West Bengal News Live: খুলছে স্কুল-কলেজ, ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি রাজ্যে

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 31 Jan 2022 04:13 PM
WB News Live Updates: প্রৌঢ়া মা-কে গলা টিপে শ্বাসরোধ করে খুন

এবার প্রৌঢ়া মা-কে গলা টিপে শ্বাসরোধ করে খুন (Murder) করার অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) খানাকুলের বালিপুর দাস পাড়া এলাকায়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে খানাকুল থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

West Bengal News Live Updates: আসানসোল পুরভোটে দুর্নীতি প্রশ্নে তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি

আসানসোল পুরভোটে দুর্নীতি প্রশ্নে তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি। দিন কয়েক আগে কুলটির সভা থেকে তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। চড়া সুরে পাল্টা জবাব দিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান।

WB News Live Updates: স্কলারশিপের ফর্ম স্পিড পোস্ট করতে এসে লিঙ্ক ‘বিভ্রাট’, বেলদায় বিক্ষোভ

স্কলারশিপের ফর্ম স্পিড পোস্ট করতে এসে লিঙ্ক ‘বিভ্রাট’, বেলদায় বিক্ষোভ। বেলদার খাকুরদা, জাহালদা পোস্ট অফিসে সকাল থেকে ভিড়। লিঙ্ক ‘বিভ্রাটে’ ফর্ম স্পিড পোস্ট করতে না পারায় বিক্ষোভ। সকাল থেকে সন্ধে পর্যন্ত লাইন, বিক্ষোভ সামলাতে নামল পুলিশ। যতক্ষণ লাইন থাকবে, ততক্ষণ স্পিড পোস্ট হবে, জানালেন পোস্টমাস্টার

West Bengal News Live Updates: কয়লাপাচারকারীদের বিরুদ্ধে বীরভূমের লোকপুরে ফের পুলিশি অভিযান

কয়লাপাচারকারীদের বিরুদ্ধে বীরভূমের লোকপুরে ফের পুলিশি অভিযান। ২৬টি ডাম্পারে প্রায় ৫০০ টন কয়লা বাজেয়াপ্ত হওয়ার দাবি পুলিশ সূত্রে। গ্রামে চলছে পুলিশি টহল। বেআইনিভাবে কয়লা মজুত ঠেকাতে ২৮ তারিখ পুলিশি অভিযান ঘিরে রণক্ষেত্র হয়েছিল লোকপুর।কয়লাপাচারকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে

WB News Live Updates: ইছাপুরে তৃণমূল নেতা খুনের নেপথ্যে ছিল একাধিক আততায়ী

ইছাপুরে তৃণমূল নেতা খুনের নেপথ্যে ছিল একাধিক আততায়ী। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ। এমনকি ঘটনার আগে একাধিকবার এলাকায় রেকিও করে তারা। তারপরই পরিকল্পনামাফিক অপারেশন হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে এমনটাই খবর মিলেছে। গতকালই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

West Bengal News Live Updates: বিধি-নিষেধের দিন বাড়ালো সাঁইথিয়া ও দুবরাজপুর পৌরসভা

বিধি-নিষেধের দিন বাড়ালো সাঁইথিয়া ও দুবরাজপুর পৌরসভা। এর আগে গতকাল পর্যন্ত ছিল এই সময়সীমা। আজ থেকে আগামী ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো সময়সীমা, সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট। সাঁইথিয়া পৌরসভার প্রশাসক বিপ্লব দত্ত জানান বর্তমানে করোনা সংক্রমনের হার অনেকটাই কম তাই আমরা আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ালাম. যাতে সম্পূর্ণ নির্মূল করা যায়।

WB News Live Updates: একবালপুরে বিস্ফোরণ, ১ মহিলা সহ আহত ৬

একবালপুরে বিস্ফোরণ, ১ মহিলা সহ আহত ৬। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের। রান্নার গ্যাসের মেরামতির কাজ চলার সময় বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় নার্সিংহোমে। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ।

West Bengal News Live Updates: স্কলারশিপের ফর্ম স্পিড পোস্ট করতে এসে ‘লিঙ্ক’ বিভ্রাট, বেলদায় বিক্ষোভ

স্কলারশিপের ফর্ম স্পিড পোস্ট করতে এসে ‘লিঙ্ক’ বিভ্রাট, বেলদায় বিক্ষোভ

WB News Live Updates: বেহালার পর্ণশ্রীতে আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

বেহালার পর্ণশ্রীতে আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর। হামলার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা কংগ্রেস নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর। দু’পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।

West Bengal News Live Updates: আগামীকাল থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা

আগামীকাল থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী ৩-৪ দিনে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে।

WB News Live Updates: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে। অপহরণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সুপার।

West Bengal News Live Updates: পেট্রাপোলে কর্মবিরতি সীমান্ত বাণিজ্য ও পরিবহণের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের

বিএসএফ এবং পেট্রাপোল স্থলবন্দরের কিছু কাজে অসন্তোষ জানিয়ে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলেন সীমান্ত বাণিজ্য ও পরিবহণের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের সদস্যরা। এদিন রাস্তায় নেমে বিক্ষোভও দেখান তাঁরা। জটিলতা কাটাতে বিক্ষুব্ধদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। 

WB News Live Updates: আলিপুর চিড়িয়াখানায় গন্ডগোলের ঘটনায় রিপোর্ট তলব করল হাইকোর্ট

আলিপুর চিড়িয়াখানায় গন্ডগোলের ঘটনায় রিপোর্ট তলব করল হাইকোর্ট। ২ দিনের মধ্যে চিড়িয়াখানার অধিকর্তা, পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। কারা চিড়িয়াখানার কর্মী, কারা বহিরাগত, চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

West Bengal News Live Updates: রাজ্যে কিছুটা কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

রাজ্যে কিছুটা কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু। রাজ্যে টানা ১৭দিন করোনায় তিরিশের উপরেই মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৬জনের মৃত্যু। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে ১৩জনের মৃত্যু। কলকাতায় একদিনে ৫জনের মৃত্যু, ১৭৯জন সংক্রমিত। ২ মেদিনীপুরে একদিনে ৪জনের মৃত্যু, দঃ ২৪ পরগনায় মৃত ২। গতকালের তুলনায় অনেকটা কমল টেস্ট, কমল পজিটিভিটি রেট-ও। 

WB News Live Updates: এবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে পিকনিক শুরু করল তৃণমূল

বিক্ষুব্ধ বিজেপির পিকনিক পলিটিক্স ঘিরে বঙ্গ রাজনীতি যখন সরগরম, তার মধ্যেই এবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে পিকনিক শুরু করল তৃণমূল। বনগাঁ ও অশোকনগরে দেখা গিয়েছে এমনই ছবি। পুরভোটর মুখে তৃণমূলের এই পিকনিক তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি। আমল দিতে নারাজ শাসক শিবির।

West Bengal News Live Updates: ৫০-এর বদলে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন-মেট্রো, খবর সূত্রের

লোকাল ট্রেন ও মেট্রোয় আরও ছাড় ? ‘কাল থেকে ৫০-এর বদলে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন-মেট্রো।’কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করবে নবান্ন, খবর সূত্রের। 

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিজ্ঞপ্তি জারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিজ্ঞপ্তি জারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির। পৃথক দুটি বিজ্ঞপ্তি স্কুল ও উচ্চশিক্ষা দফতরের। ২ ফেব্রুয়ারি থেকেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে আসার নির্দেশ। 

West Bengal News Live Updates: ২৭ ফেব্রুয়ারির পুরভোট পিছনোর দাবি বিজেপির

২৭ ফেব্রুয়ারির পুরভোট পিছনোর দাবি বিজেপির। ‘২৭ ফেব্রুয়ারির ভোট ৪ সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক।’রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে দাবি রাজ্য বিজেপির। ‘সব পুরসভার ভোটগণনা একদিনে করা হোক।’দাবি রাজ্য বিজেপির। 

WB News Live Updates: "রাজ্যপালের প্রশ্ন এড়াতে ট্যুইটার ব্লক করেছেন মুখ্যমন্ত্রী,'' পাল্টা আক্রমণ রাজ্য বিজেপির সভাপতির

"রাজ্যপালের প্রশ্ন এড়াতে ট্যুইটার ব্লক করেছেন মুখ্যমন্ত্রী,'' পাল্টা আক্রমণ রাজ্য বিজেপির সভাপতির 

West Bengal News Live Updates: খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, উচ্ছ্বাসে মাতল এসএফআই

৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কলেজস্ট্রিটে উচ্ছ্বাসে মাতলেন এসএফআইয়ের কর্মী সমর্থকেরা।

WB News Live Updates: "রাজ্যের কেউ সাংবিধানিক রীতিনীতি ব্লক করতে পারে না'' কটাক্ষ রাজ্যপালের

"রাজ্যের কেউ সাংবিধানিক রীতিনীতি ব্লক করতে পারে না। আইনের শাসনকে কেউ ব্লক করতে পারে না। সংবিধানের ১৫৯ ধারা এটা সুনিশ্চিত করে। যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা সংবিধানের প্রতি আস্থাশীল ও অনুগত থাকবেন। এই ধারা তা সুনিশ্চিত করে।''মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজ্যপালের। 

West Bengal News Live Updates: নজরদারির অভিযোগে রাজ্যপালকে আক্রমণে মুখ্যমন্ত্রী

‘রাজভবন থেকে হচ্ছে পেগাসাস, সবার ফোন ট্যাপ হচ্ছে।’নজরদারির অভিযোগে রাজ্যপালকে আক্রমণে মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে বেসরকারি স্কুলও

৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে বেসরকারি স্কুলও। ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল’। জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও। 

West Bengal News Live Updates: ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

WB News Live Updates: খুলছে স্কুল-কলেজ, ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি রাজ্যে

৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। ১ ফেব্রুয়ারি-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করোনার বিধিনিষেধ। কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ। 

West Bengal News Live Updates: স্কুল খোলার দাবিতে এবার এবিভিপির বিক্ষোভ

স্কুল খোলার দাবিতে এবার এবিভিপির বিক্ষোভ। সল্টলেকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 

WB News Live Updates: আলিপুর চিড়িয়াখানায় সংঘর্ষ, রিপোর্ট তলব হাইকোর্টের

আলিপুর চিড়িয়াখানায় সংঘর্ষ, রিপোর্ট তলব হাইকোর্টের। চিড়িয়াখানার অধিকর্তা, পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের। পরশু সকাল ১১টার মধ্যে রিপোর্ট চাইল হাইকোর্ট। 

West Bengal News Live Updates: উদয়ন গুহর ‘দুয়ারে প্রহার’ হুঁশিয়ারির বিরোধিতা

পুরভোটের মুখে উদয়ন গুহর ‘দুয়ারে প্রহার’ হুঁশিয়ারির বিরোধিতা করে কোতয়ালি থানায় হিংসায় ইন্ধনের মামলা রুজু করল বিজেপি। উদয়নের বক্তব্য ব্যক্তিগত মত। দল তাকে সমর্থন করে না। এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। যদিও দিনহাটার তৃণমূল বিধায়ক এই সব বিতর্কে আমল দিতে নারাজ। 

WB News Live Updates: কোপাই নদীর তীর থেকে উদ্ধার অর্ধনগ্ন এক মহিলার দেহ

কোপাই নদীর তীর থেকে উদ্ধার হল অর্ধনগ্ন এক মহিলার দেহ। এই রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিনিকেতন থানা ও পাড়ুই থানার পুলিশ। শান্তিনিকেতন থানার অন্তর্গত বল্লভপুরডাঙ্গা গ্রামের বাইরে কোপাই নদীর তীর থেকে উদ্ধার হল দেহ। যদিও এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি , কিভাবে মৃত্যু হলো , পুরো ঘটনার প্রাথমিক তদন্ত করে দেখছে পুলিশ ।

West Bengal News Live Updates: স্কুল খোলার দাবিতে এবার এবিভিপির বিক্ষোভ

 স্কুল খোলার দাবিতে এবার এবিভিপির বিক্ষোভ। সল্টলেকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 

WB News Live Updates: তৃণমূল নেতা সুশান্ত মজুমদারকে খুনের ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য

নোয়াপাড়ায় তৃণমূল নেতা সুশান্ত মজুমদারকে খুনের ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আততায়ীরা সংখ্যায় ছিল দুইয়ের বেশি। গতকাল পুলিশ কুকুর আনা হয়। স্নিফার ডগ প্রথমে ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছুটে চলে যায় কয়েকশো মিটার দূরে নিহত তৃণমূল নেতার বাড়িতে। এরপর ঘটনাস্থলে ফিরে এসে এবার বাপুজিনগর এলাকায় একটি মাঠে যায় পুলিশ কুকুর। সেখান থেকে চলে যায় রেললাইনে। শিয়ালদা-কৃষ্ণনগর মেন শাখায় ইছাপুর ও শ্যামনগর স্টেশনের মাঝে রেললাইনের ওপারে মায়া পল্লি। সেদিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পুলিশ কুকুর। তবে কি আততায়ীরা মায়া পল্লির দিকে পালিয়ে গিয়েছিল? তৃণমূল নেতার খুনের নেপথ্যে কি স্থানীয় দুষ্কৃতীরা? নাকি তৃণমূল নেতার গতিবিধি জানতে স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য নিয়েছিল আততায়ীরা? উঠছে একাধিক প্রশ্ন।

West Bengal News Live Updates: সিলেবাসে সিঙ্গুর প্রসঙ্গ থাকলেও, নন্দীগ্রাম কেন নয়? জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে স্কুলস্তরে ইতিহাসের সিলেবাসে সিঙ্গুর প্রসঙ্গ থাকলেও, নন্দীগ্রাম কেন নয়? এই প্রশ্নে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। সিঙ্গুর আন্দোলন থাকবে কি থাকবে না, নন্দীগ্রাম আন্দোলন থাকবে কি থাকবে না। তা দায়িত্বশীল কর্তৃপক্ষের বিবেচনাধীন। ইতিহাসের সিলেবাসে কোন বিষয় পড়ানো হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বার্থ মামলা খারিজ করে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নন্দীগ্রাম আন্দোলনকে ইতিহাসের সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য জনস্বার্থ মামলাকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর পরামর্শ দিয়েছে হাইকোর্ট। 

WB News Live Updates: স্কুল খোলার দাবিতে এয়ারপোর্ট এলাকায় বিক্ষোভ

স্কুল খোলার দাবিতে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে এসএফআইয়ের মিছিল। মতিলাল কলোনিতে মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এসএফআই সদস্যদের। প্রায় ৫০ জন এসএফআই সদস্যকে আটক করে দমদম থানার পুলিশ।

WB News Live Updates: দোকান বন্ধ রাখেন গড়িয়াহাট পুরবাজারের ব্যবসায়ীরা

তোলাবাজি, মদ-জুয়ার আসর-সহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ব্যবসা বন্ধের ডাক গড়িয়াহাট পুর ব্যবসায়ী সমিতির। আজ কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরবাজার বন্ধ। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে নিয়মিত তোলাবাজি হয়। মদ-জুয়ার আসর বসে। অসুবিধায় পড়েন ক্রেতা-বিক্রেতারা। এ নিয়ে পুরসভাকে একাধিকবার জানিয়েও কাজ হয়নি বলে ব্যবসায়ীদের দাবি। প্রতিবাদে এদিন দোকান বন্ধ রাখেন গড়িয়াহাট পুরবাজারের ব্যবসায়ীরা। 

West Bengal News Live Updates: বিরোধী দল প্রচারে গেলে জুতো পেটার নির্দেশ তৃণমূল নেতার, ভিডিও ভাইরাল

বিরোধী দল প্রচারে গেলে তাদের জুতো পেটা করার নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ঘাটালের তৃণমূল নেতা। ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক তরজা। শনিবার খড়গপুর ২ নম্বর ব্লকের বলরামপুরে কর্মিসভায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুখোপাধ্যায় মন্তব্য করেন, বিরোধীরা পঞ্চায়েত ভোটের প্রচারে এলে তাদের জুতো মারুন। বিজেপির কটাক্ষ, এটাই শাসকদলের সংস্কৃতি। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

WB News Live Updates: বিজেপির তফশিলি মোর্চার নেতৃত্বে ‘মরিচঝাঁপি চলো’ অভিযান

বিজেপির তফশিলি মোর্চার নেতৃত্বে ‘মরিচঝাঁপি চলো’ অভিযান।৪৩ বছর আগে, বাম আমলে উদ্বাস্তুদের হত্যার অভিযোগে তদন্ত কমিশন গড়েও বিচার মেলেনি বলে অভিযোগ গেরুয়া শিবিরের। তার প্রতিবাদে বিজেপির নজরে সুন্দরবনের মরিচঝাঁপি। এদিন সেখানে যান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। এদিন মরিচঝাঁপিতে শ্রদ্ধা জানানোর পর কুমিরমারিতে সভা করবে বিজেপি। আজ ৪২টি সাংগঠনিক জেলায় মৌন মিছিল করার কথা গেরুয়া শিবিরের। ১৯৭৯ সালের জানুয়ারিতে, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের মরিচঝাঁপিতে হত্যার অভিযোগ ওঠে। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু।

West Bengal News Live Updates: বীরভূমে ফের বিজেপিতে ভাঙন

খয়রাশোলের পর এবার দুবরাজপুর। বীরভূমে ফের বিজেপিতে ভাঙন। গতকাল অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন দুবরাজপুরের একঝাঁক বিজেপি নেতা। দলত্যাগীদের দাবি, বিজেপির জেলা সভাপতি দলের নীচুতলার কর্মীদের গুরুত্ব না দেওয়াতেই তৃণমূলে যোগদান। 

WB News Live Updates: বনগাঁর একাধিক ওয়ার্ডে পিকনিকের আয়োজন

এবার তৃণমূলেও পিকনিক-পলিটিক্স। পুরভোটকে সামনে রেখে প্রাক্তন পুর প্রশাসক শঙ্কর আঢ্য ও তৃণমূলের এক ওয়ার্ড কোঅর্ডিনেটরের উদ্যোগে বনগাঁর একাধিক ওয়ার্ডে পিকনিকের আয়োজন করা হয়। বিজেপির কটাক্ষ, সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে পিকনিক দেখেই অনুকরণের চেষ্টা তৃণমূলের। তবে পিকনিকের আয়োজন ভোটের বাক্সে প্রভাব ফেলবে না বলেই দাবি বিজেপির। অন্যদিকে, অশোকনগরে একাধিক ক্লাব ও যুব তৃণমূলের ব্যানারে আয়োজিত পিকনিকে যোগ দেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। গাইলেন গান। বিজেপির দাবি, পুরভোটের আগে টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। বিনোদনের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলছে বিজেপি, পাল্টা কটাক্ষ বিধায়কের।

West Bengal News Live Updates: দুটি টিকা নিলেই সম্পত্তি কর-এ ছাড়!

দক্ষিণ দমদমের পর এবার হাবড়া পুরসভা। পরিবারের সকলে করোনার দুটি টিকা নিলেই সম্পত্তি করে ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা। ভ্যাকসিনেশনে উৎসাহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল হাবড়া পুরসভা।

WB News Live Updates: নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। তাদের দাবি, আজ গোকুলনগরে বিজেপি ছেড়ে শতাধিক নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

West Bengal News Live Updates: তেলেঙ্গাবাগানে মত্ত অবস্থায় দুই বন্ধুর মারামারি, মৃত ১

উল্টোডাঙার তেলেঙ্গাবাগানে মত্ত অবস্থায় দুই বন্ধুর মারামারি।ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে সংজ্ঞাহীন হোটেল ব্যবসায়ী। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মৃত হোটেল ব্যবসায়ীর নাম লোকনাথ দত্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্যবসায়ীর সঙ্গে তাঁর বন্ধু অটোচালক গোপাল ভাদুড়ির প্রায়ই বচসা হত। অভিযোগ, গতকাল মত্ত অবস্থায় দু’ জন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কির সময় সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ে যান ওই ব্যবসায়ী। মারধরের জেরে মৃত্যু বলে দাবি পরিবারের। ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত বন্ধুকে আটক করেছে উল্টোডাঙা থানার পুলিশ। আটক ব্যক্তি কেষ্টপুরের বাসিন্দা।

WB News Live Updates: আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত

বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। গতকালের তুলনায় প্রায় ২ ডিগ্রি বাড়লেও আজও স্বাভাবিকের নীচেই পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল থেকে ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।

West Bengal News Live Updates: ডোরিনা ক্রসিংয়ে মিনিবাস উল্টে যাওয়ার ঘটনায় গ্রেফতার চালক

ডোরিনা ক্রসিংয়ে মিনিবাস উল্টে যাওয়ার ঘটনায় গ্রেফতার চালক। পুলিশ সূত্রে খবর, বাঁকড়া-পার্ক সার্কাস রুটের ওই মিনিবাসের বিরুদ্ধে দু’শোটির ওপর মামলা রয়েছে। গতকাল পার্ক সার্কাস থেকে হাওড়ায় যাওয়ার পথে, ডোরিনা ক্রসিংয়ে উল্টে যায় বরযাত্রী বোঝাই মিনিবাস। প্রাথমিক তদন্তে জানা যায়, চালকের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটে। রাতে হাওড়া স্টেশনের প্রি-পেড ট্যাক্সি বুথের কাছ থেকে অভিযুক্ত মিনিবাস চালক সরফরাজ খানকে গ্রেফতার করে কলকাতা ট্রাফিক পুলিশের ফেটাল স্কোয়াড।  

WB News Live Updates: রয়েড পার্কে আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা

বেহালার পর্ণশ্রী থানা এলাকার রয়েড পার্কে আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা। গাড়ি ভাঙচুর, পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টার অভিযোগ উঠল ১৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। ভাঙচুরে বাধা দেওয়ায় কংগ্রেস নেতার স্ত্রীকে মারধরেরও অভিযোগ উঠেছে। আইএনটিইউসি নেতার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কংগ্রেস ছাড়ার জন্য হুমকি দিচ্ছিল তৃণমূল। গতকাল কংগ্রেসের বেদি ভাঙার ছবি তিনি সোশাল মিডিয়ায় আপলোড করেন। সেই আক্রোশেই রাতে তাঁর বাড়িতে হামলা বলে দাবি আইএনটিইউসি নেতার। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের হয়েছে। অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য তাঁকে ফোন করেন বলে জানিয়েছেন আইএনটিইউসি নেতা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live Updates: কংগ্রেসের তৈরি করা বেদি ভাঙচুরের অভিযোগ

কংগ্রেসের তৈরি করা বেদি ভাঙচুরের অভিযোগ। ভাঙচুরের ছবি সোশাল মিডিয়ায় আপলোড করায় ‘হামলা’। বেহালার রয়েড পার্কে ‘আক্রান্ত’ কংগ্রেস নেতা। গাড়িতে ভাঙচুর, পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টার অভিযোগ। ভাঙচুরে বাধা দেওয়ায় কংগ্রেস নেতার স্ত্রী-কে মারধরের অভিযোগ। ১৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ । বেশ কয়েকদিন ধরে কংগ্রেস ছাড়তে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ
রাতে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের। ‘আক্রান্ত’ কংগ্রেস নেতাকে ফোন করেছেন অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য। 

WB News Live Updates: উদয়নের হুমকি-বিতর্ক

পুরভোটে কেউ বিশ্বাসঘাতকতা করলে তারজন্য চালু হবে দুয়ারে প্রহার প্রকল্প। আজ কোচবিহারের দিনহাটায় দলীয় কর্মিসভায় এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এখন থেকেই সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন শাসক দলের বিধায়ক, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। 

West Bengal News Live Updates: মহাত্মা-স্মরণে তরজা

জাতির জনকের প্রয়াণ দিবসে মহাত্মাকে স্মরণ রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর। এমনকী বিজেপি রাজ্য দফতরেও স্মরণ অনুষ্ঠান হয়। এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

WB News Live Updates: বিকাশ মিশ্রর জামিনের আবেদন খারিজ

কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর জামিনের আবেদন খারিজ করল আসানসোল CBI আদালত। CBI-কে আদালতের নির্দেশ, ৭ ফেব্রুয়ারি বিনয় মিশ্রর ভাইকে সশরীরে হাজির করাতে হবে। কোন অসুস্থতার কারণে বিকাশকে দিনের পর দিন হাসপাতালে রাখা হচ্ছে, SSKM-এর সুপারের কাছে তা নিয়ে রিপোর্ট তলব করেছে আদালত। আর এসবের মধ্যেই চলছে রাজনৈতিক বাগযুদ্ধ।

প্রেক্ষাপট

কলকাতা: কয়লাকাণ্ডে (Coal Case) ধৃত বিকাশ মিশ্রর (Bikash Mishra) জামিনের আবেদন খারিজ করল আসানসোল (Asansol) CBI আদালত। CBI-কে আদালতের নির্দেশ, ৭ ফেব্রুয়ারি বিনয় মিশ্রর ভাইকে সশরীরে হাজির করাতে হবে। কোন অসুস্থতার কারণে বিকাশকে দিনের পর দিন হাসপাতালে রাখা হচ্ছে, SSKM-এর সুপারের কাছে তা নিয়ে রিপোর্ট তলব করেছে আদালত। আর এসবের মধ্যেই চলছে রাজনৈতিক (Political) বাগযুদ্ধ। 


জাতির জনকের প্রয়াণ দিবসে মহাত্মাকে (Mahatma Gandhi) স্মরণ রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর (Narendra Modi)। এমনকী বিজেপি রাজ্য দফতরেও স্মরণ অনুষ্ঠান হয়। এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।


পুরভোটে কেউ বিশ্বাসঘাতকতা করলে তারজন্য চালু হবে দুয়ারে প্রহার প্রকল্প। আজ কোচবিহারের দিনহাটায় দলীয় কর্মিসভায় এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এখন থেকেই সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন শাসক দলের বিধায়ক, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।


পুরভোট জল্পনার মধ্যে পুরসভার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। এমনই ছবি দেখা গেল নদিয়ার রানাঘাট পুরসভায়। গতকাল তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তার মধ্যে রয়েছে গৃহহীনদের জন্য আবাস নীড়াশ্রয়, পার্ক ও বিপণন কেন্দ্র এবং চূর্ণী নদীর ধারে পর্যটন কেন্দ্র ‘বৈকালিক’। এর পাশাপাশি কর্মতীর্থ প্রকল্পের শিলান্যাসও করেন তাঁরা। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পুরসভায় ভোট করানোর পক্ষে আদালতে প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ঠিক তার আগে প্রকল্পের উদ্বোধনকে চমকের রাজনীতি বলে কটাক্ষ করেছে বিজেপি। মানতে নারাজ শাসক শিবির।  


বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে আজও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। ১২-র নীচে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এ বছরের জানুয়ারি মাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। চলতি মরশুমে গত ডিসেম্বরে তাপমাত্রা নেমেছিল ১১ দশমিক ২ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা স্বাভাবিকের নীচেই থাকবে পারদ।মঙ্গল-বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে অকাল বর্ষণ।


পুরভোট জল্পনার মধ্যে পুরসভার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। এমনই ছবি দেখা গেল নদিয়ার রানাঘাট পুরসভায়। গতকাল তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তার মধ্যে রয়েছে গৃহহীনদের জন্য আবাস নীড়াশ্রয়, পার্ক ও বিপণন কেন্দ্র এবং চূর্ণী নদীর ধারে পর্যটন কেন্দ্র ‘বৈকালিক’। এর পাশাপাশি কর্মতীর্থ প্রকল্পের শিলান্যাসও করেন তাঁরা। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পুরসভায় ভোট করানোর পক্ষে আদালতে প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ঠিক তার আগে প্রকল্পের উদ্বোধনকে চমকের রাজনীতি বলে কটাক্ষ করেছে বিজেপি। মানতে নারাজ শাসক শিবির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.