে সবাই তৃণমূলে ফিরে আসছে: অভিষেক

'বিজেপি ছেড়ে একে একে সবাই তৃণমূলে ফিরে আসছে। যারা ভেবেছিল ব্য়ারাকপুরে অশান্ত করবে। সেই দলই আজ চূর্ণবিচূর্ণ', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: বক্তব্য রাখছেন অভিষেক

শ্যামনগরের সভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates: এই মুহূর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই, জানাল আদালত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ হাইকোর্টের। এই মুহূর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই, জানাল আদালত। অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়েছে বলে আদালত মনে করছে না। যদিও জন প্রতিনিধিদের বিচারব্যব্যস্থা নিয়ে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।’ এই ধরনের প্রতিটি মন্তব্য নিয়ে ভাবনা-চিন্তা করলে, বিচারব্যবস্থা পরিচালনা মুশকিল হয়ে যাবে। প্রতিদিনই কেউ না কেউ, কিছু না কিছু বলছে, মন্তব্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর।

WB News Live Updates: মুর্শিদাবাদের ডিএম অফিস অভিযান এসএফআইয়ের

মুর্শিদাবাদের ডিএম অফিস অভিযান এসএফআইয়ের। এসএফআইয়ের অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। 

West Bengal News Live Updates: ‘প্রশাসনিক কাজে দ্রুততা আনতে হবে, কাজ ফেলে রাখলে চলবে না’

পুরুলিয়ায় এদিন প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রশাসনিক কাজে দ্রুততা আনতে হবে, কাজ ফেলে রাখলে চলবে না। প্রচুর কাজ ৫-৬ বছর ধরে পড়ে রয়েছে। এসবের মানে কী? এত বছর ধরে কেন কাজ হয়নি? কেউ অভিযোগ জানালে তারপর তাকে ভয় দেখালে গ্রেফতার করা হবে। গরীব মানুষদের নিজস্ব অধিকার পেতে ঘোরানো হচ্ছে কেন ?" 

WB News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ হাইকোর্টের

‘অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়েছে বলে আদালত মনে করছে না’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ হাইকোর্টের। এই মুহূর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই, জানাল আদালত। 

West Bengal News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার স্থান পরিবর্তনের আর্জি জানিয়ে মামলা

বাঁকুড়ায় আগামী ১ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার স্থান পরিবর্তনের আর্জি জানিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে। বিজেপির তরফে এই মামলা করে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর দাবি, যে জায়গায় সবা হওয়ার কথা, সেই জায়গা সঠিক নয়। ওই সেখানে সভা বন্ধের নির্দেশ দিক আদালত। আজই মামলার শুনানির সম্ভাবনা।   

WB News Live Updates: চা বাগান এলাকায় ক্রমেই ছড়াচ্ছে ডেঙ্গি

জলপাইগুড়ির বাগরোকোট চা বাগান এলাকায় ক্রমেই ছড়াচ্ছে ডেঙ্গি। এখনও পর্যন্ত ২২৫ জন আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। জেলায় ৮টি ব্লকে মোট ডেঙ্গি আক্রান্ত ২৯১ জন। সংক্রমণ কমছে, দাবি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

West Bengal News Live Updates: হাসপাতাল বদল বিমলের

দার্জিলিং জেলা হাসপাতাল থেকে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংকে নিয়ে যাওয়া হল সিকিম মণিপাল হাসাতালে। GTA নির্বাচনের বিরোধিতায় অনশনে বসেছিলেন বিমল গুরুং। তিনি অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গোর্খা জনমুক্তি মোর্চার সহকারী সাধারণ সম্পাদক জানিয়েছেন, অনশন প্রত্যাহার করেছেন বিমল গুরুং। আজ সকালে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে দেখা করেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। 

WB News Live Updates: আজ পুরুলিয়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

আজ পুরুলিয়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর আগামীকাল সকালে এখানেই রয়েছে কর্মিসভা। সেই কর্মসূচির পর বাঁকুড়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। 

West Bengal News Live Updates: আজ শ্যামনগরে অভিষেকের জনসভা

আজ শ্যামনগরে অভিষেকের জনসভা। জনসভা শুরু হবে দুপুর ৩টেয়। অর্জুনের তৃণমূলে প্রত্যাবর্তনের পর প্রথম সভা অভিষেকের। বিচারবিভাগ নিয়ে অভিষেকের মন্তব্যের পর তোলপাড় রাজ্য রাজনীতি। সমালোচনায় রাজ্যপাল, পাল্টা জবাব অভিষেকেরও। অভিষেকের মন্তব্যের জেরে হাইকোর্টে মামলা দায়ের। দুপুরে সম্ভবত হাইকোর্টে হবে শুনানি। এই প্রেক্ষাপটে নতুন কোনও বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক?

WB News Live Updates: "কাশ্মীর ফাইলস-এর মতো একদিন পশ্চিমবঙ্গ ফাইলসও তৈরি হবে"

কাশ্মীর ফাইলস-এর মতো একদিন পশ্চিমবঙ্গ ফাইলসও তৈরি হবে। রাজ্যে বিজেপি কর্মীদের ওপর ক্রমাগত হামলার অভিযোগ তুলে এই মন্তব্য করেছেন বিজেপির বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার।

West Bengal News Live Updates: ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত ঘনিষ্ঠকে ডাক পাঠাল সিবিআই

ভোট পরবর্তী হিংসা মামলায় পূর্ব বর্ধমান ও বীরভূমের কয়েকজন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। যাঁদের ডাকা হয়েছে, তাঁদের মধ্যে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ দু’একজন নেতা রয়েছেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।  দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাঁদের আসতে বলা হয়। সেই ক্যাম্প অফিসেই চলছে জিজ্ঞাসাবাদ।  

WB News Live Updates: পরিত্যক্ত পাম্প হাউস থেকে উদ্ধার হল এক যুবকের দেহ

কসবার কে এন সেন রোডে একটি পরিত্যক্ত পাম্প হাউস থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, পাম্প হাউসের পাশের একটি মাঠে কয়েকজন শিশু খেলছিল। তাদের বল গিয়ে পড়ে ওই পাম্প হাউসে। সেখানে বল কুড়োতে গিয়েই শিশুরা দেহটি দেখতে পায়। এরপর কসবা থানা এসে দেহ উদ্ধার করে।তবে ওই যুবক কী কারণে ওখানে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live Updates: গড়ফার গীতাঞ্জলি পার্ক এলাকা থেকে এক মহিলা ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

গড়ফার গীতাঞ্জলি পার্ক এলাকা থেকে এক মহিলা ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল রাতে পুলিশ দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে দাবি, ঘর থেকে সুইসাইড নোট মিলেছে। সেই সুইসাইড নোটে মহিলা তাঁর দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করে গেছেন বলে পুলিশ সূত্রে দাবি।   

WB News Live Updates: অভিষেকের মন্তব্য হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি

বিচারব্যবস্থা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর দৃষ্টি আকর্ষণ করলেন ২ আইনজীবী। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান তাঁরা। মামলা দাখিল করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। আজ দুপুর ২টো নাগাদ মামলার শুনানি হওয়ার কথা। শনিবার হলদিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিচারব্যবস্থায় এমন একজন-দু’জন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন। 

West Bengal News Live Updates: SSC দফতর থেকে প্রচুর নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করল সিবিআই

দু’দিন ধরে তল্লাশি চালিয়ে SSC দফতর থেকে প্রচুর নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করল সিবিআই। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ সূত্রে খবর। এর আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই দফতর সিল করে দিয়েছিল। সূত্রের খবর, শনি ও রবিবার সিল খুলে সিবিআই অফিসাররা তল্লাশি চালান। এই প্রথম SSC দফতরের নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই। সূত্রের খবর, এরপর হার্ড ডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। 

WB News Live Updates: জলপাইগুড়ির বাগরোকোট চা বাগান এলাকায় ক্রমেই ছড়াচ্ছে ডেঙ্গি

জলপাইগুড়ির বাগরোকোট চা বাগান এলাকায় ক্রমেই ছড়াচ্ছে ডেঙ্গি।  গতকাল রাত পর্যন্ত ২১৫ জন আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। গতকাল রাতেই নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন। জেলায় ৮টি ব্লকে ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা ২৯১। স্বাস্থ্য দফতরের তরফে গতকাল থেকে মশা মারতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারে হয়েছে পদযাত্রা। এলাকায় রয়েছে স্বাস্থ্য শিবিরও। 

West Bengal News Live Updates: ব্যান্ডেলে চালু ট্রেন চলাচল

৭২ ঘণ্টার আগেই ব্যান্ডেলে চালু হল ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, আজ সকাল ৮টা ৪০ নাগাদ হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশে ট্রেন ছাড়ে। আজ দুপুর ৩টে নাগাদ ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগেই চালু হল ট্রেন।  

WB News Live Updates: বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল পঞ্চম শ্রেণির এক ছাত্র

দক্ষিণ ২৪ পরগনার বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল পঞ্চম শ্রেণির এক ছাত্র। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। গতকাল এলাকার এক কোচিং সেন্টার থেকে ওই ছাত্র আরও কয়েকজনের সঙ্গে বকখালি বেড়াতে আসে। এরপর স্নান করতে সমুদ্রে নেমে তলিয়ে যায়।  আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা। নামানো হয়েছে স্পিডবোট।   

West Bengal News Live Updates: স্বাভাবিক হতে চলেছে ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল

ব্যান্ডেল থেকে মগড়া থার্ড লাইন সম্প্রসারন ও ইআই এর কাজ চলার জন্য ৭২ ঘন্টা ট্রেন বন্ধ রাখা হয়েছে।ফলে বর্ধমান মেইন শাখা,কাটোয়া শাখা, ব্যান্ডেল নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।চুঁচুড়া থেকে হাওড়ার ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ছে।স্পেশাল ট্রেনে উঠতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। আজ তিনটের পর পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা। 

WB News Live Updates: সান্দাকফুতে নিখোঁজ দুই যুবক

সান্দাকফু বেড়াতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ হয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের ২ বাসিন্দা।  স্থানীয় সূত্রে খবর, গত ২৪ মে, অশোকনগর থেকে ১৮ জনের দল বেড়াতে যায় সান্দাকফু। সেখানেই দীপেশ সাহা ও বাবাই দে, জঙ্গলে ট্রেক করতে গিয়ে পথ হারিয়ে ফেলেছেন। গতকাল সকালে দীপেশ তাঁর স্ত্রীকে ফোনে জানান, তাঁরা দু’জন জঙ্গলে পথ হারিয়েছেন। তাঁদের কাছে খাবার বা জল নেই। এরপর দীপেশের পরিবারের তরফে যোগাযোগ করা হয়, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে। সূত্রের খবর, বিধায়ক দুই ব্যক্তিকে উদ্ধারের ব্যবস্থা করার জন্য জেলাশাসককে বিষয়টি জানিয়েছেন।  

West Bengal News Live Updates: মদ খাওয়া নিয়ে সদস্যদের মধ্যে গন্ডগোল

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে, বাক্কার মহল এলাকায় গতকাল রাতে ক্লাবে মদ খাওয়া নিয়ে সদস্যদের মধ্যে গন্ডগোল। অভিযোগ, বচসার সময় বোমাও ছোড়া হয়। তবে সেই বোমাটি ফাটেনি। পরে ব্যারাকপুর থানা শুভ ঘোষ নামে এক জনকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, কয়েকজন ক্লাবে বসে মদ খাচ্ছিলেন। সে সেময় আরেকদল প্রতিবাদ করে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তার জেরেই এই ঘটনা।

WB News Live Updates: পাহাড়ি নদীতে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল মা-মেয়ের

জলপাইগুড়ির নাগরাকাটায়, পাহাড়ি নদীতে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল মা-মেয়ের। পুলিশ সূত্রে খবর, রবিবার, গাঠিয়া নদী তীরবর্তী এলাকায় বেড়াতে যান, গাঠিয়া চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার রূপক বিশ্বাস, তাঁর স্ত্রী, মেয়ে। সঙ্গে ছিলেন কলকাতা থেকে যাওয়া আত্মীয় স্বজন। সূত্রের খবর, মোট ৮ জন গাঠিয়া নদীতে স্নান করতে নামেন। তখনই আচমকা হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে যায় সকলে। ৬ জনকে উদ্ধার করা গেলেও, তলিয়ে যান ফ্যাক্টরি ম্যানেজারের স্ত্রী ও মেয়ে। পরে, মা-মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। 

West Bengal News Live Updates: পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল বীরভূমে

পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল বীরভূমের সিউড়িতে। পুলিশ সূত্রে খবর, সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে, আয়কর অফিসের কাছে গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ব্যাগটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা খবর দেন সিউড়ি থানায়। পুলিশ এসে প্রথমে জায়গাটিকে ঘিরে দেয়। তারপর বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে ব্যাগটিকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখে। পুলিশ সূত্রে খবর, ব্যাগে কোনও বোমা বা বিস্ফোরক ছিল না। কিছু পোশাক রাখা ছিল। 

WB News Live Updates: তারাপীঠে সাড়ম্বরে পালিত হল ফলহারিণী কালীপুজো

প্রতি বছরের মতো এবারও তারাপীঠে সাড়ম্বরে পালিত হল ফলহারিণী কালীপুজো। প্রতিমাকে ফল ও ফুলের মালা দিয়ে সাজানো হয়। হয় আরতি ও নিশিপুজো। খিচুড়ি ও পাঁঠার মাংসের ভোগ নিবেদন করা হয়। গতকাল গভীর রাতে পুজো দেখার জন্য মন্দির চত্বরে ছিল ভক্তদের ভিড়।  জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। লোক বিশ্বাস, এই পুজোতে কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী। তাই এই পুজোর নাম ফলহারিণী কালীপুজো। 

West Bengal News Live Updates: ঠাকুরনগরে গুলিবিদ্ধ হল কিশোর

উত্তর ২৪ পরগনায় ঠাকুরনগরে গুলিবিদ্ধ হল কিশোর। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র দেখানোর সময় গুলি ছিটকে পেটে লাগে কিশোরের। আক্রান্তের তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: বিডিওকে ‘অসম্মান’ শাসক নেতার

পূর্ব বর্ধমানে সরকারি বৈঠকে মহিলা বিডিওর উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ। নাম জড়াল এক তৃণমূল নেতার। মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন বিডিও। যদিও অভিযুক্তর দাবি, বিডিওর সঙ্গে তিনি অশালীন আচরণ করেননি।

West Bengal News Live Updates: বঞ্চনা নিয়ে সরব মমতা

গত বছরের ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলে ৫ ও ৬ জুন রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল। মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। 

প্রেক্ষাপট

কলকাতা:  গত ১৪ দিনে, ৪ জন। ৩ অভিনেত্রী (Actress)-মডেলের (Model) পর, এবার কসবায় (Kasba) মেকআপ আর্টিস্টের (Makeup Artist) অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। 


সকাল হোক বা সন্ধে, হাঁটতে বেরোলেই পড়তে হচ্ছে ছিনতাইবাজদের খপ্পরে! নম্বরবিহীন বাইকে এসে দুষ্কৃতীরা ছিনিয়ে নিচ্ছে হার বা মোবাইল ফোন। অভিযোগ দুর্গাপুরের গোপালমাঠ এলাকায়। নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন মেয়র পারিষদ।


জলপাইগুড়ির নাগরাকাটায়, পাহাড়ি নদীতে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল মা-মেয়ের। পুলিশ সূত্রে খবর, রবিবার, গাঠিয়া নদী তীরবর্তী এলাকায় বেড়াতে যান, গাঠিয়া চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার রূপক বিশ্বাস, তাঁর স্ত্রী, মেয়ে। সঙ্গে ছিলেন কলকাতা থেকে যাওয়া আত্মীয় স্বজন। সূত্রের খবর, মোট ৮ জন গাঠিয়া নদীতে স্নান করতে নামেন। তখনই আচমকা হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে যায় সকলে। ৬ জনকে উদ্ধার করা গেলেও, তলিয়ে যান ফ্যাক্টরি ম্যানেজারের স্ত্রী ও মেয়ে। পরে, মা-মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। 


এক SI-এর মন্তব্যকে ঘিরে মালদার মানিকচকের বালুটোলা গ্রামে সংঘর্ষের ঘটনা নতুন মাত্রা পেল। পুলিশের বক্তব্যকে হাতিয়ার করে গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে তৃণমূলকে ফের নিশানা করল বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।


পূর্ব বর্ধমানে সরকারি বৈঠকে মহিলা বিডিওর উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ। নাম জড়াল এক তৃণমূল নেতার। মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন বিডিও। যদিও অভিযুক্তর দাবি, বিডিওর সঙ্গে তিনি অশালীন আচরণ করেননি।                                                


গত বছরের ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলে ৫ ও ৬ জুন রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল। মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।           


 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.