WB News LIVE Blog: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ১৪ নভেম্বর পর্যন্ত জেলেই পার্থ
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন দিনভর কোথায় কী ঘটছে, সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপটেড
২০১৪-র টেটে অংশগ্রহণ করেছিলেন ১২ লক্ষ ৯৫ হাজার চাকরিপ্রার্থী। প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করে হয়েছে। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, এমনটাই দাবি করলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। OMR শিট নষ্ট নিয়ে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২ তারিখই দেখা করবেন ডিএমকে নেতা স্তালিনের সঙ্গে। ফিরবেন তারপরের দিন।
নিখোঁজ ছিলেন গতকাল দুপুর থেকে। সকালে দেহ মিলল প্রসূতি বিভাগের পিছনে। ন্যাশনাল মেডিক্যালে প্রসূতির রহস্যমৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, ওপর থেকে পড়েই মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। তদন্তকারীদের অনুমান, ৫ তলার ভাঙা জানালা দিয়ে দিয়ে বেরিয়ে পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে যান প্রসূতি। খুনের অভিযোগ করেছে পরিবার।
মোহনবাগানের সঙ্গে ATK-এর মেলবন্ধন নিয়ে সমর্থকদের একাংশের ক্ষোভ। শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ করা হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হল ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে। বিভিন্ন সমাজ মাধ্যমে অনেকেই ATK নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। কোথাও কোথাও বিক্ষোভও দেখানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে মোহনবাগানের নামের আগে ATK নিয়ে আপত্তি রয়েছে বর্তমান কর্মকর্তাদের একাংশের মধ্যেও। এ নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে কর্তৃপক্ষ। ক্লাবের সঙ্গে সংস্থার চুক্তি মাঝপথে ভেঙে দেওয়া যায় না, বললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
পার্টি অফিস দখল ঘিরে পানিহাটিতে ২ তৃণমূল কাউন্সিলরের লড়াই। ২ তৃণমূল কাউন্সিলরের লড়াইয়ে রণক্ষেত্র পানিহাটি, নামতে হল পুলিশকে।
মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, ৭৫ দিনে পড়ল SSC’র গ্রুপ C এবং গ্রুপ D’র চাকরিপ্রার্থীদের আন্দোলন। এদিন লোক গানের প্যারোডি করে, নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন আন্দোলনকারীরা।
দুর্গাপুজো, কালীপুজোর রেশ কাটতে না কাটতেই জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতেছে বঙ্গবাসী। জগদ্ধাত্রী পুজো বলতেই যে নামটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হল চন্দননগর।
দীর্ঘদিন বিদ্যুতের বিল বকেয়া, চালু হচ্ছে ‘ওয়েভার স্কিম’। দুয়ারে সরকার ক্যাম্পে চালু হচ্ছে বিদ্যুৎ নিগমের ‘ওয়েভার স্কিম’। কাল থেকে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, ‘দালাল’ রুখতে সতর্কতা। ক্যাম্পে যেন না থাকে কোনও ‘মধ্যস্থতাকারী’, পুলিশকে সতর্ক করল নবান্ন।
শুরু থেকে চিকিৎসা করালে নিরাময় সম্ভব। প্রথম থেকে চিকিৎসকদের পরামর্শ নিলে প্রাণঘাতী হবে না এই রোগ। স্তন ক্যানসার সম্পর্কে এই বার্তা দিতেই শহরের রাস্তায় হল পদযাত্রা।
এনামুলের থেকে টাকা নিয়ে সিনেমা করা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ। নাম না করে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দেব বলেন, শ্যুটিংয়ে ব্যস্ত আছি। এখন কোনও মন্তব্য করব না।
বার বার খারিজ হচ্ছে জামিনের আবেদন।জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। এই অবস্থায়, এদিন ED’র মামলায় ব্যাঙ্কশাল আদালতে জামিনের জন্য কাতর আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও এদিন সেই আবেদনও খারিজ হয়
দীর্ঘদিন বিদ্যুতের বিল বকেয়া, চালু হচ্ছে ‘ওয়েভার স্কিম’। দুয়ারে সরকার ক্যাম্পে চালু হচ্ছে বিদ্যুৎ নিগমের ‘ওয়েভার স্কিম’। কাল থেকে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, ‘দালাল’ রুখতে সতর্কতা। ক্যাম্পে যেন না থাকে কোনও ‘মধ্যস্থতাকারী’, পুলিশকে সতর্ক করল নবান্ন।
দার্জিলিঙের কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা। জাতীয় সড়ক থেকে ২০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি
আন্দোলন করলেই চাকরি নয়, এবার বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। ‘আন্দোলন করলেই সবাইকে চাকরি দিতে হবে, এটা হতে পারে না। আন্দোলনের সঙ্গে চাকরির সম্পর্ক কী ? চাকরি হবে যোগ্যতা, মেধার ভিত্তিতে’।
এনামুলের থেকে টাকা নিয়ে সিনেমা করা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ। নাম না করে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দেব বলেন, শ্যুটিংয়ে ব্যস্ত আছি। এখন কোনও মন্তব্য করব না।
গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের এক বাসিন্দার। ওই তরুণ, হাবিবুল শেখ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। তিনি গুজরাতের মোরবিতে সোনার দোকানে কাজ করতেন। মৃতের পরিবার সূত্রে খবর, গতকাল তিনি বন্ধুদের সঙ্গে ঝুলন্ত সেতুতে বেড়াতে গিয়েছিলেন। রাতে পূর্বস্থলীর বাড়িতে ভাইপোর দুর্ঘটনায় মৃত্যুর খবর জানান তাঁর কাকা। তিনিও গুজরাতেই রয়েছেন। পরিবার সূত্রে খবর, দেহ আমদাবাদ নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বিমানে আনা হবে রাজ্যে।
ফের বেআইনি কয়লা পাচারচক্রের পর্দাফাঁস। পাচারের আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৭ জন পাচারকারীকে। গতকাল সন্ধেয় নলহাটি থানার জয়পুর গ্রামের কাছে অভিযান চালিয়ে কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। ঝাড়খণ্ড থেকে ওই কয়লা আনা হচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি।
৭৫ দিনে এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি আন্দোলন। মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের ধর্না। প্যারোডির মাধ্যমে দুর্নীতির প্রতিবাদে চাকরিপ্রার্থীরা।
৭৫ দিনে এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি আন্দোলন। মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের ধর্না। প্যারোডির মাধ্যমে দুর্নীতির প্রতিবাদে চাকরিপ্রার্থীরা
প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। পাস করেও মেলেনি শংসাপত্র, অভিযোগ ২০১৪ ও ২০১৭-র টেট উত্তীর্ণ কিছু চাকরিপ্রার্থীর। শংসাপত্র না পেলে নিয়োগ। প্রক্রিয়ায় পিছিয়ে পড়ার আশঙ্কা মামলাকারীদের। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন মামলাকারীদের।
বীরভূমের নানুরের তৃণমূল নেতা শেখ বাবুলাল শুক্রবার থেকে নিখোঁজ। তদন্তে নেমে কোনও সূত্র না মেলায় আজ ড্রোন উড়িয়ে যে জায়গায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল, সেখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সিভিক পুলিশ কর্মীরা মাঠে নেমে তল্লাশি চালাবেন। তল্লাশি অভিযানের সমন্বয়ের জন্য লাভপুর, নানুর ও কীর্ণাহার থানার ওসিদের নিয়ে গঠন করা হয়েছে টিম। শুক্রবার বিকেলে ওই তৃণমূল নেতা মোবাইল ফোন কিনবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনও খোঁজ মিলছে না।
২০১৬-তে কলকাতায় পোস্তা উড়ালপুল বিপর্যয়ের পর কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। গুজরাতে সেতু বিপর্যয়ের পর ট্যুইটে সেই প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় লিখেছেন, সংস্কারের পর গুজরাতে সেতু বিপর্যয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। একটু চোখের জল ফেলুন, মোদিজী।
খড়গপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যমৃত্যু। সিআইডি অথবা সিট গঠন করে তদন্তের দাবি পরিবারের। তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ মৃত ছাত্রের পরিবার। পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলার শুনানি
‘গরু পাচারকাণ্ডে দুটি ট্রাস্টের মাধ্যমে কালো টাকা সাদা হয়েছে’। তদন্তে নেমে ধারণা সিআইডি-র, খবর সূত্রের। নতুন ২০টিরও বেশি অ্যাকাউন্টের হদিশ। সবকটি অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমে শুরুতেই এনামুলের তিন ভাগ্নের সংস্থার ২০টি অ্যাকাউন্ট ফ্রিজ করে সিআইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে সশরীরে হাজির পার্থ চট্টোপাধ্যায়। হাজিরা শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। হাজিরা সুবীরেশ, অশোক সাহা ও মিডলম্যান অভিযোগে ধৃত প্রদীপ ও প্রসন্নর। গত ২৮ অক্টোবর তাঁদের সশরীরে এজলাসে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত । ভার্চুয়াল শুনানির জন্য আবেদন জানায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
নানুরের তৃণমূল নেতা শেখ বাবুলাল গত শুক্রবার বিকাল ৪টে থেকে নিখোঁজ। সোমবার সকাল পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশ রবিবার ১৫ ঘন্টা সময় নিয়ে ছিল বাবুলালকে খুঁজে বের করার।
এদিকে তৃণমূল নেতাকে খুঁজে বের করতে নানুর, লাভপুর এবং কীর্নাহারে থানার ওসিদের নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর আদালতে সশরীরে হাজির করানো হবে পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ ৭ জনকে। গত ২৮ অক্টোবর তাঁদের সশরীরে এজলাসে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। কিন্তু ভার্চুয়াল শুনানির জন্য আবেদন জানায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। যদিও শেষ পর্যন্ত প্রযুক্তিগত কারণে ভার্চুয়াল শুনানি হয়নি। আজ তাঁদের সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেইমতো পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিন্হা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা ও মিডলম্যান অভিযোগে ধৃত প্রদীপ সিং ও প্রসন্ন রায়কে আদালতে হাজির করা হয়।
নৈহাটির তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত নাবালক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমডাঙারই একটি বাঁশবাগান থেকে ২ জনকে ধরা হয়। অভিযোগ, ওই নাবালক মাদকের কারবার করত। গত কয়েক মাস ধরে থাকত আমডাঙায়। এই ইস্যুতে আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুল রহমান পুলিশের বিরুদ্ধে ফের সরব হয়েছেন।তাঁর অভিযোগ, আমডাঙায় মাদকের কারবারে মদত দেয় পুলিশ। বিধায়কের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের কর্মীদের ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, বড় ডান্ডা হাতের কাছে রাখুন। তৃণমূলের কেউ যদি অন্যরকম কিছু করে, এখানে তৃণমূলের যে শেখ সুফিয়ান আছেন, তাঁরা যদি কিছু করেন, তাহলে আগে ডান্ডা দিয়ে সোজা করে দেবেন। তাঁর পরামর্শ, পরে যেন কর্মীরা তাঁকে জানান, দাদা, কোর্স কমপ্লিট হয়ে গেছে। তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন, সিপিএম তাঁর কোনও ক্ষতি করতে পারেনি। সুকান্ত মজুমদারও কিছু করতে পারবেন না।
গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের এক বাসিন্দার। ওই তরুণ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। তিনি গুজরাতের মোরবিতে সোনার দোকানে কাজ করতেন। মৃতের পরিবার সূত্রে খবর, গতকাল তিনি বন্ধুদের সঙ্গে ঝুলন্ত সেতুতে বেড়াতে গিয়েছিলেন। রাতে পূর্বস্থলীর বাড়িতে ভাইপোর দুর্ঘটনায় মৃত্যুর খবর জানান তাঁর কাকা। তিনিও গুজরাতেই রয়েছেন। পরিবার সূত্রে খবর, দেহ আমদাবাদ নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বিমানে আনা হবে রাজ্যে।
সেতু বিপর্যয়কাণ্ডে শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন, গুজরাতের মোরবিতে মর্মান্তিক ব্রিজ দুর্ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। দুর্ঘটনায় অনেকের প্রাণ গিয়েছে, অনেকে নিখোঁজ। নিহতদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
উত্তর ২৪ পরগনার বিভিন্ন ঘাটে ছটপুজো কেমন চলছে, লঞ্চে তা ঘুরে দেখলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আজ সকালে জগদ্দলের ফেরিঘাট থেকে তিনি ভাটপাড়া পর্যন্ত লঞ্চে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন
আগামী পঞ্চায়েত ভোটে কি বিজেপির পাশে থাকবে মতুয়ারা? প্রশ্নের উত্তরে দলের অস্বস্তি বাড়ালন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। মতুয়া সমর্থন নিয়ে দায় ঠেললেন রাজ্য নেতৃত্বের ঘাড়ে। অন্যদিকে, মতুয়ারা আগামী ভোটে তাদের সমর্থন করবে বলে দাবি করেছে তৃণমূল।
মালদার গাজোলে রহস্যজনকভাবে মৃত্যু হল বিজেপি কর্মীর। আমবাগানের মধ্যে থেকে উদ্ধার হয় রক্তাক্ত মৃতদেহ। মাস ছয়ের আগে, তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপি কর্মী। সেই রোষেই খুন, দাবি পরিবারের।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধার। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে চলত অস্ত্রের কারবার। চাঞ্চল্যকর দাবি করল বেঙ্গল এসটিএফ। অস্ত্র উদ্ধারে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১০দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
প্রেক্ষাপট
কলকাতা: ২০১৬-তে কলকাতায় পোস্তা (Posta) উড়ালপুল (Bridge) বিপর্যয়ের পর কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। গুজরাতে (Gujarat) সেতু বিপর্যয়ের পর ট্যুইটে সেই প্রসঙ্গ টেনে তৃণমূল (TMC) সাংসদ সুখেন্দুশেখর রায় লিখেছেন, সংস্কারের পর গুজরাতে সেতু বিপর্যয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। একটু চোখের জল ফেলুন, মোদিজী (PM Modi)।
অকারণে মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। সম্মান চলে গেলে ফিরে পাওয়া যায় না। আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
একশ্রেণির মানুষ গণতান্ত্রিক শক্তিকে কুক্ষিগত করেছে। এরকম চললে দেশে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। মন্তব্য মুখ্যমন্ত্রীর।
দুর্নীতির বিরুদ্ধে বিচারব্যবস্থার পদক্ষেপে আতঙ্কিত মুখ্যমন্ত্রী। কটাক্ষ শুভেন্দুর। বিচারব্যবস্থার ওপর চাপ তৈরির চেষ্টা, আক্রমণ অধীরের।
নৈহাটির শিবদাসপুরে অপারেশন ব্ল্যাক। আলো নিভিয়ে মুখোশধারী দুষ্কৃতীদের হামলা। গুলি, বোমাবাজিতে খুন তৃণমূলকর্মী, আহত ১। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, গ্রেফতার ৩।
নৈহাটিতে হামলায় নেপথ্যে মাদকচক্র? মাস্টারমাইন্ড নাবালক? মাদক কারবারের প্রতিবাদ করায় খুন তৃণমূলকর্মী। বারবার কেন সন্ত্রাস? প্রশ্ন স্থানীয়দের।
রাজনৈতিক লাভের জন্য দুষ্কৃতীদের আশ্রয় তৃণমূলের। কটাক্ষ দিলীপের। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, আক্রমণ কংগ্রেস-সিপিএমের। সিপিএম জমানায় তুলনায় কমেছে সন্ত্রাস, পাল্টা পার্থ ভৌমিক।
পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা বিজেপির পাশে থাকবে কিনা উত্তর দিতে পারে রাজ্য নেতৃত্বই। শান্তনু ঠাকুরের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। মমতার পাশেই থাকবেন, পাল্টা মমতাবালা।
ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। দেগঙ্গায় মৃত্যু গৃহবধূর। দোসর ম্যালেরিয়া। ২ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ গুণের বেশি। রাজ্যের রিপোর্টে উল্লেখ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -