West Bengal News Live : চব্বিশের ভোটের প্রস্তুতিতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের টিম

WB Live News : জেলা থেকে শহর, রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 31 Aug 2023 11:30 PM
WB News LIVE Updates: TMCP নেতা-জামাইকে ডেকে এনে মারধরের অভিযোগ

TMCP নেতা-জামাইকে ডেকে এনে, বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা শ্বশুরের বিরুদ্ধে, উত্তর দিনাজপুরের ইটাহারে

West Bengal News LIVE Updates: উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে আপাতত রাজ্যপালই উপাচার্য

উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে আপাতত রাজ্যপালই উপাচার্য। পড়ুয়ারা অভিযোগ জানাতে পারবেন রাজভবনে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দায়িত্বে আপাতত সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

WB News LIVE Updates: ২১ ঘণ্টার মধ্যে জোড়া শ্যুটআউট উত্তর দিনাজপুরে

প্রথমে ডালখোলা, তারপর ইসলামপুর! ২১ ঘণ্টার মধ্যে জোড়া শ্যুটআউট উত্তর দিনাজপুরে

West Bengal News LIVE Updates: স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে মারধরের অভিযোগ

স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে মারধরের অভিযোগ উঠল, ওই গোষ্ঠীর অন্য সদস্যদের বিরুদ্ধে।

WB News LIVE Updates: দত্তপুকুরে বিস্ফোরণের তিনদিন পরেও এলাকায় পড়ে রয়েছে কাঁড়ি কাঁড়ি বাজি, বাজির মশলা

দত্তপুকুরে বিস্ফোরণের তিনদিন পরেও এলাকায় পড়ে রয়েছে কাঁড়ি কাঁড়ি বাজি, বাজির মশলা

West Bengal News LIVE Updates: তৃণমূল না আইএসএফ? দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে কোন দলের?

তৃণমূল না আইএসএফ? দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে কোন দলের? অব্যাহত তরজা।

WB News LIVE Updates: ভাঙড়ে তৃণমূলকর্মী খুনে ফের ভবানীভবনে নৌশাদের হাজিরা

ভাঙড়ে তৃণমূলকর্মী খুনে ফের ভবানীভবনে নৌশাদের হাজিরা। পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলকর্মী রাজু নস্কর খুনে এফআইআর। তৃণমূলকর্মী খুনে এফআইআরে নাম ভাঙড়ের আইএসএফ বিধায়কের । তৃণমূলকর্মী খুনে এনিয়ে দ্বিতীয়বার নৌশাদ সিদ্দিকিকে সিআইডির জিজ্ঞাসাবাদ

West Bengal News LIVE Updates: ভোটের প্রস্তুতিতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের টিম

চব্বিশের ভোটের প্রস্তুতিতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের টিম। ১০ সেপ্টেম্বর কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ৩ সদস্যের টিম। লোকসভা ভোটের প্রস্তুতিতে ১১ সেপ্টেম্বর জেলা শাসকদের সঙ্গে বৈঠক

WB News LIVE Updates: শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন

 শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন করে আদালতে গেল যাদবপুর থানা। হাইকোর্টে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতির আবেদন করেছে পুলিশ। ১৭ অগাস্ট যাদবপুরকাণ্ডে বিজেপির যুব মোর্চার কর্মসূচির সময়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতার বিরুদ্ধে। ৮ সেপ্টেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত ১৭ অগাস্ট বিজেপির যুব মোর্চার মঞ্চ খোলার প্রতিবাদে ধুন্ধুমার বাধে যাদবপুরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির নেতা-কর্মীদের।

West Bengal News LIVE Updates: পুর দুর্নীতির তদন্তে সাঁড়াশি চাপ ইডির

পুর দুর্নীতির তদন্তে সাঁড়াশি চাপ ইডির। ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনকেও নোটিস। নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা হিসাবরক্ষকের।

WB News LIVE Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও পুরসভা

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও পুরসভা। কোন পদে, কীভাবে নিয়োগ?নিউ ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, ২ দমদম-সহ ১২টি পুরসভাকে একযোগে নোটিস। 

West Bengal News LIVE Updates: বহরমপুরে ছাত্রী খুনে প্রাক্তন প্রেমিকের মৃত্যুদণ্ড

বহরমপুরে ছাত্রী খুনে প্রাক্তন প্রেমিকের মৃত্যুদণ্ড। সুতপা খুনে সুশান্ত চৌধুরীর মৃত্যুদণ্ড দিল আদালত। ২ মে, ২০২২: মেসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে ছাত্রীকে খুন । মঙ্গলবার বহরমপুর আদালতে বৈদ্যুতিন তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজের সূত্রে দোষী সাব্যস্ত হয় প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। 'বিরলতম অপরাধ', মৃত্যুদণ্ড দিয়ে এদিন এমনটাই জানাল ফাস্ট ট্র্যাক কোর্ট।

WB News LIVE Updates: উদ্বোধনের আগেই কংক্রিট ব্রিজের অ্যাপ্রোচ রোডে বড়সড় ধস

উদ্বোধনের আগেই কংক্রিট ব্রিজের অ্যাপ্রোচ রোডে বড়সড় ধস। দু'বার ধসের জেরে বন্ধ করে দেওয়া হল সাধারণ মানুষের চলাচলের রাস্তা। সুন্দরবন উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে ২৭ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের চন্দ্রনগর থেকে চন্দনপিঁড়ি সংযোগকারী পচামুড়ি খালের ওপর ব্রিজ ও অ্যাপ্রোচ রোড তৈরী হচ্ছিল। নির্মাণের কিছুদিনের মধ্যে বড়সড় ধস নামায় বন্ধ করে দিতে হল রাস্তা। 

West Bengal News LIVE Updates: হাওড়া জুড়ে এটিএম থেকে টাকা লুঠ, বালিতে গ্রেফতার

অভিনব উপায়ে এটিএম থেকে টাকা লুঠ, অবশেষে গ্রেফতার। হাওড়া জুড়ে এটিএম থেকে টাকা লুঠ, বালিতে গ্রেফতার

WB News LIVE Updates: বিএসএফ জওয়ানরা অবৈধ অস্ত্র চোরাচালান বানচাল, সীমান্তে দেশীয় কট্টা এবং ম্যাগজিন উদ্ধার

বিএসএফ জওয়ানরা অবৈধ অস্ত্র চোরাচালান বানচাল করেছে, সীমান্তে দেশীয় কট্টা এবং ম্যাগজিন উদ্ধার করেছে

West Bengal News LIVE Updates: অভিনব উপায়ে এটিএম থেকে টাকা লুঠ, অবশেষে গ্রেফতার

অভিনব উপায়ে এটিএম থেকে টাকা লুঠ, অবশেষে গ্রেফতার। হাওড়া জুড়ে এটিএম থেকে টাকা লুঠ, বালিতে গ্রেফতার। 

WB News LIVE Updates: ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্ট

খাদ্য আন্দোলনে স্মরণে আজ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্ট

West Bengal News LIVE Updates: এখনও অধরা পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির পাণ্ডারা

দু’দিন পার। এখনও অধরা পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির পাণ্ডারা। সূত্রের খবর, দুষকৃতীদের সন্ধান পেতে পুরুলিয়ার পুলিশ সুপারের নেতৃত্বে ৭ জনের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুরুলিয়া শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোন পথে পালিয়েছিল ডাকাতরা, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশপাশের এলাকার বাসিন্দাদের। 

WB News LIVE Updates: জলপথ পরিবহন সমবায় সমিতিতে বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ

রাজ্যের সমবায় ব্যাংক ও কৃষি সমবায় সমিতিগুলিতে দুর্নীতির পর এবার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতিতে বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠল। 

West Bengal News Live : ইডি-র তদন্ত ও তল্লাশি আদালতের নজরদারিতে আনার আবেদন, কোর্টের দ্বারস্থ অভিষেক

নিয়োগ-দুর্নীতি মামলায় ফের আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডসের তল্লাশি নিয়ে আবেদন অভিষেকের ।আবেদনে উল্লেখ, রায়দান স্থগিত আছে, তার মধ্যে ইসিআইআর-এর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে। আবেদনে ইডি-র তদন্ত ও তল্লাশি নিয়ে সব কিছু আদালতের নজরে আনার দাবি অভিষেকের আইনজীবীর।

WB News Live : ধূপগুড়ি বিধানসভা ধরে রাখতে মরিয়া বিজেপি

ধূপগুড়ি বিধানসভা ধরে রাখতে মরিয়া বিজেপি। প্রচারের শেষলগ্ন পর্যন্ত ধূপগুড়িতেই থাকছেন সুকান্ত মজুমদার। উপনির্বাচন নিয়ে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি। সুকান্তর কটাক্ষ, নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করা যাবে জেনেই প্রচার নিয়ে মাথা ব্যথা নেই তৃণমূলের। বাম-কংগ্রেস জোট করলেও ৬ শতাংশের বেশি ভোট পাবে না বলেও আত্মবিশ্বাসী বিজেপি রাজ্য সভাপতি। 

West Bengal News Live : খাদ্য আন্দোলনে স্মরণে আজ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্ট

খাদ্য আন্দোলনে স্মরণে আজ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্ট। এর পাশাপাশি, বেকারি, মূল্যবৃদ্ধি, দারিদ্র, টাকার দামের পতন, বৈষম্যের প্রতিবাদ-সহ বিভিন্ন ইস্যুতে এই সমাবেশ। ১৯৫৯ সালে বামেদের নেতৃত্বে খাদ্য আন্দোলন হয়। ৮০ জনের বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়। খাদ্য আন্দোলনের স্মরণে প্রতিবছর সমাবেশের আয়োজন করে বামফ্রন্ট। এবারও ধর্মতলায় সমাবেশ। প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। হাওড়া, শিয়ালদা-সহ শহরের পাঁচ জায়গা থেকে পাঁচটি মিছিল এসে পৌঁছবে ধর্মতলা চত্বরে

WB News Live : 'আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে', পুর নিয়োগ দুর্নীতি মামলায় কোনও নোটিস পাননি, দাবি সুজিত বসুর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় কোনও নোটিস পাননি, দাবি সুজিত বসুর। 'আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্রের নেপথ্যে কারা, অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক', দাবি তৃণমূল নেতার।

West Bengal News Live : পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সাঁড়াশি চাপ তৈরি করছে ইডি

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সাঁড়াশি চাপ তৈরি করছে ইডি। বিভিন্ন পুরসভার পাশাপাশি, অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডকে নোটিস । ইডি-র তলবে আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অয়নের সংস্থার হিসাবরক্ষক। ইডি সূত্রে খবর, অয়ন শীলের সংস্থা কোন পুরসভার জন্য কাজ করেছে, কাদের। নিয়োগ করেছে, এ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। 

WB News Live : 'কয়লা মাফিয়া রাজু ঝার খুনিই রানাঘাটের ডাকাত কুন্দনকুমার সিংহ', তদন্তে চাঞ্চল্যকর মোড়

রানাঘাট ডাকাতির তদন্তে চাঞ্চল্যকর মোড়। 'কয়লা মাফিয়া রাজু ঝার খুনিই রানাঘাটের ডাকাত কুন্দনকুমার সিংহ', রানাঘাটে ডাকাতিকাণ্ডে গ্রেফতার কুন্দনের হাতেই খুন হন রাজু ঝা: সূত্র। ১ এপ্রিল শক্তিগড়ে গুলি করে খুন করা হয় কয়লা মাফিয়া রাজু ঝাকে। শার্প শ্যুটার কুন্দনের হাতেই খুন হন রাজু ঝা: সূত্র। রাজুকে খুনের পরই গা ঢাকা দিয়েছিল বিহারের বৈশালীর কুন্দন। কার নির্দেশে খুনের পর ডাকাতি, নেপথ্যের মাথা কে? তদন্তে পুলিশ। 

West Bengal News Live : ফের খারিজ প্রসন্ন রায়ের জামিনের আবেদন

নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায় ও তাঁর আত্মীয়দের ৪৬৩টি সম্পত্তি ! বিপুল সম্পত্তি কিনে চাকরি বিক্রির টাকা বিনিয়োগ মিডলম্যান প্রসন্নর: সূত্র। চাকরিপ্রার্থীদের থেকে সরাসরি টাকা নিয়েছেন প্রসন্ন রায়, দাবি সিবিআইয়ের। ফের খারিজ প্রসন্ন রায়ের জামিনের আবেদন। জামিনের আবেদন খারিজ করল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রসন্ন রায়। 'শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে প্রসন্ন রায়ের আর্থিক লেনদেনের যোগসূত্র মিলেছে', সেই ভিত্তিতে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারে সিবিআই, পর্যবেক্ষণ আদালতের। 

WB News Live : গাঁধীমূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

গাঁধীমূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। আজ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ পা দিল ৯০০ দিনে। কবে মিলবে চাকরি, প্রশ্নের উত্তর পেতে বিক্ষোভে চাকরিপ্রার্থীরা। 

West Bengal News Live : নিয়োগ-দুর্নীতি মামলায় ফের আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিয়োগ-দুর্নীতি মামলায় ফের আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডসের তল্লাশি নিয়ে অভিষেকের আবেদনে উল্লেখ, রায়দান স্থগিত আছে, তার মধ্যে ECIR-এর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে। ED-র তদন্ত ও তল্লাশি নিয়ে সব কিছু আদালতের নজরে আনা হোক। শুনানিতে উল্লেখ করেন অভিষেকের আইনজীবী। জরুরি ভিত্তিতে আজই মামলা শোনার আবেদন জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, রায়দান স্থগিত রয়েছে। এই পর্যায়ে নতুন আবেদন গ্রহণ করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হবে। কাল বিকেল ৪টেয় এ নিয়ে শুনানি। 

WB News Live : আজ থেকে টানা তিনদিন কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে বার্জ পরিষেবা বন্ধ থাকবে

আজ থেকে টানা তিনদিন কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে বার্জ পরিষেবা বন্ধ থাকবে। পূর্ণিমায় ষাঁড়াষাঁড়ির বান শুরু হওয়ায় সুন্দরবনের নদী ও সমুদ্রে জলস্তর প্রায় ২০ ফুট বাড়তে পারে। তার জেরে শনিবার পর্যন্ত গাড়ি ও পণ্য বহনকারী বার্জ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে যাত্রীদের পারাপারের জন্য ভেসেল পরিষেবা চালু থাকছে। অন্যদিকে, জলস্তর বাড়ার সম্ভাবনায় ঘুম উড়েছে নামখানা, সাগর, পাথরপ্রতিমা, মথুরাপুরের নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের। বেহাল বাঁধ উপছে ফের নোনা জলে প্লাবিত হওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে সেচ দফতরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

West Bengal News Live : দু’দিন পার, এখনও অধরা পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির পাণ্ডারা

দু’দিন পার। এখনও অধরা পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির পাণ্ডারা। সূত্রের খবর, তদন্তের জন্য বিশেষ দল গঠন করেছে জেলা পুলিশ। দলে রয়েছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ডাকাতদের সন্ধান পেতে পুরুলিয়া শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ভরদুপুরে পুরুলিয়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের নামোপাড়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে
ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয় বলে শোরুম মালিকের দাবি। পুলিশের অনুমান, অপারেশন শেষ করে পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডে পালাতে পারে ডাকাতরা। 


 

WB News Live : লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষকে ফের ইডির তলব

লালবাজারে ডেকে লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলল পুলিশ। সূত্রের দাবি, তল্লাশির দিন লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ED-র অফিসাররা কী কী করেছিলেন? তা জানতে চাওয়া হয়। এদিনই ফের চন্দনকে তলব করল ইডি।

West Bengal News Live : পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। সূত্রের খবর, ২০১৪ সালের পর থেকে বিভিন্ন পুুরসভায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে সেই সমস্ত নিয়োগের তালিকা। কোন কোন পদে, কীভাবে নিয়োগ হয়েছে, তার প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, দমদম উত্তর ও দক্ষিণ দমদম-সহ মোট ১২টি পুরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, পুরসভাগুলি থেকে তথ্য সংগ্রহ করে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে।  

WB News Live : গুরুদাস কলেজে র‍্যাগিংয়ের অভিযোগে এবার দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR করল পুলিশ

রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে বাধ্য় করার অভিযোগ। যোগ দিতে না চাইলে পড়ুয়ার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার হুমকি। গুরুদাস কলেজে র‍্যাগিংয়ের অভিযোগে এবার দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করা হবে অভিযোগকারীকেও। 

West Bengal News Live : বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় কেষ্টপুরে মা-মেয়েকে হেনস্থা ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় কেষ্টপুরে মা-মেয়েকে হেনস্থা ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশও দিয়েছিল পুরসভা। যদিও, অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে, রাখি পূর্ণিমার দোহাই দিয়ে উত্তর এড়িয়ে যান অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বাগুইআটি থানার আইসি।

WB News Live: আরও দু'দিন ভ্যাপসা গরমে নাজেহাল, সপ্তাহান্তে আবহাওয়ার মুড স্যুইং স্বস্তির আশায় বঙ্গবাসী

আজ ও কাল, আরও দু’দিন ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে। শুক্রবার থেকে আবহাওয়ার মুড স্যুইং। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এর পূবের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে। উত্তর বঙ্গোপসাগর ও  সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে
শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে।

West Bengal News Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইসরো-র টিম

আগামী দু’দিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইসরো-র টিম। ইসরো-র তরফে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে রাজভবন সূত্রের খবর। যাদবপুর-সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং রুখতে সাহায়্য নেওয়া হচ্ছে ইসরোর প্রযুক্তির। যদিও বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য জানিয়েছেন, এবিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই।

WB News Live: পুলিশকে ধোঁকা দিতে কি সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে দত্তপুকুরে চলত বাজি পাচার?

নিষিদ্ধ বাজিতে ঠাসা একের পর এক বস্তা! সেই বস্তার কোনওটার গায়েই FCI, কোনওটার গায়ে পাঞ্জাব সরকারের ছাপ! কোনওটায় আবার কর্ণাটকের চিনি কলের নাম লেখা! পুলিশকে ধোঁকা দিতে কি সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে দত্তপুকুরে চলত বাজি পাচার? উঠছে সেই প্রশ্ন। কিন্তু বিস্ফোরণকাণ্ডের পর তিনদিন কেটে গেলেও বাজেয়াপ্ত বা নিষ্ক্রিয় করা হয়নি বাজিগুলি। 

West Bengal News Live : দত্তপুকুরে বিস্ফোরণের ভয়ঙ্কর স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না স্থানীয় বাসিন্দারা

কোনও বাড়ির দেওয়াল, ভেঙে ঢুকে গেছে আরেক বাড়ির বেড রুমে। কোনও বাড়ির ঢালাই করা ছাদ গিয়ে পড়েছে আরেক বাড়ির মাথায়! দত্তপুকুরে বিস্ফোরণের অভিঘাত ঠিক ছিল এতটাই ভয়াবহ। সেই ভয়ঙ্কর স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না স্থানীয় বাসিন্দারা। 

WB News Live : বহুমূল্যের লাল চন্দনকাঠ বিদেশে পাচারের ছক বানচাল করল পুলিশ

বহুমূল্যের লাল চন্দনকাঠ বিদেশে পাচারের ছক বানচাল করল পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে হাতেনাতে তিন পাচারকারীকে গ্রেফতার করল NSCBIA থানা। পুলিশ সূত্রে খবর, দিল্লি হয়ে হংকংয়ে লাল চন্দনকাঠ পাচারের পরিকল্পনা ছিল। ৭টি ব্য়াগ থেকে উদ্ধার হয়েছে ২১৪ কেজি লাল চন্দনকাঠ। ধৃত তিনজনই খিদিরপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এদিন লাগেজ স্ক্যানিংয়ের সময় ব্যাগগুলিতে কাঠ দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। চন্দনকাঠ পাচারের রুট মূলত দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য়। এ রাজ্যে উত্তরবঙ্গ দিয়েই মূলত কাঠ পাচার হয়। লাল চন্দনকাঠ এভাবে কলকাতা দিয়ে পাচারের ছক প্রায় নজিরবিহীন বলেই মনে করছে পুলিশ। নেপথ্যে বড়সড় চক্র বলে অনুমান।

West Bengal News Live : শ্রাবণ না ফুরোতেই শরত্‍ দরজায়, পুজোর বাকি আর ৫০ দিন

শ্রাবণ না ফুরোতেই শরত্‍ দরজায়। পুজোর বাকি আর ৫০ দিন। আসছেন মা। কুমোরটুলি থেকে মুদিয়ালি, শোভাবাজার থেকে বাগবাজার, প্রস্তুতি তুঙ্গে। প্রতিমাশিল্পীদের এখন নিঃশ্বাস নেওয়ার ফুরসৎ নেই। 

WB News Live : নষ্ট হয়ে গেল ডেঙ্গি আক্রান্তের চোখ ! নতুন উদ্বেগ

ডেঙ্গি (Dengue) ঘিরে এবার নতুন উদ্বেগ। এক ডেঙ্গি আক্রান্তের চোখ নষ্ট হয়ে গেল। বছর উনচল্লিশের ওই মহিলা কসবার বাসিন্দা। ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর, হঠাৎই চোখে ব্য়াথা, তারপর একটি চোখের দৃষ্টিশক্তি (Eye Sight Lost) হারিয়ে ফেলেন তিনি।

West Bengal News Live : দুষ্কৃতীদের এলোপাথাড়ির গুলির মুখেও তাদের ধাওয়া করেছিলেন অকুতোভয় ASI রতন রায়

রাণাঘাটে গয়নার শোরুমে ডাকাতির পর, দুষ্কৃতীদের এলোপাথাড়ির গুলির মুখেও তাদের ধাওয়া করেছিলেন অকুতোভয় ASI রতন রায়। পায়ে গুলি চালিয়ে দুই দুষ্কৃতীকে ধরেও ফেলেন তিনি। সাহসের জন্য় এখন সবার কাছে বাহবা কুড়োচ্ছেন তিনি। তবে রতন রায়ের স্পষ্ট কথা, এটাই তো পুলিশের কাজ! নাহলে দুষ্কৃতীরা ভয় পাবে কেন?

WB News Live : পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিস পাঠাল ইডি

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিস পাঠাল ইডি। তথ্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। যাঁর জমানায় পুর-নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই প্রাক্তন চেয়ারপার্সনের দাবি, নিয়োগে কোনও বেনিয়ম হয়নি। দুর্নীতি ইস্যুতে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। 

প্রেক্ষাপট

ইন্ডিয়ার মিশন '২৪। মুম্বইয়ে বিজেপি বিরোধীদের তৃতীয় বৈঠক। প্রকাশ করা হবে ইন্ডিয়া জোটের লোগো। জলসায় বচ্চন পরিবারকে রাখি পরিয়ে মাতশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাখি পরালেন উদ্ধবকে।


বিরোধী জোটের বৈঠকে মুম্বই গিয়েই অমিতাভের বাড়িতে মমতা। পরালেন রাখি। বেশ কিছুক্ষণ কথা জয়া-অভিষেক-ঐশ্বর্যাদের সঙ্গে। পাশাপাশি অমিতাভ বচ্চনকে (Amitabh Bachhan) ভারতরত্নের দাবি তুললেন তিনি।


২ অক্টোবর তৃণমূলের (TMC) দিল্লি সমাবেশের অনুমতি দিল না অমিত শাহের (Amit Shah) পুলিশ। ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে ২১ জুলাই দিল্লি চলোর ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


মণিপুরকাণ্ডে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সাসপেন্ড, প্রিভিলেজ কমিটির সুপারিশে ২০ দিনের মাথায় সাসপেনশন প্রত্যাহার। বিজ্ঞপ্তি দিয়ে জানাল লোকসভার সচিবালয়।


বেআইনি নির্মাণের প্রতিবাদ করে কেষ্টপুরে আক্রান্ত মা-মেয়ে। কান-ধরে ওঠবস, তৃণমূল কাউন্সিলরের পা ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ। থানায় গিয়ে ৬ মাসেও মেলেনি সুরাহা। একডাকে অভিষেক, মুখ্যমন্ত্রীর দফতরে নালিশ জানানোয় হুমকির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে!


গান পয়েন্টে রানাঘাটে সোনার শোরুমে লুঠ, রাস্তায় গুলির লড়াই! দেড় মাস ধরে কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে বিহার-গ্যাংয়ের রেকি। কিছুই জানতে পারল না পুলিশ (Police)!


প্রায় এক সময়ে ২ জেলায় একই সংস্থার শোরুমে ডাকাতি। রানাঘাটে ৫জন ধরা পড়লেও, পুরুলিয়াকাণ্ডে এখনও দুষ্কৃতীরা অধরা। নেপথ্যে এক গাং, অনুমান পুলিশের।


রানাঘাটে ডাকাতদের (Ranaghat dacoity) গুলির মুখেও অদম্য লড়াই। ধাওয়া করে দুষকৃতীদের ধরে এখন হিরো এএসআই রতন রায়। সাফ বার্তা, ভয় লাগেনি। কর্তব্য পালন করেছি।

কেরামতের চাপেই বাড়ির সামনের অংশে বাজি কারখানা, পরে টাকার লোভে বানানো হত বোমা। দত্তপুকুরকাণ্ডে বিস্ফোরক অভিযোগ মৃত সামসুর আলির মায়ের।


আলু-পেঁয়াজের পর চাল-ডাল-চিনির আড়ালে বাজি কারবার! সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে বাজি পাচার! দত্তপুকুরের মোচপোল বেআইনি বাজি ব্যবসার পর্দাফাঁস।


বারাসাত পুলিশ জেলার ডিএসপি ট্রাফিকের অফিস কি ডাম্পিং গ্রাউন্ড? মানুষের জীবন বিপন্ন করে কেন ঘনবসতিপূর্ণ এলাকায় মজুত? আক্রমণে শুভেনদু। নিয়ম মেনেই বাজি মজুত, দাবি পুলিশের।

৫ সেপ্টেম্বর উপনির্বাচন। দলীয় প্রার্থীর প্রচারে ধূপগুড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিল। বাম প্রার্থীর সমর্থনে শুক্রবার অধীর রঞ্জন চৌধুরী- মহম্মদ সেলিমের সভা। শনিবার যাচ্ছেন অভিষেক।

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়, নিউটাউনে স্ত্রীর বাড়িতে সিবিআই। প্রায় সাড়ে তিন ঘণ্টা তল্লাশি।


লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps And Bounds) অফিসে তল্লাশির দিন কী কী করেছিলেন ইডি অফিসাররা? জানতে সহকারী হিসাবরক্ষককে ডেকে কথা বলল পুলিশ। চন্দন বন্দ্যোপাধ্যায়কে চলতি সপ্তাহে ফের তলব ইডির।


পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ডায়মন্ড হারবার পুরসভাকে (Diamond Harbour Municipality) নোটিস ইডির। নজরে ২০১৬-র গ্রুপ-সি ও ডি পদে ১৬ জনের নিয়োগ। বিস্তারিত তথ্য জানতে চেয়ে চিঠি কেন্দ্রীয় এজেন্সির।


চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালেই মারধর করে প্রসূতির শ্লীলতাহানির অভিযোগ! ভবানীপুর থানায় নালিশ কর্তৃপক্ষের। সিসি ফুটেজ সংগ্রহ করে তদন্তে পুলিশ।


ছেঁড়া জিন্স বা অশালীন পোশাক নয়, এবার মুচলেকা দিতে হচ্ছে কলেজ পড়ুয়াদের ! এজেসি বোস কলেজের পোশাক ফতোয়ায় বিতর্ক। 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.