West Bengal News Live Updates: দিনভর বৃষ্টি, বিপাকে ভোট কর্মীরা

Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 31 May 2024 11:02 PM
WB News Live Updates: প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্তা কে কে গঙ্গোপাধ্যায়

প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্তা কে কে গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কার্তিককুমার গঙ্গোপাধ্যায়ের। দিসান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৯৪১ সালের ১২ জুলাই কার্শিয়ঙের জন্মগ্রহণ করেন।১৯৬৫ সালে ভারত-পাকিস্তান এবং ১৯৭১ সালের বাংলাদেশে যুদ্ধে অংশ নিয়েছিলেন কে কে গঙ্গোপাধ্যায়। বিশিষ্ট সেবা মেডেল দেওয়া হয় তাঁকে। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি। 

West Bengal News Live: কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে টাকা উদ্ধার

কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে টাকা উদ্ধার। নাকা চেকিংয়ের সময় ৪ বাইক আরোহীর কাছে মিলল ১০ লক্ষ ১৩ হাজার টাকা। ৬ জনকে আটক করেছে গোলাবাড়ি থানার পুলিশ। কার টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উত্তর দিতে না পারায় আটক ৭। 

WB News Live Updates: আগামীকাল শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন

আগামীকাল শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন। কাল কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদমে ভোট। ডায়মন্ডহারবার, বসিরহাট, বারাসতেও কাল ভোট। কাল যাদবপুর, জয়নগর, মথুরাপুরে লোকসভা নির্বাচন। কাল বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন 

West Bengal News Live: জল সমস্যায় জেরবার শিলিগুড়ি

 


জল সমস্যায় জেরবার শিলিগুড়ি। জলসঙ্কট নিয়ে পুরসভার সামনে বিজেপির মিছিল পুলিশ আটকে দিলে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। মাটিতে বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মেয়রের পদত্যাগ দাবি। আগের পুরবোর্ডের পাপের ফল ভোগ করতে হচ্ছে, দায় অস্বীকার করে মন্তব্য মেয়র গৌতম দেবের। এই পাপ উনিই সৃষ্টি করেছেন, জবাব ওঁকেই দিতে হবে, গৌতম দেবকে নিশানা অশোক ভট্টাচার্যর। 

WB News Live Updates: ফার্স্ট পোলিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয় ইভিএম

আগামীকাল সপ্তম দফায় ৯টি লোকসভা কেন্দ্রে ভোটের পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। তবে সঠিক সময়ে ডিস্ট্রিবিউশন সেন্টারে কয়েকজন প্রিসাইডিং অফিসার এসে পৌঁছতে না পারায় বিপাকে পড়েন ভোটকর্মীরা। নির্দিষ্ট সময়ে না এলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয় মাইকে। পরে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারদের বদলে ফার্স্ট পোলিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয় ইভিএম

West Bengal News Live:দিনভর বৃষ্টি, বিপাকে ভোট কর্মীরা

দিনভর বৃষ্টি, বিপাকে ভোট কর্মীরা। হেস্টিংসে কাদা প্যাচপ্যাচে মাঠে আটকে বাস। ডিসিআরসি থেকে ইভিএম সংগ্রহের পরেও, বুথে রওনা দিতে পারছেন না যাদবপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটকর্মীদের একাংশ। 

WB News Live Updates: ভোটের আগে উত্তপ্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের গাঙ্গুলিবাগান

ভোটের আগে উত্তপ্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের গাঙ্গুলিবাগান। গাঙ্গুলিবাগানে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

West Bengal News Live: এখনও এই কেন্দ্রে ডিস্ট্রিবিউশন সেন্টারে আসেননি প্রিসাইডিং অফিসার

কাল সপ্তম দফায় ৯টি লোকসভা কেন্দ্রের নির্বাচন সহ বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। এখনও ডিস্ট্রিবিউশন সেন্টারে আসেননি প্রিসাইডিং অফিসার।

WB News Live Updates: শেষ দফার ভোটের আগে সাদা থানের হুঁশিয়ারি খড়দায়

 


শেষ দফার ভোটের আগে সাদা থানের হুঁশিয়ারি! খড়দায় বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান। তৃণমূলের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ বিজেপির। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

West Bengal News Live: ভোটের মুখে প্রবল বৃষ্টিতে জলমগ্ন বেহালার একাধিক এলাকা

কাল সপ্তম দফায় কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট। কিন্তু প্রবল বৃষ্টিতে জলমগ্ন বেহালার একাধিক এলাকা। অক্সিটাউনের শিবরামপুর মাধ্যমিক হাইস্কুল ফর গার্লসে একসঙ্গে তিনটি বুথে এখনও জল জমে রয়েছে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস।

WB News Live Updates: সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট

সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট । সপ্তম দফায় স্পর্শকাতর বুথ ৩ হাজার ৭৪৮। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। শেষ দফার ভোটে কলকাতায় বাড়তি নজরদারি। 

West Bengal News Live:ভোটের মুখে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়

ভোটের মুখে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতে ভোগালি এলাকায় পরপর দুটি বোমা পড়ে। পুলিশ সূত্রে খবর, বোমাবাজিতে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইএসএফ-এর অভিযোগ, গতকাল রাতে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। লালবাজারে সেই অভিযোগ জানানোর পরই, তাঁদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ তোলে তৃণমূল। 

WB News Live Updates: গাঙ্গুলিবাগানে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ

গাঙ্গুলিবাগানে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগ পেয়ে এলাকায় গেলেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

West Bengal News Live: কাল সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট

কাল সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট। DCRC কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোটকর্মীরা এসে পৌঁছচ্ছেন। কাল ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে ভোটগ্রহণ হবে কাল। যার মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সপ্তম দফার নির্বাচনে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। 

WB News Live Updates: শহর থেকে জেলা, একের পর এক ডিসিআরসি কেন্দ্রে চূড়ান্ত ব্যস্ততা

শহর থেকে জেলা। একের পর এক ডিসিআরসি কেন্দ্রে চূড়ান্ত ব্যস্ততা। বৃষ্টির জন্য অনেক জায়গাতেই দেরিতে পৌঁছেছেন ভোটকর্মীরা। চিন্তা বাড়াচ্ছে নামখানার বিভিন্ন ভোটকেন্দ্রে জমা জল।

West Bengal News Live: বাঁকুড়ার জয়পুর থানার চাতড়া মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা

বাঁকুড়ার জয়পুর থানার চাতড়া মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা। কম্পিউটার ক্লাস করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় কিশোরীর মৃত্যু। ক্ষতিপূরণ ও রাস্তায় যানের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। ব্যাপক লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ।

WB News Live Updates: কাল শেষ দফার ভোট, তার আগেই তৃণমূল বনাম আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়

কাল শেষ দফার ভোট। তার আগেই তৃণমূল বনাম আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। গ্রেফতার ২ আইএসএফ কর্মী। বোমাবাজিতে আহত ৫, খবর পুলিশসূত্রে।

West Bengal News Live: একরাতের বৃষ্টিতেই জল থইথই ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর

একরাতের বৃষ্টিতেই জল থইথই ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর
 জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী, চিকিৎসকদের
 জরুরি বিভাগ থেকে শুরু করে গোটা হাসপাতাল চত্বরেই জলমগ্ন 
দ্রুত জমা জল সরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ 

WB News Live Updates: ভোটের আগের দিন বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান !

ভোটের আগের দিন বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ! দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দায় চাঞ্চল্য

WB News Live: ভেটাগুড়িতে আক্রান্ত তৃণমূল, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

ভোট পরবর্তী হিংসা অব্যাহত দিনহাটায়। এবার ভেটাগুড়িতে আক্রান্ত তৃণমূল। বৃহস্পতিবার রাতে বাবলু বর্মন নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাবলু তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন। ভোটের পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। গতকাল রাতে বাড়িতে ছিলেন না তৃণমূল কর্মী। অভিযোগ, বাড়িতে ভাঙচুর চালানোর পর তাঁর স্ত্রীকে হুমকি দেওয়া হয়। যদিও হামলা ও হুমকির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  

West Bengal News Live: কাল সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট, DCRC কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

কাল সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট। DCRC কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোটকর্মীরা এসে পৌঁছচ্ছেন। কাল ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে ভোটগ্রহণ হবে কাল। যার মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সপ্তম দফার নির্বাচনে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। 

WB News Live Updates: বাঁকুড়ার বড়জোড়ায় বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে যাওয়া দম্পতির বজ্রপাতে মৃত্যু

বাঁকুড়ার বড়জোড়ায় বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে যাওয়া দম্পতির বজ্রপাতে মৃত্যু

West Bengal News Live: কেন্দ্রীয় বাহিনী লাঠি চালানোর চেষ্টা করলে সেই লাঠি কেড়ে নেওযার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে: মদন মিত্র

কেন্দ্রীয় বাহিনী লাঠি চালানোর চেষ্টা করলে অযথা গায়ে হাত দিলে সেই লাঠি কেড়ে নেওযার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে। সপ্তম দফা ভোটের আগে হুঁশিয়ারি মদন মিত্রের। 

WB News Live Updates: শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন

শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন

West Bengal News Live: মথুরাপুর লোকসভার অন্তর্গত নামখানা জুড়ে দফায় দফায় বৃষ্টি

মথুরাপুর লোকসভার অন্তর্গত নামখানা জুড়ে দফায় দফায় বৃষ্টি। বৃষ্টির জেরে একাধিক ভোটকেন্দ্রের সামনে জল। চিন্তা বাড়াচ্ছে আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস

WB News Live Updates: ভোটের আগের রাতে পতাকা লাগানো ঘিরে নিমতায় ধুন্ধুমার

ভোটের আগের রাতে পতাকা লাগানো ঘিরে নিমতায় ধুন্ধুমার

West Bengal News Live: 'দমদম মানে দাওয়াই, ধোলাই তো বলছি না' হুঁশিয়ারির সুর মদন মিত্রর গলায়

'দমদম মানে দাওয়াই, ধোলাই তো বলছি না'
'তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে'
শেষ দফা ভোটের আগে হুঁশিয়ারির সুর মদন মিত্রর গলায়

WB News Live Updates: আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
সপ্তম দফার ভোটের দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা ভোটগণনার দিনও
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে
আজ উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে
জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা

West Bengal News Live: জল সমস্যায় জেরবার শিলিগুড়ি, পানীয় জল কিনতে দোকানে দোকানে লম্বা লাইন

জল সমস্যায় জেরবার শিলিগুড়ি। পানীয় জল কিনতে দোকানে দোকানে লম্বা লাইন পড়ছে। এতদিন পানীয় জল হিসেবে মহানন্দার জল সরবরাহ করত শিলিগুড়ি পুরসভা। বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে সেই জল না খেতে অনুরোধ করেন। অভিযোগ, মহানন্দার জল জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য নির্দেশ দেয় শিলিগুড়ি পুরসভা। তারপর থেকেই দোকানে দোকানে জল কেনার লাইন পড়ছে। পুরসভার তরফ থেকেও বিভিন্ন এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

WB News Live Updates: শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার

শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়ছে। বেশি টাকা দিয়েও খাবার জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। মহানন্দার জলই সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, সেই জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য গতকাল নির্দেশ দেয় শিলিগুড়ি পুরসভা। এরপরই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন পড়েছে। প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন শিলিগুড়ি পুর-এলাকার বাসিন্দারা। 

West Bengal News Live: এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি

এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। সূত্রের খবর, রেশন কেলেঙ্কারিতে অভিযুক্তদের অ্য়াকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে অভিনেত্রীর নাম। ভোটের ফল প্রকাশের পরের দিন, ৫ জুন সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে ঋতুপর্ণাকে। 

WB News Live Updates: ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়

ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। নৌশাদ সিদ্দিকির দলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগও তুলেছে তৃণমূল কংগ্রেস। বোমাবাজির জেরে আহত এক শিশু-সহ ৭ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে SSKM হাসপাতালে। বাকিরা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহতদের দেখতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক সওকত মোল্লা। রাতে আহতদের দেখতে এসএস কে এমে যান অরুপ বিশ্বাস, সায়নী ঘোষ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি আইএসএফের তরফে। শনিবার শেষদফার ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভাতেও ভোট রয়েছে। এর আগে বুধবার ভাঙড়ের ভগবানপুরে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও আইএসএফ।

West Bengal News Live: 'রামমন্দির দিয়ে কিছু হল না, ধ্যান করার ভান' কটাক্ষ অধীরের

রামমন্দির দিয়ে কিছু হল না, ধ্যান করার ভান। কটাক্ষ অধীরের। ধ্যান করুন, সঙ্গে ক্যামেরা কেন ? আক্রমণ মমতার। নোংরা রাজনীতি, পাল্টা সুকান্ত। কমিশনের দ্বারস্থ সিপিএম-কংগ্রেস।

WB News Live Updates: শেষ দফা ভোটের আগে, কন্য়াকুমারীর বিবেকানন্দ রকে  ধ্যানে প্রধানমন্ত্রী

শেষ দফা ভোটের আগে, কন্য়াকুমারীর বিবেকানন্দ রকে  ধ্যানে প্রধানমন্ত্রী। ভগবতী আম্মান মন্দিরে পুজো দেওয়ার পর ১ জুন সন্ধে পর্যন্ত তপস্যায় নরেন্দ্র মোদি। 

প্রেক্ষাপট

শেষ দফা ভোটের আগে, কন্য়াকুমারীর বিবেকানন্দ রকে  ধ্যানে প্রধানমন্ত্রী। ভগবতী আম্মান মন্দিরে পুজো দেওয়ার পর ১ জুন সন্ধে পর্যন্ত তপস্যায় নরেন্দ্র মোদি। 


রামমন্দির দিয়ে কিছু হল না, ধ্যান করার ভান। কটাক্ষ অধীরের। ধ্যান করুন, সঙ্গে ক্যামেরা কেন ? আক্রমণ মমতার। নোংরা রাজনীতি, পাল্টা সুকান্ত। কমিশনের দ্বারস্থ সিপিএম-কংগ্রেস।


লোকসভা ভোটে গণনা ঠিকঠাক থাকলে সম্ভবত এবার দেশে বিজেপি ক্ষমতায় আসছে না। ফের দাবি মমতার। ৪ জুনের পর পরাজয় নিশ্চিত, পাল্টা শমীক ভট্টাচার্য।


বিজেপি ক্ষমতায় এলে তদন্তকারী অফিসারের অবসরকালীন সুবিধা আটকে দেওয়া হবে। বসিরহাটে ২ বিজেপি কর্মীর গ্রেফতারিতে হুঙ্কার শুভেনদুর। বিজেপির রাজনৈতিক অবসর, পাল্টা কুণাল।


এবার বরানগরের বিজেপি প্রার্থীর মুখে অনুব্রতর চড়াম চড়াম, গুড় বাতাসা। 


 


ভোটে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই এফআইআর পুলিশের। শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। ফাঁসানোর চেষ্টা, অভিযোগ প্রণত টুডুর।


ডায়মন্ডহারবার থেকে কেন দাঁড়ালেন না সেলিম-শুভেনদু-সুজন-দিলীপরা? ফের ডায়মন্ড চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপি প্রার্থীই যথেষ্ট, পাল্টা সুকান্ত। লড়াই দেবে প্রতিক উর, আক্রমণ সুজনের।


রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ৫ জুন তলব ইডির। অভিযুক্তদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখে উঠে আসে অভিনেত্রীর নাম, ইডি সূত্রে খবর। প্রতিক্রিয়া মেলেনি ঋতুপর্ণার।


ইডির ডাক শুনলে যেতে হবে, দাবি সুকান্তর। তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই, দাবি কুণালের। মাথাকে ধরছে না কেন ? আক্রমণ সুজনের। তদন্ত কবে শেষ হবে ? প্রশ্ন অধীরের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.