West Bengal News: মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য সচেষ্ট মধ্যশিক্ষা পর্ষদ
West Bengal News : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ।
আগামী শুক্রবার থেকে রাজ্যে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে ১০ দিন। পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য সচেষ্ট মধ্যশিক্ষা পর্ষদ।
সন্দেশখালি কাণ্ডের পর কেটে গেছে ২৬ দিন। এখনও অধরা শেখ শাহজাহান। কিন্তু অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন জানাচ্ছেন তৃণমূল নেতা! ব্যাঙ্কশাল কোর্টের পর এবার বারাসাত জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।
এবার প্রশাসনের বিরুদ্ধে ত্রিবেণীতে কুম্ভমেলায় অনুমতি না দেওয়ার অভিযোগ তুললেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি প্রশাসন। এনিয়ে হুগলি সদরের মহকুমাশাসক জানিয়েছেন, পরীক্ষার জন্য মাইক ব্যবহার নিষিদ্ধ, এত লোক এলে ট্রাফিক ম্যানেজমেন্টে সমস্যা হবে। তাতে পরীক্ষার্থীদের সমস্যা তৈরি হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর, পোস্টার-ব্যানারে অনুব্রত মণ্ডল ফেরার পর এবার বোলপুরে ১০ ফেব্রুয়ারি কেষ্ট মণ্ডলের মঙ্গল কামনায় হোমযজ্ঞের আযোজন করলেন তাঁর অনুগামীরা। সাঁইথিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন। আর এর মাঝেই বিজেপিতে যোগ দিলেন এক অনুব্রত ঘনিষ্ঠ।
ইডি হেফাজতে হেমন্ত সোরেন। কিছুক্ষণ আগেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
জলপাইগুড়ির মালবাজারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যু। মালবাজারে দাদুর বাড়িতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্যাতন, অপমানে আত্মঘাতী ছাত্রী, দাবি পরিবারের। ২ ছাত্রের বিরুদ্ধে মালবাজার থানায় অভিযোগ দায়ের মৃতার পরিবারের। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২ ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে আসতে নিষেধ কর্তৃপক্ষের।
সন্দেশখালি কাণ্ডের পর কেটে গেছে ২৬ দিন। এখনও অধরা শেখ শাহজাহান। কিন্তু অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন জানাচ্ছেন তৃণমূল নেতা! ব্যাঙ্কশাল কোর্টের পর এবার বারাসাত জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টে জট কাটার পরই প্রাথমিকে বড় নিয়োগের ঘোষণা। ৯ হাজার ৫৩৩ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ পর্ষদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হল ২০২২-এর মেধাতালিকা। চাকরিপ্রার্থীর নামের সঙ্গেই নম্বরের ব্রেকআপ প্রকাশ পর্ষদের। প্রাথমিকে ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র। কয়েকদিনের মধ্যেই জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা।
রাহুল গাঁধীর গাড়িতে হামলার পরেও যদি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দল নরম অবস্থান নেয়, তাহলে ভারতকে কংগ্রেস মুক্ত করতে অন্য দলের প্রয়োজন হবে না, কংগ্রেস একাই যথেষ্ট। ফের কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে নিশানা করে মন্তব্য আইনজীবী কৌস্তভ বাগচীর।
মালদার সভা থেকে ফের একলা চলার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'অনেক দল আছে, যারা ভোট এলেই কোকিলের মতো ডাকে, শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারের জন্য এরা আছে, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, আমরা একাই লড়ব, বিজেপি-কে কেউ হারাতে পারলে আমরাই পারব', মালদার সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রাথমিকে নিয়োগে 'দুর্নীতি', তৃণমূল কাউন্সিলর দেবরাজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসে প্রায় ৬ ঘণ্টা ধরে দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদ। 'সিবিআইয়ের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়েছি, প্রয়োজনে আবার আসব', নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় দাবি বিধাননগর পুরসভার মেয়র পারিষদের। নথি খতিয়ে দেখে প্রয়োজনে আবার তৃণমূল কাউন্সিলরকে তলব করা হবে বলে সিবিআই সূত্রে খবর।
তৃণমূল নেত্রী একলা লড়ার সিদ্ধান্ত অনড় হলেও জোট-ধর্মেই বিশ্বাস কংগ্রেস হাইকম্যান্ডের। প্রদেশ কংগ্রেস আক্রমণ করলেও তৃণমূল নেত্রীকে নিয়ে নরম অবস্থানেই জয়রাম রমেশ। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বিজেপিকে হারানো, কংগ্রেসেরও একই উদ্দেশ্য। তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোটের শরিক', মন্তব্য কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের।
বীরভূমে তৃণমূলের ঘর ভাঙাল বিজেপি। গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার। ২০২২ সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শুভ্রাংশু চৌধুরী। সেইসময় তিনি বিজেপির জেলা সাধারণ সম্পাদক ছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার পর, তাঁকে জেলার সহ সভাপতির পদে বসান অনুব্রত। এরপর মহম্মদবাজার ব্লকের তৃণমূল সভাপতি হন। অনুব্রত জেলে যাওয়ার পর, পদ থেকে ইস্তফা দিয়ে কার্যত রাজনীতি থেকে সরে যান শুভ্রাংশু। এবার লোকসভা ভোটের আগে তিনি ফিরলেন বিজেপিতে। মন তৃণমূলে যায়নি, বিজেপিতেই ছিল, তাই প্রত্যাবর্তন বলে জানিয়েছেন দলত্যাগী নেতা। আমরা দরজা খুলে দিলে তৃণমূল ফাঁকা হয়ে যাবে, কটাক্ষ বিজেপির। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।
বকেয়া ইস্যুতে ফের কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। '১০০ দিনের কাজ, আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র, প্রশাসনিক স্তরে কেন্দ্র রাজ্য বৈঠক হয়েছে, কেন্দ্রীয় দল এসেছে তাও টাকা দেয়নি, ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছি, ২ তারিখ থেকে ধর্নায় বসছি', কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের ৩ ফেব্রুয়ারি রেড রোডে জমায়েত করার আহ্বান মুখ্যমন্ত্রীর।
বহরমপুরে পদযাত্রায় মুখ্যমন্ত্রী, সভা শেষে সার্কিট হাউসের দিকে হেঁটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মালদায় ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল।
'বাংলায় নয় রাহুলের গাড়ির কাচ ভাঙা হয়েছে বিহারে', বহরমপুরের সভা থেকে দাবি মুখ্যমন্ত্রীর। 'আমরা এসব করি না, এসব নাটক করে কী লাভ, বিহারের কাটিহারে রাহুলের গাড়ির কাচ ভাঙা হয়েছে, ওঁরা কাচ ভাঙা অবস্থায় বাংলায় ঢুকেছে, বিহারে সবে বিজেপি-নীতীশ এক হয়েছে, ওঁদের রাগ থাকতেই পারে', রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
রাহুলের যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরেও ভাঙল রাহুলের গাড়ির কাচ। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা ও গাফিলতির অভিযোগ অধীর চৌধুরীর। সরকার ও প্রশাসন চাইছে রাহুলের যাত্রায় বিশৃঙ্খলা তৈরি হোক, অভিযোগ অধীর চৌধুরীর। যদিও তৃণমূল সরকারের দোষ দেখছে না, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
তৃণমূল নেত্রী একলা লড়ার সিদ্ধান্ত অনড় হলেও জোট-ধর্মেই বিশ্বাস কংগ্রেস হাইকম্যান্ডের, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বিজেপিকে হারানো, কংগ্রেসেরও একই উদ্দেশ্য, তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোটের শরিক', মন্তব্য কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের। একাধিক ক্ষেত্রে রাহুলকে অনুমতি না দেওয়ার প্রশ্নেও তৃণমূলে নরম জয়রাম। গুরুত্ব দিলেন না তৃণমূলকে অধীর চৌধুরীর লাগাতার আক্রমণকেও।
বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি বিবাদ সংক্রান্ত মামলায় অমর্ত্য সেনের পক্ষেই রায় দিল আদালত, দাবি অর্মত্যর আইনজীবী। তাঁর বক্তব্য, অমর্ত্য সেনকে উচ্ছেদের যে নোটিস দিয়েছিল বিশ্বভারতী, তা নাকচ করে দিয়েছে জেলা ও দায়রা আদালত । গত ১৯ এপ্রিল বিশ্বভারতীর সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোর পক্ষ থেকে একটি নির্দেশনামা পাঠান হয় অমর্ত্য সেনকে। সেখানে ৬ মে-র মধ্যে তাঁর প্রতীচী বাড়ির উত্তর পশ্চিম কোণ থেকে অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। এরপরই বীরভূম জেলা ও দায়রা আদালতে এই উচ্ছেদ নোটিস বাতিলের আবেদন করেন অমর্ত্য সেনের আইনজীবীরা। দুই পক্ষের বক্তব্য শুনে গত ৮ অগাস্ট উচ্ছেদের নির্দেশের উপর স্থগিতাদেশ দেন বীরভূম জেলা ও দায়রা বিচারক।
বিহার-বাংলা সীমানায় ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাচ(Rahul Gandhi) । পিছন থেকে ঢিল মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়ার অভিযোগ অধীর চৌধুরীর। কোচবিহার থেকে শুরু করে বাংলায় বারবার বাধার মুখে পড়েছেন রাহুল গান্ধী। তিনি অপমানিত হয়েছেন। অতিথিকে সম্মান দেখানো বাংলার সংস্কৃতি, মন্তব্য অধীরের।
২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। আজ তিনি বালুরঘাটে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন,বনাঞ্চল ও পাহাড়ের মাধ্যমিক পরীক্ষার্থীরা বিশেষ সুবিধা পাবে। মাধ্যমিক মানে জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই তার আগে মানসিক ও শারীরিক ভাবে চাঙ্গা থাকাটা জরুরি। ছোট-ছোট পরীক্ষার্থীরা যাতে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেবে রাজ্য। বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর।
শীতের মোকাবিলায় দার্জিলিঙের স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য হিটার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাহাড়ে এই সময় প্রচণ্ড ঠান্ডা। পরীক্ষার্থীরা যাতে ঠান্ডায় কষ্ট না পায়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে সরকারের তরফে। পরীক্ষার্থীরা যাতে শীতে কষ্ট না পায়, ঠিক মতো পরীক্ষা দিতে পারে, তার জন্য পরীক্ষা হলগুলিতে রুম হিটার রাখা হবে। বুধবারই একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর মালদা সফরের দিনই বিহার থেকে ফের বাংলায় ঢুকছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা।
সন্দেশখালিকাণ্ডের পর ২৫ দিন ধরে বেপাত্তা তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহান। এবার অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন করলেন তিনি। শনিবার জামিনের আবেদনের শুনানি হবে। তবে ততদিন পর্যন্ত শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার জন্য তাঁর আইনজীবীর আর্জি গতকাল পত্রপাঠ খারিজ করে দেন বিচারক। আর গতকালই শাহজাহান নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টানলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শেখ শাহজাহানকে ভদ্রলোক বলে সম্বোধন করেন পার্থ ভৌমিক।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে ফের তলব । গত ২৫ তারিখে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। প্রায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দেবরাজকে। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ রয়ে গিয়েছিল বলে দাবি সিবিআইয়ের। তাছাড়া বিধাননগরের মেয়র পারিষদ সব নথিও জমা দিতে পারেননি বলে সিবিআইয়ের দাবি। আজ তাই নিজাম প্যালেসে ফের তলব দেবরাজ চক্রবর্তীকে।
খাস কলকাতায় পুরনো বাড়ি সংস্কারের জন্য তোলা চাওয়ার অভিযোগ উঠল স্থানীয় প্রোমোটারের বিরুদ্ধে। তোলা দিতে রাজি না হওয়ায় মার্কিন মুলুক প্রবাসী সফটওয়্যার আর্কিটেক্টকে মারধরের অভিযোগ। বাড়ির সামনেই রাস্তায় আটকে তোলা চাওয়ার অভিযোগ স্থানীয় প্রোমোটার খোকন সর্দারের বিরুদ্ধে। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের।
এবার লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য তৃণমূলের বিরুদ্ধে 'চাপ' দেওয়ার বিস্ফোরক অভিযোগ করলেন নৌশাদ সিদ্দিকি। বললেন, পরিবারের সদস্যদের দিয়ে ম্য়ানেজ করার চেষ্টা করা হচ্ছে!! অকারণে প্রচারে থাকতে চাইছেন। ৪ লক্ষ ভোটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে হারবেন, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
একশো দিনের বকেয়া টাকা আদায়ে, দোসরা ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসার ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই প্রসঙ্গে মঙ্গলবার অধীর চৌধুরী বললেন, আপনি কলকাতায় ধর্না দিয়ে কী করবেন? চলুন দিল্লিতে ধর্না দেবেন আপনি। আমরাও থাকব আপনার সঙ্গে। আজ মালদায় রাহুলের ন্যায় যাত্রার মধ্যে অধীরের এই বার্তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
মাধ্যমিক পরীক্ষার জন্য শিয়ালদা শাখায় লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ। পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে দাঁড়াবে বেশকিছু লোকাল ট্রেন। ২-১২ ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে অতিরিক্ত স্টপেজ । জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
বাড়িতে নেই কেউ, নরেন্দ্রপুরেকাণ্ডে দাবি পুলিশের। পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি! কীভাবে সম্ভব? প্রশ্ন ক্ষুব্ধ ।
হাজিরা না দিয়ে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। আগামী শনিবার শুনানি। অভিযুক্ত ধরা পড়বে। এটা কোনও প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার, মন্তব্য রাজ্যপালের।
নরেন্দ্রপুর স্কুলে তাণ্ডব, কোর্টের ডেডলাইনও পার। তাও এফআইআরে থাকা অভিযুক্তদের খোঁজই পেল না পুলিশ! মাধ্যমিক শুরুর আগে গ্রেফতার করুন, নির্দেশ বিচারপতির।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি মান্থার কাছে। উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি সেন।
প্রেক্ষাপট
- ২৫দিন পরেও অধরা! সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ডকে এবার মন্ত্রীদের দরাজ সার্টিফিকেট!
শেখ শাহজাহান 'স্বাধীনতা সংগ্রামী'!
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি মান্থার কাছে। উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি সেন।
- ২ বিচারপতির সংঘাত। আইনের মন্দিরে এমন ঘটনার প্রভাব পড়ে দীর্ঘমেয়াদি। নাম না করে মুখ খুললেন প্রধান বিচারপতি। ব্যক্তিগতভাবে লজ্জিত বলে মন্তব্য।
- নরেন্দ্রপুর স্কুলে তাণ্ডব, কোর্টের ডেডলাইনও পার। তাও এফআইআরে থাকা অভিযুক্তদের খোঁজই পেল না পুলিশ! মাধ্যমিক শুরুর আগে গ্রেফতার করুন, নির্দেশ বিচারপতির।
- বাড়িতে নেই কেউ, নরেন্দ্রপুরেকাণ্ডে দাবি পুলিশের। পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি! কীভাবে সম্ভব? প্রশ্ন ক্ষুব্ধ ।
'বাড়িতে নেই, কীভাবে সম্ভব?' - তল্লাশি চালিয়েছি, কিন্তু কেউ মেলেনি। নরেন্দ্রপুরকাণ্ডে পুলিশের দাবিতে বিস্মিত হাইকোর্ট। পঞ্চায়েত সদস্যকেও বাড়িতে মেলেনি! এটা সম্ভব? প্রশ্ন বিচারপতির।
- অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ নেই। তাঁদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। স্কুলে এসে দাবি নরেন্দ্রপুর থানার। (সট)
- ৫০ জনের উপর অভিযুক্ত এখনও অধরা। এজেন্সি ব্যর্থ হলে তিনি বিষয়টিতে ঢুকবেন, নরেন্দ্রপুরকাণ্ডে মন্তব্য রাজ্যপালের। (সট)
- নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডবকাণ্ডে হাইকোর্টের দেওয়া সময়সীমা ফুরোলেও অধরা
অভিযুক্তরা। বাড়িতেও নেই কেউ। স্কুলে আসতে ভয় পাচ্ছে পড়ুয়ারা, দাবি শিক্ষকের।
- স্কুলে গিয়ে কী করেছিলেন? রিপোর্ট ফেলে দিলেন? স্কুল শিক্ষা দফতরের ২ সহ অধিকর্তাকে প্রশ্ন আদালতের। অপরাধমূলক ষডযন্ত্রের ধারায় মামলা হওয়া উচিত বলে মন্তব্য।
- হাজিরা না দিয়ে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। আগামী শনিবার শুনানি। অভিযুক্ত ধরা পড়বে। এটা কোনও প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার, মন্তব্য রাজ্যপালের।
- কড়া পদক্ষেপ যেন না নিতে পারে ইডি, আবেদন শেখ শাহজাহানের। আর্জিতে সাড়া দিল না আদালত। যা করেছেন, তার থেকে আরও কড়া কিছু আছে নাকি? প্রশ্ন ইডি-র আইনজীবীর।
- আদালত অপমানিত। ২ বিচারপতির সংঘাতের মধ্যেই প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন। কাউকে কিছু বলার নেই, সবাইকে শ্রদ্ধা
- হাইকোর্টের নির্দেশেও হল না কাজ। নরেন্দ্রপুরকাণ্ডে রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ।
- "তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুঁজে পাচ্ছেন না? বললেন ক্ষুব্ধ বিচারপতি। "আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা করা উচিত," ভর্ৎসনা শিক্ষা দফতরের ২ আধিকারিককেও।
- শোভনদেবের মুখে স্বাধীনতা সংগ্রামীর তুলনা, পার্থ ভৌমিকের চোখে "ভদ্রলোক"। শাসকের এই মনোভাবেই ২৫ দিন পরও অধরা শাহজাহান?
- ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার কথা বলতেই কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ নৌশাদের। পরিবারের উপরেও চাপ তৈরির দাবি। হার বুঝে অজুহাত, পাল্টা কুণাল।নৌশাদের পরিবারকে চাপ?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -