West Bengal News Live: আগামী বুধবার বিকেল চারটায় মন্ত্রিসভায় কিছু রদবদল হবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Aug 2022 11:45 PM
West Bengal Live Update: ধৃত ৩ কংগ্রেস বিধায়কের অসমের বিজেপি-যোগ নিয়ে বিস্ফোরক দাবি সিআইডির

হাওড়ায় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের কাছে ৪৯ লক্ষ টাকা! ধৃত ৩ কংগ্রেস বিধায়কের অসমের বিজেপি-যোগ নিয়ে বিস্ফোরক দাবি সিআইডির

West Bengal Live: ইডি-র প্রশ্নের উত্তরে কী বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

‘ইডির প্রশ্ন: অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে, কী বলবেন?’ ‘পার্থর জবাব: শুনেছি’ ‘ইডির প্রশ্ন: টাকা কি আপনার?’ ‘পার্থর জবাব: না’। সূত্রের খবর, প্রশ্নোত্তরে এ কথাই বলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

West Bengal Live Update: টাকা-কাণ্ডে বারবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেও ইডি-র সামনে নীরব প্রাক্তন মন্ত্রী, বলছে সূত্র

টাকা-কাণ্ডে বারবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেও ইডি-র সামনে নীরব পার্থ: সূত্র

West Bengal Live:অনুব্রত মণ্ডলের লালবাতি ঘিরে বিতর্ক

অনুব্রত মণ্ডলের লালবাতি ঘিরে বিতর্ক। তীব্র অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট।

West Bengal Live Update: নিয়োগের নিয়মেও বদল আনা হচ্ছে: ব্রাত্য বসু

নিয়োগের নিয়মেও ব্যাপক রদবদল আনা হচ্ছে. জানালেন শিক্ষামন্ত্রী

West Bengal Live: পুজোর মধ্যে চালু হতে পারে নিয়োগ-প্রক্রিয়া: ব্রাত্য

পুজোর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু হবে, আশা ব্রাত্য বসুর

West Bengal Live Update: নতুন নিয়োগ নিয়ে ঘোষণা ব্রাত্য বসুর

হেডমাস্টার-সহ একগুচ্ছ নতুন পদে নিয়োগ হবে, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

West Bengal Live: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিতে ফের বিজেপি বিধায়ক কন্যাকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের বাঁকুড়া পৌঁছল সিআইডি। 

West Bengal Live Update: বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল

বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল। সূত্রের খবর, মন্ত্রী হতে পারেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, ফের মন্ত্রিসভায় আসতে পারেন তাপস রায়।

West Bengal Live: এসএসসি-দুর্নীতি ও পার্থকাণ্ডের প্রতিবাদে মিছিল

এসএসসি-দুর্নীতি ও পার্থকাণ্ডের প্রতিবাদে বামপন্থী বিশিষ্টদের মিছিল

West Bengal Live Update: বারাসাত সাংগঠনিক জেলার দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার, বনগাঁর দায়িত্ব বিশ্বজিৎ দাসকে

বারাসাত সাংগঠনিক জেলায় অশনি মুখোপাধ্যায়ের জায়গায় জেলা সভানেত্রী হলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বনগাঁয় গোপাল শেঠকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাগদার বিধায়ক বিশ্বজিতকে ‘পুরস্কার’।

West Bengal Live: তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল একাধিক জেলায়

একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল। বদল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও।

West Bengal Live Update: লালবাতি খুলে নিয়ে ৫০০ টাকা জরিমানাতেই রাজ্যের দায়িত্ব শেষ, প্রশ্ন হাইকোর্টের

‘৫০০ টাকা জরিমানাতেই দায় শেষ ? অনুব্রতর গাড়ি থেকে লালবাতি খুলে নিয়ে ৫০০ টাকা জরিমানাতেই রাজ্যের দায়িত্ব শেষ ?’ প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির

West Bengal Live:মন্ত্রী হতে পারেন বাবুল সুপ্রিয়?

নতুন মন্ত্রীর তালিকায় কি বাবুল সুপ্রিয়? সম্ভাবনা জোরালো 

West Bengal Live Update: অনুব্রতর গাড়িতে লালবাতি লাগানো নিয়ে বিরক্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

অনুব্রতর গাড়িতে লালবাতি লাগানো ও ব্যবহার নিয়ে বিরক্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

West Bengal Live:এসএসসি আইনের বদলির নিয়মে ‘রদবদল’ কলকাতা হাইকোর্টের

এসএসসি আইনের বদলির নিয়মে ‘রদবদল’ কলকাতা হাইকোর্টের

West Bengal Live Update: কল্যাণী AIIMS-এ 'নিয়োগ দুর্নীতি'

কল্যাণী AIIMS-এ 'নিয়োগ দুর্নীতি'। ফের সিআইডি প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা।

West Bengal Live:পার্থ-মানিকের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ মহিষাদলে

পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যর নাম করে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে।

West Bengal Live Update: নীরব পার্থ

টাকা-কাণ্ডে বারবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেও ইডি-র সামনে নীরব পার্থ। 

West Bengal Live: বুধবার মন্ত্রীসভায় বদলের ঘোষণা মমতার

আগামী ৩ অগাস্ট বিকেল চারটায় মন্ত্রিসভায় বদলের ঘোষণা। কয়েকজন নতুন মন্ত্রী। মন্ত্রীসভার কয়েকজনকে দলের কাজে লাগানো হবে। 

West Bengal Live Update: নতুন ৭টি জেলার ঘোষণা মমতার

রাজ্যে আরও ৭টি নতুন জেলার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal Live: টাকা ফেরতের জন্য তৃণমূল নেতা নান্টু প্রধানের বাড়িতে ভিড়

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর থেকে টাকা ফেরতের জন্য ভগবানপুরের প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধানের বাড়িতে ভিড় বাড়ছে প্রতারিত চাকরি প্রার্থীদের, চাপে পড়ে প্রতারিতদের টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন নান্টুর বাবা! এলাকা জুড়ে চাঞ্চল্য! 

West Bengal Live Update: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে মালদার রতুয়ার দুটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিডিও। রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা ও বাহারাল গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ৬৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায় দুটি গ্রাম পঞ্চায়েতের ৩ কর্মীকে বরখাস্ত করা হয়। ৬ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের মদতেই দুর্নীতি চলছে, দাবি বিজেপির। অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রতিক্রিয়া শাসকদলের। 

West Bengal Live: শ্রীধরপুর সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা

পূর্ব বর্ধমানের মেমারীর শ্রীধরপুর সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। রবিবার এই সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে ঘিরে ছিল রীতিমত টানটান উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। 

West Bengal Live Update: যুবকের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে

পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যর নাম করে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা মানলেও অভিযুক্ত দেবপ্রসাদ সেনীর দাবি, প্রতিশ্রুতি রাখতে না পারায় বেশ কয়েকজনকে টাকা ফেরতও দিয়েছেন। অভিযোগ, প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে একেকজনের কাছ থেকে ৫-১৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তৃণমূলের মদতে রাজ্যজুড়ে চাকরি বিক্রির রমরমা, খোঁচা বিজেপির। পাঁচলায় টাকা উদ্ধারের প্রসঙ্গ টেনে পাল্টা গেরুয়া শিবিরকে নিশানা শাসকদলের। 

West Bengal Live: ৬০০-রও বেশি জনস্বার্থ মামলা করেছেন ধৃত আইনজীবী?

কলকাতা থেকে ঝাড়খণ্ডের আইনজীবীকে গ্রেফতারের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের দাবি, ৬০০-রও বেশি জনস্বার্থ মামলা করেছেন ওই আইনজীবী। এমনকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও খনি-দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রাজীব কুমার। জনস্বার্থ মামলা দায়ের করে চাপ দিয়ে টাকা আদায় করাই ছিল তাঁর কৌশল, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

West Bengal Live Update: কলকাতার শপিং মল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী

জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে শহরের একটি শপিং মল থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী। পুলিশ সূত্রে খবর, কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশির হুমকি দিয়ে ১০ কোটি টাকায় রফা করতে বলেন রাঁচির আইনজীবী রাজীব কুমার। দরাদরি করে প্রথমে ৪ কোটি ও শেষপর্যন্ত ১ কোটি টাকায় রফা হয়। গতকাল প্রথম দফার ৫০ লক্ষ টাকা নেওয়ার সময় ঝাড়খণ্ডের ওই আইনজীবীকে হাতেনাতে পাকড়াও করে কলকাতা পুলিশ। 

West Bengal Live: বাংলার সোনার ছেলে অচিন্ত্য

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দেশকে তৃতীয় সোনা এনে দিলেন এক বাঙালি। ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি।

West Bengal Live Update: দুর্নীতির মধ্যেও উজ্জ্বল মুখ

তাঁর টিনের চালের বাড়ি। স্বামীর সঙ্গে মাঝে মধ্যে অন্যের জমিতে দিন মজুরের কাজও করেন। তিনি বীরভূমের ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। সত্‍, সাদাসিধে প্রধানের প্রশংসায় পঞ্চমুখ গ্রামবাসীরা। বিরোধী বিজেপির মুখেও ব্যতিক্রমী প্রধানের প্রশংসা। 

West Bengal Live: কোচবিহারের চ্যাংরাবান্ধায় ১০ জনের মৃত্যু

কোচবিহারের চ্যাংরাবান্ধায় ১০ জনের মৃত্যু। শীতলকুচি থেকে জল্পেশ শিব মন্দির যাওয়ার সময় পুণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যানে শর্ট সার্কিট। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু। আহত ১৬। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রেক্ষাপট

কোচবিহারের (Coochbehar) চ্যাংরাবান্ধায় ১০ জনের মৃত্যু (Death)। শীতলকুচি (Sitalkuchi) থেকে জল্পেশ শিব মন্দির যাওয়ার সময় পুণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যানে (Pick Up Van) শর্ট সার্কিট। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু। আহত ১৬। আহতদের জলপাইগুড়ি (Jalpaiguri) সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রেসিডেন্সি জেলে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। এদিন বেলা পৌনে ১২টা নাগাদ জেলে পৌঁছয় পুলিশের ৫ জনের দলটি। অভিযোগ ওঠে,  শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী যখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেইসময় কাঁথি পুর-এলাকায় নির্মাণকাজের অনুমতি পেতে মোটা অঙ্কের টাকা দেন সুদীপ্ত সেন। সম্প্রতি কাঁথি পুরসভা থেকে সারদা সংক্রান্ত সেই ফাইল উধাও হয়ে গিয়েছে বলে কাঁথি থানায় অভিযোগ জানান পুরসভার চেয়ারম্যান। তার প্রেক্ষিতেই সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ পুলিশের। খবর সূত্রের।


SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে বীরভূমের বোলপুরে সিপিএমের মিছিল। নেতৃত্বে নানুরের প্রাক্তন সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান। বোলপুর শহর পরিক্রমা করে বাম কর্মী, সমর্থকদের মিছিল। 
এদিন চোর ধরো জেল ভরো স্লোগান দিয়ে রামপুরহাটেও মিছিল করে বামেরা। রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর বিক্ষোভ দেখান বাম কর্মী, সমর্থকরা। 


SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে দক্ষিণ ২৪ পরগনার কুলপির করঞ্জলি এলাকায় সিপিএমের প্রতিবাদ মিছিল। ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর প্রতিবাদ বিক্ষোভ বাম কর্মী, সমর্থকদের।সিপিএমের দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায় নয়, SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করা হোক। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.