West Bengal News Live: পুজোয় করোনা বিধি-নিষেধে ছাড় রাজ্য, থাকছে না নাইট কার্ফু
উপনির্বাচনে সরগরম ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্র। জেলায় জেলায় কোথায় কী চলছে, জেনে নিন
৩০ অক্টোবর খড়দায় উপনির্বাচন। তার আগে আজ বারাসাতে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করল শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলি। কোভিডকালে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ।
পুজোর পরেই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তার আগে আজ কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের ভ্যাকসিনেশন পর্ব শুরু হয়ে গেল।
নিউ আলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। রজনী মুখার্জি রোডে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
একদিনে উত্তর কলকাতায় ভেঙে পড়ল দুটি বাড়ি। পোস্তা থানা এলাকায় ১০৫ নম্বর কটন স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। হতাহতের খবর নেই। অন্যদিকে ২৬ নম্বর জোড়াবাগান স্ট্রিটে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি
হাওড়ার দালাল পুকুরের কাছে মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে হাওড়ার শতাব্দী প্রাচীন জান বাড়ির একাংশ। দুর্ঘটনার সময় রাস্তা দিয়ে কোনও পথচারী না যাওয়ায় রক্ষা। হতাহতের কোনও খবর নেই। জরাজীর্ণ বাড়িটি আগেই ভেঙে ফেলতে বলা হয়েছিল, কিন্তু শরিকি ঝামেলা থাকায় ভাঙা যায়নি বাড়ি। বিপজ্জনক বাড়ি বলে পুরসভার তরফে টাঙিয়ে দেওয়া হয়েছিল বোর্ডও। দাবি কাউন্সিলরের।
ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে প্লাবনের আশঙ্কা। ডিভিসির জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা। হাওড়া, হুগলি, পঃ বর্ধমান, বীরভূম, বাঁকুড়া নিয়ে আশঙ্কা রাজ্যের
৫ জেলার ডিএমকে সর্তক থাকতে বললেন মুখ্যসচিব। হাওড়া, হুগলি, পঃ বর্ধমানের জন্য সেনা চেয়ে চিঠি রাজ্যের: সূত্র। ৩ জেলার জন্য ৩ কলাম সেনা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের: সূত্র
বীরভূম, বাঁকুড়ার জন্য তৈরি থাকতে বলা হল এসডিআরএফকে। ইতিমধ্যেই ২ লক্ষ ৪৮ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি
উৎসবের আগেই উৎসব। বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে শুরু হয়ে গেল দেবীর আবাহন। কামানের তোপধ্বনির মাধ্যমে শুরু হল মৃন্ময়ীর পুজো।
পরিষেবা পাচ্ছে না মানুষ। তাই দ্রুত হোক পুরভোট। এই দাবিতে শিলিগুড়িতে পথে নামল বামেরা। সই সংগ্রহ করলেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকাররা। একই দাবিতে সরব হয়েছে বিজেপি, কংগ্রেসও। পরিষেবা বন্ধ নেই। পাল্টা দাবি করেছে তৃণমূল।
ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির। এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ভোট শেষ না হওয়া পর্যন্ত নজরবন্দি করে রাখার দাবি বিজেপির। ভবানীপুরের বাইরে নজরবন্দি করে রাখার দাবি বিজেপির। কোনওদিন কোনও অনৈতিক কাজ করিনি, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। নালিশ করলে পালিশ করে দেব, বিজেপিকে পাল্টা তোপ মদন মিত্র। বিজেপির অভিযোগের প্রেক্ষিতে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন।
রেশন উপভোক্তাদের প্রকৃত তালিকা হাতে পেতে তৎপর হল রাজ্য সরকার। এবার থেকে প্রতি মাসে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের আধিকারিকদের মৃতের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারের কাছে। জমা দিতে হবে সমব্যথী প্রকল্পের উপভোক্তাদের তালিকাও।
রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ-মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৪৯, ১৫ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে ১৪৯ জন আক্রান্ত, ৩জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ১২৩ জন আক্রান্ত, ৪ জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৬৯, ৩জনের মৃত্যু। বাঁকুড়ায় একদিনে আক্রান্ত ২৪, ২ জনের মৃত্যু।
৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে করোনায় বিধিনিষেধ বহাল, বন্ধই লোকাল ট্রেন। স্কুল-কলেজ খোলা নিয়ে কোনও উল্লেখ নেই। রাত ১১ থেকে সকাল ৫ পর্যন্ত রাতের বিধিনিষেধ বহাল। ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাতের বিধিনিষেধ শিথিল। দুর্গাপুজোর জন্য ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাতের বিধিনিষেধ শিথিল
টানা বৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদীর জল। যার জেরে জলবন্দি হয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা। পাশাপাশি, রাস্তায় ধস নেমেছে জামুরিয়া ও দুর্গাপুরে। আতঙ্কে এলাকার বাসিন্দারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
নিম্নচাপের বৃষ্টিতে ফের জলমগ্ন হুগলির গোঘাটের বেশ কিছু এলাকা। আরামবাগ-গড়বেতা রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। বাঁকুড়ার কোতুলপুরে লাগাতার বৃষ্টি। ভরে উঠেছে নদী, খাল-বিল। সেই জল চলে আসছে গোঘাট, কামারপুকুরে। কামারপুকুর-জয়রামবাটি রাজ্য সড়কও জলমগ্ন।
কোচবিহারে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করলেন, তুফানগঞ্জের যুব নেতা। জেলা নেতৃত্বের নির্দেশ মেনেই কমিটিতে রদবদল হবে। জানালেন জেলার যুব তৃণমূল সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূল থাকতে পারে না। কটাক্ষ করেছে বিজেপি
জল ঠেলে আসতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনোর পরও ভোগান্তির শেষ নেই। কোলাঘাটের নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একাংশে জমে রয়েছে বৃষ্টির জল। খাল সংস্কার না হওয়ায় সমস্যা। দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিকের
উত্তরবঙ্গ মেডিক্যালে ফের জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় এক শিশুর মৃত্যু হল। হাসপাতাল সূত্রে খবর, অন্যান্য কারণে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। একের পর এক শিশু-মৃত্যুর ঘটনায় ক্রমেই বাড়ছে উদ্বেগ।
দুর্গাপুজোর আনন্দে তাল কেটেছে নিম্নচাপের বৃষ্টি। প্রতিমা নির্মাণ থেকে অঙ্গসজ্জা, বৃষ্টির জন্য থমকে কাজ। শিল্পীদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।
অনলাইন ক্লাসে নেটওয়ার্ক বিভ্রাট! পরিবারের দাবি, তার জেরে শিক্ষিকার বকুনি খেয়ে আত্মঘাতী বছর ১১-র স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার এম এম রোডের একটি আবাসনে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
দক্ষিণবঙ্গের ওপর থেকে সরেছে নিম্নচাপের আঁধার। সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া। কিন্তু, দুর্যোগ এখনও সরেনি পশ্চিমাঞ্চলের ওপর থেকে। গাঙ্গেয় উপকূলভাগ থেকে ক্রমশ পশ্চিমে সরে গিয়ে, বাঁকুড়া, পুরুলিয়ার ওপর অবস্থান করছে নিম্নচাপ। তার জেরে পুরুলিয়া, বাঁকুড়ায় প্রবল বৃষ্টি। লাগাতার বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে পুরুলিয়া শহরের বেশ কয়েকটি ওয়ার্ড।
অজয়ের তোড়ে ভেসে গেল পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের ইলামবাজারের সংযোগকারী নির্মীয়মাণ সেতুর বিশাল কাঠামো। ২ দিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়ল খয়রাশোলের ২৫টি মাটির বাড়ি। বীরভূমের জেলাশাসকের অভিযোগ, না জানিয়ে ঝাড়খণ্ডের শিকাটা ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে।
ফোর লেন জাতীয় সড়কের জন্য জমি দিয়েও মেলেনি ন্যায্যমূল্য। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্য সরকারকে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিলেও, জমিদাতারা সেই টাকা পাচ্ছেন না। এমনই অভিযোগে সরব আলিপুরদুয়ার দুনম্বর ব্লকের বাসিন্দাদের একাংশ। শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। সমস্যা প্রশাসনে জানানোর আর্জি জানিয়েছেন জেলাশাসক।
আইকোর মামলায় এবার কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল CBI। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন শোভন। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
প্রেক্ষাপট
কলকাতা: আইকোর মামলায় এবার কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল CBI। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন শোভন। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
ফোর লেন জাতীয় সড়কের জন্য জমি দিয়েও মেলেনি ন্যায্যমূল্য। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্য সরকারকে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিলেও, জমিদাতারা সেই টাকা পাচ্ছেন না। এমনই অভিযোগে সরব আলিপুরদুয়ার দুনম্বর ব্লকের বাসিন্দাদের একাংশ। শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। সমস্যা প্রশাসনে জানানোর আর্জি জানিয়েছেন জেলাশাসক।
M.ED-এ প্রবেশিকার মেধাতালিকায় নম্বর বিভ্রাটের কারণ খুঁজতে, তদন্ত কমিটি গঠন করছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ওই নম্বর বিভ্রাটের জন্য কারা দায়ী, তাঁদেরও চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
বুথের মধ্যে ভুয়ো ভোটার, অভিযোগ বিজেপির। খারিজ করল কমিশন। ভবানীপুর খালসা গার্লস হাইস্কুলে ধুন্ধুমার। দু’দলের সমর্থকের মধ্যে ধাক্কাধাক্কি, উত্তেজনা। অশান্তি ছড়ানোর পরিকল্পনা, পাল্টা তৃণমূল।
ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কমিশনে নালিশ বিজেপির। অনৈতিক কিছু করিনি, দাবি ফিরহাদের।
বুথে ঢুকছেন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে, বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কার বিরুদ্ধে পাল্টা অভিযোগ ভবানীপুরে। খতিয়ে দেখা হচ্ছে এই অভিযোগ, জানাল নির্বাচন কমিশন। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের। জেনে নিন আরও খবর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -